#হোমিওপ্যাথি ডাক্তার ঢাকা
Explore tagged Tumblr posts
homeopathy79 · 9 months ago
Text
➤টনসিল কি?
Tumblr media
➤টনসিল কত প্রকার ও কি কি ?
➤টনসিলাইটিস কেন হয় ?
➤টনসিলাইটিসের লক্ষন কি ?
➤টনসিলাইটিস হলে করনীয় কি ?
➤কি ভাবে বিনা অপরাসনে টনসিলাইটিস থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়?
➤টনসিল কি?
টনসিল হলো গলার ভেতর থাকা একটা অংশের নাম। এটি এমন একটি অ্যানটিবডি যার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। কিন্তু কোনো কোনো কারনে এটি সংক্রমনের শিকার হয় এবং এতে টনসিলাইটিস আকারে অনেক বড় ও প্রচন্ড ব্যাথার হয়। রুগিরা আমাদের কাছে এসে বলে ডাক্তার বাবু আমার টনসিল হয়েছে। এ ধারনাটি ভুল কারন প্রত্যেক টি মানুষের মুখে টনসিল থাকে। কিন্তু টনসিলে যদি কোন প্রদাহ হয়,পেকে যায় ,ফুলে যায়,পুঁজ বের হয় তখন তাকে বলা হয় টনসিলাইটিস।
➤টনসিল কত প্রকার?
আমাদের মুখের ভিতর চার ধারন���র টনসিল থাকে
১.ফ্যারিঞ্জিয়াল টনসিল
২. টিউবাল টনসিল
৩.প্যালাটাইন টনসিল
৪.লিঙ্গুয়াল টনসিল।
➤টনসিলাইটিস এর কারন কি ?
১.শরীরে পুষ্টির অভাব থাকলে
২.রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে
৩.অস্বাস্থকর পরিবেশে বসবাস করা।
৪.অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খাওয়া।
৫.নিয়মিত মুখ পরিস্কার না করলে টনসিল হতে পারে।
➤ টনসিলাইটিস এর লক্ষণ কি ?
১.প্রচুর গলা ব্যাথা
২.গলা ফুলে যাওয়া
৩.কিছু খেতে গেলে কষ্ট
৪.মাথা ব্যাথা
৫.মুখ দিয়ে লালা বের হওয়া
৬.মুখ থেকে দুরগন্ধ বের হওয়া,পেকে পুঁজ বের হওয়া
➤টনসিলাইটিস হলে করনীয় কি ?
১.প্রচুর পরিমানে গরম পানি খেতে হবে।
২.মুখের ভেতর পরিস্কার রাখতে হবে।
৩.লবন মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে।
৪.পরিমাণ মত বিশ্রাম নিতে হবে।
৫.পুষ্টিকর খাবার তরল করে খেতে হবে।
৬.চা খেতে হবে।
➤কি ভাবে বিনা অপরাসনে টনসিলাইটিস থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়?
টনসিলাইটিস হলে হোমিওপ্যাথি ঔসধ সেবন করলে খুব দ্রুত বিনা অপরাসনে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভাব। লক্ষন ভিক্তিক অনেক হোমিওপ্যাথি ঔসধ রয়েছে । তাই টনসিলাইটিস হলে দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট থেকে পরামর্শ ও চিকিৎসা নিতে পারেন।
➤আপনার এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা আমাদের লক্ষ্য
➤অনলাইনে বিশ্বের যে কোন দেশ থেকে ঘরে বসে অরজিনাল জার্মানির হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে শিশু,নারী ও পুরুষের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিন।
➤আমাদের থেকে চিকিৎসা নিতে হলে প্রথমে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।(শুধুমাত্র পূর্ব অ্যাপয়েন্টমেন্ট এর–ভিক্তিতে রোগী দেখা হয়।)
➤অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাকে যা করতে হবে :
➤১ম ধাপ : অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে লিঙ্কটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন https://user.besthomeodoctor.com
