#দেড়
Explore tagged Tumblr posts
Text
দীর্ঘ দেড় যুগ বন্ধ রাস্তা খুলে দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউ পি চেয়ারম্যান রকিব
View On WordPress
0 notes
Text
ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন
ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কার�� এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়।
কোন শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?
১. ডেঙ্গুর লক্ষণগুলো কী?
সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।
২. জ্বর হলেই কি চিন্তিত হবেন?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আবদুল্লাহবলছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেজন্য জ্বর হল অবহেলা করা উচিত নয়।
জ্বরে আক্রান্ত হলেই সাথে-সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ।
তিনি বলছেন, ''ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সাথে যদি সর্দি- কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা অন্য কোন বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্যকিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে।''
৩. বিশ্রামে থাকতে হবে
সরকারের কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম পরিচালক ড. সানিয়া তাহমিনা বলেন, ''জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। তিনি পরামর্শ দিচ্ছেন, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। একজন ব্যক্তি সাধারণত প্রতিদিন যেসব পরিশ্রমের কাজ করে, সেগুলো না করাই ভালো। পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।''
৪. কী খাবেন?
প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন - ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
৫. যেসব ঔষধ খাওয়া উচিত নয়
অধ্যাপক তাহমিনা বলেন, ''ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ চারটি প্যারাসিটামল খেতে পারবে।''
চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন চার গ্রাম। কিন্তু কোন ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিন জাতীয় ঔষধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।
৬. প্ল্যাটিলেট বা রক্তকণিকা নিয়ে চিন্তিত?
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্ল্যাটিলেট বা রক্তকণিকা এখন আর মূল ফ্যাক্টর নয় বলে উল্লেখ করেন অধ্যাপক তাহমিনা।
তিনি বলেন, ''প্ল্যাটিলেট কাউন্ট নিয়ে উদ্বিগ্ন হবার কোন প্রয়োজন নেই। বিষয়টি চিকিৎসকের উপর ছেড়ে দেয়াই ভালো।''
সাধারণত একজন মানুষের রক্তে প্ল্যাটিলেট কাউন্ট থাকে দেড়-লাখ থেকে সাড়ে চার-লাখ পর্যন্ত।
৭. ডেঙ্গু হলেই কি হাসপাতালে ভর্তি হতে হয়?
ডেঙ্গু জ্বরের তিনটি ভাগ রয়েছে।
এ ভাগগুলো হচ্ছে - 'এ', 'বি' এবং 'সি'।
প্রথম ক্যাটাগরির রোগীরা নরমাল থাকে। তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী 'এ' ক্যাটাগরির।
তাদের হাসপাতালে ভর্তি হবার কোন প্রয়োজন নেই। 'ব���' ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন তার পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে প্রচুর কিংবা সে কিছুই খেতে পারছে না।
অনেক সময় দেখা যায়, দুইদিন জ্বরের পরে শরীর ঠাণ্ডা হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতাল ভর্তি হওয়াই ভালো।
'সি' ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু-কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ'র প্রয়োজন হতে পারে।
৮. ডেঙ্গুর জ্বরের সময়কাল
সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। কারণ এ সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে।
কিন্তু এবার দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরের সময়কাল আরো এগিয়ে এসেছে। এখন জুন মাস থেকেই ডেঙ্গু জ্বরের সময় শুরু হয়ে যাচ্ছে।
৯. এডিস মশা কখন কামড়ায়
ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তৎপর হয়ে উঠে। এডিস মশা কখনো অন্ধকারে কামড়ায় না।
১০. পানি জমিয়ে না রাখা
অধ্যাপক আবদুল্লাহ বলছেন, ''এডিস মশা 'ভদ্র মশা' হিসেবে পরিচিত। এসব মশা সুন্দর-সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে তিনি উল্লেখ করেন।
এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। কোথাও যাতে পানি তিন থেকে পাঁচদিনের বেশি জমা না থাকে।
এ পানি যে কোন জায়গায় জমতে পারে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।
1 note
·
View note
Text
‘মাহাম্মাদ (সা.) : দ্যা ফাইনাল্য ম্যাসেঞ্জার ‘ বইটির ওপর সিরাতপাঠ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় হাজার পরীক্ষার্থী! বিভিন্ন শ্রেণীপেশার যুবক, তরুণ এমনকি প্রবীনরাও অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়!
এই সিরাতপাঠ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামি, নরসিংদী জেলা শাখা। আমরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই!
বিশ্বনবী (সা.)-এর সিরাত অধ্যয়নের মধ্য দিয়ে আলোকিত হোক আমাদের সমাজ-সংস্কৃতি ও রাজনীতি!
