#দু আ
Explore tagged Tumblr posts
a2zcomputerworld · 3 months ago
Video
youtube
যশোরে আ. লীগ নেতার পাঁচ তারা জাবির ইন্টারন্যাশনাল হোটেলে আগুন দিয়েছে দু...
0 notes
saaiwritez · 1 year ago
Text
Porijayi - Episode 3
Tumblr media
"হাই হ্যান্ডসাম!"
ফেসবুকে পিং হতেই রৌনক মোবাইল এ চোঁখ বুলিয়ে দেখে নিল পূরবীর পাঠানো ম্যাসেজটা। মুখের কোণে একটা আলতো হাসি খেলে গেল রৌনকের। 
"বলুন ম্যাডাম, কি সাহায্য করতে পারি।"
" বাব্বা, মশাই যে দেখছি খুব ভালো মুডে আছে। শোননা, বিনীতকে তোর মনে আছে?"
" টপার বিনীত! সরি টপার তো তুই ছিলি।"
"আবার শুরু করলি? শোননা, বিনীত কাল আমাকে ইন্ভাইট করেছে। ও ওর নতুন নভেলের সাক্সেস পার্টি রেখেছে। "
" ভালো তো, যা। বাড্ডি লোগো কি বাড্ডি ব্যাতেন!"
"ঊফ্ফ ! তুই থামবি। কল কর। সবটা গুছিয়ে বলছি।"
রৌনক পূরবীকে কিছুক্ষণ এর মধ্যে ফোন করল।
" আ্যাই রন, তোকেও তো নিয়ে আসতে বলেছে। আমরা এক সাথে যাবো।‌"
" আমাকে? আমাকে হঠাৎ! "
" আমি আমাদের কথা বলেছি। ও বলেছে তোকে যেন অবশ্যই নিয়ে যাই।"
" দারুণ ব্যাপার। আমাকে কি তোর ফ্যেগলু মনে হয়? তুই বলবি আর আমি লেজ দোলাতে দোলাতে চলে যাব, আর আমাদের ব্যাপারটা রাষ্ট্র না করলেই নয়?"
" মানে, তোর অসুবিধাটা কোথায়!"
" শোন পূরবী, ইট্স ইন এ ভেরি আরলি স্টেজ। কিছুদিন যাক, যদি সব ঠিক থাকে দেন জানাবো।"
" তোর মনে এত ডাউট কেন অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ ?" 
" আছে, আমি দশ বছরের সম্পর্ককেও ভেঙে যেতে দেখেছি। তাই।"
" সো ইউ আর নট কামিং, রাইট।"
" ইউ গো অ্যান্ড এনজয়!"
" আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না রন। বাই!"
ফোনটা কেটে কিছুক্ষণ চুপ করে বসে রইলো পূরবী। এই ছেলেটা যে স্কুল জীবনে পূরবীকে পাগলের মতো অনুসরণ করতো, রাস্তা ঘাটে, টিউশন যাওয়ার পথে সব জায়গায়, সে আজ কেমন যেন পালিয়ে বেড়াচ্ছে। কিসের এত নিরাপত্তাহীনতা? রৌনক এখনও কি পূরবীকে আগের মতোই ভালোবাসে। আদৌ বাসতো, নাকি সবটাই মোহ! এসব ভাবতে ভাবতে কখন চোঁখ দিয়ে জল গড়িয়ে ��ড়তে লেগেছে খেয়াল করেনি পূরবী। পূরবী ঠিক করলো বিনীতকে জানিয়ে দেবে ও পার্টিতে যেতে পারবে না, কারণ হিসেবে বলবে শরীরটা ওর বিশেষ ভালো না। মানুষ প্রেমে পড়লে কেমন যেন স্বার্থপর হয়ে যায়। এই বন্ধুটার পাশে সুখে দুঃখে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েও আজ কেমন মিথ্যে অজুহাতে তার এমন একটা গুরুত্বপূর্ণ দিনে গরহাজির থাকছে পূরবী শুধুমাত্র ভালোবাসার মানুষটির উপর অভিমান করে। যাই হোক বিনীতকে জানিয়ে দিতে হবে, তার জন্যই উদ্যত হলো পূরবী।
************
ইরিনাকে ফোন করে পূরবীকে নিয়ে সমস্ত অভিযোগ গড়গড় করে বলতে লাগল রৌনক। ইরিনা পুরোটা শুনে পূরবীর কোনো দোষ খুঁজে পেলো না। 
" শোনো রৌনক, তোমার গার্লফ্রেন্ডের এখানে কোনো দোষ খুঁজে পাচ্ছি না। ও কী ভুল করেছে সেটাই তো বুঝলাম না। এই মেল ডমইনন্স ব্যাপারটা আমার কাছে দু চক্ষের বিষ। "
" তুমি ও ওর সাইড নিলে। বাহঃ বেশ ভালো। তোমাকে নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবতাম। আজ তোমার ও আমায় খারাপ লাগছে!"
