#মহামারী পরিস্থিতি
Explore tagged Tumblr posts
Text
11. সুখকে অনুসরণ করে দুঃখ
দ্বন্দ্বাতীত অর্থাৎ দ্বৈততা অতিক্রম করা, শ্রীমদভগবদগীতার আরেকটি অমূলক নির্দেশ। শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রসঙ্গে বারবার অর্জুনকে এই অবস্থা অর্জন করার জন্য উপদেশ দিচ্ছেন।
সাধারণ প্রশ্ন যা মানবতাকে বিভ্রান্ত করে তা হল কিভাবে অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্দশা আমাদের কাছে আসে এমনকি যখন আমরা সুখ অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা করি। নিজেদের মধ্যে গভীরভাবে তাকানোর পরিবর্তে, আমরা এই বলে নিজেদের গুটিয়ে নিই যে সম্ভবত আমাদের প্রচেষ্টা যথেষ্ট নয়। যাইহোক, আশার সাথে অহং আমাদের আবার সুখের সাধনার প্রক্রিয়া শুরু করতে অনুপ্রাণিত করে এবং এটা জীবনের শেষ পর্যন্ত চলতে থাকে। দ্বন্দ্বাতীতের বোঝা এই সমস্যার সমাধান করে।
ব্যক্ত জগতে, সবকিছু তার মৌলিক আকারে বিপরীত মেরু অর্থাৎ দ্বৈত রূপে বিদ্যমান। জন্মের বিপরীত মেরু হল মৃত্যু; সুখের বিপরীত মেরু দুঃখ; জয়ের পরাজয়; লাভের ক্ষতি; যোগের বিয়োগ; প্রশংসার সমালোচনা; শর্তাধীন প্রেমের ঘৃণা; এবং এই তালিকা দীর্ঘ।
নিয়মটি হল যে যখন আমরা এর মধ্যে একটিকে অনুসরণ করি, তখন এর বিপরীত মেরুটি স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করে। আমরা এক প্রান্ত থেকে লাঠি তুললে, অন্য প্রান্তটি উঠতে নিশ্চিত। আরেকটি রূপক হল ঝুলন্ত পেন্ডুলাম। যখন এটি একদিকে যায়, এটি তার বিপরীত মেরুতে আসতে বাধ্য।
মেরুত্বের নীতি অনুসারে, কোভিড মহামারীর বেদনা সময়ের সাথে সাথে সুখে পরিণত হবে এবং ইতিহাস দেখায় যে অনুরূপ কঠিন পরিস্থিতি আরও ভাল বিজ্ঞান ও প্রযু��্তির মাধ্যমে আমাদের সুখ এনে দিয়েছে। চরম মেরুত্ব, যেমন করোনা মহামারী, অন্তরাত্মা দিকে যাত্রাকে ত্বরান্বিত করার ক্ষমতা রাখে।
শ্রীকৃষ্ণ আমাদের এই মেরুগুলো অতিক্রম করতে বলেন। বর্তমানের মধ্যে থাকা অতীত এবং ভবিষ্যতের বাইরে। একইভাবে, শর্তহীন ভালবাসা, শর্তাধীন ভালবাসা এবং ঘৃণার সীমা অতিক্রম করতে হবে।
যখন আমরা এই মেরুগুলির মধ্যে দোল খাচ্ছি তখন আমাদের এই দ্বৈততা সম্পর্কে সচেতন হওয়া দরকার। যতদিন আমরা বেঁচে আছি, মেরুত্বের সংস্পর্শে আসা স্বাভাবিক এবং এই সচেতনতা আমাদেরকে তাদের অতিক্রম করতে সাহায্য করবে।
#bhagavad gita#bhagwad gita#gita#gita acharan#gita acharan in bengali#gita in bengali#spirituality#k siva prasad
0 notes
Text
টিপার গাড়িচালক-গাড়ি নিয়ে পলাতক, পুলিশ প্রশাসন নির্বিকার
দীপ দেব: এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে শিলচর বিবেকানন্দ রোডের ২৪ নম্বর লেনের বাসিন্দা সুনীলা সিংহা নামের এক মহিলার সাথে,২০১৯ সালে ব্যাঙ্কের ফাইনান্সের মাসিক কিস্তিতে টাটা ৬ চাকার একটি টিপার গাড়ি ক্রয় করেন, গাড়িটি নম্বর হলো এস.১১ ডি.সি ২৬৩৬।