#১ জুন থেকে চালু
Explore tagged Tumblr posts
banglavisiononline · 7 months ago
Link
বেনাপোল স্থলবন্দরের গুরুত্বের কারণে যাত্রীদের দাবির মু
0 notes
24x7newsbengal · 2 years ago
Link
0 notes
chattogramlive · 3 years ago
Text
১ জুন থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
১ জুন থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ রুটের যাত্রীবাহী ট্রেন তিনটি ১ জুন থেকে আবারও চলাচল করবে। মঙ্গলবার (১৭ মে) বার্তা সংস্থা টিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জুন মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে…
Tumblr media
View On WordPress
0 notes
khulnabazar · 3 years ago
Text
জুন থেকেই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন
জুন থেকেই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন
নিউজনাউ ডেস্ক: করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-কল��াতার মধ্যে চলাচলকারী তিনটি যাত্রীবাহী ট্রেন ১ জুন থেকে আবার শুরু হচ্ছে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশ সফর করার পর আগামী মাসে তিনটি যাত্রীবাহী ট্রেন চালু হবে। ট্রেন তিনটির মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করে। বন্ধন চলে খুলনা-কলকাতা পথে। আর…
Tumblr media
View On WordPress
0 notes
investigation24 · 3 years ago
Text
চাঁপাইনবাবগঞ্জ থেকে আগামী ১৩ জুন চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ থেকে আগামী ১৩ জুন চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন
নিজস্ব প্রতিবেদক :  চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলস্টেশন আগামি ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হবে। বুধবার (৮ জুন ) দুপুর ১ টায় রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম।তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন। আমরাও মন্ত্রনালয়ে…
Tumblr media
View On WordPress
0 notes
technewstoday24 · 3 years ago
Text
Gold Jewellery: বদলে গেল সোনার গহনা কেনাবেচার নিয়ম, জেনে নিন
Gold Jewellery: বদলে গেল সোনার গহনা কেনাবেচার নিয়ম, জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: সোনার গহনা কেনাবেচার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়ে গেল ১ জুন অর্থাত্ আজ থেকে।  দেশজুড়ে আজ থেকে দোকানদাররা একমাত্র হলমার্ক দেওয়া সোনা-ই বিক্রি করতে পারবেন। এনিয়ে অনেকদিন আগেই নোটিস জারি করেছিল ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্য়ান্ডাডস। এতদিনে তা কার্যকর হল। এতদিন তো বহু ক্রেতাই  হলমার্ক দেওয়া সোনাই কিনতেন। তাহলে এই নতুন নিয়মের অর্থ কী? উল্লেখ্য, দেশে মোট ৮টি মানের সোনা বিক্রি হয়।…
View On WordPress
0 notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/146977
স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলবে বাস
.
আসনের অর্ধেক নয়, স্বাস্থ্যবিধি মেনে যত সিট ততজন যাত্রী নিয়ে চলতে পারবে বাস, তবে দাঁড়িয়ে যাত্রী তোলা যাবে না। ভাড়াও বাড়বে না। পাশাপাশি করোনার টিকার সনদ ছাড়া চালক ও শ্রমিকরা বাস চালাতে পারবেন না বলে যে শর্ত রয়েছে, তা বহাল থাকছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ দাবি করেন।
তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম মৌখিকভাবে বিষয়টি মালিক সমিতিকে জানিয়েছেন। বাসের আসনের সমান সংখ্যক যাত্রী পরিবহনের নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ শিগগির দিতে পারে।’
বাসে সব আসন পূর্ণ যাত্রী পরিবহনের অনুমতি সরকার দিয়েছে কিনা- এ বিষয়ে সড়ক পরিবহন সচিব মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেছেন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিস্তারিত জানাবে।
সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, অর্ধেক আসন খালি রেখে বাস চালালে পরিবহন সঙ্কট হতে পারে- এ আশঙ্কায় সরকারের কাছে প্রস্তাব করা হয়েছিল যত আসন তত যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দিতে। সরকার প্রস্তাবটি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছেন। শনিবারের আগেই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর বনানীতে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছিলেন, ভাড়া না বাড়িয়ে আগামী শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সবার জন্য বাসে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরুতে ও শেষে বাস জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে। যাত্রী উঠানামা সামাজিক দূরত্ব মানতে হবে।
