#সরাসরি সম্প্রচার
Explore tagged Tumblr posts
Text
শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি
দিবসটিতে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে…
0 notes
Text
‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আল-বশির
‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আল-বশির। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল মঙ্গলবার তার এই সাক্ষাতকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল মঙ্গলবার তার এই সাক্ষাতকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর কাতার-ভিত্তিক আল…
0 notes
Text
📢 সন্ত রামপাল জী মহারাজের বিশেষ বার্তা পর্ব ৫৬ 🌟
🌼 সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার
⏰ সম��প্রচারের সময়: সকাল ৫:০০ থেকে
সন্ত রামপাল জী মহারাজের জ্ঞানবর্ধক বিশেষ বার্তার সরাসরি সম্প্রচার শুনুন এবং আত্মাকে আধ্যাত্মিক শান্তি লাভ করুন।
💫 মিস করবেন না!
🎧 অডিও বার্তা শুনুন: @Sant Rampal Ji Maharaj YouTube চ্যানেলে শুনুন। YouTube লিঙ্ক👇
🔗 https://youtube.com/@saintrampaljimaharaj?feature=shared
0 notes
Link
পাকিস্তানে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে একটি পিটিশনের উপর
0 notes
Text
আগস্ট ভারতবাসীর কাছে মুক্তির মাস। ৭৭তম স্বাধীনতা দিবসের উদযাপনের স্মৃতি ফিকে হয়নি দেশবাসীর মনে। ২০২৩-এর ২৩ আগস্টের সন্ধ্যে স্বাধীনতার দিনের স্মৃতি ফিরিয়ে আনল ১৪০ কোটি দেশবাসীর মনে। ১৯৪৭-এ প্রথম স্বাধীনতার স্বাদ আজকের প্রজন্মের অজানা। কিন্তু চন্দ্রযান-৩-এর চাঁদের মাটি ছোঁয়ার আনন্দ ফিরিল আনল সেই উন্মাদনাকেই। শুধু তো মাটি ছোঁয়া নয়। আছে বিশ্ব রেকর্ডের নজিরও। ��াঁদের মাটিতে উড়ল ভারতের তিরঙ্গা। জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে ভারত। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে দেশবসী শুভেচ্ছা জানাল ইসরোর বিজ্ঞানীদের। এই জয় স্বপ্ন আর বিজ্ঞানীর জয়। স্বপ্নপূরণে আকাশের সীমানা পার করে আজ চাঁদে পৌঁছে গেছি আমরা।
২৩ আগস্ট বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণের প্রক্রিয়া। ঠিক ১৯ মিনিট পরে চাঁদে পা রাখে ল্যান্ডার। এই ১৯ মিনিট ধরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দমবন্ধ অপেক্ষায় ছিল গোটা দেশ। বিকেল ৫টা ২০ মিনিট থেকে ইসরো গোটা প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু করে। ঘড়ির কাঁটা ধরে একেবারে ৬টা ৪ মিনিটেই রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটি ছুঁয়ে ফেলে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। গোটা প্রক্রিয়ায় সময় লেগেছে মোট ১৯ মিনিট। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘চন্দ্রযান-৩’। ৪০ দিনের মাথায় তার অভিযান সফল হল। এই সাফল্যের সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান নামানো দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের নাম।তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম পা রাখল। চাঁদের ‘কুমেরু’ আবিষ্কারের কৃতিত্ব আমাদের। ভারতীয় মহাকাশ যাত্রার পথপ্রদর্শক তথা বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামানুসারে ‘বিক্রম’ ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে। তিনি ভারতীয় মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ। ‘ফিজ়িক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন বিক্রম। এই সংস্থাই ইসরোর পূর্বসূরি। রোভারটির নামকরণ হয়েছে সংস্কৃত শব্দ ‘প্রজ্ঞান’ থেকে। সংস্কৃতে যার অর্থ ‘প্রজ্ঞা’ বা জ্ঞান। ল্যান্ডার বিক্রমের মোট ওজন ১৭৪৯.৮৬। যার পেটের মধ্যে ছিল রোভার প্রজ্ঞান। প্রজ্ঞানের ওজন ২৬ কেজি। বাক্সের আকৃতির ল্যান্ডারে চারটি ল্যান্ডিং পা এবং চারটি ল্যান্ডিং থ্রাস্টার রয়েছে। রয়েছে চারটি পেলোড। রম্ভা, চ্যাস্টে, ইলসা এবং অ্যারে। চাঁদে অবতরণের পর পরই কাজ শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত থাকা এই চারটি পেলোড। আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে, তা খুঁটিয়ে দেখবে সে। এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। ল্যান্ডারে আছে একটি সোলার প্যানেল। যার মাধ্যমে উৎপ��্ন হবে সৌরশক্তি। ৭৩৮ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। চন্দ্রলোকে অবতরণের পর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাদের বাকি অভিযানে সৌরশক্তি ব্যবহার করবে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ অভিযানে রোভার ও প্রোপালশন মডিউল মিলিয়ে খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। ইসরোর আগের দুই চন্দ্রাভিযানের থেকেও কম। সেই হিসেবে হলিউডের একটা সিনেমা তৈরি করতে যা খরচ তার চেয়েও কম খরচে চাঁদে যান পাঠিয়ে রেকর্ড গড়েছে ভারত। কৃতিত্ব ইসরোর।