➤অথবা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে Homeo Health Care App লিঙ্ক টি ক্লিক করে https://play.google.com/store/apps/details?id=com.developernerob.homeopathydoctorঅ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন।
➤অথবা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করুন Website: https://besthomeodoctor.com এবং ওয়েবসাইটের Appointment বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
➤২য়ধাপ :Appointment/সাক্ষাৎকার বাটনে ক্লিক করে ফরমটি পুরন করে সাবমিট করুন।
➤৩য় ধাপ : যাদের চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার মতো পরিস্থিতি নেই তারা ঘরে বসে ভিডিও কলে চিকিৎসা নিতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট এর নির্ধারিত সমায় মোবাইলের ডাটা অন করে কাছে রাখুন । আর যারা চেম্বারে আসতে পারবেন তারা সরাসরি চেম্বারে এসে চিকিৎসা নিতে পারেন ।
➤ ��র্থ ধাপ :চিকিৎসা নেওয়ার পর Prescription/চিকিৎসাপত্র বাটনে ক্লিক করলে প্র���সক্রিপশন পেয়ে যাবেন।
➤কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সমগ্র বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ঔষধ হাতে পেয়ে যাবেন ।
➤চেম্বারের ঠিকানাঃ
হোমিও হেলথ কেয়ার -১
বাসা নং-২৬, রোড নং-৩ ব্লক-সি, পল্লবী, মিরপুর-১২ ঢাকা ১২১৬ বাংলাদেশ।
➤পরামর্শ ও সেবা পেতে ফোন করুনঃমোবাইলঃ01714010479
ডাঃ মাহমুদুল হাসান
D.H.M.S-B.H.B (Dhaka)
Govt Reg No : 32673
➤©Email: [email protected]
➤ Google Map: https://maps.app.goo.gl/qBVbDN5GuGf3bwEn7
➤ Website: https://besthomeodoctor.com
➤ অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক https://user.besthomeodoctor.com
➤ App : Homeo Health Care https://play.google.com/store/apps/details?id=com.developernerob.homeopathydoctor
➤FacebookPage: https://web.facebook.com/healthcarehomeohall
➤Youtube : https://www.youtube.com/channel/UC9XxQK20r7p12XbrnCy2YFA
➤Instagram: https://www.instagram.com/besthomeo
➤Linkedin: https://www.linkedin.com/in/dr-mahmudul-hasan-0a03212aa/
➤Twitter: https://twitter.com/MdDoctor91492
. #tonsillitis #tonsilstones#tonsilectomy #tonsilinfection#tonsilpain #tonsils#tonsillitistreatment #tonsillitisrelief #tonsillitishomeremedies #tonsillitisprevention#tonsilstonesremoval #tonsilstonestreatment#tonsilstoneshomeremedies #tonsilstonesprevention #tonsillectomyrecovery#tonsillectomytips #tonsillectomyexperience#tonsillectomybeforeandafter#tonsillectomyquestions #tonsillectomysupport
0 notes
health24tv · 3 years ago
Video
হোমিও ঔষধের নাম ও কাজ | হোমিওপ্যাথি ডাক্তার | Homeopathic Medicine Bangla | Best Homeopathy Doctor
1 note · View note
dmharunkhan · 5 years ago
Video
Alfalfa homeopathic medicine | আলফালফা হোমিও ঔষধ | মাল্টি ভিটামিন
1 note · View note
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/107606
হাটহাজারীতে ভুয়া এমবিবিএস লাগিয়ে প্রতারণা: ক্লিনিকে তালা, মুচলেখা দিয়ে রক্ষা
.
