#সিট
Explore tagged Tumblr posts
realhumanbean · 10 months ago
Text
English For Today পড়তে হতাশ লাগছে তাই (আংশিক) সুদ্ধ ভাষায় লেখালেখি করতে এলাম। প্রথমবার যখন মাইক্রোতে না এসে একা একা বাসে আসছিলাম অনেক খারাপ লেগেছিল, চোখে পানি টলটল করার মতো খারাপ লাগা। অসহায় এর মতো বাস এর গায়ে মোহাম্মদপুর লেখা খুজছিলাম। তাপনুন থাকলে ঠিকই বলতে পারতো কোন বাস কোথায় যায়। কিন্তু আমি তো একাই ছিলাম। নো পিটি নিয়ে বাকি সবাইকে কলেজে একসাথে রেখে এসে একা একা বাসে আসা আমি। কলেজের বান্ধবীদের সাথে "surrounded but still alone" মনে হতো, তাতে কখনো খারাপ লাগেনি। কিন্তু বাসে লাগছিল 'lonely'। আমি যে এতই আলাদা মানতে কষ্ট হচ্ছিল। বাসে বাবা মায়ের সাথে ছেলে-মেয়েদের যেতে দেখে মনে হচ্ছিল স্কুলের দিনগুলোই ভালো ছিল। মনে হতে হতে আসাদ গেট চলে আসলো। Nostalgia was a paid character পুরাই। তখন মনে হলো না, সেন্টি খাইলে হবেনা। ব্যাগ থেকে বই বের করে বাকি রাস্তা পড়তে পড়তে যাবো। ভাব টা এমন যে আমি জানি বাস কোথায় থামে। বই সামনে রেখে রাস্তা দেখতে দেখতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এ নেমে গেলাম। ৫০ টাকা রিকশা ভাড়া আর ১০ টাকা বাস ভাড়া দিয়ে প্রথম দিন আসছিলাম।
আজকে বিআরটিসি এর দোতালায় বসে আসলাম। প্রথমবার দোতালায়। খুশিতে বই এও মনযোগ দিতে পারছিলাম না। উপর থেকে সব অন্যরকম লাগে। ঝাকিটাও বেশি লাগে। পাশের আন্টিটা বললো "আমরা ডিরেক্ট চাকার উপরে"। কলেজ থেকে বের হওয়ার সময় বোতলের পানিটা শেষ করার কথা ভেবেও কিজানি মনে করে রেখে দিলাম। "কেউ যদি পানি খেতে চায়" ভাবনাটা এসেছিল কিন্তু পাত্তা দিলাম না। ঠিকই বাসে একজন পানি চাইলো। দেখে লাগলো পানিটা তার জন্যই আমার ��োতলে রাখা ছিল,গলার সাথে জামাও ভিজলো তার। গা ভিজলেও বা কি, গায়ে লাগালো তো না। পানি খেয়ে পাশের আন্টির থেকে ১০ টাকা ভিক্ষা নিয়ে নেমে গেল।
একা চলাফেরা করায় মানুষ চিনতে পারি। অনেক ভাল্লাগে। বাস ড্রাইভার মামা যে বিজয় সরণীর হিজরা 'বান্ধবী' কে নেক্সট ইলেক্সনে ভোট দেওয়ার জন্য রেডি, দোকানদার মামা যে শীতে ঠান্ডা জুস খেতে মানা করে, বোরকাপরা আন্টি যে বুঝে কেন আমি বাসে ঝাকি খাবো তাও কোনো ব্যাটার পাশের খালি সিট এ বসবো না, প্যাসেঞ্জার আংকেল যে আমি না নামা পর্যন্ত দাঁড়িয়ে ছিল কারণ সে একই সিড়ি দিয়ে উঠতো। আর হাতে একটা বই থাকায় পুরো ব্যাপারটাই অন্যরকম। ১০ টাকায় শ্যামলী নামি,৩০ টাকা রিকশা ভাড়ায় বাসায়। স্ক্যাম তো একটু হতেই হয়। কিন্তু প্রথম দিনের মতো একা একা আর লাগে না। ভালোই লাগে এখন। মাইক্রো ছেড়ে দিলে একটু খারাপ লাগবে,কিন্তু বাস বা মাইক্রো যেখানেই যাই, একাই থাকবো।
3 notes · View notes
dailycomillanews · 3 days ago
Text
‘ছাত্রদল পরিচয়ে’ ফের গণরুম খুললো ছাত্রলীগের সাবেক কর্মীরা
