#গায়ের
Explore tagged Tumblr posts
Video
youtube
মা ফাতেমার গায়ের চাদর এর দাম কত শুনুন মহিলা বক্তার ওয়াজ mohila waz Na...
#youtube#মা ফাতেমার গায়ের চাদর এর দাম কত শুনুন মহিলা বক্তার ওয়াজ mohila waz Nari Bokta Sokina bagom 2023
0 notes
Text
I am realising now that Katukutu buro was downright a pedophile 💀
No because what is
“ছিঁড়বে পেটের নাড়ি”
“একলা পেলে জোর করে”
“হাসির চেয়ে কান্না আসে বেশি”
“তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানি”
“গায়ের উপর সুড়সুড়ি দেয় লম্বা কালো লয়ে”
“চিমটি কাটে ঘাড়ে”
“কিছুতেই নেই ছুটি”
.....I was so scared of this made up man as a kid, and now while reading it again I am even more scared 😭 somehow this seemingly funny kids poem managed to have such heavy things may that be knowingly or unknowingly
@foreignink
#tw pedophila mention#katukutu buro#shukumar ray#being bengali#bengali literature#bengali culture#bengali writer#abol tabol#bengali girl#desiblr#desi tumblr#desi teen#desi tag#desi#desi shit posting
26 notes
·
View notes
Photo
♥️♥️🌿♥️♥️🌿♥️♥️ BEAUTIFUL AUSPICIOUS MANASA DEVI MAA 🙏🏽🙏🏽❤️from @_.mohit_official._ • All Manasa Devi devotees should know this..... . *Body Color👉🏻 The color of Manasa Devi body is white like the moon, its proof is in Manasa Devi mantra.(Shweta Champaka Varnabhaam). *Eyes Color👉🏻 Mata Mansa's two eyes are of green color and the left eye is blind, the proof of this is that Mata Mansa was born in Vish Sagar, her two eyes are of green colour, and the left eye was blinded by Goddess Chandi by hitting a lotus . . *शरीर का रंग👉🏻 मनसा देवी के शरीर का रंग चंद्रमा के समान सफेद है, इसका प्रमाण मनसा देवी मंत्र में है। (श्वेत चंपक वर्णभम). *आंखों के रंग👉🏻 माता मनसा के 2 नैन हरा रंग के हैं और बया आंख अंध है इसका प्रमाण यह है कि माता मनसा विष सागर में जन्मी है उनके 2 नैन हरा रंग के हैं, और बया आंख को देवी चंडी ने कमल मार के अंध कर दिया था. . . *শরীরের রঙ👉🏻 মনসা দেবীর গায়ের রং চাঁদের মত সাদা, তার প্রমাণ আছে মনসা দেবী মন্ত্রে।(শ্বেতা চম্পাকা বর্ণভম). *চোখের রঙ👉🏻 মাতা মনসার দুটি চোখ সবুজ বর্ণের এবং বাম চোখটি অন্ধ, এর প্রমাণ হল মাতা মনসার জন্ম বিষ সাগরে, তার দুটি চোখ সবুজ বর্ণের এবং বাম চোখটি পদ্ম আঘাত করে দেবী চণ্ডী অন্ধ হয়েছিলেন। . #mansadevi #mago #bishohari #manasamangal #likeformore #followformore #bengali #odisha #delhi #westbengal #rajesthan https://www.instagram.com/p/CqCeNqgurXu/?igshid=NGJjMDIxMWI=
#mansadevi#mago#bishohari#manasamangal#likeformore#followformore#bengali#odisha#delhi#westbengal#rajesthan
7 notes
·
View notes
Text
আ.লীগ ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে এনেছিল: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ব্ল্যাকমেইল করে আমাদের নির্বাচনে আনা হয়েছিল। আওয়ামী লীগের আমলে আমরা যেসব নির্বাচনে অংশ নেই, সেগুলো স্বতঃস্ফূর্ত ছিল না। শেখ হাসিনা গায়ের জোরে আমাদের নির্বাচনে এনেছিল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের…
0 notes
Text
যৌনাঙ্গ কতো প্রকার?
