#বিরোধী দলের কর্মসূচী
Explore tagged Tumblr posts
mdjahangiralam946 · 2 years ago
Text
Tumblr media
Assalamualaikum. Do you like politics? Do you want to know anything about world politics? If you want to know updated news about world politics then you can watch my videos
. This video is currently available on youtube. – https://youtu.be/phfjh1dJkkg
 This video is currently available on Facebook. - https://fb.watch/m8NuBFA2o0/
My YouTube Link-  https://www.youtube.com/channel/UCCoZdXa-oajWPCllQLulP0g My facebook link- https://www.facebook.com/Newsbela23
1 note · View note
begum-zia · 2 years ago
Text
অকার্যকর সান্ধ্য আইন
Tumblr media
বেগম জিয়া ঐক্যবদ্ধ আন্দোলনের তাগাদা অনুভব করলেন। কিন্তু এও বুঝলেন শক্তির ভারসাম্যে একক ভাবে দাঁড়ানো আপাতত অসম্ভব। সামনে দুটি বিকল্প তখন।
১) ১৫ দলীয় জোটে যুক্তি।
২) নিজেই বিকল্প শক্তি কেন্দ্র হওয়া।
১৫ দলের ১১ দফায় ৭২ সংবিধান পুনরুজ্জীবন ছিল। ফলে এই জোটে যাওয়া সম্ভব নয়। নেত্রী বিকল্প পথে হাঁটলেন। ১৫ দলের বাইরের দল নিয়ে সমান্তরাল ৭ দলীয় জোট গঠন করেন। ফলে বিরোধী দল হিসাবে BNP'র আবয়ব মানুষের কাছে স্পষ্টতর হল।
বেগম জিয়া তখন পর্যন্ত রাজনীতিতে কিছুটা পিছিয়েই ছিলেন। কিন্তু ৭ দলীয় জোট গঠন, ৫ দফা প্রণয়ন ও সমঝোতার ভিত্তিতে যুগপৎ আন্দোলন করতে চাওয়ার দূরদর্শী সিদ্ধান্ত নিলেন তিনি। ফলে দৃশ্যতঃ যে সামান্য পিছিয়ে ছিলেন তা প্রবলভাবে পার হলেন নেত্রী।
এই প্রেক্ষিতে এরশাদ সংলাপ প্রস্তাব করেন। কিন্তু বেগম জিয়ার দল সমঝোতা থোড়াই কেয়ার করে সান্ধ্য কালিন বিক্ষোভ কর্মসূচী বৃদ্ধি করেন। ফলে আরেকদফা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
২৮ নভেম্বর ৮৩ তে বিক্ষোভ রাজনীতি বন্ধে সন্ধ্যা থেকে সান্ধ্য আইন জাড়ি হয়। বেগম জিয়া তখন তাঁর প্রতিরোধ পলিসি পালটে ফেলেন। সান্ধ্য আইন কার্যকর শুরু হওয়া সময়ের আগ পর্যন্ত টানা জনসভা, পথসভা করার মাধ্যমে সান্ধ্য আইনকে স্বৈরাচার এরশাদের হরিষে বিষাদে পরিণত করেন।
এই কৌশলী প্রতিবাদে জিয়ার উত্তরসুরী নেত্রী বেগম জিয়ার কারিশমা দেখে আবার আশাবাদী হয়ে ওঠে দেশের মানুষ। Morning Shows The Day.
2 notes · View notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/150590
দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে : ডা. শাহাদাত
    .
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে একটা দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে, আর সরকার উন্নয়নসহ নানা ধরনের মন ভুলানো কথা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ না খেয়ে, আধপেট খেয়ে দিন যাপন করছে। ��ুধু নিম্ন ও মধ্যবর্তী মানুষ নয় সরকারি বেসরকারি কর্মকর্তা�� টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। এতে বুঝা যাচ্ছে শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের যে ক্রোধ তা থেকে সরকার রক্ষা পাবে না।
তিনি আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচীতে বক্তব্যদানকালে এ কথা বলেন।
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে দেশব্যাপী ঘোষতি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে।
.
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনশন কর্মসূচীতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। সেখানে মাঠের দুইপাশে বিএনপির কর্মীরা অবস্থান নিয়ে অনশন করেছেন। এতে সাধারণ মানুষও এসে একাত্মতা প্রকাশ করেন। পরে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন উপস্থিত হয়ে ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানকে পানি ও ফলের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
এ সময় ডাক্তার শাহাদাত হোসেন বাজার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করে বলেন, আজকে চাল ডাল তেল মরিচসহ নিত্যপণ্যের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে। টিসিবির লাইনে উপচে পড়া ভিড়, কারণ মানুষ চাচ্ছে কম দামে কিছু পেতে। সেখানে দেখা যায় ২/৩ ঘণ্টা পর আর কিছু নেই মানুষ খালি হাতে বাসায় ফিরে যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না, আজকে প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সোমবারও গ্যাসের দাম ৩৩ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই গ্যাসের দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। গ্যাসের সঙ্গে বিভিন্ন জিনিস জড়িত থাকার কারণেই দাম বৃদ্ধি পাবে। জনবিরোধী সরকার জনগণের জন্য কোনো মায়া দরদ নেই ফলে তারা এই কাজগুলো করতে পারে। কারণ তাদের তো জবাবদিহি করতে হয় না। তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী সফল করার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারাদেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। সেখানে যদি আবারও পানি, বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে আবার সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বিএনপি যে কোনো রকমের মূল্য বৃদ্ধির সম্পূর্ণ বিরোধী। এই ধরনের মূল্য বৃদ্ধি গণবিরোধী উদ্যোগ। আমরা কোনো মতেই এটা সমর্থন করি না। তিনি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের নিন্দা জানিয়ে ওই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় শ্রমিকদলের শেখ নুরুল্লাহ বাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী মো. সালাউদ্দিন, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মো. শাহাবুদ্দীন, নুর হোসাইন, মাইনুদ্দীন চৌধুরী মাঈনু, রোকন উদ্দীন মাহমুদ, মহানগর মহিলাদলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, যুবদলের সি. সহ সভাপতি ইকবাল হোসেন, জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, তাতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, মৎস্যজীবী দলের আহবায়ক হাজী নুরুল হক, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দীন নাহিদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামি��াত আমিন জিসান, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, হাজী নবাব খান, এস এম মফিজ উল্লাহ, কাজী শামসুল আলম, জমির আহমেদ, মো. ইলিয়াছ, খাজা আলাউদ্দিন, এস এম ফরিদুল আলম, মোশারফ জামাল, হুমায়ুন কবির সোহেল, মো. হারুন, রাসেল পারভেজ সুজন, ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম মুন্সী, হাজী আবু ফয়েজ, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, মনজুর মিয়া, জিয়াউর রহমান জিয়া, সাদেকুর রহমান রিপন, মো. হাসান, হাজী মো. জাহেদ, মামুন আলম প্রমুখ।
0 notes
w3ibrahims · 5 years ago
Video
ইসলামের বিরুদ্ধে কূটক্তি একটা ফ্যাশন!
ইসলামের বিরুদ্ধে কূটক্তি একটা ফ্যাশন!
ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্র করছে না: আল ইসা ইসলামের বিরুদ্ধে ট্রাম্পের নয়া উসকানি; ভয়াবহ পরিণতির আশঙ্কা যুদ্ধাপরাধীর বিচার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র? ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক হামলা... - ওলামায়ে কেরামের ইসলামের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্রঃ খুটিনাটি বিশ্লেষণ বিশ্বের যে স্থানেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সেটাই ইহুদী 'ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে আলেমদের সীমাহীন ভূমিকা রাখতে ইসলামের বিরুদ্ধে কাফিরদের অর্থায়ন: জঙ্গিবাদ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছিল, তারাই ধ্বংস হয়েছে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এক ব্রিটিশ গোয়েন্দা ডায়েরী ইসলামের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র : ঐতিহাসিক দৃষ্টিকোণ সেনাবাহিনীর লে. কর্ণেল ফাঁস করলেন কিভাবে মানুষকে গুম করা হয়! ( ১৫ মিনিট: প্রথম পর্ব) সব কিছুই ছিলো সাজানো নাটক, নাইমের মা , তবে টাকা পাচ্ছে নাইম ,সামি গোপন চিঠি ফাঁস '15 MINUTES'-এ! বাজারে এলো ইলিয়াছ হোসাইনের নতুন এ্যালবাম! যাদের জন্মে দোষ আছে তারাই এসব করে৷ ভিআইপি কে জনগন নাকি সচিব? সবাইকে স্বাগতম৷ আসল চোরটার নাম বলতে আসলাম৷ কে আসল চোর পার্ট ২ আমাদের নিজেদের ঠিক হওয়া প্রয়োজন আগে৷
In 2011, Ekushey became the first Bangladeshi channel to live stream all its content online to viewers around the globe, through its official website. The channel was considered the most popular TV channel in Bangladesh due to its news and other innovative programs.
elias hossain biography
ekushe tv journalist md elias hossain
elias hossain ekusher chokh
hossain elias pathao
elias hossain 15 minutes
elias hossain youtube
ekushey tv program list
ekushey tv owner
This is MD. Elias Hossain, I was a former reporter of ekushey Television. This is my personal youtube channel where I express freelance journalism.