এরমধ্যে ২০২০ ও ২১ সালের মহামারী করোনার লকডাউনের পরিস্থিতি থাকাকালীন টিপার গাড়িটি বন্ধ অবস্থায় ব্যাঙ্কের ফাইনান্সের মাসিক কিস্তি গুলি দিয়ে চলেছিলেন সুনীলা সিংহা। কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ২০২২সালে সম্পূর্ণ আইনী কাগজপত্রের মাধ্যমে কাছাড় জিলার কাবুগঞ্জ নিবাসী গৌরব সিংহা নামের এক গাড়ী চালকের হাতে ভাড়া হিসেবে টিপার গাড়িটি তুলে দেন গাড়ী মালিক সুনীলা সিংহা। চালক গৌরব সিংহা গাড়িটি মনিপুর ও গুয়াহাটিতে ভাড়া হিসেবে চলাচল করতেন, প্রায় একমাস ভালো ভাবেই চলল মালিক সুনীলা ও গৌরব সিংহার গাড়ী ব্যবসাটি। কিন্তু অদৃষ্ঠের পরিহাস হঠাৎ করে টিপার গাড়ীটিতে মাল নিয়ে চালক গোরব ��ার্শবর্তী রাজ্য মনিপুরে যান কিন্তু মালিক সুনীলাকে দেওয়ার নিদ্দিষ্ট সময়ে গাড়ীটি নিয়ে চালক গৌরব না আসতে দেখে ,বেশকয়েদিন সুনীলা সিংহা চালক গৌরব এবং তার পরিবারের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও মোবাইল বন্ধ দেখা যায়।
পলাতক গৌরব সিংহা গাড়ীটিতে থাকা মোবাইল ট্যাকিংয়ের সাহায্যে দেখা যায় গাড়টি মনিপুরের ইম্ফলের রাজ্যে আছে,নিরুপায় অবস্থায় সুনীলা সিংহা অজানা পার্শবর্তী রাজ্যের ইম্ফল জিলায় ছুটে যান এবং সেখানে গিয়ে দেখেন গাড়ীচালক পলাতক গৌরব সিংহা ভূয়া নথিপত্রের সাহায্যে মনিপুর রাজ্যের বনোজিৎ শর্মা নামের এক পুলিশ কর্তার কাছে টিপার গাড়ীটি ১০ লক্ষ টাকার বিনিময়ে করে উধাও হয়ে যায়,এইসব কথা দেখে বা শুনে সুনীলা সিংহা ইম্পল থানায় একটি পলাতক গৌরব সিংহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মনিপুর থেকে এসে সরাসরি ১৪.৯.২০২২ সালে চলে যান শিলচর সদরথানায় একটি গাড়ী চুরির মামলা দায়ের করেছিলেন বলে জানান অসহায় সুনীলা সিংহা সংবাদ মাধ্যমকে। তিনি আরো বলেন,উক্ত টিপার গাড়িটি চুরি হওয়া জানা সত্ত্বেও বার বার উনাকে মাসিক কিস্তি দেওয়া জন্য ঘরে এসে ক্রমশ জোড় দিয়ে চলছেন ব্যাঙ্ক ফাইনান্স কর্তৃপক্ষেরা।বিগত দুই মাস পূর্বে সদর থানায় টিপার গাড়ী চুরির হওয়া মামলা দায়ের করা সত্ত্বেও আজ অবধি পলাতক গাড়ী চালক গৌরব সিংহাকে খুঁজে বের করে আনতে অক্ষম শিলচর সদর থানার পুলিশ,এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা, কাছাড় জিলা শাসক সহ পুলিশ প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান যে,পলাতক চালক গৌরব সিংহাকে অতিসত্বর পুলিশ খুঁজে বের করে গাড়ীটি তাকে সমঝে দিলে খুব বেশী উপকৃত হবেন জানান টিপার গাড়ি মালিক অসহায় সুনীলা সিংহা। Read the full article
0 notes
Text
কোভিড মহামারী পরিস্থিতি সরকারকে সিরিঞ্জ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য করে
কোভিড মহামারী পরিস্থিতি সরকারকে সিরিঞ্জ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য করে
একটি রপ্তানিকারককে এখন শিপমেন্টের জন্য লাইসেন্স বা সরকারি অনুমতি নিতে হবে, কারণ সিরিঞ্জগুলি সীমিত বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল। । Source by [author_name]
View On WordPress
#dgft#uk#আমাকে#ইউরোপীয় ইউনিয়ন#করোনাভাইরাস#করোনাভাইরাস পৃথিবীব্যাপী#কেন্দ্র#কেন্দ্রীয় সরকার#কোভিড#কোভিড -১ pandemic মহামারী পরিস্থিতি#কোভিড -19#কোভিড -19 পৃথিবীব্যাপী#কোভিড পরিস্থিতি#কোভিড পৃথিবীব্যাপী#কোভিড মহামারী পরিস্থিতি#বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক#মহামারী পরিস্থিতি#যুক্তরাজ্য#রপ্তানি নিয়ন্ত্রণ#রপ্তানি সিরিঞ্জ#রপ্তানিকারক#লাইসেন্স#শুল্ক#সরকারি অনুমতি#সিরিঞ্জ রপ্তানি#সীমাবদ্ধ বিভাগ#সূঁচ