মন্ত্রিপ���িষদ বিভাগের প্রজ্ঞাপন ও বিআরটিএ’র জারি করা নির্দেশনা অনুযায়ী, গণপরিবহনে চালক, শ্রমিক, যাত্রী সবার মাস্ক পরা বাধ্যতামূলক। করোনার টিকা না নেওয়া চালক শ্রমিকরা বাস চালাতে পারবেন না।
প্রজ্ঞাপন জারির পর পরিবহন মালিক ও শ্রমিকরা এর প্রতিবা জানাতে শুরু করেন।
বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ বলেন, ‘৯৫ ভাগ চালক শ্রমিক এখনও টিকা পাননি বা নেননি। তাহলে বাস কে চালাবে? এ সিদ্ধান্তের ফলে গণপরিবহন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’
খন্দকার এনায়েত বলেন, ‘গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে চালক শ্রমিকদের কীভাবে দ্রুততম সময়ে টিকা দেওয়া যায়, তাতে জোর দেওয়া হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলাপ চলছে। চালক শ্রমিকরা যেনো পরিচয়পত্র অথবা লাইসেন্�� দেখিয়ে টিকা নিতে পারেন- সেই প্রস্তাব করা হয়েছে।’
গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে চালানোর প্রতিবাদ জানিয়ে বুধবারের বৈঠকে মালিকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সব খোলা রেখে অর্ধেক আসন খালি রেখে বাস চললে তীব্র পরিবহন সঙ্কট হবে- এ যুক্তি তুলে ধরে তারা সরকারি নির্দেশনা পুনর্বিবেচনার দাবি জানায়।
অন্যথায় চালক শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিতে পারেন বলেও সরকারকে হুঁশিয়ার করেছিলেন মালিকরা।
তখন বিআরটিএ চেয়ারম্যান বলেন, পরিবহন মালিকদের দাবি যৌক্তিক। তাই আসন অর্ধেক খালি রাখার শর্ত শিথিল করতে সরকারের কাছে আবেদন করা হবে।
এর পরদিন বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন সচিব মালিকদের দাবি মেনে নেওয়ার কথা মৌখিকভাবে জানান।
খন্দকার এনায়েত এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘সব খোলা রেখে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করলে, পরিবহন সঙ্কটে ব্যাপক জনভোগান্তি হবে। এ বিষয়টি সরকারকে জানানো হয়েছিল। সরকার তা বিবেচনা করেছে। যত সিট ততজন যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হবে বলে মৌখিকভাবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।’
২০২০ সালে করোনা সংক্রমণ রোধে ‘লকডাউন’ এর কারণে ২৫ মার্চ থেকে ৬৮ দিন গণপরিবহন বন্ধ ছিল। ওই বছরের ১ জুন অর্ধেক আসন খালি রাখার শর্তে বাস চালু হয়। তখন ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে মালিকদের দাবিতে ২০২০ সালে সেপ্টেম্বরে ‘যত সিট তত যাত্রী’ নিয়মে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়েছে।
ডিজেলের দাম বাড়ায় দুই মাস আগে বাসের ভাড়া ২৭ শতাংশ বেড়েছে।
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘এই পরিস্থিতিতে অর্ধেক আসন খালি রেখে চলতে হলে আবার ভাড়া বাড়াতে হত।করোনা পরিস্থিতিতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় অসম্ভব। তাই আসনের সমান সংখ্যক যাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছিলেন মালিকরা। সরকার তা মেনে নিয়েছে।’
0 notes
dailyresultbd · 4 years ago
Text
সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু
সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু
আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। আর সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী…
Tumblr media
View On WordPress
0 notes
bdtruenews24 · 4 years ago
Text
মালয়েশিয়া জুড়ে ১২ মে থেকে লকডাউন, থাকবে ১ মাস
মালয়েশিয়া জুড়ে ১২ মে থেকে ���কডাউন, থাকবে ১ মাস
করো’না মোকাবিলায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া। সোমবার (১০ মে) এ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইলের বরাতে জানা যায়, মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১২ মে) থেকে এ লকডাউন কার্যকর হবে। তৃতীয় দফার এ সংক্রমণ প্রথম ও দ্বিতীয় দফার চেয়ে আরও বেশি ভ’য়ানক। সবকিছু চালু রেখে সামাজিক দূরত্ব বজায়…
View On WordPress
0 notes
chattogramlive · 3 years ago