যৌনাঙ্গ প্রধানত দুটি প্রকারে বিভক্ত। যথা:- ১.পুরষ যৌনাঙ্গ: এটি প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। _পেনিস: পুরুষের যৌনাঙ্গের প্রধান অংশ হলো পেনিস বা লিঙ্গ, যা যৌন উত্তেজনার সময় বৃদ্ধি পায় এবং সঙ্গমের জন্য ব্যবহৃত হয়। এতে দুইটি প্রধান অংশ থাকে: শাফ্ট (পেনিসের দৈর্ঘ্যপূর্ণ অংশ) এবং গ্লান্স (পেনিসের শীর্ষ অংশ, যা সংবেদনশীল এবং প্রায়শই গায়ের মধ্যে সুরক্ষিত থাকে)। _স্ক্রোটাম: এটি একটি চামড়ার ব্যাগ…
0 notes
Text
Communists say they have skin and stomach with food and drinks.
#communist #communistmaster
কমিউনিস্টরা বলে তাদের গায়ের চামড়া আছে পেটে খাবার এবং পানীয় আছে।
#কমিউনিস্ট #কমিউনিস্টমাস্টার
এরকম চামড়া নিয়ে কমিউনিস্টরা গরম দিলে সেই কমিউনিস্টদের চামড়া তুলে নিতে হয়।
If the communists are proud of such a skin, those communists have to remove their skin.
#sovietunion
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে ��থা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma's Activities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#ইসলামিক লেকচার#Youtube
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে কথা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma's Activities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#ইসলামিক লেকচার#Youtube
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখান��ই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে কথা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma's Activities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#ইসলামিক লেকচার#Youtube
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে কথা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma's Activities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#ইসলামিক লেকচার#Youtube
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে কথা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma'sActivities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#ইসলামিক লেকচার#Youtube
0 notes
Text
জুমার দিনের আমল
১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগের সঙ্গে
খুতবা শোনা এই চার আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৫. বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। ...
৬. দ্রুত মসজিদে যাওয়া ...
৭. সুরা কাহফ তিলাওয়াত
জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচ আমল
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪, তিরমিজি, হাদিস : ১০৮৪)
আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার আমলের কথা কোরআন-হাদিসে পাওয়া যায়, যথা:
১. আগেভাগে মাসজিদে গমন করা
মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো।
’ (সুরা : জুমুআ, আয়াত : ০৯)
২. হাদিসে বর্ণিত ১৭টি বিশেষ নির্দেশনা মেনে চলা
ক. গোসল করা, (বুখারি, হাদিস : ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
খ. মিসওয়াক করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৮, বুখারি, হাদিস : ৮৮৭)
গ. উত্তম পোশাক পরিধ��ন করা, (ইবনে মাজাহ, হাদিস : ১০৯৭, আবু দাউদ, হাদিস : ৩৪৩)
ঘ. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি, হাদিস : ৮৮০)
ঙ. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি, হাদিস : ৯১০, ৮৮৩)
চ. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি, হাদিস : ৯১১)
ছ. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ, হাদিস : ৮৬২)
জ. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি, হাদিস : ৯৩০)
ঝ. গায়ে তেল (লোশন) ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)
ঞ. পায়ে হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম, হাদিস : ১৪০০)
ট. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা, (বুখারি, হাদিস : ৮৫৩)
ঠ. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ, হাদিস : ১১১৯)
ড. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ, হাদিস : ১১১০)
ঢ. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ, হাদিস : ১১০৮)
ণ. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। (আবু দাউদ, হাদিস : ১৩৩২)
ত. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতে বলাও বেহুদা কাজ।
(আবু দাউদ, হাদিস : ১১১২)
