#সুচি
Explore tagged Tumblr posts
bengalbyte1 · 1 year ago
Text
2023 Durga Puja | রেড রোড পুজো কার্নিভালের তারিখ ঘোষণা! প্যান্ডেল হপিংয়ের আগে দেখুন কোথায় কী থিমে পুজো হচ্ছে!
Tumblr media
মহালয়া থেকে শুরু হয়ে গিয়েছে পুজো। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।  ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে মহালয়ার আগেই শহর কলকাতা-সহ বঙ্গের জেলার একাধিক পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দ্বিতীয়াতেও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023) উপলক্ষ্যে শহরের প্রখ্যাত পূজা মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসেন ফুটবল তার��া রোনাল্ডিনহো।
Tumblr media
গত শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করেন। শহর থেকে জেলায় একাধিক পুজোর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জেলা জুড়ে এখনও পর্যন্ত প্রায় ৭০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রতিবছরই নবনীড়ের আবাসিকদের সঙ্গে পুজোর কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে  ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) এর আগেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। যার ফলে এবার সব পুজোর ভার্চুয়াল উদ্বোধন করছেন। দ্বিতীয়াতেও উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচি অনুযায়ী এদিন পূজোর উদ্বোধন হওয়ার কথা একডালিয়া এভারগ্রিন ক্লাব, ফাল্গুনী সংঘ,সিংহী পার্ক,হিন্দুস্তান পার্ক সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, শিব মন্দির,মুদিয়ালি, মুক্ত দল, ত্রিধারা,আলিপুর বডিগার্ড লাইনস, ২২ পল্লী, বকুল বাগান, অবসর, গোলমাঠ, ভবানীপুর ৭৬ পল্লী, স্বাধীন সংঘ, ফরওয়ার্ড ক্লাব। সূত্রের খবর দ্বিতীয়ার পর তৃতীয়াতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি পূজার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন। তার প্রস্তুতিও চলছে বলেই নবান্ন সূত্রে খবর।
Tumblr media
উল্লেখ্য, উদ্বোধন হওয়ার আগেই বেশ কিছু মণ্ডপে ভিড় দেখা গিয়েছে দর্শনার্থীদের। শহর থেকে জেলা, সর্বত্রই পুজোর আমেজ। তবে কলকাতার বেশিরভাগ জায়গাতেই রয়েছে থিমের ছোঁয়া। সকল অফিস কর্মীই অপেক্ষায়, কবে ছুটি পড়বে আর প্রতিমা দর্শনে বেরোবেন। তবে প্যান্ডেল হপিংয়ের আগে দেখে নিন  দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)তে কলকাতার কোথায় কোন প্যান্ডেলে ক�� থিমে পুজো হচ্ছে।
সন্তোষ মিত্র স্কোয়ার: অযোধ্যার রাম মন্দির।
 কলেজ স্কোয়ার সার্বজনীন:  মহীশূর প্যালেস।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব : প্যারিসের ডিজনিল্যান্ড।
টালা পার্ক প্রত্যয় : কহন।
দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোতে রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা! দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ১৮টি স্পেশাল লোকাল ট্রেন!
Tumblr media
কুমোরটুলি পার্ক সর্বজনীন : অ্যামবিশন।
আহিরীটোলা সর্বজনীন : অবিনশ্বর।
আহিরীটোলা যুবকবৃন্দ : আমার দুর্গা।
নলিন সরকার স্ট্রিট : সম্ভাবনা।
সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব : শুদ্ধসূচি।
চেতলা অগ্রণী : যে যেখানে দাঁড়িয়ে।
বাদামতলা আষাঢ় সংঘ : প্রতিরূপ।
 দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজো উদ্বোধনের সঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে শহরে ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো! কলকাতার 'রামমন্দির' উদ্বোধনে শাহ!
কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব : ইচ্ছাপূরণ।
সন্তোষপুর লেক পল্লি : স্বতন্ত্র।
বেহালা ২৯ পল্লি : দৃষ্টিসুখের সন্ধানে।
আলিপুর ৭৮ পল্লি : যান্ত্রিক।
তেলেঙ্গাবাগান সর্বজনীন : প্রান্তজনের আত্মকথন।
আরবিন্দ সেতু সর্বজনীন : জীবনচক্র।
 দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি : আলাপন।
উল্টোডাঙা বিধান সংঘ : দু'মুঠো চাল।
উল্টোডাঙা ��ল্লিশ্রী  : অন্তরের অনুভূতিতেই শিল্পের সৃষ্টি।
 দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোতে সারারাত বাস চালাবে পরিবহণ দফতর!
