#সিঙ্গারা
Explore tagged Tumblr posts
Text
আমি কয়েক বছর ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসে একটা সিনিয়র পদে কর্মরত ছিলাম। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মহোদয় ও অন্যান্য ডিপ্লোম্যাটদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতাম, এবং প্রায়ই তাঁদের বাসার পার্টিতে যেতে হত। বেশ ভাল লাগত। অবশ্য এর আগেও, ও বলতে গেলে আমার সমগ্র কর্মজীবন বিদেশীদের সাথে কাজ করতে হয়েছিল। জাতিসংঘেও ছিলাম কয়েক বছর। যাহোক, আমার সুইস কলিগদের প্রসঙ্গে আবার ফিরে আসি। তাঁদের একটা প্রিয় খাবার ছিল আমাদের দেশের সামান্য দু-টাকা (তখন) দামের সিঙ্গারা।
আমাদের অফিসে প্রতিদিন সকাল দশটার দিকে একটা টি টাইম ছিল। সেই টি টাইমে অবশ্যই সিঙ্গারা থাকত। প্রতিদিন কেউ না কেউ এটা পালাক্রমে আনাতেন, আর সবাই খেতাম। তখন দেখতাম সুইসরা এই সিঙ্গারা বেশ পছন্দ করে খাচ্ছেন। কারণ, এর ভিতর আলু বা সব্জি থাকে, এটা তাঁদের রুচির সাথে যেত।
![Tumblr media](https://64.media.tumblr.com/b1aae277fe2ef8b9de43141576c21aef/c0a722f2bc41b2bc-1f/s540x810/0a0c0e2425e41d2bb416424d3f1de2c953bf563e.jpg)
তাঁরা সিঙ্গারা খান দেখে মাঝে মধ্যে আমরা মিষ্টিও অফার করতাম, কিন্ত তাঁরা মিষ্টি, মানে চমচম, রসগোল্লা, সন্দেশ, যাই হোক, সেগুলো মোটেও পছন্দ করতেন না, বলা চলে ছুঁয়েও দেখতেন না। এমনিতেই তাঁরা স্বাস্থ্য সচেতন, মিষ্টি খেতেন না। মিষ্ট দ্রব্যের মধ্যে শুধু কেকটা খেতেন। তাও সে কেক তৈরি হত তাঁদের বাসায়।
যাহোক, সিঙ্গারা তাঁদের এত পছন্দ হয়েছিল যে সুইস মহিলা কলিগরা এর রেসিপি শিখে অনেকে বাসায় বানানোর চেষ্টা করেছিলেন। বলতেন, সুইজারল্যান্ডে ফিরে এটা তাঁরা প্রমোট করবেন।
বেশ চমকপ্রদ নয় কি।
0 notes
Text
শ্যাওলা ফুল - আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
![Tumblr media](https://64.media.tumblr.com/bab67718ab06b6358b748a1d33c038dc/a8dcf5e3d4e58d7a-63/s540x810/74dfa9f8512473c0caed5660e336668e62a92d56.jpg)
"গরিব মাইনষের সুখ হইলো পৃথিবীর সবচাইতে বড় সুখ। কোনো ঝামেলা নাই। সুখের মইধ্যে অসুখ নাই। দিন আনে দিন খায়। রাইতভর গান গায়-সুর নাই, সংগীত নাই। শুধু গান আছে। মনের গান।"
বই মেলা থেকে কিনে আনা এই বইটির প্রতি তেমন কোন আকর্ষণ টের পাইনি। তবে এর লেখক এর অনেক কথাই আমার ফেসবুক ফিডে মাঝে মাঝে ভেসে আসতে দেখা যেত। এখনো যায়। তাই কৌতূহলপ্রবণ হয়েই লেখককে জানার ইচ্ছা নিয়ে বইটি কিনলাম।
বই শেষ করে বুঝলাম যে লেখককে এটি দিয়ে বুঝা যাবে না। কেননা এই পুরো বইটি গ্রামের পরিচিত আঞ্চলিক ��াষায় লেখা। শুধু এতটুকু বুঝলাম যে লেখক ঠিকই অভিজ্ঞতা থেকে ভালো লিখতে পারেন।