(বি: দ্র: বিশ্ব সিরাতলিখন প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকারী সিরাত-‘মুহাম্মাদ (সা.): দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার’ বইয়ের ওপর বাংলাদেশে ইতোমধ্যেই উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রতিযোগিতার আয়োজন হয়েছে। বইটির কয়েক পৃষ্ঠা পড়েতে কমেন্টের লিংকে ক্লিক - https://guardianpubs.com/product-details/65c75efbc2e289981d9c1dc7
#read#deen#islamicpost#islamiccenter#islamicknowledge#islamicgifts#bukuislami#islamicbookshop#booklover#islamicart
0 notes
Text
দেড় কোটির বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার ৬২০ টাকা
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের সেই চাল কলের এক মাসের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বুধবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ্ মো. মোস্তফা…
0 notes
Text
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
“আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে, শোনো মহাজন, আমি নয়তো এক জন শোনো মহাজন, আমরা অনেক জন!!” গত দেড় সপ্তাহ ধরে স্বাতীর দিকে তাকাতে পারছিলাম না। সারাক্ষণই চোখ মুছছিল, বাসায় মোছে, অফিসে মোছে – ছাত্রদের উপরে নির্বিচারে গুলি সে নিতে পারছিল না। সে কেন, আমার ধারণা কেউই নিতে পারছিল না। বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদের নার্ভাস ব্রেক ডাউন হয়ে যাচ্ছিল। যে…
0 notes
Text
Nizam-Hasina Foundation Masjid | নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ
ইতিহাস
২৪ হাজার স্কয়ার ফুট বা দেড় একর জমির ওপর মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ মসজিদটি নির্মাণ করা হয়। ২০১০ সালের জুন মাসে মসজিদের নির্মাণকাজ শুরু হয়, ২০১৬ সালের ডিসেম্বর এ
#muslim#mosquesofbangladesh#বাংলাদেশের মসজিদ#mosque#বাংলাদেশ#tumblr milestone#islamification#islamic#islamislove#bangladesh
0 notes
Text
CANADA Rapid and Fast Canadian Electronic Visa Online - অনলাইন কানাডা ভিসা আবেদন.
ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি কানাডা ইলেকট্রনিক ট্রাভেল অনুমোদন, উদাহরণস্বরূপ ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি, বিভিন্ন দেশের ভ্রমণকারীদেরকে 2016 সাল থেকে কানাডার মহিমা পরিদর্শন ও সম্মান করার ক্ষমতা দেয়। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে 5 মিনিটের মতো সময় লাগে। ওয়েব এবং একটি ইন্টারনেট ভিত্তিক ফাইলিং প্রক্রিয়া নিবন্ধন করুন। এটি করতে আপনার একটি ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন হবে, আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেসযোগ্য অ্যাপ্লিকেশনের জন্য। আপনার কাছে ওয়েব সংযোগ সহ ল্যাপটপ, ফোন বা পিসির মতো নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস আছে বলে ধরে নিই, আর কোনভাবেই দাঁড়াবেন না এবং কানাডায় ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটির জন্য আবেদন করুন। এটি কানাডিয়ান দূতাবাসে ভিসা প্রক্রিয়ার চেয়ে অনেক সহজ। কানাডিয়ান ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি অ্যাপ্লিকেশন হ্যান্ডলিং করতে কয়েক দিনের প্রয়োজন হতে পারে এবং আপনার ইভিসা অনুদান সরাসরি আপনার ইমেল ঠিকানায় পাঠানো হবে! কানাডার জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি বিশদ: ভ্রমণ শিল্���: আপনি প্রকৃতি ভালোবাসেন বা মেট্রোপলিটান আকর্ষণের দিকে ঝুঁকে থাকেন, আপনি নায়াগ্রা জলপ্রপাত দেখার জন্য আকাঙ্ক্ষা করেন বা টরন্টো, ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি কানাডা আপনার জন্য একটি যুক্তিসঙ্গত পছন্দ। ধরে