পাথুরিয়াঘাটা ৫-র পল্লী : এ বার অবগুণ্ঠন খোলো।
 বেলেঘাটা ৩৩ পল্লি : শৈলাতি।
কাশী বোস লেন : উমারা ফিরুক ঘরে।
করবাগান সর্বজনীন : আদৃশ্য বাঁধন।
কাঁকুড়গাছি যুবকবৃন্দ : সম্প্রদায়।
বন্ধুদল স্পোর্টিং ক্লাব : অঙ্গীকার।
দূর্গা পূজা ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোর সাজে তিলোত্তমার ১৫০ বছরের 'সঙ্গী'! পুজো পরিক্রমা করুন 'পুজো স্পেশ্যাল ট্রাম'-এ চড়ে!
অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব : Zoomorphism।
অগ্রদূত উদয়ন সংঘের থিম : যা দেবী সর্বভূতেষু।
ভবানীপুর স্বাধীন সংঘ : স্মরণে স্মরণীয়।
চক্রবেড়িয়া সর্বজনীন : অনুভূতি-বন্ধন-ভাঙন।
Tumblr media
উল্লেখ্য, দশমীতে পুজো শেষ হলেও বাঙালিদের আবেগ যেন বলে 'আরেকটু থেকে যাও মা'! ��র জন্যই প্রতি বছর দুর্গাপুজো কার্নিভালের ব্যবস্থা করের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই  দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)এর কার্নিভাল প্রস্তুতি শুরু হয়েছে। জেলায় জেলায় পুজোর কার্নিভাল প্রস্তুতিও জোরকদমে চলছে। ইতিমধ্যেই কার্নিভাল কীভাবে হবে সেই নিয়ে জেলায় জেলায় তার নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। জানা গিয়েছে, জেলায় জেলায় কার্নিভাল হবে ২৬ সে অক্টোবর। কলকাতায় কার্নিভাল হবে ২৭সে অক্টোবর। উল্লেখ্য, পুজো উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উপস্থিত থাকলেও রেড রোডের কার্নিভালে অবশ্য তিনি উপস্থিত থাকবেন তা আগেই জানিয়েছেন তিনি। এছাড়াও, সূত্রের খবর, এবার কলকাতায় পুজো কার্নিভালের পুজো কমিটিগুলির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে পারে।
0 notes
womeneye · 2 years ago
Link
পবিত্র ঈদুল ফিতরে ঈদের দিন মেট্রোরেল চলাচলের সময়সীমায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঈদেও  দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট প
0 notes
khulnabazar · 2 years ago
Text
সু চি এখন কারাগারে
নিউজনাউ ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে রাজধানীর নেপিদোর একটি কারাগারে পাঠানো হয়েছে। এতদিন গৃহবন্দি ছিলেন সু চি। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করে। সু চির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কয়েকটি মামলা করে জান্তা সরকার। এসবের কয়েকটিতে ইতোমধ্যে ১১ বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি। যদিও সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সু চি। বলেছেন, এসব…
Tumblr media
View On WordPress
0 notes
dainikcharghat · 3 years ago
Text
মিয়ানমারে সামরিক আদালতে সুচির দলের এমপিসহ দুজনের মৃত্যুদণ্ড
শুক্রবার দেশটির সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য ফিও জেয়র থাও ও অধিকারকর্মী কিয়াও মিন ইউকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বিস্ফোরক দ্রব্য রাখা, বোমা বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসবাদে অর্থায়ন �� নিরাপত্তা বাহিনীর ওপর হামলার.......
