#ওরাল সেক্স
Explore tagged Tumblr posts
Text
ওরাল সেক্সের মাধ্যমে আক্রান্ত হতে পারেন যৌনরোগে! যৌন স্বাস্থ্য টিপস
ওরাল সেক্সের মাধ্যমে আক্রান্ত হতে পারেন যৌনরোগে! যৌন স্বাস্থ্য টিপস
অনেকেই ওরাল সেক্স পছন্দ করেন। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ওরাল সেক্সের মাধ্যমে নারী যৌনাঙ্গে Bacterial Vaginosis (BV) নামক এক প্রকার রোগের সংক্রমণ ঘটে থাকে। PLOS Biology নামক একটি জার্নালে প্রকাশিত গবেষণা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে। তবে Bacterial Vaginosis (BV) কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনরোগ নয়। নারী যোনিতে সাধারণ যে সকল ব্যাকটেরিয়া থাকে, সেখানে কোন ভারসাম্যের…
View On WordPress
#ওরাল সে���্স#যৌন রোগের চিকিৎসা#যৌন স্বাস্থ্য#যৌন স্বাস্থ্য টিপস#যৌন স্বাস্থ্য ভালো রাখার উপায়#স্বাস্থ্য টিপস ২০২১#স্বাস্থ্য টিপস ২০২২#স্বাস্থ্য টিপস প্রতিদিন#স্বাস্থ্য টিপস বাংলা#স্বাস্থ্য টিপস ব্লগ
0 notes
Link
ওরাল সেক্স কি জানুন।
আপনার যৌন জ্ঞান বৃদ্ধি করতে ওরাল সেক্স করার টিপস, ওরাল সেক্স করার নিয়ম, ওরাল সেক্সের ক্ষতি সম্পর্কে জানুন আমার বাংলা পোস্ট.কম ব্লগ থেকে।
Read more all oral sex news at : https://www.amarbanglapost.com/tag/oral-sex-guide/
0 notes
Photo
ওরাল সেক্সে গনোরিয়ার ঝুঁকি ওরাল সেক্স (যৌনক্রিয়ার ক্ষেত্রে মৌখিক স্পর্শ বা মুখমেহন) করলে ভয়ংকর মাত্রায় গনোরিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আর সাম্প্রতিক সময়ে জন্মনিরোধক ব্যবহারে অনীহা বাড়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ডব্লিউএইচও সতর্ক করেছে, এভাবে যদি কারও গনোরিয়া রোগটি হয়ে যায়, তাহলে এ সময়ে তা নিরাময় করা অনেক কঠিন। কিছু ক্ষেত্রে তা অসম্ভবও বটে। ৭৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও বলছে, গনোরিয়া ভয়াবহভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়, গনোরিয়ার জীবাণু যৌনাঙ্গ, মলদ্বার এবং গলার ভেতরে সংক্রমণ ঘটায়। ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা জানান, যৌনতার মাধ্যমে ছড়ানো এই রোগের সংক্রমণ শক্তিশালী অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগ নিরাময়ে কার্যকরী নতুন ওষুধ খুব বেশি নেই। এ কারণে বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে। সারা বিশ্বে প্রতিবছর প্রায় ৭ কোটি ৮০ লাখ মানুষ যৌনতার মাধ্যমে সংক্রমণজনিত এ রোগে আক্রান্ত হয়। আর এর কারণে কেউ বন্ধ্যাও হয়ে যেতে পারে। ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ থিওডোরা উয়ি বলেন, জাপান, ফ্রান্স ও স্পেনে কমপক্ষে তিনটি ঘটনা পাওয়া গেছে, যেখানে গনোরিয়া রোগটি পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। থিওডোরা আরও বলেন, ‘গনোরিয়ার জীবাণু খুবই স্মার্ট। এর চিকিৎসায় ��তবার নতুন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, ততবারই তা ওই অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে পারে। আরও চি��্তার বিষয় হলো, এই রোগটি দরিদ্র দেশগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে। সেখানে এই রোগের জীবাণু ওষুধকে কতটা প্রতিরোধ করতে পারে, তা জানাটা দুরূহ।’ এ প্রসঙ্গে থিওডোরা উয়ি বলেন, যখন সাধারণ গলার সংক্রমণ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তখন তা নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ার সঙ্গে মিলিত হয়। আর এ কারণেই ওই ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। আর ওরাল সেক্সের মাধ্যমে হওয়া গনোরিয়ার ব্যাকটেরিয়া যদি একই ধরনের পরিবেশ পায়, তাহলে তা ‘সুপার গনোরিয়া’ তৈরি করতে পারে। প্রতিবেদনে বলা হয়, নেইসেরিয়া গনোরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ার সংক্রমণেই মানুষের এই গনোরিয়া রোগটি হয়ে থাকে। এটা স্বাভাবিক যৌনতা, ওরাল সেক্স ও পায়ুকামের মাধ্যমে ছড়ায়। এ রোগ হলে যৌনাঙ্গ থেকে সবুজ বা হলুদাভ পুঁজের মতো বের হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া এবং নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় একজন ও তিন-চতুর্থাংশ নারীদের এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না। এ রোগ প্রতিরোধ করা না গেলে বন্ধ্যত্ব হয়ে যেতে পারে। আর গর্ভাবস্থায় এ রোগের সংক্রমণ হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে। ডব্লিউএইচও বলছে, গনোরিয়ার বিপজ্জনক মাত্রা প্রতিরোধে প্রতিটি দেশে পর্যবেক্ষণ জোরদার করতে হবে এবং নতুন ওষুধ তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। দ্য গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের সদস্য মনিকা বালাসেগারাম বলেন, পরিস্থিতি ভয়াবহ। এত ওষুধের মধ্যে মাত্র তিনটি ওষুধ গবেষণার পর্যায়ে রয়েছে। সেগুলো আদৌ কার্যকর হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্যাবলার বলেন, গনোরিয়ার জীবাণু এতটাই শক্তিশালী যে গত ১৫ বছরে তিন দফা চিকিৎসাপদ্ধতি বদলাতে হয়েছে। এখন যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেটাই শেষ পদ্ধতি। তবে উদ্বেগের বিষয় হলো, এই পদ্ধতিও বিফল হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে এখন ওরাল সেক্স করার হার বাড়ছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের কাছে এটা খুব স্বাভাবিক বিষয়। যুক্তরাজ্যের প্রথম ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলসে (১৯৯০-৯১) বলা হয়েছে, দেশটির ৬৯ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৬৫ দশমিক ৬ শতাংশ নারী শারীরিক সংসর্গের সময় সঙ্গীদের সঙ্গে ওরাল সেক্স করেন। যুক্তরাজ্যে দ্বিতীয়বার করা ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলসে (১৯৯৯-২০০১) বলা হয়েছে, দেশে ওরাল সেক্স করা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছ। ৭৭ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৭৬ দশমিক ৮ শতাংশ নারী শারীরিক সংসর্গের সময় সঙ্গীদের সঙ্গে ওরাল সেক্স করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সার্ভেতে দেখানো হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী নারী-পুরুষদের মধ্যে দুই-তৃতীয়াংশই ওরাল সেক্সে অভ্যস্ত।
0 notes
Photo
ওরাল সেক্সে দ্রুত ছড়িয়ে পড়ছে গনোরিয়া ! শারীরিক সংসর্গের সময় ওরাল সেক্স (যৌনক্রিয়ার ক্ষেত্রে মৌখিক স্পর্শ বা মুখমেহন) করলে ভয়ংকর মাত্রায় গনোরিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আর সাম্প্রতিক সময়ে জন্মনিরোধক (কনডম) ব্যবহারে অনীহা বাড়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ডব্লিউএইচও সতর্ক করেছে, এভাবে যদি কারও গনোরিয়া রোগটি হয়ে যায়, তাহলে এ সময়ে তা নিরাময় করা অনেক কঠিন। কিছু ক্ষেত্রে তা অসম্ভবও বটে। ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা বলছেন, যৌনতার মাধ্যমে ছড়ানো এই রোগের সংক্রমণ শক্তিশালী অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগ নিরাময়ে কার্যকরী নতুন ওষুধ খুব বেশি নেই। এ কারণে বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে। সারা বিশ্বে প্রতিবছর প্রায় ৭ কোটি ৮০ লাখ মানুষ যৌনতার মাধ্যমে সংক্রমণজনিত এ রোগে আক্রান্ত হয়। আর এর কারণে কেউ বন্ধ্যাও হয়ে যেতে পারে। ৭৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও বলছে, গনোরিয়া ভয়াবহভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। আন্তর্জাতিক এ সংস্থাটির বিশেষজ্ঞ থিওডোরা উয়ি বলেন, জাপান, ফ্রান্স ও স্পেনে কমপক্ষে তিনটি ঘটনা পাওয়া গেছে, যেখানে গনোরিয়া রোগটি পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। থিওডোরা উয়ি বলেন, ‘গনোরিয়ার জীবাণু খুবই স্মার্ট। এর চিকিৎসায় যতবার নতুন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, ততবারই তা ওই অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে পারে। আরও চিন্তার বিষয় হলো, এই রোগটি দরিদ্র দেশগুলোতে সবচেয়ে বেশি হচ্ছে। সেখানে এই রোগের জীবাণু ওষুধকে কতটা প্রতিরোধ করতে পারে, তা জানাটা দুরূহ।’ প্রতিবেদনে বলা হয়, গনোরিয়ার জীবাণু যৌনাঙ্গ, মলদ্বার এবং গলার ভেতরে সংক্রমণ ঘটায়। এ প্রসঙ্গে থিওডোরা উয়ি বলেন, যখন সাধারণ গলার সংক্রমণ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তখন তা নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ার সঙ্গে মিলিত হয়। আর এ কারণেই ওই ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। আর ওরাল সেক্সের মাধ্যমে হওয়া গনোরিয়ার ব্যাকটেরিয়া যদি একই ধরনের পরিবেশ পায়, তাহলে তা ‘সুপার গনোরিয়া’ তৈরি করতে পারে। থিওডোরা উয়ি বলেন, যুক্তরাষ্ট্রে সমকামী পুরুষদের মধ্যে ফারিনজেল সংক্রমণের মাধ্যমে গনোরিয়া জীবাণু ক্রমশ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। আর জন্মনিরোধক ব্যবহার না করার কারণে এইচআইভি/এইডসসহ এ ধরনের জীবাণুর সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে। প্রতিবেদনে বলা হয়, নেইসেরিয়া গনোরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ার সংক্রমণেই মানুষের এই গনোরিয়া রোগটি হয়ে থাকে। এটা স্বাভাবিক যৌনতা, ওরাল সেক্স ও পায়ুকামের মাধ্যমে ছড়ায়। এ রোগ হলে যৌনাঙ্গ থেকে সবুজ বা হলুদাভ পুঁজের মতো বের হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া এবং নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় একজন ও তিন-চতুর্থাংশ নারীদের এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না। এ রোগ প্রতিরোধ করা না গেলে বন্ধ্যত্ব হয়ে যেতে পারে। আর গর্ভাবস্থায় এ রোগের সংক্রমণ হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে। ডব্লিউএইচও বলছে, গনোরিয়ার বিপজ্জনক মাত্রা প্রতিরোধে প্রতিটি দেশে পর্যবেক্ষণ জোরদার করতে হবে এবং নতুন ওষুধ তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। দ্য গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের সদস্য মনিকা বালাসেগারাম বলেন, পরিস্থিতি ভয়াবহ। এত ওষুধের মধ্যে মাত্র তিনটি ওষুধ গবেষণার পর্যায়ে রয়েছে। সেগুলো আদৌ কার্যকর হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডব্লিউএইচও বলছে, গনোরিয়া রোগ ঠেকাতে যেকোনোভাবে ভ্যাকসিন তৈরি করতেই হবে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্যাবলার বলেন, গনোরিয়ার জীবাণু এতটাই শক্তিশালী যে