গ্রামের অত্যন্ত সহজ সরল মানুষদের নিয়ে বইটি লেখা। গ্রামের এক পরিবার, অলির মা শাইরুন খাতুন , অলি, তার বউ খোদেজা এবং ২ মেয়ে ও ২ ছেলে (এবং টুনুই, তাদের ছাগল) এর নদীর পারে দারিদ্রের ভাঙ্গা গড়ার জীবন-ই এই গল্পের মুখ্য বিষয়। বইটির আঞ্চলিকতার টান একটা কেমন যেন আন্তরিক অনুভূতির যোগান দেয়। চরিত্রগুলোর নিতান্তই সাধারণ জীবন উপর নিচ দেখতে দেখতে এক পর্যায়ে মনে হলো যেন আমি তাদের একজন। কেন নয়? অলি কেন বুধবার দিন বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছে না কিংবা কেন একান্ত সংসার প্রিয় খোদেজা সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরছে না তা নিয়ে আমি নিজেই চিন্তামগ্ন হয়ে পড়ছিলাম। পাঠককে এভাবে বই এর সাথে ব্যস্ত রাখতে পারা অবশ্যই একজন লেখকের কৃতিত্ব।
বইটি খারাপ ছিল না তবে বই এর কাভারের লেখাগুলো আগেই আমা�� জন্য বইটির সমাপ্তি নষ্ট করে দিল। নদীর পার নিয়ে লেখা কোনো গল্পের বই এর কাভারের পেছনে যদি "অন্ধকারে কাউরে মরতেও দেখতাছি না" উক্তি করে লেখা থাকে তাহলে আমার কল্পনার কাছে আমি খুব বেশি কিছু বাকি রাখতে পারলাম না। যা ভাবলাম, শেষে গিয়ে তাই হলো। তবে তা মোটেও চরিত্রগুলোর জন্য তৈরি হওয়া মায়া কমায় দেয় নি। হয়তো অন্য কোনো বই এ আমি তাদেরকেই অন্য কোনো সমাপ্তি পেতে দেখতে চাই।
বনানি কবরস্থান পড়তে ইচ্ছুক। এই নামটিও কৌতূহল সৃষ্টি করতে সফল। একজন লেখক হিসেবে পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করাটাই হয়তো প্রথম সাফল্য।
4 notes
·
View notes
Video
youtube
আপনারা চাইলে দোকান থেকে না কিনে ঘরে স্বাস্ত্যসম্মত সিঙ্গারা বানিয়ে ফেলতে পারেন।
0 notes
Text
ভেটকি ফ্রাই হোক কিংবা কবিরাজি কাটলেট কলকাতার কোথায় পাবেন বেস্ট ফিশ ফ্রাই?
কলকাতা, যেটি "সিটি অফ জয়" নামে পরিচিত, সেখানে থাকা বাঙ্গালীর মাছের প্রতি ভালবাসা এবং নানান রকমের সুস্বাদু মাছের পদ নিয়ে গর্বিত এই শহর। কোলাহলপূর্ণ বাজার থেকে শুরু করে রাস্তার ধারের স্টল, তাজা ভাজা মাছের সুবাস বাতাসকে ভরিয়ে দেয়।
![Tumblr media](https://64.media.tumblr.com/89703e463061add024b72f9cc3b1d3a0/798afd02d052090e-d8/s540x810/a057be1d7d0116eb5e2d18994fd0ced1a884503f.jpg)
কলকাতা মানেই সেখানকার স্ট্রিট ফুড, মোমো, পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, সিঙ্গারা, তেলেভাজা, আরও কতকি। কিন্তু বাঙ্গালীরা যেটা খুবই পছন্দ করে সেটা হল কলকাতার সুস্বাদু ফিশ ফ্রাই। কিন্তু অনেকেই হয়তো জানেনা কোথায় পাবেন উত্তর কলকাতার সেরা ফিশ ফ্রাই অথবা দক্ষিণ কলকাতার সেরা ফিশ ফ্রাই?