Text
মৈত্রী-বন্ধন এক্সপ্রেস ২৯ মে, মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে
মৈত্রী-বন্ধন এক্সপ্রেস ২৯ মে, মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে
মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। এবার ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। এতে বলা হয়, ঢাকা-কলকাতার মধ্যে ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং কলকাতা-খুলনার মধ্যে ‘বন্ধন এক্সপ্রেস’ ২৯ মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে। আর কলকাতা থেকে যাত্রা শুরু করবে…
Tumblr media
View On WordPress
0 notes
khulnabazar · 3 years ago
Text
সেপ্টেম্বর থেকে আরও তিন রুটে চলবে নগর পরিবহন
নিউজনাউ ডেস্ক: বাস রুট রেশনালাইজেশনের আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন আরও তিনটি রুট। ২২, ২৩ এবং ২৬ নম্বর এই রুটগুলোতে নতুন বাস দিয়ে যাত্রা শুরু হবে। মঙ্গলবার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভায় মেয়র এ কথা জানান। ডিএসসিসি মেয়র বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে এখন থেকে নগর পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহন চলতে দেওয়া হবে না। তাদের কঠোরভাবে…
Tumblr media
View On WordPress
0 notes
infinityworldnews · 4 years ago
Text
অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের জন্য সুখবর! নিবন্ধন ১ এপ্রিল থেকে শুরু - দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অন্যান্য বিস্তারিত
অমরনাথ যাত্রা তীর্থযাত্রীদের জন্য সুখবর! নিবন্ধন ১ এপ্রিল থেকে শুরু – দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, অন্যান্য বিস্তারিত
শনিবার একজন কর্মকর্তা জানান, দক্ষিণ কাশ্মীরের অমরনাথের হিমালয় গুহা মন্দিরে আসন্ন বার্ষিক তীর্থযাত্রার নিবন্ধন ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ৩,৮৮০ মিটার উঁচু মন্দিরে ৫৬ দিনের যাত্রা ২৮ জুন পহেলগাম ও বালতালের যমজ রুট থেকে শুরু হবে এবং ২২ আগস্ট শেষ হবে। এ মাসের শুরুতে এক সভায় কর্মকর্তারা বলেছিলেন যে সকল কোভিড-১৯ প্রোটোকল চালু আছে এবং সরকার কর্তৃক জারি কৃত আদর্শ অপারেটিং পদ্ধতি অনুসরণ করা…
Tumblr media
View On WordPress
0 notes
technewstoday24 · 3 years ago
Text
Mitali Express: শুরু হল নিউ জলপাইগুড়ি-ঢাকা ট্রেন পরিষেবা! জেনে নিন সমস্ত তথ্য
Mitali Express: শুরু হল নিউ জলপাইগুড়ি-ঢাকা ট্রেন পরিষেবা! জেনে নিন সমস্ত তথ্য
নিজস্ব প্রতিবেদন: ভারত(India) ও বাংলাদেশের(Bangladesh) মধ্যে যাত্রী পরিষেবা আরও নীবিড় করতে ১ জুন থেকে চালু হল তৃতীয় ট্রেন পরিষেবা(Indo-Bangladesh Train Service)। দীর্ঘ ৫৭ বছরের প্রতীক্ষার পর  অবশেষে ফের নিউ জলপাইগুড়ি-ঢাকার(New Jalpaiguri-Dhaka Train) মধ্যে চালু হল ১৩১৩১-১৩১৩২ মিতালি এক্সপ্রেস। এদিন সকালে ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা।   Towards shared heritage, shared present and shared…
View On WordPress
0 notes
thebbnctgbd · 4 years ago
Text
রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোকে সেবা চালুর অনুমতি দিল বিআরটিএ...
রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোকে সেবা চালুর অনুমতি দিল বিআরটিএ…
Tumblr media
বিআরটিএ ছবিঃ সংগৃহীত
বিগত ১ জুন থেকে বিআরটিএ স্বাস্থ্য বিধি মানার শর্তে সীমিত পরিসরে গণপরিবহন চালু করলেও বন্ধ ছিল রাইড শেয়ারিং সেবার কার্যক্রম।তবে,সেবাটি পুনরায় চালু করার অনুমতি দিল বিআরটিএ।
  গত, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিআরটিএ-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক আদেশে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোকে সেবা চালুর অনুমতি দেওয়া হয়। এতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে যত সিট…
View On WordPress
0 notes
bdtodays · 4 years ago
Text
New Post on BDTodays.com
বিআরটিসি’র প্রতি সিটেই যাত্রী, ভাড়া দিগুণ
Tumblr media
সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির নিয়ম পালনের শর্তে গত ১ জুন থেকে সারা দেশে চালু হয়েছে গণপরিবহন। যোগাযোগের ক্ষেত্রে অনেকটা সুবিধা পেলেও কিন্তু করোনা সংক্রমণ বেড়েছে বহুগুণ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিটি...