চন্দ্র অভিযানে ভারত একেবারেই নতুন। ২০০৮ সালে চন্দ্রযান-১ পাড়ি দিয়েছিল। তবে চাঁদে তার অবতরণ করার কথা ছিল না। সেই চেষ্টা করেছিল চন্দ্রযান-২। চাঁদের মাটিতে নামার পর কাজ শুরু করে দিল বিক্রম। ইসরোয় পৌঁছল বিক্রম থেকে তোলা প্রথম ছবি। বিক্রমের অবতরণ প্রক্রিয়ার সমাপ্তি পর্বের সেই ছবি প্রকাশ করে ইসরো টুইট করেছে।
রোভারের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে প্রজ্ঞান। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমে। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। চাঁদের দুর্গম দক্ষিণ মেরু এলাকায় অজস্র খাদের গভীরে কখনও সূর্যের আলো প্রবেশ করেনি, তাই সেখানে থাকতে পারে জলীয় বরফ। সেই বরফেরই সন্ধান করবে ভারতের চন্দ্রযান-৩।
পৃথিবীর এক দিন হয় চাঁদের ২৮ দিনের হিসাবে। এক চান্দ্রমাসে টানা ১৪ দিন রাত আর ১৪ দিন দিন থাকে। চাঁদের মাটিতে ১৪ দিনের আয়ু নিয়ে নেমেছে চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে প্রজ্ঞান এবং বিক্রম যেসব পরীক্ষা-নিরীক্ষা চালাবে বা সংগ্রহ করবে তথ্য, সেই সব যন্ত্র চলবে সৌরশক্তিতে। ফলে চাঁদে যত ক্ষণ সূর্য থাকবে তত ক্ষণই প্রাণ থাকবে তাদের। ১৪ দিন পর চাঁদে সূর্যাস্ত হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বিক্রম এবং প্রজ্ঞান। নিস্তেজ হয়ে পড়বে তাদের ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতিও। প্রাণ ফিরলে তাও ফিরবে সৌরশক্তি পাওয়া বা না পাওয়ার ভিত্তিতে। তবে সেই বিষয়টি অনিশ্চয়তায় ভরা।
চন্দ্রযান-৩-এর সাফল্য স্মরণীয় করে রাখতে এবং বিজ্ঞানের ছাত্রদের উৎসাহ দিতে ‘চন্দ্রযান পুরস্কার’ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ এবং কেরলের বিজ্ঞান ও প্রযুক্তির সেরা ছাত্রকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে। ছাত্রটি পাবেন এক লক্ষ টাকা।
১৯৬৩ সালে প্রথম ভারতীয় রকেট উৎক্ষেপণের সময়ে সাইকেল আর গোরুর গাড়িতে করেই যাবতীয় যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছিল। চাঁদ অভিযানে বারবার এসেছে বাধা ব্যর্থতা, আর্থিক সংকট কিন্তু চাঁদ ছোঁয়ার স্বপ্নের কাছে আজ ফিকে হয়��� গেছে সব কিছু। ভারতীয় বিজ্ঞানীদের সাইকেল সে চাঁদ তক- এই সফর শুধু সাফল্যের আনন্দ নয়, জীবনের পাঠও দিচ্ছে দেশবাসীকে।
Copy - Sanhita
0 notes
Text
[ad_1] ভূমিকা: লাকিল্যান্ড ক্যাসিনো লাকিল্যান্ড ক্যাসিনো আপনার নিজের বাড়ির আরামে, আপনি একটি বাস্তব জীবনের ক্যাসিনোর সমস্ত মজা এবং উত্তেজনা উপভোগ করতে পারেন। লাকিল্যান্ডের ক্যাসিনো এই স্থানের একটি শীর্ষ-স্তরের প্ল্যাটফর্ম। এই বিশদ টিউটোরিয়ালে, আপনি লাকিল্যান্ড ক্যাসিনো সম্পর্কে এবং কীভাবে এটি আপনার অনলাইন গেমিং অ্যাডভেঞ্চারগুলিকে উন্নত করতে পারে সে সম্পর্কে সমস্ত কিছু শিখবেন। এখানে জন্য ক্লিক করুন ক্যাসিনো খবর. লাকিল্যান্ড ক্যাসিনো বোঝা এখানে, আপনার নিজের বাড়িতে আরামে, আপনি একটি বাস্তব জীবনের ক্যাসিনোর সমস্ত মজা এবং উত্তেজনা উপভোগ করতে পারেন। লাকিল্যান্ড ক্যাসিনো এই স্থানের একটি শীর্ষ-স্তরের প্ল্যাটফর্ম। এই বিশদ টিউটোরিয়ালটিতে, আপনি লাকিল্যান্ডের ক্যাসিনো সম্পর্কে এবং কীভাবে এটি আপনার অনলাইন গেমিং অ্যাডভেঞ্চারগুলিকে উন্নত করতে পারে সে সম্পর্কে সমস্ত কিছু শিখবেন। লাকিল্যান্ড ক্যাসিনো লাকিল্যান্ড ক্যাসিনোতে কিভাবে শুরু করবেন লাকিল্যান্ড ক্যাসিনোতে অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হতে পারে না। আপনি যদি অনলাইন জুয়া খেলায় আপনার হাত চেষ্টা করতে চান, তাহলে আপনাকে এই পদক্ষেপগুলি নিতে হবে: নিবন্ধন লাকিল্যান্ড ক্যাসিনোর হোমপেজে যান এবং সেখানে "সাইন আপ" বোতাম টিপুন। উপযুক্ত