#করোনা ভাইরাস প্রতিরোধ
Explore tagged Tumblr posts
Text
করোনাভাইরাস প্রতিরোধে যা করণীয়:
করোনাভাইরাস প্রতিরোধে যা করণীয়:
মুসলিমগণ যে আমল করবেনঃ
‘আসআলুল্লাহাল আযীম, রাব্বাল আরশিল আযীম, আঁই য়্যাশ্ফিয়াক।‘ এই দু আ আমল করুন আর সালাত আদায় করুন। ইন শা আল্লাহ ভাইরাস আক্রমণ করবে না।
Quranic treatment of coronavirus: Surah Fateha and Surah Nasr
করোনভাইরাস এর কুরানিক চিকিত্সা: সূরা ফাতেহা এবং সূরা নসর অনুযায়ী আমল করা।
1=1st Surah (Fatiha) Q= Quran 7= surah Fatiha 7 Ayat +6= Surah Nasr 6 Ayat Allahu A’lam...
করোনাভাইরাস প্রতিরোধে যা করণীয় (ডাক্তারের পরামর্শ):
এক. ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে দুই. হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা তিন. হাঁচি–কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা চার. অসুস্থ পশু বা পাখির সংস্পর্শে না আসা পাঁচ. মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়া
করোনাভাইরাস যেভাবে ছড়ায়ঃ এক. আক্রান্ত ব্যক্তির হাঁচি–কাশির মাধ্যমে দুই. আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ছড়ায় তিন. পশু, পাখি বা গবাদিপশুর মাধ্যমে ছড়ায়
করোনাভাইরাস কি? করোনা একধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু-পাখি থেকে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর শতাধিক দেশে বর্তমানে (মার্স ও সার্স সমগোত্রীয় করোনাভাইরাস) এর সংক্রমণ দেখা যাচ্ছে। কেউ যদি এসব দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকে, গলাব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে তাঁর করোনাভাইরাসে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাঁকে জরুরি ভিত্তিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশে করোনা সেবাঃ
প্রয়োজনে আইইডিসিআরের নিচের নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫
1 note
·
View note
Photo
তালা উপজেলা আ’লীগ সভাপতির নেতৃত্বে মাঠে দলীয় স্বেচ্ছাসেবকবাহিনী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়কল্পে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে বিভিন্ন প্রবেশ পথে লকডাউন করা হয়েছে। সে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের বিভিন্ন স্থানের প্রবেশ পথ। পথচারীরা বিভিন্ন অজুহাতে কারণ দেখিয়ে কোন রকম পার পেয়ে যাচ্ছে। কিন্তু বাজারের ছোট ছোট অলিগলি দিয়ে নারী পুরুষ চলাচলে হিড়িক পড়ে গেছে।
0 notes
Text
করোনা ভাইরাস আতঙ্ক নয় দরকার সচেতনতা, কিভাবে ছড়ায়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয় কী ?।COVID-19
করোনা ভাইরাস এখন এক বিশাল আতঙ্কের নাম
করোনা ভাইরাস আতঙ্ক নয় দরকার সচেতনতা, কিভাবে ছড়ায়,
আসুন যে��ে নেই করোনা ভাইরাস কি ?
করোনা ভাইরাস এক ধরনের সংক্রামক ভাইরাস । এই ভাইরাসটি নাক , মুখ ও চোখের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে । এই ভাইরাসের সংক্রমনে মৃত্যুও ঘটতে পারে । জনসমাগম স্থলে কাজ করেন এমন লোক , বৃদ্ধ , রোগ প্রতিরোধ ক্ষমতা কম , ডায়াবেটিকস, হৃদ রোগ ও ফুস্ফুসের রোগে আক্রান্ত ব্যক্তিগন বেশি ঝুকিতে রয়েছেন ।
কিভাবে বুঝবেন করোনা হয়েছে কিনাঃ
জ্বর অনুভুত হওয়া
সর্দি , কাশি, গলা ব্যথা ও মাথা ব্যথা
শ্বাসকষ্ট অনুভূত হওয়া ইত্যাদি ।
কিভাবে ছড়ায় ?
আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে
আক্রান্ত ব্যক্তির থুতু ,কফ ও লালার মাধ্যমে
আক্রান্ত ব্যক্তির সাথে আলিঙ্গন ও হাত মেলানোর মাধ্যমে
আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা করোনা ভাইরাস আছে এমন কোন কিছু (যেমন টেবিল, চেয়ার ,বই, কম্পিউটার, মোবাইল, দরজা ইত্যাদি) স্পর্শ করে হাত না ধোয়ে মুখে , নাকে ও চোখে হাত দিলে ।
প্রতিরোধে করনীয়ঃ
• সাবান , হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যনিটাইজার দিয়ে সথিকভাবে হাত ধোয়া • হাত না ধোয়ে মুখ , চোখে ও নাকে স্পর্শ না করা • হাঁচি ও কাশির সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখা এবং ব্যবহৃত টিস্যু ময়ালাযুক্ত ডাস্টবিনে ফেলা • ডাস্টবিনের ময়লাসমুহ আগুনে পুড়িয়ে ফেলা • হাঁচি, কাশি আসেলে নাক ও মুখ কুনুইয়ের ভাঁজের মধ্যে দেয়া • হাঁচি ও কাশিযুক্ত পরিধেয় পোশাক দ্রুত ধোয়ে ফেলা • আলিঙ্গন ও হ্যান্ডশেক পরিহার করা • ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা • যত্রতত্র কফ বা থুথু না ফেলা • জনসমাগম স্থলে ডিউটির ক্ষেত্রে সাধারন মাস্ক পরিধান করা • জ্বর , গা ব্যথা , সর্দি হাঁচি কাশি ও শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া • দরজার হাতল, লিফটের বাঁটন, ফোন, ইলেকট্রিক সুইচ ইত্যাদি স্পর্শ করারপর হাত ধুয়া বারবার পানি ও ফলের রস পান করা আইসক্রিম এবং বেশি ঠাণ্ডা কিছু না খাওয়া হাঁচি- কাশি , রোগীর সংস্পর্শে , টয়লেট ব্যাবহার, পশুপাখি স্পর্শ করার পর , টাকা ধরার পর, খাবার প্রস্তুত করার আগে ও পরে এবং খাবার পূর্বে ও পরে পরিষ্কার করে হাত ধুয়া করোনায় আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা ।
subscribe our youtube channel : https://www.youtube.com/channel/UC8o8… |————————————————————-||
1 note
·
View note
Text
মহামারী করোনা ভাইরাসের ইতিবৃত্ত
মহামারী করোনা ভাইরাসের ইতিবৃত্ত-
হুবেই, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ। আর এই হুবেই প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত “উহান” শহর । মহামারী করোনা ভাইরাসের উৎপত্তি এই শহরে’ই। সর্বপ্রথম এই ছোঁয়াচে ফ্লু সম্পর্কে উহানের চিকিৎসকদের সচেতন করেন ঐ শহরের’ই বিখ্যাত চিকিৎসক “ডা. লি ওয়েনলিয়াং”। তিনি চিকিৎসকদের সচেতন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার জন্য *মুখোশ ও সুরক্ষা সামগ্ৰী ব্যবহার করতে বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, চিকিৎসকদের…
View On WordPress
#আক্রান্ত#আবৃত্তি#আবৃত্তি প্রতিযোগিতা#আমাদের#আমাদের কথা#আমার#উত্তাল হয়ে উঠেছে পুরো ভা&039;রত#এলজিআরডি প্রতিমন্ত্রী#করো#করোনা#করোনা ভাইরাসের ইতিবৃত্ত#করোনাভাইরাস প্রতিরোধ#তসলিমা নাসরিন#প্রতিরোধ#প্রাইম টিভি বাংলা#প্রাইম নিউজ#বাংলা ভাষা#বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শগুলো#ভাইরাস#ভারতে এবার তাবলিগ জামাতের সদস্যরাই সুপার হিরো#ভাষা দিবস#মহাঝুঁকিতে#মহামারিতে#মাস্ক ব্যবহার প্রসঙ্গে#মুফতি আব্দুল্লাহ আল মাসুদ#মৃত্যুপুরী#মেরাজ#রাঙ্গামাটি#রাজ পরিবারে#সামাজিক দূরত্ব বজায় রাখুন
0 notes
Text
করোনাকথন:
