#আমলা
Explore tagged Tumblr posts
Text
লিভার সুস্থ রাখতে ভরসা রাখুন এই ফলের রসে! জানালেন পুষ্টিবিদ
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল লিভারের সুস্থতায় বড় ভুমিকা পালন করে৷ কিন্ত লিভার ভাল রাখতে কীভাবে খাবেন আমলকি? Source link
View On WordPress
#Amla#amla berries#Amla Juice#Indian Gooseberry#Liver#Liver health benefits#আমলকি#আমলা#আমলার রস#লিভার
0 notes
Text
'ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া ইউএনওরা’
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : মাঠ প্রশাসনের নতুন মাথা ব্যথার নাম হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তারা যেন এখন মাস্তানে পরিণত হয়েছে। তাদের একের পর এক অসদাচরণ এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে প্রশাসন বিব্রত, সরকার বিরক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তারা গত এক বছরে প্রায় ৩৫ টি বিভিন্ন ধরনের অনিয়ম এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সর্বেশষ গত ২ মার্চ কুমিল্লার…
View On WordPress
0 notes
Text
আমেরিকা আমাদের ইন্ডিয়ান বানাইছিল, আমরা বাংলাদেশীরা ভুলি নাই, ভুলবোও না। এখনও আমাদের রক্তের দাগ শুকায় নাই।সতেরো বছরে, আজ আমাদের পায়ের তলার মাটি ফুরিয়ে গেছে। তখন কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই।এই সরকারে আওয়ামিলীগের আমলা আর উপদেষ্টারা আছে,।ড.মুহাম্মদ ইউনুসের প্রসংসা করছি না। ছাত্র ছাত্র যাই বিশ্ব বাসীকে বলুক -না কেন, এসব আমাদের দেশের পাবলিক খায় না। সোজাকথা,আমেরিকান বলয়ে আমরা যাচ্ছি না,। —-…
View On WordPress
0 notes
Text
রাষ্ট্র বাংলাদেশের সরকার এবং আমলা।
একটি অপরাধী গ্যাং/অপরাধী দল/the gang এর চরিত্র এবং চারিত্রিক বৈশিষ্ট্যাবলী/ক্যারেক্টার।
বুঝতে না দিয়ে অপরাধ করে, সেটা অপরাধের সংজ্ঞায় লিখে দেওয়া আছে। অপরাধের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ রয়েছে।
আমলারা এক এক জন কথা বলা শুরু করে অফিসের নিয়ম নীতিমালা বহির্ভূতভাবে। বেশিরভাগই চিন্তা ভাবনা করে মিথ্যা কথা বলে।
একটি গ্যাং/the gang কি করে? দলধারা লোক অফিসে ঢুকতে পারে।
অপরাধী দল, নিজেদের মধ্যে কথা বলার দরকার হয়। কথা বলার জন্য তারা অজুহাত খোঁজে।
গ্যাং-এর/ দল-ধরা-লোকের দুর্নীতি করতে হয় অপরাধ পরিচালনা করতে, এছাড়া কোন উপায় থাকে না অপরাধ পরিচালনা করা যায় না। তারপর অপরাধ পরিচালনা করার জন্য খুন করতে হয় ধর্ষণ করতে হয় এবং বিভিন্ন ধরনের অপরাধ করতে হয়, গ্যাংয়ের দল ধরা লোকের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে। এটি হচ্ছে একটি গ্যাং-এর/The gang's নিয়মিত অপরাধমূলক কর্মকান্ড যাহা পরিচালনা করতেই হবে, অতঃপর সেই গ্যাং-এর দল ধরা লোকগুলো অপরাধ করে অপরাধ কর্মকাণ্ডের প্রাপ্ত টাকা নিয়ে লাভবান হতে থাকে। এবং এই কারণে এই ধরনের বেশি লোকের গ্যাং-এর/The gang's অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেই থাকে এবং অপরাধ কর্মকান্ড থেকে প্রাপ্ত টাকা নিয়ে চলতে থাকে।
রাষ্ট্র বাংলাদেশ বৈধ আমলা বলতে কিছুই নেই, আমলারা বলতে যা আছে বর্তমানে তারা হচ্ছে অনেক, অনেক বেশি লোকের গ্যাং-এর/The gang's সম্পূর্ণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া একদল অপরাধী, এবং একদল লোকের অপরাধ।। একদল লোকের অপরাধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড এবং অপরাধ কর্মকাণ্ডের যে ইতিহাস এবং প্রমাণ তা থেকে শুধুই প্রমান হয় তারা একদল অপরাধী লোক জন/ একটি গ্যাং/The gang।
