#কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
Explore tagged Tumblr posts
24x7newsbengal · 10 months ago
Link
0 notes
banglakhobor · 1 year ago
Text
সুপ্রিম কোর্টে বড় স্বস্তি শুভেন্দুর, FIR নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ!
কলকাতা: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নতুন করে মামলার শুনানি করে সিদ্ধান্ত নেবে। শুভেন্দু অধিকারীকে পর্যাপ্ত রক্ষাকবচ নিয়ে বলার সুযোগ দিতে হবে। নির্দেশে এমনই জানাল সুপ্রিম কোর্ট। শেষ জনস্বার্থ মামলায়, বিচারপতি…
View On WordPress
0 notes
few-favorite-things · 5 years ago
Photo
Tumblr media
VIP ব্য়বস্থা নয়, লকডাউনে সাধারণের মতোই ভিন রাজ্যে যাবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন দুই বিচারপতি থাকবে না কোনও ভিয়াইপি ট্রিটমেন্ট। লকডাউনে গাড়িতেই পোঁছে যেতে হচ্ছে বিচারপতিদের। 
0 notes
boc-news · 2 years ago
Text
বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস
বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস
বুধবার বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সরকারি নির্ঘণ্ট অনুযায়ী, নতুন রাজ্যপালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava) শপথবাক্য পাঠ করান। এদিন এই সপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রবীণ বামনেতা বিমান বসু, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা…
Tumblr media
View On WordPress
0 notes
newsblog18 · 3 years ago
Text
High Court Order on Gangasagar Mela: কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল৷
High Court Order on Gangasagar Mela: কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল৷
মেলা আয়োজনে হাইকোর্টের এসব নির্দেশনা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের একটি ডিভিশন বেঞ্চ (গঙ্গাসাগর মেলায় কলকাতা হাইকোর্টের আদেশ) একই দিনে এই আদেশ দিয়েছে। যাইহোক, হাইকোর্ট মেলা�� (গঙ্গাসাগর মেলা 2022) অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোভিড…
Tumblr media
View On WordPress
1 note · View note
blinktutor · 3 years ago
Text
Calcutta high court to announce verdict in post poll violence case৷ আগামিকাল ভোট পরবর্তী অশান্তি মামলার রায় ঘোষণা, হাইকোর্টে নজর গোটা রাজ্যের– News18 Bangla
Calcutta high court to announce verdict in post poll violence case৷ আগামিকাল ভোট পরবর্তী অশান্তি মামলার রায় ঘোষণা, হাইকোর্টে নজর গোটা রাজ্যের– News18 Bangla
#কলকাতা: আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে৷ ভোট পরবর্তী অশান্তি নিয়ে গত ৭ মে নির্বাচনের ফল ঘোষণার পর পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল৷ গত ৩ অযে গাস্ট পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি শেষ হয়৷  কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ…
View On WordPress
0 notes
24x7newsbengal · 2 years ago
Text
তৃণমূল নেতা-মন্ত্রীর অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
Tumblr media
সুরশ্রী রায় চৌধুরী : ফের তৃণমূলে স্বস্তির খবর। তৃণমূলের ১৯ জন বিধায়ক এবং নেতার আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় কলকাতা হাই কোর্টের শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডি-কে পক্ষ বা পার্টি করার নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছিলেন রাজ্যের তিন মন্ত্রী। প্রধান বিচারপতির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ফিরহাদরা। তবে, হাই কোর্টে না হলেও এবার সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন তাঁরা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। রাজ্যে নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে এত দ্রুত হারে বাড়ছে? তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখুক, এই আর্জি নিয়ে মামলার শুনানি হয় হাই কোর্টে। এই মামলায় ইডি-কে পক্ষ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই আর���জি জানান আইনজীবী শামিম আহমেদ। ওই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা-সহ অন্য নেতারা। তৃণমূল বিধায়কদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী সুহান মুখোপাধ্যায়। ওই জনস্বার্থ মামলাকে 'ভিত্তিহীন' বলে আদালতে দাবি করে আইনজীবীরা। এমনকী এই মামলার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি করেন আইনজীবীরা। এরপরই সুপ্রিম কোর্ট ওই মামলার শুনানির উপর স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত হাই কোর্টে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। যদিও হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ১৯ জন নেতা-মন্ত্রীর একটি তালিকা-সহ তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিয়ে জানান, ''২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই নেতা-মন্ত্রীদের সম্পত্তি অস্বাভাবিক ভাবে বেড়েছে। পাঁচ বছরে এঁদের সম্পত্তির কীভাবে এত বৃদ্ধি ঘটল? তা খতিয়ে দেখুক ইডি।'' এর প্রেক্ষিতে ওই মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতে যে ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি খতিয়ে দেখার আর্জি জানিয়েছিলেন শামিম, তাঁদের অধিকাংশই শাসক দল তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতা। রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, নেতারাও। ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, মদন মিত্র, শিউলি সাহার পাশাপাশি, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, জাভেদ আহমেদ খান, রাজ্জাক মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্যায় এমনকি, প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের নামও রয়েছে সেই তালিকায়। রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামও। তবে ওই ১৯ জনের মধ্যে দুজন প্রয়াত হয়েছেন। এবার সেই মামলাতেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। Read the full article
0 notes
atscorpsblog · 3 years ago
Text
চিটফান্ডের মালিকদের হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
চিটফান্ডের মালিকদের হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
চিটফান্ডের দিনের পর দিন মামলা চললেও মালিকপক্ষে কেউ আদালতে হাজির না থাকায় ক্ষতিগ্রস্তদের টাকা পাওয়ার বিষয়টি অন্ধকারেই থেকে যাচ্ছে। এই উপলব্ধি থেকে এমপিএস সহ চারটি চিটফান্ডের মালিকদের যেখান থেকে সম্ভব এনে আগামী শুনানিতে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই সংস্থাগুলির মধ্যে একমাত্র এমপিএস সংস্থার বেশ কয়েকজন…
Tumblr media
View On WordPress
0 notes
few-favorite-things · 5 years ago
Text
রাজ্যের রেশন বন্টন নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের Calcutta High court summoned latest report of ration distribution from government | kolkata
রাজ্যের রেশন বন্টন নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের Calcutta High court summoned latest report of ration distribution from government | kolkata
Tumblr media
জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়,রেশন দুর্নীতির আড়ালে রয়েছে একটি চক্র। সেই চক্রের আড়কাঠি
#কলকাতা:রাজ্যের রেশন বন্টন ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ। ১১ জুনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের থেকে। কার্যত রাজ্যের সমগ্র রেশন চিত্র রিপোর্টে  জানাতে নির্দেশ দেওয়া…
View On WordPress
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/71437
ইতিহাসে ৬ এপ্রিল
.