রাজধানী ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) একমাত্র পুরুষ (স্নাতক) হলে ফের চালু হয়েছে গণরুম কালচার। এ ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিয়ম মেনে হলের ভর্তি সম্পন্ন করার পরও তাদের কোনো সিট বরাদ্দ দেয়নি কলেজ প্রশাসন। সিটের কথা বললেই নানা তালবাহানা করে হল সুপার সহযোগী অধ্যাপক মোহাম্মদ আক্কাস…
0 notes
banglavisiononline · 13 days ago
Link
দুই বছর পূর্ণ হওয়ার আগেই আইএটিএ (IATA
0 notes
taniaaker · 21 days ago
Text
গার্মেন্টস পোশাকের সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট এসরার মার্কেট রয়েল প্লাজা | garments cloth wholesale market আসসালামু আলাইকুম স্বাগতম ৭০০+ এরও বেশী দোকান ও গার্মেন্টস সহ বাংলাদেশের বৃহত্তম রেডিমেড গার্মেন্টস পাইকারী বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা, কোনাবাড়ী, গাজীপুর -এ আপনার ব্যবসাকে নতুন মাত্রা দিতে চান বা নিজের ব্যবসা শুরু করতে চান? আমাদের কাছে পাবেন সেরা মানের পাইকারী রেডিমেট গার্মেন্টস, অত্যন্ত সাশ্রয়ী মূল্যে! আমাদের সংগ্রহে রয়েছে সর্বশেষ ট্রেন্ড এবং চিরায়ত ক্লাসিক ডিজাইন, সেরা মানের উপাদান দিয়ে তৈরি রেডিমেট গার্মেন্টস টি শার্ট, পোলো শার্ট, হুডি, প্যান্ট, লং শার্ট, হাফ শার্ট, গেঞ্জি, স্কার্ফ, ওড়না, বেবি আইটেম সহ সকল ধরনের রেডিমেড গার্মেন্টস পাইকারী দামে, বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কম দামে Welcome to Bangladesh's Largest Readymade Garments Wholesale Market Esra Market Royal Plaza, Konabari, Gazipur  Want to give your business a new dimension or want to start your own business? With more than 700+ stores and garments, we have the best quality wholesale readymade garments at very affordable prices! fb.me/RoyalPlazaEsrarMarket youtube.com/@RoyalPlazaEsrarMarket      দেশের সর্ববৃহৎ পাইকারী কাপড়ের বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা পাইকারী রেডিমেড গার্মেন্টস বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা পাইকারী রেডিমেড গার্মেন্টস মার্কেট এসরার মার্কেট রয়েল প্লাজা সর্বোবৃহৎ পাইকারী বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা কাপড়ের সর্ববৃহৎ পাইকারি বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এসরার মার্কেট রয়েল প্লাজা দেশের সেরা বাজার এসরার মার্কেট রয়েল প্লাজা  সর্ববৃহৎ পাইকারী রেডিমেড গার্মেন্টস কি ব্যবসা গার্মেন্টস অডিট কত প্রকার গার্মেন্টস আইটেম গার্মেন্টস শ্রমিক আন্দোলন ছোট গার্মেন্টস কারখানা বাংলাদেশের প্রথম গার্মেন্টস এর নাম কি ঢাকা গার্মেন্টস গার্মেন্টসের বর্তমান পরিস্থিতি গার্মেন্টস সামগ্রী গার্মেন্টস মেজারমেন্ট সিট        শার্ট  টি শার্ট  ব্র্যান্ডের শার্ট  ছেলেদের চেক শার্ট  টি শার্ট ডিজাইন ছবি  চেক শার্ট ডিজাইন  ক্যাজুয়াল শার্ট  স্টাইলিশ শার্ট  ভালো ব্র্যান্ডের টি শার্ট  কলার টি শার্ট ডিজাইন  চেক শার্ট  শার্ট অনলাইন  অরবিন্দ শার্ট পিস  অফিসিয়াল শার্ট  অরবিন্দু শার্ট  অনেক