Also, do watch this related video down below
youtube
কিছু কিছু নাম করা ফিশ ফ্রা-এর দকান আছে যেমন, আপনজন রেস্তরাঁ, নিরঞ্জন আগার, আরও অনেক রয়েছে। কিন্তু এইগুলি কোথায় অবস্থিত? কিভাবে যাবেন এই সকল ফেমাস ফিশ ফ্রাইের লোকেশান গুলিতে এবং আরও ভালো ও নামকরা ফিশ ফ্রাইের দকানের খোঁজ জানতে এখুনি ক্লিক করুন best fish fry in kolkata
0 notes
Link
0 notes
Text
আবরারের খোলা চিঠি
শফিউল বারী রাসেল
মাগো আমি কতো কাকুতি মিনতি করলাম
আমার অপরাধের কথাটা জানতে চাইলাম।
কেউ কোন উত্তরই যে দিলো না মা গো আমায়
সন্দেহে মাঝরাতে এমন নির্দয়ভাবে পেটায়।
কেউবা মারে চর কিল কেউবা মারে ঘুষি লাথি
কেউ লাঠি রড দিয়ে ভাঙ্গলো এসে বুকের ছাতি।
পিপড়ার মত আমাকে পিষে মেরে ফেলেছে
আমায় নিয়ে ওরা যেনো সব ফুটবল খেলেছে।
মাগো চেয়ে দেখো মাগো চেয়ে দেখো একবার
তোমার সেই খোকা আজ পৃথিবীতে বেঁচে নেই আর।
মাগো জানো এভাবে মেরেছে যারা আমায়
তারা যে ছিলো ক্ষমতাসীন দলটার বড় ভাই।
ক্যান্টিনে বসলে এগিয়ে দিতাম ডালের বাটি
কিংবা দুরে পরে থাকা ভরা নুনের খুটি।
যেখানেই দেখা হতো ঠুকেছি তাদের সালাম
তাঁদের একজনকে তো টিউশনিও দিয়েছিলাম।
বলেছিলেন আমায় পুরান ঢাকাতে খাওয়াবেন
বেতনটা হাতে পেলে কক্সবাজার নিয়ে যাবেন।
সেদিন আর কোনদিন আসবে না ফিরে কভু মা
হয়তোবা তাঁদের এইসব মোটেও মনে ছিলো না।
কী করেই বা মনে রবে সে সময় আছে কী
চোখেতে ক্ষোভের আগুন মুখে হায়েনার হাসি।
দেশপ্রেমের সে পোষ্টটাকে ভারতের পা চাটারা
ভারত বিদ্বেষী আখ্যায় চটিয়ে দিলো তারা।
অসুরের শক্তি গায়েতে করে তারা সঞ্চয়
তিলকে তাল বানাতে তাঁরা নিলোনা যে সময়।
নির্মমতায় কার থেকে কে থাকবে আজ এগিয়ে
আমার উপর চললো প্রতিযোগীতা তাই নিয়ে।
বেমালুম ভুলে গেলো ছিলাম কতোটা কাছের
সাপের মত পিটিয়ে কসরত দেখালো হাতের।
এই হলেরই একই ঘরে এক টেবিলেই খেতাম
একই লাইব্রেরীতে একসাথেই সবাই তো পড়তাম।
ক্যান্টিনের সিঙ্গারা কী আয়েশে সবাই খেতাম
একই ক্লাসে সবার সাথে ক্লাশও করতে যেতাম।
সেই আমাকে কেমন করে এমনভাবে মারলো
কী করেইবা তাঁরা এতো বর্বর হতে পারলো।
আমি তো আর দেশদ্রোহী রাজাকার ছিলাম না
মানুষ এতো অমানুষ হয় বলো কী করে মা।
বাপকে বলো কষ্ট করে টিউশনির টাকাটা
আমার কাছে আর কখনো পাঠাতে হবেনা।
সময় ধরে বাপকে ঔষুধগুলো খাইয়ে দিও
চোখের জল মুছে ফেলে নিজেকে সামলে নিও।
ছোটনকে বলো এখন থেকে আমার সবই ওর
অংকে কাঁচা তাই ওর জন্য রেখে দিও টিউটর।
ঠিক করে নিও তোমার নষ্ট শেলাই মেশিনটা
বাড়তি আয়ের জন্য, ফেরাতে দুখেরই দিনটা।
বলে দিও মনাকেও আমি আর ফিরবো না
আমার অপেক্ষাতে যেনো বসে আর থাকে না।
ভুল করেও সে যেনো একফোটা জল ফেলে না
