#বিমানবন্দরের প্রস্তুতি
Explore tagged Tumblr posts
Text
সি সি ক্যামেরা ও ভিডিও চিত্রের মাধ্যমে যিনা প্রমাণের বিধান
☞ প্রশ্নঃ মুহতারাম মুফতী শামী হাফিযাহুল্লাহ ! আমার এক প্রতিবেশী যিনা করে এবং জনৈক ব্যক্তি গোপনে মোবাইলের মাধ্যমে তা ভিডিও ধরন করে এবং পাশের সি সি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি আরও নিশ্চিত হই৷ জানার বিষয় হলো বর্তমান ডিজিটাল যোগে সি সি ক্যামেরার ফুটেজ বা ভিডিও চিত্রের মাধ্যমে যিনা প্রমানিত হবে কিনা? শরয়ী সমাধান জানালে কৃতজ্ঞ হবো! ☞ উত্তরঃ بسم الله الرحمن الرحيم শরীয়তে যিনা প্রমানিত হওয়ার জন্য শর্ত…
View On WordPress
#অপরাধ প্রমাণ হলে#অপরাধীরা যেখানে অপরাধ করে সেখানেই প্রমাণ রেখে যায়!#অসামাজিক কাজ#আল্লাহ যেভাবে বান্দার অপরাধ প্রমাণ#এয়ারপোর্টে যাত্রী হয়রানি#কি করলে মোবাইলের ব্যাটারি বেশিদিন চলবে#ক্যামেরায় ধরা না পড়লে বিশ্বাস করতেন না আপনিও#ক্যামেরায় রেকর্ড অসামাজিক ঘটনা#গোপন ভিডিও পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ রমমমা দেহ ব্যবসা#পার্কে অসামাজিক কাজ#পার্কে অসামাজিক কার্যকলাপে#পার্কের মধ্যে অসামাজিক কাজ হচ্ছে#প্রেমের কষ্ট#ফেসবুকে পোস্ট দিয়ে রাবি ছাত্রের আত্মহত্যা#ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য কি কি করা উচিত#ফ্লাট বাসায় চলছে অসামাজিক কার্যকলাপ#বাস থেকে নামার পর ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী#বিমানবন্দরের প্রস্তুতি#ব্যাটারি খারাপ কেন হয়#ভারতের বাধায় পালিয়ে যায় বিমান#ভিডিও#যাত্রী হয়রানী#রেস্টুরেন্টে অসামাজিক কাজ#লিফটের ভিতরে অসামাজিক কর্মকান্ড#সামাজিক পার্কে অসামাজিক কাজ দেখুন#সিনহা হ ত্যা মামলার সব আসামির অপরাধ প্রমাণ হয়েছে#সিসি ক্যামেরায় ধরা পড়া আজব ঘটনা#স্মার্ট ফোন হ্যাক#হোটেলে অসামাজিক কাজ
0 notes
Text
টাইগারদের ওমান যাত্রা: ঘূর্ণিঝড়ের পর স্বাভাবিক হচ্ছে মাসকাট বিমানবন্দরের কার্যক্রম
টাইগারদের ওমান যাত্রা: ঘূর্ণিঝড়ের পর স্বাভাবিক হচ্ছে মাসকাট বিমানবন্দরের কার্যক্রম
ঘূর্ণিঝড় ‘শাহীন’ এখনো ওমানে তাণ্ডব চালাচ্ছে। সে কারণেই বাংলাদেশ টি -টোয়েন্টি বিশ্বকাপ দল ওমানের রাজধানী মাস্কাটে যাওয়ার পথে ছিল; ওমানে যাওয়া ও আসা সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য ‘বাতিল’ ঘোষণা করা হয়েছে। এর মানে হল যে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হতে পারত। তবে আশার কথা, সহিংসতার প্রাথমিক ধাক্কা খাওয়ার পর মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ধীরে…
View On WordPress
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/95571
মিসর থেকে আসা ফ্লাইটে পেঁয়াজ নেই!
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট (এসভি ৩৮০২) মিসরের কায়রো থেকে জেদ্দা হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছছে ২০ নভেম্বর রাতে (মঙ্গলবার দিবাগত রাত)। যাত্রীবাহী এ ফ্লাইটে পেঁয়াজ আসার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে ফ্লাইটটি ঢাকায় পৌঁছলেও সেই ফ্লাইটে কোনও পেঁয়াজ আসেনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স অফিস জানিয়েছে, এসভি ৩৮০২ ফ্লাইটটি রাত ১২টার দিকে ঢাকায় অবতরণ করেছে। তবে সেই ফ্লাইটে কোনও পেঁয়াজ আসেনি। বৃহস্পতিবার ঢাকায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট আসবে। সেই ফ্লাইটে হয়তো পেঁয়াজ আসতে পারে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, ‘আমাদের একটি টিম ২৪ ঘণ্টা প্রস্তুত আছে। আমদানিকারকরা যেকোনো সময় ছাড়পত্রের আবেদন করলে আমরা তাদের সহায়তা করবো।’
এদিকে বিমানবন্দরের হ্যান্ডলিং এজেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাতে পেঁয়াজ আসার খবরে জনবল প্রস্তুত রেখেছে। পেঁয়াজ দ্রুত খালাস করতে ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও কেউ পেঁয়াজের চালান খালাস করার আবেদন জানায়নি। তবে ২৪ ঘণ্টা আমাদের প্রস্তুতি রয়েছে। পেঁয়াজ বিমানবন্দরে পৌঁছলে দ্রুত শুল্ক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করা হবে।’
এদিকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে। আকাশপথে আমদানি করা হচ্ছে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ। মিসর থেকে আমদানি করা পেঁয়াজ সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার পথে রয়েছে। পেঁয়াজবাহী সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০২ ফ্লাইটে মিসরের কায়রো থেকে জেদ্দা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে ২০ নভেম্বর গভীর রাতে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন প্যাসেঞ্জার ও কার্গো ফ্লাইটে পেঁয়াজ অব্যাহতভাবে ঢাকায় আসবে। এসব পেঁয়াজ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। টিসিবির ট্রাক সেল ও নিয়োজিত ডিলারের মাধ্যমে সারাদেশে এ পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়া সমুদ্রপথে ১২ হাজার মেট্রিকটন পেঁয়াজ দেশে পৌঁছাতে শুরু করেছে। দেশি পেঁয়াজ বাজারে উঠেছে। পেঁয়াজের মূল্যও দ্রুতগতিতে কমছে।’
0 notes
Photo
somoy logo লাইভ টিভি ভিডিও অনুষ্ঠান বুলেটিন menu ksrm JoyBD মহানগর সময় যানজটে মহাসড়কেই সন্তান প্রসব সময় সংবাদ fb tw gp ln তীব্র যানজটে আটকা পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় কন্যা সন্তানের জন্ম দিলেন আফরোজা নামে এক মা। মঙ্গলবার (০৪ জুন) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় সন্তান প্রসব করেন তিনি। আফরোজার স্বামীর নাম হাবিব হোসেন। তাদের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পোরারভিটা গ্রামে। বর্তমানে মা ও মেয়ে সুস্থ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাদের বহনকারী গাড়িটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় এসে যানজটে আটকা পড়ে। তখন প্রসববেদনা তীব্র হলে গাড়ি থেকে তাকে রাস্তার পাশে নামানো হলে সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। খোজ নিয়ে জানা গেছে, হাবিব হোসেন গাজীপুরে বসবাস করেন। তিনি শ্রমিকের কাজ করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে বাড়িতে রওনা দেন। গোলচত্বর এলাকায় এসে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এদিকে যানজট। অন্যত্র কোথাও যাওয়ার অবস্থা নেই। পরে তাকে গাড়ি থেকে নিচে নামানো হয়। গাড়িতে থাকা দুইজন নারী চারপাশে কাপড় দিয়ে ঢেকে দেন। পরে স্বাভাবিকভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যা শিশুর জন্ম দেন। এসময় গাড়ির কেউ ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবিকাসহ একটি অ্যাম্বুলেন্স আসে। তারা