আমি ওয়াদা করছি, কাশ্মীর স্বাধীন হওয়া পর্যন্ত লড়াই করবো : ইমরান খান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর স্বাধীন হওয়া পর্যন্ত এ বিষয়ে সব পদক্ষেপ নেয়া হবে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন তিনি। সোমবার একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। খবর- ডন উর্দূরতিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে, প্রতিটি ফোরামে আমি এ বিষয়ে সর্বোচ্চ আওয়াজ তুলবো। এটি জাতির সঙ্গে আমার ওয়াদা। এসময় নিজেকে ‘কাশ্মীরি দূত’ আখ্যায়িত করে ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে। কাশ্মীরি জনগণের কাছেও আমি ওয়াদা করছি, কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারাবিশ্বে কাজ করব।
তিনি আরও বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র হিন্দুত্ববাদীদের মনোভাব বুঝতে পের���ছিলেন। যদি পাকিস্তান প্রতিষ্ঠা না হতো, তাহলে আমাদের সঙ্গেও সেই আচরণ করা হতো, যা এখন কাশ্মীরি মুসলমানদের সঙ্গে করা হচ্ছে।
ইসলামের বিরুদ্ধে কূটক্তি একটা ফ্যাশন! হজ্ব ও রাসূল (সা.) সম্পর্কে কটূক্তিকারী লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার : সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ্ব, মুহাম্মদ সা. ও  তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করায় সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। প্রবাসেও চলছে বিক্ষোভ। সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানগণ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। লতিফ সিদ্দিকীকে মুরতাদ ঘোষণা করে অবিলম্বে তাকে সরকার থেকে বহিস্কার করে ফাঁসি দেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। তাকে গ্রেফতার করে শাস্তি দেয়া না হলে সরকার অচল করে দেয়ার ঘোষণাও দিয়েছে বিভিন্ন সংগঠন। পবিত্র হজ্বকে অস্বীকার করলে কিংবা হজ্ব নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সে মুসলমান থাকতে পারে না। অনুরূপ রাসূলের প্রতি কটূক্তি করলে সেও মুসলমান থাকতে পারে না। সুতরাং আব্দুল লতিফ সিদ্দিকীকে একজন মুরতাদ বলে আখ্যায়িত করেছে আলেম সমাজ। গতকাল মঙ্গলবার সারাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রতিবাদে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমানগণ। রাজধানীতেও বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ্ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, মহাজোট সরকারের বিতর্কিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সা:, ইসলামের ফরজ ইবাদত পবিত্র হজ্জ ও মহান ধর্ম প্রচারের দাওয়াতি কাফেলা তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমার বিরেুদ্ধে কুরুচিপূর্ণ ধৃষ্টতামূলক বক্তব্যে জন সমর্থনহীন বিনা ভোটে নির্বাচিত অগণতান্ত্রিক জবরদখলকারী আওয়ামী মোহাজোট সরকারের দ্বীন ধর্ম, দেশ জনগণের বিরুদ্ধে কুদৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে । তিনি বলেন, লতিফ সিদ্দিকী তার বক্তব্যের দ্বারা নিজেই নিজেকে মুরতাদ ঘোষণা করেছে। এই ধরনের আত্মস্বীকৃত মুরতাদদেরকে রাষ্ট্রদ্রোহীদের মতো মৃত্যুদ- কার্যকর করতে হবে। তিনি অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি দেয়ার আহবান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ সরকার অচল করে দিবে। তিনি নাস্তিক মুরতাদদের বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ পালন করার জন্য ধর্মপ্রাণ জনতার প্রতি আহবান জানান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির ভাষণে তিনি এই কথাগুলো বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহা সচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান, যুগ্ন মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি, সহকারী মহাসচিব ও  ঢাকা মহা��গরির আমীর মাওলানা মুজিবর রহমান হামিদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী ফখরুল ইসলাম প্রমুখ। মাওলানা আশরাফ আরো বলেন, লতিফ সিদ্দিকীর এই বক্তব্যই আওয়ামী মোহাজোট সরকারের আত্ম প্রকৃতি। যে সরকার সংবিধান থেকে সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার উপর পুর্ণ আস্থা ও বিশ্বাসকে মুছে দিয়ে শয়তানের প্ররোচনা তথা কথিত ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে পারে তাদের থেকে এই ধরনের ধর্ম বিদ্ধেষী বক্তব্য আশ্চর্যজনক নয়। এই সরকার দ্বীন, দেশ ও জনগণের বিরুদ্ধে যে কত জঘন্য ও বিপদজনক তার চাক্ষুস প্রমাণ। মাওলানা জাফরুল্লাহ খান বলেন, হযরত মুহাম্মাদ সা: পবিত্র হজ্জ ও তাবলিগ জামাত সম্পর্কে কটুক্তি করে লতিফ সিদ্দিকী স্বঘোষিত মুরতাদ হয়ে গেছে। লতিফ সিদ্দিকী একজন অখ্যাত ব্যাক্তি। তাকে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বড় ভাই হিসেবে পরিচয় করিয়ে দিতে হয়। ধর্ম বিদ্ধেষী বক্তব্য দিয়ে তিনি এখন কুখ্যাত হয়েছেন। হেফাজতে ইসলাম গতকাল হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর আহবায়ক আল্লামা নূর হোসেন কাসেমী এক সাংবাদিক সস্মেলনে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অতিসত্ত্বর অপসারণ, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে। সেই সাথে নবী-রাসূল ও ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের আইন প্রণয়নের জোর দাবি জানান। অন্যথায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিচ্ছে। উক্ত মিছিল থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে তিনি জানান। নূর হোসেন কাসেমী বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশের মাটিতে মহানবী সা.,  হজ্ব এবং তাবলীগ জামাত সম্পর্কে কটূক্তিপূর্ণ জগণ্য মন্তব্য করে বিশ্বের সর্বস্তরের মুসলমানের অন্তরে চরম আঘাত দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন- “আব্দুল্লার ছেলে মোহাম্মদ আরবের ডাকাতদের রুটি-রুজির ব্যবস্থা করার জন্য প্রতি বছর হজ্বের ব্যবস্থা করেছেন”। তিনি তার এই বক্তব্যে রীতিমত মহানবী স.কে কটাক্ষ এবং হজ্বকে চরমভাবে অবজ্ঞা করেছেন। হজ্ব ইসলামের পাঁচটি স্তম্বের মাঝে একটি অন্যতম স্তম্ভ। যা সামর্থবান ব্যক্তিদের উপর অবশ্য পালনীয় বিষয়। আল্লাহপাক পবিত্র কালামে এরশাদ করেন- “প্রতিটি সামার্থবান ব্যক্তির উপর বাইতুল্লাহর হজ্ব করা ফরজ। (আলে ইমরান-৯৭) লতিফ সিদ্দিকী আরো বলেন, “আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চিন্তা করলো- জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে, তারাতো ছিলো ডাকাত, তখন একটা ব্যবস্থা করলো যে, আমার অনুসারীরা প্রতি বছর একবার এক সঙ্গে মিলিত হবে। এরই মধ্যে একটা আয় ইনকামের ব্যবস্থা হবে।” (নাউযুবিল্লাহ) তিনি বলেন, ��বিত্র হজ্বকে অস্বীকার করলে কিংবা হজ্ব নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সে মুসলমান থাকতে পারে না। অনুরূপ রাসূলের প্রতি কটূক্তি করলে সেও মুসলমান থাকতে পারে না। সুতরাং আব্দুল লতিফ সিদ্দিকী একজন মুরতাদ। অবিলম্বে তাকে তাওবা করার আহবান জানানো হয়। এদিকে হেফাজতে ইসলাম লালবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে মিছিল লালবাগ চৌরাস্তা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজিমপুর এতীমখানার সামনে গিয়ে মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে। এসময় বিক্ষুব্ধ জনতা লতিফ সিদ্দিকীর একাধিক কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে এবং তার ফাঁসির দাবিতে শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তুলে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও লালবাগ জোন সভাপতি মাওলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মুফতী তৈয়্যেব হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মাওলানা যুবায়ের আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মাওলানা আবু তাহের জেহাদী, মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব মাওলানা আবুল কাশেম, ঢাকা মহানগর প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ। সমাবেশ থেকে আগামী শুক্রবার সারা দেশের সকল মসজিদ থেকে মুরতাদ লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। উলামা মাশায়েখ পরিষদ সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষ উলামায়ে কিরাম এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকারের বহিস্কৃত মন্ত্রী লতিফ সিদ্দীকি মহানবী (সা) ও পবিত্র হজ্জ নিয়ে যে কটুক্তি করেছেন তা ক্ষমার অযোগ্য। তিনি আপত্তিকর ও অন্যায় মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানদের ঈমানের উপর আঘাত দিয়েছেন। ইহা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে দেশী-বিদেশী বাতিল চক্রের ধারাবাহিকতার অংশ। বিদ্রƒপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে তিনি যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা কেবলমাত্র একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব। তার এহেন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ইসলাম প্রিয় তৌহিদী জনতা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তাকে মন্ত্রিসভা থেকে শুধু বহিস্কার করলেই চলবে না, বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিশ্ব মুসলিমকে শান্ত করুন। নচেৎ ইসলাম প্রিয় তৌহিদী জনতা তাকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে সালমান রুশদী ও তাসলিমা নাসরিনের ভাগ্য বরণ করতে বাধ্য করবে। শীর্ষ উলামায়ে আরো বলেন, জনগণের টাকায় বিদেশ সফরে গিয়ে তিনি কিভাবে কোন সাহসে এ ধরনের মন্তব্য করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। এ পর্যন্ত সরকারের বিভিন্ন নীতি নির্ধারক একের পর এক ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটি ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই ইসলামের বিরোধীতা করে এদেশে কেউ চিরস্থায়ী হতে পারেনি কখনও পারবেও না। আলেমগণ মনে করেন দেশকে অস্থিতিশীল করতেই মাঝে মাঝে বাতিলের প্রেতাত্মারা এভাবে বেশামাল হয়ে পড়ে। এ অশুভ চক্র ইসলাম, মানবতা, দেশ ও স্ব���ধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। শীর্ষ উলামায়ে কেরাম কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন ৪৮ ঘন্টার মধ্যে উক্ত মন্ত্রীকে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি  দিতে হবে এবং তাকে নিঃশর্তভাবে জাতির সামনে তওবা করতে হবে। অন্যথায় আমরা হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো। বিবৃতিতে স্বাক্ষর করেন- রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, আন্দরকিল্লা জামে মসজিদের খতীব মাওলানা তাহের জাবেরী আল-মাদানী, শাহতলীর পীর ও হক্কানী পীর মাশায়েখ পরিষদের আমীর মাওলানা আবুল বাশার, ফরায়েজী আন্দোলনের আমীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান, মুফতি হাফেজ নুর হোসাইন কাসেমী, জামেয়া এমদাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওঃ আজিজুল হক ইসলামাবাদী, মুফতি আবদুর রহমান চৌধুরী, শর্ষীনার পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ। Famous presenter Elias Hossain - Greenwatch Dhaka Elias Hossain Profiles | Facebook Ekushey Television - Wikipedia Elias Hossain Bio, Height, Age (Journalist), Wiki, Facts & Net Ekushey TV chairman lands in jail | The Daily Star Md. Elias Hossain | Dr. | University of Rajshahi, Rājshāhi | RU
Launched in April 2000 as the country's first private terrestrial TV channel, Ekushey Television (ETV) covered half the country's population and turned out to be the most popular channel offering quality programmes.[4]
The most notable feature of the channel was introducing a new approach to television journalism. The objective and investigative reports turned its group of young journalists into national stars.