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সাইনবোর্ড, প্যাড, ভিজিটিং কার্ডসহ চেম্বারে লাগানো কাগজপত্র অভিজ্ঞতায় তিনি লিখে রেখেছেন তিনি এমসবিবিএস পাস করা চিকিৎসক।
চিকিৎসা সেবায় তিনি নাকি স্বর্ণ পদকও পেয়েছেন। অথচ বাস্তবে তিনি এমবিবিএস করেন নি।
এমন ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা সেবার নামে  শত শত মানুষের সাথে প্রতারণা করে আসছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সোলায়মান। তার বাসায় দুই বেডের একটি মিনি ক্লিনিকও বানিয়েছেন।
অবশেষে ধরা খেলেন ভ্রাম্যমান আদালতের কাছে। ভুয়া ডিগ্রিধারীর এমন চিকিৎসার খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মেখল রোডের নাছরিন ভবনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। ভ্রাম্যমাণ আদালতে সহায়তাকারী হিসেবে ছিলেন হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমতিয়াজ।
এসময় আটক করা হয় এই ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী অধ্যাপক ডা. মোহাম্মদ সোলায়মানকে। পরে বয়স বিবেচনায় মুচলেকা দিয়ে ছাড়া পান এ কথিত চিকিৎসক।
অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও রুহুল আমিন পাঠক ডট নিউজকে বলেন, ডাক্তার সাহেবের চেম্বারের সামনে লাগানো কাগজে অনেক ডিগ্রী,অভিজ্ঞতা পেয়েছেন স্বর্নপদকও। ডিগ্রির জায়গায় লেখা এমবিবিএস (ঢাকা)।
ভ্রাম্যমাণ আদালত কে সহায়তাকারী হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমতিয়াজ জিজ্ঞেস করলেন ঢাকার কোথা থেকে এমবিবিএস করেছেন? উনি বললেন, এমবিবিএস করি নাই।তাহলে লিখলেন যে? এমন প্রশ্নের উত্তরে বলেন- ভুলে লিখেছি। বাসায় দুই বেডের ক্লিনিক বানাইছেন কেন? জানতে চা্রাইলে বলে নিজেরাই (রোগি) এসে ভর্তি হইছে,আমি জানিনা কিছু।
এত এত ডিগ্রি লেখা এসবের কাগজ দেখান উনি তাও দেখাতে পারেন নাই। যখন শক্তভাবে তাকে বলা হলো তখন উনি বিরক্ত হয়ে বললেন, যান এখন থেকে হোমিওপ্যাথি প্রাকটিস করবো।
পরে ভ্রাম্যমাণ আদালত ডাক্তারের চেম্বার এবং ক্লিনিক বন্ধ করে দেয় এবং তার থেকে অঙিকার নেয়া হয় ।করোনা পরিস্থিতি এবং বয়স বিবেচনায় তাকে কোনো সাজা দেয়া হয়নি বলে উল্লেখ করেন ইউএনও রুহুল আমিন।
0 notes
dailynobobarta · 5 years ago
Text
সার্টিফিকেট নেই, ৩০ বছর ধরে বিশেষজ্ঞ ডাক্তার!
New Post has been published on https://is.gd/Vpoj5o
সার্টিফিকেট নেই, ৩০ বছর ধরে বিশেষজ্ঞ ডাক্তার!
চিকিৎসাশাস্ত্রে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও প্রায় ৩০ বছর ধরে রোগী দেখছেন। যিনি নিজেকে স্বঘোষিত কিডনী-ডায়াবেটিক বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। স্বঘোষিত এই বিশেষজ্ঞ চিকিৎসকের নাম সালাহ উদ্দিন মাহমুদ। ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছে তার চেম্বার। নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে তিনি কিডনী রোগীর চিকিৎসা করেন। তার ভিজিটিং কার্ডে ডা. শব্দটি তিনি ব্যবহার না করলেও স্বঘোষিত এই চিকিৎসকের চেম্বারের বাইরে সাইনবোর্ডে লিখে রেখেছেন ডা. সালাহ উদ্দিন মাহমুদ। এছাড়া কিডনী রোগ বিষয়ে তিনি বইও লিখেছেন। সেখানেও তিনি নিজের নামের আগে বসিয়েছেন ‘ডাক্তার’ শব্দটি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়া নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করা যায় না। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডাক্তার শব্দটি ব্যবহার করলে অসুবিধা কি?’ তার সোজা সাপটা উত্তর- ‘আমার বাবা একজন ডাক্তার ছিলেন। ওনার কাছ থেকে শিখেছি চিকিৎসাশাস্ত্রের ৫০ ভাগ। আমি কেমিস্ট্রির ছাত্র, তাই সেখান থেকে শিখেছি ২৫ ভাগ, আর বাকি ২৫ ভাগ আমি গবেষণা করে বের করেছি। ব্যাস হয়ে গেলো শতভাগ।’ পরে অবশ্য বলেন, এজন্য ভবিষ্যতে তাকে সমস্যায় পড়তে হবে, তাও তিনি জানেন। তার বিরুদ্ধে এজন্য মামলাও হয়েছে এবং মামলায় আদালত তার পক্ষে রায়ও দিয়েছে বলে দাবি করেন তিনি। নিজের নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহারের পূর্ণ অধিকার তার রয়েছে দাবি করে তিনি বলেন, হোামিওপ্যাথি শাস্ত্রে তিনি পড়াশোনা সম্পন্ন করেছেন। এ জন্য নিজ নামের অগে তিনি ডাক্তার শব্দটি ব্যবহার করতেই পারেন। তবে সালাহ উদ্দিন মাহমুদের পরিচয় সম্বলিত সাইনবোর্ড, বই কিংবা ভিজিটিং কার্ডে হোমিওপ্যাথি ডিগ্রির বিষয়ে কিছুই উল্লেখ নেই। স্বঘোষিত এই বিশেষজ্ঞ চিকিৎসকের দাবি তার মামা কিডনী রোগ বিষয়ে গবেষণার জন্য আশির দশকে তাকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন। দীর্ঘ গবেষণার পর তিনি কিডনী রোগের ওষুধ আবিষ্কার করেন। তার বানানো ওষুধ সেবন করলে ডায়ালাইসিস করা কিডনী রোগীও সুস্থ হয়ে উঠবেন বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, নিজের উদ্ভাবিত ওষুধ দিয়ে তিনি দেশ-বিদেশে লাখো কিডনী রোগীর চিকিৎসা করার স্বপ্ন দেখেন। শুধু সালাহ্ উদ্দিন মাহমুদই নয়, রাজধানীসহ সারাদেশে রয়েছে এরকম হাজারো ভুয়া ডাক্তার। জানা যায়, বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) ২০১০ সালের আইন অনুযায়ী শুধুমাত্র বিএমডিসির সনদ প্রাপ্তরাই নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারেন।
ভুয়া ডাক্তার সালাহ উদ্দিন মাহমুদের চেম্বার
অনুসন্ধানে জানা যায়, ভুয়া ডাক্তার তৈরির কারখানা হচ্ছে বিসিএমডিসি (কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ) যা বর্তমানে এনএএমডিসি (ন্যাশনাল অল্টারনেটিভ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ) নামে পরিচিত। প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টকে রেজিষ্ট্রেশন করে চালিয়ে যাচ্ছে ডাক্তার সার্টিফিকেট বানিজ্য, যা সম্পূর্ণ অবৈধ। প্রতিষ্ঠানটি উত্তরায় তাদেরই পরিচালিত ‘পিচ ব্লেন্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ থেকে ডাক্তার বানিয়ে বিএমডিসির মত নিজেরাই সনদ দিতো। এখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যা��্তি প্রশিক্ষণ নিয়ে ডাক্তার হয়ে যেতে পারতেন। তারা শুধু দেশি নয়- ভারত, রাশিয়া, চীনের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও দিতো। যদিও এই বিশ্ববিদ্যালয়টি সরকার বন্ধ করে দিয়েছে। কিন্তু এর আগেই ভুয়া এই প্রতিষ্ঠানটি থেকে সার্টিফিকেট নিয়ে ১০ হাজার ভুয়া ডাক্তার ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্নস্থানে। যারা নিজেদের নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করে বছরের পর বছর ধরে চেম্বার সাজিয়ে রোগী দেখছেন। এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. এম ইকবাল আর্সনাল বলেন, বিএমডিসি প্রতিষ্ঠানটির (বিসিএমডিসি) উপাচার্য ডা. মো. এম এন হকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয় ২০১৮ সালে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেয়। তারপরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। বিএমডিসি’র ভারপ্রাপ্ত রেজিষ্টার ডা. মো. আরমান হোসাইন বলেন, অল্টারনেট মেডিসিনের উপর পড়াশোনা করে কেউ নামের আগে ডাক্তার লিখতে পারেন না। শুধুমাত্র বিএমডিসির রেজিষ্ট্রেশনধারীরাই নামের আগে ডাক্তার লিখতে পারবেন। তিনি আরো বলেন, এনএএমডিসি’র সার্টিফিকেট হুবহু বিএমডিসির মতো দেখতে। প্রতারণার উদ্দেশ্যেই তারা এরকম করছে। তিনি হতাশ কণ্ঠে বলেন, তাদের (এনএএমডিসি) বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাদেরকে ধরতে পারছে না! গত বছরের মাঝামাঝি সময়ে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে, যাদের প্রায় সবাই পিচ ব্লেন্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি সার্টিফিকেটধারী। চলতি বছরের ১৩ জানুয়ারি পাবনার বেড়া বাসস্ট্যান্ডের নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার থেকে আটক করা হয় ভুয়া ডাক্তার মো. ফরহাদ আলীকে। তিনিও ভারত থেকে এমবিবিএস সার্টিফিকেট কিনে অর্থোপেডিক ডাক্তার হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আলম সিদ্দিকী অভিযানটি পরিচালনা করেন। এর আগে গত বছরের ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চাঁন সুপার মার্কেটের ‘কুমিল্লা ডায়াগনষ্টিক কমপ্লেক্স’ থেকে র‌্যাব-১১ এর অভিযানে আটক করা হয় ভুয়া ডাক্তার জহিরুল ইসলা��কে (৪৪)। উচ্চ মাধ্যমিক পাস জহিরুল ইসলাম ৫ লাখ টাকা দিয়ে ভারত থেকে এমবিবিএস ডিগ্রি কিনে বিগত ১০ বছর ধরে রোগী দেখে আসছিলেন। পরে তিনি এনএএমডিসি থেকে সার্টিফিকেট নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছিলেন বলে স্বীকার করেন। গত বছরের ১ ডিসেম্বর বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজারের নাসিম ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয় ভুয়া ডাক্তার ডি কে গোলদারকে। ভুয়া ডাক্তার প্রসঙ্গে র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব বলেন, এনএএমডিসি একটি ভুয়া প্রতিষ্ঠান। তারা জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করেছে। জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করে ডাক্তারি সার্টিফিকেট দেয়ার কোনো নিয়ম নেই জানিয়ে তিনি বলেন, বিএএমডিসি ডাক্তারি সার্টিফিকেট দেয়ার এই থিমটি পায় কলকাতা থেকে। সেখানে এরকম ১০-১২টি প্রতিষ্ঠান আছে। খোঁজ নিয়ে দেখা গেছে, কলকাতায় ওইসব প্রতিষ্ঠানের কোনটি তালাবদ্ধ, কোনটি শুধুই নামসর্বস্ব। বিএএমডিসি কলকাতার ওইসব প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কিনে আনাদের স্বীকৃতি দিয়ে নামিয়ে দিচ্ছে চিকিৎসা পেশায়। এদিকে ভুয়া ডাক্তারের চিকিৎসায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটছে। গত বছরের ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় মারা যান আবু সাঈদ সিদ্দিকী নামে এক যুবক। সাপে কামড়ানো আবু সাঈদকে ভুয়া ডাক্তার আতোয়ার রহমানের কাছে নিয়ে আসলে তিনি ইনজেকশন দেন। এতে মারা যান তিনি। সাঈদের পরিবার জানান, তারা জানতেন না আতোয়ার একজন ভুয়া ডাক্তার। এছাড়া ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাজারের ইসলামিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় মারা যান সুকতারা বেগম নামে অপর এক গৃহবধূ। পরবর্তীতে জানা যায়, ভুয়া এনেসথেসিয়া ডাক্তার মো. টুটুলের ভুলে মারা যান ওই গৃহবধূ। -- সূত্র: ডেইলি বাংলাদেশ
0 notes
health24tv · 3 years ago
Video
Homoeopathic Medicine | হোমিওপ্যাথি চিকিৎসা | হোমিও ঔষধের নাম ও কাজ | Homeo Medicine | homeopathy
1 note · View note
dmharunkhan · 5 years ago
Video
জরায়ুর টিউমারের চিকিৎসায় করণীয় | uterus fibroids homeopathic treatment
1 note · View note
dmharunkhan · 5 years ago
Video
গলব্লাডার বা পিত্ত থলিতে পাথর হলে কি করবেন | gallbladder stones treatme...
1 note · View note
health24tv · 3 years ago
Video
চর্ম রোগের ডাক্তার | চর্ম রোগের হোমিও ঔষধ | চর্ম রোগ বিশেষজ্ঞ | Skin Diseases Medicine and Treatment
0 notes
dmharunkhan · 5 years ago
Video
বাত ব্যথা থেকে মুক্তি arthritis treatment Bryorheum
0 notes