বলে দিও তবে এই আত্মা শান্তি পাবে না।
আবরারের বিচার চেয়ে মানববন্ধন অথবা
করে সংবাদ সম্মেলণ; মাইক্রোফোনে কাঁদবে না।
শোককে আজ শক্তিতে পরিনত করে তুমি
বর্জ্রকন্ঠে কাঁপিয়ে দিও অশান্ত ভুমি।
ওরা যে পদ পদবী আর পদকের মোহতেই
নির্মম হত্যা করেছিলো তোমার এই ছেলেকেই।
সুখের নামে লোভের একটা অন্তহীন যন্ত্রনায়
উপরওয়ালার ইচ্ছায় ফেঁসে যাবে ওরা সবাই।
আর কোন কথা নয় ফিরে যাও মা আপন ঘরে
ছোটনকে বুকে নিয়ে কেঁদে নিও খুব করে।
তবু মানুষের সামনে আর কেঁদো না মা দোহায়
কে তোমায় বুঝবে মা, আসল মানুষ পাবে কোথায়?
মানুষ থাকলে কী দীর্ঘ হতো মৃত্যুর এই মিছিল
ঝাপিয়ে পড়তো কী আর বোনের উপর শকুন-চিল।
খুবলে খুবলে খেতো কী লাল সবুজের পতাকা
রক্তাক্ত আর হতো কী স্বপ্নের এই জনপদটা।
অপমৃত্যু হতো কী আর অগণিত স্বপ্নের
বুক খালি হতো কী বলো অসংখ্য মায়েদের।
তাই বলছি মা কেঁদে কেটে এতোটুকু লাভ নেই
আমার মতো হাজারো আবরার আবার জন্মাবেই।
আবার হয়তো সেও সত্য বলাতে হবে খুন
একটা সময় দেখো ওই জোকের মুখেও পরবে নুন।
জানি না এর শেষ কখন আর কোথায় কেমনে হবে
কে ধরবে এর হাল তাও জানিনা, কে পাশে রবে।
অনেক কথা বলেছি এবার আমি ফিরে যাই
আমার মতো যারা তাদের সাথে দোস্তি পাতাই।
এপারে নতুন করে মরতে চাই না আমি আর
মানুষ হতে চাই আজ স্বপ্ন ছিলো যেমন তোমার।
মেরুদন্ড খাড়া করে আবার দাঁড়াতে চাই
আমি আবরার আবার জাগবো বিপ্লবেরই নেশায়।
![Tumblr media](https://64.media.tumblr.com/3043817b4283a50ac70a8505728a62de/16fd9026867bb043-8a/s540x810/3e318c43e55e9ba5c74ac67191ba55317ed56fac.jpg)
1 note
·
View note
Text
বাকিতে সিঙ্গারা না দেওয়ায় গরম তেলে ঝলসে দিল বিক্রেতাকে
সময় সংবাদ রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাব্বি শিকদার (৩০) নামে এক ক্রেতা গরম তেল ঢেলে এক পুরি-সিঙ্গারা বিক্রেতার শরীর ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক বিক্রেতা রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ রিপন মিয়া উপজেলার…
View On WordPress
0 notes
Text
Jalpaiguri News | একই স্বাদ, কামড়ালেই মচমচে শব্দ! ১০০ বছর ধরে জলপাইগুড়ির প্রিয় বিশ্বনাথের কচুরি – News18 Bangla
জলপাইগুড়ি : খাদ্যরসিক বাঙালির কয়েকটি খাবারের প্রতি একটা মোহ আছে। তার মধ্যে গরম গরম মুচমুচে হিংয়ের কচুরি অন্যতম। কোনও অনুষ্ঠানে মিষ্টির প্যাকেট হোক কিংবা বাড়িতে কেউ এলে তাকে আপ্যায়ন। সিঙ্গারা-কচুরি-মিষ্টি পরপর এই নামগুলোই মাথায় আসবেই। অনেকের আবার নিজস্ব প্রিয় কিছু দোকান থাকে। সেখানে সকাল বিকেল ভিড় লেগেই থাকে খাদ্যরসিকদের। মাঝে মাঝে লম্বা লাইনও পড়ে যায়। বিশেষত মিষ্টির দোকানে আলাদা করে লেখাই…