১৪৮৩ সালের এই দিনে চিত্রশিল্পের রেনেসাঁস যুগের ইতালিয়ান অন্যতম প্রধান শিল্পী রাফায়েল জন্ম গ্রহন করেন।
১৫২০ সালের এই দিনে চিত্রশিল্পের রেনেসাঁস যুগের ইতালিয়ান অন্যতম প্রধান শিল্পী রাফায়েল মৃত্যু বরণ করেন।
১৭১২ সালের এই দিনে নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৭৯৩ সালের এই দিনে ফরাসী বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
১৮২৯ সালের এই দিনে নরওয়েজীয় গণিতবিদ নিল্‌স হেনরিক আবেল মৃত্যু বরণ করেন।
১৮৪৯ সালের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলীর জন্ম।
১৮৭৬ সালের এই দিনে কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
১৮৯৬ সালের এই দিনে এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
১৯০৯ সালের এই দিনে এপ্রিল দৰিণ আফ্রিকার ব্যাটসম্যান জেরাল��ড বন্ড জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২৮ সালের এই দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যান রয়া কিলনার মৃত্যুবরণ করন।
১৯৩০ সালের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন।
১৯৩১ (মতান্তরে ১৯২৯) সালের এই দিনে সুচিত্রা সেনের জন্মদিন।
১৯৪২ সালের এই দিনে জাপানী বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
১৯৪৮ সালের এই দিনে জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে ।
১৯৬৬ সালের এই দিনে গণদাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ)কে মুক্তি দিতে বাধ্য হন।
১৯৬৭ সালের এই দিনে কবিয়াল রমেশ চন্দ্র শীলের মৃত্যু।
১৯৬৮ সালের এই দিনে জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
১৯৮৬ সালের এই দিনে ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৯৯২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞান কল্প-কাহিনীর লেখক এবং প্রাণ-রসায়নবিদ আইজ্যাক আসিমভ পরলোকগমন করেন।
১৯৯২ সালের এই দিনে মুসলিম রাষ্ট্র বসনিয়ার স্বাধীনতা লাভ।
১৯৯৩ সালের এই দিনে মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
২০০৮ সালের এই দিনে দৰিণ আফ্রিকা ইনি���স ও ৯০ রানে ভারতের বিপৰে জয়ী হয়।
0 notes
shachisharma90 · 3 years ago
Text
হাঁসখালি : মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি  - S Newz
S Newz - হাঁসখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সুস্মিতা সাহা দত্তের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদার্য্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি…
from Snewzin's Favorite Links from Diigo https://snewz.in/hanskhali-hearing-in-the-cheif-justices-bench-on-tuesday/191198/
0 notes
kabirbd · 4 years ago
Text
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের তাকে স্যার নট মাই লর্ড ডাকতে বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আমাকে 'স্যার' বলে 'আমার প্রভু' নয়
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের তাকে স্যার নট মাই লর্ড ডাকতে বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আমাকে ‘স্যার’ বলে ‘আমার প্রভু’ নয়
পরবর্তী খবর
মায়ের দুধ প্রতিদিন নিরীহদের জন্য লেহ থেকে দিল্লি আসে, এটি 1000 কিলোমিটার যাত্রা
Source link
View On WordPress
0 notes
sentoornetwork · 5 years ago
Text
ধনকর রাজ্যপাল পদে শপথ নিলেন
New Post has been published on https://sentoornetwork.com/new-governor-dhankhar-sworn-in-today/
