Tumgik
#kolkatapujakomiti
ketunews · 4 years
Text
করোনার আবহে এবারের দূর্গা পুজোকে নিয়ে রাজ্য সরকার প্রকাশ করলো বেশ কয়েকটি গাইড লাইন
Tumblr media
https://assets.sentinelassam.com করোনার আবহে চারদিকে রয়েছে সংক্রমণের আতঙ্ক তারই মাঝে আর কটা দিনের শুধু অপেক্ষা , বাঙ্গালীর সব থেকে বড়ো উৎসব দূর্গা পুজো এখন দোরগোড়ায় | তাই নিয়ে চলছে না না ধরণের পরিকল্পনা | কি ভাবে সবরকম সতর্কতা নিয়ে করা হবে মায়ের দর্শন | কি ভাবে পালিত হবে সব নিয়ম কানন | এই নিয়ে সেদিন মুখমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজি ইনডোর স্টেডিয়ামে বরাবর পুজো কমিটির লোকেদের নিয়ে আলোচনায় বসেছিলেন | তিনি বেশ কত গুলো গাইড লাইনের কোথাও উল্লেখ করে দিয়েছেন | আর পাশাপাশি তিনি বলেন এই গাইড লাইন সব পুজোকমিটির সদস্যকে পালন করতেই হবে |গাইড লাইন অনুযায়ী সব পুজো মন্ডব গুলোকে অনেক বেশি খোলা মেল্ করতে হবে র পেন্ডেলের দু দিক খোলা রাখতে হবে | অথবা ওপর দিকটা খোলা রাখতে হবে যাতে যথেষ্ট হাওয়া বাতাস আস্তে পারে | তাতে সংক্রমণ কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে | পেন্ডেলে দূরত্ব বজায় রাখতেই হবে ,দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট বর্ডার লাইন করে দিতে হবে | দর্শনার্থীরা যাতে অনেকদিন আগের থেকে মাকে যেন দর্শনের সুযোগ পান তার জন্য অনেক আগের থেকেই প্যান্ডেলগুলো ওপেন করে দিতে হবে | প্যান্ডেলের ভেতরে অথবা পেন্ডেল চত্বরে কোনো রকম ভিড় করা চলবে না | Read the full article
0 notes