#মহামারী প্রতিরোধ
Explore tagged Tumblr posts
Text
ভিয়েতনামের উত্তর সীমান্ত জুড়ে এক্সিম টার্নওভার 2023 সালের প্রথম প্রান্তিকে 242% বৃদ্ধি পেয়েছে
তিন বছরের স্থবিরতার পর ভিয়েতনামের উত্তর সীমান্ত গেটগুলো পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে উত্তর সীমান্ত প্রদেশের মাধ্যমে চীনের সাথে আমদানি-রপ্তানি টার্নওভার বছরে (YoY) 242 শতাংশ বেড়ে এই বছরের প্রথম প্রান্তিকে (Q1) প্রায় $9.3 বিলিয়ন হয়েছে। এই প্রদেশের বেশিরভাগ সীমান্ত গেট 2022 সালে গত কয়েক মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ চীন COVID-19 মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা বাস্তবায়ন…
View On WordPress
0 notes
Link
করোনা সংক্রমণ আবার বাড়ার কারণ ও আমাদের করণীয়
করোনা মহামারী প্রতিরোধে মুসলিমগণ যে আমল করবেনঃ ‘"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বাম।।" এই দু আ পড়ুন, ঠিকমতো অজু করে সময়মতো সালাত আদায় করুন। সূরা ফাতেহা এবং সূরা নসর অনুযায়ী আমল করুন। নিয়মিত মৌরী, কালোজিরা ও মধু খান। শারীরিক দূরত্ব ও সামাজিক সংহতি বজায় রাখুন, ভাইরাস আক্রমণ করবে না ইন শা আল্লাহ। আল্লাহর ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা সর্বোত্তম।
#Quranic treatment of coronavirus#কোভিড19 চিকিৎসা#করোনা সংক্রমণে করণীয়#covid19 treatment#করোনা মহামারী প্রতিরোধ#মহামারী প্রতিরোধে আমল#করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা#মহামারী প্রতিরোধ#কোর'আন সুন্নাহর চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্যবিধি#কোর'আন সুন্নাহর চিকিৎসা ও স্বাস্থ্যবিধি#মৌরী কালোজিরা ও মধু খান#করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা নিন#করোনা মহামারী প্রতিরোধে আমল#করোনা প্রতিরোধে আমল
0 notes
Text
থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা, নিয়ন্ত্রন ও প্রতিরোধ!
থ্যালাসেমিয়া (Thalassemia) একটি জিনঘটিত রক্তের রোগ যা বংশগত ভাবে বাবা-মা’র থেকে বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হয়। NCBI এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে এই রোগের ২৭০ মিলিয়ন বাহক রয়েছে আর যার দ্বারা প্রতি বছর ৩-৪ লাখ অসুস্থ্য শিশু জন্ম গ্রহণ করে থাকে। সচেতনতাই হতে পারে এই রোগের একমাত্র প্রতিরোধ ব্যবস্থা।
থ্যালাসেমিয়া কি?
প্রথমত জানতে হবে থ্যালাসেমিয়া কি এবং কেমন ধরনের রোগ।এটি কি কোন ছোঁয়াচে রোগ যা মহামারী আকারে করোনার মত ছড়িয়ে পড়তে পারে না;এটি কোন ছোঁয়াচে রোগ নয় তবে এটি একটি প্রা��ঘাতী ব্যাধি আর উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা ও সচেতনতা ব্যতীত এই রোগ বংশগত ভাবে ব্যাপক আকারে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়ে থাকে।
সাধারণত এই রোগের ক্ষেত্রে শরীরের হিমোগ্লোবিন (Hemoglobin) কণার উৎপাদনে ত্রুটি হয়। হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করার কাজ করে থাকে। আলফা ও বিটা চেইন নামক দুই রকম চেইনের সমন্বয়ে অস্থিমজ্জায় (bone marrow) হিমোগ্লোবিন তৈরি হয়।
থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির শরীরে এই দুইটি চেইনের যে কোন একটি অথবা উভয়েই সমস্যা/ ত্রুটি থাকে আর যার দরুন হিমোগ্লোবিনের উৎপাদন ব্যাহত হয়। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্ত (RBC) কণিকাগুলো তার স্বাভাবিক আয়ুস্কালের (১২০ দিন) আগেই অস্বাভাবিক ভাবে ভেঙে যায়। আর যার ফলে শরীরে দেখা দেয় রক্তস্বল্পতা।
থ্যালাসেমিয়া কেন হয়?