থ. বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা। (বুখারি, হাদিস : ৯৩৫)
উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এই জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৩)
৩. দরুদ পড়া
জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করার ব্যাপারে রাসুল (সা.)-এর নির্দেশনা রয়েছে। তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।
(আবু দাউদ, হাদিস : ১০৪৭)
৪. সুরা কাহফ তিলাওয়াত করা
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। (সহিহ আত-তারগিব, হাদিস : ৭৩৬)
৫. বেশি বেশি ইস্তেগফার করা
এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। (বুখারি, হাদিস : ৯৫৩)
মহান রব আমাদের জুমার দিনের উপরোক্ত বিশেষ আমল করার মাধ্যমে তাকওয়া ও দ্বিনের অনুসরণের তাওফিক দান করুক, আমিন।
জুমার খুতবার হুকুম কি
জুমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খোতবা শুনা ফরজ। ইমাম খোতবা প্রদানকালে কথা বলা নাজায়েয। তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিষয় এ বিধানে অন্তর্ভুক্ত হবে না সেগুলো ছাড়া; যেমন- খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথা জবাব দেয়া, কিংবা কোন অন্ধকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার মত জরুরী কোন বিষয় ঘটলে।
ইমামকে সালাম দেয়া ও ইমামের পক্ষ থেকে সালামের জবাব দেয়া এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। কারণ ইমামের সাথে কথা বলার অনুমোদন দেয়া হয়েছে কোন প্রয়োজন কিংবা কল্যাণের স্বার্থে; এর মধ্যে সালাম দেয়া পড়ে না।
Jumu’ah Salah led by Sheikh Abdullah Al Juhany
youtube
মসজিদুল হারামের জুমার খুতবার বাংলা অনুবাদ।
youtube
Best Khutba recited by Qari Mohammad Ishaq Alam, Karachi
youtube
Khutba By Dr. Muhammad Ishaq Alam
youtube
Khutba Dr Ishaq Alam
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY
https://www.youtube.com/watch?v=JHBbReq5ATY&t=48s
পবিত্র কুরআনের সূরা আল-কাহফ ৪৫ থেকে ৪৯ পর্যন্ত আয়াতের
https://www.youtube.com/watch?v=cV6B2QKaw6Q
বিদায় হজের ভাষণ বাংলা
https://www.youtube.com/watch?v=jFtwyXOz5i4
যে খুতবার কারণে গ্রেফতার করা হয় কা'বার ইমাম শায়খ সালেহ আলে তালেব (হাফিঃ) কে।
https://www.youtube.com/watch?v=d9tez9tomd4&t=65s
জুমার দিনের আমল
Juma'sActivities
#Jumah#Salah#Khutbah#Friday#Sermon#IslamicLecture#জুমা#সালাত#খুতবাহ#শুক্রবার#খুতবা#ইসলামিকলেকচার#জুমারদিনেরআমল#Juma'sActivities#সালাহ্#Youtube
0 notes
Text
একদল শিক্ষার্থী গায়ের জোরে বাংলাদেশ সরকারের সচিবালয়ে প্রবেশ করে অবশিষ্ট এইচ.এস.সি পরীক্ষা বাতিলের দাবি জানায়। আর সরকার সেই দাবি মেনেও নেয়। বাংলাদেশের নতজানু সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে খেলাধুলা করবে কিনা, তাদের সিদ্ধান্ত। তবে ২০২৪ সালে যারা এইচ.এস.সি পরীক্ষায় পাস করবে, তাদের বেসরকারি খাতে কখনো কোন চাকুরিতে নিয়োগ প্রদান একদম উচিৎ হবে না।
এই ব্যাচ ভবিষ্যতে এক সময় ডাক্তার, ফার্মাসিস্ট, আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, পাইলট হবে মানুষ মারার ব্যবস্থা করবে।
পাশাপাশি করোনা চলাকালীন সময়ে যারা অটোপাস করেছে, এবং ২০১৩ সালে ফাঁস হওয়া ��েডিক্যালের প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা ডাক্তার হয়েছে, তাদের সবাইকে বেসরকারি খাতে কখনো কোন চাকুরিতে নিয়োগ প্রদান একদম উচিৎ হবে না।
মেধার মাধ্যমে ১০০% চাকুরীর দাবিতে আন্দোলন করে অবশেষে বিশেষ ব্যবস্থায় পাস? তাহলে আর পার্থক্য রইল কি?
তারপর? ছেলেরা টিকটক ভিডিও করে খাইব। আর মেয়েরা ইমোতে 😉 সমস্যা কি?
0 notes
Text
খাবার দাবারের ছবি ও জীবনের কিছু কথামালা (দুপুরের খাবার, ২৪ই মে ২০২৪ইং, শুক্রবার)
নানান সময়ের লেখা কিছু স্ট্যাটাস! ১। ��নলাইন/ফেসবুকে কিছু লিখলেই কিছু মানুষ এমন গাইঘুই শুরু করে দেয় বা গায়ের উপর টেনে নিয়ে এমন হিংস্র হয়ে উঠে যে, শেষে ব্লক মেরে রক্ষা পেতে হয়! অথচ নাটক, নভেল, সিনেমায় কত কি দেখায় (প্রায় নাটক সিনেমায় নারীকে অসন্মান বা পন্য হিসাবে দেখায়) কিংবা খবরের পাতায় কত কি লেখে (সব কিছুই তো সরকারের বিরুদ্ধে যায়)! সুবিধা মনে হয় এটাই অনলাইনে ব্যক্তিকে হাতের নাগালে…
View On WordPress
0 notes
Text
কমিউনিস্টের মাস্টার, কমিউনিস্টদের পক্ষে কি কিছুই বলবে না? #communistspeople
সেটা তোর কমিউনিস্টের মাস্টার-ই বলবে!! মাস্টার আর-কি-বা বলবে? কমরেডদের বলবে কমরেডরা রাজনীতি কর নাকি কমিউনিস্টদের পতাকা ফিরিয়ে/ফেরত দাও?