পৃথিবীর সকল বৈধ এবং জ্ঞান সম্পন্ন আইনজীবী এবং সভ্যতা জ্ঞান সম্পন্ন এবং জ্ঞানী লোকজন, সকলেই জানে এবং তাদের কাছে প্রমাণ রয়েছে, রাষ্ট্র বাংলাদেশের আমলারা কোন আমলা নয়, তারা হচ্ছে এক জালিয়াতি করা গ্যাং/The gang, তারা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অপরাধমূলক কর্মকান্ড করে প্রাপ্ত টাকা নিয়ে তার বাড়ির লোকজন সহ খেয়েদেয়ে ফুর্তি করে উল্লাস করছে।
এই ধরনের গ্যাং-এর/The gang's অপরাধমূলক কর্মকাণ্ড করতে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা করার প্রয়োজন পড়ে। এবং এই ধরনের গ্যাং-রা/The gang's রাষ্ট্রদ্রোহিত এবং দেশদ্রোহিতা করে অপরাধমূলক কর্মকান্ড করে, তারপরেই তারা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রাপ্ত টাকা পায়,, তাছাড়া তারা সহজেই অপরাধমূলক কর্মকান্ডের টাকা পেতে পারেনা।
বর্তমানে রাষ্ট্র বাংলাদেশে জালিয়াতি করে গ্যাং-রা/The gang's তারা তাদের নিজেদেরকে সকল লোকজনসহ আমলা এবং আমলাদের লোকজন বলে পরিচিতি দিচ্ছে।
দল-ধরা লোকের গ্যাংয়ের জালিয়াতি করবার প্রয়োজন পড়ে, তাছাড়া অফিসে ঢোকা যায় না। এবং দুর্নীতি তাদের একটি নিয়মিত অপরাধ। এ ধরনের দল-ধারা লোক এবং লোকেরা/গ্যাং-রা/the gang's মানুষ চেনে না, এবং ইন্ডিভিজুয়ালদের/individual's -দের কোন প্রকার মূল্যায়ন করতে পারে না। তারা শুধু নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের সামর্থ্য অনুসারে, এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রাপ্ত টাকা নিয়ে তার বাড়ির লোকের সঙ্গে খেয়ে-দেয়ে ফুর্তি করতে থাকে।
লর্ডের ক্ষমতা অনুসারে, লর্ড, সরকারের বন্ধ ঘোষণা করতে পারে, সরকারকে অর্থ প্রদান বন্ধ করতে পারে, যা চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর হতে পারে। বাংলাদেশ সরকারকে সকল রকম অর্থ প্রদান বন্ধ করে দিন।
#রাষ্ট্রবাংলাদেশ 🇧🇩 #Royal #lord #civilization
0 notes
Link
বিএনপির মতো বড় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় দেশে আবারও একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল নির্ধারিত হচ্ছে আসন ভাগাভাগির মাধ্যমে। এর ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে, সে জায়গাটা দখল করে নিতে পারে উগ্র ধর্মান্ধরা। এটা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। এ ছাড়া একতরফা ভোটের কারণে উন্নয়ন অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শীতল হবে এবং দেখা দেবে সংকট।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্রান্তিকালে বাংলাদেশ: নির্বাচন, অর্থনীতি এবং বহিঃসম্পর্ক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন আশঙ্কা ব্যক্ত করেন।অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক আমলা, কূটনীতিবিদ, সাবেক গভর্নর, অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী, নির্বাচন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান মঞ্জুর এ চৌধুরী, সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা আবারও একটা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি। সুতরাং আগামী ভোটের ফলাফল কী হবে, ইতিমধ্যে আসন ভাগাভাগির মাধ্যমে তা মোটামুটি নির্ধারিত হয়ে আছে।’ দেশে রাজনৈতিক শূন্যতায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের রাজনীতির মাঠে মূল খেলোয়াড়দের একটি বর্তমান ক্ষমতাসীন দল, অন্যটি বিএনপি; যারা নির্বাচনের বাইরে আছে। তাদের নিঃশেষ করার জন্য সব ধরনের রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে। এই জায়গাটা উগ্র ধর্মান্ধরা দখল করে নিতে পারে। এটা আমাদের দেশের জন্য বিপর্যয়কর হতে পারে।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিরোধী দল খোঁজার’ প্রক্রিয়া মন্তব্য করে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘২৬ থেকে ৩২টি আসন ইতিমধ্যে ভাগাভাগি হয়ে গেছে। আরও ৩০ আসন অন্যদের দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২৪০ আসন ক্ষমতাসীন রাজনৈতিক দল নিশ্চিত করেছে। ফলে বলা যায়, নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা শেষ করে দেবে। এর ফলে মাল্টি পার্টি বলে যা আমরা বুঝি, তা আর থাকবে না। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ভাষায় বলতে হয়, “যারা অংশগ্রহণ করছে, তারা আসন ভিক্ষার রাজনীতি করছে”।’সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আসন্ন নির্বাচনকে আমি নির্বাচন বলতে চাই না। আমি বলি, এটা বিশেষ নির্বাচনী তৎপরতা।’সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে ভাষ্য আসছে, তাতে পশ্চিমের সঙ্গে ভালো সম্পর্ক করার কোনো লক্ষণ বা প্রমাণ দেখা যাচ্ছে না। তাদের বাদ দিয়ে কি আমরা চলতে পারব? যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তাহলে তো আমাদের ক্রয়ক্ষমতা থাকবে না। কোনোভাবেই দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।’ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, ‘এই মুহূর্তে যে নির্বাচন ব্যবস্থাপনা হচ্ছে, এটাকে নির্বাচন বলে আলাপ করার কিছু নেই। নির্বাচনে রাষ্ট্রীয় পর্যায়ে ��রকারি দল ও বিরোধী দলের কারও না কারও হারার সম্ভাবনা থাকে। এখানে কারও হারার সম্ভাবনা বা সুযোগ নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে নির্বাচন হচ্ছে, সেটা একদলীয় নির্বাচন।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন। গত ৫২ বছরে এ পদক্ষেপই নেওয়া যায়নি। অসাধু ব্যবসায়ী, অসাধু রাজনীতিবিদ ও আমলারা মিলে একটি চক্র তৈরি করেছেন। এই চক্র ভাঙা ছাড়া পথ নেই।’আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।!function(f,b,e,v,n,t,s) if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod? n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments); if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version='2.0'; n.queue=[];t=b.createElement(e);t.async=!0; t.src=v;s=b.getElementsByTagName(e)[0]; s.parentNode.insertBefore(t,s)(window,document,'script', 'https://connect.facebook.net/en_US/fbevents.js'); fbq('init', '789528345043763'); fbq('track', 'PageView'); #একতরফ #নরবচন #দশ #সকট #ও #বপরযয় #ডক #আনব
0 notes
Text
মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
সত্যখবর ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ (১৮)। এ ঘটনায় আহত নাইম হোসেন (১৬) দৌলতপুর…
View On WordPress
0 notes
Text
কীভাবে গড়ে উঠলো কানাডার বেগমপাড়া?