কেন, কিভাবে হয় তথা থ্যালাসেমিয়ার কারণ সম্পর্কে জানা থাকা দরকার কেননা তা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। পূর্বেই বলা হয়েছে, ইহা একধরনের জিনগত রোগ যা বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে থাকে। মা বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তবে সে ক্ষেত্রে তাদের সন্তান এই রোগ নিয়ে জন্ম গ্রহণ করে। যদি মা বাবার যে কোন একজন রোগের বাহক হয়ে থাকে কিন্তু অপরজন ত্রুটিপূর্ণ জিনের বাহক না হয়ে থাকে তবে সে ক্ষেত্রে সুস্থ্য সন্তান জন্ম গ্রহণ করে। এক্ষেত্রে সন্তান সুস্থ্য হয় তথা থ্যালাসেমিয়ার রোগী না হলেও বাহক হয়ে থাকে যা পরবর্তীতে বংশ পরম্পরায় বিস্তার করার সম্ভাবনা রাখে।
থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি কি?
থ্যালাসেমিয়ার অনেক গুলো ধরণ রয়েছে যা উপরে বর্ণিত হয়েছে। এই রোগের লক্ষণসমূহ রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে ভিন্নতর হয়ে থাকে। যেমন: হিমোগ্লোবিন এইচ ডিজিজ এর ক্ষেত্রে জন্ডিস ও প্লীহার বৃদ্ধি দেখা দেয়। আবার আলফা থ্যালাসেমিয়া ৪ এর বেলায় মৃত বাচ্চা প্রসব করে।
অপরদিকে বিটা থ্যালাসেমিয়ার লক্ষণাবলী জন্মের পরপরই বোঝা যায় না যা পরবর্তীতে ২ বছরের মধ্যে দেখা দেয়। সাধারণত যেই লক্ষণ টি সবচেয়ে প্রকট ভাবে দেখা দেয় সেটি হলো রক্তস্বল্পতা বা (anemia) এনিমিয়া। হেমোগ্লোবিন তথা লোহিত রক্ত কণিকা যথাযথ ভাবে উৎপন্ন (erythropoiesis) হয় না কিন্তু স্বাভাবিক আয়ুস্কালের (১২০ দিন) আগেই অস্বাভাবিক ভাবে ভেঙে যায়। যার দরুন শরীরে তীব্র রক্তস্বল্পতা দেখা দেয়। এছাড়াও আর যে সমস্ত চিহ্ন ও লক্ষণাবলী প্রকাশিত হয় তা সংক্ষেপে তুলে ধরা হলো।
মুখমণ্ডল হলুদ বর্ণের বা ফ্যাকাশে হয়ে যাওয়া (yellow, pale face)
চোখ হলুদ বর্ণের হয়ে যায়
ত্বক হলদে হয়ে যায় (Jaundice)
খাওয়াতে অরুচি দেখা দেয় (aversion to food)
অস্বাভাবিক অস্থি বিশেষত মুখের হাড়ের বিকৃতি দেখা যায়
শিশুর স্বাভাবিক বৃদ্ধি/বেড়ে উঠা ব্যহত হয়
শরীরে অবসন্নতা, ক্লান্তি ও দুর্বলতা অনুভব হয়
ঘোলাটে প্রস্রাব (dark urine) এবং প্রস্রাবে তলানি দেখা দিতে পারে
প্লীহার বৃদ্ধি (splenomegaly) যার দরুন পেট ফোলা পরিলক্ষিত হয়
If you need any health tips please click it..... Healthinfobd
# Thalassemia
#Healthinfobd
#bdhealthtips
healthyipsinbangla
2 notes
·
View notes
Text
করোনাকথন:
বছর পাঁচেক আগে বইবাজারে এক রোমাঞ্চকর গল্প আলোড়ন তুলেছিল সারাবিশ্বে। ড্যান ব্রাউনের ইনফার্নো। বাংলায়ও সেই গল্প রােমাঞ্চ ছড়িয়েছিল। একটা ভাইরাসের গল্প। ভেক্টর ভাইরাস। ল্যাবরেটরি মেইড। অতি দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হয় ভাইরাসটি। দৈবচয়নের ভিত্তিতে পোষক শরীরে সক্রিয় হয়ে সারা পৃথীবির জনসংখ্যা কমানোর রুদ্ধশ্বাস সেই গল্প। কোন স্পয়লার দেইনি, গল্পটি টান টান থ্রিলারই থাকবে যদি পড়তে যান। দেখবেন, গল্পের পরতে পরতে রুদ্ধশ্বাস সব অজানা বাঁক। কিন্তু কোন গল্পেরই সেই ক্ষমতা নেই - গত ১ বছরেরও বেশী সময় ধরে কোভিড-১৯ যে আতঙ্ক, অনিশ্চয়তা আর বিভীষিকা ছড়িয়েছে এই গ্রহে! ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এখন পর্যন্ত (৭ জানুয়ারি ২০২১) সারাবিশ্বে করোনায় মারা গেছেন ১৮,৯৫,০৮৮ জন, আর সংক্রমিত ৮৭,৮৪৪,২৭৮ জন। ষড়যন্ত্র তত্ত্বে আগ্রহ বিশেষ নেই। তাই করোনা মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক এই আলোচনা অর্থহীন। কারণ, আমি করোনা সংক্রমিত, কোভিড-১৯ পজেটিভ। টিকে থাকার লড়াই এখন অনেক বেশী প্রাসঙ্গিক। আমার 'স্বাস্থ্য এবং ব্যবস্থা' ভার্সাস করোনা ভাইরাস। এই ভাইরাসের 'ডিজাইন' এমন যে দেখা যাচ্ছে এটি যেন দৈবচয়নের ভিত্তিতেই পোষক দেহে আক্রমণ করছে। বয়স্ক এবং বিভিন্ন রোগে ভোগতে থাকা মানুষ বেশী ঝুঁকিগ্রস্ত করোনায়। আমি ভাইরোলজিস্ট নই। করোনা ভাইরাসের উপর গবেষণাকর্মগুলোও পড়িনি। সম্ভবত যথেষ্ট গবেষণা প্রতিবেদন এখনও প্রকাশিতও হয় নি। তাই পরিসংখ্যান দেখে অনুমানে কথা বলতে হয়, আর কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। করোনা করুণা করেনা। বয়স, রোগাক্রান্ত-নিরোগ এই সকল সমীকরণ উলোট-পাল��ট করে দেয়া ঘটনাও ঘটছে। পোষক দেহে সক্রিয় হতে অনেকগুলো অনুঘটক ভূমিকা নিয়ে থাকতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার স্বাস্থ্য। আপনার ব্যবস্থা। আর কোনটা�� একাকী পৃথক পৃথকভাবে কাজ করে না। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে। আপনার স্বাস্থ্যর নির্মাণ - খাদ্য, খাদ্যাভ্যাস, ওষুধপাতি, জী��ন যাপন প্রণালী এই সবকিছু আপনার স্বাস্থ্যর নির্মাণে অংশ নেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাকেও তৈরী করে। আর আপনি তো ব্যবস্থার বাইরে এক চুলও নড়তে পারেন না। এই ব্যবস্থায় আপনার স্বাস্থ্যর সাথে অপরাপর সত্ত্বা, প্রাণ, বস্তু, বস্তুকণা, চুক্তি, বন্টন সব কিছুর সম্পর্ক। এমনকি প্রকৃতিতে বসবাসরত ভাইরাসেরও। ভাইরাসটি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হয়ে যেমন লাভ নাই, আবার ভয়েরও যথেষ্ট কারন আছে। দেখুন একটা শ্রেণীর কোন কিছুতে কোন ভয় নেই। কোন কিছুই তারা পরোয়া করে না। করোনাকেও তারা অতিরিক্ত অবৈধ মুনাফা অর্জনের মেশিন বানিয়েছে। আর করোনা মহামারী নিজের স্বভাবগতই নতুন বাস্তবতা, বিধি নিষেধ নির্মাণ করে। সেটা কাজে লাগিয়ে অবাধ ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়। নজরদারী, নিয়ন্ত্রন, বলপ্রয়োগের হাতিয়ার হয়ে ওঠে। দিনশেষে আমাদের করোনায় ভোগান্তিই বেশী যন্ত্রনাময়। কতখানি বিধ্বংসী হয়েছে মানুষ, সেই খোঁজ যদি থাকে করোনা ভাইরাসের মহামারীতে রূপান্তরিত হওয়ার