বছর পাঁচেক আগে বইবাজারে এক রোমাঞ্চকর গল্প আলোড়ন তুলেছিল সারাবিশ্বে। ড্যান ব্রাউনের ইনফার্নো। বাংলায়ও সেই গল্প রােমাঞ্চ ছড়িয়েছিল। একটা ভাইরাসের গল্প। ভেক্টর ভাইরাস। ল্যাবরেটরি মেইড। অতি দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হয় ভাইরাসটি। দৈবচয়নের ভিত্তিতে পোষক শরীরে সক্রিয় হয়ে সারা পৃথীবির জনসংখ্যা কমানোর রুদ্ধশ্বাস সেই গল্প। কোন স্পয়লার দেইনি, গল্পটি টান টান থ্রিলারই থাকবে যদি পড়তে যান। দেখবেন, গল্পের পরতে পরতে রুদ্ধশ্বাস সব অজানা বাঁক। কিন্তু কোন গল্পেরই সেই ক্ষমতা নেই - গত ১ বছরেরও বেশী সময় ধরে কোভিড-১৯ যে আতঙ্ক, অনিশ্চয়তা আর বিভীষিকা ছড়িয়েছে এই গ্রহে! ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এখন পর্যন্ত (৭ জানুয়ারি ২০২১) সারাবিশ্বে করোনায় মারা গেছেন ১৮,৯৫,০৮৮ জন, আর সংক্রমিত ৮৭,৮৪৪,২৭৮ জন। ষড়যন্ত্র তত্ত্বে আগ্রহ বিশেষ নেই। তাই করোনা মানবসৃষ্ট নাকি প্রাকৃতিক এই আলোচনা অর্থহীন। কারণ, আমি করোনা সংক্রমিত, কোভিড-১৯ পজেটিভ। টিকে থাকার লড়াই এখন অনেক বেশী প্রাসঙ্গিক। আমার 'স্বাস্থ্য এবং ব্যবস্থা' ভার্সাস করোনা ভাইরাস। এই ভাইরাসের 'ডিজাইন' এমন যে দেখা যাচ্ছে এটি যেন দৈবচয়নের ভিত্তিতেই পোষক দেহে আক্রমণ করছে। বয়স্ক এবং বিভিন্ন রোগে ভোগতে থাকা মানুষ বেশী ঝুঁকিগ্রস্ত করোনায়। আমি ভাইরোলজিস্ট নই। করোনা ভাইরাসের উপর গবেষণাকর্মগুলোও পড়িনি। সম্ভবত যথেষ্ট গবেষণা প্রতিবেদন এখনও প্রকাশিতও হয় নি। তাই পরিসংখ্যান দেখে অনুমানে কথা বলতে হয়, আর কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। করোনা করুণা করেনা। বয়স, রোগাক্রান্ত-নিরোগ এই সকল সমীকরণ উলোট-পালোট করে দেয়া ঘটনাও ঘটছে। পোষক দেহে সক্রিয় হতে অনেকগুলো অনুঘটক ভূমিকা নিয়ে থাকতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার স্বাস্থ্য। আপনার ব্যবস্থা। আর কোনটাই একাকী পৃথক পৃথকভাবে কাজ করে না। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে। আপনার স্বাস্থ্যর নির্মাণ - খাদ্য, খাদ্যাভ্যাস, ওষুধপাতি, জীবন যাপন প্রণালী এই সবকিছু আপনার স্বাস্থ্যর নির্মাণে অংশ নেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাকেও তৈরী করে। আর আপনি তো ব্যবস্থার বাইরে এক চুলও নড়তে পারেন না। এই ব্যবস্থায় আপনার স্বাস্থ্যর সাথে অপরাপর সত্ত্বা, প্রাণ, বস্তু, বস্তুকণা, চুক্তি, বন্টন সব কিছুর সম্পর্ক। এমনকি প্রকৃতিতে বসবাসরত ভাইরাসেরও। ভাইরাসটি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হয়ে যেমন লাভ নাই, আবার ভয়েরও যথেষ্ট কারন আছে। দেখুন একটা শ্রেণীর কোন কিছুতে কোন ভয় নেই। কোন কিছুই তারা পরোয়া করে না। করোনাকেও তারা অতিরিক্ত অবৈধ মুনাফা অর্জনের মেশিন বানিয়েছে। আর করোনা মহামারী নিজের স্বভাবগতই নতুন বাস্তবতা, বিধি নিষেধ নির্মাণ করে। সেটা কাজে লাগিয়ে অবাধ ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়। নজরদারী, নিয়ন্ত্রন, বলপ্রয়োগের হাতিয়ার হয়ে ওঠে। দিনশেষে আমাদের করোনায় ভোগান্তিই বেশী যন্ত্রনাময়। কতখানি বিধ্বংসী হয়েছে মানুষ, সেই খোঁজ যদি থাকে করোনা ভাইরাসের মহামারীতে রূপান্তরিত হওয়ার কার্যকারনও খোঁজে পাওয়া যাবে। সুস্বাস্থ্যবান হওয়ার সকল আয়োজন সম্পন্ন করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ করে, স্বাস্থ্যবিধি মেনে বেহুলার বাসরঘর বানিয়েও করোনা সংক্রমন থেকে দূরে থাকা যাবে ভাবলে মহা ভুল হবে। করোনা সবার শরীরে পৌছে যাবে। প্রযুক্তির যন্ত্রাংশে পরিণত হয়ে গেছি প্রায়, এবার স্বাস্থ্যও তুলে দিতে হবে বহুজাতিক কোম্পানির হাতে, কোন উপায় নেই। গুটি কয় মানুষ বা কোম্পানি নিয়ন্ত্রণ করবে মানুষক��। এমনকি শরীরে কি থাকবে না থাকবে তাও নির্ধারণ করে দিবে। মহামারী করোনা যেহেতু সংক্রমিত করবেই, তার মানে কী স্বাস্থ্যবিধি মানব না? মোটেও তা না। অবশ্যই মানব। সম্ভাব্য সকল প্রস্তুতিই নেব। পাওয়া গেলে ভ্যাকসিনও নিব। কিন্তু কোভিড-১৯ এর সকল গল্প এসে বহুল প্রতিক্ষিত ভ্যাকসিনেই শেষ হবে ভাবলে আবারও ভুল হবে। শরীর সংক্রমিত করে শরীরের একটা রোগমাত্র নয় 'পোস্ট কোভিড-১৯ নিউ নরমাল'। আর একা বিচ্ছিন্নভাবে তো আপনি সংক্রমণ থেকেও বাঁচতে পারবেন না। তাই একা বাঁচা যায় না - এটাই করোনাকান্ডের বড় শিক্ষা। যূথবদ্ধতা শুধু স্বজাতির সাথে আর অন্যের সাথে বৈরিতা এই কৌশলও বাঁচাবে না মানুষকে। মানুষ, প্রাণ প্রতিবেশের বৈচিত্র্য আর ভারসাম্যকে ধারণ করতে পারা আগামী বিশ্বের জন্য, সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দৈব চয়ন করে করোনা সক্রিয় তো হবেই, সুস্থ হতে আমাদের সক্রিয় হওয়া বেশী জরুরী।
ফরহাদ
০৭ জানুয়ারি ২০২১
শায়েস্তাগঞ্জ।
2 notes
·
View notes
Text
৯মাসের শিশু সস্তানকে রেখে সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস প্রতিরোধে দিন-রাত পরিশ্রকরছেন উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান। করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য তার কার্যক্রম সাধারণ মানুষের নজর কেড়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য সরকারের নিদের্শনা মোতাবেক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের নেতৃত্বে ১০ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।এছাড়া পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানর নেতৃত্বে ইউপি সদস্য, সচিব, উপজেলার কর্মকর্তা দিয়ে ইউনিয়ন পরিষদের সমন্বয়ে একটি করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সকল জায়গায় মাইকিং, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঈমামদের করোনা ভাইরাস প্রতিরোধের নিয়মগুলোর আলোচনা করার নির্দেশ দেয়া হয়েছে।সচেতনতার লক্ষে উপজেলার প্রত্যেক বাজারে লিফলেট, ফেস্টুন ও ব্যানার দেয়া হয়েছে। সেনাসদস্য ও পুলিশ সাথে নিয়ে জনসমাগম এড়ানো ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার ইফফাত জাহান নিজে বাড়ি বাড়ি গিয়ে দিনমজুর, গরীব ও দুস্থদের মধ্য চাল, আলু, ডাল,চিনি, আটা ও সাবান পৌঁছে দিয়েছেন। বিভিন্ন বাজার ও রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনসমাগম এড়ানোর জন্য যে জায়গা থেকে যখনই মোবাইল আসছে, তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। কখনও তিনি নিজে জায়গায় উপস্থিত হচ্ছেন, তা না হলে দ্রত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন। তাছাড়া বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত মাইকিং করে জনগনকে সকল প্রকার গণজমায়েত, রাজন��তিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ প্রদান করছেন। প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ এবং যত্রতত্র বাজার, মোড় বা দোকানে অযথা আড্ডা বা বসে এবং যে কোন ধরনের খেলাধুলা করা নিষেধ। চায়ের ষ্টলসহ যে কোন ধরনের দোকানে টিভি ও বসার বেঞ্চ সরিয়ে রাখা একং দোকানে সামনে সাবান বা হ্যান্ডওয়াশ রাখতে হবে। এ সকল নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলার সচেতন বাসিন্দারা জানান, একজন কাজ পাগল মানুষ ইফফাত জাহান। একটা ৯ মাসের শিশু সন্তানকে বাড়ি রেখে সরকারের নির্দেশনা মেনে সাধারণ মানুষের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি নিজে ফিল্ডে কাজ করছেন আবার কে কোথায়, কিভাবে কাজ করছে তার সার্বিক তদারকি করছেন। ইউএনও’র এমন মানুষের জন্য নিরলস কাজ করায় উপজেলার জনসাধারণ খুবই খুশি ও প্রসংসার জোয়ারে পঞ্চমুখ।উপজেলা নিবার্হী অফিসার ইফফাত জাহান বলেন, আমার কাছে দায়িত্ব অনেক বড়। সরকারের নির্দেশনা মোতাবেক আমি চাই তাড়াশ উপজেলা করোনা ভাইরাসমুক্ত থাকুক। এজন্য আমাকে উপজেলার সকল নাগরিককে সার্বিক সহযোগিতা করতে হবে।