" মাথাটা কি তোমার খারাপ হলো নাকি রৌনক। দেখো, পূরবী তোমাকে ভালোবাসে। ওর ইমোশনটা বোঝার চেষ্টা কর। ও নিজের কাছের বন্ধুদের তোমার কথাটা বলতে চায়, সেয়ার করতে চায়। কেন জানো? তুমি ওর জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে পড়েছো যে ও ওর প্রত্যেকটা মুহ��র্তে তোমার সাথে থাকতে চায়, তোমায় নিয়ে ভাবতে চায়। ওর সার্কেলে তোমাকে যুক্ত করতে চায়। বুঝতে পারছো ওর লাইফে তোমার প্রায়োরিটি ? এবার চুপচাপ গিয়ে পূরবীকে ফোন করো। শোনো না, আমার একটা ফোন আসছে, আমি রাখলাম।"
ফোনটা কেটে দিয়ে ইরিনা দেখলো, মোহনা কল করছে। 
ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে মোহনার উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনতে পেলো:
" ইরু বেবি, আই অ্যাম সো হ্যাপি!" 
"তুই কই?"
" কলকাতা"
"কবে এলি? জানাসনি কেন?"
" ডার্লিং, শোন শোন। আমি আজই ফিরেছি। একটা ইনভিটেশন আছে। তুই কাল ফ্রি তো। "
" হ্যা, ব্যাপারটা খুলে বলবি!"
" একটা ইনভিটেশন আছে ফ্রম আ ভেরি স্পেশাল পার্সন। আমাকে আর তোকে দুজনকেই যেতে বলেছে। আমি ওকে স্ট্রেট জানিয়ে দিয়েছি আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়া কোথাও যাই না।"
" মানুষটির নাম পরিচয় কিছু আছে, নাকি ভিনগ্রহী?"
"সারপ্রাইজ ডার্লিং, সারপ্রাইজ। আমি রাখলাম, তুই কাল রেডি হয়ে থাকবি। কী পড়বো তাই নিয়ে রাতে ফোন করবো।"
" আচ্ছা, রাতে কথা হবে।"
*******
মধ্যরাত। পূরবীর ফোনটা হঠাৎ করে বেজে উঠলো। অপর প্রান্তে রৌনক। 
"��েগে আছিস?"
"হ্যা, রৌনক। কিছু বলবি?" (রেগে গেলে পূরবী রৌনককে রন থেকে রৌনক বলে ডেকে থাকে! সারাদিন কান্নাকাটির জন্য গলা বসে গেছে পূরবীর।)
"রেগে আছিস?"
"একদমই না। বাই দ্যা ওয়ে, আমি বিনীতকে জানিয়ে দিয়েছি, কাল যাচ্ছিনা।"
"সরি! শোননা, কাল লাল গাউনটা পড়িস। আমি ব্লু ব্লেজারটা পড়র।"
"বললাম তো যাব না!"
"প্লিজ সরি বললাম তো। "
"হঠাৎ এত করুণার কারণ?"
"করুণা না, ভুল করেছি। আমার সুন্দর মিষ্টি প্রেমিকাকে কাঁদিয়ে আমি কি ভালো থাকতে পারি? "
" তুই না যাচ্ছে তাই! আ�� শোন তুই মারুন কালারের ব্লেজারটা পড়িস!"
" একটা কথা ছিল!"
" আবার কি?"
" কাল রাতে ফেরার পথে তোর ফ্ল্যাটে থেকে গেলে তোর কি অসুবিধা আছে?"
"অনেক রাত হয়েছে, ঘুমো রন। কাল কথা হবে।লাভ ইউ!"
"লাভ ইউ টু।'
রৌনক ফোনটা রেখে দিল। মুখে মিষ্টি হাসি ফুটেছে। উল্টোদিকে, পূরবী রৌনকের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে ওর ছবিগুলো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ল, নিজেই বুঝলো না। 
*****
0 notes
khutbahs · 3 years ago
Photo
Tumblr media
D is for Dua
DU’A IS THE ESSENCE OF WORSHIP Duʿāʾ is a prayer of #invocation,# supplication or #request, even asking help or assistance from Allah.  Dua The essence of worship. It is the core of worship, a practical spirituality. When we make dua, “We are directly accessing Allah's mercy and wisdom that gives us stability in our thoughts and actions,” Before making dua, the first thing we should do is praise Allah using his 99 names and thank Him for all His blessings. Our Lord is Allah SWT. There is no 'True God'/ 'True Deity' except Allah. Allah is Exalted Above His ‘Arsh (Mighty Throne’). Know Allah by His Most Beautiful Names & Lofty Attributes (Asmaul Husna).Before making dua, the first thing we should do is praise Allah using his 99 Names and thank Him for all His blessings. May Allah help and bless everyone. Ameen.