The ETV productions were unique in nature: children's programme Muktokhabor, for instance, was a news-based show in which the child performers would handle news with social relevance. Fifty percent of the young team were from underprivileged families.
ETV played a vital role in promoting talented young artistes the result of which was so obvious—many innovative ideas and commitment produced quality programmes and the channel gained huge popularity within a short time. ETV was an organised and professional media, which was accumulated by professional, creative, talented and committed people. To ensure quality the authority trained up the behind-the-scene people as well as the artistes and performers of a programme.
To name other successful items, entertainment programmes Ekusher Dupur, Priyotomashu, quiz show Shobdo Jabdo, Shofol Jara Kemon Tara, informative programme Ekatturer Ei Diney, Ajker Shongbadpotro, Ei Shoptaher Biswa, talk show Amrao Boltey Chai, cookery show Radhunir Rannaghar, and of course a number of plays by gifted directors.
ETV had been leading the nation's seemingly aimless youth to a healthy and capable citizenship through its promising and unique programme roster. ETV protected the Bangladeshi viewers from the formidable influence of the satellite-culture and steered them gently to the tasteful bouquet of Bangla programmes, discarding the Hindi channels.
After being in operation for two years, on 29 August 2002, Managing Director Simon Dring and three other executives had their work permits cancelled and the station was taken off-air.[5][6] However, permission for the station to continue transmission once more was granted on 14 April 2005, and only satellite transmission was resumed on 1 December 2006 on a test basis. Its official satellite transmission started 29 March 2007 and, started 24-hour transmission on 1 June. Present chairman of ETV is Mohammed Saiful Alam.
ETV also broadcasts a dedicated band for business news everyday from 10 am to 2:30 pm during the trading hours in the Dhaka Stock Exchange with real-time updates, live discussions and breaking news, the first channel in the country to do so.
The channel has developed a reputation for providing current stock market news and incisive discussions on business related issues and is a clear leader in the business news space, setting editorial and production standards for the Bangladesh TV news market.
0 notes
khabarsamay · 7 years ago
Text
বাঘাযতীন পার্কে অনুষ্ঠান করা নিয়ে তরজা
শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী : শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মাঝে সবরকম অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন ফের শুরু হয়েছে নানান অনুষ্ঠান। মাঠে গর্ত করে কোনও অনুষ্ঠান কর্মসূচী বন্ধ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই পার্কের মাঠে অনুষ্ঠান করা হলেও, তা মাঠকে অক্ষুন্ন রেখেই করা হয়। কিন্তু বাঘাযতীন পার্কের মাঠে বেঙ্গল ট্রাভেল মার্টের অনুষ্ঠানকে নিয়ে শিলিগুড়ি পুরনিগমের শাসক সিপিএম এবং বিরোধী দল তৃণমূলের কাজিয়া ফের প্রকাশ্যে এল। বিরোধীদের অভিযোগ, বাঘাযতীন পার্কের মাঠে গর্ত করে অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু পুরনিগমের পক্ষ থেকে এই ধরণের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এই অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন পুরনিগমের বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা রঞ্জন সরকারের নেতৃত্বে একাধিক কাউন্সিলর মেয়রের সঙ্গে দেখা করেন। রঞ্জন সরকার বলেন, এটা অনৈতিক। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাঠ বানিয়ে দেওয়া হয়েছে। বাঘাযতীন পার্ক সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। কিন্তু গর্ত করে অনুষ্ঠান হলে আমরাও এর বিরোধিতা করব। বিষয়টি নিয়ে মেয়র জানান, বেঙ্গল মার্টের সঙ্গে চুক্তি হয়েছে অনুষ্ঠান শেষে তাঁরা মাঠ সংস্কার করবে। Read the full article
0 notes
ektibd · 7 years ago
Photo
Tumblr media
১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচী পালন করবে বিএনপি -কুড়িগ্রামে রুহুল কবির রিজভী আহমেদ সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে এই মুহুর্তে আমরা ভয়ংকর মানবতা লাঞ্চিত একটি রাজনৈতিক সামাজিক পরিবেশের মধ্যে বসবাস করছি। এই লাঞ্চনার জন্য দায়ী বর্তমান ভোটার বিহীন সরকার। সংবাদপত্র ও গণমা���্যমে দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায় সেখানে বিচার বহির্ভুত হত্যাকান্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষ। তিনি আরো বলেন, বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাড়ায় এজন্য এগুলি করেছেন। এটি করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধদের গুম করেছেন। এটি শুধু বিরোধী দল ও মতের প্রতি নয়, সরকারের সাথে কারো যদি মত পার্থক্য হয় তাহলে এই সরকারের দারা গুমের শিকার হচ্ছে, অপহারনের শিকার হচ্ছে অথবা বিচার বহিভুত হত্যার শিকার হচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্যদিয়ে আগামীকাল ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা, মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন পালন করবে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন পালন করবে বিএনপি। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবী ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন তিনি। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর ��িএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
0 notes
begum-zia · 4 years ago
Text
৯০ এর মাইনফিল্ডে বেগম জিয়া
বেগম জিয়া ঐক্যবদ্ধ আন্দোলনের তাগাদা অনুভব করলেন। কিন্তু এও বুঝলেন শক্তির ভারসাম্যে একক ভাবে দাঁড়ানো আপাতত অসম্ভব। দলের সামনে দুটি বিকল্প তখন।
১) ১৫ দলীয় জোটে যুক্তি।
২) নিজেই বিকল্প শক্তি কেন্দ্র হওয়া।
১৫ দলের ১১ দফার ভেতর ৭২ সংবিধান পুনরুজ্জীবন ছিল। ফলে এই জোটে যাওয়া ইডিওলজিগত ভাবে অসম্ভব। নেত্রী বিকল্প পথে হাঁটলেন। ১৫ দলের বাইরের ��ন্যান্য দল নিয়ে সমান্তরাল ৭ দলীয় জোট গঠন করেন। ফলে বিরোধী দল হিসাবে BNP'র আবয়ব মানুষের কাছে স্পষ্টতর হল। বেগম জিয়া তখন পর্যন্ত রাজনীতিতে কিছুটা পিছিয়েই ছিলেন। কিন্তু ৭ দলীয় জোট গঠন, ৫ দফা প্রনয়ণ ও ১৫ দলের সাথে সমঝোতার ভিত্তিতে যুগপৎ আন্দোলন করতে চাওয়ার দূরদর্শী সিদ্ধান্ত নিলেন তিনি।
ফলে দৃশ্যতঃ যে সামান্যটুকু পিছিয়ে ছিলেন তা প্রবলভাবে পার হলেন নেত্রী।
এই প্রেক্ষিতে এরশাদ সংলাপ প্রস্তাব করেন। কিন্তু বেগম জিয়ার দল সমঝোতা থোড়াই কেয়ার করে সান্ধ্য কালিন বিক্ষোভ কর্মসূচী বৃদ্ধি করেন। ফলে আরেকদফা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
২৮ নভেম্বর ৮৩ তে বিক্ষোভ রাজনীতি বন্ধে সন্ধ্যা থেকে সান্ধ্য আইন জাড়ি হয়। বেগম জিয়া তখন তাঁর প্রতিরোধ পলিসি পালটে ফেলেন। সান্ধ্য আইন কার্যকর শুরু হওয়া সময়ের আগ পর্যন্ত টানা জনসভা, পথসভা করার মাধ্যমে সান্ধ্য আইনকে স্বৈরাচার এরশাদের হরিষে বিষাদে পরিণত করেন।
এই কৌশলী প্রতিবাদে জিয়ার উত্তরসুরী নেত্রী বেগম জিয়ার কারিশমা দেখে আবার আশাবাদী হয়ে ওঠে দেশের মানুষ। Morning Shows The Day.