বিস্তারিত এখানেঃ https://bdtodays.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af/
0 notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/136129
কারাগারে জুম মিটিং-এ ৫ ঘণ্টা কথা বলেছেন ডেসটিনির রফিকুল
বহুল আলোচিত ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন কারাগার থেকেই জুম অ্যাপসের মাধ্যমে মিটিং করতেন। শেয়ারহোল্ডারদের নিয়ে এ অ্যাপসের মাধ্যমে মিটিংয়ের পাশাপাশি নতুন কোম্পানি চালুর বিষয়েও সভা করতেন তিনি।
গত ১ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘কারাগারে বসে জুম মিটিং করেন ডেসটিনির রফিকুল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়, যা নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়।
এরপর বিস্ময়কর এ কাণ্ড তদন্তে গঠন করা হয় কমিটি। সেই কমিটি তদন্তকালে এ সংক্রান্ত প্রমাণও পেয়েছে। রফিকুল আমীন নিজেও তা স্বীকার করেছেন। কারা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি গত ১০ জুলাই আইজি প্রিজন্স বরাবর ৩৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, ডেসটিনির এমডি রফিকুল আমীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে বসে ৫ দিন জুম মিটিংয়ে প্রায় ৫ ঘণ্টা কথা বলেছেন। তার বিরুদ্ধে কারাবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তদন্ত রিপোর্টে।
এদিকে পরবর্তীকালে এহেন বেআইনি কা-ের যেন পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে তদন্ত রিপোর্টে ১৯ দফা সুপারিশ তুলে ধরেছে কমিটি। এগুলোর মধ্যে যথাযথ দায়িত্ব পালনে গাফিলতি ও ব্যর্থতার কারণে ১২ কারারক্ষীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, এক কারারক্ষী ও ৪ ডেপুটি জেলারকে কঠোরভাবে সতর্ক করা, অসুস্থ বন্দিদের উন্নত চিকিৎসায় কাশিমপুরে ২০০ শয্যার হাসপাতাল স্থাপন, গুরু ও লঘুদ-প্রাপ্ত কারারক্ষীদের হাসপাতালের ডিউটি না দেওয়া এবং বন্দিদের দীর্ঘদিন হাসপাতাল বা প্রিজন সেলে ভর্তি না রাখার সুপারিশ করা হয়েছে।
কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সভাপতি, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য সচিব ও মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নুরন্নবী ভূঁইয়াকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি গঠনের পাশাপাশি ১৭ কারারক্ষীর বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনিব্যবস্থা গ্রহণ করে কারা কর্তৃপক্ষ, ৪ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং অবশিষ্ট ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সে সময় জানায় কারা অধিদপ্তর।
অধিদপ্তরের ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ও তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, তার নেতৃত্বাধীন কমিটি গত ১০ জুলাই তদন্ত রিপোর্ট আইজি প্রিজন্স বরাবর দাখিল করেছেন। এ রিপোর্টের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি আরও জানান, তাদের দায়দায়িত্ব পালনে কার কতটা গাফিলতি ছিল, তাও তারা তদন্ত রিপোর্টে তুলে ধরেছেন।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত বিষয়ের তদন্তে গঠিত কমিটি গত ২ থেকে ৮ জুলাই পর্যন্ত টানা ৭ দিন কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার, শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে উপস্থিত হয়ে ঘটনা তদন্তপূর্বক সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট বন্দি ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছেন এবং সংগৃহীত অডিও-ভিডিও রেকর্ডও যাচাই করে দেখেছেন।