https://www.youtube.com/watch?v=xgbvUa6pAoM
https://www.youtube.com/watch?v=qIcjw9BtJPw
0 notes
ranjumiahlove · 2 years ago
Text
দু'আ কবুল হওয়ার ২৩টি স্থান, ক্ষেত্র ও সময়:
দু��আ কবুল হওয়ার ২৩টি স্থান, ক্ষেত্র ও সময়:
১)সুরা ফাতিহা পাঠ করার পর, সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ  করে দু’আ করলে দু’আ কবুল হয়।  (মুসলিম) ২) অনুপস্থিত ব্যক্তির জন্য দু’আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দু’আ করলে দু’আ কবুল হয়। (মুসলিম -৬৮২২) ৩) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু’আ কবুল হয়। (তিরমীযি-৩৪৪৮) ৪) মা-বাবা তার সন্তানের জন্য দু’আ করলে দোয়া কবুল হয় ৷ (তিরমীযি-৩৪৪৮) ৫) নেককার সন্তানের দু’আ কবুল হয়। (বাবা-মায়ের…
Tumblr media
View On WordPress
0 notes
cbn24 · 3 years ago
Text
পেকুয়ায় দু সন্তানের জননীর আত্মহত্যা নিয়ে রহস্য!
পেকুয়ায় দু সন্তানের জননীর আ*ত্মহ*ত্যা নিয়ে রহস্য!
এস.এম.জুবাইদ,পেকুয়া কক্সবাজারের পেকুয়ায় সুমি আক্তার (২৪) নামের দু সন্তানের জননীর রহস্যজনক আত্ম হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ ঘটনায় রহস্য জন্ম নিয়েছে পুরো এলাকায়। ১৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি টেকপাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার নাজেম উদ্দিনের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে…
Tumblr media
View On WordPress
0 notes
love23554 · 6 years ago
Text
তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর -এর ফযীলত
২৫৪-(১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».
(সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী)
‘আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি’, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।”[301]
২৫৫-(২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত বাণীটি ১০ বার বলবে,
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈলের সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।”[302]
২৫৬-(৩) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুটি বাক্য এমন রয়েছে, যা যবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ الْعَظِيمِ».
(সুব্‌হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্‌হানাল্লা-হিল ‘আযীম)।
‘আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি’।”[303]
২৫৭-(৪) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার— সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।”[304]
২৫৮-(৫) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সওয়াব অর্জন করতে অপারগ?” তাঁর সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল, আমাদের কেউ কী করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে ব্যক্তি ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলবে, তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।”[305]
২৫৯-(৬) “যে ব্যক্তি বলবে,
« سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ».
(সুব্‌হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী)।
‘মহান আল্লাহর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি’— তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে।”[306]
২৬০-(৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, “তুমি বল,
«لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ».
(লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ)।
“আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।”[307]
২৬১-(৮) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো,
«سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ».
(সুবহানাল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার)।
“আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়।”[308]
২৬২-(৯) এক বেদুঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞে�� করল, আমাকে একটি কালেমা শিক্ষা দিন যা আমি বলব। তখন রাসূল বললেন, “বল,
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيراً، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيراً، سُبْحَانَ اللَّهِ رَبِّ العَالَمِينَ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ»
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লা-হু আকবার কাবীরান, ওয়ালহামদুলিল্লা-হি কাসীরান, সুবহা-নাল্লা-হি রাব্বিল আ-লামীন, লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হিল ‘আযীযিল হাকীম।)
“একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আল্লাহ সবচেয়ে বড়, অতীব বড়। আল্লাহ্‌র অনেক-অজস্র প্রশংসা। সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না পবিত্র-মহান। প্রবল পরাক্রমশীল ও প্রজ্ঞাময় আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।”
তখন বেদুঈন বলল, এগুলো তো আমার রবের জন্য; আমার জন্য কী? তিনি বললেন: “বল,
«اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي».
(আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়ারযুক্বনী)
“হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়াত দিন এবং আমাকে রিযিক দিন।”[309]
২৬৩-(১০) “কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে সালাত শিক্ষা দিতেন। অতঃপর এসব কথা দিয়ে দো‘আ করার আদেশ দিতেন,
«اللَّهُمَّ اغْفِرِ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي».
(আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী)।
“হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।”[310]
২৬৪-(১১) “সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,
«الْحَمْدُ لِلَّهِ»
(আলহামদু লিল্লাহ)
“সকল প্রশংসা আল্লাহরই”। আর সর্বোত্তম যিক্‌র হল,
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ»
(লা ইলাহা ইল্লাল্লাহ)
“আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।”[311]
২৬৫-(১২) “‘আল-বাকিয়াতুস সালিহাত’ তথা চিরস্থায়ী নেক আমল হচ্ছে,
«سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ».
