Tumgik
#beautyofisla
immahabur · 2 years
Photo
Tumblr media
সবার গল্পগুলো একই রকম হয় না। ভিন্নতা থাকে। ব্যতিক্রমতা থাকে। এটাই ধরণির চিরাচরিত নিয়ম। এটাই প্রতিটি যুগের ইতিহাস। প্রতিটি কালের চিত্র। তাই অন্যদের চেয়ে তোমার গল্পটাও ভিন্ন হতে পারে। গল্পটা অত সুন্দর, অত সাজানো-গোছানো নাও হতে পারো। হয়তো এলাকার মধ্যে ততটা ব্রিলিয়ান্ট হিসেবে পরিচিত নও তুমি। নামিদামি ব্রান্ডের পোশাক নেই তোমার পরনে। তোমার কলিগের ফ্ল্যাট আছে গুলশান কিংবা ধানমণ্ডিতে। কিন্তু তুমি এখনও ভাড়া বাড়িতে আছ। ছোট্ট একটা ফ্ল্যাটে কুচকাচ করে বাস করছ পরিবার-পরিজন নিয়ে। নূন আনতে পান্তা ফুরিয়ে যায় তোমার। আচ্ছা, এসব চিন্তা করে কি কষ্ট পাও তুমি? মন খারাপ হয় তোমার? এগুলো নিয়ে কেন মন খারাপ করবে, আমাকে একটু বোঝাও তো! পৃথিবীর মধ্যে শুধু তুমিই কষ্টে আছ, ব্যাপার‍টা তো এমন নয়। কষ্টে আছে আরও অনেকেই। আরও অনেকেই তোমার চেয়ে জীর্ণশীর্ণ অবস্থায় দিন যাপন করছে। . ফুটপাতের জরিনা আক্তার দিনের-পর-দিন অভুক্ত থাকে ছোটো ছোটো বাচ্চা নিয়ে। মাথা গোজার মতো একচালা একটা ছনের ঘরও জোটে না ওদের কপালে। কনকনে শীতের রাতে উষ্ণতা নেওয়ার মতন গরম কাপড় থাকে না ওদের পরনে। চটের বস্তা আর রাস্তার ধুলোই ওদের উষ্ণ রাখে কনকনে শীতে। মানুষের দুয়ারে ভিক্ষে করে বেড়ায় যে ভিক্ষুক, সে তো তার মৌলিক প্রয়োজনটুকুও পুরো করতে পারে না। তাই তো একান্ত বাধ্য হয়েই চার বছরের সন্তানের হাতে স্লেট পেন্সিলের বদলে ভিক্ষের থাল ধরিয়ে দেয় প্যারালাইজড গফুর মিয়া। থ্যালাসেমিয়ায় আক্রান্ত যমুনাপাড়ের দিনমজুর বেলালের ছোট্ট ছেলেটা চিকিৎসার অভাবে ধুকে-ধুকে মারা যায় ওর সামনেই। সন্তান-হারা স্ত্রীর আহাজারি সইতে না পেরে বেলাল গামছায় মুখ লুকিয়ে কাঁদে ধানক্ষেতের কিনারায় বসে। স্বামী-সন্তান-হারা ভোলার বৃদ্ধা নসিমন বিবি দুমুঠো ভাতের আশায় লাঠি হাতে ঠকঠক করে ঘুরে বেড়ায় এ দুয়োর থেকে ও দুয়োরে। প্রতি রাতেই একবুক ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমোতে যায় সে। নসিমন জানেও না, পরদিন তার কপালে আদৌ ভাত জুটবে কি না। ওই-যে গেইটের দারোয়ান হামিদ চাচা। ওর সামান্য মাইনে দিয়ে ৭ জনের সংসার চলে৷ কোনো ঈদেই সন্তানকে নতুন জামা কিনে দিতে পারে না বলে বুকচাপা কান্না আসে ওর। যে কয়-টাকা মাইনে পায়, তাতে তো নূন আনতে পান্তা ফুরোয়। কোনোমতে স্ত্রী, সন্তানাদি, আর অন্ধ বাবাকে নিয়ে গাদাগাদি করে বসবাস করে গেইটের পাশের জরাজীর্ণ কক্ষটিতে। . তুমি কি এদের চেয়ে ভালো নেই? হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ! #alhamdulillah #subhanAllah #allahuakbar #muslim #beingmuslim #charity #oneummah #islamicreminders #invitetoislam #makkah #kaaba #salah #sunnah #quotes #reminders #namaz #thetruth #beautyofisla (at Riyadh, Saudi Arabia) https://www.instagram.com/p/CjV9exLLijg/?igshid=NGJjMDIxMWI=
0 notes