শার্ট  টি-শার্ট অর্ডার  শার্ট এর অর্থ  শার্ট এর বিভিন্ন অংশের নাম  শার্ট ইন  র্শাট  অনলাইন শার্ট  অলিভ কালার শার্ট  অনলাইনে টি শার্ট ব্যবসা  অ্যাডিডাস টি-শার্ট  টি শার্ট এর বিভিন্ন অংশের নাম  শার্ট আর  শার্ট আয়রন করার নিয়ম  শার্ট আবায়া  আসাদের শার্ট  আসাদের শার্ট কবিতার লেখক কে  আড়ং শার্ট  আসাদের শার্ট কবিতার ব্যাখ্যা  আসাদের শার্ট কবিতার পটভূমি  আপডেট শার্ট  আমির শার্ট লিমিটেড চৌদ্দগ্রাম উপজেলা-এর ছবি  আকাশী কালার শার্ট  আড়ং টি শার্ট  আকাশী কালার টি শার্ট  আড়ং এর হাফ শার্ট  শার্ট ইংরেজি কি  শার্ট ইন করার নিয়ম  শার্ট ইন করার বেল্ট  শার্ট ইমেজ  শার্ট ইন করার
0 notes
speedywonderlandtrash · 29 days ago
Link
0 notes
freelancerwadud · 2 months ago
Text
Tumblr media
কম্পিউটার ট্রেনিং #ফ্রিল্যান্সিং ট্রেনিং কোর্স এর উপর শুরু হতে যাচ্ছে নতুন অরেকটি ব্যাচ। আপনার সিট টি কনফার্ম করতে দ্রুত ভর্তি হতে চলে আসুন-
📆 রেজিস্ট্রেশন/ ভর্তি/ স্কলারশিপ পেতে ফরমটি পূরণ করুন: https://forms.gle/wetu7ytfczJXYVdw5 💁‍♂️Course Plan & Fee: https://bit.ly/3AUb7FX ✅বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ☎ 01718590528 (WhatsApp/Imo) 📩 Email: [email protected] …………………………………. 🏡 গুগল ম্যাপ লিংকঃ shorturl.at/Wim8d 🏠 Office Address: House/Holding- 715, Hafiz Manjil, Jame amin masjid Hawladar bari, Nobogram Road, (Zia Sroker Mor) Ward No-22, Barishal-8200
1 note · View note
sayemrentacar1 · 3 months ago
Text
Tumblr media
হাইস গ্র্যান্ড কেবিন ১৫ সিট মাইক্রোবাস ভাড়া দেওয়া হয় I
ঘরে বসে খুব সহজেই সকল প্রকারের গাড়ি অনলাইনে ভাড়া করতে পারেন সায়েম এম রেন্ট এ কার থেকে,  আমরা ঢাকা থেকে বাংলাদেশের সকল জেলায় গাড়ি ভাড়া দিয়ে থাকি , ১০ সিটের এবং হাইস গ্র্যান্ড কেবিন ১৫ সিট মাইক্রোবাস সায়েম এম রেন্ট এ কার থেকে আপনি ঢাকা থেকে বাংলাদেশের যেকোনো জেলায় বা গ্রাম গঞ্জে গাড়ি ভাড়া করে নিতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী গাড়ি ভাড়া করতে পারবেন শুধু যে আমরা  ১০ এবং ১৫  সিটের মাইক্রো বাস তাই না আমাদের কাছে সকল ধরনের গাড়ি পাবেন যেমন টয়োটা ব্র্যান্ডের সকল ��রনের গাড়ি এবং নিশান সিভিলিওন এসি বাস টয়োটা টুরিস্ট বাস মিশুবেশি টুরিস্ট বাস, আমরা সকল ধরনের গাড়ি ভাড়া দিয়ে থাকি আমাদের সার্ভিস হলো শুধু ঢাকা থেকে বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি গাড়ি প্রতিদিন হিসেবে গাড়ি ভাড়া নিতে পারবেন, পাঁচ দিন দশ দিন আপনার প্রয়োজন অনুসারে আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি,  মাসিক এবং বাৎসরিক হিসাবে আপনি গাড়ি ভাড়া করতে পারবেন,  যে কোন গাড়ি ভাড়া করতে যোগাযোগ করুন অফিসের নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নং : ০১৯৭৭৭৫৫০০৭
আমাদের ইউটিউব চ্যানেল ❤️❤️ https://www.youtube.com/channel/UCdGA...
আমাদের ওয়েবসাইট 🔷🔷:http://www.sayemrentacar.com/
Phone +88 01977755007
Office Address: Sayem Enterprise
House # 11, Road # 16, Sector # 11.
Uttara, Dhaka - 1230, Bangladesh.
Follow Sayem Rent A Car On
►Facebook Page:- https://www.facebook.com/sayemrentacar
►Instagram - https://www.instagram.com/sayemrentac...
►Twitter - https://twitter.com/sayemrentacar
►LinkedIn - https://www.linkedin.com/in/sayem-ren...
►Blog - https://sayemrentacar.blogspot.com/
1 note · View note
24x7newsbengal · 8 months ago
Link
0 notes
gyanbitan · 9 months ago
Text
বেসরকারি মেডিকেল কলেজের তালিকা
বেসরকারি মেডিকেল কলেজের তালিকা বেসরকারি মেডিকেল কলেজে বিষয়ে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ তথ্য। সারা দেশে বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজ এর সংখ্যা সর্বমোট ৯৮টি। প্রতিনিয়ত নতুন নতুন বেসরকারি মেডিকেল কলেজ হওয়াতে এই সংখ্যা আরও বাড়ছে। এছাড়াও আরও আছে ৬টি মিলিটারি মেডিকেল কলেজ। এছাড়াও আছে গনস্বাস্থ্য মেডিকেল যাতে সিট সংখ্যা । বেসরকারী মেডিকেল ছাড়াও সারা দেশে ১৮ টি…
Tumblr media
View On WordPress
0 notes
shawkat-9986 · 10 months ago
Text
সিলেট টু লন্ডন
ইমিগ্রেশন পার হোয়ে বিমান বাংলাদেশের ওয়েইটিং লাউঞ্জে বোসতে যাচ্ছিলাম। দেখি সবার সাম���ে হুইল চেয়ারে বোসে বোসে এক চাচ্চু চিৎকার করছে- বিমানে নয়া যাইরাম নি। ইতা স্টাফ হকলর জন্মের আগে তাকি যাইরাম। কারে কেমনে রেসপেট করা লাগে জানে না। আমি মুক্তিযুদ্দা রে বেটাইন।আমি একদম পিছনে বসতে চলে গেলাম যাতে এসব ভগচগ শুনতে না হয়। তারপরও পুরা ওয়েইটিং টাইম তার উচ্চকণ্ঠের চিল্লাফাল্লা শুনে সবার পার করতে হোল।আমার সিট…
View On WordPress
0 notes
rubberbazaar · 1 year ago
Text
রাবার কারখানা হ্যান্ডবুক -রাবার-The Best Rubber Factory Handbook Needs Daily-Rubber - Part-02 .