Tumblr media
8 notes · View notes
paathok · 3 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/146543
চট্টগ্রামে বিএনপির মানববন্ধনে পুলিশি হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদ নেতৃবৃন্দের
.
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের ন্যাক্কারজনক হামলা, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা এবং ৪৯ জন নিরাপরাধ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারি ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির ও দলীয়ভাবে প্রতিটি দলের মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বুধবারের এই শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। হামলায় অনেক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। মানববন্ধনে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে কর্মসূচী সমাপ্ত করে চলে যাওয়ার অনেক পরে সমাবেশস্থলের বাইরের এলাকা থেকে বাড়ী ফিরার পথে নিরিহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। সামান্য ঘটনায় ৪৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় পুলিশের অতি উৎসাহী কিছু কর্মকর্তার আচরণ ছিল মারমূখী। তারা অনেকটা ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা মনে করি, বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পূনঃউদ্ধার আন্দোলন বন্ধ করতে সরকার পুলিশকে দিয়ে এই দমন পীড়ন চালাচ্ছে। আমরা সরকার এবং প্রশাসনের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। সরকারের বর্বরতা, স্বৈরাচারী আচরণ, মামলা হামলা, লুট, নৈরাজ্য অতীতের সব স্বৈরাচারী শাসকদের হার মানিয়েছে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও কারামুক্তির দাবি ও গণতন্ত্র হত্যা দিবসের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বর লাঠিচার্জ, মামলা এবং গ্রেফতারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনেও ভয় পায়।
নেতৃবৃন্দ বলেন, প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার নিজেদের কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখী দাঁড় করাচ্ছে। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে। সারাদেশে বিরোধীদলের উপর নির্যাতন চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।
নেতৃবৃন্দ এধরনের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের অতর্কিত হামলা, গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
পুলিশের মিথ্যা মামলায় যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদঃ
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, ইয়াছিন চৌধুরী লিটন. সাইফুল ইসলাম, শরীফুৃল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী সাকী, মোহাম্মদ গুলজার হোসেন, এইচ এম নুরুল হুদা ও শওকত আকবর সোহাগসহ ৭৫ জন নেতৃবৃন্দের নামে কোতোয়ালী থানায় মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, এস এম মুরাদ চৌধুরী।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলা করে ৪৯ জন নেতাকর্মী গ্রেফতার এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ৭৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের আওয়ামী সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশার অংশ।
সারাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবীতে মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য বিরোধী দলের সমাবেশের উপর ১৪৪ ধারা জারী ও শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের শত শত রাউন্ড গুলি বর্ষণ এবং গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা একই সূত্রে গাঁথা। সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির চেয়ারপার্সন, চার বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। আজ তিনি গুরুতর অসুস্থ,বর্তমান সময় সংকটময় ও সমস্যাদীর্ণ গণতন্ত্রের সময় কিন্তু মানুষ আর বসে থাকছে না, জেলায় জেলায় ১৪৪ ধারা ভেঙ্গে বেরিয়ে আসছে মানুষ। বিএনপি যেখানেই সমাবেশ দিচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। কর্তৃত্ববাদী হিংস্র শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ কঠিন সংগ্রামে অঙ্গীকারাবদ্ধ। পুলিশের অতর্কিত লাঠিচার্জে খুলশী থানা যুবদলের সদস্য মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন।
নেতৃবৃন্দ বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে উদাত্ত আহবান জানান দেশ ও গণতন্ত্রের স্বার্থে আইন অনুযায়ী নিজেদের স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আইন অনুযায়ী গ্রেফতারকৃত ৪৯ জন নেতাকর্মীদের মুক্তি দিন। অন্যথায় রাজপথেই ফয়সালা হবে। ভোটারবিহীন সরকারের দিন শেষ, ভোট ডাকাতির দিন শেষ। বংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে গেছে। বিশ্ববিবেক জেগে উঠেছে। যেভাবে অবরুদ্ধের খবর আসছে তাতে অনেক মন্ত্রী এমপি ও আমলাদের বিদেশে পালানোর রাস্তাও আর খ���লা নেই। গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী।
0 notes
ruposhibangla-blog · 7 years ago
Photo
Tumblr media
অনগ্রসরদের প্রতি বিজেপির মনোভাব না বদলালে বৌদ্ধ ধর্ম গ্রহণের হুঁশিয়ারি মায়াবতীর আজমগড়: দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির মনোভাবের বদল না হলে ভীমরাও আম্বেডকরের মতো তিনি হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি বিএসপি নেত্রী মায়াবতীর। উত্তরপ্রদেশের আজমগড়ে দলের এক জনসভায় মায়াবতী বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণী ও ধর্মান্তরিতদের প্রতি শাসক দল তাদের জাতিবাদী ও সাম্প্রদায়িক মনোভাব না বদলালে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করব’। সংবিধান প্রণেতা আম্বেডকরের প্রসঙ্গও এ ক্ষেত্রে উল্লেখ করেছেন মায়াবতী। তিনি বলেছেন, হিন্দু ধর্মে বর্ণ ব্যবস্থায় বৈষম্য অম্বেডকরকে ব্যথিত করেছিল। তিনি শঙ্করাচার্য ও সন্তদের এই বৈষম্য সংশোধনের আর্জি জানিয়েছিলেন। তা না হওয়ায় মৃত্যু আগে আম্বেডকর নাগপুরে নিয়ে নিজের অনুগামীদের নিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন। বিএসপি নেত্রী বলেছেন, তিনিও শঙ্করাচার্য ও ধর্মীয় নেতা এবং বিজেপির সঙ্গে যুক্তদের তাঁদের মানসিকতার পরিবর্তনের সুযোগ দিচ্ছেন। না হলে তিনিও নিজের সমর্থকদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন। আরএসএসের ‘জাতিবাদী’ কর্মসূচী বিজেপি এগিয়ে নিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা ও গুজরাতের উনায় দলিতদের মারধরের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে তোপ দেগেছেন। ভোট কথা মাথায় রেখে বিজেপি আরএসএসের সঙ্গে যুক্ত একজন দলিতকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছিল বলে অভিযোগ করেছেন মায়াবতী। তিনি বলেছেন, এ জন্যই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও একজন দলির প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছিল। *News Searching By Abp Ananda*
0 notes
pirshaheb-blog · 8 years ago
Text
জিয়াউর রহমানের রহস্যময় জীবন !