0 notes
Text
সরকারি কর্মকর্তাদের সাহসী হবার আহ্বান প্রধানমন্ত্রীর
সরকারি কর্মকর্তাদের সাহসী হবার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশকে আজকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, কাজেই সরকারি কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাহসী হবার আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সফলভাবে বাস্তবায়ন করেছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের সেগুলি অতিক্রম করতে হবে���…
View On WordPress
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/149799
সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ-আরব আমিরাত
.
পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ��ংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। দুবাই প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আব্দুল মোমেন জানান, বৈঠকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের প্রচুর ব্যবসা ও বিনিয়োগের সুযোগ থাকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মাকতুম বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান তৃতীয় টার্মিনাল নির্মাণ এবং বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টার কথা তুলে ধরেন।
তিনি আরও জানান, বৈঠকে করোনা মহামারি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ এবং সফলতার প্রশংসা করেন শেখ হাসিনা। আমিরাতের প্রধানমন্ত্রীও করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময় দুবাই সফরে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন দুবাইরে শাসক রশিদ আল মাকতুম।
দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মেয়ে, অটিজম ও স্নায়ু-বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এর মহাপরিচালক মেজর জেনারেল মাকসুদুর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে সোমবার (০৭ মার্চ) সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি আসেন প্রধানমন্ত্রী। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানায়। সেখানে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।
0 notes
Text
বার্লিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জার্মানি প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় মহান ‘শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। কোভিড-১৯ মহামারী পরিস্থিতি বিবেচনায় দূতাবাস প্রাঙ্গণে সীমিত উপস্থিতির বিধান অনুসরণ করে অনুষ্ঠানটি পালন করা হয়। উল্লেখ্য যে, ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২ মেয়াদে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত ‘মিউনিখ সিকিউরিটি সম্মেলন’ ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর ১৭-২১ ফেব্রুয়ারি…