Please visit our site
Contents: আলোচ্য বিষয়ঃ Rubber sheets / রাবার সিট Rubber Soles / রাবার সোল Chemicals / কেমিক্যাল সমূহ Natural Rubber Sheets Neoprene Rubber Sheets Nitrile Rubber Sheets Hydrogenated Nitrile (HNBR) Ethylene Propylene Rubber (EPDM Rubber Sheets) Silicone Rubber Sheets Fabric Reinforced Rubber Sheets Styrene-Butadiene Rubber (SBR) Sheet Vition™ Sheets Butyl (IIR) 1.Rubber sheets / রাবার…
Tumblr media
View On WordPress
0 notes
shawpnopurontravels · 1 year ago
Text
Tumblr media
🔥 সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ 🔥 এটি "স্বপ্নপূরণ"এর একটি ইকোনমিক প্যাকেজ ট্যুরঃ 🔶🔶 ইভেন্টের তারিখ: 07 - 10 ডিসেম্বর, 2023 ( 08 ও 09 ডিসেম্বর সেন্টমার্টিন রাত যাপন) 💢 ভ্রমণ সময়কালঃ ============== 🔼 যাত্রা তারিখঃ 07 ডিসেম্বর , 2023 বৃহস্পতিবার সন্ধ্যা 07 টা ( ফকিরাপুল / সায়েদাবাদ কাউন্টার, ঢাকা) 🔽 ফেরার তারিখঃ 10 ডিসেম্বর, 2023 রবিবার সন্ধ্যা 07 টা ( টেকনাফ কাউন্টার) 📛 বুকিং এর শেষ তারিখঃ সিট খালি থাকা পর্যন্ত। ⏲️ বুকিংয়ের সিরিয়াল অনুযায়ী বাসের সিট দেওয়া হবে। 💥 বুকিং মানি : জনপ্রতি 3060 টাকা ( অফেরত যোগ্য)। ব্যাংক একাউন্ট এ টাকা পাঠা��তে চাইলে শেষের দিক��� ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। ❌❌❌ ট্যুর বাতিল করলে বুকিং মানি ফেরত দেওয়া হবে না। কোনভাবেই ফেরত দেওয়া হবে না।
বুকিংঃ 01716016747 ( বিকাশ /রকেট/ নগদ)
💢 ভ্রমণের স্থান সমূহঃ ================ ✅ সেন্টমার্টিন ✅ ছেড়াদ্বীপ ================= 💢 ঢাকা থেকে ভ্রমণ খরচ নন এসি বাসঃ ( রিলাক্স কিং, শ্যামলী পরিবহণ বা রিজার্ব ) ======================== 🖼️ রিসোর্ট : সেন্টমার্টিন বীচ ইকো রিসোরত, মার্টিন হাউস ও অন্যান্য
⚠️ ইকোনমিক এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি: 1000 টাকা যোগ হবে, স্লীপার বাসের ক্ষেত্রে 2200 টাকা যোগ হবে, বিজনেস ক্লাস এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি: 2800 টাকা যোগ হবে। 🛑 এসি বাসের ক্ষেত্রে বাসের মান অনুযায়ী অতিরিক্ত টাকা যোগ হবে। )
✅ জনপ্রতি 6,800 টাকা ( 4 জন রুম শেয়ারিং) ✅ জনপ্রতি 7,200 টাকা ( 3 জন রুম শেয়ারিং) ✅ জনপ্রতি 7,500 টাকা ( 2 জন রুম শেয়ারিং /কাপল) ✅ শিশু পলেসিঃ 5 - 9 বছরের বাচ্চার জন্য ফি 5500 টাকা ( গার্ডিয়ানের সাথে বেড শেয়ার করবে)
📍 টেকনাফ থেকে ভ্রমণ খরচ: ✅ জনপ্রতি 4,600 টাকা ( 4 জন রুম শেয়ারিং) ✅ জনপ্রতি 5,000 টাকা ( 3 জন রুম শেয়ারিং) ✅ জনপ্রতি 5,300 টাকা ( 2 জন রুম শেয়ারিং /কাপল) ✅ শিশু পলেসিঃ 5 - 9 বছরের বাচ্চার জন্য ফি 3300 টাকা ( গার্ডিয়ানের সাথে বেড শেয়ার করবে)
💢 ভ্রমণ খরচে যা যা অন্তভুক্তঃ ====================== 🚍 ঢাকা-টেকনাফ-ঢাকা বাস ভাড়া। 🚢 টেকনাফ-সেন্টমার্টিন-টেকনাফ মেইন ডেক শীপ টিকেট। ( কেউ চাইলে অতিরিক্ত টাকা পেমেন্ট করে অন্যান্য ক্যাটাগরি টিকেট নিতে পারবেন) 🍱 টেকনাফে প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত 08 ( আট) বেলা খাবার। 🏠 হোটেল/রিসোর্টে 2 রাত। 🚤 ছেড়াদ্বীপ যাওয়া আসার বোট ভাড়া ✅ গাইড খরচ 🚫 ভ্রমণে যা যা থাকছে নাঃ =================== 1. কোন ব্যক্তিগত খরচ। 2. যাত্রা বিরতিতে খাবার। 3. জেটি ঘাট থেকে রিসোর্টে যাওয়া - আসার অটো খরচ। 4. ফেরার দিন রাতের খাবার। ================================= 💢 নোটঃ ======== ✅ বাস - নন এসি চেয়ার কোচ ✅ বার আউলিয়া শীপ টিকেট। ( মেইন ডেক চেয়ার ), কেয়ারি সিনবাদ ( মেইন ডেক ) ✅ খাবারঃ স্থানীয় খাবার ( সামুদ্রিক মাছ / মুরগি )