![Tumblr media](https://64.media.tumblr.com/63511eac48124ba9d145ae47719af027/efe2f8f2462c1be4-70/s540x810/ae2fc3c83cba324a43c55fcf45ac7f9287cd24eb.jpg)
View On WordPress
0 notes
Text
তীব্র গরম ও সুস্থতা। (শেষ)
** কি খাবার খাবেন না।
# এই সময়ে তৈলাক্ত-মশলাদার খাবার একেবারেই খাবেন না। অতিরিক্ত ভাজা পোড়া, পুরি, সিঙ্গারা, সমুচা, অতিরিক্ত তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। ফাস্ট ফুড পুরোপুরি বাদ দিবেন।
# চা, কফি ইত্যাদি শরীরে পানি শূন্যতা তৈরি করে তাই যতটা সম্ভব এই গরমে এ দুটি পানীয় এড়িয়ে চলবেন। দুধ মিশ্রিত চা ও কফি অবশ্যই বর্জন করবেন।
# মাংস জাতীয় খাবার কম খাবেন। কম তেল ও মসলা দিয়ে রান্না করা মাছের ঝোল এবং নানা রকমের সবজির তরকারী খাদ্য তালিকায় নিয়ে আসবেন।
# অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা রাস্তার পাশের রঙিন শরবত এড়িয়ে চলুন। এতে শারিরীক নানাবিধ সমস্যা বাড়তে পারে।
# তেঁতুলের শরবত বেশ পুষ্টিকর ও স্বাস্থ্যকর পানীয়।শরীর ঠান্ডা রাখতে এটি একটি অসাধারণ খাবার বা পানীয়।
# তোকমা ও ইসবগুলের ভুসির শরবত খান।
এ তো গেল খাবার-দাবারের বিষয়।
এবার মনোযোগ দিয়ে শোনেন; ঘর ঠান্ডা রাখতে অবশ্যই এয়ার কন্ডিশনার চাই কিন্তু ঘরে এয়ার কন্ডিশনার (এসি) না থাকলেও সম���্যা নেই। ঘরের ভেতর ফ্যানের নীচে একটি পানি ভর্তি গামলা বা বালতি রাখুন, প্রয়োজনে বালতি বা গামলায় কিছু বরফের টুকরো দিন। এটা আপনার ঘরকে ঠাণ্ডা করবে। তবে, ঘরে ছোট বাচ্চা থাকলে যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা নিতে ভূলবেন না।
(শেষ)
(লক্ষ্য করুনঃ এটি কেবলমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা মূলক পোস্ট। আপনার যে কোন শারীরিক সমস্যার জন্য একজন রেজিষ্টার্ড বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।)
0 notes
Text
মশলাদার মিষ্টি ভুট্টার আলুর সবজির আশ্চর্যজনক রেসিপি যা অতিথিরাও পছন্দ করবে
মশলাদার মিষ্টি ভুট্টার আলুর এই সবজিটি খেতে যেমন সুস্বাদু দেখতে তেমনি স্বাস্থ্যকরও। আপনি এটি দ্রুত তৈরি করে তৈরি করতে পারেন, আপনি চাইলে চাটের মতোও খেতে পারেন। আমি এই সবজিতে একটি মশলা যোগ করব যা সবজির স্বাদ বাড়াবে। আপনি যদি এই রেসিপিটি পছন্দ করেন তবে আপনি অন্যান্য রেসিপি চেষ্টা করতে পারেন আজকের জলখাবার কিছু চটপটা হয়ে যাক, সিঙ্গারা চাট রেসিপি ধোকলা চাট | বাকী ধোকলা রেসিপি | ধোকলা চাট…
View On WordPress
0 notes
Text
youtube
দুই টাকায় এত কিছু না খেলে মিস করবেন । ঢাকা ফার্মগেটে দুই টাকার হোটেলে সিঙ্গারা জিলাপি পিয়াজু আরো অনেক কিছু না খেলে মিস করবেন