View On WordPress
0 notes
Link
0 notes
Text
ইউরোপ ছাড়া সর্বত্র কমেছে করোনার দাপট -ডব্লিউএইচও
ইউরোপ ছাড়া সর্বত্র কমেছে করোনার দাপট -ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপ ছাড়া বিশ্বের সর্বত্রই কমেছে করোনাভাইরাসের দাপট। ইউরোপে কোভিডে নতুন করে মৃত্যু বেড়েছে ১০শতাংশ। একইভাবে আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বগতিতে। টানা ছয় সপ্তাহ ধরে ইউরোপীয় অঞ্চলে করোনার পরিস্থিতি অবনতি হয়েছে। আজ বুধবার (১০নভেম্বর) মহামারী নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে নতুন করে ৩০লাখের বেশি…
View On WordPress
0 notes
Text
বহু শ্রেণীর ফাইলের জন্য প্রচলিত স্ট্যাম্প-শুল্ক ফিতে দুই (দুই) শতাংশের একটি সংক্ষিপ্ত রেয়াতের সরকারি আদেশ
বহু শ্রেণীর ফাইলের জন্য প্রচলিত স্ট্যাম্প-শুল্ক ফিতে দুই (দুই) শতাংশের একটি সংক্ষিপ্ত রেয়াতের সরকারি আদেশ
COVID-19 মহামারী পরিস্থিতির কারণে রাজ্যটি একটি আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে যা সাধারণভাবে নিবন্ধনকার��� জনসাধারণকে এবং রিয়েল এস্টেট সেক্টরের জন্য গুরুতর অসুবিধা সৃষ্টি করছে। ধীরগতির পরিস্থিতি মোকাবেলা করার জন্য গৃহীত অসংখ্য পদক্ষেপের একটি পর্যায় হিসাবে, রাজ্য সরকার 2% (দুই শতাংশ) একটি ক্ষণস্থায়ী ছাড় সরবরাহ করার জন্য স্থির করেছে বিদ্যমান স্ট্যাম্প-শুল্ক ফিতে অগণিত শ্রেণীর ফাইলগুলির জন্য যা…
View On WordPress
#advocate chenoy ceil#property advocate#Property in India#Real Estate Help#real estate india#real estate regulation#real estate regulatory#realestate advisory india
0 notes
Text
স্কুল-কলেজ পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
স্কুল-কলেজ পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
করোনাকালীন সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দিনাজপুরের স্কুল এবং কলেজের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরে করোনা মহামারী পরবর্তী স্কুল এবং কলেজের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসে শহরের ৭টি স্কুল এবং ৫টি কলেজের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন ঘুরে দেখেন। এসময় তিনি স্কুল…
View On WordPress
0 notes
Text
Matri Shakti Sharad Shamman 2022 : মাতৃশক্তি শারদ সম্মানে কার মাথায় উঠলো সেরার সেরা মুকুট
পৃথা মন্ডল: 24x7 news Bengal মাতৃ শক্তি শারদ সম্মান ২০২২ এই বছর ৮ বছরে পূর্ণ হল আশা রাখছি গত আট বছর আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় আমরা মাতৃভাষা শক্তির শারদ সম্মানের হাত ধরে আপনাদের কাছে পৌঁছেছি। আগামী দিনগুলোতেও ঠিক একই ভাবে সৎ ও নিষ্ঠা ভাবে আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা এগিয়ে যাব আশা রাখছি। করোনার মতো মহামারী এবং নানা বাধা বিঘ্ন পেরিয়ে মাতৃশক্তি শারদ সম্মান আজ এক এবং অনন্য। হয়তো কিছু সময়ের জন্য কিছু অসাধু ব্যক্তি মাতৃশক্তি নামটায় কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা মাতৃশক্তি টিম এবং আপনাদের সকলের সহযোগিতায় মাতৃশক্তিকে অনন্য রাখতে পেরেছি এবং আগামী দিনেও এরকম ভাবেই স্বচ্ছ রাখবো। মাতৃ শক্তি শারদ সম্মান ২০২২ এই বছরে আমাদের সাথে প্রায় তিনশোর বেশি পুজো যুক্ত হয়েছে। শুধুমাত্র শহরতলী নয় জেলায় জেলায়ও আমাদের মাতৃশক্তি পৌঁছে গিয়েছিল। আমরা এই ৩০০ পুজো থেকে তিনটি রাউন্ডে প্রতিযোগিতার পর বেছে নিয়েছি মোট 12 টি বিভাগকে। এছাড়াও বিচারকের পছন্দ ছিল বেশ কয়েকটি পুজো প্যান্ডেলেও। 1. মাতৃশক্তি বছরের সেরা সেরা পেয়েছে টালা প্রত্যয় তাদের এই বছরের থিম ছিল ঋতি the motion। সময়ের সাথে সাথে সবকিছুই চলমান আর যা কিছু চালনা সবটা আমাদের মানব জাতির হাত ধরেই হয়ে থাকে তাদের ডিমের মূল বক্তব্য ছিল এটাই।
2. সেরা প্রতিমায় পুরস্কৃত হয়েছে চোরবাগান সার্বজনীন। তাদের এই বছরের থিম ছিল অন্তরশক্তি কাঁচের ভেঙে যাওয়া টুকরো ব্যবহার করে তাদের প্যান্ডেল আর সেখানে রানী রূপে বিরাজ করছেন দেবী দুর্গা। যা মন কেড়েছে সকলের।
3. সেরা আলোক সজ্জায় বেলেঘাটা 33 পল্লী এই বছরের তাদের থিম ছিল চুপ কথা। আমরা অনেক সময় অনেক অন্যায় দেখে চুপ থাকি পরিস্থিতি বুঝে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না এই নিয়েই ছিল তাদের থিম।
4. সেরা মন্ডপ হিসেবে এবারের পুরস্কৃত হয়েছে হরিদেবপুর আদর্শ সমিতি মহেঞ্জোদারো সভ্যতাকে তুলে ধরেছেন তারা তাদের থিমের মাধ্যমে তাই তাদের থিমের নাম মহেঞ্জোদারো। 5. সেরা পরিবেশ সচেতনতায় পুরস্কৃত হয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ তাদের এই বছরের থিম অশনি সংকেত। দৈনন্দিন জীবনে আমরা মানব জাতি প্লাস্টিকের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছি এবং সেই প্লাস্টিকে যে আমাদের জীবনে কতটা ক্ষতিকর সেটা আমরা চিন্তাও করি না। এই প্লাস্টিক পরিবেশ পরিবেশ থেকে বর্জন করার বার্তা দিয়ে তাদের এইবারের ভাবনা অশনি সংকেত। যেখানে মা দুর্গার পায়ের তলায় অসুরকে প্লাস্টিক আকারে দেখানো হয়েছে। যা পরবর্তীকালে সংরক্ষিত করা হবে।
6. সেরা ভাবনায় বেহালা বুড়ো শিবতলা তাদের এই বছরের ভাবনা আপনার দৃষ্টি আমাদের সৃষ্টি যেখানে তারা সব শ্রেণীর শিল্পীদের শ্রদ্ধা জানিয়েছেন। সাথে নিউজ চ্যানেল এবং শারদ সম্মানদের ও সম্মান জানিয়েছেন। 7. কম বাজেটে সেরা পুজো এবারে পল্লী উন্নয়ন সমিতি সেরা তাদের এবারের থিম ছিল পত্রপাঠ। কম বাজেটে সুক্ষ এবং সুন্দর কাজ করে তারা জিতে নিয়েছে এই সম্মান। 8. উদ্ভাবনায় সেরা কাশি বোস লেন সর্বজনীন। তাদের এই বছরের থিম মা। বিভিন্ন রকমের মাটি দিয়ে তাদের কাজ আর মায়ের সুন্দর রূপ শোভা বাড়িয়েছে তাদের পুজোর। 9. সেরা সৃজনশীল চিন্তায় লালা বাগান সর্বজনীন।
