#১ জুন
Explore tagged Tumblr posts
Text
ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন
ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়।
কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?
১. ডেঙ্গুর লক্ষণগুলো কী?
সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।
২. জ্বর হলেই কি চিন্তিত হবেন?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আবদুল্লাহবলছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেজন্য জ্বর হল অবহেলা করা উচিত নয়।
জ্বরে আক্রান্ত হলেই সাথে-সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ।
তিনি বলছেন, ''ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সাথে যদি সর্দি- কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা অন্য কোন বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্যকিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে।''
৩. বিশ্রামে থাকতে হবে
সরকারের কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম পরিচালক ড. সানিয়া তাহমিনা বলেন, ''জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। তিনি পরামর্শ দিচ্ছেন, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। একজন ব্যক্তি সাধারণত প্রতিদিন যেসব পরিশ্রমের কাজ করে, সেগুলো না করাই ভালো। পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।''
৪. কী খাবেন?
প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন - ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
৫. যেসব ঔষধ খাওয়া উচিত নয়
অধ্যাপক তাহমিনা বলেন, ''ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ চারটি প্যারাসিটামল খেতে পারবে।''
চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন চার গ্রাম। কিন্তু কোন ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিন জাতীয় ঔষধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।
৬. প্ল্যাটিলেট বা রক্তকণিকা নিয়ে চিন্তিত?
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্ল্যাটিলেট বা রক্তকণিকা এখন আর মূল ফ্যাক্টর নয় বলে উল্লেখ করেন অধ্যাপক তাহমিনা।
তিনি বলেন, ''প্ল্যাটিলেট কাউন্ট নিয়ে উদ্বিগ্ন হবার কোন প্রয়োজন নেই। বিষয়টি চিকিৎসকের উপর ছেড়ে দেয়াই ভালো।''
সাধারণত একজন মানুষের রক্তে প্ল্যাটিলেট কাউন্ট থাকে দেড়-লাখ থেকে সাড়ে চার-লাখ পর্যন্ত।
৭. ডেঙ্গু হলেই কি হাসপাতালে ভর্তি হতে হয়?
ডেঙ্গু জ্বরের তিনটি ভাগ রয়েছে।
এ ভাগগুলো হচ্ছে - 'এ', 'বি' এবং 'সি'।
প্রথম ক্যাটাগরির রোগীরা নরমাল থাকে। তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী 'এ' ক্যাটাগরির।
তাদের হাসপাতালে ভর্তি হবার কোন প্রয়োজন নেই। 'বি' ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন তার পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে প্রচুর কিংবা সে কিছুই খেতে পারছে না।
অনেক সময় দেখা যায়, দুইদিন জ্বরের পরে শরীর ঠাণ্ডা হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতাল ভর্তি হওয়াই ভালো।
'সি' ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু-কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ'র প্রয়োজন হতে পারে।
৮. ডেঙ্গুর জ্বরের সময়কাল
সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। কারণ এ সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে।
কিন্তু এবার দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরের সময়কাল আরো এগিয়ে এসেছে। এখন জুন মাস থেকেই ডেঙ্গু জ্বরের সময় শুরু হয়ে যাচ্ছে।
৯. এডিস মশা কখন কামড়ায়
ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তৎপর হয়ে উঠে। এডিস মশা কখনো অন্ধকারে কামড়ায় না।
১০. পানি জমিয়ে না রাখা
অধ্যাপক আবদুল্লাহ বলছেন, ''এডিস মশা 'ভদ্র মশা' হিসেবে পরিচিত। এসব মশা সুন্দর-সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে তিনি উল্লেখ করেন।
এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। কোথাও যাতে পানি তিন থেকে পাঁচদিনের বেশি জমা না থাকে।