তারেক রহমান সকল বিএনপির নেতা কর্মীদের ইতিহাস বিষয়ক ২২টি বিষয় জানা থাকা প্রয়োজন বলে ছবক দিচ্ছেন। অনলাইনে সেই ছবক কে বিএনপির নেতা কর্মীরা সগর্বে প্রচার করছে। তারেক রহমান যখন ইতিহাসের ছবক দেন তখন অবাক হইনা। অবাক হই তখনি যখন দেখি উচ্চ শিক্ষিত লোক যাদের সাথে জিয়াউর রহমানের পরিচয় ছাড়া তারেক রহমানের বসার যোগ্যতা রাখেন না তারা তার বন্ধনা,অর্চনা ও স্তুতি গাইতে থাকেন। তারেক রহমান যে বিষয় গুলা জানার প্রয়োজন বলে বিএনপির নেতা কর্মীদের বলেছেন তার সাথে আমি কিছু যোগ করলাম বিএনপির নেতা কর্মীদের জন্য: ১. শেখ মুজিবকে হত্যার পর বাকশাল নেতা মোশতাক রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। গঠন করেন মন্ত্রীসভা। শেখ মুজিবের মন্ত্রীসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রীসভার সভায় শপথ নেন। জানা প্রয়োজন :: মীর জাফর ও তার সহযোগীরা কিন্তু সিরাজ-উদ-দৌলার আপনজন ছিল। তাই বলে সিরাজ-উদ-দৌলা আর মীর জাফর এক সমান হন না। ২. মোশতাক সারাদেশে সামরিক আইন জারি করেন। ঐ সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। জানা প্রয়োজন :: হত্যা কান্ডের পর সেনাপ্রধান শফিউল্লাহ ছিলেন কার্যত ফারুক রশিদদের হাতে জিম্মি। ১৫ আগস্টের পর সেনাবাহিনীর কমান্ড চলে যায় ফারুক রশিদদের হাতে যার নেপথ্যের নায়ক ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান, যা ফারুক রশিদ বিবিসির সাক্ষাতকারে বলেছেন। এ ক্ষেত্রে সেনাপ্রধান হিসেবে শফিউল্লাহ ছিলেন ব্যর্থ। ৩. শহীদ জিয়া সেই সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। জানা প্রয়োজন :: ফারুক রশিদ এর বিবিসির সাক্ষাতকারের আলোকে বলা যায় সামরিক আইনের ৩১নং ধারার ৩ উপ ধারায় উপপ্রধান সেনাপতি হিসেবে জিয়ার দায়িত্ব ও কর্তব্য ছিল অভ্যুত্থানের খবর পেয়ে তাৎক্ষণিক ষড়যন্ত্রকারীদের আটক করা। সামরিক আইনের ৩১নং ধারার ৩ উপধারা লংগন করায় জিয়াউর রহমান এর কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল । [[ সামরিক আইনের ৩১নং ধারার ৩ উপধারা : " এ ধরনের কোন বিদ্রোহের অস্তিত্ব অথবা এ ধরণের বিদ্রোহের কোন অভিলাষ কিংবা এ ধরণের কোন ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও বা অস্তিত্ব আছে বলে মনে করার কারণ থাকা সত্ত্বেও বস্তুত বিলম্ব না করে তার কমান্ডিং অফিসারকে অথবা অপর কোন উর্ধ্বতন অফিসারকে খবর না দিলে কোর্ট মার্শালের বিচারে তার প্রাণদন্ড দেয়া হবে।" ]] ৪. শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে মোশতাকের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে যাননি জিয়াউর রহমান। বিজয়ীর বেশে গিয়েছিল তাহের-ইনু বাহিনী এবং তৎকালীন মুজিব বিরোধী নেতারা। জানা প্রয়োজন :: তাহের-ইনু কারা ? তাহের-ইনু হলেন জিয়াউর রহমানের পুনর্জন্ম দাতা। ৩রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কর্তৃক জিয়াউর রহমান বন্দী হন, বিচ্ছিন্ন করা হয় টেলিফোন সংযোগ। ভুল বসত: বেড রুমের লাইনটি সচল থাকায় জিয়া তাহেরকে বলেন " Taher you are save my life "। এই একটি কথার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ কালীন বন্ধু জিয়াকে মুক্ত করার জন্য গণবাহিনী দিয়ে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করেন। ৫. শেখ মুজিব হত্যাকান্ডের পর আরো কমপক্ষে দশ দিন, অর্থাৎ ২৪ শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ ছিলেন সেনা প্রধান। জানা প্রয়োজন :: হত্যা কান্ডের পর সেনাপ্রধান শফিউল্লাহ ছিলেন কার্যত ফারুক রশিদদের হাতে জিম্মি। ১৫ আগস্টের পর সেনাবাহিনীর কমান্ড চলে যায় ফারুক রশিদদের হাতে যার নেপথ্যের নায়ক ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান, যা ফারুক রশিদ বিবিসির সাক্ষাতকারে বলেছেন । এ ক্ষেত্রে সেনাপ্রধান হিসেবে শফিউল্লাহ ছিলেন ব্যর্থ । ৬. রাষ্ট্রদূত হিসাবে সরকারি চাকুরী কনফার্ম করার পর সেনা প্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ। এরপর যথা নিয়মে ডেপুটি চীফ অব স্টাফ থেকে প্রমোশন পেয়ে ২৫শে আগস্ট সেনাপ্রধান হন জিয়াউর রহমান। জানা প্রয়োজন :: রাষ্ট্রদূত হিসাবে সরকারি চাকুরী কনফার্ম করার বিষয় নয় । সেনাপ্রধান শফিউল্লাহ যদি খুনি মোস্তাক গংদের পছন্দের হতেন বা তাদের দলের সংশ্লিষ্ট হতেন তাহলে সেনাপ্রধানের পদ ছাড়তে হত না। উনাকে বাধ্য করা হয়েছে। আর যথা নিয়মে যদি ডেপুটি চীফ অব স্টাফ থেকে প্রমোশন পেয়ে ২৫শে আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধান হতেন তাহলে যথা নিয়মে উপ রাষ্টপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্টপতি হতেন, মোশতাক নয় । কোন অভ্যুত্থানের পর অভ্যুত্থান কারীরা তাদের গ্রুপের ছাড়া কাউকে কোন দায়িত্ব দেবেনা, বিশেষ করে সেনা প্রধানের দায়িত্ব । ৭ . সেনাপ্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত একটি শক্তিশালী পেশাদার ও সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন শহীদ জিয়া। জানা প্রয়োজন :: রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত সেনাবাহিনী গড়ে তুলতে নিজের জীবন রক্ষাকারী পঙ্গু কর্নেল তাহের সহ ১১৪৩ জন মুক্তিযু��্ধা অফিসারকে ২/৩ মাসের মধ্যে সামরিক ট্রাইবুনালে ফাসি দেন । ৮. জিয়াকে মেনে নিতে পারেননি ব্রিগেডিয়ার খালেদ মোশারফ। তিনি ভেতরে ভেতরে জিয়াউর রহমানকে সরানোর চক্রান্ত শুরু করেন। জানা প্রয়োজন :: জিয়াকে নয়, ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেনে নিতে পারেননি বঙ্গবন্ধুর ঘাতক চক্রকে, যারা মোস্তাকের মাধ্যমে পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা শুরু করে। ৯. চক্রান্তের অংশ হিসেবে খালেদ মোশারফ ১৯৭৫ সালের ২রা নভেম্বর সেনা প্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। জানা প্রয়োজন :: ব্রিগেডিয়ার খালেদ মোশারফ বুঝতে পারেন যে মোসতাক নয়, জিয়াই খুনি চক্রের নেতা। তাই জিয়াকে বন্দী করে বঙ্গভবনকে খুনি চক্রের হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন। খালেদ মোশারফ যদি সেদিন ক্ষমতা চাইতেন তাহলে মোসতাক এবং জিয়াকে হত্যা করে নিজে রাষ্ট্রপতি হতেন, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করতেন না । ১০. ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মোশতাকের অনুমোদন নিয়ে মেজর জেনারেল হিসেবে নিজেই নিজের প্রমোশন নেন এবং এরপর প্রশাসন চলে খালেদ মোশারফের ইশারায়। জানা প্রয়োজন :: উপরের জানা প্রয়োজন জবাব দেয়া আছে ১১. ১৯৭৫ সালের ৫ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোশতাক। তার আগে মোশতাক এবং খালেদ মোশারফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেন ৬ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারী। এর দুই দিন পর ১২ই জানুয়ারী সায়েমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগদেয়া হয়। জানা প্রয়োজন :: বঙ্গবন্ধুর ঘাতক চক্রকে মেনে নিতে পারেন নি বলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ১৯৭৫ সালের ২রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে সেনা প্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। যারা মোস্তাকের মাধ্যমে পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা শুরু করেছিলেন তাদের হাত থেকে আবার নিয়ে আসা হয় মুক্তিযুদ্ধের ধারায়। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে নয়, মুক্তিলাভের পর বঙ্গবন্ধুকে লন্ডন নেয়া হয় পিআইএর বিশেষ বিমানে। লন্ডন থেকে দেশে ফিরতে বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ডও বিশেষ বিমানের ব্যবস্থা করে। ৮ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত এ সফরে পাসপোর্ট প্রসঙ্গই অবান্তর। পাকিস্তানের করাচিতে জন্ম নিয়ে এদেশে রাজনীতি করলে, নিজের দাদা দাদির কবরের কথা, জন্মস্তানের কথা যে মনে পড়বেই । এটা যে নাড়ির টান । ১২ . ১৫ই আগস্ট থেকে মোশতাক-শফিউল্লাহর জারী করা সামরিক আইন বহাল থাকায় রাষ্ট্রপতি সায়েম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকের ও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ৭ই নভেম্বর সংঘটিত হয় সিপাহী- জনতার ঐতিহাসিক বিপ্লব। শহীদ জিয়াকে বের করে আনা হয় বন্দীদশা থেকে। জানা প্রয়োজন :: মোশতাক - শফিউল্লাহর জারী করা সামরিক আইন [[২৪শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ ছিলেন সেনা প্রধান। ]] শফিউল্লাহ পদত্যাগ করার পর মোশতাক - জিয়া, সায়েম - জিয়া, এবং একক ভাবে জিয়া সেটাকে ১৯৭৮ সাল পর্যন্ত বলবৎ রাখেন । আকাশ থেকে বিপ্লব হয়না। ৭ ই নভেম্বর সংঘটিত বিপ্লব এর নায়ক কর্নেল তাহেরকে ফাসি দিয়েছিলেন জিয়া। অপরাধ ছিল এক��ি বৈধ সরকারকে উত্খাত। অর্থাৎ ২রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী খালেদ মোশারফ-সায়েম সরকার। যে সরকার জিয়াকে বন্দী করেছিল সেই সরকার উত্খাতের জন্য জিয়া তাহেরকে ফাসি দেন । ১৩ . ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলের মধ্যে সংঘটিত হয় ৪ নেতা হত্যাকান্ড। আবার ৬ই নভেম্বর পাল্টা ক্যু’তে নিহত হন খালেদ মোশারফ। ১৯৭৭ সালের ২০শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপ্রতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সায়েম। জানা প্রয়োজন :: ব্রিগেডিয়ার খালেদ মোশারফ অভ্যুত্থান করার সাথে সাথে বঙ্গবন্ধুর ঘাতক চক্র পূর্বে নেয়া সিদ্ধান্ত মোতাবেক জেল হত্যা কান্ড ঘটায় । ১৪. এ সময়কালে জিয়া ছিলেন সেনা প্রধান এবং উপ- প্রধান সামরিক আইন প্রশাসক। জানা প্রয়োজন :: ৬ই নভেম্বর পাল্টা ক্যু’তে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ, মেজর হায়দারদের হত্যার মাধ্যমে জিয়াকে আবার সেনা প্রধান এবং উপ-প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় । ১৫. ১৯৭৭ সালের ২০শে এপ্রিল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন বিচারপ্রতি সায়েম। এরপর প্রেসিডেন্ট এবং উত্তরাধিকারী হিসেবে প্রধান সামরিক আইন প্রশাসকের দাযিত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জানা প্রয়োজন :: প্রেসিডেন্ট পদ থেকে বিচারপতি সায়েম পদত্যাগ করেন নাই। তাকে বন্ধুকের নল দ্বারা পদত্যাগ এ বাধ্য করা হয়েছিল । প্রেসিডেন্ট এর উত্তরাধিকারী কিন্তু সেনা প্রধান নয় । ১৬. ১৯৭৮ সালের ৩রা জুন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হবার গৌরব অর্জন করেন প্রেসিডেন্ট শহীদ জিয়া। ঐ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১০ জন। জানা প্রয়োজন :: জিয়ার প্রেসিডেন্ট নির্বাচন করার যোগ্যতা ছিল নাঃ ৯ই এপ্রিল ১৯৭৯ সালে গেজেট নোটিফিকেশন নং ৭/৮ডি-১/১৭৫-২৭০ অনুযায়ী আগের নোটিফিকেশন বাতিল করে আবার নতুন ভাবে নিজেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন যা ২৮ শে এপ্রিল ১৯৭৯ সালে কার্যকর হবে। আবার ৯ই এপ্রিল ১৯৭৯ সালে অন্য একটি নোটিফিকেশন নং ৭/৮/ডি-১/১৭৫-২৭১; অনুযায়ী তিনি নিজেকে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর গ্রহন করান, যা কার্যকর হবে ২৯-৪-১৯৭৮ সালে। অর্থাৎ এই অবৈধ কর্মকে বৈধ করার জন্য তিনি আর একটি অবৈধ কাজ করেন। তা হলো পরের বছর অর্থাৎ ৭৯ সালে ২৮ এপ্রিল মাসে back date দিয়ে ৭৮ সালে ২৯ এপ্রিল থেকে নিজেকে অবসরপ্রাপ্ত দেখিয়ে একটি অধ্যাদেশ জারি করেন ১৭. ১৯৭৯ সালের ১৮ই ফেব্রুয়ারী জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ২৬০টি এবং আওয়ামীলীগ ৩৯টি আসন লাভ করে। নির্বাচনে মোট ২৯টি দল অংশ নেয়। জানা প্রয়োজন : জিয়া রাষ্টপতি, প্রধান সামরিক আইন প্রশাসক, লেফটেন্যান্ট জেনারেল পদে থেকে নির্বাচন দিয়ে ছিলেন । অতএব যা হবার তাই হয়ছে । ১৮. ১৯৭৮ সালের মে মাসে শহীদ জিয়া ১৯ দফা কর্মসূচী ঘোষনা করেন। জানা প্রয়োজন :: জিয়া ১৯ দফা কর্মসূচীর প্রধান দফা ছিল খাল কাটা কর্মসূচী ছিনতাই করে নিজের বলে চালিয়ে দেন। যে খাল কাটা কর্মসূচী শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে খুলনার পাইক পাড়ায়। ১৯. এই কর্মসূচীর উপর জনগনের আস্থা আছে কিনা সেটি যাচাইয়ের জন্য ১৯৭৮ সালের ৩০শে মে গণভোট অনুষ্ঠিত হয়। জানা প্রয়োজন :: গণভোট অনুষ্ঠিত হওয়ার সময় জিয়াউর রহমান ছিলেন একাধারে রাষ্টপতি, প্রধান সামরিক আইন প্রশাসক, আবার নিজেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করে সেনা প্রধান । প্রজাতন্ত্রের কর্মচারী থেকে নির্বাচন করা যায় না । ২০. জিয়াউর রহমান সামরিক আইন জারি করেননি। ১৫ই আগস্ট সামরিক আইন জারী করেন মোশতাক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইনপ্রত্যাহার করেন। জানা প্রয়োজন :: উপরের জানা প্রয়োজন জবাব দেয়া আছে ২১. জিয়াউর রহমান ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেননি। ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার ১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর। জানা প্রয়োজন :: জিয়াউর রহমান ইনডিমনিটি অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে পবিত্র সংবিধানে অন্তর্ভুক্ত করেন । সকল খুনিদের বিভিন্ন দুতাবাসে চাকরি দেন আর সেই চাকরির এপয়েন্টমেন্ট লেটার তৈরী করে নিয়ে যান আজকের বিএনপির নেতা শমশের মবিন চৌধরী । ২২. জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেন নি। ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর দালাল আইন বাতিল করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম,যে কিনা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলো শেখ মুজিব কর্তৃক। জানা প্রয়োজন :: উপরে আমার লেখা " জানা প্রয়োজন " স্পষ্টত যে বঙ্গবন্ধুর ঘাতক চক্রের প্রধান নেতা ছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৮১ সালের ৩০ মে পর্যন্ত [[ ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর থেকে ৬ ই নভেম্বর বাদে ]] রহস্যময় জিয়া ছিলেন সকল অপকর্মের হোতা। ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর “দালাল আইন” বাতিলের মাধ্যমে মৃত্যুদণ্ডসহ সাজা প্রাপ্ত ৭৫২ জন এবং বিচারের জন্য অপেক্ষমাণসহ মোট ১১ হাজার পাকিস্তানি দালাল আর মানবতা বিরোধী অপরাধীকে জিয়া মুক্ত করে দিয়ে তাদের অনেককে নিয়ে তিনি পরবর্তী কালে বিএনপি গঠন করেন। তাঁদের একজন শাহ আজিজ, যাঁকে জিয়া পরবর্তীকালে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আর মশিউর রহমান যাদু মিয়াকে বানিয়েছিলেন সিনিয়র মন্ত্রী। বি : দ্র : সাড়ে ১৬ দলীয় জোট ভুক্ত কেউ কি আছেন আমার সাথে " জানা প্রয়োজন " লেখার সাথে দ্বিমত পোষণ করে কথা বলতে । © Miah Mohammed Helal
0 notes
paathok · 4 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/128741
বহদ্দারহাটে যুবদলের মিছিলে আ’লীগের হামলা: আহত ৮
.
চট্টগ্রাম মহানগরীর বহদ্দার হাট এলাকায় যুবদল ছাত্রদলের মিছিলে হামলা চালিয়ে ৮ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লগের বিরুদ্ধে।
আজ রবিবার (২৮ মার্চ) বিকাল ৩ টার দিকে বহদ্দারহাট মোড় থেকে মিছিল বের করে আরাকান সড়কের বালতী কোম্পানি মোড়ে গেলে আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে ৮/১০ জন নেতা কর্মীদের আহত করেছে বলে জানান নগর বিএনপি।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বা��ীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হেফাজতে ইসলামের কর্মসূচীতে ঢাকাসহ সারাদেশে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সারাদেশে থানায় থানায় কেন্দ্রঘোষিত প্রতিবাদ মিছিল কর্মসূচী পালন করছিল। এর অংশ হিসাবে চাঁন্দগাও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে মিছিল বের করে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়। এতে গুরুত্বরভাবে আহতরা হয়েছেন চাঁন্দগাও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেন, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজিদ হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. শহিদুজ্জামান, যুবদলনেতা মো. আজম, নুর মোহাম্মদ ৮/১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে শান্তিপূর্ণ মিছিলে হামলা করে নেতাকর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বেগম রোজী কবির, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে দেশবাসী যখন স্বাধীনতা দিবস পালন করছে তখন অন্য দিকে এই অবৈধ সরকার তার পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা রাজপথ রক্তাক্ত করেছে। ঐদিনে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পরে একটি সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়ে এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শত শত সাধারণ মুসল্লিদের মারাত্মকভাবে গুলিবিদ্ধ ও আহত করেছে। এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ মিছিলের ওপরে পুলিশের নৃশংশ হামলা ও নির্বিচারে গুলি চালানোয় কমপক্ষে ৭ জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। এই হতাহতের ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদে বহদ্দারহাটে আওয়ামী সন্ত্রাসীদের হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।  আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নেতৃবৃন্দ বলেন, মিছিল সমাবেশ  ও সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই জঘণ্য হামলার মধ্য দিয়ে সরকার তাদের ফ্যাসীবাদী খুন, গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী দল এবং ভিন্নমতকে দমন করে চলেছে। সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে কর্তৃতৃবাদী শাসন চিরস্থায়ী করতে অপচেষ্টা চালাচ্ছে।  প্রকান্তরে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।  মহান স্বাধীনতা দিবসে ৫০ বৎসর পূরনের এই সময়ে এই হামলার ঘটনা জাতির জ���বনে এক কলংকজনক অধ্যায়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ মিছিলের ওপরে হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/99488
ভাঙ্গা হাত নিয়েই আন্দোলনে ভিপি নূর
.
ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদ জানাতে ভাঙা হাতেই শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সোমবার (৬ জানুয়ারি) ধর্ষণের প্রতিবাদে শাহবাগ অবরোধ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। এতে যোগ দেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরাও।
শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচী শুরু হয় বেলা ১২টায়। এর কিছুক্ষণ পর হাতে ব্যান্ডেজ করা অবস্থাতেই সমাবেশস্থলে আসেন ভিপি নুর। এসময় ভিপি নুরকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে দেখা গেছে। এসময় নুরুল হক নুর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খানের ঘারে ভর দিয়ে হাটছিলেন। একটু পর পর নুরকে ব্যথায় কাতরাতে দেখা গেছে নুরকে।
বিক্ষোভ কর্মসূচীতে সংক্ষিপ্ত সমাবেশে নুর বলেন, ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। একটা কথা বলা হয় যে, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা নারী। এটাকে বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন। কিন্তু বাস্তবিক অর্থে এখনও নারীরা, আমার বোনরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘর থেকে বের হলেই তাদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে।
তিনি বলেন, আমরা দেখেছি বিরোধী দলের প্রার্থীকে ভোট দেয়ার কারণে চার সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন। সেই ঘটনায় সারাদেশ উত্তাল হলেও মিথ্যা আশ্বাস দিয়েছিল সরকার। পরে ওই ঘটনার বিচার করেনি। ডাকসুতে যখন হামলা হল সরকার বলল- তারা হার্ডলাইনে কিন্তু যারা ওই হামলার মূল কারিগর তারা কিন্তু মামলার আসামিও হয়নি। আমাদের দাবি থাকবে যেকোনো ঘটনায় যারাই প্রকৃত অপরাধী তাদের গ্রেফতার করুন। মনে রাখবেন আজ ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় কিন্তু ঢাবি শিক্ষার্থীরা জেগে উঠেছে।
ডাকসু ভিপি বলেন, ঢাবির ছাত্রী ধর্ষণের ওই এলাকায় নিশ্চয় পুলিশের বক্স থাকার কথা। ওই এলাকায় যতদূর জানি অহরহ ছিনতাই, ধর্ষণের ঘটনা ঘটে। তার মধ্যে এমন ঘটনা ঘটল। এতে বোঝা যাচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার রয়েছে। মানুষ রাস্তায় নামলে উত্তপ্ত হয় রাজপথ, তখন সবার মধ্যে একটা তৎপরতা লক্ষ্য করা যায়। পরে যা-তাই। আমরা আর বিচারহীনতা চাই না। এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ যেন আন্দোলন থেকে সরে না যায়।
শুধু ভিপি নুরই নয় বিক্ষোভ সমাবেশে ভাঙা হাত নিয়ে উপস্থিত হয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ��ারুক হাসানও। ভাঙা হাত নিয়ে প্রতিবাদে আসার কারণ জানতে চাইলে ফারুক হাসান বলেন, আমি যখন থেকে ধর্ষণের খবর পেয়েছি তখন থেকেই আমার মধ্যে এক ধরণের ক্ষোভ কাজ করেছে। আমি ঘরে বসে থাকতে পারিনি। নৈতিক দায়িত্ববোধের কারণেই ভাঙা হাত নিয়ে প্রতিবাদ করতে এসেছি।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। রাজধানীর মত জায়গায় যদি একজনকে ধরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটানো হয় তাহলে পুরো দেশের চিত্র কতটা ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিৎ বলেও জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি. সাধারণ ছাত্র পরিষদের আহবায়ক হাসান আল মামুন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন।
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/91634
প্রতিবেশী রাষ্ট্রের সাথে করা অসম চুক্তি দেশের মানুষ মেনে নেয়নি
.
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মধ্যরাতের ভোট চোর সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশি রাষ্ট্রের সাথে যে অসম চুক্তি করেছে তা দেশের মানুষ মেনে নেয়নি। দেশের ছাত্রসমাজ সরকারের দেশের স্বার্থ রিবোধী চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবরারকে হত্যার মাধ্যমে সরকার জাতিকে মেসেজ দিয়েছে বিরোধিতা করলে জীবন দিতে হবে। কিন্তু দেশের জনগণ ও ছাত্র সমাজ সরকারের চোখরাঙ্গানীকে ভয় পায় না।
তিনি আজ ১৩ অক্টোবর দুপুরে নগরীর কদম মোবারক মসজিদে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
এতে তিনি আরো বলেন, এই সরকারই দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির আশ্রয় প্রশ্রয়দাতা। এদের দিয়ে দেশের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। দেশ ও জনগণের স্বার্থে কালবিলম্ব না করে দুর্নীতিবাজ লুটেরা সরকারের পদত্যাগ করা উচিত। বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকার অমানবিক এবং বেআইনি কাজে এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছে যে, তারা বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতাও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও অসুস্থ আচরণ প্রমাণ করে দেশনেত্রীর প্রাণনাশের ষড়যন্ত্র করছেন।
প্রধান বক্তার বক্তব্যে মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মরহুম হেদায়েতুল ইসলাম একজন কর্মীবান্ধব দক্ষ সংগঠক ছিলেন। দলের দু:সময়ে তিনি শুধু যুবদলই নয় বরং বিএনপি, ছাত্রদল, শ্রমিক দলকে সুসংগঠিক করতে আগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে ভূমিকা রেখেছেন তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আজ ২৭বছরেও পূরণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আজ দেশে স্বৈরাচারের থেকে বড় অপশক্তি ক্ষমতার মসনদে বসে আছে। দেশে চলছে ��ুর্নীতি আর দুঃশাসন। গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র। হেদায়েত ইসলাম বেঁচে থাকলে দুর্নীতি আর দু:শাসনের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান হতো।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদ যেভাবে তার জীবন দিয়ে স্বৈরাচার পতন তরাণ্বিত করেছিল, ঠিক সেইভাবে বুয়েট শিক���ষার্থী আবরার ফাহাদ তার জীবন দিয়ে এই স্বৈরাচার সরকারের পতনের বীজ পূঁতে গেছেন। এখন সেটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। তিনি হেদায়েতুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন।
মরহুম হেদাযেতুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। আজ বাদ যোহর নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর কদম মোবারক শাহী জামে মসজিদের পাশে কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী মসজিদের খতিব মাওলানা ইকরাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইয়সিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, শাহেদ বক্স, সহসাধারণ সম্পাদক ইব্রাহিম চৌধুরী, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সহগ্রাম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন লাতু, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, এনায়েত বাজার সাধারণ সম্পাদক জাহেদ উল্লা রাশেদ, বিএনপি নেতা আবু আহমদ মহসিন, মো. ফিরোজ প্রমুখ।
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/90283
চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী ৭৩ তম জন্মদিন পালিত
.
আজ শনিবার সারাদেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন। চট্টগ্রামে এ উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনভর বিভিন্ন থানা ও ওয়ার্ডে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মিলাদ মাহফিল আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। সংবাদপত্রে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি থেকে নিন্মে কিছু সংগঠনের পালিত কর্মসূচি তুলে ধরা হয়েছে।
.