ক্ষেত্রগুলিতে আপনার নাম, ইমেল ঠিকানা এবং পছন্দের পাসওয়ার্ড দিন। আপনি যদি শর্তাবলী স্বীকার করেন তবে আপনি এগিয়ে যেতে পারেন। অ্যাকাউন্ট পরীক্ষা লাকিল্যান্ড ক্যাসিনো নিরাপত্তার উদ্দেশ্যে তার গ্রাহকদের কাছ থেকে শনাক্তকরণের অনুরোধ করার অধিকার রাখে। পরিচয় এবং একটি বর্তমান ঠিকানা প্রদান স্বাভাবিক প্রয়োজনীয়তা. একটি আমানত করা একবার আপনার অ্যাকাউন্ট যাচাই হয়ে গেলে আপনি আসল অর্থের জন্য খেলতে পারার আগে একটি আমানত প্রয়োজন। আমরা লাকিল্যান্ড ক্যাসিনোতে উপলব্ধ বেশ কয়েকটি নিরাপদ এবং নির্ভরযোগ্য ডিপোজিট বিকল্পগুলি নিয়ে যাব। গেমের উত্তেজনাপূর্ণ পরিসর লাকিল্যান্ড ক্যাসিনোতে বিভিন্ন দক্ষতার স্তরের জন্য বিভিন্ন ধরণের গেম পাওয়া যায়। ঐতিহ্যবাহী স্লট মেশিন থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ টেবিল গেম পর্যন্ত বিভিন্ন ধরনের গেম উপলব্ধ রয়েছে। চলুন সেখানে সবচেয়ে বেশি পছন্দের গেমগুলির কিছু পরীক্ষা করা যাক: [embed]https://www.youtube.com/watch?v=zbiN2-nOTio[/embed] স্ল��� লাকিল্যান্ড ক্যাসিনোতে স্লটগুলি বিভিন্ন ধরণের শৈলীতে আসে, সাথে বোনাস রাউন্ড এবং জ্যাকপটগুলি মেলে৷ প্রত্যেকের জন্য একটি গেম রয়েছে, তারা ক্লাসিক ফ্রুট মেশিন বা সর্বশেষ ভিডিও স্লট পছন্দ করুক। টেবিল গেম লাকিল্যান্ড ক্যাসিনোতে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ টেবিল গেম রয়েছে, যারা ক্যাসিনো খেলার কৌশলগত উপাদানের প্রশংসা করেন তাদের জন্য উপযুক্ত। আপনি আপনার ক্ষমতা পরীক্ষা করতে পারেন এবং ব্ল্যাকজ্যাক এবং রুলেট থেকে শুরু করে ব্যাকার্যাট এবং পোকার পর্যন্ত বিভিন্ন গেমে ডিলারকে নিতে পারেন। লাইভ ক্যাসিনো লাকিল্যান্ড ক্যাসিনো একটি সত্যিকারের লাস ভেগাস অনুভূ��ির জন্য লাইভ ডিলার গেম অফার করে। লাইভ ডিলারদের সাথে ক্লাসিক টেবিল গেম খেলুন এবং সেগুলি সরাসরি আপনার ডিভাইসে সম্প্রচার করুন। অভিজ্ঞতাটি বাস্তব ক্যাসিনোতে থাকার মতোই। প্রচার এবং বোনাস লাকিল্যান্ড ক্যাসিনোতে খেলোয়াড়দের জন্য বিভিন্ন ধরনের বোনাস এবং পুরস্কার পাওয়া যায়। আপনি আপনার গেমিং অভিজ্ঞতা উন্নত করতে পারেন এবং হয়ত এই বোনাসগুলির সুবিধা গ্রহণ করে আপনার জয় বাড়াতে পারেন৷ আপনি এই চমত্কার বিক্রয়ের জন্য অপেক্ষা করতে পারেন: স্বাগতম বোনাস আপনি যখন লাকিল্যান্ড ক্যাসিনোতে একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করেন এবং আপনার প্রথম জমা করেন, আপনি একটি উল্লেখযোগ্য বোনাস পাবেন। আপনি এই প্রচারের জন্য আরও বেশি অর্থের সাথে ক্যাসিনো গেমগুলি চেষ্টা করে দেখতে পারেন, যা সাধারণত আপনার প্রথম জমার সাথে একটি নির্দিষ্ট সংখ্যক ফ্রি স্পিনগুলির একটি ম্যাচ আকারে আসে৷ বিশ্বস্ততা প্রোগ্রাম লাকিল্যান্ড ক্যাসিনোতে নিয়মিতদের একটি শক্তিশালী আনুগত্য প্রোগ্রামের সাথে প্রশংসা করা হয়। গেম খেলার সময় লয়ালটি পয়েন্ট অর্জন করা যেতে পারে এবং ক্যাশ ব্যাক, ভিআইপি ইনসেনটিভ এবং বিনামূল্যের মতো জিনিসগুলির জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থপ্রদানের পদ্ধতি: সুবিধা এবং নিরাপত্তা লাকিল্যান্ড ক্যাসিনোর সাথে আপনার আর্থিক লেনদেন সবসময় নিরাপদ, সুরক্ষিত এবং সহজ হবে। সফ্টওয়্যারটি অসংখ্য নিরাপদ অর্থপ্রদানের বিকল্পগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন: ক্রেডিট এবং ডেবিট কার্ড ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলি লাকিল্যান্ড ক্যাসিনোতে গৃহীত হয়, যার ফলে অ্যাকাউন্ট ফান্ডিং দ্রুত এবং সহজ হয়। আপনার ক্রেডিট কার্ডের তথ্য প্রবেশ করার পরে আপনি শুধুমাত্র কয়েকটি ক্লিকে একটি নিরাপদ আমানত করতে পারেন। ই-ওয়ালেট লাকিল্যান্ড ক্যাসিনো বহুল ব্যবহৃত