প্রসূতি মা ও শিশুকে চিকিৎসা সেবা দেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকা সাজেদা খাতুন জানান, ঘটনাস্থলে আসার আগেই সড়কের ওপরেই ওই নারীর সন্তান প্রসব করেছেন। মা-মেয়েকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সুস্থ রয়েছেন। পরে তারা ১২টার দিকে কুড়িগ্রামের উদ্দেশে রওয়ান হন। somoy যানজটে মহাসড়কেই সন্তান প্রসব somoy ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস somoy ৮ দিনের ভিসা নিয়ে দেশে এসেছিলেন টাকা চুরি করা বিদেশিরা somoy ঠাঁই নেই ট্রেনের ছাদে, অতিরিক্ত যাত্রী লঞ্চ-বাসেও somoy রুপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের somoy আঞ্চলিক মহাসড়কে প্রতি নজর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের আরও সংবাদ somoy জনগণের সন্দেহ দূর করতেই শাহরিয়ারের বদলি বাতিল, বললেন প্রতিমন্ত্রী somoy ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা somoy ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি. যানজট somoy বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু somoy আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলি স্থগিত, স্বপদে বহালের নির্দেশ somoy সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন somoy রাতে দেখা মেলেনি বিআইডাব্লিউটিএ-র কর্মকর্তাদের somoy সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা somoy ঘরে ফেরা মানুষের ভিড় স্টেশনে-টার্মিনালে somoy ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী somoy সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা somoy ‘ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুকিঁ নেই’ somoy কুমিল্লা ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ somoy আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তাকে বদলি somoy ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী somoy ডাচ বাংলা ব্যাংকের বুথে জালিয়াতি, রিমান্ডে ৬ বিদেশি somoy নারায়ণগঞ্জে চলছে বৃহৎ ঈদ জামাতের প্রস্তুতি somoy ঢামেকে ছাদের পলেস্তারা খসে পড়ে মাথা ফাটল চিকিৎসকের somoy অভিনব কায়দায় ক্রেতা ঠকাচ্ছে আড়ং, জরিমানা সাড়ে ৪ লাখ somoy পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে বিমানের জরুরি অবতরণ somoy বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৬ যাত্রীকে জরিমানা somoy নারায়ণগঞ্জে চাঁদাবাজ চক্রের ১৯ সদস্য আটক somoy ‘আত্মহত্যা’ করলেন এসআই, ওসিকে দায়ী করলেন মেয়ে somoy জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি somoy মমতাজউদ্দীন আহমেদের জানাজা বাদ এশা somoy মমতাজউদদীন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক somoy ফ্লাইট শিডিউল চেঞ্জ করায় বিমানবন্দরের টার্মিনাল ভাঙচুর somoy পারফিউমের দাম পৌনে চার লাখ টাকা! somoy চরম শিডিউল বিপর্যয়ে রেলওয়ে somoy ডাচবাংলার বুথে জালিয়াতি: ধরা পড়লো ৬ বিদেশি somoy ঈদযাত্রার ��াপ পড়েছে রেল ও নৌ-পথে, সড়কে স্বস্তি somoy বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল শুরু somoy ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই ছেলেরাও somoy ‘রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়ার অবস্থান পরিবর্তন হয়েছে’ somoy ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বিশেষ বাস somoy ঈদে ঢাকা ছাড়ছে এক কোটি ৪৭ লাখ মানুষ somoy অশুভ শক্তির ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মোহাম্মদ নাসিমের somoy বেআইনিভাবে সরকার ক্ষমতা দখল করে আছে: মির্জা ফখরুল somoy রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা somoy ঈদের দিন হতে পারে বৃষ্টি somoy মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অবরোধের ঘোষণা জেলেদের somoy ফ্লাওয়ার্স বাংলাদেশ সংগঠন থেকে ১শ’ শিশুকে ঈদ উপহার somoy সড়কপথে স্বস্তি, যথা সময়ে ছাড়ছে বাস somoy উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে অতিরিক্ত যাত্রী সকল সংবাদ বাংলার সময় বাণিজ্য সময় বিনোদনের সময় খেলার সময় আন্তর্জাতিক সময় মহানগর সময় অন্যান্য সময় তথ্য প্রযুক্তির সময় রাশিফল লাইফস্টাইল ভ্রমণ প্রবাসে সময় সাক্ষাৎকার মুক্তকথা বাণিজ্য মেলা রসুই ঘর বিশ্বকাপ গ্যালারি বইমেলা উত্তাল মার্চ সিটি নির্বাচন শেয়ার বাজার জাতীয় বাজেট বিপিএল শিক্ষা সময় ভোটের হাওয়া স্বাস্থ্য ধর্ম চাকরি পশ্চিমবঙ্গ ফুটবল বিশ্বকাপ সংবাদ প্রতিনিধি বিশ্বকাপ সংবাদ Contact Address Nasir Trade Centre, Level-9, 89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh Email: [email protected] fb tw gp yt © Somoy Media Limited http://bit.ly/2IkDdLn
0 notes
Text
দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী
New Post has been published on https://is.gd/rUsbKT
দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী
কক্সবাজারকে উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ৬ বছর ধরে উদ্বাস্তু ছিলাম বলেই তাদের কষ্ট বুঝি। দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। আজ বৃহস্পতিবার কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পে ৬০০ পরিবারকে ফ্লাট হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে ফ্ল্যাট হস্তান্তর কাজের উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি তুলে দেয়া হচ্ছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তর ��মুদ্র সৈকতের সৌন্দর্য যাতে পর্যটকরা উপভোগ করতে পরে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে চার হাজার জলবায়ু উদ্বাস্তু পরিবার ফ্ল্যাট পাবে। এর মধ্যে প্রথম ধাপে ছয়শ’টি পরিবারকে আজ ফ্ল্যাট দেয়া হচ্ছে। অনুষ্ঠানে জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে উপকূলবাসীকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। দুর্যে��গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এ সময় প্রাণঘাতী ভাইরাস করোনা মোকাবেলায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকারপ্রধান। প্রথম ধাপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার। ১০০১ টাকা নামমাত্র মূল্যে এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নিজস্ব অর্থায়নে ১৮০০ কোটি টাকা ব্যয়ে প্রথম ধাপে নির্মিত ৫তলা ২০টি ভবনসহ প্রকল্পের মোট ১৩৯টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি পাঁচতলা ভবনে থাকছে ৪৫৬ বর্গফুট আয়তনের ৩২টি করে ফ্ল্যাট। সবগুলো ভবন নির্মিত হলে উদ্বাস্তু জীবনের অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ছেড়ে