এ পানি যে কোন জায়গায় জমতে পারে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, ���াস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।
1 note
·
View note
Text
এপ্রিল-জুন প্রান্তিকে সৌদি আরবে এফডিআই বেড়েছে ২৩.৪ শতাংশ
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) হয়েছে ১ হাজার ১৭০ কোটি রিয়াল বা ৩১২ কোটি ডলার, যা প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি। ওই সময় ৯৫০ কোটি রিয়াল এফডিআই পেয়েছিল দেশটি। তবে ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বিদেশী বিনিয়োগের পরিমাণ কমেছে ৭ দশমিক ৫ শতাংশ। ওই সময় বিনিয়োগ হয়েছিল ১ হাজার ২৬০ কোটি রিয়াল। খবর আরব নিউজ
0 notes
Text
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
চলুন দেখে নেই মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
(১) ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম ? উত্তর : ম্যাস র্যাপিড ট্রানজিট
(২) মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী? উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম
(৩) মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ? উত্তর : ২৬ জুন, ২০১৬ সালে
(৪) মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২
(৫) সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয় ? উত্তর : ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
(৬) মেট্রোরেলের প্রথম নারী চালক কে ? উত্তর : মরিয়ম আফিজা
(৭) মেট্রোরেলের প্রথম যাত্রী কে ? উত্তর : শেখ হাসিনা
(৮) দেশের প্রথম মেট্রোরেলের দৈর্ঘ্য কত? উত্তর : ২১.২৬ কিলোমিটার
(৯) ঢাকা মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে ? উত্তর : জাইকা ও বাংলাদেশ সরকার
(১০) বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়? উত্তর : ৬০ তম
বিস্তারিত দেখুন : মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
0 notes
Text
বাধ্যতামূলক অবসর প্রদান করার উপায় ২০২৪ ? বাধ্যতামূলক অবসর সুযোগ সুবিধা প্রাপ্য হবে ?
#১৩ আগষ্ট একজন পুলিশ ক্যাডার কর্মকর্তাকে সরকার কর্তৃক অবসর প্রদান করা হলো এবং বিভিন্ন প্রত্র প্রত্রিকায় এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করা হয়েছে। আসলে এই ধরনের অবসর সরকারের কোন আইন অনুযায়ী দেওযা হচ্ছে কিনা এবং সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বাধ্যতামূলক অবসর কত প্রকার ও কি কি এবং কোন আইনে অবসর প্রদান করা হচ্ছে , এই বিষয়গুলো আলোচনা করবঃ
বাধ্যতামূলক অবসরগুলো হচ্ছেঃ
• সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদান
• শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বাধ্যতামূলক অবসর
• বাধ্যতামূলক অবসর প্রদান (Compulsory Retirement):
এবং
• বাধ্যতামূলক অবসর সুযোগ সুবিধা প্রাপ্য হবে ?
সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানঃ
কোনো সরকারি কর্মচারী একটি নির্দিষ্ট মেয়াদের চাকরিকাল পূর্ণ করার পর যে কোনো সময় সরকার কোনো কর্মচারীকে কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে অবসর প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে। উক্ত ক্ষমতা বলে অবসর প্রদানকেই সরকার কর্তৃক অবসর প্রদান হিসাবে গণ্য করা হয়।
সরকার কর্তৃক অবসর প্রদান অবসর প্রদান সংক্রান্ত বিধান নিম্নরূপ: (১) সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধানমতে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শানো ছাড়াই চাকরি হতে অবসর প্রদান করতে পারবে।
অবসরপ্রদানের এই ক্ষমতা সরকার ব্যতীত অন্য কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োগ করতে পারবে না। সরকারের অধস্তন কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো সংগত কারণে তাহার কর্তৃক নিয়োগকৃত কোনো কর্মচারীকে অবদান উচিত বলয়া মনে করলে উক্ত কর্তৃপক্ষ সরকারের সারির মন্ত্রণালয়ে সেই মর্মে প্রস্তাব করবে এবং সরকার সেই প্রস্তাব মন্ত্রী পর্যায়ে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। (স্মারক নং সাবি(বিধি-৪)- ৯/৫-১৪০, তারিখ: ২০ জুন, ১৯৭৫)
বাধ্যতামূলক অবসর সুযোগ সুবিধা প্রাপ্য হবে ?
