#শশী_হেলথ_কেয়ার_ডায়াগনস্টিক_ল্যাব
Explore tagged Tumblr posts
suoxi-hospital · 1 year ago
Text
Tumblr media
বিগত কয়েক বছরের ন্যায় এবারের ডেঙ্গু জ্বরের আক্রান্তের সংখ্যা সারাদেশে হুহু করে বাড়ছে, সেইসাথে যোগ হচ্ছে  মৃত্যুর সংখ্যা। বর্তমানে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ১০-৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। 
ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে  শশী হাসপাতাল মাত্র ৩০ টাকায় ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন পরীক্ষার সুব্যবস্থা করেছে। শশী হেলথকেয়ার  ডায়াগনস্টিক সেন্টার থাকায় ডেঙ্গু জ্বরের এই কঠিন সময়ে শশী হাসপাতাল ভর্তুকির মাধ্যমে মাত্র ৩০ টাকায় ডেঙ্গু এনএস ১ টেস্টের ব্যবস্থা করেছে। 
উল্লেখ্য শশী হাসপাতাল দেশের প্রথম পূর্নাঙ্গ আকুপাংচার হাসপাতাল।  বর্তমানে  ঢাকায় শান্তিনগর চৌরাস্ত��য় অবস্থিত শশী হাসপাতালে ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন পাইওনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ এসপি ডাঃ এস, এম,শহীদুল ইসলাম পিপিএম। তাঁর দিকনির্দেশনা ও নেতৃত্বে সেবা প্রদানে আন্তরিক প্রয়াস, স্বাস্থ্যকর মনোরম পরিবেশ,অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, সার্বক্ষণিক কল সেন্টার,আবাসিক ব্যবস্থাসহ নিরবচ্ছিন্নভাবে শশী হাসপাতালে আকুপাংচার, বাথ ব্যাথা, প্যারালাইসিসের চিকিৎসা সহ ফিজিওথেরাপি, চেষ্ট থেরাপি, অকুপেশনাল থেরাপি, চাইনিজ ফুট থেরাপি, আকুপ্রেসার, থোলিয়াও, সাইকো থেরাপি,ওজন থেরাপি, সিভিএফটি ও ব্রেন স্টিমুলেটরসহ প্রভৃতি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে । 
1 note · View note