সাময়িক বরখাস্তকৃত প্রধান কারারক্ষী ইউনুস আলী মোল্লা, মীর বদিউজ্জামান, মো. আ. সালাম ও মো. আনোয়ার হোসেনের বক্তব্য পর্যালোচনা করে তদন্ত কমিটি নিশ্চিত হন- ডেসটিনির এমডি রফিকুুল আমীন গত ১১ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত এ হাসপাতালের প্রিজন্স অ্যানেক্সের সেলে ভর্তি ছিলেন। ৩ জুলাই বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সেদিনই বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফেরত পাঠানো হয়। অপকর্ম সংঘটনের সময়কালে পর্যায়ক্রমে তারা ৩ জনই প্রিজন সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জুম মিটিংয়ের বিষয়ে তারা জানতে পেরেছেন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর। তদন্ত কমিটি এ বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করে নিশ্চিত হয়, তাদের কারও না কারও কর্তব্য পালনকালে দায়িত্বে অবহেলা ছিল এবং এ জন্যই এমন হীনকা- ঘটেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬ কারা কর্মকর্তা, কর্মচারী ও শ্রেণিপ্রাপ্ত বন্দির জবানবন্দি পর্যালোচনা করে সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে, রফিকুল আমীন চিকিৎসার্থে সর্বশেষ গত ১১ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি ছিলেন। ভর্তি থাকাবস্থায় রেকর্ডভিত্তিক জুমে মিটিং অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনের তথ্যানুয়ায়ী, প্রথম মিটিংটি হয় গত ৮ মে মধ্যরাতেরও পর। রাত ২টা ১২ মিনিটে শুরু হওয়া এ মিটিংটি ছিল ২৯ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ। দ্বিতীয় মিটিং শুরু হয় ২৩ মে রাত ১২টা ৪৩ মিনিটে। এর ব্যাপ্তি ছিল ১ ঘণ্টা ২২ মিনিট ৪৩ সেকেন্ড। তৃতীয় মিটিং হয় ২৮ মে রাত ১০টা ৭ মিনিটে, যার ব্যাপ্তি ছিল ৫২ মিনিট ৩৩ সেকেন্ড। চতুর্থটি হয় ১ জুন রাত ১২টা ৩৬ মিনিটে, যা চলে ১ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ড। পঞ্চম মিটিংটি চলে ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড, যা শুরু হয় ৪ জুন রাত ১০টা ১০ মিনিটে।
প্রাপ্ত রেকর্ড মোতাবেক গত ৮ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ দফায় জুম মিটিং করেন রফিকুল আমীন। এর মাধ্যমে নতুন কোম্পানি ডিটু-কে প্রতিষ্ঠিত করা ও বিনিয়োগকারীদের তার জামিনে মুক্তি বা খালাসের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি তার মনোনীত শেয়ারহোল্ডারদের সঙ্গে ভিডিও মিউট করে জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছেন মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়, যা কারাবিধি অনুযায়ী অপরাধ।
তদন্ত কমিটির রিপোর্টে আরও বলা হয়, রফিকুল আমীন কারাবিধি ৭০৪(১) ও ৭০৫(৩)(৭)(৮)(৯)(৪৩) ধারা লঙ্ঘন করেছেন। কারা কর্তৃপক্ষের অজান্তে অবৈধভাবে মোবাইল ফোন সংগ্রহ করত নিজ হে���াজতে রেখে বাইরের কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে রাত্রিকালীন জুম মিটিংয়ে যুক্ত হয়ে নতুন কোম্পানি ডিটু-কে প্রতিষ্ঠার জন্য ওই কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে কথোপকথন করে অন্যায় করেছেন, বিধায় তার বিরুদ্ধে কারাবিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো।
দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার জন্য প্রধান কারারক্ষী মীর বদিউজ্জামান, ইউনুস আলী মোল্লা, আনোয়ার হোসেন, সহকারী প্রধান কারারক্ষী বিল্লাল হোসেন, এনামুল হক, সরোয়ার হোসেন, জসিম উদ্দিন, কারারক্ষী আ. খালেক, মেহেদী হাসান, রিফাত হোসেন, ফারুক হোসেন ও জয়নাল আবেদীনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করত সকলের বিরুদ্ধে কারাবিধি ১ম খ-ের ১৯১(৩),১৯২(১)(২)(৩) ও ১৯৩ বিধিভঙ্গ করার অপরাধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করেছে। পাশাপাশি তদন্ত কমিটি প্রধান কারারক্ষী আবু সাঈদ অবসর-উত্তর ছুটিতে গমন করায় তাকে কঠোরভাবে সতর্ক করার জন্য সুপারিশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিক্রমার (পরিদর্শন) দায়িত্বে নিয়েজিত ৪ ডেপুটি জেলারের পরিদর্শন শেষ হওয়ার আগে বা পরে জুম মিটিংগুলো অনুষ্ঠিত হয়। তাদের পরিক্রমাকালীন কোনো জুম মিটিং অনুষ্ঠিত হয়নি, বিধায় তাদের ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। যে ৪ ডেপুটি জেলারকে সতর্ক করার জন্য বলা হয়েছে,