ধনকর রাজ্যপাল পদে শপথ নিলেন
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার রাজভবনের শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি নায়ার রাধাকৃষ্ণন অাজ নবনিযুক্ত রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান। কেশরীনাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন তিনি। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সামনে এদিন রাজভবনে কেন্দ্রীয় হলে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শপথ গ্রহণ শেষ হয়। এরপর মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা চক্রে খোশমেজাজে দেখা যায় নব নিযুক্ত রাজ্যপালকে। ধনকর রাজ্যের ২১ তম রাজ্যপাল হিসাবে শপথ নেন।
0 notes
few-favorite-things · 5 years ago
Text
আনলক ১ ও লকডাউন শিথিল করা নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
আনলক ১ ও লকডাউন শিথিল করা নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Tumblr media
বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া আনলক ওয়ান ও রাজ্যে লকডাউন শিথিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামী শুক্রবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চে। মামলা দায়েরের পর মামলাকারী
View On WordPress
0 notes
digantablr-blog · 6 years ago
Text
যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তে কলকাতা হাইকোর্টের অনুমোদন
যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তে কলকাতা হাইকোর্টের অনুমোদন
সম্প্রসারণের উদ্দেশে যশোর রোডের ভারতীয় অংশে গাছ কাটার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকভাবে উড়ালসেতু নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ৩৫৬টি গাছ কাটার ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্তে অনুমোদন দিলো কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিত বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এমন রায় দেন।
আদালত জানিয়েছে, উন্নয়নের প্রশ্নে ৩৫৬ গাছ কাটাতে…
View On WordPress
0 notes
dhakacrimetv-blog · 7 years ago
Photo
Tumblr media
বিনা যুদ্ধে জেতা নির্বাচনের বৈধতা স্টাফ রিপোর্টার মোঃ শাওন খান: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের মধ্যরাতের আদেশের পরিণামে ক্ষমতাসীন বিজেপিদলীয় ৭২ ঘণ্টার এক মুখ্যমন্ত্রীর লজ্জাজনক বিদায়, তার আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ৩৪ শতাংশ আসনে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচিত ব্যক্তিদের প্রজ্ঞাপন জারি স্থগিত করা এবং পঞ্চায়েত নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলে কলকাতা হাইকোর্টের বিরল আদেশগুলো সত্যি চমকপ্রদ। নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবেশী উচ্চ আদালতের হস্তক্ষেপগুলো আমাদের নির্বাচনী বছরে বেশ উৎসাহের সঙ্গেই পর্যবেক্ষণের দাবি রাখে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৯ মে বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ট্র্যাপে ফেলার ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্র্যাপে আটকা পড়েছেন! এর বৈধতার প্রশ্নে ভারতীয় সুপ্রিম কোর্টে আগামী ৩ জুলাই শুনানির দিনক্ষণ স্থির আছে। একটি গণতান্ত্রিক নির্বাচনে যেখানে প্রার্থী হওয়ার যোগ্যতাসম্পন্ন আমজনতা ও বিরোধীদলীয় প্রার্থীরা গায়েব হয়ে যাননি, সেখানে ব্যাপকভিত্তিক আসনে কী করে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন সাংবিধানিকভাবে বৈধ হতে পা��ে?