নিচ্ছি যে আপনি বিমানের মাধ্যমে কানাডায় যেতে চান এবং এই বহুসংস্কৃতির দেশটি জানতে চান, পিছন থেকে ওয়েবে আবেদন করবেন না। ব্যবসা: আপনাকে কানাডায় একটি সম্মেলনে যেতে হবে? কানাডা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আপনি কানাডায় প্রবেশের অনুমোদন থেকে মাত্র এক টিক দূরে। ভ্রমণ: আপনার চলাচলের অনুপ্রেরণা কেবল একটি দ্রুত ভ্রমণ ট্রিপ হোক না কেন, আপনার ফ্লাইটে যাওয়ার জন্য আপনার অবশ্যই একটি ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি থাকতে হবে। কানাডিয়ান ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি দায়িত্বশীল তারিখ থেকে বা আপনার ভিসা শেষ না হওয়া পর্যন্ত বেশ কিছু সময়ের জন্য যথেষ্ট। একটি সমর্থিত কানাডা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি আবেদনের মাধ্যমে, আপনি ইভিসার বৈধতার 5 বছরের মধ্যে আপনার সাধারনভাবে কানাডায় যেতে পারেন। ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি কানাডা এক থাকার সময় 180 দিন অতিক্রম করতে পারে না, এবং যেহেতু ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি কানাডা আপনার শনাক্তকরণের সাথে সংযোগ স্থাপন করে, তাই আপনার পাসপোর্ট কানাডায় প্রবেশের তারিখের পরে দেড় বছরের বৈধতার জন্য বৈধ হতে হবে। ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি আপনার শনাক্তকরণে প্রত্যাহার করে আপনার ভিসা লাইসেন্স প্রিন্ট করার জন্য বাধ্যতামূলক কারণ রয়েছে! প্লেনে চড়ার সময় নিশ্চিত করুন এই পাসপোর্ট আপনার সাথে আছে। আমাদের প্রশাসন সর্বশ্রেষ্ঠ ইভিসা অন্তর্দৃষ্টি নিয়ে আসে। আপনার ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি কানাডার জন্য অনলাইনে আবেদন করা উচিত এবং একটি অনলাইন আবেদন ফর্ম পূরণ করা উচিত। দ্রুত এবং সহজ, তবুও অতিরিক্ত বিশেষজ্ঞ সহায়তা আপনাকে আপনার ভ্রমণের অভিজ্ঞতা সহজ করতে সহায়তা করতে আগ্রহী। আর চিন্তা করবেন না, এবং এখনই আবেদন করুন! Electronic Travel Authority Canada Electronic Travel Approval, for example Electronic Travel Authority, empowers travellers from a wide range of nations to visit and respect the magnificence of Canada since the Year 2016. It requires as short as 5 minutes to fill in the application form online on the web and register an internet based filing process. To do that you would require a credit or debit card, for application accessible on our website.Assuming you have any network connected device like laptop, phone or pc, with a web connection, stand by no more and apply for Electronic Travel Authority to Canada. It is much simpler than the Visa Process at Canadian Embassy. Canadian Electronic Travel Authority application handling can require a couple of days, and your evisa grant will be sent straightforwardly onto your email address! Electronic Travel Authority details for Canada: The travel industry: Whether you love nature or lean toward metropolitan attractions, whether you longed for seeing Niagra Falls, or the Toronto, Electronic Travel Authority Canada is a reasonable choice for you. Assuming you wish to head out to Canada via plane and get to know this multicultural nation, don't hold back and apply on the web.
Address : 26 Akame Circuit O'Malley ACT 2606, Canberra Australia
Phone : +61262900000
Email : [email protected]
Website : https://www.eta-canadavisa.org/bn/visa
Business Hours : 24/7/365
Owner / Official Contact Name :Bopha Dara Sammy.