#দুই টাকায় এত কিছু না খেলে মিস করবেন । ঢাকা ফার্মগেটে দুই টাকার হোটেলে সিঙ্গারা জিলাপি পিয়াজু আ#Youtube
0 notes
Text
বর্ষার জলখাবার: ফুলকপির সিঙ্গারা কীভাবে তৈরি করবেন - বাংলার জনপ্রিয় ফুলকপি সামোসা
বর্ষার জলখাবার: ফুলকপির সিঙ্গারা কীভাবে তৈরি করবেন – বাংলার জনপ্রিয় ফুলকপি সামোসা
বর্ষা তার পুরোদমে চলছে, এবং আম��া চর্বিযুক্ত, তৈলাক্ত এবং ভাজা সবকিছুর জন্যই তৃষ্ণার্ত। বাইরের বৃষ্টি এই ক্ষয়প্রাপ্ত আচরণের জন্য আমাদের আকাঙ্ক্ষা বাড়ায়। এবং গরম এবং মশলাদার সামোসার চেয়ে ভাল আর কি আমাদের আকাঙ্ক্ষা মেটাতে – অবশ্যই, পাশে এক কাপ চা। প্রকৃতপক্ষে, ‘চা-সামোসা’ আমাদের অধিকাংশের জন্য বর্ষাকে সংজ্ঞায়িত করে। কল্পনা করুন যে আপনার জানালার পাশে কিছু চা-সামোসা নিয়ে পিটার-প্যাটার উপভোগ…
![Tumblr media](https://64.media.tumblr.com/409ac7f589b68634d20e11268a6bb997/a80b8a5c89368e57-75/s540x810/573ff49096bee76aab1dbf4bcc17c53fcce0bdb2.jpg)
View On WordPress
#ফুলকপির সিঙ্গারা রেসিপি#বাঙালি রেসিপি#বাঙালি স্টাইলের সামোসা রেসিপি#সামোসার রেসিপি#সামোসার রেসিপি ভিডিও
0 notes
Text
১ টাকায় সিঙ্গারা !
১ টাকায় সিঙ্গারা !
টপ নিউজ ডেস্ক : মাত্র ১ টাকায় সিঙারা, ভাবতেও পারেন না অনেকেই। ৫ টাকার নিচে তো সিঙ্গারা খুঁজে পাওয়াই আজকাল দুষ্কর। তবে কুষ্টিয়ার পোড়াদহের এক বৃদ্ধ দীর্ঘ ৩০ বছর ধরে ১ টাকায় বিক্রি করছেন সিঙ্গারা। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির মধ্যেও ১ টাকার সিঙাড়া নাস্তার চাহিদা মেটাচ্ছে এলাকার শিশু ও সব বয়সের মানুষের। ১ টাকার শিঙাড়া বিক্রেতা মানুষটার নাম ছলেমান হোসেন। যিনি জীবনের ৭০ টি বছর অতিবাহিত…
![Tumblr media](https://64.media.tumblr.com/9e5b68c936087d54452dff0279457b1f/211dba87e0a21016-44/s540x810/4457a1996f1b3d0e005ff80adeba2f90b43d7645.jpg)
View On WordPress
0 notes
Link
0 notes
Text
রবিবার, ৬ নভেম্বর ২০২২
গরম গরম সিঙ্গারা আর সামনে সিসিমপুর। সাথে কাঁচামরিচ-ধনেপাতার চাটনি আর টমেটো সস। সন্ধ্যার জন্য জমজমাট এক কম্বিনেশন। সঙ্গে দুধ চা থাকলে ভালো হতো। এটার মাল-মশলা বেশি করে আনে না তাই দুইদিন পর পর শেষ হয়ে যায়।
![Tumblr media](https://64.media.tumblr.com/849b204b68544ed54a2c99629a121882/840230e5927aba10-ea/s540x810/75555863760c3ad98d22ccf70d67494ab44366b6.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/d65bbc97152cc928a46b10fb4b2c231e/840230e5927aba10-40/s540x810/dde2e64e97ac184c0847e32a77971a5555fcbf67.jpg)