উন্নত জীবনের খোঁজে কিংবা জীবনের অন্যরকম স্বাদ নিতে বিভিন্ন দেশে পাড়ি জমায় মানুষ। একই কারণে বাংলাদেশ থেকেও অভিবাসীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র। সংবাদপত্রের কল্যাণে ‘বেগমপাড়া’ শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত। অভিযোগ রয়েছে বাংলাদেশের বড় ব্যবসায়ী, আমলা, রাজনৈতিক নেতারা দেশের টাকা বিদেশে পাচার করেন এবং সেই টাকায় বিদেশের মাটিতে…
View On WordPress
0 notes
Text
‘আমলা নয় কামলা হয়ে এসেছি, কামলা হয়েই যাচ্ছি’
‘আমলা নয় কামলা হয়ে এসেছি, কামলা হয়েই যাচ্ছি’
‘আমলা নয় কামলা হয়ে এসেছি, আবার কামলা হয়েই ফিরে যাচ্ছি। যেদিন প্রথম কর্মস্থলে যোগ দিয়েছি সেদিন থেকে ���জ পর্যন্ত যেখানে গেছি, বলেছি আমলা হয়ে নয় কামলা হয়েই থাকবো। কুমিল্লায়ও এসেছি কামলা হয়ে, যাচ্ছিও কামলা হয়ে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল আমারও হতে পারে। কিন্তু চেষ্টা করেছি, জেনেশুনে ভুল না করতে। আমি আমার কাজ করেছি আর সরকার ও কুমিল্লার মানুষ আমাকে অনুপ্রাণিত করেছে।’ বুধবার (০৭ ডিসেম্বর) সাংবাদিকদের…
View On WordPress
0 notes
Text
ওড়িশার শীর্ষ আমলারা ঘোড়ায় চড়ে মালকানগিরির কাট-অফ এলাকায় উন্নয়ন কাজের পর্যালোচনা করছেন
ওড়িশার শীর্ষ আমলারা ঘোড়ায় চড়ে মালকানগিরির কাট-অফ এলাকায় উন্নয়ন কাজের পর্যালোচনা করছেন
রাজ্য সরকার মালকানগিরি জেলার স্বাভিমান এলাকার উন্নয়নে মনোনিবেশ করছে। . Source by [author_name]
View On WordPress
0 notes
Text
হুইল চেয়ারে বসেই রাজ্যসভায় মনমোহন, ‘প্রভুকে বলুন দেখে শিখতে’, BJP-র শ্লেষের পাল্টা কংগ্রেস
নয়াদিল্লি: ইতিহাস অন্তত তাঁর প্রতি সদয় হবে বলে মন্তব্য করেছিলেন একসময়। আজও জাতীয় রাজনীতিতে তাঁর সেই উক্তি ঘুরেফিরে আসে বার বার। মণিপুর হিংসা, দিল্লিতে আমলা নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে যখন উত্তাল সংসদ, সেই সময় সোমবার দেখা মিলল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। অসুস্থ শরীর নিয়ে, হুইলচেয়ারে বসেই রাজ্যসভায় প্রবেশ করলেন নবতিপর মনমোহন। রাজ্যসভায় তাঁর এই উপস্থিতি সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।…
View On WordPress
#২০২৩#AAP#BJP#Congress#Government of National Capital Territory of Delhi#India#Lok Sabha Elections 2024#Manmohan on Wheelchair#manmohan singh#NCT of Delhi Amendment Bill 2023#News#Rajya Sabha#Sibhu Soren#The Government of National Capital Territory of Delhi (Amendment) Bill#Viral News#Viral Pic#আপ#আম আদমি পার্টিস#ইন্ডিয়া#কংগ্রেস#দিল্লি অর্ডিন্যান্স#বিজেপি#বিরোধী জোট#মনমোহন সিংহ#রাঘব চাড্ডা#রাজ্যসভা
0 notes
Text
New Post on BDTodays.com
বিপিএল খেলতে আসছেন হাশিম আমলা
বিডিটুডেস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। প্রথমবারের মত��� বিপিএল খেলতে শিগগির ঢাকায় পা রাখছেন এ প্রোটিয়া ওপেনার। খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমলা টুর্নামেন্টের শেষ পর্যন্ত খ...