মিয়ানমারে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির এক সংসদ সদস্যসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। শুক্রবার দেশটির সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সংসদ সদস্য ফিও জেয়র থাও ও অধিকারকর্মী কিয়াও মিন ইউকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, বিস্ফোরক দ্রব্য রাখা, বোমা বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসবাদে অর্থায়ন ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনার অপরাধে তাদের…
Tumblr media
View On WordPress
0 notes
apelmahmud27 · 5 years ago
Text
হাঁসি
এমনই গাল চওড়া করে হাসি দেয় গো মেয়ে?তুই আমার চিতা জালায়া দিসস সুচি
1 note · View note
dhaka18 · 5 years ago
Text
গণহত্যার অভিযোগ অস্বীকার: সু চিকে ‘মিথ্যুক’ আখ্যা রোহিঙ্গাদের
গণহত্যার অভিযোগ অস্বীকার: সু চিকে ‘মিথ্যুক’ আখ্যা রোহিঙ্গাদের
আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। তিনি বলেছেন, রাখাইনে এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি।
বুধবার (১১ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এসব কথা বলেন।
এ সময় সু চি অতীতের মতো যাবতীয় অভিযোগ উড়িয়ে…
View On WordPress
0 notes
crimeprotidin-blog · 7 years ago
Text
সু চির পদক ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
ক্রাইম প্রতিদিন, ডেস্ক : মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন দমনে তেমন পদক্ষেপ না নেওয়ায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেওয়া সম্মানসূচক মানবাধিকার পদক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। গতকাল বুধবার মিউজিয়াম কর্তৃপক্ষ এক চিঠিতে বলে, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি দেশটির সেনাবাহিনীর ‘গণহত্যার পক্ষে পাহাড় সমান প্রমাণ’ থাকার পরও সু চির নিষ্ক্রিয়তার…
View On WordPress
0 notes
ajkersamachar-blog · 7 years ago
Text
মিয়ানমারে সু চি'র বাড়ির চত্বর পেট্রোল বোমা নিক্ষেপ
মিয়ানমারে সু চি’র বাড়ির চত্বর পেট্রোল বোমা নিক্ষেপ
মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইয়াংগনে মিজ সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মিজ সু চি’র দপ্তরের একজন কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মিজ সু চি’র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন…
View On WordPress
0 notes
tatkhonik-blog · 7 years ago
Photo
Tumblr media
মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাজ শুরু করেছে : সুচি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি বুধবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের নেতার সঙ্গে বৈঠককালে সুচি একথা বলেন। মন্ত্রী ও কর্মকর্তা পর্যায়ে বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে দু’দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পরদিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের নেতার সঙ্গে সাক্ষাত করেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে। একই সঙ্গে মিয়ানমার বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রেক্ষাপটে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের কাজও শুরু করেছে বলে সুচি কামালকে জানান। মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, কামাল সুচিকে সতর্ক করেন যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ফিরে না এলে তারা জঙ্গীবাদী কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারে, যা দু’দেশের কারো জন্য ভাল হবে না। মন্ত্রী একথাও বলেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নাীতি ঘোষণা করেছে এবং সন্ত্রাসবাদীদের বাংলাদেশের মাটিতে ঠাই দেয়া হবে না। কামাল সুচিকে অবহিত করেন যে মিয়ানমার থেকে ইয়াবার চোরাচালান বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুচি এটা বন্ধ করতে পদক্ষেপ নেয়ার পুনঃআশ্বাস দেন। বাংলাদেশে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বন্ধে নেপিডো একমত হওয়ার একদিন পর মিয়ানমারের স্টেট কাউন্সিরের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেনেন্ট জেনারেল কিও সুয়ি। এতে দু’দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারেরও সিদ্ধান্ত হয়। গতকালের এই বৈঠকে দুই স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ও সীমান্ত সহযোগিতা সম্পর্কিত দু’টি চুক্তি স্বাক্ষর করেন। ওয়ার্কিং গ্রুপের পর রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে সনাক্তকরণ প্রক্রিয়ায় দু’দেশ বিভিন্ন পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত হয়েছে। নেপিডোতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়ো��িত এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলা হয়। মিয়ানমারের একজন কর্মকর্তা বিদেশী বার্তা সংস্থাগুলোকে বলেন, যথাশিগগির বাংলাদেশ থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ফিরিয়ে নিতে এবং রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠায় দু’দেশ একমত হয়েছে।