• পেনশন সুবিধা প্রাপ্য হবে।
• লাম্প গ্রান্ট সুবিধা প্রাপ্য হবে না।
• পিআরএল ভোগ করার সুযোগ নেই।
বিস্তারিত জ��নে নিনঃ
youtube
#বাধ্যতামূলকঅবসরপ্রদানকরারউপায়২০২৪ ? #বাধ্যতামূলকঅবসরসুযোগসুবিধাপ্রাপ্যহবে ? #বাধ্যতামূলকঅবসরসুযোগসুবিধাপ্রাপ্যহবে ?
প্যহবে ?
0 notes
Link
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০ কোটি কমে ২
0 notes
Text
ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপাআমন ধান চাষের লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তি পর্যায়ের ১ হাজার ৯ শতজন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ…
View On WordPress
0 notes
Text
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - M K Computer BD
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট ৯ জন লোককে ১ টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ২৪ জুন ২০২৪ তারিখ হতে। আপনি যদি সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন, তাহলে সঠিক ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করতে পারেন। আমরা এই সাইটে নিয়মিত সকল চলমান সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে…
View On WordPress
0 notes
Text
অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চকে ধাওয়া দিয়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
এবার নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের কারণে লক্ষ্মীপুরে এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চের মালিককে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) দুপুরে সদরের মজু চৌধুরীর হাটের লঞ্চ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান, নৌপুলিশের সহকারী…
View On WordPress
0 notes
Text
আগামী ১ জুন রোজ শনিবার দুপুর ২.৩০ মিনিটে আইটি ভ্যানিলা অফিসে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে নিউ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস এবং সেমিনার । উক্ত সেমিনারে/ ক্লাসে ফ্রিল্যান্সিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হইবে । নতুন ব্যাচের সকল স্টুডেন্টদের কে উপস্তিত থাকার আহবান করা হল।
0 notes
Text
দেশে তিন হাজার কোটিপতি বেড়েছে ৩ মাসে
চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। গত প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স…
0 notes
Text
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
দেখে নেই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি :
(১) পদ্মা সেতুর প্রকল্পের নাম কী ? উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
(২) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ? উত্তর : ৬.১৫ কিলোমিটার
(৩) পদ্মা সেতুর প্রস্থ কত ? উত্তর : প্রস্থ ১৮.১০ মিটার
(৪) পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ? উত্তর : ২৬ নভেম্বর ২০১৪
(৫) পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় ? উত্তর : ২৩ জুন ২০২২
(৬) পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে? উত্তর : ২৫ জুন ২০২২
(৭) পদ্মা সেতুর স্থানাঙ্ক ? উত্তর : ২৩.৪৪৪৩° উত্তর ৯০.২৬১০° পূর্ব
বিস্তারিত : পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
0 notes
Text
জুন সেশনে গার্মেন্টস ও বায়িং হাউজ বিষয়ক প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। QC & GPQ -কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয়ে কোর্স করে বায়িং হাউজ ও গার্মেন্টস সেক্টরে স্বপ্নময় কর্মজীবন শুরু করুন। আসুন জেনে নেই এ ক্যারিয়ারের প্রয়োজনীয় তথ্যগুলো এবং কর্ম সংস্থান কোথায় হতে পারে?
