#খসর
Explore tagged Tumblr posts
Text
হর তর্প ছায়া খেসারী লাল যাদবের সঙ্গীত 'দধিয়া বাধিয়া লাগেলা'
হর তর্প ছায়া খেসারী লাল যাদবের সঙ্গীত ‘দধিয়া বাধিয়া লাগেলা’
ভোজপুরি নতুন ট্র্যাক: ভোজপুরি ব্যবসার একজন সুপরিচিত অভিনেতা এবং গায়কের একটি সঙ্গীত ইউটিউবে দোলা দিচ্ছে। এর মানে, যতবারই খেসারি লালের মিউজিক লঞ্চ হবে, ততবারই তা সব জায়গায় সারিবদ্ধ হয়ে যাবে। তবে এবার ট্রেন্ডিং তারকার গান ‘ধামাল মাচা দিয়া’ দোলা দিয়েছে। এই গানটি সর্বত্র উচ্চারিত হচ্ছে। এই মিউজিকের ভিডিওতে খেসারি যাদবের সঙ্গে দেখা যাচ্ছে ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিংকে। প্রতিটি তাদের ভাল দক্ষতা…
View On WordPress
0 notes
Text
লকডাউনের জেরে বহুদিন বাজারে দেখা নেই খাসির মাংসের, মন খারাপ ভোজনরসিক বাঙালির | Coronaviruslatestnews
বাঙালির পাতে বড্ড প্রিয় খাসির মাংস আর ভাত। সেই খাসির জোগান দিতে ভরসা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ডের মতো পড়শি রাজ্য।
#কলকাতা:খুশির ইদের আগে অনেকের মন খারাপ। করোনা-লকডাউনের জেরে বিপাকে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। তাই রমজানের খরচ জোগানো যেমন একদিকে দুশ্চিন্তার কারণ। তেমনই কোরবানির জন্য লালিত পশুর খাবার জোগানের চিন্তা। তাই বাধ্য হয়ে অনেকেই তা বিক্রির…
View On WordPress
#coronavirus#Coronavirus In India#Coronaviruslatestnews#Lock down#Mutton#করোনা ভাইরাস#খরপ#খসর#খাসির মাংস#জর#দখ#নই#পাঁঠার মাংস#বঙলর#বজর#বহদন#ভজনরসক#মটন#মন#মসর#রমজান মাসের মটন#লক ডাউন#লকডউনর
0 notes
Text
ইসি নির্বাচনকে সিলেকশনের দিকে নিয়ে যাচ্ছে : খসরু
ইসি নির্বাচনকে সিলেকশনের দিকে নিয়ে যাচ্ছে : খসরু
[ad_1] ঢাকা, ০৯ জুলাই- নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনকে সিলেকশনের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যেকোনো প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তারা নির্বাচনকে সিলেকশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করে।
বর্তমান সরকার একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে নিয়ে এগিয়ে…
View On WordPress
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/126121
দেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম চৌধুরী
.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘বাংলাদেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। তাকে নিয়ে যে অন্যায় চলছে, সেটা একদিন আল-জাজিরার মতো বিশ্বের সব সংবাদমাধ্যমে খবর হয়ে উঠে আসবে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’
তিনি আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাবে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌর্থ আয়োজনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে রাজনীতির সাথে অপরাজনীতি চলছে। দেশ ভিন্ন ধারনের প্রতিহিংসার শিকার প্রতিনিয়ত। আইনের শাসনের নামে অপশাসন চলছে প্রতিনিয়ত। তার উদাহরণ আসলাম চৌধুরী। ওনি বাংলাদেশের একজন জাতীয় নেতা। ওনার নেতৃত্বে উত্তর জেলা বিএনপি শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। যার পরিনাম সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন।
.