কানাডার ভিসা অনলাইন, কানাডার ভিসা, কানাডা ইভিসা, কানাডা ইভিসা, কানাডা ভিসা অনলাইন, কানাডা ভিসা আবেদন, কানাডা ভিসা আবেদন, কানাডা ভিসা আবেদন, কানাডা ভিসা আবেদন অনলাইন, কানাডা ভিসা আবেদন অনলাইন, ইভিসা কানাডা, কানাডা ইভিসা, কানাডা ব্যবসায়িক ভিসা, কানাডার মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, কানাডার ভিসা, কানাডার ভিসা অনলাইন, কানাডার ভিসা অনলাইন, কানাডার অনলাইন ভিসা, কানাডার ভিসা, কানাডার জরুরি ভিসা, অনলাইন কানাডা ব্যবসা ভিসা, অনলাইন কানাডা ট্যুরিস্ট ভিসা, অনলাইন কানাডা মেডিকেল ভিসা, অনলাইন কানাডা ভিসা আবেদন কেন্দ্র, আমাদের নাগরিকদের জন্য অনলাইন কানাডা ভিসা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনলাইন কানাডা ভিসা, আমেরিকানদের জন্য অনলাইন কানাডা ভিসা। অনলাইন আর্জেন্ট কানাডা ভিসা, কানাডা ভিসা জরুরী। আমাদের নাগরিকদের জন্য কানাডার ভিসা, অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য কানাডার ভিসা, নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য কানাডার ভিসা, ব্রিটিশ নাগরিকদের জন্য কানাডার ভিসা, ইউকে নাগরিকদের জন্য কানাডার ভিসা। জাপানের নাগরিকদের জন্য কানাডার ভিসা, কোরিয়ার নাগরিকদের জন্য কানাডার ভিসা, তাইওয়ানের নাগরিকদের জন্য কানাডার ভিসা, ডেনমার্কের নাগরিকদের জন্য কানাডার ভিসা, জার্মান নাগরিকদের জন্য কানাডার ভিসা, নেদারল্যান্ডের নাগরিকদের জন্য কানাডার ভিসা। Canada visa Online, visa for Canada, evisa Canada, Canada evisa, Canada visa online, Canada visa application, Canada visa application, Canada visa application, Canada visa application online, Canada visa application online, evisa Canada, Canada evisa, Canada business visa, Canada medical visa, tourist visa, Canada visa, Canada visa online, Canada visa online,Online visa to Canada, visa for Canada, canada urgent visa, Online Canada business visa, Online Canada tourist visa,
0 notes
Text
ভয়াবহ কিডনি রোগ থেকে বাঁচার পঞ্চম পদ্ধতি (পর্যাপ্ত পরিমানে পানি পান করা ) :
পানির অপর নাম জীবন। কিডনি সচল রাখতে পর্যাপ্ত পরিমানে পানি পান করা উচিত। একজন বয়স্ক লোকের প্রতিদিন দের খেতে তিন লিটার পানি পান করা উচিত। তবে যাদের কিডনিতে পাথর আছে যাদের প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হয়, যারা রোদে এবং কলকারখানায় কাজ করে তাদের পানি আরও বেশী পরিমান খেতে হবে, যাতে প্রশ্রাবের রং পানির মত থাকে অথবা এক থেকে দেড় লিটার প্রশ্রাব হয়। তবে যাদের শরীরের অতিরিক্ত পানি জমা আছে তাদের ডাক্তারের নির্দেশ মতো পানি পান করতে হবে।
#kidneydisease
#Nobody
#doctor
#awareness
#kamps
0 notes
Link
0 notes
Text
উন্নত নগর জীবনের সকল সুবিধা নিয়ে তৈরি হচ্ছে সপ্নের আবাসন পদ্মা ইকো সিটি - পুস্পধারা প্রপাটিজ লিঃ
ঢাকার খুব কাছেই ঢাকা মাওয়া মহাসড়কের দুই পাশে তৈরি হচ্ছে পুস্পধারা প্রপাটিজ লিঃ এর সপ্নের অন্যতম আবাসন পদ্মা ইকো সিটি। উন্নত নগর জীবনের সকল প্রকার সুযোগ সুবিধা সম্মিলিত আধুনিক আবাসন প্রকল্প পদ্মা ইকো সিটি সরকারি নীতিমালা অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ পরিবেশবিদ ও স্থপতিদের পরামর্শের ভিত্তিতে এবং আধুনিক বিশ্বের উন্নত প্রকল্পের আদলে পরিকল্পিত এ নগর প্রকল্প।
ইন-শা-আল্লাহ্ স্বপ্ন সত্যি হবেই …
01716182907 (WhatsApp)
সেক্টর - ০১ - এককালীন পরিশোধ
৩-৫ কাঠার আবাসিক প্লটঃ প্রতি কাঠা ৭ লক্ষ টাকা ৩-৫ কাঠার আবাসিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ৮ লক্ষ ১০ কাঠার বাণিজ্যিক প্লটঃ প্রতি কাঠা ১১ লক্ষ টাকা ১০ কাঠার বাণিজ্যিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ১২ লক্ষ ২০ কাঠার ভিআইপি প্লটঃ প্রতি কাঠা ১৫ লক্ষ টাকা মাত্র
