#লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
Explore tagged Tumblr posts
ajkershatabdi · 19 days ago
Text
মধুপুরে বিদ্যুতের নতুন লাইনে কাটা পড়ছে প্রায় দুই সহস্রাধিক পুরনো গাছ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া- গারোবাজার  এলাকায় সড়কের পাশ দিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পল্লী বিদ্যুতের নির্মাণাধীন নতুন সঞ্চান লাইনের কাজ শুরু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এতে এই সড়কের পাশে থাকা অন্তত ত্রিশ বছর বয়সী পুরনো  দুই সহস্রাধিক গাছ কাটা পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী ও আবেদন সূত্রে জানা…
0 notes
24x7newsbengal · 1 year ago
Link
0 notes
thunderrabby-blog · 2 years ago
Text
স্কুলছাত্রের মৃত্যুর দু-দিন পর মিলল চিরকুট, পরিবারের দাবি হত্যাকাণ্ড
স্কুলছাত্রের মৃত্যুর দু-দিন পর মিলল চিরকুট, পরিবারের দাবি হত্যাকাণ্ড
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. আরমান হোসেন (১৬) নামের এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর দুই দিন পর চিরকুট পেয়েছে তার পরিবার। চিরকুট পাওয়ার পর হত্যার অভিযোগ এনে অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তার চাচা। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় মানববন্ধন করেন তাঁরা।  গত বৃহস্পতিবার (৫…
Tumblr media
View On WordPress
0 notes
topnews24online · 3 years ago
Text
রাজশাহীর চর এলাকায় বেপরোয়া র্শীষ মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী
রাজশাহীর চর এলাকায় বেপরোয়া র্শীষ মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী
টপ নিউজ ডেস্ক : রাজশাহীর কাঁটাখালী থানাধীন দশ নম্বর চর খিদিরপুর ও চরখানপুর এলাকার মাদক ব্যবসায়ীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। এর প্রতিকার চেয়ে অত্র এলাকার সচেতন নাগরীকের পক্ষে চরখিদিরপুরের আনারুল ইসলাম নামে একব্যক্তি রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী বিজিবির সিও এর নিকট লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন চরখিদিরপুরের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী ও রবিউল ইসলাম, সাজুর…
Tumblr media
View On WordPress
0 notes
lalsobujerkotha · 3 years ago
Text
কেশবপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি
কেশবপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি
আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:কেশবপুরে মোবাইল চোর সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি খুলনার কয়রা উপজেলার বেদকাশী গ্রামের মৃত ফয়েদ আলীর ছেলে। চুরিকৃত মোবাইল ফিরে পেয়ে ওই ব্যক্তির নামে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগে প্রমাণিত হলে তার…
View On WordPress
0 notes
paathok · 4 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/131472
৮ মাস আগে বিয়ে করা স্ত্রীকে তালাক, অন্ত:সত্ত্বা শ্যালিকাকে বিয়ে
.
বরিশালের মুলাদীতে ৮ মাস আগে বিয়ে করা স্ত্রীকে তালাক দেয়ার ৪ দিন পর অন্তঃসত্ত্বা কিশোরী শ্যালিকাকে (১৫) বিয়ে করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামে ঘটে এ ঘটনা।
অভিযুক্ত জুয়েল হাওলাদার ওই গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে। তার নববিবাহিতা স্ত্রী আফসানা আক্তার একই উপজেলার কাজিরচর (খাসেরহাট) মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, গত ৮ মাস আগে জুয়েল পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের সালাম বেপারীর মেয়ে রোকসানা বেগমকে বিয়ে করে। গত ২৫ এপ্রিল রোকসানাকে খোলা তালাক দেন। এর চারদিনের ব্যবধানে স্ত্রীর আপন বোন কিশোরী আফসানাকে বিয়ে করে জুয়েল।
এলাকাবাসী জানান, বিয়ের পর জুয়েল ও রোকসানার সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু বোনের শ্ব��ুর বাড়িতে যাতায়াতের সুবাদে রোকসানার ছোট বোন আফসানার ওপর দৃষ্টি পড়ে জুয়েলের। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী শ্যালিকা আফসানার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। এর এক পর্যায়ে শ্যালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শ্যালিকা জুয়েলকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে না করলে ধর্ষণ মামলা করার হুমকি দেয় শ্যালিকা। মামলা থেকে রক্ষা পেতে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করেন জুয়েল।
জুয়েল হাওলাদার সাংবাদিকদের জানান, সংসারে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। কয়েকদিন আগে তাকে তালাক দিয়েছেন। পরে শ্যালিকা আফসানার সম্মতিতে তিনি তাকে দ্বিতীয় বিয়ে করেছেন।
কাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মন্টু বিশ্বাস জানান, জুয়েল স্ত্রীকে তালাক দিয়ে তার ছোট বোনকে বিয়ে খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান সাংবাদিকদের কাছে এ ধরনের খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো পক্ষ থেকে লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ তিনি পাননি।
0 notes
bdtruenews24 · 4 years ago
Text
সোনারগাঁয়ে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম
সোনারগাঁয়ে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখম
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে এক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষক আঃ রহিম বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাদীপুর ইউনিয়ন দরগাবাড়ী এলাকার আঃ রহিম। তিনি বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরী করে আসছেন। একই এলাকার…
View On WordPress
0 notes
dainikcharghat · 4 years ago
Text
শিবগঞ্জে সীমানা জটিলতায় ৩ হাজার মানুষের ১৫ বছরের ভোগান্তি
শিবগঞ্জে সীমানা জটিলতায় ৩ হাজার মানুষের ১৫ বছরের ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আটরশিয়া সীমানার ভেতরে প্রায় ১৫ বছর ধরে বসবাস করছে পাঁকা ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ। তাদের সঠিক ভোটাধিকার না থাকায় সম্প্রতি প্রধান নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী এলাকাবাসী। অভিযোগে জানা গেছে- দীর্ঘদিন ধরে বসবাস করলেও সীমানা…
Tumblr media
View On WordPress
0 notes
onnodristy · 4 years ago
Text
রামপালে আবারও নারী কেলেংকারীর অভিযোগ
বাগেরহাটের রামপালে হক সরদার (৫০) নামে এক নেতার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে।
বাগেরহাটের রামপালে হক সরদার (৫০) নামে এক নেতার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার চেয়ে  গণস্বাক্ষর করে মঙ্গলবার সকালে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার চন���দ্রাখালী উত্তর পাড়ায় জনৈকা দুই মহিলা দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে। ঘটনার দিন গত রবিবার রাতে ক্ষমতাশীন দলের নেতা হক সরদার ওই মহিলাদের বাড়িতে যায়। তাদের…
Tumblr media
View On WordPress
0 notes
24x7newsbengal · 1 year ago
Link
0 notes
ctgonlinetv-blog · 6 years ago
Photo
Tumblr media
সীতাকুণ্ডে তথ্য গোপন করে বনের জায়গা লিজের অভিযোগ সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে সাগর উপকূলে সরকারি বনের জায়গা এক ব্যবসায়ীকে শিপইয়ার্ড নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, অজ্ঞাত কারণে ভূমি অফিস তথ্য গোপন করে ১০ হাজার কেওড়া গাছের বাগান বিবিসি স্টিল নামের একটি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে। লিজ পেয়ে প্রতিষ্ঠানের মালিক এমএ কাসেম রাজা লোক লাগিয়ে প্রতিরাতে ১০-১৫টি করে কেওড়া গাছ গোড়াসহ উপড়ে সাগরে ফেলে দিচ্ছেন। যা জনজীবন হুমকিতে ফেলেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সলিমপুর-ফৌজদারহাট এলাকাবাসী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুজ্জামান রহমান। এ সময় উপস্থিত ছিলেন কায়ছারুল আলম, সাহেদ কাদের, জাহাঙ্গীর আলম, রিদুয়ান উদ্দিন সাইমন, আমজাদ হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, সীতাকুণ্ডের সলিমপুর ফৌজদারহাট এলাকার সম্পদ দু’টি মৌজায় অবস্থিত। বেড়িবাঁধের পূর্বপাশের ভূমি সলিমপুর মৌজাধীন হলেও পশ্চিম অংশের বিশাল এলাকা ভাটিয়ারি তুলাতলি মৌজার। তুলাতলি মৌজায় শিপইয়ার্ড নির্মাণ সরকারি গেজেডে নিষিদ্ধ। আর সলিমপুর ও তুলাতলি মৌজায় রয়েছে কাট্টলী বনবিটের অধীন বিশাল কেওড়া বন। ফলে এ দু’টি মৌজার কোথাও শিপব্রেকিং ইয়ার্ড করার সুযোগ নেই। কিন্তু গত বছর স্থানীয় ব্যবসায়ী এমএ কাসেম (রাজা) সলিমপুর মৌজায় বিবিসি স্টিল নামের শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য ভূমি অফিসে লিজের আবেদন করেন। ওই আবেদন পেয়ে ভূমি অফিস রহস্যজনক কারণে সরকারি বনের তথ্য গোপন করে তাকে জায়গাটি লিজ দেয়। লিজ পেয়ে সম্প্রতি এমএ কাসেম সেখানে বিবিসি স্টিল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় গ্রামবাসীর বেশ কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গাও তার দখলে চলে যাবার উপক্রম হয়। একদিকে বন উজাড় অন্যদিকে স্থানীয়দের সম্পদ দখলের কারণে বাধা দিলে তিনি মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা করছেন। আশরাফুজ্জামান রহমান বলেন, বিষয়টি আমরা স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের দৃষ্টিতে আনার পর তিনি এমএ কাসেম রাজাকে সেখানে