তিনি বলেন,শতাধিক মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতারের তথ্য দিয়ে তিনি বলেন, ‘গ্রেফতারের পর তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তাতে কিন্তু ছয় মাসের মধ্যেই জামিন পেয়ে গেছেন। কিন্তু তাকে মুক্তি না দিয়ে শতাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। জামিন নিতে গেলে সরকার বারবার সময়ের আবেদন করে। এর অর্থ হচ্ছে তাকে জেলে আটকে রাখা। এভাবে শুধু সময়ের আবেদন করে আসলাম চৌধুরীকে অন্যায়ভাবে পাঁচ বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে।’ আসলাম চৌধুরীকে নিয়ে সরকার যা করছে তাতে বুঝা যায় দেশে কি চলছে। ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা-অর্থের ভাগাভাগির মহোৎসব চলছে। দেশে কোন সরকার নাই, আইনের শাসন নাই, মানুষের অধিকার নাই। আদালত ও পুলিশ সবাইকে সম্পৃক্ত করে ‘প্রজেক্ট’ বাস্তবায়ন করছে
তিনি বলেন, সব মামলায় জামিনের পর মুক্তির আগমুহূর্তে নতুন আরেক মামলায় গ্রেফতার দেখানোর তথ্য দিয়ে আমীর খসরু বলেন, ‘জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে পাঁচ বছর পর সে সব মামলায় জামিন পেল। সর্বশেষ মামলায় জামিন পাওয়ার পরও গত ৩ জানুয়ারি তাকে আবার আট বছর আগের ঢাকার শাহবাগ থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই মামলায় সে আসামিও ছিল না। আদালতে আ��েদন করে পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়। তিন দিনের রিমান্ডে নেয়। কিন্তু একদিন জিজ্ঞাসাবাদ করে বাকি দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য একমাসের সময় চেয়ে আদালতে আবেদন করে।’যার শুনানি আগামী মার্চের ৯ তারিখ নির্ধারণ করেছে আদালত। কোন মামলায় সাজা না হওয়ার পরও সাজার চেয়েও বেশি কারাগারে সরকারের প্রতিহিংসার প্রকৃত উদাহরণ।
আমির খসরু বলেন, আইনের শাসন বলে আর কিছু নেই। যখন জন���নের ভোট নির্বাচিত হয় তখন সেটা সরকার। কিছু লোকের মাধ্যমে দখল করে যখন ক্ষমতায় আসে তখন সেটা রিজিম। দখল করে ক্ষমতায় থাকা রিজিম দেশটা দখলের জন্য তারা এমন পর্যায়ে চলে গেছে। কোর্ট, পুলিশ সবাইকে সম্পৃক্ত করে প্রজেক্ট করেছে। এ প্রজেক্টের মাধ্যমে বেআইনভাবে ক্ষমতায় থাকবে।
আসলাম চৌধুরীকে নিয়ে কর্মকান্ডও একদিন আল-জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসবে বলে সতর্ক করেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আসলাম চৌধুরীকে মামলা দিয়ে, আদালতে সময়ের আবেদন করে, নানা কৌশলে জেলে রাখছেন, তারা এই প্রক্রিয়া থেকে সরে আসুন। আসলাম চৌধুরীকে নিয়ে যা হচ্ছে, আল-জাজিরার মতো বিশ্বের সব জায়গা থেকে একদিন সেটা খবর হয়ে উঠে আসবে। সেদিন আপনাদের জবাবদিহি করতে হবে। সুতরাং তার নাগরিক অধিকার ফিরিয়ে দিন। তাকে মুক্তি দিন। বিশ্ব খুব ছোট হয়ে গেছে। বিশ্বের দৃষ্টিগোচরের বাইরে খুব বেশিদিন থাকা সম্ভব না। আজ না হয় কাল দায়ভার ভোগ করতেই হবে। বাংলাদেশে অনেকেই এভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, শেষ রক্ষা হয়নি। জনগণের ইচ্ছার বিরুদ্ধ ক্ষমতা দখল করে টিকে থাকা যায় না।’
খসরু বলেন, মাফিয়া রাষ্ট্রের যে সংজ্ঞা সেটা আজ বেশি পরিচিতি পেয়েছে। আসলাম চৌধুরীর সাথে যেটা হচ্ছে সেটা তো মাফিয়াদের কাজ। এর বাইরে তো কিছু নয়। স্বচ্ছ প্রক্রিয়ায় হলে কোন সমস্যা ছিল না। কিন্তু বিচার চাওয়াটাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সঠিক পক্রিয়ায় বিচার হলে আসলাম চৌধুরী ছয়মাসের মধ্যে জামিন হতো। কিন্তু বিচার চাওয়াটাও আজ মিশকিল হয়ে পড়েছে। আশা করছি, তারা মামলা থেকে সরে আসবে। এসব রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভাল না। দেশে বিদেশে সব জায়গায় খবর হয়ে যাচ্ছে। এটার জন্য জবাবদিহিতা করতে হবে। দয়া করে নাগরিকের সঠিক আইনের অধিকার ফিরিয়ে দিন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিজের পথ বেছে নিয়েছে। ১৯৭১ সালে নিয়েছে, ভাষা আন্দোলনের সময় নিয়েছে, এরশাদের বিরুদ্ধে নিয়েছে, ওয়ান-ইলেভেনের সময়ও নিয়েছে। ওয়ান-ইলেভেনে যারা ছিল, জনগণ যখন সংগঠিত হয়ে আন্দোলন শুরুর প্রস্ততি নিচ্ছিল, তখন তারা লেজ গুটিয়ে পালিয়েছিল। সুতরাং জনগণ এবারও পথ বেছে নেবে, এই সরকারের বিরুদ্ধে ‘দেশব্যাপী কর্মসূচি শুরু হয়ে গেছে। জেলায় জেলায় ে কর্মসূচি শুরু করে দিয়েছি। যখন যা প্রয়োজন আমরা সময়মতো করব। রাজনৈতিক দল আর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এক না। আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ��ন্দোলন করছি না, আমাদের তো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’