10. নিরাপত্তায় সেরা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি তাদের এই বছরের থিম ছিল তাপাতঙ্ক। 11. সামাজিক কাজে সেরা বিবেকানন্দ মিলন সংঘ ক্লাব। তাদের সারা বছর মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কাজের দরুন তারাএই পুরস্কারের প্রাপ্তি পেয়েছে। 12. সেরা আবাসনে এ বছর এসবিপিএস ওয়াটার ভিউ রেসিডেন্ট। এছাড়াও বিচারকের পছন্দ ছিল আরো নানা পুজো। নলিন সরকার স্ট্রীট, শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি, শ্যামাপল্লী শ্যামা সংঘ, জে কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ এপার্টমেন্ট ওনার্স, ট্যাংরা যুবক সংঘ, ফুলবাগান আঞ্চলিক সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি, জাগরী, পাতিপুকুর সরকারি আবাসন শারদ উৎসব, এজি ব্লক দুর্গোৎসব।
Read the full article
0 notes
Text
অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র ২০২১
অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র ২০২১
অনার্স ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমােশন পেলো শিক্ষার্থীরা, যেসব শর্তে অনার্স ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমােশন পেলো শিক্ষার্থীরা • ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মােতাবেক অন-লাইনে কোর্স সম্পন্ন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদন ফরম পূরণ করেছে সেসব শিক্ষার্থীদের বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ৩য় বর্ষে উন্নীত হবে। • ২০১৭-১৮, ২০১৬-১৭…
View On WordPress
0 notes
Photo
©কাজী ফাতেমা ছবি =জমে না চায়ের আসর= টুংটাং সুর অনুরণ চায়ের কাপে, আসর আর জমে না, দূরত্ব বজায় রাখতে গিয়ে বদলে গেলো জামানা। কী কুক্ষণ এসে করলো গ্রাস, বিশ্বজুড়ে চলছে করোনার সন্ত্রাস। গায়ে গা ঘেঁষে বসে বন্ধুদের আড্ডা ভেস্তে গেলো, আতঙ্ক ছুয়ে মানুষ, পরিবেশ পরিস্থিতি সব এলোমেলো ঠোঁটে বিমর্ষ হাসি, শঙ্কা ছুঁয়ে মানুষ গুনে দিন, মানুষ ভাবে আহারে কবে নেবে ব��দায় এ দুর্দিন। করোনার সাথে বন্ধুত্ব গড়েছে এবার ডেঙ্গু, এরা সময়কে করে দিয়ে পঙ্গু দেদারসে ঘুরে বেড়াচ্ছে শহর নগর গাঁয়ে, আর মানুষ ভাসছে অনিশ্চিত এক সময়ের নায়ে। কে কবে কখন আল্লাহর প্রিয় হয়ে যায়, জানি না কেউ, চায়ে চুমুক দেই, উচ্ছলতা ফিরে না, বুকে উথাল দুশ্চিন্তার ঢেউ, আল্লাহর কাছে শুধু এই ফরিয়াদ হেফাজত করো আমাদের মাবুদ, তোমারেই করি দমে দমে ইয়াদ। ফিরিয়ে দাও আমাদের আনন্দ আসর, চায়ের আড্ডা, টুংটাং সুর, দুনিয়াতে সুস্থতা ফিরিয়ে দাও এক সমুদ্দুর; বুকের উঠোনে জ্বালিয়ে দাও আশার রোদ্দুর, যত অসুখ, মহামারী দূর করে দাও বহুদূর। (স্যামসাং, ঢাকা) https://www.instagram.com/p/CTkFqmQl2Ob/?utm_medium=tumblr
0 notes
Text
দশমিনায় লকডাউন মানাতে কঠোর অবস্থানে প্রশাসন
দশমিনায় লকডাউন মানাতে কঠোর অবস্থানে প্রশাসন
মোঃ হাসান (দশমিনা) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় দিন যত যাচ্ছে করোনা রোগী সংখ্যা ততই বাড়ছে। ভয়াবহ পরিস্থিতি দিকে এগুচ্ছে দশমিনা। ১ আগষ্ট রোজ রবিবার গত ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে নতুন করে আরো ১১ জন আক্রান্ত এটাই দশমিনায় এ নিয়ে মোট আক্রান্ত ৪১৬, সুস্থ ১৯৫, মৃত্যু ৪, বর্তমানে চিকিৎসাধীন ১৭০। দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজির রহমান এ তথ্য জানান। করোনা…
View On WordPress
0 notes
Link
0 notes
Text
মাক্স_ব্যবহার_করুন!