💢 স্পেশাল ফিচারঃ =============== 🐟🐠🐡 সবার অংশ গ্রহনে Fish Bar-B-Q Party 💢 ভ্রমণ বৃত্তান্তঃ ============ 🔊 প্রথম দিনঃ 07 ডিসেম্বর ( বৃহস্পতিবার) ঢাকা সায়েদাবাদ /আরামবাগ বাস কাউন্টার থেকে সন্ধ্যা সাতটায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা। 🔊 দ্বিতীয় দিনঃ 08 ডিসেম্বর ( শুক্রবার) সকালে টেকনাফ নেমে সকালের নাস্তা সেরে 09:30 মিনিটে শিপে করে রওনা দিবো সেন্টমার্টিনের উদ্দেশ্যে। 03 ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে 12:30 এর মধ্যে আমরা পৌছে যাবো সেন্টমার্টিন দ্বীপে। হোটেল চেক ইন দিয়ে নেমে পরবো পানিতে। পানিতে ঝাপাঝাপির পর ফ্রেশ হয়ে ��ুপুরের খাবার শেষ করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখবো পুরো দ্বীপটি। সন্ধ্যার পর থেকে শুরু হবে গল্প, আড্ডা আর গান । তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাবো। 🔊 তৃতীয় দিনঃ 09 ডিসেম্বর ( শনিবার ) সকালের নাস্তা সেরেই চলে যাবো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ ঘোরা শেষ করে সেন্টমার্টিন ফিরে আবার সমুদ্রের পানিতে নামবো। তারপর দুপুরের খাবার সেরে রুমে বিশ্রাম করবো। বিকেলটা ঘুরে দেখবো পুরো সেন্টমার্টিন। সূর্যাস্ত উপভোগ করবো পশ্চিম বীচ থেকে। সন্ধ্যার পর সমুদ্র পাড়ে শুরু হবে বার্বি-কিউ আর গানের আসর। মাঝরাত পর্যন্ত চলবে বার্বি-কিউ, আড্ডা, গান আর হই হুল্লোর। তারপর ঘুমিয়ে যাবো। 🔊 চতুর্থ দিনঃ 10 ডিসেম্বর ( রবিবার) সকালের নাস্তা সেরে শেষবারের মতো ঘুরে দেখবো সেন্টমার্টিন। তারপর সমুদ্রে ঝাপাঝাপি করে দুপুরের খাবার সেরেই হোটেল চেক আউট করে দুপুর 03:30 এর শীপ ধরবো। সন্ধ্যা নাগাদ টেকনাফে পৌছে তারপর ঢাকা গামী বাসে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। 🔊 11 ডিসেম্বর ( সোমবার ) সকাল আনুমানিক 05 টা বাজে ঢাকা নামবো আমরা।
📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ ★★★ 1. পাওয়ার ব্যাংক। 2. একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি। 3. মশার কামড় থেকে বাঁচার জন্য Odomos ক্রিম। 4. গ্লুকোজ / সেলাইন, অবশ্যই পানির বোতল। 5. গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢 6. সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️ 7. টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ। ================================ 🔴🔴🔴 কনফার্ম করার শেষ সময় : সিট খালি থাকা পর্যন্ত। কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ 3060/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে।
================================ *** টাকা পরিশোধের উপায়: বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারেন 3000/- টাকা। ================================ 🚩🚩🚩 ঢাকা অফিস ঠিকানা:- ক-৭৭, হাকিম মেনশন, কুড়িল চৌরাস্তা বাস-স্ট্যান্ড, ভাটারা, ঢাকা-১২২৯।(যমুনা ফিউচার পার্ক এর উল্টো পাশে) • প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত অফিস খোলা। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