গার্মেন্টস শিল্পে Guideline for Production and Quality Controller সংক্ষেপে GPQ এবং Quality Controller সংক্ষেপে QC বলা হয়ে থাকে। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সাধারণত বায়িং হাউজ এবং liaison office গুলো থেকে অর্ডার পেয়ে থাকে।একজন GPQ অথবা QC মার্চেন্ডাইজারের কাছ থেকে পোশাকের নির্দিষ্ট মান গুলো সঠিকভাবে বুঝে নেয়। উক্ত অর্ডারের নির্দিষ্ট মানদণ্ড মেটানোর জন্য তারা শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন করে থাকে। তারাই মূলত: পোশাকের গুণগত মান বজায় রেখে ফ্যাক্টরি শ্রমিক দ্বারা পোষাক তৈরির কাজগুলো সম্পাদন করে থাকে।
প্রাথমিক অবস্থায় একজন পড়াশুনা জানা মানুষ Management trainee অথবা Junior Assistant of QC & GPQ হিসেবে ক্যারিয়ার সূচনা করে থাকে। ক্যারিয়ারের শুরুতে তাদের বেতন কাঠামো ১৫-১৬ হাজার হয়ে থাকে। একটু পরিশ্রমী হলে ২-১ বছরের কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উচ্চ বেতনে বায়িং হাউজ এবং liaison office গুলোতে কাজ করতে পারে।এ পেশায় কাজ করতে হলে একজন কর্মীকে দৃঢ় ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।
দেশজুড়ে হাজার হাজার বায়িং হাউজ, ফ্যাশন হাউজ, বুটিক হাউজ আর গার্মেন্টস গড়ে ওঠার ফলে এসব খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে এবং রয়েছে এই ধরনের পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। আগ্রহ থাকলে তুলনামূলক স্বল্প মেধাবী শিক্ষার্থীরাও এসব বিষয়ে অতি দ্রুত ভালো ক্যারিয়ার গড়তে পারেন।
𝐁𝐆𝐌𝐈 শুধু প্রশিক্ষণই নয় শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলে যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে দ্রুত আত্মপ্রকাশ করতে পারে। ✅মার্চেন্ডাইজিং ✅ফ্যাশন ডিজাইন ✅এইচ আর, এডমিন & কমপ্লায়েন্স ✅CAD/ প্যাটার্ন & মার্কার মেকিং ✅CLO - 3D ভার্চুয়াল স্যাম্পল মেকিং ✅IE- Planning, Lean Management & GSD এবং ✅GPQ / QC-কোয়ালিটি কন্ট্রোল কোর্সে ভর্তি চলছে।
ভর্তি ও যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন, আমাদের ঠিকানাঃ– 𝐁𝐆𝐌𝐈, বাড়ি ০৪, রোড ১২, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা। ফোন : 58957295, মোবাইল: 01911562677 ওয়েবসাইট: www.bgmibd.com
বিঃ দ্রঃ আমাদের কোথাও কোন শাখা নাই।
Admission Going On…. 1. GPQ & Quality Control Management: Course Duration: 2 Months Batch-1. Saturday Only 3pm to 6pm Batch-2. Saturday Only 6pm to 9pm Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor’s Course Fee: Tk.10500
2. Diploma on Apparel Merchandising (Knit, Woven & Sweater): Duration: 1 Year Batch-1. Friday Only 9am to 12pm Batch-2. Friday Only 3pm to 6pm Batch-3. Saturday Only 10am to 1pm Batch-4. Sunday & Tuesday 6pm- 7.30pm Academic Qualification: H.S.C/Bachelor's /Master's Course Fee: Tk. 60500 (Pay in 11 installments')