সাজানো পরিপাটি দালানে উঠবেন মোট প্রায় সাড়ে ৪ হাজার পরিবার। প্রতিটি ফ্ল্যাটে পানি, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারের সুবিধা থাকবে। প্রতিটি ভবনে থাকবে সৌর বিদ্যুতের প্যানেল। খুরুশকুলে বাঁকখালী নদীর তীরে ২৫৩ একর জমির উপর গড়ে ওঠা এ বিশেষ আশ্রয়ণ প্রকল্পকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন জানান, প্রকল্প এলাকায় ১৪টি খেলার মাঠ, সবুজ জায়গা, মসজিদ, মন্দির, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ ও ফায়ার স্টেশন, তিনটি পুকুর, নদীতে দু’টি জেটি, দুটি বিদ্যুতের সাবস্টেশন থাকবে। ভবনগুলোর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রেখেছেন। প্রথম ধাপে নির্মিত ভবনগুলোর নাম হলো- দোঁলনচাপা, কেওড়া, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গুলমোহর, গোলাপ, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কোরাল, মুক্তা, প্রবাল, সোপান, মনখালী, শনখালী, বাঁকখালী, ইনানী ও সাম্পান। প্রসঙ্গত, ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মহেশখালী কুতুবদিয়াসহ উপকূলের বিশাল এলাকা সমুদ্রে বিলীন হয়ে যায়। এতে গৃহহারা হয় হাজার হাজার মানুষ। এসব মানুষ জীবনের তাগিদে আশ্রয় নেয় কক্সবাজার শহরের বিমানবন্দরের পশ্চিমে বালিয়াড়ী ও ঝাউবাগান এলাকায়, যা পরবর্তীতে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে রূপান্তরিত হয়। যেখানে বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে। জলবায়ু উদ্বাস্তু এসব মানুষ ঝুকিপূর্ণ এলাকায় বসবাস করে আসছিল। বিশ্বমানের পর্যটন শিল্প বিকাশ ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া প��ড়া, নাজিরাটেক এবং সমিতি পাড়া এলাকার বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণের আওতায় পড়া জমিতে ৪ হাজার ৪০৯টি পরিবার বাস করতো। ২০১১ সালে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এক জনসভায় এসব জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য পুনর্বাসনের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে ২০১৪-১৫ অর্থবছরে গ্রহণ করা হয় খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, যার নাম দেয়া হয়েছে ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে ৫ তলাবিশিষ্ট ১৯টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে ৬০০ পরিবার নতুন ফ্ল্যাট পেল।
0 notes
Photo
২৩ নভেম্বর কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি বাড়ির উঠোনে ছেলেমেয়েরা নাচছে। নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গিসমূহ। কোনো জায়গায় চলছে রাসনৃত্যের মহড়া। কোনো জায়গায় রাখালনৃত্যের। এগুলো এখন শেষ সময়ের প্রস্তুতি। নৃত্যকে নিখুঁত করার ঘষামাজার শেষ পর্যায়। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব। রাসমেলা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরী অধ্যুষিত গ্রামের পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রং ফুটছে। মন্ডপে মন্ডপে চলছে রং চড়ানোর কাজ। হাওয়ায় এখন নীরব সুর বাজছে। রাস আসছে। রাস আসছে। এই রাস উৎসবের শুরু বলতে গেলে বিজয়া দশমীর পর যে পূর্ণিমা জগত আলো করে আসে। সেই পূর্ণিমা থেকেই সরবে-নীরবে শুরু হয়ে যায় রাসের প্রস্তুতি। এবারের রাস আগামী ২৩ নভেম্বর। মাধবপুর জোড় মন্ডপে পূর্ণ হচ্ছে ১৭৬তম রাস উৎসব। মাধবপুরের রাসমেলার আয়োজক হচ্ছে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ। মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়। ২৩ নভেম্বর শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত ম প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড় মন্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। অন্যদিকে ১৯৮৬ সাল থেকে কমলগঞ্জের আদমপুরে মণিপ���রী মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। আদমপুরে পাশাপাশি দুটি স্থানে হবে এবার রাস উৎসব। আদমপুর জোড় মন্ডপ ও মণিপুরি কালচারেল কমপ্লেক্সে। এখানেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। তবে মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতৈ এরা আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবের অন্ত:স্রোত, রসের কথা, আনন্দ-প্রার্থণা সবই একই। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্যসুন্দর মানবপ্রেম। রাস উৎসব আয়োজকদের সূত্রে জানা গেছে, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রীশ্রীমহারাসলীলা বা রাসমেলা প্রবর্তন করেছিলেন। আর মণিপুরের বাইরে ১৮৪২ সালে মৌলভীবাজারের মাধবপুরে শুরু হয় রাসমেলা। সেই ধারাবাহিকতায় মাধবপুরে ��খনো প্রতিবছর রাস পূর্ণিমাতে রাস উৎসব হচ্ছে। এই ‘রাস’ শব্দটা এসেছে জগৎপতি কৃষ্ণের ১২ ধরনের রস থেকে। আর এই রাসের সঙ্গে মেলা যুক্ত হয়ে হয়েছে ‘রাসমেলা’। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় মূলত সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে। উৎসবটা মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় হলেও এটি এখন এ অ লের ঐতিহ্যের অন্যতম অংশ হয়ে গেছে। আয়োজকরা জানিয়েছেন, রাস উৎসবকে সফল করতে প্রায় মাস খানেক ধরে ছয়টি বাড়িতে রাসনৃত্য এবং রাখালনৃত্যের প্রশিক্ষণ ও মহড়া চলছে। তিনটিতে রাসনৃত্য ও তিনটিতে রাখাল নৃত্য। মাধবপুরে তিনটি জোড় মন্ডপের আওতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একেকটি মন্ডপে আছেন একজন পুরোহিত। সেই পুরোহিতের পরামর্শে একজন প্রশিক্ষক ধর্মীয় বিধিবিধান মতো গোপী বা শিল্পীদের প্রশিক্ষণ দেন। প্রশক্ষিককে সহযোগিতা করতে একজন সহকারী প্রশিক্ষক আছেন। প্রশিক্ষক শিল্পীদের ঠিক করেন। এরপর সামাজিক বিধান মতো শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণের বাইরেও কেউ চাইলে রাসনৃত্যে অংশ নিতে পারেন। গোপীবেশী এই শিল্পীদের বয়স ১৬ থেকে ২২ বছর। শুধুমাত্র রাধার বয়স পাঁচ থেকে ছয় বছর। নৃত্যের প্রতিটি দলে ন্যূনতম ১২ জন অংশ নিয়ে থাকে। একইভাবে রাখাল নৃত্যেরও প্রতিটি দলে ২০ থেকে ২২ জন ১৪ থেকে ১৫ বছর বয়সী বালক অংশ নিয়ে থাকে। মাধবপুর ও আদমপুরে রাসমেলার আয়োজকরা জানিয়েছেন, মহারাসলীলাল মূল উপস্থাপনা শুরু হবে সকাল ১১টা থেকে ‘গোষ্ঠলীলা বা রাখালনৃত্য’ দিয়ে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালকবেলাকে উপস্থাপন করা হবে। এতে থাকবে কৃষ্ণের সখ্য ও বাৎসল্য রসের বিবরণ। গোধূলি পর্যন্ত চলবে রাখালনৃত্য। রাত ১১টা থেকে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ। এই রাসনৃত্য ভোর (ব্রাহ্ম মুহূর্ত) পর্যন্ত চলবে। এই রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলাই কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন পুরো এলাকায় উৎসবের আমেজ। নতুন কাপড়চোপড় কেনা হয়েছে। আমাদের কাছে হেমন্তকাল মানেই রাস-পূর্ণিমা, রাস উৎসব। আদমপুর মহারাস উদ্যাপন কমিটির নেতা ইবুংহাল সিংহ শ্যামল বলেন, ‘আমাদের সকল আয়োজন এখন শেষপর্যায়ে। উৎসব সুন্দরভাবেই সম্পন্ন হবে।’ কিভাবে যাবেন: ঢাকা থেকে সরাসরি কমলগঞ্জ যাওয়া যায় ট্রেনে। সিলেটগামী পারাবত, উপবন ও জয়ন্তিকা এক্সপ্রেস কমলগঞ্জ (ভানুগাছ) রেল স্টেশনে থামে। এছাড়া অন্যান্য ট্রেনে কমলগঞ্জ (শমসেরনগর) রেল স্টেশনে এসেও সেখান থেকে সহজেই মাধবপুর ও আদমপুর আসা যায়। ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ ম��নিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। ভাড়া ১১৫ থেকে ৭৬৫ টাকা। এছাড়া ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকা। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ (ভানুগাছ) যাওয়া যায় বাস কিংবা অটো রিকশায়। সেখান থেকে একইভাবে যাওয়া যাবে মাধবপুর ও আদমপুরে। কোথায় থাকবেন: কমলগঞ্জে থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। কাছাকাছি থাকার জন্য ব্যবস্থা হল লাউয়াছড়া বনের পাশে বেসরকারি সংস্থা ‘হীড বাংলাদেশ’র বাংলো (০১৭১৩২৭৪৭৪২)। এছাড়া কমলগঞ্জের কাছাকাছি থাকার জন্য আরও কয়েকটি ভালো জায়গা আছে। এছড়া শমশেরনগর বিমানবন্দরের পাশে অবস্থিত ‘সুইস ভ্যালী’ রিসোর্টে আছে বেশ কয়েকটি আধুনিক কটেজ। এ রিসোর্টের কটেজগুলোতে ২ হাজার থেকে ৪ হাজার টাকায় নানারকম কক্ষ আছে। যোগাযোগ: সুইস ভ্যালী রিসোর্ট, শমশেরনগর, মৌলভীবাজার। ফোন-০১৭৮৬৪৯৩৭০০। এছাড়াও আপনি স্বল্প খরছে থাকতে পারেন ভানুগাছ বাজার এলাকার স্থানীয় আবাসিক হোটেল ও গেষ্ট হাউজগুলিতে।
0 notes
Text
এবার ত্রিভুবন বিমান বন্দরে ১৩৯ যাত্রীসহ রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান
এবার ত্রিভুবন বিমান বন্দরে ১৩৯ যাত্রীসহ রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান
বিমান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ঘাসের রানওয়ে থেকে মর্ত্যের নরক খ্যাত নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের। ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের রেশ কাটতে না কাটতেই রাজধানী কাঠমান্ডুর এই বিমানবন্দরে এবার অল্পের জন্য বেঁচে গেছেন বিমানের ১৩৯ যাত্রী। এই ঘটনার পর শুক্রবার বিমানবন্দর বন্ধ রাখা হয়। জানা গেছে, ত্রিভুবন বিমানবন্দর থেকে মালিন্দো এয়ারলান্সের একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার…
View On WordPress
0 notes
Photo
চীন ভ্রমণে কিছু দরকারি টিপস! প্রথমবারের মত চীন ভ্রমণে যাচ্ছেন, তাই অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে দরকার কিছু পূর্ব প্রস্তুতি। নিচের পয়েন্ট গুলোতে একবার চোখ বুলালেই বুঝবেন কেন দরকার আপনার এই স্পেশাল প্রুস্তুতি। চীনে ৯০% জায়গাতে চাইনীজ ভাষা ব্যবহার হয় এবং শ খানেক লোকের মাঝে হাতে গোনা হয়ত ২-৪ জনকে পাবেন যারা আপনার ইংরেজি বুঝবে কিংবা আপনাকে বোঝাতে পারবে। আর একটা কথা, ওরা ইংরেজি শব্দকে সর্বোচ্চ পরিত্যাগ করার চেষ্টায় রত, তাই আমরা যেমন চেয়ার, টেবিল ব্যবহার করি ওদেরকে সেটাও আপনি বোঝাতে পারবেন না। ওরা দেশের নামকেও ট্রানস্লেট করে নেয় 😉 বাইদু (Baidu) এর মতো ম্যাপ অ্যাপলিকেশন আগে থেকেই মোবাইলে ডাউনলোড করে রাখুন৷ ইংরেজি ভার্সান সিলেক্ট করতে ভুলবেন না৷ জিমেল ছাড়া অন্য ইমেল অ্যাকাউন্ট না থাকলে তৈরি করে নিন৷ হটমেইল বা ইহায়ু৷ ফ্লাইট টিকিট, বুকিং এর মতো নথি ফরোয়ার্ড করে রাখুন আগেই৷ বেশিরভাগ রেল স্টেশন বা ফেরিঘাটে বিমানবন্দরের মতো সিকিউরিটি চেক হয়৷ ভিসা দেখাতে ��তে পারে৷ পাসপোর্ট সঙ্গে থাকলে নিশ্চিন্ত৷ যদি আপনাকে হোটেলে পৌঁছে দেবার কেউ না থাকে, তবে আপনি সবরকম ঠিকানা চাইনীজ ভাষায় প্রিন্ট করে নিয়ে আসবেন। ইংরেজি কেউ বুঝে না, চীনা ঠিকানা ছাড়া আপনার হোটেল পৌঁছতে অনেক কঠিন হয়ে যাবে। সাংহাইতে প্রায় সারা বছরই বৃষ্টি৷ ফ্লাইট ক্যানসেল বা দেরি হওয়ার আশঙ্কা আঠারো আনা৷ সুযোগ থাকলে সাংহাই বিমান যোগাযোগ বাদ দিয়ে প্ল্যান করুন৷ পরিচ্ছন্নতা এখন চিনাদের রক্তে৷ যত্রতত্র সিগারেটের টুকরো (বা নোংরা) ফেললে জরিমানা হতে পারে৷ নিয়ম না জানাটা কোনও অজুহাত বলে গন্য হবে না৷ মেনু কার্ড বা ডিশ দেখে খাবারের উপাদান বোঝার সুযোগ নেই৷ যেটা পাস্তা ভাবছেন, সেটা হয়তো সামুদ্রিক আগাছা বা ব্যাঙের ঠ্যাং৷ প্রশ্ন করুন, জেনে নিন৷ চিনাদের এক ইউয়ান আমাদের সাড়ে ন'টাকার মতো৷ ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকলে 'ব্যাঙ্ক অফ চায়নার' মতো বড় ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে৷ ভাষা বড় সমস্যা৷ অধৈর্য হলে কার্যসিদ্ধি হবে না৷ স্থানীয় মানুষ আপনাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করবেন৷ আপনাকে শুধু একটু চোখকান খোলা রাখতে হবে৷ ইউরোপের মতো চিনেও যান-বাহন 'লেফট হ্যান্ড ড্রাইভ'৷ বাসে-ট্রামে উঠতে হবে ডান দিক দিয়ে৷ খেয়াল রেখে, সেই অনুযায়ী বাস স্টপে দাঁড়ান৷ আপনি ছোট-খাট সমস্যার জন্যে ঔষধপত্র নিতে ভুলবেন না। স্থানীয় খাদ্য আপনার সহ্য নাও হতে পারে। চীনের মানুষ ইংরেজি জানেই না বললে ভুল হবে না। “How are you?” এর মানে বোঝে না এমন মানুষও কম নয়। রাস্তা ঘাট, দোকান, সাইনবোর্ড সবত্র শুধুই চাইনিজ ভাষা চোখে পড়বে। ইংরেজি ১% বলতে পারেন। চীনের ব্যবসা এবং সংস্কৃতির উপর নির্দেশিকা এবং গাইড রাখতে পারেন চীনে ব্যবসায়িক ভ্রমনের সময় যোগ্যতাসম্পন্ন চীনা দোভাষী সাথে রাখুন। পরিচিত কেউ না থাকলে দোভাষী ভাড়া করুন। ফেসবুক, গুগল কিংবা ইয়াহু সেখানে কাজ করবে না। তাই আপনি মোবাইল বা কম্পিউটারে VPN সফটওয়্যার ইন্সটল করে যাবেন। চীনা বিমান গুলোতে চেকইনে জনপ্রতি একটির বেশী বড় ল্যাগ্যাজ বহন করলে আপনাকে মাসুল দিতে হবে ৫০০০/= টাকা করে প্রতিবারে। চীনা নববর্ষের সময় দুই সপ্তাহ সবকিছু বন্ধ থাকে। জানুয়ারীর মাঝামাঝি থেকে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়টায় তাদের নববর্ষ পড়ে। মে মাসের প্রথম সপ্তাহে (শ্রমিক দিবসের এর ছুটি) অ��্টোবর মাসের প্রথম সপ্তাহে (তাদের জাতীয় দিবসের ছুটি)
0 notes
Photo