প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ ৩০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনায় ইতিমধ্যে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া ওই ৩০ শতাংশ আসনে যাতে ভোটের ফলাফলের গেজেট না করা হয়। ভারতের প্রধান বিচারপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিতদের’ ফলাফল আটকে বলেছেন, ‘গণতন্ত্রে ভোটের পবিত্রতা বজায় রাখতে পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করাতে হবে।’বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ শতাংশের বেশি আসনে ক্ষমতাসীনদের নির্বাচিত হওয়ার বৈধতার একটি আইনি ফয়সালা ৩ জুলাই সুপ্রিম কোর্টে আমরা প্রত্যক্ষ করব। হোক পঞ্চায়েত নির্বাচন, তবু উপমহাদেশের সব থেকে মর্যাদাসম্পন্ন সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী বলেন, সেটা অত্যন্ত আগ্রহভরে দেখার বিষয়। বাংলাদেশের ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনে অর্থাৎ শতকরা ৫০ ভাগের বেশি আসনে জয়লাভের বৈধতা চ্যালেঞ্জ হয়েছিল, কিন্তু তা সমর্থিত হয়েছিল।বিজেপি, কংগ্রেস ও বামেরা বলেছে, তৃণমূলের সশস্ত্র ক্যাডারদের শ্বেত সন্ত্রাসের শিকার হয়ে তাদের প্রার্থীরা মনোনয়নপত্রই জমা দিতে পারেননি। ওই সব আসনে ক্ষমতাসীনেরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা এই অভিযোগ, বলা বাহুল্য ঢের কম বিশ্বাসযোগ্যতার সঙ্গে নাকচ করে বলেছেন, ‘ওসব আসনে বিরোধীদের পা রাখার জায়গা নেই, তাই তারা মনোনয়নপত্র দাখিলই করেনি!’ তিনি দিব্যি জনগণকে ধারণা দিয়েছেন যে ২০ হাজারের বেশি তৃণমূল প্রার্থীর বিপরীতে তাঁর চিহ্নিত প্রতিপক্ষ বিরোধী দল ছাড়া একজন আমজনতার পক্ষেও প্রার্থী হওয়া সম্ভব ছিল না। পঞ্চায়েতব্যবস্থা গ্রামের, বাড়ি বাড়ির গণতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছেন বলে মনে হয়। কারণ, তিনি মনে করেন তাঁর রাজ্যে যেকোনো মূল্যে উন্নয়ন শুধু তাঁর নেতৃত্বেই হতে হবে।বীরভূমের একটি সমগ্র জেলার ৪২টি জেলা পরিষদীয় আসনের মধ্যে মাত্র একটিতে বিজেপির এক নারী প্রার্থী দাঁড়িয়েছিলেন। কীভাবে যেন তাঁর মনোনয়নপত্র টিকে যায়। মমতার নিরঙ্কুশ গণতন্ত্রে এটা ছিল এক পোঁচ কালি লেপনের মতো। তাই ভদ্রমহিলাকে আচমকা দেখা গেল তিনি প্রার্থিতা প্রত্যাহার করে বলেছেন, বিজেপি নয়, তিনি তৃণমূলের কর্মী! গত ৪০ বছরে আটটি নির্বাচনে এ রকম ফাঁকা মাঠে জয়ীদের মোট সংখ্যা ছিল ২৩ হাজার ১৮৫। এবারের একটিতেই বিনা যুদ্ধে জেতা তৃণমূলীর সংখ্যা ২০ হাজার ৭৬।কলকাতা হাইকোর্ট বামেদের আরজি আমলে নিয়ে ই-মেইলে মনোনয়নপত্র ��াখিল বৈধ বলেছেন। সুপ্রিম কোর্ট তা আটকে দিয়েছেন, তারও সুরাহা ৩ জুলাই। অভিযোগ হলো সরকারি দলের গুন্ডামিতে ভীতসন্ত্রস্ত বিরোধীদলীয় প্রার্থীরা উপায়ান্তর না দেখে ই-মেইলে প্রায় ২ হাজার মনোনয়নপত্র জমা দেন। তবে কলকাতা হাইকোর্ট তার কিছু আগে হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অনুমোদন দেন। সুপ্রিম কোর্টে তা স্থগিত হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরে বিরোধী দলের এ রকম আট হোয়াটসঅ্যাপ প্রার্থীর মধ্যে পাঁচজন জয়ীও হয়েছেন।