প্রায় পাঁচ বছর ধরে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসর মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, মহানগর ও উত্তর-দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মোহাম্মদ শাহ আলম, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ডাক্তার খুরশিদ জামিল, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সেকান্দর চৌধুরী, কাজী সালাউদ্দিন, কুতুব উদ্দিন বাহার, এড. আবু তাহের, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, এড. নাসিমা আক্তার চৌধুরী প্রমুখ
0 notes
Photo
নরসিংদীতে রায়পুরার শ্রীরামপুরে বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে প্রবেশ করে অতর্কিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা থানার শ্রীরামপুর উত্তপাড়া গ্রামের মো: কাউসার আহমেদ এর বাড়িতে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কাউসার আহমেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন-রায়পুরার শাহীন জেনারেল হাসপাতালের মালিক মাহবুবুল আলম শাহীন (৪৫), শ্রীরামপুর গ্রামের কাশেম ভেন্ডারের ছেলে জাহাঙ্গীর (৪০), একই এলাকার বাচ্চু মিয়া (৬৫), মাইন উদ্দিন (৩০), খসর মিয়া (২৮), রাসেল মিয়া (২৮), নাহিদ মিয়া (২৫), মালেক মিয়া (৪০), রামীম (২৫) ও শাকিল মিয়া (২২)সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন। মামলার বিবরণে জানা গেছে, উল্লেখিত ব্যক্তিগণ পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ৭টার ��িকে দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক মো: কাউসার আহমেদ এর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাড়ির লোকজন প্রাণরক্ষার্থে ঘরের দরজা আটকিয়ে দেয়। এক পর্যায়ে মাহবুবুল আলম শাহীন এর নির্দেশে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে থাই গ্লাসের জানালা, দরজা, বেসিনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে তিন লাখ টাকার ক্ষতিসাধন করে।পরে গৃহকর্তা মো: কাউসার আহমেদকে মারধর করে আহত করে। এসময় ওয়াল কেবিনেট এর ড্রয়ার ভেঙ্গে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ দেয়া হলে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
0 notes
Text
রানি চ্যাটার্জি: খেসারী লাল যাদবের কাছে রানি চ্যাটার্জির ব্যাপক সুপারিশ, বলেছেন- 'বাণিজ্যের মধ্যে জাতপাত…
রানি চ্যাটার্জি: খেসারী লাল যাদবের কাছে রানি চ্যাটার্জির ব্যাপক সুপারিশ, বলেছেন- ‘বাণিজ্যের মধ্যে জাতপাত…
ভোজপুরি ব্যবসায় রানি চ্যাটার্জি: রানি চ্যাটার্জি নিঃসন্দেহে ভোজপুরীর এ-লিস্টার অভিনেত্রীদের একজন। অভিনেত্রী সাধারণত তার স্পষ্টভাষী ধরনের এবং বিবৃতি জন্য শিরোনাম হয়. শুধু তাই নয়, রানিকে সাধারণত তার হাস্যকর ধরনের কথা বলা থেকে ট্রোলকে থামাতে দেখা যায়। এই পর্বে, রানি ভোজপুরি বাণিজ্য সম্পর্কে এইরকম একটি কথা বলেছেন, যার পরে তার বক্তব্য সর্বত্র বলা হচ্ছে। বাণিজ্য নিয়ে রানি চ্যাটার্জির ব্যাপক…
View On WordPress
0 notes
Text
arrest for spreading rumor : বিক্রি হচ্ছিল খাসির মাংসই, কলকাতায় গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ৪ - 4 people arrested for spreading rumors over dog meat in kolkata
arrest for spreading rumor : বিক্রি হচ্ছিল খাসির মাংসই, কলকাতায় গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ৪ – 4 people arrested for spreading rumors over dog meat in kolkata
এই সময় ডিজিটাল ডেস্ক: খাসির বদলে কুকুরের মাংস বিক্রি হচ্ছে কলকাতায়, এমনই গুজব রটানো হয়েছিল। আর সেই গুজব রটানোর জন্যেই চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, দক্ষিণ শহরতলির গল্ফ গ্রিন-বিজয়গড়ের কাছে শ্রী কলোনি বাজা���ে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক দোকানদারের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় ওই মাংস বিক্রেতা কুকুরের মাংস বিক্রি করছেন, এই অভিযোগকে ঘিরে হই চই শুরু হয়। দোকানে…
View On WordPress
#৪#Arrest#Arrested#Dog#Kolkata#meat#people#rumor#rumors#spreading#কলকতয়#খসর#গজব#গরফতর#ছডনর#দয়#বকর#মসই#হচছল
0 notes