তারা হলেন: খন্দকার মো. আল মামুন, তানিয়া জামান, মো. ফেরদৌস মিয়া ও মো. মনিরুল হাসান।
তদন্ত কমিটি ভবিষ্যতে এ ধরনের হীনকর্ম রোধে ১৯ দফা সংবলিত একটি সুপারিশমালাও তুলে ধরেছে প্রতিবেদনে। এগুলোর মধ্যে রয়েছে, বিএসএমএমইউ হাসপাতালসহ যে সকল হাসপাতালে প্রিজন সেল/অ্যানেক্স রয়েছে, সেগুলোর করিডরসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে রেকর্ডিং সুবিধাসংবলিত সিসি ক্যামেরা স্থাপন, দেশের সকল জেলা সদর হাসপাতালে ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক প্রিজন সেল স্থাপন, প্রিজন অ্যানেক্সগুলোতে মোবাইল ফোন জ্যামারের প্রযুক্তি স্থাপন, নিয়মিত সিনিয়র জেল সুপার/জেল সুপার/জেলারদের বিএসএমএমইউ হাসপাতালসহ যে সকল হাসপাতালে প্রিজন সেল/অ্যানেক্স রয়েছে, সে সকল প্রতিষ্ঠানে বা যেখানে কারাবন্দিরা চিকিৎসাসেবা পেয়ে থাকে, সে সকল প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করা, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ কারা বিভাগের জনবল বৃদ্ধি করা, বিএসএমএমইউ হাসপাতালসহ দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বন্দিদের চিকিৎসাকালে যথাযথ নিরাপত্তা নিশ্চিতে ডেপুটি জেলারদের ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব¡ প্রদান করা এবং সেখানে ডিউটি অফিসারের জন্য একটি বসার কক্ষ নির্মাণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া প্রিজন সেলগুলোতে ল্যান্ডফোনের সংযোগ রাখা এবং একমাত্র ডিউটি অফিসার/ইনচার্জ যেন একটি সরকারি বাটন মোবাইল ফোন (অ্যান্ড্রয়েড বা আধুনিক প্রযুক্তিহীন) ব্যবহার করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা, সার্ভিস বই দেখে একাধিক গুরুদ- ও লঘুদ-প্রাপ্ত কারারক্ষী তথা গার্ডিং স্টাফদের হাসপাতাল ডিউটি প্রদানে নিরুৎসাহিত করা, ৫ বছরেরও কম সময় কর্মরত কারারক্ষীদের প্রিজন সেলে ডিউটিতে নিযুক্ত না করা, প্রিজন সেলের ওয়ার্ডগুলো মেটাল ডিটেক্টরের ��াধ্যমে তল্লাশি করা, আধুনিক জ্যামার বসিয়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক জ্যামিং নিশ্চিত করা, বন্দিকে দীর্ঘদিন হাসপাতালে বা প্রিজন সেলে ভর্তি না রেখে চিকিৎসাসেবার ফলোআপ দিয়ে যত দ্রুত সম্ভব কারাগারে ফেরত পাঠানো, মোবাইল ফোন নিয়ে চিকিৎসক বা পরিদর্শকদের প্রিজন সেলে বা বন্দি যেখানে বাস করে, সেখানে কক্ষের ভেতর না যাওয়া, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গাজীপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে সেখানে রেখে অসুস্থ বন্দিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পদায়ন নিশ্চিত করা, কারারক্ষী ও কারা কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সময় কারাবিধি ১৬২ অনুসরণ করত পুলিশ ভেরিফিকেশনে যথাযথ চরিত্র যেন উঠে আসে সে বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীকে অনুরোধ করা, প্রিজন সেলের বারান্দার গেট তালাবদ্ধ না করে ডিউটিরত কারারক্ষী যেন ভর্তিরত বন্দিকে সার্বক্ষণিক নজরদারি করতে পারে, সে জন্য কক্ষে তালাবন্ধ করত করিডর ডিউটি করে বন্দি ওয়াচ করা, প্রিজন্স সেলের দক্ষিণ পার্শ্বের হোল ও গ্রিলের খোলা অংশ শিট দিয়ে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ এবং প্রিজন্স সেল/প্রিজন্স অ্যানেক্সে সিসি ক্যামেরাসমূহ অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেল সুপার এবং জেলার কর্তৃক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা করেছে তদন্ত কমিটি।
কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে কারাগারে বসে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে কোম্পানি কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছিলেন উচ্চ আদালত। তবে সেটি হওয়ার কথা ছিল কারা কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে। কিন্তু তিনি সেটি অনুসরণ না করে গোপনে জুম মিটিং করেছেন। এটি কারাবিধির লঙ্ঘন।
0 notes