হজযাত্রী পরিবহনে সংকট, তৈরি হয়েছে উৎকণ্ঠা হজযাত্রী পরিবহনে সমস্যা, তৈরি হয়েছে উৎকণ্ঠা গতকাল শুক্রবারও কাটেনি সৌদি আরবে হজযাত্রী পরিবহন নিয়ে সৃষ্ট সংকট। যাত্রীসংকটের কারণে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে। যাত্রীসংকটের কারণে গত ১৪ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৬টি হজ ফ্লাইট বাতিল বা পিছিয়ে দেওয়া হলো। এর জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, এজেন্সিগুলোর গাফিলতির জন্য এমন সংকট তৈরি হয়েছে। সূত্র বলেছে, সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় হজযাত্রীরা ভিসা পাচ্ছেন না। আবার ভিসা না হওয়ায় তাঁরা টিকেট করতে পারছেন না। ফলে এজেন্সিগুলো আগে আসন বুকিং দিলেও পরে নিশ্চিত না করায় হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিল হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। গতকাল বিমান বাংলাদেশের বেলা ১টা ২৫ মিনিটের যে হজ ফ্লাইট (বিজি-৭০৫৭) যেতে পারেনি, তা পিছিয়ে ১৩ আগস্ট ভোর ছয়টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল সৌদি এয়ারলাইনসের ছয়টি ও বিমানের পাঁচটি হজ ফ্লাইটে ৪ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। বিমান কর্তৃপক্ষ বলেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর তিনতলায় আগুন লাগার কারণে গতকাল হজ ফ্লাইটসহ ছয়টি ফ্লাইট ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হয়েছে। হজ অফিস বলেছে, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত ৮৪ হাজার ৮৭০ জনের ভিসা হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৪১৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। ভিসাযুক্ত পাসপোর্ট নিয়ে বিমানের টিকিটের অপেক্ষায় আছেন ৩২ হাজার ৮৩১ জন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়েছে। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। বাকি ১৮ দিনে ৭১ হাজার ৭৮৫ হজযাত্রী পরিবহন করতে চাপ তৈরি হবে বলে মনে করছে হজ অফিস। যে চাপ তৈরি হবে এর দায় কার, এমন প্রশ্নে সাইফুল ইসলাম বলেন, এই দায় নিরূপণে একটি নিরপেক্ষ কমিটি করা দরকার। হজ ফ্লাইটে যাত্রীসংকটের জন্য এ পর্যন্ত সব মিলিয়ে ২৪টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ ক্যাম্পে উৎকণ্ঠা বিমানবন্দরের অদূরে আশকোনায় হজ ক্যাম্পে গতকাল সকাল থেকেই হজযাত্রীদের ও এজেন্সিগুলোর ব্যস্ততা দেখা গেছে। এবারই প্রথম পবিত্র হজ পালন করতে যাচ্ছেন কুড়িগ্রামের উলিপুরের মো. আলমগীর। মো. আলমগীর বলেন, ‘একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে বলে টেনশন হয়।’ গতকাল হজ ক্যাম্পে জুমার নামাজে সব হজযাত্রীর জন্য দোয়া করা হয়। বিমানবন্দরে আগুন লাগার খবর হজ ক্যাম্পে পৌঁছালে হজযাত্রীদের মাঝে উৎকণ্ঠা তৈরি হয়। বিকেলে হজযাত্রী রবিউল আলম ভীত কণ্ঠে বলেন, ‘আমার ফ্লাইট সন্ধ্যায়। আগুন লাগি গেছে। অখন ফ্লাইট কত দেরি হয় কে জানে।’ কুড়িগ্রামের চিলমারী থেকে নয়জন সকালে ক্যাম্পে এসেছেন। তাঁরা বললেন, তাঁদের বলা হয়েছিল, ১২ আগস্ট ফ্লাইট। কিন্তু এখনো ভিসা-টিকিট পাননি। যেতে আরও দু-তিন দিন দেরি হবে। তাঁদের মধ্যে মশিয়ার রহমান (৬৩) বলেন, ‘আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এত দিন ক্যাম্পে থাকার প্রস্তুতি নিই। এখন কই থাকব, কী খাব।’
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/77119
চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ স্বামী-স্ত্রী আটক
ছবিঃ আশাযাত্রার সৌজন্যে।
শারজাহ যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ ��উএস ডলারসহ স্বামী-স্ত্রী আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।
আজ শুক্রবার (১৪ জুন) সকালে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশের সময় স্ক্যানিং করার সময় তাদের কাছে এসব বিদেশি মুদ্রা থাকার বিষয়টি ধরা পড়ে।
শাহআমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক স্বামী- স্ত্রী হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো.জহুর আলম (৩৫) ও সুমি আক্তার (৩০)। তারা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাচ্ছিলেন।
জানাগেছে, মো. জহুর আলম ও তার স্ত্রী ওই যাত্রী এয়ার এরাবিয়ায় শুক্রবার সকাল সাড়ে ৯টার জি ৯-৫২২ ফ্লাইটে সারজাহ যাওয়ার কথা ছিল। সকাল আটটার দিকে দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদণ্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে।
তিনি বল��ন, দম্পতির হ্যান্ডলাগেজে সৌদি মুদ্রাগুলো ছিল। ইমিগ্রেশন পার হয়ে প্যাসেঞ্জার লাউঞ্জে প্রবেশের সময় স্ক্যানিংয়ে সেগুলো ধরা পড়ে। এরপর তল্লাশি করে সেগুলো জব্দ করা হয়েছে।
আটক দম্পতিকে বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বরত এপিবিএন’র কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মুদ্রা প্রাচার আইনে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 notes
Photo
somoy logo লাইভ টিভি ভিডিও অনুষ্ঠান বুলেটিন menu ksrm niet মহানগর সময় ঠাঁই নেই ট্রেনের ছাদে, অতিরিক্ত যাত্রী লঞ্চ-বাসেও সময় সংবাদ fb tw gp ln somoy ঈদযাত্রার শেষ দিনেও পিছু ছাড়েনি দুর্ভোগ। স্বজনের সান্নিধ্যের প্রত্যাশায় তাই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। সকালের বৃষ্টি ঝক্কি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মঙ্গলবার(০৪ মে) সকাল থেকেই উপচেপড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। টিকিট হাতে থাকলেও ঠাঁই মিলছে না ট্রেনের ছাদেও। সড়ক পথেও গত কয়েকদিনের স্বস্তি রূপ নিয়েছে চরম দুর্ভোগে। সদরঘাটেও সকাল থেকে লাখো যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শত শত মানুষের অপেক্ষা, তবে নেই ট্রেন। গত কয়েক দিনের মতো কমলাপুর রেল স্টেশনে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সময় মতো ট্রেন না ছাড়ায় ভোগাতি পোহাতে হয় তাদের। রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, নীলফামারীর নীলসাগর, রংপুর এক্সপ্রেস, লালমনি ঈদ স্পেশাল ৩ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়েছে। এছাড়াও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস স্টেশন ছেড়েছে ২ ঘণ্টা দেরিতে। এদিকে গতকাল পর্যন্ত বাস টার্মিনাল ও সড়কপথে স্বস্তির যাত্রা থাকলেও গতরাত থেকে দুর্ভোগ শুরু হয় বাস যাত্রীদের। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাসটার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। বাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে স্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। সড়ক পথে যানজটের কারণে পরিবহনের এমন সংকট বলে জানান ভুক্তভোগীরা। অন্যদিকে ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে লঞ্চ চলাচল। তবে বিড়ম্বনা যতই হোক না কেন, নিরাপদ যাত্রার মধ্য দিয়ে ঈদ হয়ে উঠবে আনন্দের এমন প্রত্যা��া সবার। somoy ঠাঁই নেই ট্রেনের ছাদে, অতিরিক্ত যাত্রী লঞ্চ-বাসেও somoy রুপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের somoy আঞ্চলিক মহাসড়কে প্রতি নজর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের somoy জনগণের সন্দেহ দূর করতেই শাহরিয়ারের বদলি বাতিল, বললেন প্রতিমন্ত্রী somoy ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা somoy ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি. যানজট আরও সংবাদ somoy বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চুক্তিভিত্তিক নিয়োগ শুরু somoy আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলি স্থগিত, স্বপদে বহালের নির্দেশ somoy সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন somoy রাতে দেখা মেলেনি বিআইডাব্লিউটিএ-র কর্মকর্তাদের somoy সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা somoy ঘরে ফেরা মানুষের ভিড় স্টেশনে-টার্মিনালে somoy ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী somoy সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা somoy ‘ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুকিঁ নেই’ somoy কুমিল্লা ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ somoy আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তাকে বদলি somoy ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী somoy ডাচ বাংলা ব্যাংকের বুথে জালিয়াতি, রিমান্ডে ৬ বিদেশি somoy নারায়ণগঞ্জে চলছে বৃহৎ ঈদ জামাতের প্রস্তুতি somoy ঢামেকে ছাদের পলেস্তারা খসে পড়ে মাথা ফাটল চিকিৎসকের somoy অভিনব কায়দায় ক্রেতা ঠকাচ্ছে আড়ং, জরিমানা সাড়ে ৪ লাখ somoy পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে বিমানের জরুরি অবতরণ somoy বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৬ যাত্রীকে জরিমানা somoy নারায়ণগঞ্জে চাঁদাবাজ চক্রের ১৯ সদস্য আটক somoy ‘আত্মহত্যা’ করলেন এসআই, ওসিকে দায়ী করলেন মেয়ে somoy জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি somoy মমতাজউদ্দীন আহমেদের জানাজা বাদ এশা somoy মমতাজউদদীন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক somoy ফ্লাইট শিডিউল চেঞ্জ করায় বিমানবন্দরের টার্মিনাল ভাঙচুর somoy পারফিউমের দাম পৌনে চার লাখ টাকা! somoy চরম শিডিউল বিপর্যয়ে রেলওয়ে somoy ডাচবাংলার বুথে জালিয়াতি: ধরা পড়লো ৬ বিদেশি somoy ঈদযাত্রার চাপ পড়েছে রেল ও নৌ-পথে, সড়কে স্বস্তি somoy বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল শুরু somoy ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই ছেলেরাও somoy ‘রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়ার অবস্থান পরিবর্তন হয়েছে’ somoy ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য ৬০টি বিশেষ বাস somoy ঈদে ঢাকা ছাড়ছে এক কোটি ৪৭ লাখ মানুষ somoy অশুভ শক্তির ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মোহাম্মদ নাসিমের somoy বেআইনিভাবে সরকার ক্ষমতা দখল করে আছে: মির্জা ফখরুল somoy রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা somoy ঈদের দিন হতে পারে বৃষ্টি somoy মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অবরোধের ঘোষণা জেলেদের somoy ফ্লাওয়ার্স বাংলাদেশ সংগঠন থেকে ১শ’ শিশুকে ঈদ উপহার somoy সড়কপথে স্বস্তি, যথা সময়ে ছাড়ছে বাস somoy উত্তরাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয়, লঞ্চে অতিরিক্ত যাত্রী somoy ক্ষমা চাইলেন একে খন্দকার somoy বৃষ্টি হবে আরো তিন দিন, বলছে আবহাওয়া অফিস somoy ‘অবর্ণনীয় দুর্ভোগ রেলপথে, সড়ক-নৌ-আকাশপথে নৈরাজ্য’ সকল সংবাদ বাংলার সময় বাণিজ্য সময় বিনোদনের সময় খেলার সময় আন্তর্জাতিক সময় মহানগর সময় অন্যান্য সময় তথ্য প্রযুক্তির সময় রাশিফল লাইফস্টাইল ভ্রমণ প্রবাসে সময় সাক্ষাৎকার মুক্তকথা বাণিজ্য মেলা রসুই ঘর বিশ্বকাপ গ্যালারি বইমেলা উত্তাল মার্চ সিটি নির্বাচন শেয়ার বাজার জাতীয় বাজেট বিপিএল শিক্ষা সময় ভোটের হাওয়া স্বাস্থ্য ধর্ম চাকর�� পশ্চিমবঙ্গ ফুটবল বিশ্বকাপ সংবাদ প্রতিনিধি বিশ্বকাপ সংবাদ Contact Address Nasir Trade Centre, Level-9, 89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh Email: [email protected] fb tw gp yt © Somoy Media Limited http://bit.ly/2WabHW4
0 notes
Photo
শাহজালালে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণবার উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১-এ ও ১১-বি সিটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৭টায় মাসকাট থেকে ঢাকায় আসে। ফ্লাইটটির একটি সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পড়ে আছে। বান্ডিল দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে আসা হয়। এর ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগ।
0 notes
Photo
“জেদ্দায় প্রথম হজ ফ্লাইট পৌঁছবে বাংলাদেশের” পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা শনিবার থেকে ফ্লাইটযোগে সৌদি আরব অবতরণ করবেন। জেদ্দায় আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ও ওমরাহ টার্মিনালে চলতি মৌসুমের প্রথম ফ্লাইটটি বাংলাদেশ থেকে পৌঁছাবে! তবে একই সময়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নয়াদিল্লি ও পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি থেকে প্রায় একই বিমানবন্দরে অবতরণ করবে। সৌদি আরবের জেদ্দা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়, বিভিন্ন দেশের হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কোন দেশ থেকে কতসংখ্যক যাত্রী কোন ফ্লাইটে পৌঁছাবে তা এবার সৌদি কর্তৃপক্ষ আগাম জানতে পারবে। ফলে গতবারের চেয়ে এবার হজযাত্রীরা নির্বিঘ্নে ও কম সময়ে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবেন বলে আশা সৌদি কর্তৃপক্ষের। বাংলাদেশ বিমান সূত্র জানায়, শনিবার (১৪ জুলাই) সকাল সোয়া ৭টায় সরকারি ব্যবস্থাপনার ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওয়ানা হবে। এটিই চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। জানা গেছে, এবার সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ করবেন। চলতি হজ মৌসুমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২০ লাখেরও বেশি হজযাত্রী ৬ হাজার ৭২টি ফ্লাইটে সৌদি আরবে অবতরণ করবেন। এর মধ্যে ৩ হাজার ৩৮৩টি জেদ্দায় ও মদিনা বিমানবন্দরে ২ হাজার ৬৮৯টি ফ্লাইট নামবে।
0 notes
Text
নেপালে বিমান দুর্ঘটনা: বাংলাদেশের কাছে আরও তথ্য চায় তদন্ত কমিটি
নেপালে বিমান দুর্ঘটনা: বাংলাদেশের কাছে আরও তথ্য চায় তদন্ত কমিটি