3. Certificate Course on Apparel Merchandising (Knit, Woven & Sweater): Duration: 4 Months Batch-1. Friday Only 3pm to 6pm Batch-2. Friday Only 6pm to 9pm Batch-3. Saturday Only 3pm to 6pm Batch-4. Saturday Only 6pm to 9pm Academic Qualification: Bachelor's/Master's Course Fee: Tk. 20500(Pay in 2 installments')
4. Diploma on Fashion Design & Development: Duration: 1 Year Batch-1. Friday Only 9am to 12pm Batch-2. Friday Only 3pm to 6pm Batch-3. Saturday Only 10am to 1pm Batch-4. Sunday & Tuesday 5pm- 6.30pm Academic Qualification: H.S.C /Bachelor's Course Fee: Tk. 60500 (Pay in 11 installments')
Certificate Course on Fashion Design: Duration: 4 Months (Saturday only 3pm- 6pm) Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor's Course Fee: TK. 20500 (Pay in 2 installments')
6. HR, Admin & Social Compliance: Course Duration: 4 Months Batch-1. Friday Only 9am to 12pm Batch-2. Friday Only 6pm to 9pm Academic Qualification: Bachelor's/Master's Course Fee: Tk. 20500(Pay in 2 installments')
7. IE, Planning, Lean Management & GSD: Course Duration: 4 Months Batch-1. Friday Only 3pm to 6pm Academic Qualification: Bachelor's/Master's Course Fee: Tk. 20500(Pay in 2 installments')
8. CAD - Pattern & Marker Making: Duration: 4 Months Batch-1. Friday Only 6pm to 9pm Batch-2. Saturday Only 6pm to 9pm Batch-3. Sunday Only 3pm to 6pm Batch-4. Sunday Only 6pm to 9pm Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor's Course Fee: Tk. 20500(Pay in 2 installments')
9. CLO - 3D Virtual Sample Making: Duration: 4 Months Batch-1. Sunday Only 6pm- 9pm Batch-2. Tuesday Only 6pm- 9pm Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor's Course Fee: Tk. 20500(Pay in 2 installments')
0 notes
Link
নড়াইলে বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছেন, আহত
0 notes
Text
স্ট্রবেরি চাষের জন্য সঠিক জাত নির্বাচনের গুরুত্ব?
সঠিক জাত নির্বাচন করা সফল স্ট্রবেরি চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি আপনার স্ট্রবেরি বাগানের সামগ্রিক সাফল্য এবং উৎপাদনশীলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বেশ কয়েকটি মূল কারণ রয়েছে যা সঠিক স্ট্রবেরি জাত নির্বাচন করার গুরুত্ব তুলে ধরে:
১. জলবায়ুর সাথে অভিযোজনযোগ্যতা:- বিভিন্ন স্ট্রবেরি জাতের নির্দিষ্ট তাপমাত্রা এবং জলবায়ু পছন্দ আছে। আপনার স্থানীয় জলবায়ুর সাথে ভালোভাবে খাপ খাইয়ে নেওয়া যায় এমন একটি জাত বাছাই করা ভাল বৃদ্ধি, উন্নয়ন এবং সামগ্রিক ফলন নিশ্চিত করে।
২. ক্রমবর্ধমান ঋতু:- স্ট্রবেরির জাতগুলিকে জুন-বেয়ারিং, এভারবেয়ারিং, এবং ডে-নিরপেক্ষ প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, প্রতিটির নিজস্ব ফল ধরার ঋতু। সঠিক ধরন নির্বাচন করা আপনাকে বছরের পছন্দসই সময়ের সাথে আপনার ফসল সারিবদ্ধ করতে দেয়, পুরো ক্রমবর্ধমান মরসুমে তাজা স্ট্রবেরি সরবরাহ করে।