================================
🟣🟣 বিকাশ পার্সোনাল নম্বরঃ Admin ☎️ 01716016747 ( Bkash, Rocket, Nagod, upay) ☎️ 01976016747 (Office)
💡 ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে বুকিং করতে পারবেন।
🏛️ Dutch Bangla Bank ltd Account Name: Shawpnopuron Tours and travels Account Number: 1471100028572 Branch Name: Bashundhara
🏛️ AB Bank ltd Account Name: kazi Tanvir Hassan Account Number: 4707457190300 Branch Name: Bashundhara Branch
🏛️ Trust Bank ltd Account Name: kazi Tanvir Hassan Account Number: 00440310012114 Branch Name: Bashundhara Branch
🏛️ Dutch Bangla Bank ltd Account Name: kazi Tanvir Hassan Account Number: 7017511977671 Branch Name: Agent baking Branch
📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ -বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে। - সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই। - উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। - গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে। ================================
🔶পেজ লিংক :: https://www.facebook.com/shawpnotravellers
🔶গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/
🔶 ভিজিট করুন: www.shawpnopuron.com
#Shawpnopuron #Saintmartin #stuudent_pack #ছেড়াদ্বীপ #সেন্টমার্টিন #সেন্টমার্টিন_প্যাকেজ
0 notes
banglavisiononline · 1 month ago
Link
নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্র
0 notes
banglakhobor · 1 year ago
Text
ন্যাশনাল সিড করপোরেশনের দুর্দান্ত চাকরির সুযোগ
Great job opportunities in National Seed Corporation
সম্পাদক,বাংলাখবরঃ ন্যাশনাল সিড করপোরেশনের বিভিন্ন পদে ৮৯ জন কে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরিপ্রার্থীরা ন্যাশনাল সিট কর্পোরেশনের ওয়েবসাইটে অনলাইনে তাদের অ্যাপ্লিকেশন ফিলাপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিলাপ করার সময় ২৮ শে আগস্ট থেকে ২৫ শে সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষা এবং ইন্টারভিউ এর তারিখ ১০ অক্টোবর । কম্পানির ওয়েবসাইটটি হল http://www.indiaseeds.com অনলাইনে আবেদন করার পদ্ধতি…
Tumblr media
View On WordPress
0 notes
prithibirpathe · 1 year ago
Text
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ভ্রমণ 1
ককপিট থেকে এনাউন্স হলো সিট বেল্ট বাঁধার,বিমানের ভিতর খুঁটখাঁট আওয়াজ শুরু হল।সবার মতো আমিও নড়েচড়েএটেনশন মুডে বসলাম।মনের মধ্যে চলছে দারুণ উত্তেজনা,দেবতার দ্বীপ দেখার।বারবার জানালায় উঁকিঝুঁকি দিচ্ছি, ভাবখানা এমন যেন বিমানের জানালা দিয়েই মেঘের ফাঁকে দেবতার পবিত্র সৌম্য মূর্তি এই বুঝি দেখা যাবে।☺️দেবতার প্রতিকৃতি না দেখা গেলেও, ল্যন্ডিং এর সময় বিমান ঝাঁকিয়ে প্রকৃতির চরম সৌন্দর্য দেখার যেন আহবান জানালো আমাদের।read more...
