#লালমনিরহাট জেলা
Explore tagged Tumblr posts
Text
বৈষম্যবিরোধীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে অধ্যক্ষের ফেসবুক পোস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। এ ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। অধ্যক্ষের ফেসবুক পোস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করে কলেজের এক প্রভাষক লিখিত অভিযোগ করার পর এই নির্দেশনা দিল প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে…
0 notes
Link
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণঅভ্যু
0 notes
Text
আলোচিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মিকে সমন জারি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তবে তিনি চাকরির বিধি লঙ্ঘন করেছেন এবং এটা একটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা নাসরিন জাহান।
সোমবার (৭ অক্টোবর) রাতে তাপসী তাবাসসুম উর্মির মা নাসরিন জাহান গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে, সেটা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা-বাবাকে অস্বীকার করতে পারবো কি?’
নাসরিন জাহান বলেন, ‘উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে মার্স্টাস করেছে। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম���পৃক্ত নেই। আমরা খুব সাধারণ জীবনযাপন করি।’
তাপসী তাবাসসুম উর্মি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। আর উর্মির মা নাসরিন জাহান বর্তমানে হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজ মুক্তাগাছায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় নিজ বাসায় বসবাস করেন।
উল্লেখ্য, গত শনিবা�� ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লিখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনায় মুখে পড়েন উর্মি। এ ঘটনায় গত রবিবার উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত ��রে জনপ্রশাসন মন্ত্রণালয়।
1 note
·
View note
Text
পানিবন্দী ২৩ হাজার পরিবার
উত্তরের চার জেলা পানিবন্দী ২৩ হাজার পরিবার
কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তরের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরে ২৩ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত শনিবার ও গতকাল রোববার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে। আরো বিস্তারিত জানতে লিংক এ ক্লিক করুন:
0 notes
Text
পানিবন্দী ২৩ হাজার পরিবার
উত্তরের চার জেলা পানিবন্দী ২৩ হাজার পরিবার
কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উত্তরের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরে ২৩ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত শনিবার ও গতকাল রোববার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে। আরো বিস্তারিত জানতে লিংক এ ক্লিক করুন: https://tinyurl.com/23-thousand-families-in-water
0 notes
Text
এস আর ট্রাভেলস বর্তমানে ঢাকার থেকে বাস রুটে উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় বাস সার্ভিস দিয়ে আসছে। এস আর ট্রাভেলস ঢাকা থেকে বগুড়া, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর, জয়পুরহাট, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় বাস সার্ভিস দিয়ে আসছে। এই পোস্টে এস আর ট্রাভেলস এর সকল কাউন্টার নাম্বার পাবেন। আশাকরি, এস আর ট্রাভেলস যাত্রি ভাইবোনদের কাজে লাগবে।
1 note
·
View note
Link
লালমনিরহাটে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ‘হাটে হাঁড়ি ভেঙেছেন’ তাঁরই আপন ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুজ্জামান আহমেদ।গতকাল মঙ্গলবার লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীকে অংশ নেওয়া মন্ত্রী নুরুজ্জামানের বিপক্ষে গিয়ে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমাবেশে যোগ দেন তিনি। উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ মিলনায়তনে বিশেষ অতিথি ছিলেন তিনি।অনুষ্ঠানে বক্তব্যে দিতে গিয়ে মন্ত্রীর উদ্দেশে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গত মাসে দুইটা রিকশা দিয়েছেন। যার একটা দিয়েছেন আপনার (মন্ত্রী) বাড়ির পাহারাদার জমিরকে, আরেকটা দিলেন আপনার ছেলের পাকোয়ানি (বাবুর্চি) ইদ্রিসকে। আর গরিব লোক ছিল না? ৫০ কোটি, ১০০ কোটি টাকার চেক দিয়েছেন গরিব-অসহায় ক্যানসার রোগীর চিকিৎসায়। সেই চেক কে পেলেন? আমিনগঞ্জের বজলুর প্রফেসর আর আদিতমারীর রাজ্জাক মাস্টার পান গরিব ক্যানসার রোগীর চেক।’মাহবুবুজ্জামান বলেন, ‘গরিব মানুষের বাড়ি পোড়া গেলে ত্র��ণ মন্ত্রণালয় থেকে টিন দেওয়া হয়। সেই টিন পায় আমার-আপনার (মন্ত্রী) জেঠাতো ভাই নজরুল মাস্টার আর কেচু মাস্টার। এরা গরিব অসহায়?’কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান বলেন, ‘কালীগঞ্জের রুদ্বেশ্বরে দক্ষতা উন্নয়নের অফিস হবে। তার জন্য উনি (মন্ত্রী) জমি কিনলেন চার-পাঁচ লাখ টাকায় গরিব কৃষকদের কাছ থেকে। সেই জমি রেজিস্ট্রি হলো ওনার (মন্ত্রী) ভাতিজা, ফুপাতো ভাই হেলাল, মোস্তফা ফারুকদের নামে। কিনল ৫ লাখে, লিখে নিল ৩০ লাখ টাকায়। সবাই মিলে ৩০ লাখ করে ভাগ করে নিলেন। সরকারের টাকা গরিব কৃষকেরা পেলে দুঃখ ছিল না। মানুষের সাথে প্রতারণা করিয়েন না।’মাহবুবুজ্জামান আহমেদ আরও বলেন, ‘গোপন ফাঁস করে দেই। আপনি (মন্ত্রী) নৌকা নিয়েছেন না? নৌকায় ভিড়তে পারব��ন না! কারণ, ১৯৯১ সালের নির্বাচনে আপনি (মন্ত্রী) নৌকা পুড়িয়েছেন। নৌকা আপনাকে মাফ করবে না।’