শিপইয়ার্ড নির্মাণ বন্ধ করতে বলেন। কিন্তু এমএ কাসেম কারও কথায় কর্ণপাত না করে ভাড়াটিয়া লোক লাগিয়ে রাতের আঁধারে প্রতিদিন ১০-১৫টি করে গাছ কেটে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গোঁড়াসহ কেটে সাগরে ভাসিয়ে দিচ্ছেন। এলাকাবাসী দাবি করেন, এ সুবিশাল বনভূমি ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর উপকূলীয় মানুষের জীবন রক্ষায় নির্মাণ করা হয়েছিল। এখন বিবিসি স্টিলের নামে এ বন উজাড় করলে প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের জীবন হুমকিতে পড়বে। এ বিষয়ে ইতিমধ্যে তারা সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বন বিভাগে অভিযোগও করেছেন। কিন্তু এসব অপকর্ম বন্ধ হচ্ছে না। তাই সরকারি বন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
0 notes
topnews24online · 3 years ago
Text
রংপুরে ছেলেদের ভয়ে বাবা-মা পালিয়ে অন্যত্রে আশ্রয়!
রংপুরে ছেলেদের ভয়ে বাবা-মা পালিয়ে অন্যত্রে আশ্রয়!
মোঃআনারুল ইসলাম( আনোয়ার)রংপুর প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে স্ত্রীর নামে ৬ শতাংশ জমি লিখে দেয়ায় ক্ষিপ্ত ছেলেদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে অন্যত্রে আশ্রয় নিয়েছে বৃদ্ধ বাবা-মা। ঘটনাটি ঘটেছে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে। এ ব্যাপারে বাবা শফিউল আলম (৬৫) বাদী হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, কাদিরাবাদ গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক শফিউল আলমের ১ম…
Tumblr media
View On WordPress
0 notes
paathok · 4 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/117734
সমিতিরহাটে রিয়াজ হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
.
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ির সমিতিরহাটের দক্ষিণ ছাদেকনগর গ্রামে চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজে পড়ুয়া মেধাবী ছাত্র রিয়াজ উদ্দীন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও এলাকাবাসী।
১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিহত ��িয়াজের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়াজের ছোট ভাই ও মামলার বাদী রায়হান উদ্দীন।
লিখিত বক্তব্যে রায়হান বলেন, ‘আমাদের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা জায়গা-জমির বিরোধের জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অামার ভাইকে মুখে বিষ ঢেলে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। সেই চক্রটি এখনো মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে নানা দেন দরবার চালাচ্ছে।’
এ কাজে পার্শ্ববর্তী ধলই ইউ.পি’র এক সাবেক চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী রায়হান।
তিনি আরও বলেন, ‘আমার ভাই হত্যার ৬ মাস অতিবাহিত হলেও এখনো মৃত্যরহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। বরঞ্চ অাসামীরা উল্টো অামাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকী দিচ্ছে।এমতাবস্থায় অামরা নিরাপত্তাহীনতায় ভূগছি। অামরা রিয়াজ হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবী করছি। এ নিয়ে সম্প্রতি অামি ফটিকছড়ি থানায় একটি অভিযোগও দায়ের করেছি।
উল্লেখ্য, গত ১৩ মার্চ শুক্রবার বিকেলে ছাদেকনগর গ্রামের হালদারকুল কলাবাগান এলাকায় রিয়াজের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে রিয়াজকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পরে নিহতের ছোট ভাই রায়হান বাদী হয়ে ফটিকছড়ি থানায় সাতজনকে সুনির্দিষ্ট অাসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
0 notes
checkpostbd · 4 years ago
Text
হবিগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামের দারুচছুননাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনির হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ৩ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
চেকপোস্ট প্রতিবেদক:: হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামের দারুচছুননাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনির হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ৩ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগপত্রে ওই গ্রামের মেম্বার আবু তাহের, অ্যাডভোকেট কায়সার আহমেদ শামীম ও তোফায়েল আহমেদসহ অর্ধশতাধিক লোক স্বাক্ষর করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়- দীর্ঘদিন…
View On WordPress
0 notes
lalsobujerkotha · 5 years ago
Text
মান্দার ফেরিঘাটে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা: হুমকির মূখে এলাকাবাসী!