বিস্তারিত এখানেঃ https://bdtodays.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ae/
#bangla news#bangla paper#bangladesh daily newspaper#bangladesh newspaper online#bd news#bd news bangla#bd newspapers#bdnews24#bdtoday#daily bangla newspaper#daily newspaper bd#online news paper#অনলাইননিউজপেপার#অনলাইনপত্রিকা#আমলা
0 notes
Text
ত্বক ও চুলের যত্নে আমলা যখন ভরসা - চটপট - এসো নিজে করি
ত্বক ও চুলের যত্নে আমলা যখন ভরসা
আমলা প্রকৃতির এক জাদুকরী উপাদান বলা চলে। ত্বক ও চুলের যত্নে আমলার গুণাগুণ অগ্রাহ্য করার কোন উপায় নেই। এতে রয়েছে ভিটামিন এ ও সি, আয়রন, পটাশিয়াম, এন্টিঅক্সিডেন ও অন্যান্য পুষ্টিগুণের মহা সমাহার! আপনি যদি দীপ্তিময় ত্বক এবং মজবুত ও সুন্দর চুল পাবার আশায় থাকেন, তবে ভরসা করতে পারেন আমলায়। এজন্য ...
আরও পড়ুন
0 notes
Text
বোনকে দেখতে এসে পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হাবিবা (৯) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হাবিবা মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার হাসান আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, মিরপুরের একটি বেসরকারি ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন হাবিবার মা। বোনকে দেখতে বাবা হাসান আলীর সাথে ক্লিনিকে যান হাবিবা।…
View On WordPress
0 notes
Photo
রোজা রাখা কন্ডিশনিংয়ে দারুণ সহায়তা করে, এটি বলছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলা রোজা রেখে বিশ্বকাপের জন্য অনুশীলন খেলার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া বা 'কন্ডিশনিং'এর ক্ষেত্রে দারুণ সহায়ক বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা।
0 notes
Text
#City_of_dead_sparrows
নীলক্ষেত এখন গোটা জাতির ভবিষ্যৎ। সবাই হামলে পড়ে মোটা মোটা নিয়োগ বই কেনে। দোকানী ভালো ভালো প্রকাশনীর আরো মোটা মোটা বই বের করে আমাকে একদিনে শীর্ষ আমলা বানাতে চায়। আমার সামনে মেলে ধরে বাহারি সব আকর্ষণীয় মলাটের বই। কোনটা নেব সিদ্ধান্ত নিতে পারি না। নিজেকে গণক টিয়া পাখি মনে হয়। মনে হয় কোন একটা বেছে নিয়ে আমি আবার খাঁচায় ঢুকে যাব৷ আমার অসহায় চোখ ঘুরে কোথায় একটু উইপোকার স্বর্গ পাব সেখানে। ঘরে ফিরি গুটি কয়েক উইপোকা খাওয়া বই নিয়ে। আফসোস নিয়ে পড়ি। তবে ভালো লাগে।
একটা রিক্সা নিয়ে বায়তুল মোকারম হয়ে পল্টনের দিকে যেতে নাকে লোবান আর আতরের গন্ধে বুক ভরে আসে। পেট গুলায়। বমি পায়।
আমি ছেড়ে ছেড়ে দম নেই। তবু। কোন রকম ঢুকে যায়। এটাও একটা অসুখ।
জানি না আর কেউ ভোগে কি না।
রাজু ভাস্কর্য এখন আর সেরকম নেই। একটা স্থায়ী ছায়া এসে পড়েছে এখন ভাস্কর্যের ওপর। উন্নয়নের ছায়া। মন টা খারাপ হবে কি হবে না সিদ্ধান্ত নিতে নিতে দেখি চারুকলা এখন আরো বেশি জঙ্গল। শিল্প কখনো পরিষ্কার হয় না। এটাও ত সত্য। থাক। অপরিষ্কার থাক।