(সুবহা-নাল্লা-হি, ওয়ালহামদুলিল্লা-হি, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়ালা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হি)
““আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।”[312]
[301] বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১; তাছাড়া এ কিতাবের ### পৃষ্ঠায় যে ব্যক্তি সকাল ও সন্ধায় একশতবার পড়বে, তার যে ফযিলত বর্ণিত হয়েছে তা দেখুন।
[302] বুখারী ৭/৬৭ নং ৬৪০৪; মুসলিম, তার শব্দে ৪/২০৭১ নং ২৬৯৩; অনুরূপভাবে একশবার বলার ফযীলত দেখুন, ৯৩ নং দো‘আর হাদীস, পৃ. নং ###।
[303] বুখারী ৭/১৬৮, নং ৬৪০৪; মুসলিম ৪/২০৭২, নং ২৬৯৪।
[304] মুসলিম, ৪/২০৭২, নং ২৬৯৫।
[305] মুসলিম ৪/২০৭৩, নং ২৬৯৮।
[306] তিরমিযী ৫/১১, নং ৩৪৬৪; হাকেম-১/৫০১ এবং এটাকে সহীহ বলেছেন। আর ইমাম যাহাবী তার সাথে একমত হয়েছেন। দেখুন, সহীহুল জামে‘ ৫/৫৩১; সহীহুত তিরমিযী ৩/১৬০।
[307] বুখারী, ফাতহুল বারীসহ ১১/২১৩, নং ৪২০৬; মুসলিম ৪/২০৭৬, নং ২৭০৪।
[308] মুসলিম ৩/১৬৮৫, নং ২১৩৭।
[309] মুসলিম ৪/২০৭২, নং ২৬৯৬। আর আব�� দাউদ বর্ধিত বর্ণনা করেন, ১/২২০, নং ৮৩২: এরপর যখন বেদুঈন ফিরে গেল, তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “লোকটি তার হাত কল্যাণে পূর্ণ করে নিল”।
[310] মুসলিম ৪/২০৭৩; নং ৩৬৯৭। মুসলিমের অপর বর্ণনায় এসেছে, “এগুলো তোমার জন্য দুনিয়া ও আখেরাত সবকিছুর সমন্বয় ঘটাবে।”
[311] তিরমিযী ৫/৪৬২, নং ৩৩৮৩; ইবন মাজাহ্‌ ২/১২৪৯, নং ৩৮০০; আল-হাকিম, ১/৫০৩ এবং সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৩৬২।
[312] মুসনাদে আহমাদ নং ৫১৩; আহমাদ শাকের এর তারতীব অনুসারে, আর তার সনদ বিশুদ্ধ। দেখুন, মাজমাউয যাওয়ায়িদ, ১/২৯৭; ইবন হাজার বুলুগুল মারাম গ্রন্থে এটাকে আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু এর বর্ণনায় ইমাম নাসাঈ (আস-সুনানুল কুবরা, নং ১০৬১৭) নিয়ে এসেছেন বলে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে, হাদীসটিকে ইবন হিব্বান (নং ৮৪০) ও হাকেম (১/৫৪১) সহীহ বলেছেন।
2 notes · View notes
sattokhoborlive · 3 years ago
Text
কুষ্টিয়ার কুমারখালীতে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত
কুষ্টিয়ার কুমারখালীতে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত
কুষ্টিয়ার কুমারখালীতে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত সত্যখবর ডেস্ক।। ২১ জানুয়ারি ২০২২।। কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যাংক কর্মকর্তা সহ দু পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টার দিকে চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে বাড়ি নির্মাণের কাজ করতে গেলে প্রতিবেশীর হামলায় নারী সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন গড়েরবাড়ি কাঞ্চনপুরের ব্যাংক কর্মকর্তা আ. রশিদের ছেলে সোহেল রানা…
Tumblr media
View On WordPress
0 notes
chhobi · 3 years ago
Photo
Tumblr media