কার্যকারনও খোঁজে পাওয়া যাবে। সুস্বাস্থ্যবান হওয়ার সকল আয়োজন সম্পন্ন করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ করে, স্বাস্থ্যবিধি মেনে বেহুলার বাসরঘর বানিয়েও করোনা সংক্রমন থেকে দূরে থাকা যাবে ভাবলে মহা ভুল হবে। করোনা সবার শরীরে পৌছে যাবে। প্রযুক্তির যন্ত্রাংশে পরিণত হয়ে গেছি প্রায়, এবার স্বাস্থ্যও তুলে দিতে হবে বহুজাতিক কোম্পানির হাতে, কোন উপায় নেই। গুটি কয় মানুষ বা কোম্পানি নিয়ন্ত্রণ করবে মানুষকে। এমনকি শরীরে কি থাকবে না থাকবে তাও নির্ধারণ করে দিবে। মহামারী করোনা যেহেতু সংক্রমিত করবেই, তার মানে কী স্বাস্থ্যবিধি মানব না? মোটেও তা না। অবশ্যই মানব। সম্ভাব্য সকল প্রস্তুতিই নেব। পাওয়া গেলে ভ্যাকসিনও নিব। কিন্তু কোভিড-১৯ এর সকল গল্প এসে বহুল প্রতিক্ষিত ভ্যাকসিনেই শেষ হবে ভাবলে আবারও ভুল হবে। শরীর সংক্রমিত করে শরীরের একটা রোগমাত্র নয় 'পোস্ট কোভিড-১৯ নিউ নরমাল'। আর একা বিচ্ছিন্নভাবে তো আপনি সংক্রমণ থেকেও বাঁচতে পারবেন না। তাই একা বাঁচা যায় না - এটাই করোনাকান্ডের বড় শিক্ষা। যূথবদ্ধতা শুধু স্বজাতির সাথে আর অন্যের সাথে বৈরিতা এই কৌশলও বাঁচাবে না মানুষকে। মানুষ, প্রাণ প্রতিবেশের বৈচিত্র���য আর ভারসাম্যকে ধারণ করতে পারা আগামী বিশ্বের জন্য, সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দৈব চয়ন করে করোনা সক্রিয় তো হবেই, সুস্থ হতে আমাদের সক্রিয় হওয়া বেশী জরুরী।
ফরহাদ
০৭ জানুয়ারি ২০২১
শায়েস্তাগঞ্জ।
2 notes
·
View notes
Text
��জ (২৫ জুলাই) দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। গত বছরের এপ্রিলে বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারী’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ২৫ জুলাই আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার প্রস্তাবটি…
View On WordPress
0 notes
Text
মাদার তেরেসা সম্মাননা পাওয়ায় আলমগীর হোসেন আলমকে সংবর্ধনা প্রদান
��াদার তেরেসা সম্মাননা পাওয়ায় আলমগীর হোসেন আলমকে সংবর্ধনা প্রদান। মহামারী করোনায় সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
মহামারী করোনায় সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। রাজধানীর পুরানা পল্টন ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান “বাংলাদেশ স্বাধীনতা পরিষদ” থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়। ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’…
View On WordPress
0 notes
Text
বিশ্ব এইডস দিবস আজ
বিশ্ব এইডস দিবস আজ
আজ (বুধবার, ১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে – ‘বৈষম্যের অবসান ঘটাও। এইডস এবং মহামারী হটাও’ (ইন্ড ইকুয়ালিটিস, ইন্ড এইডস, ইন্ড প্যানডেমিকস)। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর বিশ্বে এ দিবসটি পালন করা হয়ে আসছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো.…