গত ১৫ বছরে তিন দফা চিকিৎসাপদ্ধতি বদলাতে হয়েছে। এখন যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেটাই শেষ পদ্ধতি। তবে উদ্বেগের বিষয় হলো, এই পদ্ধতিও বিফল হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে এখন ওরাল সেক্স করার হার বাড়ছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের কাছে এটা খুব স্বাভাবিক বিষয়। যুক্তরাজ্যের প্রথম ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলসে (১৯৯০-৯১) বলা হয়েছে, দেশটির ৬৯ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৬৫ দশমিক ৬ শতাংশ নারী শারীরিক সংসর্গের সময় সঙ্গীদের সঙ্গে ওরাল সেক্স করেন। যুক্তরাজ্যে দ্বিতীয়বার করা ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলসে (১৯৯৯-২০০১) বলা হয়েছে, দেশে ওরাল সেক্স করা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছ। ৭৭ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৭৬ দশমিক ৮ শতাংশ নারী শারীরিক সংসর্গের সময় সঙ্গীদের সঙ্গে ওরাল সেক্স করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সার্ভেতে দেখানো হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী নারী-পুরুষদের মধ্যে দুই-তৃতীয়াংশই ওরাল সেক্সে অভ্যস্ত।
0 notes
Text
সেকচুয়াল ইভোল্যুলিউশন ও নারীর মন
সেকচুয়াল ইভোল্যুলিউশন ও নারীর মন
নারীর মন; সেক্স, সেকচুয়াল ইভ্যোলুশন, গ্রুপ সেক্স, এক্সট্রা-মেরিটাল সেক্স, এনাল সেক্স, ওরাল সেক্স ও সমকামীতা … সেক্স অনেক প্রাচীন। মহাদেশ থেকেও পুরাতন, ডায়নোসর থেকেও বৃদ্ধ এবং প্রাচীন সকল বৃক্ষ থেকে! পাখি, মৌমাছি অথবা প্রাইমেট সবাই এটি করেছে, আর নারীরা এটা তখনই করেছিলো যখন সুপারনোভার জন্ম হয় , কিন্তু সবসময় পুরুষই প্রথম ডিস গ্রহণ করেছে। একটি স্টেরিওটাইপ, নিশ্চয়, কিন্তু এটা কী সত্য? আসলেই…
View On WordPress
0 notes
Photo
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করলো,ওরাল সেক্স বিপজ্জনক https://ift.tt/2XdAXyd
0 notes
Link
0 notes
Text
ভয়ঙ্কর মাত্রার ব্যাকটেরিয়া ছড়াচ্ছে ‘ওরাল সেক্স’এর কারণে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
New Post has been published on https://badwipbarta.com/2017/07/09/%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0/
ভয়ঙ্কর মাত্রার ব্যাকটেরিয়া ছড়াচ্ছে ‘ওরাল সেক্স’এর কারণে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বদ্বীপ বার্তা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, কনডম ব্যবহারে অনিহার কারণে গনোরিয়া রোগ ছড়িয়ে পড়ছে এবং ‘ওরাল সেক্স’ এর কারণে গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে।
সংস্থাটি আরো বলছে, এমন পরিস্থিতিতে কেউ যদি গনোরিয়ায় আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে ‘অসম্ভব’।
ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, যৌন সংসর্গের মাধ্যমে ছড়ানো এই রোগের জীবাণু অ্যান্টোবায়োটিকের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নতুন অ্যান্টোবায়োটিক উদ্ভাবনে খুব বেশি সাফল্য এখনও না আসায় পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়েছে।
বিশ্বে প্রায় সাত কোটি ৮০ লাখ মানুষ প্রতি বছর এ রোগ সংক্রমণের শিকার হচ্ছেন, যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানে অক্ষমতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও অন্তত ৭৭টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছে, গনোরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে।
সংস্থাটির বিশেষজ্ঞ ডাক্তার তিওডোরা উয়ি বলছেন, জাপান, ফ্রান্স ও স্পেনে অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে যেখানে গনোরিয়া পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়।
“গনোরিয়ার জীবাণুকে খুবই স্মার্ট বলতে হবে। যতবার আপনি নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে এর ��িকিৎসা করতে চাইবেন, ততবারই তা প্রতিরোধের ক্ষমতা অর্জন করবে।”- বলছেন তিওডোরা উয়ি।
আরও চিন্তার বিষয় হলো, গরিব দেশগুলোতে গনোরিয়া সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে; যেখানে এই জীবাণু কতটা ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, সেই তথ্য পাওয়া কঠিন।
গলায় সংক্রমণ
গনোরিয়ার জীবাণু সাধারণত যৌনাঙ্গ, মলদ্বার বা গলার ভেতরে সংক্রমণ ঘটায়।
তবে এর মধ্যে গলার সংক্রমণই চিকিৎসকদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ডা: উয়ি বলছেন, “সাধারণ গলাব্যথার জন্য এন্টিবায়োটিক ব্যবহার করলেও তাতে নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে”
“আর ‘ওরাল সেক্স’ এর মাধ্যমে যদি গনোরিয়ার ব্যাকটেরিয়া অর্থাৎ নেইসেরিয়া গনোরিয়া ওই পরিবেশ পায় তাহলে তা ‘সুপার গনোরিয়া’ তৈরি করতে পারে”।
“যুক্তরাষ্ট্রে সমকামী পুরুষদের মধ্যে গলবিলের (ফ্যারিংক্স) সংক্রমণের মাধ্যমে গনোরিয়া জীবাণু এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে” জানান ডা: উয়ি।
কনডম ছাড়া যৌন সম্পর্কে জড়ানোর কারণে এইচআইভি এইডস রোগ ছড়োনোর যেমন আশঙ্কা আছে তেমনি একই কারণে গনোরিয়া সংক্রমণের শঙ্কাও রয়েছে।
গনোরিয়া কী?
নেইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়।
সুরক্ষা ছাড়া যৌন সম্পর্ক বা ওরাল ও অ্যানাল সেক্সের কারণে গনোরিয়া ছড়িয়ে যেতে পারে।
এই রোগটির লক্ষণগুলো হলো- যৌনাঙ্গ থেকে হলুদ বা সবুজ রঙের পুঁজের মতো বের হতে পারে, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হতে পারে বা প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে৷ নারীদের তলপেটে ব্যথা ও ঋতুস্রাবে জটিলতাও দেখা দিতে পারে।
কিন্তু এই রোগে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি ১০ জনে একজন ও নারীদের তিন চতুর্থাংশ এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এ রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না।
আর এই রোগ যদি না সারে তাহলে তা বন্ধ্যাত্বের কারণও হতে পারে। গর্ভাবস্থায় এ রোগ সংক্রমণের শিকার হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গনোরিয়া রোগটি আরও বিপদজনক হয়ে ওঠা ঠেকানোর জন্য দেশে দেশে পর্যবেক্ষণ জোরদারের পাশাপাশি নতুন ওষুধ তৈরির গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।
‘ওরাল সেক্স’ গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গ্লোবাল এন্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের কর্মকর্তা ডাক্তার মনিকা বালাসেগারাম বলছেন, “পরিস্থিতি গুরুতর”।
“মাত্র তিনটি ওষুধ গবেষণার পর্যায়ে রয়েছে। সেগুলোর কোনোটি কার্যকর প্রমাণিত হবে কি না, সেই নিশ্চয়তাও নেই”।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গনোরিয়া ঠেকাতে নতুন ওষুধ তৈরি করতেই হবে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্যাবলার বলছেন, “গনোরিয়ার জীবাণু নতুন এন্টিবায়োটিকেও এত বেশি প্রতিরোধী হয়ে উঠেছে যে গত ১৫ বছরে তিন দফায় চিকিৎসা পদ্ধতি বদলাতে বাধ্য হয়েছে চিকিৎসকেরা”।
“এখন আমরা যে ওষুধ ব্যবহার করছি এটাই আমাদের শেষ ভরসা। উদ্বেগের বিষয় হল, সেই চিকিৎসাও ব্যর্থ হওয়ার তথ্য আমরা পাচ্ছি।”
‘ওরাল সেক্স’ কি এখন সাধারণ কোনো বিষয় হয়ে উঠেছে?
বিশ্বের মানুষ এখন আগের তু��নায় ‘ওরাল সেক্স’ – এ বেশি অভ্যস্ত হয়ে উঠেছে -এ কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ এ নিয়ে নির্ভরযোগ্য বৈশ্বিক কোনো তথ্য-উপাত্ত নেই।
তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য যাচাই করে বুঝা যায় যে দেশ দুটোতে এটা খুবই সাধারণ একটা বিষয়। বছরের পর বছর ধরে এমনটা হয়ে আসছে, এমনকি টিন-এজাররাও ‘ওরাল সেক্স’করছে।
যুক্তরাজ্যের মানুষের ‘সেক্সুয়াল বিহেভিয়ার ও লাইফস্টাইল’ নিয়ে জাতীয় একটি জরিপ চালানো হয় ১৯৯০-৯১ সালের মধ্যে। সেই জরিপে দেখা যায় ৬৯.৭ শতাংশ পুরুষ এবং ৬৫.৬ শতাংশ নারী প্রতি বছর তার বিপরীত লিঙ্গে কাছ থেকে ‘ওরাল সেক্স’ গ্রহণ করে বা দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় জরিপে গবেষকরা দেখেছেন, ১৫-২৪ বছর বয়সীদের দুই-তৃতীয়াংশই ‘ওরাল সেক্স’ এ অভ্যস্ত। বিবিসি
0 notes
Text
‘ওরাল সেক্স’ এর কারণে ভয়ঙ্কর মাত্রার ব্যাকটেরিয়া ছড়াচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টিবিটি নিউজঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, কনডম ব্যবহারে অনিহার কারণে গনোরিয়া রোগ ছড়িয়ে পড়ছে এবং ‘ওরাল সেক্স’ এর কারণে গনোরিয়ার জীবাণুকে এন্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে। সংস্থাটি আরো বলছে, এমন পরিস্থিতিতে কেউ যদি গনোরিয়ায় আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে ‘অসম্ভব’। ডাব্লিউএইচও’র প্রতিবেদনে বলা…