৩. ফলন এবং উত্পাদনশীলতা:- ফলের আকার, পরিমাণ এবং সামগ্রিক উত্পাদনশীলতার ক্ষেত্রে জাতগুলি পরিবর্তিত হয়। কিছু জাত উচ্চ ফলনের জন্য প্রজনন করা হয়, এগুলিকে বাণিজ্যিক উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে, অন্যগুলি ছোট জায়গা সহ বাড়ির বাগানের জন্য আরও উপযুক্ত হতে পারে।
৪. আকার এবং গন্ধ:- স্বাদ পছন্দ পরিবর্তিত হয়, এবং বিভিন্ন জাত স্বতন্ত্র স্বাদ প্রদান করে। কিছু জাত তাদের মিষ্টির জন্য পরিচিত, অন্যদের আরও টার্ট বা তীব্র গন্ধ প্রোফাইল থাকতে পারে। বিভিন্ন ধরণের নির্বাচন করার সময় আপনার ব্যক্তিগত স্বাদ পছন্দগুলি বিবেচনা করুন।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা:- কিছু স্ট্রবেরি জাত নির্দিষ্ট রোগ, কীটপতঙ্গ, বা পরিবেশগত অবস্থার প্রতিরোধ প্রদর্শন করে। রোগ-প্রতিরোধী জাত নির্বাচন করা রাসায়নিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা হ্রাস করতে পারে এবং একটি স্বাস্থ্যকর, আরও টেকসই ফসলের প্রচার করতে পারে।
৬. বৃদ্ধির অভ্যাস:- স্ট্রবেরি গাছের বিভিন্ন বৃদ্ধির অভ্যাস থাকতে পারে, যেমন কমপ্যাক্ট গুল্ম বা রানার যা মাটি জুড়ে ছড়িয়ে পড়ে। বৃদ্ধির অভ্যাস আপনার বাগানের ব্যবধান এবং বিন্যাসকে প্রভাবিত করে, সামগ্রিক উদ্ভিদ স্বাস্থ্য এবং চাষের সহজে প্রভাবিত করে।
৭. ফসল কাটার সুবিধা:- কিছু জাত ফল দেয় যা গাছে ফলের অবস্থান, দৃঢ়তা এবং অপসারণের সহজতার মতো কারণগুলির কারণে ফসল তোলা সহজ। এই দিকগুলি বিবেচনা করুন, বিশেষ করে যদি আপনি বাচ্চাদের জড়িত করার পরিকল্পনা করেন বা আপনার যদি নির্দিষ্ট ফসল কাটার পছন্দ থাকে।
৮. আঞ্চলিক উপযুক্ততা:- কিছু স্ট্রবেরির জাত নির্দিষ্ট অঞ্চলে বা মাটির প্রকারের জন্য আরও উপযুক্ত। আপনার স্থানীয় অবস্থার সাথে মানিয়ে নেওয়া একটি জাত বাছাই করা একটি সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর স্ট্রবেরি ফসলের সম্ভাবনা বাড়ায়।
৯. বা��ারের চাহিদা:- বাণিজ্যিক চাষীদের জন্য, বাজারের চাহিদা বিবেচনা করা অপরিহার্য। কিছু জাত আরও জনপ্রিয় হতে পারে বা ভোক্তাদের মধ্যে চাহিদা হতে পারে, যা ভালো বিক্রয় এবং বিপণনযোগ্যতায় অবদান রাখে।
১০. ফসলের ঘূর্ণন:- আপনি যদি আপনার বাগানে ফসলের ঘূর্ণন অনুশীলন করেন, তাহলে ঘূর্ণন পরিকল্পনার অংশ এমন জাতগুলি নির্বাচন করা কীটপতঙ্গ এবং রোগের চক্রকে ভাঙতে সাহায্য করতে পারে, দীর্ঘমেয়াদী মাটির স্বাস্থ্যের উন্নতি করতে পারে।
সারসংক্ষেপে, স্ট্রবেরি জাতের সঠিক পছন্দটি বৃদ্ধির অবস্থাকে অপ্টিমাইজ করার জন্য, একটি প্রচুর ফসল নিশ্চিত করার জন্য এবং একজন চাষী হিসাবে আপনার নির্দিষ্ট পছন্দ এবং লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ। একটি নির্বাচন করার আগে, বিভিন্ন জাতের বৈশিষ্ট্যগুলি নিয়ে গবেষণা করুন এবং আপনার নির্দিষ্ট ক্রমবর্ধমান অঞ্চলের জন্য উপযোগী পরামর্শের জন্য স্থানীয় কৃষি সম্প্রসারণ পরিষেবাগুলির সাথে পরামর্শ করার কথা বিবেচনা করুন।
#স্ট্রবেরি_চাষ
0 notes