পেপ্যাল, স্ক্রিল এবং নেটেলার সহ বিভিন্ন ই-ওয়ালেট পরিষেবা গ্রহণ করে। অনেক অনলাইন জুয়াড়ি ই-ওয়ালেট ব্যবহার করতে পছন্দ করে কারণ তাদের দেওয়া সুবিধা এবং পরিচয় গোপন রাখা হয়। ব্যাংক স্থানান্তর ব্যাংক স্থানান্তর হল লাকিল্যান্ড ক্যাসিনোতে উপলব্ধ আরেকটি অর্থপ্রদানের বিকল্প। বড় কেনাকাটার জন্য ব্যাঙ্ক স্থানান্তর একটি নিরাপদ এবং বিশ্বস্ত বিকল্প, কিন্তু সেগুলি প্রক্রিয়া করতে একটু বেশি সময় নিতে পারে। মোবাইল গেমিং: যেকোনো জায়গায়, যেকোনো সময় খেলুন লাকিল্যান্ড ক্যাসিনো লাকিল্যান্ড ক্যাসিনোর মোবাইল গেমিং বৈশিষ্ট্যগুলির সাথে যে কোনও সময়, যে কোনও জায়গায় আপনার প্রিয় ক্যাসিনো গেমগুলি উপভোগ করুন৷ স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো মোবাইল গ্যাজেটগুলির সাথে ত্রুটিহীনভাবে কাজ করার জন্য কাঠামোটি পরিমার্জিত করা হয়েছে৷ আপনি আপনার মোবাইল ব্রাউজারে সাইটটিতে গিয়ে একটি Android বা iOS স্মার্টফোন দিয়ে যেতে যেতে লাকিল্যান্ডের ক্যাসিনোতে বিভিন্ন ধরনের গেম খেলতে পারেন। নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থা লাকিল্যান্ড ক্যাসিনোতে খেলোয়াড়দের নিরাপত্তা এবং গোপনীয়তা শীর্ষ উদ্বেগের বিষয়। সাইটটি আপনার ডেটা সুরক্ষিত ��াখতে উন্নত নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে। শক্তিশালী এনক্রিপশন, এনক্রিপ্ট করা অর্থপ্রদানের পদ্ধতি এবং ব্যাপক গোপনীয়তা নীতিগুলি এই সমস্ত সুরক্ষার ক্ষেত্রে অবদান রাখে। লাকিল্যান্ডের ক্যাসিনো আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে খুব গুরুত্ব সহকারে নেয়। সুবিধা - অসুবিধা পেশাদার কনস 1. ব্যাপক গেম নির্বাচন: লাকিল্যান্ডের ক্যাসিনো স্লট, টেবিল গেম এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন ধরণের ক্যাসিনো গেম অফার করে। 1. সীমাবদ্ধ উপলব্ধতা: লাকিল্যান্ডের ক্যাসিনো সব দেশে উপলব্ধ নাও হতে পারে, কিছু খেলোয়াড়ের জন্য অ্যাক্সেস সীমিত করে। 2. ফ্রি সুইপ কয়েন: খেলোয়াড়রা বিভিন্ন প্রচার এবং উপহারের মাধ্যমে বিনামূল্যে সুইপস কয়েন, লাকিল্যান্ডের ক্যাসিনোতে ব্যবহৃত ভার্চুয়াল মুদ্রা পেতে পারেন। 2. কোন রিয়েল মানি জুয়া নয়: লাকিল্যান্ডের ক্যাসিনো একটি সুইপস্টেক মডেলে কাজ করে, যার অর্থ খেলোয়াড়রা সরাসরি অর্থ জমা বা বাজি ধরতে পারে না। 3. আকর্ষনীয় গ্রাফিক্স এবং ইউজার ইন্টারফেস: ক্যাসিনোতে রয়েছে দৃশ্যমান আকর্ষণীয় গ্রাফিক্স এবং একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস, সামগ্রিক গেমিং অভিজ্ঞতা বৃদ্ধি করে। 3. সীমিত অর্থপ্রদানের বিকল্প: লাকিল্যান্ডের ক্যাসিনোতে সীমিত সংখ্যক অর্থপ্রদানের পদ্ধতি উপলব্ধ রয়েছে, যা সমস্ত খেলোয়াড়ের পছন্দ অনুসারে নাও হতে পারে। 4. সামাজিক গেমিং অভিজ্ঞতা: লাকিল্যান্ডের ক্যাসিনো সামাজিক বৈশিষ্ট্যগুলি অফার করে, যা খেলোয়াড়দের বন্ধুদের সাথে যোগাযোগ করতে, উপহার পাঠাতে এবং লিডারবোর্ডে প্রতিযোগিতা করতে দেয়। 4. কোনো লাইভ ডিলার গেম নেই: ক্যাসিনো লাইভ ডিলার গেম সরবরাহ করে না, যা কিছু খেলোয়াড় আরও নিমগ্ন জুয়া খেলার অভিজ্ঞতার জন্য পছন্দ করে। 5. প্রগতিশীল জ্যাকপটস: লাকিল্যান্ডের ক্যাসিনো প্রগতিশীল জ্যাকপট স্লট অফার করে, যা খেলোয়াড়দের উল্লেখযোগ্য নগদ পুরস্কার জেতার সুযোগ দেয়। 5. সম্ভাব্য মুদ্রা রূপান্তর ফি: খেলোয়াড়ের অবস্থান এবং মুদ্রার উপর নির্ভর করে, সুইপ কয়েন ব্যবহার করার সময় মুদ্রা রূপান্তরের সাথে যুক্ত অতিরিক্ত ফি হতে পারে। 6. মোবাইল সামঞ্জস্যতা: লাকিল্যান্ডের ক্যাসিনো মোবাইল ডিভাইসগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা খেলোয়াড়দের যেতে যেতে তাদের প্রিয় গেমগুলি উপভোগ করতে দেয়৷ 6. সীমিত গ্রাহক সহায়তা বিকল্প: লাকিল্যান্ডের ক্যাসিনোতে উপলব্ধ গ্রাহক সহায়তা বিকল্পগুলি অন্যান্য অনলাইন ক্যাসিনোগুলির তুলনায় সীমিত হতে পারে। 7. দায়িত্বশীল গেমিং বৈশিষ্ট্য: ক্যাসিনো একটি নিরাপদ জুয়া পরিবেশের প্রচার করে আমানতের সীমা এবং স্ব-বর্জনের বিকল্পগুলি সহ দায়ী গেমিং সরঞ্জাম সরবরাহ করে। 7. কোনো নেটিভ অ্যাপ নেই: লাকিল্যান্ডের ক্যাসিনো বর্তমানে iOS বা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি নেটিভ অ্যাপ অফার করে না, যাতে খেলোয়াড়দের তাদের মোবাইল ব্রাউজারগুলির মাধ্যমে ক্যাসিনো অ্যাক্সেস করতে হয়। উপসংহার উপসংহারে, যারা অনলাইনে জুয়া খেলতে চান তাদের জন্য লাকিল্যান্ড ক্যাসিনো একটি নিরাপদ এবং উত্তেজনাপূর্ণ বিকল্প। নতুন এবং পাকা খেলোয়াড় উভয়ের জন্যই সেরা গন্তব্য হিসেবে, লাকিল্যান্ড ক্যাসিনো তার বিস্তৃত গেম লাইব্রেরি, লোভনীয় বোনাস, সহজ অর্থপ্রদানের পদ্ধতি এবং মোবাইল গেমিং বৈশিষ্ট্যগুলির সাথে আলাদা। আপনার ভাগ্য চেষ্টা করার জন্য এখনই সাইন আপ করুন এবং বাড়�� ছাড়াই একটি বাস্তব ক্যাসিনোর রোমাঞ্চ অনুভব করুন৷ অন্যান্য গেমের জন্য, পড়ুন ক্যাসিনো ভবিষ্যদ্বাণী সফ্টওয়্যার. প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs) লাকিল্যান্ড ক্যাসিনো যুক্তরাজ্যে তার পরিষেবা প্রদানের জন্য সম্পূর্ণ লাইসেন্সপ্রাপ্ত।