টিবিটি জাতীয়ঃ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত হওয়া বিমান, সেই ফ্লাইটের পাইলট ও কো-পাইলট সংক্রান্ত আরও তথ্য চায় নেপালে গঠিত তদন্ত কমিটি। একইসঙ্গে সেসব তথ্যের মূল নথিপত্রও চেয়েছে তদন্ত কমিটি। অন্যদিক বিমানটি ব্ল্যাকবক্সের তথ্য সংগ্রহের জন্য এপ্রিল মাসে কানাডায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তদন্ত কমিটির। সিভিল এভিয়েশন অথরিটি সূত্র জানায়, তদন্ত কমিটি ইতোমধ্যে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের ক্লোজ…
View On WordPress
0 notes
Photo
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চট্টগ্রাম আসছেন। তাঁকে স্বাগত জানাতে এবং তাঁর বিশাল সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি সমাবেশে ভাষণ দেবেন। দিনব্যাপী সফরকালে তিনি প্রায় ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্র��্তর স্থাপন করবেন। যে প্রকল্পগুলো উদ্বোধন করা হবে সেগুলো হলো : ছয় কিলোমিটার আখতারুজামান চৌধুরী ফ্লাইওভার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, কালুরঘাট-মুন্সিরটেক ন্যাশনাল হাইওয়ে, মিলিটারি পুল, পটিয়া-চন্দনাইশ বৈলতলী সড়ক, খোদারহাট সেতু, নাজিরহাট-মাইজভান্ডার সড়ক এবং শেখ রাসেল ভাস্কর্য, শেখ রাসেল মঞ্চ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ, বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ, হোয়াকো বনানী কলেজ এবং অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ। যে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন : ১৬ কিলোমিটারের লালখান বাজার-শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আট কিলোমিটার কালুরঘাট-শাহ আমানত সেতু বাঁধ কাম সড়ক, নগরীর খাল পুনঃখনন ও সংস্কার, সাঙ্গু নদীর উভয় পাশের রিজার্ভেশন, সদরঘাট থেকে বাকলিয়া পর্যন্ত কর্ণফুলী নদীর ড্রেজিং, বিভিন্ন এলাকায় আটটি বিদ্যুৎ কেন্দ্র, কালারপুল সেতু নির্মাণ, কেরানীহাট-সাতকানিয়া সড়কের সম্প্রসারণ, পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক, বড়তাকিয়া থেকে মিরসরাই ইকোনোমিক জোন সড়ক, হোয়াকো-নারায়ণহাট-ফটিকছড়ি মহাসড়ক, নাজিরহাট-কাজীরহাট সড়ক সম্প্রসারণ, পটিয়া শ্রীমাই খালে আর.সি.সি গ্রেডার সেতু, মন্দাকিনি খালে আর.সি.সি গ্রেডার সেতু, পটিয়া পিটিআই’র একাডেমিক ভবন, সীতাকুন্ড স্কুল এন্ড কলেজ, পোস্তারপাড় সিটি কর্পোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম গার্লস কলেজ ও আগ্রাবাদ মহিলা কলেজের ডরমিটরি নির্মাণ, মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্স নির্মাণ, পটিয়া বহুমুখী কাঁচাবাজার এবং পটিয়াতে হটিকালচার। দলীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর পর পটিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রায় পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
0 notes
Photo
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন বহুদলীয় গণতন্ত্রের সময়। কোন দল নির্বাচন করবে কি করবে নাÑ এটা সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু নির্বাচন সময়মতো হবে। জনগণও ভোট দেবে।’ তিনি বলেন, ২০১৪ সালে এতো তান্ডব করেও যখন নির্বাচন ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও ঠেকাতে পারবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকতের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন না করে তাহলে কারো কিছু করার নেই। গতবারও তারা নির্বাচন করেনি। আমরা জানতাম তারা নির্বাচনে আসবে। কিন্তুু ��ারা নির্বাচনে আসেনি। এবারও যদি কোন দল না আসে, সেখানে আমাদের কী করার আছে? শেখ হাসিনা বলেন, এটা যদি আপনারা বলেন, আমি শাস্তি দিয়েছি, আমি তুলে নেবো, সেটাতো আমি পারবো না। আদালত তাকে (খালেদা) শাস্তি দিয়েছে। আর মামলা করেছে দুদক। খালেদা জিয়াকে মুক্তি না দিলে তার দল নির্বাচনে যাবে না বলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বলে নির্বাচন করতে দেবো না, এটা গায়ের জোরের কথা, যেটা বিএনপি বলতে পারে। প্রধানমন্ত্রী বিএনপি’র জন্ম, রাজনৈতিক দল হিসেবে ক্যান্টনমেন্ট থেকে আত্মপ্রকাশ এবং জিয়াউর রহমানের পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের স্টাইলে ক্ষমতা দখলের ইতিবৃত্ত এবং তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘হাঁ’ ’না’ ভোটের ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি বলেন, বিচারপতি সায়েমকে অস্ত্রের মুখে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া প্রেসিডেন্ট হন। ’৭৫-এর ১৫ আগস্টের হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় মোশতাক ক্ষমতা নিয়েই জিয়াকে সেনাপ্রধান বানিয়ে দিলেন। জিয়া তার কতটা বিশ্বস্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আইয়ুব খানের মতো একই অঙ্গে দুই রূপ নিয়ে তিনি (জেনারেল জিয়া) ক্ষমতায় এলেন।’ প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও আগামী নির্বাচন, খালেদা জিয়া দুর্নীতির মামলা, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং রোহিঙ্গা সমস্যাগুলো ঘুরে ফিরে আসে। দুর্নীতিবাজদের দলে না নেয়া সংক্রান্ত বিএনপি’র গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাটির পরিবর্তন করে বিদেশে অবস্থানরত দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে দুর্নীতি নিয়ে একটি পারসেপশন আছে। ব্যক্তি বিশেষের দুর্নীতির ক্ষেত্রে কিছু বলাও হয় না, করাও হয় না। এখানে খালেদা জিয়ার ক্ষেত্রে আদালত রায় দিয়েছে, আমাদের কিছু করার নেই। শেখ হাসিনা বলেন, আদালতের রায় হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন যাকে করা হলো সে আবার ফেরারি আসামী। সে দেশেও নেই। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন দেশে কি বিএনপি’র এমন কোন নেতা নেই যাকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন করা যেতো? তিনি বলেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর রাজনীতি করবেন না বলেই মুচলেকা দিয়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন। তাদের প্রিয়পাত্র ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন এবং মইনুদ্দিনের দেয়া দুর্নীতির মামলায় মামলায় তার শাস্তি হলো। আমেরিকার এফবিআই’র তদন্তেও তার দুর্নীতি ধরা পড়েছিল এবং এফবিআই’র লোক এ দেশে এসে আদালতে স্বা��্ষ্য দিয়ে গেছে। পরে তার ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। তাকেই করতে হলো ভারপ্রাপ্ত চেয়ারপার্সন। শেখ হাসিনা মামলা নিয়ে বেগম জিয়ার টাল বাহানার অভিযোগ তুলে খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, মামলার ১০৯ কার্যদিবস তিনি সময় চাইলেন, অসুস্থ বলে অফিসে গিয়ে বসে থাকলেন, ২৬১ দিনের মতো ১০ বছর যাবত চলমান মামলায় তারিখ পড়লো, আপিল বিভাগে ২২ বার রিট করেছেন, হাইকোর্টে রিট করেছেন। এতো কিছু করে তিনি মামলা চণলাকালীন মাত্র ৪৩ দিন আদালতে উপস্থিত ছিলেন। এরপরও তার সাজা হয়েছে। প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি রুজু হওয়ার সময় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে উদ্ধৃত করে বলেন, ‘তিনি বলেছিলেন, ওই পরিমাণ টাকা জমা করে দিলেই মামলাটি প্রত্যাহার হয়ে যাবে। কারণ, টাকাটা এসেছিল এতিমদের জন্য। কিন্তুু খালেদা জিয়া টাকার মায়া ত্যাগ করতে পারেননি। ’ তিনি বলেন, ‘আমি বিস্তারিত বলবো না, আপনারা মামলার শুনানিতেই দেখেছেন, সেই টাকা কত ভাবে, কত হাত ঘুরে এতিমদের জন্য না গিয়ে ব্যক্তিগত তহবিলে চলে এসেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খেলে এর জন্য শাস্তি আদালতও দেয়, আল্লাহর তরফ থেকেও হয়। কারণ, আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে, এতিমের টাকা মেরে খাওয়া যায় না। কাজেই আমাদের কিচ্ছু করার নেই।’ শেখ হাসিনা নিজের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ২০০৭ সালে তাঁকে গ্রেফতার করার সময় তিনি দলের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করে যান। তিনি তাঁর ছোট বোন শেখ রেহানা বা পুত্র, বা প্রবাসের কাউকেই করেননি। অথচ খালেদা জিয়া দেশে বসবাস করে এমন কাউকেই দায়িত্ব দিয়ে যাননি। তিনি এ সময় সাংবাদিকদের বিএনপি’র নেতাদের কাছে এ সম্পর্কে প্রশ্ন করার আহবান জানান। তারা এমন একটি দল যারা গঠনতন্ত্রের ধার ধারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের গঠনতন্ত্রের সঙ্গে মিলিয়ে যদি পার্টি অবস্থান দেখেন, দেখবেন কোনখানেই মিলছে না। ‘তাদের গঠনতন্ত্রে যে সুবিধাটি রয়েছে তা হচ্ছে দলের চেয়ারপার্সনকেই সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে, যে ক্ষমতা আওয়ামী লীগে প্রেসিডিয়াম, কার্যনির্বাহী সংসদের এবং কাউন্সিলের রয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, এটি নতুন কিছু না, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। তবে কোনটি প্রকাশ পেয়েছে, কোনটি পায়নি। তিনি বলেন, প্রযুক্তি আমাদের সুযোগ সৃষ্টির পাশাপাশি কিছু যে সমস্যারও সৃষ্টি করেছে। এটিও একটি কারণ। প্রধানমন্ত্রী প্রশ্ন পত্র ফাঁসের কারণ সম্পর্কে পরীক্ষার হলে প্রশ্নপত্রগুলো পৌঁছার পরে এগুলো খুলে কারো কারো ব্যক্তিগত মোবাইল ডিভাইসে ছবি তুলে বাই��ে সরবরাহ করা হতে পারে বলে আশংকা করেন। কারণ হিসেবে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষার আধ ঘন্টা বা ২০ মিনিট আগে। সে সময়ে শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্টরা পরীক্ষার হলেই থাকে। আর এই স্বল্প সময়ে কেউ চাইলেও এর কতটুকু সুবিধা নিতে পারে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী এই মোবাইল ফোন, ইন্টারনেট বা টোটাল ডিজিটাল সিষ্টেম ব্লক করে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী নিজেও বর্ণনামূলক পরীক্ষা দিয়ে পাস করে এসেছেন উল্লেখ করে সাংবাদিকদের প্রয়োজনে যদি বাস্তবিক তেমন উপকারিতা না থাকে তাহলে টিক মার্ক সিস্টেম উঠিয়ে দিতে পত্র-পত্রিকায় গঠনমূলক লেখার জন্যও আহবান জানান। তিনি জড়িতদের চিহ্নিত করতে সচেষ্ট হতে সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভাষাণচরে তাদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, এই সমস্যার সৃষ্টি করেছে মিযানমার আর সমস্যাটির সমাধান করার দায়িত্বটাও তাদের। তবে, একটা বিষয় মনে রাখতে হবে তারা আমাদের নিকট প্রতিবেশী। তারপরও আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সমঝোতায় এসেছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে একটি যৌথ কমিটিও করা হয়েছে। পাশপাশি যে ৫টি দেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে তাদের সঙ্গেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলাপ-আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে এখন একটা সমঝোতা হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে রোহিঙ্গাদের পুনর্বাসনে ৮ হাজার পরিবারের একটি তালিকা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের উদ্যোগে মিয়ানমারের বাস্তুুচ্যুত নাগরিকদের ছবিসহ বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে হলুদ ফিতাসহ পরিচয়পত্র প্রদান করাতেই সব কাজই এখন সহজ হচ্ছে। তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে তাদের সমস্যার কারণে মিয়ানমারের নাগরিকরা এদেশে আসা শুরু করলেও অতীতের কোন সরকারই একাজ করেনি। মিয়ানমার এখন অস্বীকার করতে পারবে না, এরা তাদের নাগরিক নয়।’ প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘে তাঁর প্রস্তাব এবং কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, এটা এখন সম্পূর্ণ মিয়ানমারের ওপর। আন্তর্জাতিকভাবে তারা ব্যাপক চাপের সম্মুখীন। সবাই চাচ্ছে রোহিঙ্গাদের তারা ফেরত নিয়ে যাক এবং তাদের নিরাপত্তা দিক। প্রধানমন্ত্রী বলেন, এত লোককে ফেরত পাঠানো মানে ঠেলে ফেলে দেয়া নয়, তারাও মানুষ, আলোচনার মাধ্যমেই মিয়ানমার তাদের ফেরত নিয়ে যাক। এ প্রসঙ্গে মিয়ানমার টালবাহানা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে কোন সন্দেহ নেই এবং এটা তাদের চরিত্র। প্রধানমন্ত্রী চালের মূল্য বৃদ্ধি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এরমধ্যে কোনও কারসাজি রয়েছে কি না তা সরকার খতিয়ে দেখবে বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন শুরুর আগে তিনটি সুখবর দেন, যার একটি হলো আজ থেকে দেশ ফোরজি’র যুগে প্রবেশ করেছে। তিনি বলেন, ইতোমধ্যে ফোরজি’র তরঙ্গ নিলাম সম্পন্ন হয়েছে। আমরা ফোরজি এবং টেক নিউট্রালিটির লাইসেন্সও প্রদান করেছি। এর ফলে বাংলাদেশ তথ্য প্রযুক্তির মহাসরণীতে আরেকটি মাইলফলক অর্জন করলো। সফলভাবে এ কাজ সম্পন্ন করায় তিনি বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় সুখবরটি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসে সুবিধাজনক সময়ে এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অ্যারোনটিক্স এন্ড স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। তৃতীয় সুখবর হচ্ছে- ব্রিটেন বাংলাদেশের কার্গো বিমান পরিবহনে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা প্রত্যাহার করে নিয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে তাঁর সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা যে রপ্তানী করি সেটা নিজস্ব বিমানে দিতে পারতাম না। সেটা অন্য জায়গা থেকে পরীক্ষা-নিরীক্ষা করে দেয়া হত। সেই নিষেধাজ্ঞা ব্রিটেন প্রত্যাহার করে নিয়েছে। এটা আমাদের রপ্তানী বাণিজ্যের জন্য আরো শুভ ফল বয়ে আনবে।’
0 notes