সেক্টর - ০১ - কিস্তিতে পরিশোধ
৩-৫ কাঠার আবাসিক প্লটঃ প্রতি কাঠা ১১ লক্ষ টাকা ৩-৫ কাঠার আবাসিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ১৩ লক্ষ ১০ কাঠার বাণিজ্যিক প্লটঃ প্রতি কাঠা ১৫ লক্ষ টাকা ১০ কাঠার বাণিজ্যিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ১৭ লক্ষ ২০ কাঠার ভিআইপি প্লটঃ প্রতি কাঠা ১৭ লক্ষ টাকা মাত্র
মনে করুন, আপনি প্রতি কাঠা ১০ লক্ষ টাকা হিসেবে ৫ কাঠা জমি ৫০ লক্ষ টাকায় কিনে ১.৫ দেড় লাখ টাকা বুকিং দিলেন। বাকি ৪৮ লাখ ৫০ হাজার ১২০ কিস্তিতে ৪০,৪১৬ টাকা করে পরিশোধ করতে হবে। আপনি প্রথম ৩ থেকে ৪ বছর ১৫,০০০ টাকা করে কিস্তি জমা দিতে পারবেন। এই সুযোগ টি কাজে লাগাতে পারেন। বাকি টাকা একসাথে রেজিষ্ট্রেশন করার সময় পেমেন্ট করবেন।
এখন কিস্তিতে ৩ বছরে (১৫,০০০ টাকা X ৩৬ মাস) = ৫,৪০,০০০ টাকা জমা দিলেন। এখন আগের ১.৫ দেড় লক্ষ আর এখন ৫ লক্ষ ৪০ হাজার মোট = ৬ লক্ষ ৯০ হাজার হল।
৩ বছর পর জমির মূল্য প্রতি কাঠা ২৫ লাখ হবে ইন-শা-আল্লাহ্
ধরে নিলাম, আপনি ৩ থেকে ৪ বছর পর ২০ লাখ করে প্রতি কাঠা সেল করে দিবেন। কারণ তখন মাটি ভরাট থাকবে, বাউন্ডারি করা থাকবে, রোড থাকবে, আশে পাশে বিল্ডিং উঠবে। আপনি আড়াই কাঠা ২০ লাখ করে সেল করলে পাবেন ৫০ লাখ। কোম্পানি আপনার কাছে পাবে ৪১ লক্ষ ৬০ হাজার টাকা।
এখন কাষ্টমার থেকে ৫০ লাখ নিয়ে কোম্পানিকে দিবেন ৪১ লাখ ৬০ হাজার। বাকী টাকা থাকল ৮ লক্ষ ৪০ হাজার, যা আপনার প্রফিট হল।
আপনি কাষ্টমারকে আড়াই কাঠা বুঝিয়ে দিয়ে আপনি আড়াই কাঠার মালিক হয়ে গেলেন। তারপর ২ জনে মিলে ডেভেলপারকে দিয়ে দিলে ১টি ইটও কিনতে হবে না। ডেভেলপারকে দিয়ে দিলে ২ থেকে ৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বুঝে পাবেন ইন-শা-আল্লাহ্ সাথে ক্যাশ পেলেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
টাকার সমস্যা থাকলে ৫ জন মিলে ৫ কাঠা নিতে পারেন। সেক্ষেত্রে ১ কাঠার জন্য ৩০ হাজার টাকা বুকিং দিয়ে প্রতি মাসে কিস্তি ৩০০০ টাকা করে ৫ জন মিলে ৫ কাঠা জায়গা ১২০ কিস্তিতে পরিশোধ করার পর বাকী টাকা একসাথে পরিশোধ করে রেজিষ্ট্রেশন করে নিতে পারেন।
���্রশ্নঃ আপনারা কি এখনই জমি রেজিষ্ট্রেশন দিতে পারবেন? উত্তরঃ জী, আমাদের কোন কাষ্টমার যদি তার জমির মূল্য একবারে পরিশোধ করেন তাহলে আমরা তাকে এখনই রেজিষ্ট্রেশন দিয়ে দিচ্ছি।
Cell: 01716182907 (WhatsApp)
e-Mail: [email protected] Shahjalal Tower, Lift-06, 80/A/1 Shedeshwari Circular Road, Malibag Moor, Dhaka-1217
0 notes
Text
ইন-শা-আল্লাহ্ স্বপ্ন সত্যি হবেই …
01731704990 (WhatsApp)
সেক্টর - ০১ - এককালীন পরিশোধ
৩-৫ কাঠার আবাসিক প্লটঃ প্রতি কাঠা ৭ লক্ষ টাকা ৩-৫ কাঠার আবাসিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ৮ লক্ষ
১০ কাঠার বাণিজ্যিক প্লটঃ প্রতি কাঠা ১১ লক্ষ টাকা
১০ কাঠার বাণিজ্যিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ১২ লক্ষ
২০ কাঠার ভিআইপি প্লটঃ প্রতি কাঠা ১৫ লক্ষ টাকা মাত্র
সেক্টর - ০১ - কিস্তিতে পরিশোধ
৩-৫ কাঠার আবাসিক প্লটঃ প্রতি কাঠা ১১ লক্ষ টাকা ৩-৫ কাঠার আবাসিক কর্ণার প্লট�� প্রতি কাঠা ১৩ লক্ষ
১০ কাঠার বাণিজ্যিক প্লটঃ প্রতি কাঠা ১৫ লক্ষ টাকা
১০ কাঠার বাণিজ্যিক কর্ণার প্লটঃ প্রতি কাঠা ১৭ লক্ষ
২০ কাঠার ভিআইপি প্লটঃ প্রতি কাঠা ১৭ লক্ষ টাকা মাত্র
মনে করুন, আপনি প্রতি কাঠা ১০ লক্ষ টাকা হিসেবে ৫ কাঠা জমি ৫০ লক্ষ টাকায় কিনে ১.৫ দেড় লাখ টাকা বুকিং দিলেন। বাকি ৪৮ লাখ ৫০ হাজার ১২০ কিস্তিতে ৪০,৪১৬ টাকা করে পরিশোধ করতে হবে। আপনি প্রথম ৩ থেকে ৪ বছর ১৫,০০০ টাকা করে কিস্তি জমা দিতে পারবেন। এই সুযোগ টি কাজে লাগাতে পারেন। বাকি টাকা একসাথে রেজিষ্ট্রেশন করার সময় পেমেন্ট করবেন।