অসামাজিক লোকজন কমিউনিস্টদের মাস্টারের কাজে হামলা করে। কমিউনিস্ট-মাস্টারের রাজনীতির টাকা কমিউনিস্টের-মাস্টারের হাতে ভদ্রভাবে দেয় না, অসামাজিক লোক কমিউনিস্টের-মাস্টারের টাকা খেয়ে ফেলে।
অসামাজিক লোক নাকি কমিউনিস্টের সত্যিকারের কমরেড তার কর্মকান্ডেই তো বোঝা যায়??
গায়ে বেশি-��োর-আলা কমরেড না কি অসামাজিক লোক, তা কি কেউ বুঝেছে, কমিউনিস্টের মাস্টার বুঝে ফেলেছে।
গায়ের জোরের কারণে অথব চাটুকারিতা এবং লোভের কারণে অথবা খারাপ হবে যে-কোন এমন কারণে, কমিউনিস্টের-মাস্টার কখনোই কোন দল ধরা লোককে কমিউনিস্টদের পতাকা দেয় নাই।
অসামাজিক লোক কমিউনিস্টের পতাকা চুরি করে নিয়ে বলে তার কাছে পতাকা আছে।
আমি জানি সভ্যতার-পতাকা কিভাবে লেনদেন হয় এবং সভ্যতার কোন,কোন ক্ষমতায়। পতাকায় কিভাবে লেনদেন হয় এবং সভ্যতা কিভাবে বজায় রাখতে হয় তা আমার জানা আছে।
জালিয়াতি করা, অসামাজিক, যেকোনো সমাজের বাইরে লোক,, ছদ্দবেশী মুখোশধারী কমরেড সেজে অফিসের মধ্যে ধরা পড়লে তাকে ১৫ মিনিটের ভিতরে পিটিয়ে পিটির চামড়া ফাটিয়ে জীবন আয়ু বের করে দেওয়া হয় অফিসের মধ্যেই। #কমরেড #comrade
এবং কোন জেলার মানুষ, সুযোগ বুঝে গোপনে কোন অসামাজিক-লোক-বেশ্যার-ছেলেকে কমরেড বলে সমর্থন দিতে থাকে, বান্ডিল,বান্ডিল টাকা দেবে এবং বস্তাভরা খাবার দেবে এই চুক্তিতে,, সে জেলার কমিউনিস্ট-জনগণ নামে পরিচিত সকলকে শাস্তি দেওয়া হয় এবং শাস্তি দেওয়া হবে গণহত্যা করে পিটিয়ে পিঠের চামড়া ফাটিয়ে অঙ্গ-হানি করে এবং সমস্ত কিছুই কেড়ে নিয়ে।। প্রয়োজনে লোক নেওয়া হবে এবং সত্যিকারের-কমরেড এর দলকেই শক্তিশালী করে দেওয়া হবে যাতে কমিউনিস্টদের রাজনীতি বজায় থাকে।
#Royal 🇧🇩 #Lord #CommunistMaster #Constitutionallanguage #StateBangladesh #রাষ্ট্রবাংলাদেশ #কমিউনিস্টমাস্টার #সাংবিধানিকভাষা #comrade #communist @comrade
#রাশিয়া #ইউক্রেন #সোভিয়েতইউনিয়ন #Russia #Ukraine #SovietUnion
0 notes
Text
বাংলাদেশে কালো মেয়েদের কি বলে ডাকে !!
আপনি হয়তো বলবেন মায়াবতী। মায়াবতী বললেও রুপবতী কিন্তু বলেনা। খেয়াল করে দেখুন মায়াবতী বলা হলেও তা খুব খুশি হয়ে বলা হয়না, কোথায় যেনো একটা করুণা করা হয়েছে বলে মনে হয়।
নাটকে, সিনেমায়, অনুষ্ঠান উপস্থাপনায়, সংবাদ পাঠে; সব জায়গায় কিন্তু ফর্সা মেয়ে। গায়ের রঙ ফর্সা না অথচ খুব যোগ্যতা রাখে এই সকল বিষয়ে, এমন কেউ কালেভদ্রে কাজ করার সুযোগ পেয়েছে দেখেছেন কি?
একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আর একজন লেখকের দৃষ্টিকোণ থেকে কালো মেয়ে আসলে কেমন। রবীন্দ্রনাথ ঠাকুর কালো রঙকে গ্লোরিফাই করে লিখেছিলেন- "কৃষ্ণকলি আমি তারেই বলি!" অথচ তার উপন্যাসের নায়িকাদের গায়ের রঙ কি আসলেই কালো ছিল? রবীন্দ্রনাথের চোখে কালো রঙের অর্থ কি দাঁড়ায়।
অনেকে বলতে পারেন রবীন্দ্রনাথ ছিলেন আগের মানুষ,তার সমাজ অন্যরকম ছিল, চিন্তাজগত অন্যরকম ছিল। সেই সমাজ আর বর্তমানকালের মধ্যে অনেক তফাত। তাহলে কাজী নজরুল ইসলামের সেই সংগীত, ‘‘আমার কালো মেয়ের পায়ের তলায়, দেখে যা আলোর নাচন।'' অথবা শামসুর রাহমানের "কালো মেয়ের জন্যে পংক্তিমালা" যা বার বার পড়লেও তৃপ্তি মেটেনা। সবটাই কি তাহলে তুচ্ছ ছিল?
আচ্ছা নিরপেক্ষ ভাবে দেখুন তো, ঘুম ভেঙ্গেই কোনো কৃষ্ণকলিকে পাশে শুয়ে থাকতে দেখলে আপনার কেমন লাগবে? গভীর আবেগে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন? সমুদ্রতটে বসে কোনো কৃষ্ণ সুন্দরীর চোখে চোখ রেখে আবেগ ভরা কথা ভাবতে পারবেন? যদি সবগুলো প্রশ্নের উত্তর ' হ্যাঁ ' হয় তাহলে আপনি আসলেই প্রেমিক। একজন বর্ণ গবেষক প্রেমিক হতে পারে না।
আমাদের সমাজে কালো মেয়ে জন্মাতে না জন্মাতেই তার গায়ের রঙের কারণে হীনমন্যতায় ভুগতে হয়। রবীন্দ্রনাথের যুগ না হয় বাদ দিলাম,এই একুশ শতকেও গায়ের রং কালো হলে "মেয়ের বিয়ে কী করে হবে, একে আদো পার করা যাবে কি যাবেনা " এই ভাবনায় কাহিল হতে হয় বাবা-মাকে।
জন্মের পর থেকেই এক অসমাপ্ত যুদ্ধ চলে মেয়েকে ফর্সা করার পেছনে। কাঁচা হলুদ, দুধের সর, ফেয়ার অ্যান্ড লাভলী, শত রকমের এইবাটা সেইবাটা এর কোনো শেষ নেই। হাজার স্বপ্ন ধূলিসাৎ হয় কাল রঙের চামড়ার আরালে।
ভেবে দেখেন, এই পিতাই যদি তার কন্যার কালো কপালে চুমু খেয়ে বলতেন, "নীল রঙের শাড়ি পরলে আমার ব্ল্যাক প্রিন্সেসটাকে জলপরীর মতো লাগে। " এই মা যদি তার কালো মেয়েকে বলতেন " ঝিলের টোল খাওয়া পানির মত তার মায়াময় মুখ।" তাহলে মেয়েটা হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে অকারণেই বিষণ্ণ হতো না। বিষণ্ণ জলপরী হয়তো আট-দশটা মেয়ের মত বেড়ে উঠতো।
ভালবাসা যে দিতে জানে সে কেনো ভালবাসা পাবেনা। সারাটি জীবন "কালো মেয়ে" নামক এক জল ছাপ পিঠে লাগিয়ে অন্যকে ভালবেসে গেছে হয়তো একটু ভালবাসার দৃষ্টি তার উপরে কেউ রাখবে বলে। হয়তো বলা হয়না তার মুখ ফুটে, সমাজ তাকে শিখিয়েছে, দেখিয়েছে এত বঞ্চনা, এত লাঞ্ছনা।
তবু সে ভালবাসে। ফেরার পথে ভালবাসার সেই বেকার মানুষটির হাতে যখন দুটো পাঁচশো টাকার নোট গুঁজে দিয়ে বলে- "সিগারেটটা কম খেয়ো!" তখন দুনিয়ার কোনো শক্তি নেই সেই মায়াময় চেহারাটাকে অগ্রাহ্য করার।
একটা কথা মনে পরে গেলো- "অন্ধকারে একটা সুন্দরী মেয়ে যেমন, কালো মেয়েও তেমন; পার্থক্যটা শুধু আলোতে!"
সংগৃহীত
0 notes