একেবারেই! আপনি যেকোনো আধুনিক অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইসের সাথে চলতে চলতে লাকিল্যান্ড ক্যাসিনো খেলতে পারেন। আপনি লাকিল্যান্ড ক্যাসিনোতে স্লট, টেবিল গেম, লাইভ ডিলার গেম এবং আরও অনেক কিছু খেলতে পারেন। লাকিল্যান্ড ক্যাসিনোতে গেমগুলিকে ন্যায্য খেলা এবং এলোমেলো ফলাফল নিশ্চিত করতে ঘন ঘন পরীক্ষা করা হয়। লাকিল্যান্ড ক্যাসিনো থেকে তোলার সময় সমস্ত স্বীকৃত অর্থপ্রদানের পদ্ধতিতে প্রমিত নয়। প্রত্যাহারের সাধারণ সময় হল কয়েক কর্মদিবস। [ad_2] Source link
0 notes
Text
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ টিভিতে সম্প্রচার এখনো অনিশ্চিত
সিরিজ দরজায় কড়া নাড়ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর মাত্র ৪ দিন পরই ইংল্যান্ডের চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা খেলা দেখতে উন্মুখ হয়ে অছেন। অধীর আগ্রহে অপেক্ষমান কোটি ভক্ত। কিন্তু অনেকেরই জানা নেই, এখন পর্যন্ত টিভিতে খেলা সম্প্রচার নিশ্চিত নয়। কোন টিভি খেলা সরাসরি দেখাবে, কারা কারা…
View On WordPress
0 notes
Text
সৌদি আরবে নতুন আইন ২০২৩ । মসজিদে ছবি তোলা নিষেধ । SOUDI NEWS 2023
সৌদি আরবে নতুন আইন ২০২৩
আপনারা নিশ্চয় জানেন যে সৌদি আরবের বিভিন্ন শহরে বড় বড় মসজিদ গুলোতে খুব সুন্দর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় । প্রত্যেক শহরে বড় বড় মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও নিয়মিত তারাবি নামাজ সরাসরি সম্প্রচার করা হয় । এবং তার পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় । কিন্তু বর্তমানে একটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে , এখন থেকে এসব ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা যাবে না ।
নতুন সিদ্ধান্তের পেছনে অনেক কারণ রয়েছে , সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে , প্রথমেই আমরা মসজিদের ভিতরে যে কোন ধরনের অসম্প্রতি কর ঘটনা যাতে না ঘটে সে জন্য এটা নিষিদ্ধ করেছে , অর্থাৎ এখন থেকে মসজিদের ভেতরে যে সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে তার মাধ্যমে অথবা মুসল্লিদের মধ্য থেকে কেউ তাদের মোবাইল ফোনে অথবা ভিডিও রেকর্ড করতে পারবে না ।
এই সিদ্ধান্ত এই কারণে নেয়া হয়েছে , কেননা বিগত কয়েক বছর ধরে এই বিষয়ে নানা ধরনের আপত্তি শোনা যাচ্ছিল । কারণ ��দানিং মানুষেরা মসজিদে নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে যার ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘন হওয়া সম্ভাবনা থাকে । মুসল্লিদের মসজিদের ভিতরে কি আছে , কি হচ্ছে , কতজন রয়েছে এসব যদি বাহিরে সম্প্রচার হয় , তাহলে এটা অনেক সময় সন্ত্রাসী হামলার কারণ হতে পারে , এবং বাহিরের সন্ত্রাসী জঙ্গিদের নিকট মসজিদের ভিতরে তথ্য খুব সহজেই প্রকাশ হয়ে যায় ।
জঙ্গিদের নিকট মসজিদের ভেতরে ভেতরের তথ্য সহজেই প্রকাশ হয়ে যায় , এসব ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সৌদি আরবের লোকজনের কমেন্ট থেকে নেয়া হয়েছে , জানা যায় যে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো , তারা তা জানতে চেষ্টা করেছেন এবং একেক জন একেক রকম মন্তব্য দিয়েছেন । কতৃপক্ষ বলেছেন আমরা মসজিদের অভ্যন্তরে পরিবেশ বাহিরের অন্য সব ধরনের অন্যথায় থেকে দূরে রাখতে এবং ইবাদতের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এই রমজানে আমরা মুসলিম এর ভিতর ছবি তোলা এবং ভিডিও করার উপর ছবি বা ভিডিও তোলা নিষেধ করে দেব ।
যে এবার রমজানে মসজিদের ভিতরে ছবি ও ভিডিও তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা যাবে না । আমরা মনে করি যেই আদেশ সৌদি আরবের অন্যসব মসজিদের ক্ষেত্রেও রয়েছে , মসজিদুল হারাম এবং মসজিদে নববীর জন্য কার্যকর হবে । মসজিদের ভিতরের ছবি বা ভিডিও করতে দেয়া হবে না । কেননা আমরা এখানে প্রায়ই দেখে থাকি আমাদের মুসলিম মা-বোনেরা মুখ খোলা রেখে এখানে চলাফেরা করে । কেউ যখন তার নিজের ছবি অথবা ভিডিও করে অনেক তখন অনেক সময় অন্য গায়েবের মসজিদের মহিলাদের চেহারা তার ছবি অথবা ভিডিও চলে আসে । এভাবে অনেক মহিলাদের ছবি প্রকাশ করা হচ্ছে তার বিরুদ্ধে বলার কেউ নেই ।