এখন কিস্তিতে ৩ বছরে (১৫,০০০ টাকা X ৩৬ মাস) = ৫,৪০,০০০ টাকা জমা দিলেন। এখন আগের ১.৫ দেড় লক্ষ আর এখন ৫ লক্ষ ৪০ হাজার মোট = ৬ লক্ষ ৯০ হাজার হল।
৩ বছর পর জমির মূল্য প্রতি কাঠা ২৫ লাখ হবে ইন-শা-আল্লাহ্
ধরে নিলাম, আপনি ৩ থেকে ৪ বছর পর ২০ লাখ করে প্রতি কাঠা সেল করে দিবেন। কারণ তখন মাটি ভরাট থাকবে, বাউন্ডারি করা থাকবে, রোড থাকবে, আশে পাশে বিল্ডিং উঠবে। আপনি আড়াই কাঠা ২০ লাখ করে সেল করলে পাবেন ৫০ লাখ। কোম্পানি আপনার কাছে পাবে ৪১ লক্ষ ৩০ হাজার টাকা।
এখন কাষ্টমার থেকে ৫০ লাখ নিয়ে কোম্পানিকে দিবেন ৪১ লাখ ৩০ হাজার। বাকী টাকা থাকল ৮ লক্ষ ৭০ হাজার, যা আপনার প্রফিট হল।
আপনি কাষ্টমারকে আড়াই কাঠা বুঝিয়ে দিয়ে আপনি আড়াই কাঠার মালিক হয়ে গেলেন। তারপর ২ জনে মিলে ডেভেলপারকে দিয়ে দিলে ১টি ইটও কিনতে হবে না। ডেভেলপারকে দিয়ে দিলে ২ থেকে ৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বুঝে পাবেন ইন-শা-আল্লাহ্ সাথে ক্যাশ পেলেন ৮ লক্ষ ৭০ হাজার টাকা।
টাকার সমস্যা থাকলে ৫ জন মিলে ৫ কাঠা নিতে পারেন। সেক্ষেত্রে ১ কাঠার জন্য ৩০ হাজার টাকা বুকিং দিয়ে প্রতি মাসে কিস্তি ৩০০০ টাকা করে ৫ জন মিলে ৫ কাঠা জায়গা ১২০ কিস্তিতে পরিশোধ করার পর বাকী টাকা একসাথে পরিশোধ করে রেজিষ্ট্রেশন করে নিতে পারেন।
প্রশ্নঃ আপনারা কি এখনই জমি রেজিষ্ট্রেশন দিতে পারবেন?
উত্তরঃ জী, আমাদের কোন কাষ্টমার যদি তার জমির মূল্য একবারে পরিশোধ করেন তাহলে আমরা তাকে এখনই রেজিষ্ট্রেশন দিয়ে দিচ্ছি।
Call: 01731704990 (WhatsApp)
Email: [email protected]
ঠিকানাঃ শ্রীনগর থানা, মুন্সিগঞ্জ জেলা, কেওয়াট খালি, ষোলঘর ইউনিয়ন, রেল লাইনের সাথে পশ্চিমে, হাসাড়া থেকে একটু সামনে দক্ষিনে, Wonderland Park থেকে দুই কিলোমিটার দূরে উত্তরে, হাসাড়া ও ওয়ান্ডারলেন্ড পার্কের মাঝামাঝি এলাকায় পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেড। কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর থেকে ১২ কিলোমিটার দূরত্ব। গুলিস্তান থেকে ২২ মিনিট লাগে আর ধোলাইপাড় থেকে লাগে ১৮ মিনিট
Shahjalal Tower, Lift-06, 80/A/1 Shedeshwari Circular Road, Malibagh Moor, Dhaka-1217
1 note
·
View note
Text
দেড় দশক পর গান গাইলেন অভিনেত্রী তিশা
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার শুরু শিশুশিল্পী হিসেবে। তবে অভিনয় না, সে যাত্রায় সঙ্গী ছিল গান। একটি ব্যান্ডও গঠন করেছিলেন এ অভিনেত্রী। সেই ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করেছিলেন। এরপর কেটে গেছে দেড় দশক। অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সুর নিয়ে খেলা করা হয়নি তিশার। নতুন খবর হচ্ছে, লম্বা বিরতি ভেঙে এবার ফের কণ্ঠে গান তুলে নিয়েছেন তিশা। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
0 notes
Text
বরকে চমক দিতে আস্ত গরুর বারবিকিউ নিয়ে হৈ চৈ
বিয়ে বাড়িতে বরের জন্য কনে পক্ষের খাসি-মুরগি দিয়ে সাগরানার বিশেষ আয়োজন বহুকাল থেকেই। তবে এবার ভিন্ন এক আয়োজনের দেখা মিলেছে নারায়ণগঞ্জে। বন্দর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাইয়ের জন্য তৈরি করা হয় ‘আস্ত গরু সাগরনা’। দেড় লাখ টাকার ১০০ কেজি ওজনের গরুটিকে বারবিকিউ করে বরের জন্য সাজানো হয় সাগরনা করে। সঙ্গে ছিল পোলাও, কোর্মা, রেজেলা, মুরগীর রোস্ট, মুরগির ফ্রাইসহ না��া মুখরোচক খাবার।
0 notes
Text
Porijayi - Episode 2
সিগারেটটা ঠোঁটের ডগায় লাগিয়ে পকেট থেকে লাইটারটা বের করতেই যাবে, ঠিক তখনই কেউ জ্বলন্ত লাইটারটা মুখের সামনে এগিয়ে দিতেই সিগারেটটা মুখ থেকে নামিয়ে অবাক ভাবে চেয়ে রইলো রৌনক। পূরবীকে এতদিন পর দেখে যেমন খুশি হয়েছে রৌনক, তেমনই তার এমন অদ্ভুত আচরণে একটু হকচকিয়ে গেল।
"বাবাঃ ! তুই কবে থেকে লাইটার ক্যারি করিস?"