View On WordPress
0 notes
Text
করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির মতবিনিময় সভা
করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ জয়নুল বারী। এছাড়া বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ…
View On WordPress
0 notes
Text
শাহজাদপুরের উন্নয়নের রোল মডেল ইউএনও
শাহজাদপুরের উন্নয়নের রোল মডেল ইউএনও
সেলিম রেজা : সিরাজগঞ্জে শাহজাদপুরের উন্নয়নের জন্য অকাতরে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারী করোনাতেই তিনি থেমে থাকেননি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এবং সরজমিনে উপস্থিত থেকে শাহজাদপুরবাসীর জন্য কাজ করে গেছেন। করোনা প্রতিরোধ যুদ্ধে সামিল হয়ে নিজে করোনা আক্রান্তও হয়েছিলেন। সিরাজগঞ্জে শাহজাদপুর থেকে এনায়েতপুরগামী রাস্তার খুকনী মোল্লাপাড়ার এই রাস্তাটি দীর্ঘদিন হলো চলাচলের…
View On WordPress
0 notes
Photo
করোনা সংক্রমণ আবার বাড়ার কারণ ও আমাদের করণীয়
মহামারী প্রতিরোধে মুসলিমগণ যে আমল করবেনঃ ‘"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বাম।।" এই দু আ পড়ুন, ঠিকমতো অজু করে সময়মতো সালাত আদায় করুন। স���রা ফাতেহা এবং সূরা নসর অনুযায়ী আমল করুন। নিয়মিত মৌরী, কালোজিরা ও মধু খান। শারীরিক দূরত্ব ও সামাজিক সংহতি বজায় রাখুন, ভাইরাস আক্রমণ করবে না ইন শা আল্লাহ।
আল্লাহর ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা সর্বোত্তম।
https://www.youtube.com/watch?v=JKAjpN-HiBY&t=261s
#Quranic treatment of coronavirus#CoronaVirus#কোভিড19#Covid19#করোনা ভাইরাস প্রতিরোধ#করোনা সংক্রমণ আবার বাড়ার কারণ ও আমাদের করণীয়#মহামারী প্রতিরোধ#কোর'আন সুন্নাহর চিকিৎসা#করোনা প্রতিরোধ#করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা#মহামারী প্রতিরোধে আমল#Islamic Treatment
0 notes
Text
কেন মানুষ কোভিড -১ vaccine ভ্যাকসিন চায় না: সংকোচন বনাম প্রতিরোধ
কেন মানুষ কোভিড -১ vaccine ভ্যাকসিন চায় না: সংকোচন বনাম প্রতিরোধ
MicroStockHub/Getty করোনাভাইরাস মহামারী সম্পর্কে সর্বাধুনিক খবর এবং তথ্যের জন্য, ভিজিট করুন WHO এবং CDC ওয়েবসাইট যখন খাদ্য ও ওষুধ প্রশাসন প্রথম অনুমোদন করে 2020 সালের ডিসেম্বরে COVID-19 টিকা, একটি কঠিন বছর রোগের পর, মৃত্যু এবং জায়গায় আশ্রয়, অনেকের জীবনে একবারের মহামারী থেকে মুক্তির উপায় হিসেবে টিকা পালন করা হয়। অন্যরা তেমন উৎসাহী ছিল না। কেউ কেউ ভ্যাকসিন নিয়ে ভীত হয়ে পড়েছিলেন যা তারা…
View On WordPress
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/137315
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে :ডা. শাহাদাত
.