এবার বাসা থেকে আসার পর সকালে ডাইনিং এর নাস্তা খেতে একটুও ইচ্ছা করে না। আর যেই ঘুম দেই! এখন মনে হয় দশটায় ঘুম থেকে উঠলেও আমার ঘুম পুরায় না। ইচ্ছা করে আরো ঘুমাই, আরেকটু বিছানায় পরে থাকি।
![Tumblr media](https://64.media.tumblr.com/397f5ee33439efca173578a22e24f704/840230e5927aba10-b6/s540x810/61417194870dcae8d265f55ef57658fb8b4b4212.jpg)
আজকের সন্ধ্যাকাশটা খুবই সুন্দর। লাল একটা আভায় ঢাকা। পুকুর পাড়ের ঐখানটাতে একবার ঘুরে আসতে পারলে ভালো হত এই সময়টায়।
আর শীতকাল আসতেছে। তাই আমাদের মাঠের নতুন সংযোজন হলো এই ব্যাডমিন্টন কোর্ট। খেলতে না পারি, বসে বসে সবার খেলাটা অন্তত দেখবো।
![Tumblr media](https://64.media.tumblr.com/a00cc4ce99ab9608b956ff337c1e317f/840230e5927aba10-3c/s540x810/c132d48eb98a75b46c84721d308520ebf3239803.jpg)
আমার কানের অবস্থা ভালো। যদিও সন্দেহ এখনো দূর হয় নাই যে আসলে ভেতরে ইয়ারফোনের বাড টাই কিনা। সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর সময় এগুলো ভেবে খুবই দম বন্ধ লাগে। ভয়ংকর রকমের দম বন্ধ অবস্থা শুরু হয়। জানি না কি হবে!
পরশু স্ট্যাট পরীক্ষা। পড়া এখনো শুরু করি নাই। ভালোই লাগতেছে না এসব হাবিজাবি সূত্র বুঝে বুঝে প্র্যাকটিস করতে। শুধু কালকের দিনটাই আছে। দেখি এখন পড়তে বসবো। ছয়টা বাজে ঠিক নয়টায় আবার নেটে আসবো। টাটা।
3 notes
·
View notes
Photo
![Tumblr media](https://64.media.tumblr.com/977828428995b003d67b4d7087869de3/2f342462ae01236b-68/s540x810/766a91a7a22d0a049277e7b52b4218c81501edec.jpg)
Frozen কলিজা সিঙ্গারা😍 . 🏝Place : Kazi Farms Kitchen ✍️ Rating: 8/10😍 💴 Price : 100tk/ 15 pieces Double Tap if you like it❤️ ➡️ Follow me on insta @mr.foodiebd 💯 ➡️ Follow me on insta @mr.foodiebd 💯 . Use #mrfoodiebd Stay tuned for more updates 😍 . . #singara #singarachennai #food #foodphotography #foodblogger #foodie #foodies #foodbloggers #foodinsta #foodpic #delicious #snackstime #foodporn #foodblog #foodlover #snackhits #snackideas #foodlife #cookingtips #cookingvideos #foodstylist #foodstagram #foodgram #foodaddiction #foodposts (at Kazi Farms Kitchen) https://www.instagram.com/p/CRi_nbXjCRH/?utm_medium=tumblr
#mrfoodiebd#singara#singarachennai#food#foodphotography#foodblogger#foodie#foodies#foodbloggers#foodinsta#foodpic#delicious#snackstime#foodporn#foodblog#foodlover#snackhits#snackideas#foodlife#cookingtips#cookingvideos#foodstylist#foodstagram#foodgram#foodaddiction#foodposts
1 note
·
View note