বাংলাদেশে আমাদের গোটা নির্বাচনব্যবস্থায় ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট হওয়ার মতোই অবাধ ও সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল একটি বিরাট সমস্যা হিসেবে দেখা দেবে। ইতিমধ্যে একই দলের বিদ্রোহী প্রার্থী দমনে ২০১৪ সালের সাধারণ নির্বাচন এবং তার আগে ও পরের স্থানীয় সরকারের নির্বাচনগুলোর যে চিত্র আমাদের সামনে রয়েছে, তাতে কলকাতা হাইকোর্টের ডিজিটাল নির্দেশনাটি বাংলাদেশের নির্বাচন কমিশন অনুসরণ করতে পারে। এখন যদি ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ভাইবার কি টেলিগ্রামের মতো মাধ্যমে শান্তিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আইন আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে ক্ষতি কি। পশ্চিমবঙ্গের ইসি সুপ্রিম কোর্টে নালিশ দিয়েছে, এটা তো বিদ্যমান বিধিতে নেই।কলকাতা হাইকোর্টের রায়টি এমন একটি সময়ে এসেছে, যখন বাংলাদেশের সঙ্গে কলকাতার সাংস্কৃতিক মেলবন্ধন আরও বাড়ছে। ২৫ মে শান্তিনিকেতন চত্বরে বাংলাদেশের অর্থায়নে গড়ে ওঠা বাংলাদেশ ভবন দ্য হিন্দুর খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতা হাইকোর্টের উল্লিখিত ই-মেইল ও হোয়াটসঅ্যাপ সিদ্ধান্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা বিজয় কৃষ্ণ গোখলের সেই উক্তিটিও স্মরণ করিয়ে দিচ্ছে, ‘বাঙালি আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল’। ডিজিটাল উপায়ে মনোনয়নপত্র গ্রহণের এই ব্যবস্থা ভারতের ভেতরে ও বাইরে সর্বত্র ছড়িয়ে পড়তে খুব সময় লাগবে বলে মনে হয় না।অবশ্য ডিজিটাল বাংলাদেশ নামকরণ করায় এ নিয়ে সম্ভাবনা ও ভয় দুটোই আছে। অনেকের কাছে প্রশ্ন শুনি, আচ্ছা বলুন তো, ভারতে কি সংসদ রেখে নির্বাচন হয়, নাকি ভেঙে দিয়ে। যখন বলি: সংসদ ভেঙে দিয়ে। তখন এক পক্ষের লোকের চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে। আরেক দলের চোখমুখে কিছুটা অন্ধকার নামে। তবে একটু বাদে যখন ব্যাখ্যা দিয়ে বলি, আসলে হয়েছে কি, ভারতের এক ডজন লোকসভা নির্বাচনের মধ্যে মাত্র তিনটি কি চারটি নির্বাচন লোকসভা রেখে হয়েছে। কিন্তু ব্রিটেনে কোনো ব্যতিক্রম নেই। সব সময় সংসদ ভেঙে নির্বাচন হয়। সুতরাং বিদেশ�� উদাহরণ আমাদের শাসক দলগুলো তার মর্জি অনুযায়ী গ্রহণ বা বর্জন করে থাকে। মাত্র ১৫-১৬ বছরের ব্যবধানে তত্ত্বাবধায়ক সরকার প্রচলনের দাবি নাকচ এবং তা বিলোপে যথাক্রমে বিএনপি ও আওয়ামী লীগ মূলত বিদেশি উদাহরণ ব্যবহার করেছে। বলেছে, কোনো উন্নত দেশে এটা নেই।সামনের দিনগুলোতে যদি আমরা ধরে নিই যে নির্বাচনগুলো আর কারচুপিমুক্ত থাকবে বলে মনে ��বে না, কিংবা একটি বিশেষ প্রতীক মানেই বিজয়ের নিশ্চয়তা, তখন ভোটারদের কদর আরও কমবে, নির্বাচনী প্রচারণা প্রকৃত জৌলুশ হারাবে। ক্ষমতাসীন দলের অভ্যন্তরে গণতন্ত্রচর্চা আরও কমবে। সংবিধানের চেতনার ক্ষয় হতে থাকলে দলীয় সংবিধানের চেতনা টিকতে পারে না। তার লক্ষণ ইতিমধ্যে ফুটে উঠেছে। গাজীপুরে যেভাবে ক্ষমতাসীন দল সিটি মেয়র প্রার্থী চাপিয়েছে, এই ধারা আরও বিস্তৃত হবে। তখন বিদ্রোহী প্রার্থী দমন করাই হবে নির্বাচন কমিশনের মুখ্য মাথাব্যথা।ছাত্রলীগের কমিটি গোপন ব্যালটে হতে না পারা এবং পরিস্থিতি এড়াতে বয়সসীমা হঠাৎ এক বছর বাড়িয়ে দেওয়ার মতো উপসর্গগুলো উদ্বেগজনক। তাই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ইলেকট্রনিক মনোনয়নপত্র দাখিলের যে প্রথা কলকাতা হাইকোর্ট চালু করলেন, সেটা আমরা সব স্তরের নির্বাচনে নিতে পারি। শুধু পারি বললে ভুল হবে, হয়তো রবিঠাকুরের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ গাইতে গাইতে আমাদের প্রার্থীরা অন্তত অবাধে মনোনয়নপত্র দাখিল করার পথ বেছে নিতে পারেন।
0 notes