হারামিন এর ভিতরে মোবাইল ফোনের ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করা উচিত কিনা এর সাথে ইত্তেফাক সম্পর্কেও নতুন ঘোষণা এসেছে , এটা প্রতি বছরের মতোই হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন আনা হচ্ছে , তা হল ইতিপূর্বে মসজিদের ভিতরে ইফতারের জন্য তাবু বসিয়ে আলাদা স্থান নির্ধারণ করা ছিল । কিন্তু এখন থেকে আর আলাদা কোন স্থানে দাঁড়িয়ে থাকবে না , এখন থেকে মসজিদের ভিতরে মানুষ উন্মুক্ত স্থানে বসবে বলে জানানো যাচ্ছে ,
যাতে বুঝা যায় কতজন লোক আছে এবং কি চলছে , আগে মসজিদের ভিতরে বা উঠানে আলাদা জায়গা তৈরি করে পর্দা লাগিয়ে দেয়া হতো খাবার আগে যেমন সাজানো হয়েছিল । তেমনি হবে আর কেউ ইফতারের নামে অনুদান সংগ্রহ করতে পারবে না । কোন ব্যক্তি বা সংস্থা কেউই এই কাজটি করতে পারবে না । যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসটি হলো আপনি নামাজ অথবা তারাবি নামাজ পড়েন আপনি কোন ছবি বা ভিডিও করতে পারবেন না । এবং আপনি নিজে এই বিষয়টি খেয়াল রাখার পাশাপাশি ভিডিও আপনার বন্ধুর সা��ে শেয়ার করুন যাতে তারাও এবার রমজানের মক্কা মদিনা সফর করার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে যায় ।
প্রিয় দর্শক ‘ সমস্ত পোষ্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না । এবং আমাদের সাথে নিজেকে সংযত করার জন্য ফেসবুকে আমাদের কে ফলো করে রাখুন এবং গুগোল নিউজ থেকে আমাদের ফলো করে রাখুন ধন্যবাদ ।
0 notes
Link
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কিভাবে প্রজেক্টরে দেখবেন।
0 notes
Link
0 notes
Text
बीजेपी ने 45 এবং নামগুলির তালিকা চালিয়ে যাচ্ছেন, ওয়ারানসি, पडरना फल इन सीटों परउ उम्मीदवार
बीजेपी ने 45 এবং নামগুলির তালিকা চালিয়ে যাচ্ছেন, ওয়ারানসি, पडरना फल इन सीटों परउ उम्मीदवार
View On WordPress
#2022 সালের নির্বাচন#45 প্রার্থী তালিকা#वाराणसी से उतारा उम्मीदवार#ইউপি নির্বাচন নির্বাচন#ইউপি বিধানসভা নির্বাচন 2022 জাতীয়#ইন্ডিয়া নিউজ হিন্দি#উত্তর প্রদেশ নির্বাচন নির্বাচন#গাজীপুর আসন সেওয়ার#নির্বাচন 2022#নির্বাচন আপ#নির্বাচনের সর্বশেষ আপডেট#বিজেপির তালিকা#বিজেপির নতুন তালিকা#বীজেপি#বীজেপি কি নতুন তালিকা#বীজেপি নেভিগেশন চালিয়ে যাওয়া নতুন তালিকা#ভারতীয় জনতা পার্টি#ভারতের খবর#সদ্যপ্রাপ্ত সংবাদ#সরাসরি সম্প্রচার
0 notes
Text
জিয়া ও রাষ্ট্রীয় সম্মান
দেশপ্রেম ও শিল্প-সংস্কৃতি'র উন্নয়নে; উৎসাহ ও সম্মান হচ্ছে অন্যতম বড় নিয়ামক। আজ বাংলাদেশে যত বড় বড় পুরস্কার ও সম্মান আছে তার প্রায় সবই চালু করেন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক চালুকৃত জাতীয় পদক ও সম্মান সমূহ একনজরে দেখ���ে চেষ্টা করিঃ
ℹ
একুশে পদক
স্বাধীনতা দিবস পদক
জাতীয় টিভি পুরস্কার
জাতীয় শিশু-কিশোর পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তি বর্গ।
২১শে পদকঃ
১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পদক চালু করে যাঁদের সম্মানিত করেনঃ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
বিজ্ঞানী কুদরত-ই-খুদা
কবি সুফিয়া কামাল
আবুল কালাম শামসুদ্দিন
সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া
কবি শামসুর রা��মান
শিল্পী আবদুল আলীম
আবদুল গাফফার চৌধুরী
আলতাফ মাহমুদ
কবি আহসান হাবীব
আবদুল লতিফ
আবুল হোসেন
মুর্তজা বশীর
সাহিত্যিক রাহাত খান।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 'স্বাধীনতা দিবস পুরস্কার' যা প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়া প্রবর্তন করেন।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, সাংবাদিকতা, জনসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংগীত, খেলাধুলা, শিল্পকলা, উন্নয়ন বিষয়ে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি বহন করে এ পদক।
আজ বিভিন্ন ক্ষেত্রে যারা এ পদক পেয়ে গর্বিত হচ্ছেন তারা কি জানেন বা মানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পদক প্রবর্তন করেছিলেন যাতে তাদের মত গুণীজনদের সম্মানিত করা সম্ভব হয়?