©কাজী ফাতেমা ছবি =ভাঙ্গা গড়ার এই শহর= ভাড়া‌টিয়া‌দের আসা যাওয়া, প্রাসাদ ভে‌ঙ্গে প্রাসাদ গড়ার খেলা, এই শহ‌রে নিত‌্য মানুষ ভাসায় রঙ্গের ভেলা, হা‌তে চা নি‌য়ে দা‌ঁড়ি‌য়ে দে‌খি মানু‌ষের আনা‌‌গোনা, এখা‌নেই এই পথ ধ‌রে কত মানু‌ষের ম‌নে হয় স্বপ্ন ‌বোনা। বারান্দায় ঝু‌লে আ‌ছে পর্তুলিকার দল, এই বারান্দা এই ঠাঁয় দা‌ড়ি‌য়ে থাকারও হ‌বে রদবদল; চ‌লে যা‌বো চেনা পথ ছে‌ড়ে অ‌চেনা প‌থে এক‌‌‌দিন অন‌্য ঘ‌রে অন‌্য চুলায় রাঁধ‌বো চা, হয়‌তো আস‌বে সু‌দিন। অথবা দু‌র্দিনের হাত ধ‌রে আগা‌বো আগামীর সি‌ঁড়ি বে‌য়ে, স��য় হ‌বে পার চেনা পথ ছে‌ড়ে যাওয়ার দুঃখ গান গে‌য়ে, নতুন ঘ‌রের বারান্দায় চেয়ার পে‌তে বসে য‌দি এক কাপ উষ্ণ চা ক‌রি পান, হাওয়া কী বই‌বে ‌নিরব‌ধি! কে জা‌নে কাট‌বে ‌কেমন সময় নতুন স্থা‌নে, ফি‌রে আবার আস‌বো না তো পুরাত‌নে পিছুটা‌নে কে জা‌নে চা‌য়ের স্বাধ কী থাক‌বে একই, না‌কি বিতৃষ্ণা জাগ‌বে, নতুন প্রাসা‌দের জীবন যাপন, শা‌ন্তি কী দূ‌রে ভাগ‌বে। আজ এখা‌নে চুপ দা‌ঁড়ি‌য়ে আ‌ছি চা হা‌তে, ভাব‌ছি আকাশ পাতাল, কেউ নেই আমার সা‌থে, চা‌রি‌দি‌কে ইট পাথ‌রের বাড়ী, এখা‌নে থাকার পি‌ছে টে‌নে দি‌বো হয়‌তো দা‌ঁড়ি। অ‌চেনা সুর হ‌বে আপন, অ‌চেনা এক দাওয়া হ‌বে আপন, কিছু‌দিন সুখ অথবা দুঃ‌খে হ‌বে আমা‌দের জীবন যাপন, কিছু আ‌লো চো‌খে পুর‌তে চাই ব‌লে ছে‌ড়ে ‌যে‌তে চাই পুরাতন, আ‌মি শা‌ন্তি চাই, কিছু‌দিন বা‌দেই চল‌বে এখা‌নে প্রাসাদ ভাঙ্গার নির্যাতন! (স‌্যামসাং, জসীম উদ্দীন রোড, ঢাকা) https://www.instagram.com/p/CTFF_qblt-d/?utm_medium=tumblr
0 notes
50-shade · 3 years ago
Text
Covid Dairy
Tumblr media
আজকের এসব দিন থাকবে না। দু'বছরের মাহামারি শতবর্ষী হবে না। মহামারিতে অভুক্ত পাকস্থলী গুলো আজীবন হাভাতে থাকবে না। হিসেবের মহামারিতে কঙ্কাল বেড়িয়ে আসা পকেট গুলো পূর্ণ অক্সিজেনে প্রাণভরে শ্বাস নেবে একদিন।
তবুও মহামারি অজস্র মৃত্যু রেখে যাচ্ছে। মহামারি অজস্র দাগ এঁকে যাচ্ছে, রাগ ফেলে যাচ্ছে। কুসুমের আবডালে পাপড়ি শুধু না, বিষাক্ত অনুজীবকে উন্মুক্ত করে যাচ্ছে। মহামারি বার্তা দিয়ে যাচ্ছে 'আ তে ঘা লাগলে ভালবাসা ঘুলঘুলি দিয়েও পালায়। মহামান্য হুশিয়ারি দিয়ে যাচ্ছে এক যোগ এক দু হলেই মিলে যাওয়া সমীকরণ নয়। মহামতি ঘোষণা দিয়ে যাচ্ছে সরল অঙ্ক'র পয়দ���; সরল বিকাশ বিন্যাস আর বিবেকে নয়। সব সরলতার ভূমিপুত্র পাটি গনিতের ঐকিক নিয়ম নয়। মহামতি Covid19 মহামারি চর্ম চক্ষুতে আঙ্গুল দিয়ে শুনিয়ে দিয়েছে; পরিসংখ্যানে মাপা যাই না জীবনের লাভ-ক্ষতি, হিসেবের গুরমুড়ি সর।।
0 notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/134225
মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক প্রথম ভার্চুয়াল সম্মেলন চলছে
দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক প্রথম ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রামে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে এ সম্মেলনের অনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
দীঘ প্রায় দু যুগ পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। সম্মেলনস্থলসহ আশপাশের এলাকা এবং নগরীর প্রধান প্রধান সড়কের মোড়ে আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে কয়দিন ধরে।।
সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম জিয়াউদ্দিন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।
.