সামাজিক_দূরত্ব_মেনে_চলুন!
অযোধ্যায় দোকানপাটে কিংবা বাজারের চায়ের স্টলে আড্ডা দিবেন না !
আপনার যদি জরুরি মুহূর্তে বাজারে যেতে হয় তাহলে সেফটি জন্য মাক্স পরিধান করে আপনার প্রয়োজনের বাজার-সদাই কিংবা ঔষধ সামগ্রী কিনে চলে আসবেন । কারো সাথে কথা বা হ্যান্ডশেক করবেন না মনে রাখবেন সে যদি করণায় আক্রান্ত হয় সে ক্ষেত্রে আপনার কিন্তু আক্রমণের ঝুঁকি থাকতে পারে।
দুবাচাইল-বাজেবিশারার দোকানপাটে সকাল-বিকাল যেসব আড্ডা জমে সেসব আড্ডা থেকে নিজেকে বিরত রাখুন, এবং এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তাদেরকে বাধা দেন যেন অসচেতন না হয়ে দোকানপাটে বসে বসে আড্ডা না দেয়। মনে রাখবেন আপনি একজন সচেতন নাগরিক আপনার দায়িত্ব আপনার গ্রামবাসীকে বালা মুসিবত থেকে সচেতন রাখা।
বাড়িতে_পৌছে ভাল করে সাবান দিয়ে হাতমুখ ধৌত করে ঘরে প্রবেশ করুন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই অঙ্গীকারে আবদ্ধ হোন। পরিষ্কার_জামা_কাপড় পরিধান করুন, বাহির থেকে আসার পর জামা কাপড়গুলো বালতিতে সাবান সোডা কিংবা হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখুন। দুই থেকে তিন ঘণ্টা পর তা ধুয়ে পরিষ্কার করে ফেলুন।
মনে_রাখবেন আপনার সচেতনতা আপনার পরিবারের মঙ্গল বয়ে আনবে,,
পাড়া-প্রতিবেশীর সবাই সুরক্ষা কিন্তু আপনারই নিতে হবে আপনি মনে রাখবেন আপনার সচেতনাই একটি গ্রাম একটি উপজেলা এবং একটি দেশকে ভালো রাখতে পারে। কেন না নবীনগরে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ রুপ ধারণ করছে। প্রায় প্রতিটি বাড়িতে মানুষ অসুস্থ। এই সময়ে একজন অন্যজনের বাড়িতে আসা যাওয়া কম ��রবেন। আপনার_অবহেলায় যেন আপনার পরিবারের কোন ক্ষতি না হয়ে যায়। নিজে ভাল থাকুন পরিবার পরিবারসহ গ্রামবাসীকে ভাল রাখুন।
নিজের কথা : আলহামদুলিল্লাহ আমি সবসময় বাড়ির বাহির থেকে আসলে ঘরে ঢুকে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করি। এই প্যানডেমিক সিচুয়েশনে সবাই সবার জন্য দোয়া করা জরুরী, আপনারা সকল মুসলিম ভাই ও বোনেরা সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহতায়ালা যেন আমাদের এই কোন মহামারী থেকে বাঁচার তৌফিক দান করে আমীন ।
লেখায় কিংবা উচ্চারণে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
মোহাম্মদ জাহিদ হাসান
বাজেবিশারা-দুবাচাইল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া
0 notes