View On WordPress
0 notes
Text
সহবাসের আগে কী করবেন? বিপদে পড়তে না চাইলে মেনে চলুন এই টিপস
New Post has been published on https://is.gd/NJQtUL
সহবাসের আগে কী করবেন? বিপদে পড়তে না চাইলে মেনে চলুন এই টিপস
প্রথমবার সহবাস! আগে-পরে নানা প্রশ্ন মনে ভিড় করে আসে। অস্পষ্ট ধারণা নিয়ে না এগোনোই উচিত। কারও দরকার হতে পারে প্রি-ম্যারেজ কাউন্সেলিং। কখনও আবার জরুরি বিয়ের আগে কিছু মেডিক্যাল টেস্ট। জীবনের মোস্ট ওয়ান্টেড সময় কী করবেন? কী করবেন না? জেনে নিন বিশিষ্ট গাইনোকলজিস্টের টিপস। এটা এমন একটা বিষয়, যার কোনো ঠিক ভুল হয় না। মাঝেমধ্যে বিজ্ঞানও এক্ষেত্রে ফেল হয়। কারও কাছে ধাঁধার মতো জটিল। কারও কাছে জলবৎ তরলং। নেই কোনও প্যারামিটার। শুধু ভালোবাসার মানুষ পাশে থাকলেই ইকুয়েশন মিলবে। বিষয়টা কী বলুন তো? বলে দিলেই পড়তে পড়তে মোবাইলের স্ক্রিন ঢাকা দেওয়ার জন্য উতলা হয়ে উঠবেন। যাতে পাশের লোকটা ভাগ না পায়। কিন্তু পড়বেন ঠিকই। পড়ার পর লেখককেও হয়তো দুটো কথা শুনিয়ে দেবেন। তবু পড়বেন। ‘সেক্স’। ছোট্ট একটা শব্দ। তাকে নিয়ে মানুষের যত লাজলজ্জা। রাখঢাক। অথচ মনে ইচ্ছে ষোলোআনা। নেটফ্লিক্স যতই সেক্স এডুকেশন নিয়ে দুই সিজনের তথ্যচিত্র বানাক, স্কুলস্তরে পাঠ্য বিষয়ের কথা উঠুক। সময় এলে অনেক অভিজ্ঞতাই প্র্যাক্টিক্যাল ফিল্ডে কাজে আসে না। তাই সব রকম ভয় কাটিয়ে পার্টনারের সঙ্গে খোলাখুলি কথা বলাটাই শ্রেয় বলে জানাচ্ছেন বিশিষ্ট গাইনোকলজিস্ট ডা. পল্লব গঙ্গোপাধ্যায়। প্রথমবার পার্টনারের সঙ্গে সহবাসে যেতে হলে কী কী কথা খেয়াল রাখবেন? চিকিৎসক বললেন, ‘পার্টনারের সঙ্গে খোলাখুলি কথা বলাটা ভীষণ জরুরি। সেই সঙ্গে অবশ্যই দরকার কিছু মেডিক্যাল টেস্টের। কিন্তু আপনি কখন কী চাইছেন, সেটা নিজের থেকে ভাল কেউ জানে না, এটা বোঝাটাও প্রয়োজন।’ ‘ফোরপ্লে’ থেকে শুরু করে ‘ইন্টারকোর্স’, যে কোনও স্টেপে ‘চরম সুখ’ পেতে আগে ডাক্তারি পরীক্ষাগুলো খুব জরুরি। কারণ, এতে আপনার মানসিক স্বস্তি থাকে। শুধু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ (এইচআইভি) নয়। হেপাটাইটিস বি, সিফিলিস, গনোরিয়া, ক্যামাইডিয়ার মতো টেস্ট করানো খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে থ্যালাসেমিয়া টেস্টও দরকারি। যৌনতার চেকলিস্ট এখানেই শেষ নয়। বিয়ের পর পর দেখে নিন, পার্টনারের কোনও স্কিনের রোগ আছে কি না। রাউন্ড ওয়ার্ম বা দাদের মতো চর্মরোগের সমস্যা এখন ঘরে ঘরে। এমনটাই বলছে সাম্প্রতিক রিপোর্ট। যা নিয়ে সহজে কেউ কথা বলতে চান না। সেক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ, ‘রোগ যেমনটাই হোক না কেন, রিস্ক না নিয়ে দু’জনেই চিকিৎসকের কাছে আসুন। যৌন সংসর্গের সময় যে কোনও রকমের ফাংগাল ইনফেকশন সারিয়েই সহবাসের কথা ভাববেন। না হলে হিতে বিপরীত।’ সাধারণের জন্য রইল আরও একটা কার্যকর টিপস। ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে বিছানাটা পরিষ্কার কিনা সবার আগে দেখুন। দীর্ঘদিন একই বিছানার চাদর ব্যবহার করলে বিপদ লুকিয়ে থাকে সেখানেও। আজকাল প্রি-ম্যারেজের পাশাপাশি পোস্ট-ম্যারেজ কাউন্সেলিং করাচ্ছেন অনেকেই। ডা. গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘আসলে রিল লাইফের সঙ্গে অনেকেই নিজেদের জীবনটা গুলিয়ে ফেলেন। সেখানেই সমস্যা তৈরি হয়। তখনই চিকিৎসকের কাছে দৌড়াতে হয়।’ কন্ডোম, ওরাল পিল অথবা ইনজেকশন। এগুলির যে কোনো একটা, কন্ট্রাসেপটিভ বা সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চাইলে করতেই পারেন। তবে আজকাল কেরিয়ারে কথা ভেবে অনেকেই লেট ম্যারেজ করছেন। তাদের ক্ষেত্রে কোন কন্ট্রাসেপটিভ কতটা ‘সেফ’, সেই বিষয়টা কাউন্সেলিংয়ের সময় ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিন। অনেকের মনেই আজও একটা ধারণা রয়েই গেছে, ‘প্রথম সহবাস মানেই কিন্তু মেয়েটির হাইমেন ছি���ড়বে এবং রক্তপাত হবে। এটি অত্যন্ত ভুল ধারণা। একবিংশ শতাব্দীতে সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরাও দৌড়াচ্ছে। ছেলেদের চিন্তাধারারও পরিবর্তন দরকার। চেম্বারে অনেকেই অনেক সমস্যা নিয়ে আসেন। এটা কোনো সমস্যা নয়। এটা আসলে অজ্ঞতা বলেই মনে করছেন চিকিৎসক। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন
0 notes
Text
বালকের সঙ্গে যৌনতা, যাজকের কারাদণ্ড
বালকের সঙ্গে যৌনতা, যাজকের কারাদণ্ড
অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক জর্জ পেল
গির্জায় শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক জর্জ পেলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মেলবোর্নের প্রধান গির্জায় গায়ক দলের ২ সদস্যকে দিয়ে দিয়ে ওরাল সেক্স করান তিনি। বিবিসি, এএফপি।
জর্জ পেল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানের কোষাধ্যক্ষ। প্রধানমন্ত্রীর বন্ধু পেলকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় গুরু বলা হয়।
পেল…
View On WordPress
0 notes
Text
স্বামী- স্ত্রী একে অপরের লিঙ্গতে মুখ দেয়া জায়েজ কি? ------------------------------- জনাব প্রশ্ন করেছেন স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগিয়ে চুষা জায়েজ অাছে কিনা?দেখুন! অাজকে অামাদের সমাজটা র এমন একটা অবস্হা যে ছেলে মেয়েদের এক যুগ কলেজ ভার্সিটিতে কাটিয়ে দিচ্ছে অথচ ছেলেটার এতটুকু জ্ঞান হয়না যে প্রসাব করে পানি ব্যবহার করতে হয় দুই অাঙ্গুলের ফাকে জিনিসটাকে ফেলে দুটা ঝাড়া দিয়ে পেন্টের চেইন লাগিয়ে খান্ত হয়ে পড়ে । মেয়েটা বার বছর কলেজে পড়েছে সে প্রসাব করে পানি ব্যবহার করেনা। অার পাক নাপাকের। মাসায়েল তো দুরের কথা।
যাই হোক -- মূল কথায় অাসি। প্রশ্ন করেছেন স্ত্রীর যোনি চোষা যাবে কিনা না দেখুন অামরা অা��কে পশ্চিমা বিশ্বের নোংরামি দেখে দেখে অবিকল তাই নকল করছি। ছেলে চুষছে মেয়ের যোনি। অার মেয়ে চোষছে ছেলের লিঙ্গ। অথচ একজন বললো ঐ দিন বললো যে হুজুর গত এক বছর এরকম করছি অথচ কোন হুজুরের মুখ থেকে এরকম অালোচনা শুনিনি অাজকে অাপনার লেখা যদি না পড়তাম অাজকে রাতেও এরকম করতাম। তার কারন হলো এটা না করলে অামার স্ত্রীর উত্তেজনা বাড়ে না। অার এটা মুলত অামাদের অভ্যাস।
মানুষ কুকুর শৃগালে অাজ পরিনত হচ্ছে অাপনি যখন দেখবেন কোন পশু পশুর সাথে জৈবিক চাহিদা পূরন করতে যায় তখন ঐ ধামড়টা ধামড়ির পিছনের রাস্তা নাক দিয়ে শুকতে থাকে। এটা তাদের নীতি। মানুষ অাজ পশুকেও ছাড়িয়ে যাচ্ছে । পশুর যে খাসিয়ত অাজ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। হজরত আয়েশা রাঃ বলেছেন আমি কখনো রাসূল সঃ সতর দেখিনি, তিনি ও আমার সতর দেখেন নি হাদিস শরিফে এটাও আছে, গোপনাঙ্গ দেখলে চোখের জোতি কমে যায়। এই কাজ টা অত্যন্ত ঘৃণিত এবং মারাত্মক যৌনাচারের বহিঃপ্রকাশ। উপরন্তু যে মুখে আল্লাহর কুরআন পাঠ করা হয়, আল্লাহ ও তাঁর রাসূলের নাম উচ্চারণ করা হয়, সে মুখকে এমন নিকৃষ্ট ও ঘৃণিত স্থানে ব্যবহার করা একজন মুসলমানের জন্য কি করে বৈধ হতে পারে!
অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান মতে ওরাল সেক্স করার কারণে জরায়ূর জীবানু জিহ্বায় এবং জিহ্বার জীবানু জরায়ূতে সংক্রমিত হয়ে উভয়েই ক্যান্সারের মত দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব যখন যৌন কামনা জাগ্রত হবে তখন ওরাল সেক্সের মত পশ্চিমা নোংরা পদ্ধতি অনুসরণ না করে স্বাভাবিক উপায়ে সহবার করে উত্তেজনা প্রশমিত করাই হল ইসলামী শরীয়তের নির্দেশনা। ভাল করে মনে রাখা ভাল হবে স্ত্রীর যোনি চোষা, লোহন করা, যোনিতে চুমো দেয়া সম্পুর্ন হারাম।নাপাকি নোংরা কাজ।
জাযাকাল্লাহ -- যে প্রশ্নটি করছেন
দলিল প্রমান (সূত্র: সূরা আহযাব- ২১, সুনানে আবু দাউদ; হা.নং ৪৬০৭, আল-ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহ ৩/৫৪৬, ফাতাওয়া আলমগীরী ৫/৪২৯, ফাতাওয়া রহীমিয়া ১৩/১৭৮, আহসানুল ফাতাওয়া ৮/৪৫, আল-ফাতাওয়া আল-মুআসারা ফিল-হায়াতিয যাওজিয়্যা ��/৩৮
0 notes
Text
সাবধান! মৃত্যু ডেকে আনতে পারে ‘ওরাল সেক্স’
সাবধান! মৃত্যু ডেকে আনতে পারে ‘ওরাল সেক্স’
যৌনতা একটি আদিম এবং বৈজ্ঞানিক পক্রিয়া। মানুষ সৃষ্টির প্রথম পদক্ষেপ। নানান সময়ের ইতিহাস এবং আদিম সভ্যতার বর্ণনাতে আমাদের কাছে পরিস্ফুট হয়েছে যৌনতার নানান অভ্যাস। ‘ওরাল সেক্স’ যৌনতায় কোনও নতুন শব্দ নয়, বরং যৌনজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। কামসূত্র’র ‘অপরিষতকা’ নামক অধ্যায়ে এই বিষয়ে বিশদে ব্যাখ্যাও রয়েছে।
সমীক্ষা বলছে, “মিশরীয়, গ্রীক, রোমান এবং ভারতীয়দের মধ্যে এই অভ্যাস বেশি মাত্রায় রয়েছে।”…
View On WordPress
0 notes
Photo
বডি ম্যাসেজের নামে এসব কি হচ্ছে! বড়ি ম্যাসাজ অনেকেই বিলাসিতা মনে করেন। বাইরের দেশগুলোর বডি ম্যাসাজের প্রচলন দেখে হয়তো আপনার আগ্রহ জাগতে পারে। অনেকের আবার এ অভ্যাসটি আগে থেকেই। পার্লারে বা জিমে বডি ম্যাসাজের নানান অফারও থাকে। বডি মাসাজের নামে চলছে যৌন নিগ্রহ৷ মহিলা ক্লায়েন্টদের সঙ্গে জোর করে কর��� হয় শারিরীক সম্পর্ক স্থাপনের চেষ্টা৷ খোদ মার্কিন মুলুকের এক নামী সংস্থার বডি মাসাজ পার্লারের কর্মচারীদের বিরুদ্ধে উঠল যৌন নিগ্রহের অভিযোগ৷ অভিযুক্ত মাসাজ পার্লারের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ৷ মার্কিন মুলুকের ৪৯টি রাজ্যে ‘মাসাজ এনভির’ ১২০০ ফ্র্যানচাইজি সেন্টার রয়েছে৷ বাজফিড নিউজ জানাচ্ছে, সেখানে মাসাজ নিতে গিয়ে প্রায় ১৮০ জন মার্কিন মহিলা শারিরীক নিগ্রহের শিকার হয়েছেন৷ অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রে মাসাজ এনভি ম্যানেজমেন্টকে বিষয়টি জানিয়েও কোন লাভ হয়নি৷ গত সপ্তাহে যৌন নিগ্রহের অভিযোগগুলি সামনে আসে৷ অভিযোগ, মাসাজ থেরাপিষ্টরা মাসাজের নামে মহিলা ক্লায়েন্টের সঙ্গে অভব্য আচরণ করত৷ তাদের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করত৷ বডি মাসাজ করার সময় মহিলাদের বুকে, তাদের গোপনাঙ্গে হাত দিত৷ কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের জোর করে ওরাল সেক্স করতে বাধ্য করা হত৷ এক মহিলার অভিযোগ, ‘‘মাসাজ নেওয়ার সময় জোর করে থেরাপিষ্ট আমার সঙ্গে ওরাল সেক্স করতে বাধ্য করেছিল৷ আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে থাকি৷ এক ঘন্টা ধরে আমার উপর নির্যাতন করা হয়৷ ম্যানেজমেন্টকে জানিয়েও কোন লাভ হয়নি৷’’ এই প্রথম নয়, এর আগে এনভি মাসাজ ফ্র্যানচাইজির একাধিক শাখার কর্মচারীদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল৷ কিন্তু তথ্যপ্রমাণের অভাবে অভিযুক্ত ছাড়া পেয়ে যায়৷ এদিকে বিষয়টি সম্পর্কে অবগত মাসাজ এনভিও৷ এক বিবৃতি দিয়ে যৌন নিগ্রহের ঘটনাগুলিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে৷ সেখানে সংস্থার তরফ থেকে বলা হয়, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ সূত্র: ইন্টারনেট
0 notes
Photo