১৯৭৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার যাদের এই পদকে সম্মানিত করেনঃ
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
শিল্পাচার্য জয়নুল আবেদিন
ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. মোহাম্মদ ইব্রাহীম
শিল্পী রুনা লায়লা
কবি জসীমউদ্দীন
কবি শামসুর রাহমান
রণদা প্রসাদ সাহা
সমর দাস
সাহিত্যিক আবুল মনসুর আহমেদ
জ্ঞান তাপস কাজী মোতাহার হোসেন
ফিরোজা বেগম
পটুয়া কামরুল হাসান
শহীদ মুনীর চৌধুরী
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
কবি ফররুখ আহমেদ সহ
আরো অনেক গুণীজন।
এই সব পুরস্কার প্রদানে সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করা হয়। এমন কি জিয়ার বিরোধিতাকারী, যোগ্য মানুষদের পুরস্কারে অলংকৃত করতেও তিনি কার্পণ্য করেন নি।
রাষ্ট্রপতি জিয়ার বিশেষ দৃষ্টি ছিল নারী ও শিশুদের দিকে। বাংলাদেশ টেলিভিশনে প্রতি বছর
#নতুনকুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজন,
#জাতীয় শিশু-কিশোর পুরস্কার
#স্কুলের স্টুডেন্টদের জন্য বাংলাদেশ টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
#বাংলাদেশ শিশু একাডেমি
#ঢাকার শাহবাগে শিশুপার্ক ও
#শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং
#স্বতন্ত্র মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করে মহিলা মন্ত্রী নিয়োগ সে কথাই প্রমাণ করে।
মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো নজর দিয়েছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতির দিকেও।
#জাতীয় লোকসঙ্গীত উৎসব
#জাতীয় নাট্যোৎসব
#বার্ষিক জাতীয় চারুকলা প্রদর্শনী এবং
#আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু করেন।
বেতার-টিভির সম্প্রচার সম্প্রসারণ করেন। টিভির রঙিন সম্প্রচার শুরু হয় তাঁর হাতে।
#জাতীয় টিভি পুরস্কার
#চলচ্চিত্রে জাতীয় পুরস্কার প্রবর্তন করেন। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য
#অনুদান তহবিল গঠন
#ফিল্ম ইনস্টিটিউট ও
#ফিল্ম আর্কাইভ চালু করা হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উদ্যোগে।
*সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপুমনির প্রতিভা বিকাশ নতুন কুঁড়ি দিয়ে শুরু হয়।
৯ জানুয়ারী ১৯৭৯ঃ ১ম বার প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় চলচিত্র পুরস্কার (১৯৭৭) বিতরন করেন। ১৯৭৯ সালের নভেম্বর মাসে ১৯৭৮ সালের জাতীয় চলচিত্র পুরস্কার বিতরন করেন।
১৯৭৭ সালের জানুয়ারী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকারী অনুদানে চলচিত্র নির্মান হয়।
#সূর্যদীঘল বাড়ি
#এমিলির গোয়েন্দা বাহিনী
#তোলপাড়
#মেহেরজান
এগুলো সবই সরকারি অনুদানের চলচিত্র। পরবর্তিতে বেগম খালেদা জিয়া তাঁর শাষনামলে হুমায়ুন আহাম্মেদের #আগুনের পরশমনি' নামে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবির জন্য সরকারি অর্থায়ন করেন।
Zia: The Patriot - দ্যা প্যাট্রিয়ট এর সরাসরি পৃষ্ঠপোষকতায় দেশে প্রথম আন্তর্জাতিক চলচিত্র উৎসব হয় ১৯৮১ সালে।
জাতীয় কবি, সৈনিক কাজী নজরুল ইসলামের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা।
#নজরুল একাডেমী (জমি) দেন।
#নজরুল ইন্সটিটিউট
#বাংলাদেশ জাতীয় নজরুল সঙ্গীত” সন্মেলন ১৯৮০ সালে জিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
জাতীয় কবির অন্তিম ইচ্ছা অনু্যায়ী মসজিদের পাশে সমাহিত করা হয় নজরুলকে। শহীদ জিয়া নিজেই বিদ্রোহী নজরুলের মৃত্যু পরবর্তি দাফনের কাজ করে নিজেকে ও জাতিকে গর্বিত করেন।
বাংলাদেশের শিল্প সাহিত্য নিয়ে জিয়ার অবদান এত স্বল্প পরিসরে করা সম্ভব না। এ ব্যাপারে কাজ চলছে এবং আপনাদের কাছে নতুন কোন তথ্য/ ডকুমেন্ট থাকলে তা কমেন্টে বা ইনবক্স এ জানাবেন; দেশের গনমানুষের জাতীয়তাবাদী রাজনীতির গবেষণাতে আপনার নামটিও যোগ হতে পারে।
বাংলাদেশ জিন্দাবাদ
F note: মজার বিষয় হচ্ছে এই মানুষটির প্রাপ্ত পদক থেকে তাকেই প্রত্যাহার করা হয়েছে।
লিংকঃ
6 notes
·
View notes
Link
আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ উদযাপন করি। চাঁদের স্নিগ্ধ আলোয় রোমাঞ্চিত হয় না এম
0 notes
Text
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার(১৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়। প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভিসহ দেশের বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।-খবর তোলপাড় ।
View On WordPress
0 notes
Text
২০২২ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি
সিটি ব্যাংক তাদের ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব���যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়। এ বছর সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, যা ২০২১…