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে করোনা মহামারী ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। গতকাল ২৬৪ জনের মৃত্যু ও ১২ হাজারের অধিক করোনায় আক্রান্ত হয়েছে। এতে বুঝা যায় দেশের করোনা মহামারীর ভয়াবহতা কতটুকু পর্যায়ে দাঁড়িয়েছে। সরকারের দায়িত্ব শুধু লকডাউন ঘোষণা ছাড়া আর কিছুই নেই। সরকার সাধারণ ও নিম্ন বিত্ত মানুষের ঘরে ঘরে কোন ত্রাণ পৌঁছাচ্ছে না। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত না থাকায় খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ অভাবের তাড়নায় আজ তারা রাস্তায় নামছে। চতুর্দিক থেকে শুধু মানুষের আর্তনাদ। একদিকে করোনা অন্যদিকে কর্মহীন মানুষের আহারের অভাব। সরকারের অপরিপক্ক সিদ্ধান্ত ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অভাবে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। লকডাউন চলাকালে শিল্প কারখানা খুলে দিয়ে, গাড়ি বন্ধ রেখে শ্রমিকদের কর্মস্থলে যোগদানের নির্দে��না একটি অপর অপরিকল্পিত সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়।
তিনি আজ ৬ আগস্ট, শুক্রবার বাদে জুমা ১৯ নং দক্ষিণ বাকলিয়া খেজুরতলা ও বউ বাজার এলাকায় গণ সচেতনামূলক মাক্স ও হ্যান্ডগ্লাভস বিতরণ কালে এ কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গু আতঙ্কও দিন দিন বাড়ছে। তাই নগরীর প্রতিটি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশা লার্ভা যেন না ছড়ায় সে জন্য ০.৫ % ক্লোরিন সলিউশন স্প্রে করতে পারলে এডিস মশার লার্ভা ধ্বংস হবে এবং ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।
তিনি বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের একটাই লক্ষ্য, একটি একদলীয় শাসন ব্যবস্থা। দেশের গণতান্ত্রিক পরিবেশ আজ নি��্বাসিত। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন,মহানগর বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী নবাব খান,২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সব্বির আহমেদ, বিএনপি নেতা নাজিমুল হক নাজু, এ.টি.এম ফরিদ, হাজী ইউনুস, শাহেদুল ইসলাম শাহেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জাফরুল হাসান রানা, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, শ্রমিকদল নেতা আবু বক্কর, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ নবী, যুবদল নেতা মোহাম্মদ মুসা, মোহাম্মদ জাকির, মোহাম্মদ সফিক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ দুলাল, মোঃ শামীম, গাজী শওকত, মোবারক, সুমন, দেলোয়ার, মহরম আলী, আমিন মোল্লা, সোহেল, জহির, ফিরোজ, মোহাম্মদ আলী, মাসুম, ছাত্রদল নেতা জনি, আরফিন, নাইস প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে খেজুরতলা জামে মসজিদে ওয়ার্ড় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইউনুস এর সহধর্মীনি নিলুফার ইউনুসের মৃত্যুতে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা.শাহাদাত হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, শ্রমিকদল দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ।
0 notes
Text
করোনা ওয়ারিয়র্স এ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়া মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী
করোনা ওয়ারিয়র্স এ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়া মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী
সত্যখবর ডেস্ক।বুধবার, ০৭ জুলাই ২০২১, ২৩ আষাঢ় ১৪২৮ । মহামারী করোনা প্রতিরোধ ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য করোনা ওয়ারিয়র্স এ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়া মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী। সোনার বাংলা সাংষ্কৃতিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু একাডেমী যৌথ আয়োজনে সম্প্রতি রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে করোনাকালীন…
View On WordPress
0 notes
Text
ব্র্যাক, উত্তরণ ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
ব্র্যাক, উত্তরণ ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
হাবিবুল্লাহ বাহার ।। মহামারী করোনা ভাইরাস উর্ধগতিতে ছড়িয়ে পড়ায়, সাতক্ষীরায় টানা তৃৃতীয় সপ্তাহ কঠোর লকডাউ চলছে। আর তারি ধারাবাহিকতায় প্রশাসন,এনজিও,সামাজিক সংগঠন গুলো করোনা ভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে একযোগে কাজ করছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি,মাস্ক বিতরণ,সামাজিক দুরত্ব বজায় রাখা, বাজার মনিটরিং সহ নানা ভাবে কাজ করছেন তারা।করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে ব্র্যাক,…
View On WordPress
0 notes
Text
0 notes
Text
লেবু আদার চা
বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস নিয়ে আমরা প্রত্যেকেই অনেক বেশি আতঙ্কিত। এই ভাইরাসের বিরুদ্ধে ��ড়তে সবার আগে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যা আমাদেরকে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা ঠাণ্ডাজনিত রোগ থেকে সুরক্ষিত রাখবে। হাতের কাছে থাকা সহজলভ্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। চা খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়াটা দুষ্কর! আজকে আমরা…
View On WordPress
0 notes