ওরাল সেক্স কি? বি:দ্র: শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। অপ্রাপ্ত বয়স্করা অনুগ্রহ করে পোস্ট-টি পড়বেন না। ওরাল সেক্স অনেকে না জনে করে থাকেন যার ফলে তৈরি হচ্ছে নানা ধরণের রোগা! তবে চলুন জেনেই এই বিষয়ে এবং সচেতন থাকি। সঙ্গীর যৌনাঙ্গ মুখ, ঠোঁট অথবা জিহ্বা দ্বারা উত্তেজিত করাকে ওরাল সেক্স বলে। পুরুষাঙ্গ (ফেলাশিও), যোনি, যোনিদ্বার বা ক্লিটোরিস (কানিলিঙ্গাস) অথবা পায়ু চোষা বা লেহন করা (অ্যানালিঙ্গাস) ওরাল সেক্স এর অন্তর্ভূক্ত হতে পারে। ওরাল সেক্স কি খুবই সাধারণ? অনেক ব্যক্তিই যৌনসঙ্গমের পূর্বে বা এর পরিবর্তে ওরাল সেক্স করে থাকে। যদি আপনি আপনার সঙ্গীর সাথে ওরাল সেক্স করতে ইচ্ছুক থাকেন, তাহলে উভয়ই উপভোগ করতে পারছেন এমন পদ্ধতি খুঁজে না পাওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের পদ্ধতি অনুসরণ করুন। ওরাল সেক্স কী নিরাপদ? ওরাল সেক্স করার ফলে গর্ভধারনের কোনো ঝুঁকি থাকে না। তবে ওরাল সেক্স করার ফলে কয়েকটি এসটিআই-এ (যৌনবাহিত সংক্রমন) আক্রান্ত হওয়া বা ঐসব রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। ওরাল সেক্স-এর কারণে যেসব এসটিআই ছড়িয়ে পড়তে পারে সেগুলো হলোঃ ১. ক্লামিডিয়া ২. যৌনাঙ্গে ওয়ার্ট বা আঁচি লহওয়া ৩. হেপাটাইটিস বি ৪. হেপাটাইটিস এ ৫. হেপাটাইটিস সি ৬. হার্পিস ৭. সিফিলিস ৮. শ্রোণী��ক্রে উকুন (ক্র্যাব) ওরাল সেক্স গ্রহণের চেয়ে প্রদানে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। কারণ প্রদানের সময় যৌনাঙ্গের তরলের সাথে সংস্পর্শ বেশি থাকে। মুখে ঘা, ক্ষত বা আলসার থাকলেও এই ঝুঁকির হার উচ্চ মাত্রায় থাকে। ওরাল সেক্স প্রদানের পূর্বে দাঁত ব্রাশ করা বা দ্রুত ডেন্টাল ফ্লস ব্যবহার করা থেকে বিরত থাকুন কেননা এর ফলে মাড়িতে রক্তপাত হতে পারে। যদি মুখকে পরিষ্কার ও সতেজ করতে চান, তাহলে মাউথওয়াশ (মুখ ধোবার তরল প্রতিষেধক) অথবা মিন্ট ব্যবহার করতে পারেন। যদি এসটিআই-এ আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করে থাকেন, তাহলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এসটিআই চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞ অথবা ভেনেরোলোজিস্টের (এসটিআই বিশেষজ্ঞ) পরামর্শ নেয়া সবচেয়ে উত্তম হতে পারে, তবে কাছাকাছি উক্ত বিশেষজ্ঞ ডাক্তাররা না থাকলে জেনারেল ফিজিশিয়ান বা গাইনাকোলোজিস্টের পরামর্শ নিতে পারেন। কীভাবে ওরাল সেক্সকে নিরাপদ করা যায়? পুরুষরা ওরাল সেক্সের ক্ষেত্রে, এসটিআই-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানোর জন্য কনডম ব্যবহার করুন। যদি প্রচলিত কনডমের স্বাদ পছন্দ না হয়, তাহলে অন্যান্য ভিন্ন স্বাদের কনডম ব্যবহার করুন। নারীরা ওরাল সেক্স করার সময় বা পায়ুপথ চোষা বা লেহন করার সময় বাঁধ ব্যবহার করা জরুরী। এটি একটি ছোট, পাতলা চারকোণা পর্দার মতো যা ল্যাটেক্স অথবা রাবার দিয়ে তৈরি করা হয়। এটি যোনিপথ অথবা পায়ু এবং মুখের মধ্যে অন্তরায় হিসেবে কাজ করে, ফলে এসটিআই ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়। এ জিনিসটি বাংলাদেশে পাওয়া যায় না। তথ্যসূত্র: যৌন শিক্ষা
0 notes
Text
ধর্ষণের অভিযোগে হলিউড সম্রাট উইনস্টাইনের আত্মসমর্পণ
http://www.surmatimes.com/?p=77476 সুরমা টাইমস ডেস্ক:: ধর্ষণের অভিযোগে আত্মসমর্পণ করলেন হলিউড সম্রাট হার্ভে উইনস্টাইন। অভিনেত্রীদের নিয়ে তার যৌন হয়রানি সামনে আসার পরেই সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের চাপ আর কাটিয়ে উঠতে পারলেন না উইনস্টাইন। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিনি। যুক্তরাষ্ট্রর ম্যানহাটনের জেলা আদালত দুই অভিযোগের ভিত্তিতে ৬৬ বছরের উইনস্টাইনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। তবে আত্মসমর্পণের আগেই জামিন নেন তিনি। তার ভ্রমণের উপরও নিয়ন্ত্রণ জারি করা হবে। উইনস্টাইনের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান এই নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে প্রভাব খাটিয়ে একের পর এক অভিনেত্রীর উপর লালসা চরিতার্থ করেছেন উইস্টাইন। অবশেষে লুসিয়া ইভান্স নামে এক অভিনেত্রী উইস্টাইনের কুকীর্তি সামনে আনেন। এরপরেই ৭০ জনের বেশি নারী উইস্টাইনের বিরুদ্ধে মুখ খোলেন। লুসিয়াই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানিয়েছিলেন, হলিউড প্রডিউসার উইনস্টাইন তার সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন বলে ডেকে পাঠান। পরে তাকে ওরাল সেক্স-এ বাধ্য করেন।
0 notes