0 notes
word-child · 1 year ago
Text
টিউশন জিনিসটা যে আমার জন্য না সেটা আজকে আরো ভালোভাবে উপলব্ধি করলাম।
আমি আজকে ওই পুরান হেডফোন কুরিয়ার করতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাই। বুঝিয়ে-টুঝিয়ে বলি যে এটা টু-পে সার্ভিসের মাধ্যমে যাবে তাই আমার টাকা-টুকা দেয়া লাগবে না। সব টাকা রকমারি পার্সেল রিসিভ করার সময়ই দিবে। শেষমেশ এই জা��গায় বাক্সের জন্য ৩০ টাকা খরচ হলো।
০৫:০৭ বেজে গেছে মেইন রোড যেতে যেতে। ভাবলাম বাস বোধহয় মিস হয়ে গেলো। একটু দূরে দেখি লাল বাস দেখা যাচ্ছে। দ্রুত রাস্তা ক্রস করে ওই পাড়ে দাঁড়াই। কিন্তু ঠিক সেই গতদিনের ঘটনার মতোই আজকেও আমার জন্য এই ব্যস্ত রাস্তায় বাস থামলো না।
অগত্যা একটা অটোতে ২০, আরেকটা রিকশায় ৪০ দিয়ে হলে ফিরি। ফিরে ১৫ টাকায় বিকেলের নাস্তা করি আর ২০ টাকায় একটা ঠান্ডা পানি কিনি। ঐটা দিয়ে রুমে গিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাই।
এরপর সব খরচ-পাতির হিসাব নিয়ে বসি। এই এক কুরিয়ারের জন্য আমার ৯০ টাকা খরচা গেলো। পুরোই লস খেয়ে গেলাম এই হেডফোনের কারণে। একটা শিক্ষা হইছে যদিও। এভাবে বই কেনার অনলাইন সাইট থেকে ইলেকট্রনিকস পণ্য কেনাটা ঠিক হয় নাই। এসব পণ্য সরাসরি দেখে-শুনে-বুঝে কিনতে হয়। কারণ বহুত ডিফেক্ট থাকে। এটা দেখার পর যা বুঝলাম আরকি।
পর পর টানা ২ দিন মাইজদীর দিকে যাওয়া পড়লো। পুরোই ক্লান্ত-শ্রান্ত হয়ে গেছি। আমার রুমমেটগুলো যে দুই-তিনটা টিউশন রোজ রোজ কিভাবে করায়, সেটা আল্লাহই খুব ভালো জানেন। জানি, ওদের সেই নিড, ইচ্ছা আর তাগিদ থেকেই যায়। তবুও এই টিউশন ব্যাপারটা বহুত ঝামেলার। অন্তত আমার জন্য। বিকেলের সুন্দর ঘুম ছেড়ে রেডি হও, বাসে সিট ধরো, ব্যস্ত রাস্তায় মানুষের ভিড়ে নেমে যাও, স্টুডেন্টকে পড়া বুঝাও, আবার বাস ধরার জন্য ছুটো, বাস মিস হয়ে গেলে তো কথাই নাই, আরো বহুত প্যারা। এসব আমাকে দিয়ে সম্ভব না। একটা ক্লাস করেই যে অবস্থাটা হয় আমার। আর আমি করাবো টিউশন!
তবে নিঃসন্দেহে টিউশন তাদের পড়াশুনা, অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে সাহায্য করতেছে। নিজেদের একটা ইনকাম সোর্স হয়েছে। এতসব ঝামেলা ঠেলে, সব সামলে যাওয়া আর সুন্দরমত ব্যাক করা একটা এচিভমেন্ট আমার কাছে। তবে ওদের ক্লান্ত-শ্রান্ত দেখে খুবই খারাপ লাগে আমার।
যাইহোক, শেষকথা হলো টিউশন জিনিসটা এই মুহূর্তে আমার জন্য না। পরের কথা জানি না।
1 note · View note