ভার্চুয়াল সম্মেলন সঞ্চালনা করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান ও সালাউদ্দিন আহমেদ।
এছাড়া ভার্চুয়ালী যুক্ত আছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়শা খান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ���রীয় কমিটির নেতাদের মধ্যে বক্তব্য দেবেন- আবদুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির সিকদার, সৈয়দ নুরুল ইসলাম, একেএম নাজিম, নাফিউল করিম নাফা, আশীষ কুমার সিংহ, রাহুল বড়ুয়া, ডা. উম্মে সালমা মুনমুন, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, মো. আজগর আলী, জাবেদুল আযম মাসুম, বোখারী আযম, মো. হানিফ চৌধুরী ও মো. সাইফুল্লাহ আনসারী।
এদিকে কে হচ্ছেন নগর স্বেচ্ছাসেবক লীগের কাণ্ডারী তা নিয়ে সর্বত্র চলছে নানান জল্পনা-কল্পনা। মূলত সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই শীর্ষ পদ নিয়েই নগর জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। আজ বিকালে অথবা আগামীকাল কেন্দ্র থেকে ঘোষণা হতে পারে ১০১ সদস্যের নগর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি। কমিটিকে ঘিরে একাধিক গ্রুপের পক্ষ থেকে চলছে জোর লবিং।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু।
0 notes
dipudiaries-blog · 6 years ago
Text
বর্ণ মালা
অ -অন্ন
উনি আমাদের অন্নদাতা
উনি আমাদের মা |
অন্ন মানে ভাত ,যত্ন করে খাবে
নষ্ট করবে না |
আ-আম্র পল্লব
পূজার ঘটে লাগে পাঁচটি আম্র পল্লব
মঙ্গল ঘট সাজানো হয় |
মাকে প্রণাম করলে আশীরবাদ দেন
মাই আমাদের মঙ্গলময় |
ই -ইতিহাস
ইতিহাসে আছে অতীতের
মানব কাহিনী লেখা |
আছে রাজার কাহিনী দেশ বিদেশের কাহিনী
আর বহু নানা কথা |
ঈ-ঈশ্বর
ঈশ্বর আছেন সর্ব জনে সর্ব ক্ষণে
উনি আমাদের ভগবান |
শ্বাস প্রশ্বাসে থেকে
আশিস করেন দান |
উ -উন্মাদ -পাগল
উন্মাদ মানুষকে দেখে কখনো ভয় পাবে না
ওদেরকে হাসপাতালে পৌঁছে দেবে |
ডাক্তার ও নারসের সেবা পেলে
উন্মাদ লোক সুস্থ হয়ে যাবে |
ঊ - উড়োজাহাজ
উড়োজাহাজ চড়ে সবাই
বিদেশ পাড়ি দেয় |
বড় বড় বিশ্ব বিদ্যালয়ে পড়াশেষে
ডাক্তার ইঞ্জিনিয়র হয় |
ঋ-ঋষি মুনি
পৌরাণিকে ঋষিমুনিরা জঙ্গলে বসে
না খেয়ে ঝড় জল বৃষ্টিতে ধ্যান করতেন |
তপস্যায় তুষ্ট হয়ে ,স্বয়ং ভগবান
তাদের অলৌকিক বর দিতেন |
লি -লিচু
লিচু একটা স্বদেসট ফল
খাবার পরে দু একটা খাবে |
লিচু নাকি প্রাণ ঘাতক
খালি পেটে বেশি খেলেই মারা যাবে |
এ -একাকী
একা একা কখনো ও কোথা ও
বসে কিছু ভাববে না |
সব সময় হাসি খুশিতে থাকবে
রাগ অভিমান মনে রাখবে না |
ঐ-ঐশ্বরজো
মানে টাকাপয়সা ধনরত্ন
যার আছে ,সে বড় রাজা |
যার কাছে এই ঐশ্বরজো নেই
তাকে পেতে হয় বড়ো সাজা |
ও -ওঝা
ঝাড় ফুক করে মন্ত্র বলে
জীবন বাঁচাবার শর্ত রাখে |
অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাবে
দুরে থাকবে এদের থেকে |
ঔ-ঔষধ
অসুখ থেকে মুক্তি পেতে হলে
ঔষধ যে তোমায় খেতেই হবে |
না খেলে সারাটা জীবনই
বিছানাতে কা��বে |
              ---দিপালি বিশ্বাস ---
2 notes · View notes
khutbahs · 4 years ago
Photo
Tumblr media
To Allah belongeth the dominion of the heavens and the earth; and Allah hath power over all things.