মহানগর আওয়ামী লীগঃ
বিশ্বমানবতার জননী, গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধুর তনয়া আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার বাতিঘর। তিনি উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে আলোকিত করেছেন। আমাদেরকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি দিতে তিনি সবাইকে আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে শিখা প্রজ্জলিত করেছেন তার ফলে জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে সকাল ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সিটি মেয়র উপরোক্ত এ কথাগুলো বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, যারা রাজনীতিকে ব্যবহার করে ফায়দা লুটতে চায় তারা কখনো দলের আদর্শিক কর্মী হতে পারে না। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ কর্মীনির্ভর দল। এই দলের পরীক্ষিত নেতা��র্মীরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। দলের কিছু অনুপ্রবেশকারী বিষয়ে পরীক্ষিত নেতাকর্মীদের সজাগ থাকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য এই চট্টগ্রাম আবার অতীতের মতই মাতৃমুক্তি পণে ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দুর্জয় ঘাটিতে পরিণত হবে। প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহুরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, এম.এ. রশিদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সম্পাদকমন্ডলীর সদস্য জালাল উদ্দিন ইকবাল, থানা আওয়ামী লীগের হাজী মো: ইয়াকুব, আলহাজ্ব ফিরোজ আহমদ, মো: আবু তাহের, মো: ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী মো: আলী বক্স, হাজী শফিউল আলম, শেখ সরওয়ারর্দী, এড. আইয়ুব খান, গিয়াস উদ্দিন জুয়েল, আকবর আলী আকাশ, সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমশের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য এম.এ. জাফর, আবুল মনসুর, নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, নুরুল আলম, গাজী শফিউল আজিম, এড. কামাল উদ্দিন আহমেদ, কামরুল হাসান বুলু, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মোহব্বত আলী খান, ড. নিছার উদ্দিন আহমদ মনজু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ফয়েজ আহমদ, হাজী শফিকুল ইসলাম, হাজী মো: ইসহাক, হারুনুর রশিদ, কাজী আলতাফ হোসেন, আবদুল হ��লিম, এ.এস.এম ইসলাম প্রমুখ। ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেটস্থ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব ফজল কবির।
মহানগর মহিলা আওয়ামী লীগঃ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। তাঁর জন্ম মানেই বাঙালির নারী শক্তি। অন্ধকার ঘুৃচিয়ে শেখ হাসিনা এখন আলোক পথের যাত্রী। তিনি সকল দেশীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্র মোকাবেলা করে ব��্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। এতে কষ্ট পাচ্ছেন স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের আগ্রাবহ দোসররা তথাকথিত দেশনেত্রী। আমরা নারী হিসেবে আমাদের সন্তানদের মানুষের মত মানুষ করে এই বাংলাদেশকে ভবিষ্যতের একটি সমৃদ্ধশালী স্বপ্ন স্বদেশ পরিণত করব। তিনি শনিবার দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মমতাজ খান যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগ সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা বেগম, খুরশিদা বেগম, সম্পাদকমন্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, রোকসানা আক্তার, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, আয়শা আলম, লায়লা আক্তার এটলী, নারীনেত্রী ফাতেমা আক্তার, আয়শা সিদ্দিকা রুবি, পারভীন সুলতানা, জিন্নাত বেগম, জেনিফার, হোসনে আরা পারু, সানিয়া কবির সানি, জিন্নাত সেলিম, মিনু, জিন্নাত বেগম, ময়না আক্তার, শিল্পী আক্তার, জোহরা বেগম, ইসরাত, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, কাজী জাহেদা বেগম, শেলী বড়ুয়া, শিল্পী বড়ুয়া প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান।
.
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগঃ
জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর উদ্যোগে মামুনুর রশিদ মামুনের বাসভবনে কেক কেটে পালন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেবাশিষ নাথ দেবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের নেতা ও এক্স কাউন্সিলর ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ মামুন। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, আশরাফ উদ্দিন শাহীন, মো: আলী চৌধুরী, মো: খুরশিদ হাসান, মোর্শেদ আলম, আবদুর নুর, এস এম মনসুর টিটু, যীশু নাথ, আবদুল করিম, আবদুর রাজ্জাক বাবু, এম কে আলম বাসেদ, মো: রাজু, আশরাফুল আলম শিবলু, দোলন বৈষ্ণব, এস এম আব্বাস উদ্দিন, মো: রফিক, মো: জহিরুল ইসলাম সাজু, মাঈন উদ্দীন চৌধুরী ইমন, নাজিম উদ্দিন রাসেল, জয়নাল আবেদীন প্রমুখ।
.
মঈন উদ্দীন খান বাদলঃ
শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে নগর যুবলীগ নেতা মোঃ এসরারুল হকের উদ্যোগে আয়োজিত চান্দগাঁও ওয়ার্ডের সকল জনসাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ ও কোরান শরিফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল এমপি, বিশেষ অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন আহমেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সফল সাবেক সভাপতি ��ম.আর.আজিম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মো: ঈছা, কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস ওহিল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপ-পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শরফ উদ্দীন চৌধুরী রাজু, মহানগর যুবলীগনেতা মঈন উদ্দীন ফরহাদ, রাঙ্গুনীয় উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিসলু আহমেদ, যুবনেতা মাহফুজ রহমান মানিক, মন্টু, আশা, চান্দগাঁও থানা যুবলীগ নেতা সুমন, মনি, বিদ্যুৎ, মনিক, ইমরান, শুভ, পারভেজ, উজ্জ্বল, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা জাহেদ, সৌরভ, মুন্না, আজাদ, তানভীর, রাফি, শান্ত, অমিত, বিজয় প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বের মধ্যে একজন রোল মডেল। বর্তমান যুবলীগে অনুপ্রবেশকারীরাই বিভিন্ন সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির সাথে যুক্ত। যুবলীগের পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট হওয়ার পিছনে তাঁরাই জড়িত। এদের চিহ্নিতপূর্বক দ্রুত দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হোক। শেখ হাসিনার মিশনকে বাস্তবায়িত করতে যুবলীগ নেতা এসরারুল হকের এধরণের মানবসেবা মূলক কর্মকান্ড যুবলীগকে সমৃদ্ধ ও গৌরবান্নতি করবে।
.
সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রামঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়া মীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বাদে আছর নাসিরাবাদ মিজবাউল মাদ্রাসার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার জামে মসজিদের খতিব মাওলানা আতিক উল্লাহ। উপস্থিত ছিলেন নাসিরাবাদ মিজবাউল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরি সদস্য মোহাম্মদ বোখারী আজম, সুচিন্তার সুহ্নদ ইসমাইল বিন আজিজ, মোঃ জাবেদুল ইসলাম, তালহা বিন উমর প্রমুখ।
.
পাথরঘাটা আওয়ামী পরিবারঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে পাথরঘাটা আওয়ামী পরিবারের উদ্যোগে মরহুম আবু তালেব চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ আব্দুস সালাম’র সভাপতিত্বে এক কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীপক ভট্টাচার্য, মাস্টার জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, এড. তপন কুমার দাশ, মোঃ ওমর ফারুক, মোঃ আবু বক্কর, উত্তম কুমার দাশ, স্বপন কুমার সিংহ, এড. উজ্জ্বল দাশ, প্রকাশ কুয়ার জৈন, এনামুল হক এনাম, প্রদীপ সর্দার, যুবলীগ নেতা সুফি মুহাম্মদ দিদারুল আলম দিদার, আফজাল হোসেন আজু, মাঈনুল ইসলাম মাঈনু, শুভ দাশ, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির, শুভ দাশ, রুবেল, মুহাম্মদ রাকি��, ভূবন কান্তি দে, মোঃ বেলাল, মুন্না, দেব জয়, রাজু দাশ, পুজন দে প্রমুখ।
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/35613
গুম খুন নির্যাতন নিপীড়নে দেশের মানুষের আজ দিশাহারাঃ জাফরুল ইসলাম
Tumblr media
.
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
১০ ডিসেম্বর রবিবার বিকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বলেছেন নব্য স্বৈরাচারে কবলে পড়ে আজ বাংলাদেশে মানবাধিকার বিপন্ন। প্রতিনিয়ত গুম, খুন, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের মানুষের আজ দিশাহারা। বাংলাদেশে ভোটাধিকার নাই, গণতন্ত্র অনুপস্থিত, মিথ্যা মামলায় জর্জরিত, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা। এসব বন্ধ করে বাংলাদেশে মানবাধিকার ফিরিয়ে আনার জোড় দাবি জানাচ্ছি। মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, মু্ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী, এড. এম নাছির উদ্দিন, শওকত ওসমান, আবুল হোসেন, সাবেক ছাত্রদলের মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মহিলা দলের জান্নাতুল নাঈম রিকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস ছবুর, যুবদল নেতা আমির হোসেন, এড. মো: দিদারুল আলম, হাফেজ আবদুল করিম প্রমুখ।
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/32051
হেদায়েতুল ইসলামের ২৫ তম মৃত্যুবার্ষিকীত পালিত
Tumblr media Tumblr media
.
৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক চট্টগ্রামের এরশাদ বিরোধী যুব-আন্দোলনের রূপকার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরী’র আজ ১৩ অক্টোবর (শুক্রবার) ২৫ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মহানগর বিএনপি যুবদলের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হচ্ছে দিনব্যাপী।
মরহুম হেদাযেতুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র পক্ষ থেকে সকালে  নগরীর আন্দরকিল্লা কদম মোবারক কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে কদম মোবারক শাহী জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Tumblr media
.
উক্ত আলোচনা সভায় মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মরহুম হেদায়েতুল ইসলাম একজন কর্মীবান্ধব দক্ষ সংগঠক ছিলেন। দলের দুঃসময়ে তিনি শুধু যুবদলই নয় বরং বিএনপি, ছাত্রদল, শ্রমিক দলকে সুসংগঠিক করতে আগ্রণী ভুমিকা পালন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে ভুমিকা রেখেছেন তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আজ ২৫ বছরেও পুরণ করা সম্ভব হয়নি।
মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী মসজিদের খতিব মাওলানা ইকরাম হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি হারুনজ্জামন, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, যুগ্ম সম্পাদক, কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, নির্বাহী সদস্য বেলায়েত হোসেন বুলু, ইউছুফ সিকদার, ফিরিঙ্গিব বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খাঁন, বক্সির হাট ওয়ার্ড বিএনপি’র সভাপতি এম এম মফিজউল্লাহ, সাধারণ সম্পাদক নুরু, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, নগর যুবদল নেতা সাইফুর রহমান শপথ, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খাঁন , যুবদল নেতা ইদ্রিস, সালাউদ্দিন প্রমুখ।
0 notes