" পুনেতে যবে থেকে সিফ্ট হলাম তবে থেকে। কেন, মেয়েরা ক্যারি করতে পারে না বুঝি?"
" পারবেনা কেন? বাট সবার কাছ থেকে তো সব কিছু এক্সপেক্টেড নয়। খাশ করে তোর থেকে তো নয়ই।"
"কেন, আমি এলিয়েন নাকি?"
"তা বলতে, স্কুল লাইফে একদিন ও ভালো করে কথা বলেছিস। সারাক্ষণ পড়াশোনা করতে ব্যস্ত!আর আমার মতো বখাটে ছেলেদের তো তোর কাছে দু চক্ষের বিষ।পারলে ফুঁ মেরে উড়িয়ে দিবি এমন অ্যাটিটিউড ছিল!"
" বুঝলাম। সিগারেটটা ধরা। আমিও কাউন্টার মারবো।"
" এখানে দাঁড়িয়ে আমার সাথে সিগারেট খাবি।"
" ইয়েস বাবু খাবো, ধরাবি তুই।"
অগত্যা রৌনক সিগারেটটা ধরাতেই, ওর হাত থেকে কেড়ে নিয়ে পূরবী সুখটান দিতে লাগল।রৌনক অবাক হয়ে দেখলো, পূরবী কতটা পাল্টে গেছে। স্কুল লাইফে এত রিসার্ভ থাকা মেয়েটা আজ কি ভীষণ ডাকাবুকো। স্কুলে রৌনকের বিশেষ সখ্যতা ছিল না পূরবীর সাথে, যদিও রৌনক মনে মনে পূরবীকে ভালোবাসতো, সাহস করে বলতে কোনদিনই পারেনি। স্কুল শেষ করে রৌনক স্কটিশ চার্চ কলেজে ইংলিশ অনার্স এ ভর্তি হয়, আর পূরবী ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করতে পুণেতে পারি দেয়। রৌনক ও এতদিনে একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ টিচার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্কুলের পর দুজনেরই কোন যোগাযোগ ছিল না। আগের বছর লিংকড-ইনে পূরবীর প্রোফাইল ভেসে ওঠে রৌনকের স্ক্রীনে। প্রোফাইল চেক করলেও কনেক্ট করার সাহস পায়নি রৌনক। পরের দিন পূরবী রিসেন্ট ভিউয়ার লিস্টে রৌনকের প্রোফাইল দেখে নিজেই কনেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছিল । রিকোয়েস্ট একসেপ্ট করতেই ম্যাসেজ আসে- কিরে আমার ছবি ��েখে চিনতে পারিসনি?