 Behold! in the creation of the #heavens_and_the_earth, and the alternation of #night_and_day,- there are indeed #Signs for men of understanding,
আল্লাহরই আধিপত্য নভোমন্ডল ও ভূমন্ডলের।
আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান।
#আল্লাহ_সর্ব_বিষয়ে_ক্ষমতাবান।
#কুরআন #সূরা_আলে_ইমরান # রাব্বানা #দুআ
দেখো! #আসমান ও #যমীন সৃষ্টিতে এবং #রাত্রি_ও_দিনের আবর্তনে #নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্যে।
https://www.youtube.com/watch?v=3nWr2qhMUQ4
0 notes
mevtimes · 4 years ago
Text
বাবার মৃত্যু হল দু ছেলের মারামারি থামাতে গিয়ে: পুলিশ
বাবার মৃত্যু হল দু ছেলের মারামারি থামাতে গিয়ে: পুলিশ
মেভ টাইম ডেস্ক:মাদারীপুরের শিবচরে দুই ছেলের মারামারি থামাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আ. মান্নান সরকার (৭০) নামে এক ব‌্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (৮ মার্চ) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরমুন্সীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।শিবচর থানার এসআই রাম প্রসাদ এ তথ‌্য নিশ্চিত করেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আ. মান্নান সরকারের ছেলে চাঁনমিয়া সরকার ও আবু কালাম সরকারের…
Tumblr media
View On WordPress
0 notes
batighore · 4 years ago
Photo
Tumblr media
ভোরবেলা বা দিনের প্রথম ভাগ হলো গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার জন্য সর্বোৎকৃষ্ট সময়। সাখর বিন ওয়াদা'আ আল-গামিদী বর্ণনা করেছেন, রাসূল ﷺ বলেন:`হে আল্লাহ! আমার উম্মতের ভোরের পাখিদের তুমি বরকত দাও'। আল্লাহর রাসূল ﷺ কোনো সেনাবাহিনী পাঠালে বা অভিযান পারিচালনা করলে তা সর্বদা করতেন একেবারে দিনের প্রারম্ভে। . সত্যিকার অর্থেই কুরআনের মধ্যে একটু ঘেঁটে দেখলে দেখা যাবে,বহু তাৎপর্যপূর্ণ ঘটনা দিনের প্রারম্ভে সংঘটিত হয়েছে। এই ভোরবেলাতেই আল্লাহ তা'আলা লুতের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন। সূরা হুদের ৮১ নম্বর আয়াতে এই ঘটনার কথাই বর্ণিত হয়েছে: "নিঃসন্দেহে তাদের নির্ধারিত সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা কি আসন্ন নয়?" . "আমি লুতকে এই বিষয়ে জানিয়ে দিলাম যে, সকাল হলেই তাদের সমূলে বিনাশ করে দেয়া হবে।" (আল-হিজর আয়াত-৬৬) . "আর নিশ্চিতভাবে প্রত্যুষে তাদেরকে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।" (সূরা ক্বমার আয়াত-৩৮) . সূরা আশ-শু'আরার ৬০-৬৬ আয়াতেও আমরা দেখি যে, ফির'আউন ও তার সৈন্যদলের ধাওয়া করার পর এই সূর্যোদয়ের সময়েই মূসা (আ) সমূদ্র বিদীর্ণ করেছিলেন। . এভাবে বার বার "ভোর"বেলার কথা কুরআনে এসেছে। এই ভোরবেলার ফজরের সালাতের পূর্বে দু' রাকাআত সুন্নাহ সালাতের কথা বলতে যেয়েই আল্লাহর রাসূল ﷺ বলেছেন " এটা আমার কাছে দুনিয়া ও তাতে যা কিছু আছে তার,চাইতেও বেশি প্রিয়"। . আর এই ফজর সালাত যখন জামাতের সাথে আদায় করা হয়, তার বর্ণনা নিয়ে নবীজি ﷺ বলেন; "এ সালাত বান্দাকে আল্লাহর নিরাপত্তার ছায়াতলে নিয়ে আসে"। . আপনি নিজেই দেখবেন যে দিনগুলোতে আপনি ফজরের পর থেকেই কাজকর্ম শুরু করে দেন,সে দিনগুলি অন্যান্য দিনের চাইতে অনেক বেশি কার্যকর। আর যে দিনগুলিতে