নিজের পরিবারের সঙ্গে ঘটা আক্ষেপ তুলে মন্ত্রীর উদ্দেশে মাহবুবুজ্জামান বলেন, ‘আমার ব্যারিস্টার ছেলের বিয়েতে দাওয়াত করেছি। তিনি (মন্ত্রী) সোজা বলেছেন, “আমি যাব না, কাউকে যেতেও দেব না।” ছেলের বিয়েতে কাউকে আসতে দেননি। উল্টো বিয়ের দিন বিদ্যুৎও বন্ধ করে দিয়েছেন। আপনি (মন্ত্রী) কেন এমন হলেন? ছেলে আর বউ মিলে আপনার মাথা নষ্ট করে দিয়েছে।’নেতা-কর্মীদের উদ্দেশে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ‘ভোটমারী থেকে মহিষখোঁচা পর্যন্ত তিস্তা নদীতে বাঁধ দিতে চেয়ে মন্ত্রী দেননি। তার একটাই জবাব—আপনি (মন্ত্রী) বাঁধ দেননি, আমরা আপনাকে বাদ (বয়কট) দিলাম।’পরে মঞ্চে থাকা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হককে দেখিয়ে তাঁর ঈগল প্রতীকে ভোট ও ভোটে কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান মাহবুবুজ্জামান আহমেদ।কর্মিসভায় লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি ও সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্���, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এই আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। মন্ত্রীর ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ বড় ভাইয়ের নৌকার ভরাডুবি করতে মরিয়া হয়ে আওয়ামী লীগ স্বতন্ত্রের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন।এদিকে মন্ত্রীর বাড়ির পাহারাদার ও বাবুর্চির নামে রিকশা বরাদ্দের বিষয়ে কালীগঞ্জ উপজেলা সমাজ��েবা অফিসার আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি নয়, ভিক্ষুক পুনর্বাসন প্রজেক্ট থেকে গত বছর ৩০টি রিকশা বিতরণ করা হয়েছে।’ তবে উল্লিখিত নাম দুটি তালিকায় রয়েছে কি না, তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।!function(f,b,e,v,n,t,s) if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod? n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments); if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version='2.0'; n.queue=[];t=b.createElement(e);t.async=!0; t.src=v;s=b.getElementsByTagName(e)[0]; s.parentNode.insertBefore(t,s)(window,document,'script', 'https://connect.facebook.net/en_US/fbevents.js'); fbq('init', '789528345043763'); fbq('track', 'PageView'); #সমজকলযণমনতরক #নয় #হট #হড় #ভঙলন #আপন #ছট #ভই
0 notes
Link
0 notes
Text
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অধিনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। চাকরির বিবরণঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত গ্রেডের শূন্য পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা,…
View On WordPress
0 notes
Link
লালমনিরহাট জেলা কিসের জন্য বিখ্যাত
0 notes
Text
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়���ছে সরকার। সোমবার (১৪ অক্টোবর) তার দেশত্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র…
0 notes
Text
আদিতমারীতে অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা প্রদান
আদিতমারীতে অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা প্রদান
মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ মোড় বাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকানদারদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আমিনুল ইসলামের সভাপতিত্বে রোববার এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক খন্দকার প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের এই সহায়তা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…
View On WordPress
0 notes
Text
শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফল
শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টের ফল
ক্রীড়া প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নর্থজোনের রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্নামেন্টে খেলায় আজ শনিবার (৫ নভেম্বর) সফররত পাবনা জেলা ৬ উইকেটে হারায় সফররত লালমনিরহাট জেলাকে। লালমনিরহাট টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল ইসলাম ১৯, সাধিন ইসলাম ২৯ ও মুসিকুর জামান ৩০ রান করেন। বিপক্ষ দলের…
View On WordPress
0 notes
Text
বগুড়ায় র্যাব-১২ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
বগুড়া জেলা র্যাব-১২ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অদ্যই ০২রা নভেম্বর-২২ইং তারিখ রোজ বুধবার জানা যায় যে, র্যাব-১২,বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট হইতে ঢাকাগামী ০১টি পিক আপে আলুর বস্তার মধ্যে করে মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে আসিতেছে। এই সংবাদের ভিত্তিতে তৎক্ষনাৎ বগুড়া র্যাব-১২ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক টহল দল ০২রা নভেম্বর-২২ইং তারিখ ০৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর…
View On WordPress
0 notes
Text
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি:যুবকল্যাণ তহবিলের ২০২১-২০২২অর্থ বছরের লালমনিরহাট জেলার নির্বাচিত ৬ টি সংগঠনের প্রতিনিধিদের মাঝে যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়।আজ ২১ জুলাই বিকালে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন চেক বিতরণ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মজিদ, ডেপুটি কো-অডিনেটর মোস্তাক ই হাবীব,…
View On WordPress
0 notes