চিনতে পারবে না আবার। যাকে ঘিরে শৈশবের এত স্মৃতি, যার কল্পনায় দিনের অনেকটা সময় কেটে যেত তাকে চিনবে না রৌনক। আসলে বয়স বাড়লেও সাহসটা বাড়েনি। ভয়, প্রত্যাখানের ভয়। তাই কানেক্ট হওয়ার পরও যখন পূরবীর মোবাইল নম্বর পেয়েছিল রৌনক, নিজের থেকে কল করে উঠতে পারেনি। তবে বুক ভরা ভয় নিয়ে হোয়াটসঅ্যাপ এ পিং করেছিল পূরবীকে।পূরবী নম্বরটা পেয়েই সটাং কল করে বসে রৌনককে। দেড় ঘন্টার উপর কথা চলে। তারপর থেকে রোজই একই ভাবে দুজনে ঘন্টার পর ঘন্টা বকে চলে। বন্ধুত্ব আর বন্ধুত্বের জায়গায় থাকে না, পূরবী বুঝে গেছিল, এই ভিতুটার দ্বারা কিছু হবে না। নিজেই মনের কথা জানিয়েছিল। পূরবী রৌনকের জন্যই তড়িঘড়ি ছুটি নিয়ে ছুটে আসে কলকাতায়। ওর সান্নিধ্যে, ওর সাথে বেশ কিছুদিন কাটিয়ে যাবে, আর ব্যাগ ভর্তি প্রেমের মুহূর্ত স্মৃতিতে বোঝাই করে নিয়ে যাবে কর্মস্থলে। ওই স্মৃতি সম্বল করেই বাকি বছরটা কাটিয়ে দেবে।
কলকাতায় পূরবী এলো আর বিনীতকে এখনই যেতে হলো হলদিয়ায়। কতদিন ওর সাথেও বসে আড্ডা মারা হয়নি। স্কুলে পড়তে পূরবীর গাম্ভীর্যপূর্ণ স্বভাবের জন্য খুব বেশি বন্ধু ছিল না। বইএর মধ্যে ডুবে থাকতো সারাক্ষণ । মেধাবী ছাত্রী আর ভালো রেজাল্ট এর দরুন কিছু সুবিধা ভোগী বন্ধু ছিল বটে, কিন্তু তারা কি আদৌ বন্ধু? ব্যতিক্রমী ছিল বিনীত। ও নির্দ্বিধায় বন্ধুত্ব করতে হাত বাড়িয়ে দিলো। তার পর থেকে বিনীত পূরবীর জীবনে অবিচ্ছেদ্য অংশ। বিনীত পূরবীর সব ডার্ক সিক্রেট জানে, পূরবীও বিনীতের। শুধু পূরবীর বলা হয়ে ওঠেনি রৌনকের কথা।
রৌনক ম��টির ভাড়ে করে দু কাপ চা নিয়ে এলো, সাথে দু প্লেট পেটাই পরোটা। পূরবী পরোটাতে কামড় দিয়ে বললো, -"এরপর আমরা কোথায় যাচ্ছি।"
"তুই বল!"
" ইকো পার্ক যাবি। "
" সে তো অনেক দূরে। ক্যাবে অনেক টাকা পড়ে যাবে।"
" শোন, টাকার চিন্তাকে গুলি মার। হয়েন আই অ্যাম হেয়ার, নাথিং টু ফিয়ার। তুই ক্যাব বুক কর তো, হাড়ে কঞ্জুস।"
" তোর ফোনেও তো অ্যাপটা আছে তুই ই বুক কর, আর টাকাটা বড় কথা না, আসে পাশে অনেক জায়গা থাকতে ধ্যাড়ধ্যাড়ে গোবিন্দপুর যাওয়াটা বিলাসিতা।"
"আরে বাবু, কি হলো তোর। রাখ তো টাকা কড়ির কথা। আমি তোর সাথে এখন ��নেকটা সময় কাটাতে চাই। ", কথা বলতে বলতেই ক্যাব বুক করে ফেলেছে পূরবী, " গাড়ি আসতে সাত মিনিট দেখাচ্ছে। চল রাস্তাটা পার হয়ে দাঁড়াই।"
পাক্কা সাত মিনিটের মাথায় গাড়িটা এসে দাঁড়ালো ওদের কাছে, রৌনক আর পূরবী গাড়িতে উঠে পড়তেই গাড়িটা ছুটে চললো গন্তব্যের দিকে। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে হাল্কা করে গান ভেসে আসছে, - ' আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো', পূরবীর মুখে হাল্কা হাসি ফুটে উঠল। রৌনকের কাঁধে মাথা রেখে চোঁখ বন্ধ করে ওর শরীরের মিষ্টি গন্ধ উপভোগ করতে লাগল।
0 notes
Text
দাঁতের ফিলিং খরচ কত, দাঁতের ফিলিং করার পর করণীয়
#daterfillingkorarupay#DentalCare#dental#dentalfilling#dentalfield#dentalfinancing#proyojonit#প্রয়োজনআইটি
1 note
·
View note
Text
প্রবাসে সন্তানের উপর অধিকার হারিয়েছেন, ভারতীয় দম্পতির হয়ে সরব জয়া বচ্চন, ডাকা হল জার্মান দূতকে
নয়াদিল্লি: বিদেশে ভারতীয় দম্পতির কোল থেকে শিশুকে কেড়ে নেওয়ার অভিযোগ ছিল। ঘটনাচক্রে একই সময় ওই বিষয় নিয়ে ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। তাই ‘বেবি আরিহা’কে নিয়ে উত্তাল ভারতও (German Foster Care)। তার পর দেড় মাস কেটে গেলেও, বেশিদূর এগোয়নি বিষয়টি। তবে এবার সংসদে ‘বেবি আরিহা’কে ভারতে ফেরানোর দাবি তুললেন সাংসদ জয়া বচ্চন। আর তার পরই জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানাল ভারত। (Baby…
View On WordPress
#Ariha Shah#Baby Ariha#German Ambassador#German Foster Care#Germany News#jaya bachchan#News#আরিহা#জয়া বচ্চন#জার���মানি#প্রবাসী ভারতীয়#ফস্টার কেয়ার
0 notes