2 notes
·
View notes
Text
#হাসপাতালের পিছে ঘুরবেন না,পারিবারিক চিকিৎসায় ২/৫ দিনে করোনা নেগেটিভ সম্ভব।
করোনা ভাইরাস নিয়ে হতাশ বা আতংকিত হওয়ার কোন কারন নেই, আপনি ঘরে বসেই ২ থেকে ৫ দিনে সুস্থ হতে পারবেন।
জেনে নিন কিভাবে সম্ভব।
সর্দি জ্বর, গলা ব্যথা, বা কাশি হউক নিয়ে নিন ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসাঃ
১) আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দাড়চিনি একটি পরিস্কার পাত্রে পানিতে ১৫ মিনিট ফুটাতে থাকুন। সাথে আস্তা লেবু ২টা।
২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে কমপক্ষে ৫ মিনিট গরম বাষ্পনাক দিয়ে লম্বা নিঃশ্বাস টেনে মুখ দিয়ে বের করতে হবে। দৈনিক এভাবে ৪ থেকে ৫ বার গ্রহন করুন।
৩) তারপর এই ফুটন্ত আদা, লেবু, তেজপাতা ইত্যাদির মিক্স গরম পানি চায়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।
৪) সাথে খেতে পারেন নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ।
৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দুবার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।
৬) প্লেটে আদা কেটে সামান্য লবন দিয়ে রাখুন। মুখে দিন একটু পরপর।
৭) আধা ঘন্টা পর পর গরম চা, গরম দুধ, কফি, গ্রিন টি পান করুন। গলা কোনভাবেই শুষ্ক রাখা যাবেনা।
আপনি বাঁচবেন কি বাঁচবেননা, আপনার ‘কী রোগ হলো’ ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না। মনে রাখবেন, আসল কথা হচ্ছে মনোবল। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই আপনার যা ভালো লাগে তাই করবেন মনোবল চাংগা রাখার জন্যে।
উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ থেকে ৫ দিন চিকিৎসা নিলে এটা পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন ইনশাআল্লাহ আপনার ভাইরাস নেগেটিভ হতে বাধ্য।
সুতরাং করোনা নিয়ে আতঙ্কিত হবার কোন কারণ নেই।
https://www.facebook.com/SajedurBiswasSajeed/
1 note
·
View note
Text
রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
রামু প্রতিনিধি: রামুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের…
View On WordPress
0 notes
Text
বকশীগঞ্জে করোনা প্রতিরোধ ও টিকা কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে ও সকলকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে শনিবার থেকে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও পৌর সভায় একযোগে এই উঠান বঠকের কার্যক্রম শুরু হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমন জানান,…
View On WordPress
0 notes
Photo
করোনা সংক্রমণ আবার বাড়ার কারণ ও আমাদের করণীয়
মহামারী প্রতিরোধে মুসলিমগণ যে আমল করবেনঃ ‘"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বাম।।" এই দু আ পড়ুন, ঠিকমতো অজু করে সময়মতো সালাত আদায় করুন। সূরা ফাতেহা এবং সূরা নসর অনুযায়ী আমল করুন। নিয়মিত মৌরী, কালোজিরা ও মধু খান। শারীরিক দূরত্ব ও সামাজিক সংহতি বজায় রাখুন, ভাইরাস আক্রমণ করবে না ইন শা আল্লাহ।
আল্লাহর ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা সর্বোত্তম।
https://www.youtube.com/watch?v=JKAjpN-HiBY&t=261s
#Quranic treatment of coronavirus#CoronaVirus#কোভিড19#Covid19#করোনা ভাইরাস প্রতিরোধ#করোনা সংক্রমণ আবার বাড়ার কারণ ও আমাদের করণীয়#মহামারী প্রতিরোধ#কোর'আন সুন্নাহর চিকিৎসা#করোনা প্রতিরোধ#করোনা প্রতিরোধে কোর'আন সুন্নাহর চিকিৎসা#মহামারী প্রতিরোধে আমল#Islamic Treatment
0 notes
Text
রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে করোনার গণসচেতনতায় লিফলেট বিতরণ
উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব উদ্যোগে প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার ও বুধবার (২৪/২৫ মার্চ) দু’দিন ব্যাপি রাজগঞ্জের সকল হাট বাজার ও বিভিন্ন পাড়া মহল্লায় সচেতামূলক লিফলেট বিতরণ করা করেছে।
রাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন হাট বাজার ও পাড়া মহল্লায় করোনা সংক্রান্ত সচেতনামূলক…
View On WordPress
0 notes
Text
গাঁজা কি করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম? গবেষণায় মিলল জবাব
গাঁজা কি করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম? গবেষণায় মিলল জবাব
করোনা ভাইরাস নির্মূলে অনেক গবেষণা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে যে ক্যানাবিডিওল (সিবিডি), গাঁজায় পাওয়া একটি সক্রিয় উপাদান, ভাইরাল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে, যা কোভিড-১৯ এর প্রধান কারণ। গবেষকদের মতে, CBD ল্যাব পরীক্ষা আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। তবে গবেষকরা এও বলছেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণা প্রয়োজন। মানবদেহে ট্রায়ালের বাকি অংশ আমাদের পার্টনার…
View On WordPress
0 notes
Text
ভারত বায়োটেক দাবি করেছে - কোভাকসিনের বুস্টার ডোজ ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টের বৃদ্ধি বন্ধ করতে পারে
ভারত বায়োটেক দাবি করেছে – কোভাকসিনের বুস্টার ডোজ ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টের বৃদ্ধি বন্ধ করতে পারে
ভারত বায়োটেক Omicron ভেরিয়েন্টে: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে, ভারত বায়োটেক দাবি করেছে যে একটি গবেষণায় দেখা গেছে যে কোভ্যাক্সিনের একটি বুস্টার ডোজ করোনার ওমিক্রন এবং ডেল্টা রূপগুলি থেকে সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। গবেষণায় কী বেরিয়ে এসেছে?
View On WordPress
#Covaccine এর বুস্টার ডোজ#omicron#করোনা ভাইরাস#করোনা ভ্যাকসিন#করোনাভাইরাস#করোনাভাইরাস ভারত#কোভিড -19#কোভ্যাক্সিন#ডেল্টা#ডেল্টা ভেরিয়েন্ট#বুস্টার ডোজ#ভারত বায়োটেক
0 notes
Text
পরবর্তী মহামারি করোনা থেকেও অধিক প্রাণঘাতী: সারা গিলবার্ট
নিউজনাউ ডেস্ক: পরবর্তী মহামারি হতে পারে করোনা ভাইরাস থেকেও অধিক প্রাণঘাতী। এ সতর্কতা দিয়েছেন অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম প্রফেসর সারা গিলবার্ট। ৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচারে তিনি এ কথা বলেন। খবর বিবিসি অনলাইন। তিনি সতর্কতা দিয়ে বলেন, মহামারি প্রস্তুতিতে অধিক পরিমাণ অর্থের প্রয়োজন। তার কাছে হেরে যাওয়ার আগেই প্রতিরোধ করা অত্যাবশ্যক। এছাড়া তিনি করোনাভাইরাস এর…
View On WordPress
0 notes
Text
করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির মতবিনিময় সভা
করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ জয়নুল বারী। এছাড়া বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ…
View On WordPress
0 notes
Text
মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : মেয়র মুজিবুর রহমান
মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : মেয়র মুজিবুর রহমান
প্রেস রিলিজ: ‘‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার �� সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব। সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক…
View On WordPress
0 notes