হুমায়ুন আজাদের বই পড়ে "রক্তজবা" ফুলের খোজে গেলাম শাহবাগ। নেই। পরে ফিরলাম ক্যামেলিয়া নিয়ে। রক্তজবার আফসোস থেকে যায় তবে ক্যামেলিয়া গন্ধ নাকি আরো ভালো।
ঢাকা মেডিকেল ইমার্জেন্সি র সামনে জ্যামে পড়লে একটু অস্বস্তি লাগে বেশি। এখানে লাশ আসে যায়৷
আমি মৃত্যু নিয়ে এই মুহুর্তে চিন্তিত হতে চাচ্ছি না। আমাকে বাধ্য করে এ্যাম্বুল্যান্সের ভেঁপু। পাশেই বাতাসা বিক্রী হয়৷ একটা কিনে নেই। অযথাই। অন্তত একটা আপেক্ষিক সুখ যদি পাওয়া যায়।
বেইলী রোড আসতেই সুখ অনুভব করতে শুরু করি। উঁচু উঁচু দালান, সোডিয়াম বাতি আর ডিজিটাল বোর্ডের বাহারি বিজ্ঞাপন দেখে অথবা বিজ্ঞাপনের সুন্দর মানুষ গুলো দেখে আমিও কিছুটা সুন্দর অনুভব করি। হ্যাজাক বাতিওয়ালা গোরস্থানে নিজেকে দেখতে শুরু করি। মনে হতে থাকে এই মুহুর্তে মরে গেলে আমি সবচেয়ে সুখী হতে পারি। তবে ভেবে খারাপ লাগে এবার হয়ত আমরা সবাই মরে যাব তবে বিচিত্র আফসোস নিয়ে৷
একটা মহামারীতে অসংখ্য মানুষ মরবে। মরছে।
এখন পর্যন্ত আমি ছাড়া।
ব্যপার টা আমাকে বিচলিত করে।
তবে অস্বীকার করতে দোষ নেই।
ভালোই লাগে। হ্যা। নির্মম। তবে ভালো লাগে।
এখন পর্যন্ত।
JihanAintNoPoet
৪ এপ্রিল, ২০২১
বেইলি রোড
1 note
·
View note
Text
৭১ যুদ্ধ পরবর্তী সময়ে কোলাবোরেটর'রা দেশের প্রশাসনে ঢুকসে। তাদের ঢুকানো হইছে।
মিলিটারিতেও পাকিস্তানে নিরাপদ থাকা অফিসারদের ঢুকানো হইসিল।
১৯৯০ এ স্বৈরাচার পতনের পরপর ছাত্র নেতাদের একটা অংশ কোলাবোরেটর সরকারি আমলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপোষ করে তাদের নিরাপদ রাখছিলো।
২০০১ এ #জনতারমঞ্চ নামক কোলাবোরেটরদের বিচার না করে তাদের প্রশাসনিক ক্ষমতা বহাল রাখা হইছিলো। পক্ষান্তরে দলের ত্যগী নেতাদের ক্লিনহার্ট করে দলকেই বাইবাপের রুগী বানানো হয়েছিল। ক্ষমতার চাকচিক্যে তখন সেই রোগের প্রকোপ বুঝা যায়নি।
আবারো একদিন স্বাধীন দেশে গণতন্ত্র ভোটাধিকার ফিরে আসবে, আসবেই আসবে। সেদিন যখন আজকের প্রশাসন আজকের কোলাবোরেটরদের ফিরিয়ে আনা হবে সেদিন তোমরা কি করবে?
আমি আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র শক্তি দিয়ে লিখে যাব। মুখ ফিরিয়ে নেব কোলাবোরেটর পন্থী দলের দিক হতে। যদি তারা আপোষের অপরাধ করে। না শুধু এত টুকু যথেষ্ট নয়, অভিমান কোন সমাধান নয়। সেদিন পালটা প্রতিরোধে #কোলাবোরেটর দের কোন ঠাসা করতে হবে। সেদিনে সফল হতে হলে আজকের অন্তঃকলহ ভুলে যেতে হবে। লড়ায়ের মাঠে ঐক্যবদ্ধ হয়ে নেমে ফ্যাসিষ্টদের চপোটাঘাত করতে হবে। ফ্যাসিজম বিদায় হলে শুরু হবে আইনের শাষণ ও গণতন্ত্র চলমান রাখার লড়াই।।
বন্ধু গো,
আর বলিতে পারি না,
বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি,
তাই যাহা আসে কই মুখে।
বড় কথা বড় ভাব আসে না ক' মাথায়,
বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও
বন্ধু; যাহারা আছো সুখে।।
#wasimiftekhar
1 note
·
View note