ফজরের পর আবার কয়েক ঘন্টা ঘুমান, সে দিনগুলো কখনই এত কর্মমুখর হয় না। . সুতরাং ফজর সালাতের পর অলসতা ঝেড়ে ফেলুন। জড়তা কাটিয়ে জেগে ওঠার চেষ্টা করুন। আর এসময়টিকে কাজে লাগান। সেই দলের সাথে যোগ দিন যাদেরকে রাসুলুল্লাহ ﷺ আখ্যায়িত করেছেন "ভোরের-পাখি"হিসেবে। তাদের জন্য তিনি আল্লাহর কাছে বরকতের দু'আ চেয়েছেন। আর জেনে রাখুন সকালে করা সবচেয়ে উত্তম, সতেজ ও উপকা��ী কাজটি হলো আল্লাহর স্মরণে নিমগ্ন হওয়া। . #প্রাচীর https://www.instagram.com/p/CH_n3XihDG3/?igshid=u9z5q1gihelm
0 notes
chhobi · 3 years ago
Photo
Tumblr media
©কাজী ফাতেমা ছবি ≠রাজপ‌থও যেন আজ মুমূর্ষ= সম‌য়ের হাওয়া বদ‌লে গি‌য়ে কেমন যেন হা হুতা‌শে ভরা দিন, আমা‌দের জন‌্য নে‌মে আস‌লো সহসা কী‌যে দু‌র্দিন, কেউ আকা‌শে তা‌কি‌য়ে লু‌‌‌টে না আর সুখ, আকা‌শ দে‌খে‌তে কেউ হয় না আর মুগ্ধতায় উন্মুখ। ‌‌কোথায় যেন এক দীর্ঘশ্বা‌সের বসবাস, কু হাওয়া ছ‌ড়ি‌য়ে ‌দি‌ব্যি হাস‌ছে একা‌কি আকাশ, মানুষ ভয় আতঙ্ক দূ‌রে ছু‌ঁড়ে স্বাভা‌বিক জীবন নেয় খু‌ঁজে, ‌কিছু হ‌বে না আমার এমন ধারণা পু‌ষে কেউ, ‌মোহ‌তেই চোখ গু‌ঁজে। শহ‌রের প‌থে ঘা‌টে আবারও মানু‌ষের ভিড়, ক‌রোনা ‌রো‌গের ধনুক তাক ক‌রে আ‌ছে, কা‌রে যে ছুঁড়‌বে বি‌ষের তীর, ম‌নে জা‌গে না আর উচ্ছাস, উল্লাস গি‌য়ে‌ছে থে‌মে, এত সব ঝড় ঝাপটা শে‌ষে এক‌দিন সু হাওয়া আস‌বে আকাশ হ‌তে নে‌মে। দয়াম‌য়ের প্রতি অ‌থৈ বিশ্বাস, তার ইবাদ‌তে বা‌ড়ি‌য়ে ভ‌ক্তি, কেউ কেউ শক্ত ক‌রে ‌বিশ্বা‌সের ভিত, কেউ বাড়ায় ম‌নের শ‌ক্তি, আল্লাহ ভরসা ব‌লে কেউ রু‌টি রু‌জির পথ খু‌ঁজে বেড়ায়, আর কেউ উন্মুক্ত হাওয়ায় পা‌পে চোখ গু‌ঁজে মন জুড়ায়। ঘটনা রটনায় ভরা শহর, কখ‌নো হাঁসফাস প্রহর, কখ‌নো নিউজ‌ফি‌ডে ভে‌সে আ‌সে দূর্ঘটনার খবর, এই শহরটা নতুন নতুন ইস‌্যু‌তে থা‌কে উর্বর। আকাশ আকা‌শের মতই সাদা কা‌লো মেঘ ছ‌ড়ি‌য়ে, ‌মেঘ বৃ‌ষ্টি আ‌লো দি‌য়ে রা‌খে ম‌র্ত‌্যের মানুষ‌কে জ‌ড়ি‌য়ে, আমরা আল্লাহর বান্দা, বিপদ আপ‌দে সু‌খে অসু‌খে ডা‌কি তা‌ঁরে, স্মরি তার নাম, প্রার্থনায় দয়া চাই, আর ব‌লি ঈমা‌নের সা‌থেই ‌নি‌য়ো প্রভু নেক বান্দা‌‌দের পরপা‌রে। (স‌্যামসাং, মতিঝিল ) https://www.instagram.com/p/CSzna4DBbkn/?utm_medium=tumblr
0 notes
50-shade · 3 years ago
Text
Covid Dairy
Tumblr media
আজকের এসব দিন থাকবে না। দু'বছরের মাহামারি শতবর্ষী হবে না। মহামারিতে অভুক্ত পাকস্থলী গুলো আজীবন হাভাতে থাকবে না। হিসেবের মহামারিতে কঙ্কাল বেড়িয়ে আসা পকেট গুলো পূর্ণ অক্সিজেনে প্রাণভরে শ্বাস নেবে একদিন।
তবুও মহামারি অজস্র মৃত্যু রেখে যাচ্ছে। মহামারি অজস্র দাগ এঁকে যাচ্ছে, রাগ ফেলে যাচ্ছে। কুসুমের আবডালে পাপড়ি শুধু না, বিষাক্ত অনুজীবকে উন্মুক্ত করে যাচ্ছে মহামান্য মহামারি। মহামারি বার্তা দিয়ে যাচ্ছে 'আ তে ঘা লাগলে ভালবাসা ঘুলঘুলি দিয়েও পালায়। মহামারি হুশিয়ারি দিয়ে যাচ্ছে এক যোগ এক দু হলেই মিলে যাওয়া সমীকরণ নয়। মহামতি ঘোষণা দিয়ে যাচ্ছে সরল অঙ্ক'র পয়দা; সরল বিকাশ বিন্যাস আর বিবেকে নয়। সব সরলতার ভূমিপুত্র পাটি গনিতের ঐকিক নিয়ম নয়। মহামতি Covid19 মহামারি চর্ম চক্ষুতে আঙ্গুল দিয়ে শুনিয়ে দিয়েছে; পরিসংখ্যানে মাপা যাই না জীবনের লাভ-ক্ষতি, হিসেবের গুরমুড়ি সর।।
0 notes