0 notes
badwipbartabd-blog · 7 years ago
Text
আগামীকাল মঙ্গলবার দেশের জনগণের উদ্দেশে ভাষণ দিবেন সুচি 
বদ্বীপবার্তা ডেস্ক:  যে মুহূর্তে ঘরে-বাইরে বিপরীতমুখী চাপ বাড়ছে, সে মুহূর্তে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দেশের জনগণের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার এই ভাষণ দেওয়ার কথা।
এই ভাষণে কী থাকবে, তা নিয়ে মিয়ানমারের ভেতরে ও আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চ��ছে। প্রশ্ন উঠেছে, সু চি কী বলবেন? কী করবেন? তিনি কি তাঁর দেশের উগ্রবাদীদের জাতিবিদ্বেষকে উসকে…
View On WordPress
0 notes
24x7newsbengal · 2 years ago
Text
১৮ নভেম্বর থেকে দীক্ষাদান অনুষ্ঠান করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে
Tumblr media
পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : ১৮ নভেম্বর থেকে দীক্ষাদান হচ্ছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে। বেলুড় মঠ থেকে ফিরে এসেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সহ-সংঘাধ্যক্ষ শ্রীমত্‍ স্বামী গিরীশানন্দজি মহারাজ । শিলচর মিশনে দীক্ষাদান কর্মসূচিতে অংশ নিতে গত ২ নভেম্বর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পদার্পণ করেছিলেন স্বামী গিরীশানন্দজি মহারাজ । কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় সহ-সংঘাধ্যক্ষ শ্রীমত্‍ স্বামী প্রভানন্দজি মহারাজের গত রবিবার দুপুরের পর থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তিনি তড়িঘড়ি করে ফিরে যান কলকাতায়। মঙ্গলবার কলকাতা থেকে বিমানযোগে ফের ফিরে এসেছেন শ্রীমত্‍ স্বামী গিরিশানন্দজি মহারাজ। বুধবার থেকে শুরু হচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে দীক্ষাদান পর্ব। পূর্ব সুচি অনুযায়ী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত করিমগঞ্জ রামকৃষ্ণ মঠে প্রায় ৬০০ জন ভক্তের মধ্যে দীক্ষাদান করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সহ-সংঘাধ্যক্ষ শ্রীমত্‍ স্বামী গিরীশানন্দজি মহারাজ। প্রতিদিন সন্ধ্যা আরতির পর পরম পূজনীয় সহ-সংঘাধ্যক্ষ স্বামী গিরীশানন্দজি মহারাজকে প্রণাম করা যাবে বলে জানিয়েছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ। Read the full article
0 notes
khulnabazar · 3 years ago
Text
এবার দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড
নিউজনাউ ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক শাসিত একটি আদালত। বুধবার (২৭ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির যে ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা, তার মধ্যে প্রথম মামলার সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে। প্রসঙ্গত, ২০২১ সালের পহেলা…
Tumblr media
View On WordPress
0 notes
the-monsur-blog · 2 years ago
Text
সুমহান ৯০ দিন ব্যাপী নিয়ামতে পরিপুর্ণ মাহফিল!নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতের অনন্য নজির।
সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক:সম্মানিত শায়খ ও মুর্শিদক্বিবলা, রাজারবাগ দরবার শরীফ, ঢাকা।
حدث رائع في التاريخ في بنغلاديش
تسعين يوما طويلة المحفل
A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil
#90daysMahfil
হাদিয়া করুন:নগদ পারসোনাল ০১৭১৮৭৪০৭৪২
৭দিনের মাহফিল সুচি দেয়া হল।লাইভ শুনুন sm40.com
Tumblr media
0 notes
omgcyberalpacacollector · 2 years ago
Link
0 notes
xenonesports · 2 years ago
Text
মৌলভীবাজার জেলার এলাকা ভিত্তিক লোড শেডিং এর সময়সূচি
মৌলভীবাজার জেলার এলাকা ভিত্তিক লোড শেডিং এর সময়সূচি
লোড শেডিং এর সময়সুচি মৌলভীবাজারঃ আপনি কি মৌলভীবাজার শহরে বসবাস করেন? আপনি কি মৌলভীবাজার জেলার এলাকা ভিত্তিক লোড শেডিং এর সময় সুচি জানতে চান, তাহলে এই পোষ্ট আপনার জন্য। গত ১৯ জুলা�� ২০২২ হতে সমগ্র বাংলাদেশে এলাকা ভিত্তিক লোড শেডিং চলছে। আপনি যদি মৌলভীবাজার জেলার এলাকা ভিত্তিক লোড শেডিং এর সময় সুচি জানতে চান তাহলে নিম্নে প্রদত্ত লিংক হতে আপনার সময়সুচি ডাউনলোড করে নিন। কিভাবে মৌলভীবাজার জেলার এলাকা…
Tumblr media
View On WordPress
0 notes
dailypanjeree · 3 years ago
Text
২০২২ সালেও ভাগ্যের চাকা ঘুরছে না মিয়ানমারের
২০২২ সালেও ভাগ্যের চাকা ঘুরছে না মিয়ানমারের
মহামারির সমান্তরাল বিশ্বে যখন বিভিন্ন দেশের নেতারা নিজ দেশে করোনা ঠেকাতে সফলতা দেখাতে পারছেন না এবং সময় মতো টিকা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তখন এসব অভিযোগ থেকে অনেকটাই রেহাই পাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও ডি ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান হিসেবে পরিচিত অং সান সুচি। ১১ মাস ধরে কারাবন্দি তিনি। তার বিরুদ্ধে দুনীর্তি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মিয়ানমারের…
Tumblr media
View On WordPress
0 notes