View On WordPress
0 notes
Text
সৌদি আরবে নতুন আইন ২০২৩ । মসজিদে ছবি তোলা নিষেধ । SOUDI NEWS 2023
সৌদি আরবে নতুন আইন ২০২৩
আপনারা নিশ্চয় জানেন যে সৌদি আরবের বিভিন্ন শহরে বড় বড় মসজিদ গুলোতে খুব সুন্দর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় । প্রত্যেক শহরে বড় বড় মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও নিয়মিত তারাবি নামাজ সরাসরি সম্প্রচার করা হয় । এবং তার পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় । কিন্তু বর্তমানে একটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে , এখন থেকে এসব ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা যাবে না ।
নতুন সিদ্ধান্তের পেছনে অনেক কারণ রয়েছে , সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে , প্রথমেই আমরা মসজিদের ভিতরে যে কোন ধরনের অসম্প্রতি কর ঘটনা যাতে না ঘটে সে জন্য এটা নিষিদ্ধ করেছে , অর্থাৎ এখন থেকে মসজিদের ভেতরে যে সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে তার মাধ্যমে অথবা মুসল্লিদের মধ্য থেকে কেউ তাদের মোবাইল ফোনে অথবা ভিডিও রেকর্ড করতে পারবে না ।
এই সিদ্ধান্ত এই কারণে নেয়া হয়েছে , কেননা বিগত কয়েক বছর ধরে এই বিষয়ে নানা ধরনের আপত্তি শোনা যাচ্ছিল । কারণ ইদানিং মানুষেরা মসজিদে নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে যার ফলে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা লঙ্ঘন হওয়া সম্ভাবনা থাকে । মুসল্লিদের মসজিদের ভিতরে কি আছে , কি হচ্ছে , কতজন রয়েছে এসব যদি বাহিরে সম্প্রচার হয় , তাহলে এটা অনেক সময় সন্ত্রাসী হামলার কারণ হতে পারে , এবং বাহিরের সন্ত্রাসী জঙ্গিদের নিকট মসজিদের ভিতরে তথ্য খুব সহজেই প্রকাশ হয়ে যায় ।
জঙ্গিদের নিকট মসজিদের ভেতরে ভেতরের তথ্য সহজেই প্রকাশ হয়ে যায় , এসব ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সৌদি আরবের লোকজনের কমেন্ট থেকে নেয়া হয়েছে , জানা যায় যে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো , তারা তা জানতে চেষ্টা করেছেন এবং একেক জন একেক রকম মন্তব্য দিয়েছেন । কতৃপক্ষ বলেছেন আমরা মসজিদের অভ্যন্তরে পরিবেশ বাহিরের অন্য সব ধরনের অন্যথায় থেকে দূরে রাখতে এবং ইবাদতের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এই রমজানে আমরা মুসলিম এর ভিতর ছবি তোলা এবং ভিডিও করার উপর ছবি বা ভিডিও তোলা নিষেধ করে দেব ।
যে এবার রমজানে মসজিদের ভিতরে ছবি ও ভিডিও তোলা এবং তা সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা যাবে না । আমরা মনে করি যেই আদেশ সৌদি আরবের অন্যসব মসজিদের ক্ষেত্রেও রয়েছে , মসজিদুল হারাম এবং মসজিদে নববীর জন্য কার্যকর হবে । মসজিদের ভিতরের ছবি বা ভিডিও করতে দেয়া হবে না । কেননা আমরা এখানে প্রায়ই দেখে থাকি আমাদের মুসলিম মা-বোনেরা মুখ খোলা রেখে এখানে চলাফেরা করে । কেউ যখন তার নিজের ছবি অথবা ভিডিও করে অনেক তখন অনেক সময় অন্য গায়েবের মসজিদের মহিলাদের চেহারা তার ছবি অথবা ভিডিও চলে আসে । এভাবে অনেক মহিলাদের ছবি প্রকাশ করা হচ্ছে তার বিরুদ্ধে ব��ার কেউ নেই ।
হারামিন এর ভিতরে মোবাইল ফোনের ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করা উচিত কিনা এর সাথে ইত্তেফাক সম্পর্কেও নতুন ঘোষণা এসেছে , এটা প্রতি বছরের মতোই হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন আনা হচ্ছে , তা হল ইতিপূর্বে মসজিদের ভিতরে ইফতারের জন্য তাবু বসিয়ে আলাদা স্থান নির্ধারণ করা ছিল । কিন্তু এখন থেকে আর আলাদা কোন স্থানে দাঁড়িয়ে থাকবে না , এখন থেকে মসজিদের ভিতরে মানুষ উন্মুক্ত স্থানে বসবে বলে জানানো যাচ্ছে ,
যাতে বুঝা যায় কতজন লোক আছে এবং কি চলছে , আগে মসজিদের ভিতরে বা উঠানে আলাদা জায়গা তৈরি করে পর্দা লাগিয়ে দেয়া হতো খাবার আগে যেমন সাজানো হয়েছিল । তেমনি হবে আর কেউ ইফতারের নামে অনুদান সংগ্রহ করতে পারবে না । কোন ব্যক্তি বা সংস্থা কেউই এই কাজটি করতে পারবে না । যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসটি হলো আপনি নামাজ অথবা তারাবি নামাজ পড়েন আপনি কোন ছবি বা ভিডিও করতে পারবেন না । এবং আপনি নিজে এই বিষয়টি খেয়াল রাখার পাশাপাশি ভিডিও আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তারাও এবার রমজানের মক্কা মদিনা সফর করার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে যায় ।
প্রিয় দর্শক ‘ সমস্ত পোষ্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না । এবং আমাদের সাথে নিজেকে সংযত করার জন্য ফেসবুকে আমাদের কে ফলো করে রাখুন এবং গুগোল নিউজ থেকে আমাদের ফলো করে রাখুন ধন্যবাদ ।
0 notes