মান্দার ফেরিঘাটে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা: হুমকির মূখে এলাকাবাসী!
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃমান্দার ফেরিঘাটে পানি নিষ্কাশনে সু- ব্যাবস্থা করার দাবীতে জেলা প্রসাসক নওগাঁ,নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ,নওগাঁ এবং উপজেলা নির্বাহী অফিসার মান্দা বরাবর গত ২৬ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ যে, যেভাবে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউটের ড্রেনটি নির্মাণ করা হচেছ, করুক; তাতে কোন আপত্তি নেই। তবে ড্রেনটি উপর দিয়ে…
View On WordPress
0 notes
deshergarjan24 · 4 years ago
Photo
Tumblr media
সোনারগাঁয়ে চৈতীর বিষাক্ত বর্জ্যে পানি হচ্ছে বিষাক্ত মারা যাচ্ছে মাছ দেখার কেউ নেই সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পৌরসভা বাগনাজিরপুর ও সনমান্দী ইউনিয়নের নাজিরপুর বিলে বিপুল এই ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। চৈতী কম্পোজিট নামের একটি কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে কয়েকটি বিলের প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী জানান, পৌরসভার গোয়ালদী গ্রামের করিম মাওলানার ছেলে আল আমিন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে আত্মকর্ম সংস্থানের লক্ষে গ্রামের ২০ জন যুবক ১.৮০ একর জমি ভাড়া নিয়ে একটি মৎস্য প্রকল্প শুরু করেন। তাদের প্রকল্পে বর্তমানে বিভিন্ন প্রজাতের প্রায় ৫০ লাখ টাকার রয়েছে। এ ছাড়া সনমান্দী ও পৌরসভার রিপন, বদরুজ্জামান, কামালসহ প্রায় ৩০ জন মৎস্য চাষি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভুক্তভোগী আল আমিন জানান, মাছ চাষ করতে বিলের চারিদিকে নেট, খুটি, বাঁশ ও মাছের খাবারসহ এ পর্যন্ত ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। মৌসুম শেষে এ প্রকল্পের মাছ প্রায় দেড় কোটি টাকা বিক্রি করতে পারতেন। রোববার রাত দুটার সময় চৈতী কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের কারণে বিলের সমস্ত মাছ মরতে শুরু করে। বিলে রুই, কাতলা, চিতল, বোয়াল, কই, মাগুর ও সিলভারকার্প জাতীয় মাছসহ প্রায় ৩০ প্রজাতির মাছ ছিল। সব মাছ মরে ভেসে ওঠায় বিনিয়োগকারীরা এখন পথে বসেছেন। স্থানীয় এলাকাবাসী জানান, চৈতী কম্পোজিট প্রকাশ্যে প্রতিঘণ্টায় ৭০ হাজার গ্যালন বর্জ্য বিভিন্ন খাল, বিল ও নদে অবৈধভাবে নিষ্কাশন করছে। ইটিপির মাধ্যমে বর্জ্য শোধন ব্যয়বহুল বলে তা ব্যবহার করছে না। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপকক্ষ কারখানা পর্যবেক্ষণ করতে আসলে অল্প সময়ের জন্য ইটিপি চালু করে। পরে আবার বন্ধ করে দেয়। সোনারগাঁ উপজেলা যুবলীগের সাকে সভাপতি গাজী মুজিবুর রহমান বলেন, বর্জ্য পানির দুর্গন্ধে বায়ু দূষণ সোনারগাঁয়ে ভয়াবহ রূপ লাভ করেছে। দূষণযুক্ত এলাকায় মানুষ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছে নানা প্রকার বিষ ও স্বাস্থ্যহানীকর উপাদান। এ কারণে বি���িন্ন দূরারোগ্য ব্যাধির প্রকোপ ক্রমবর্ধমান। বলা যায়, পরিবেশের সব মৌলিক উপাদানই কোনো না কোনোভাবে দূষণের শিকার। পরিবেশ দূষণের মাত্রা সহনশীল পর্যায়ে রাখার জন্য উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য হলেও কোনো ক্ষেত্রেই বর্জ্য ব্যবস্থাপনা কাঙ্খিত পর্যায়ে নেই। এ ব্যাপারে চৈতী কম্পোজিটের জিএম মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, আমরা ইটিপি ব্যবহার করে শোধনকৃত পানি আমাদের নিজস্ব জমিতে ফেলছি। সদ্য যোগদান করা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আমি সোনারগাঁয়ে যোগদান করার পরপরই বিষাক্ত বর্জ্যে বিলের মাছ মারা যাওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 notes