#ফটোগ্রাফার
Explore tagged Tumblr posts
Text
৯০ বছর বয়সী এক নেতার লংমার্চে নেতৃত্ব দেয়ার গল্প
স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পরিবেশ এবং নদী-নালার উপর বড় এক ধরনের অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশ-ভারত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ১৮ কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ভারত। বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধটি। এই বাঁধের জন্য শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়।
১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স ৯০ বছরের বেশি।
১৯৭৬ সালের শুরুর দিকে মাওলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৭৬ সালের ১৮ই এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মাওলানা ভাসানী ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার ফিরিয়ে না দেয় তাহলে তিনি লংমার্চ করবেন। তখন অনেকে বেশ চমকে গিয়েছিল; কারণ ৯০ বছরের একজন মানুষ ঘরে থাকার কথা তখন কিনা সে লংমার্চ এর ডাক দিলেন। ১৯৭৬ সালের ২৮শে এপ্রিল মাওলানা ভাসানী এক বিবৃতিতে লংমার্চ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
কর্মসূচী বাস্তবায়নের জন্য ১৯৭৬ সালের ২রা মে মাওলানা ভাসানীকে প্রধান করে ৩১ সদস্যবিশিষ্ট 'ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি' গঠিত হয়। এই লংমার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী। সে চিঠিতে মিসেস গান্ধির কাছে লংমার্চের কারণ বর্ণনা করেন ভাসানী। সাংবাদিক এনায়েতউল্লাহ খান, আনোয়ার জাহিদ এবং সিরাজুল হোসেন খান এ চিঠি তৈরি করতে ��ব্দুল হামিদ খান ভাসানীকে সহায়তা করেন।
এরপর ১৬ই মে রাজশাহী শহর থেকে লংমার্চ করার ঘোষণা দেন তিনি।
মোনাজাত উদ্দিনের স্মৃতিচারণমূলক লেখা 'পথ থেকে পথে' বইতে সেই লংমার্চের কিছু বিষয় বর্ণনা করেছেন।
মোনাজাত উদ্দিন লিখেছেন, "মিছিলের আগে মাদ্রাসা ময়দানে জনসভা। ভাসানী এলেন নীল গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার।"
লংমার্চের ৬৪ কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন। সবচেয়ে বড় আশংকা ছিল মাওলানা ভাসানীকে নিয়ে। বয়স ৯০ বছরের বেশি; তার উপর সদ্য হাসপাতাল ছাড়া পেয়েছেন।
জাতীয় কৃষক সমিতির আবু নোমান খান সে লংমার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন 'মজলুম জননেতা: মাওলানা ভাসানী স্মারক সংকলন' বইতে।
আবু নোমান খান লিখেছেন, লংমার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত ৬৪ মাইল অতিক্রম করবে।
'মাওলানা ভাসানীর জীবনস্রোত' শিরোনামে একটি লেখায় সেই লং মার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন জাতীয় কৃষক সমিতির সাবেক সপ্তর সম্পাদক আবু নোমান খান।
"মিছিলের শুরুতে ভাসানীসহ নেতৃবৃন্দ পুরোভাগে দাঁড়ান। মিছিলটি তিন মাইল দুরে রাজশাহী কোর্ট এলাকায় যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি নামে। তা সত্ত্বেও লক্ষ জনতার মিছিল এগিয়ে চলে। এগারো মাইল অতিক্রম করে প্রেমতলী পৌঁছে। তখন দুপুর দুটো," লিখেছেন আবু নোমান খান।
সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল তিনটা নাগাদ লংমার্চ আবারো যাত্রা শুরু করে। এরপর প্রায় ২০ মাইল পথ অতিক্রম করে রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে মিছিলটি। রাতে সেখানেই তারা অবস্থান করেন। পরদিন সকাল আট ৮ টায় আবারো যাত্রা শুরু করে লংমার্চ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো ছয় মাইল পথ অতিক্রম করে কানসাট পৌঁছায়।
দুপুরের মধ্যে মিছিলটি পৌঁছে কানসাটে।
আবু নোমান খানের বর্ণনায়, "পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়েছে হাজার-হাজার মানুষ - উদ্দেশ্য ফারাক্কা লং মার্চ-এর মিছিলকারীদের অভ্যর্থনা জানানো। মিছিলকারীদের পানি ও বিভিন্ন খাবার খাইয়েছেন তারা। "
বিকেল চারটার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী। সে জনসভায় তিনি বলেন, ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে।
আর এভাবেই মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের সমাপ্তি ঘটে।

2 notes
·
View notes
Text
ছবিটি দিয়ে অনেক মিথ্যাচার হয়েছে!
এই ছবিটি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়িয়েছে। এমনকি এই ছবিকে দলিল হিসেবে মনে করে অনেকেই দেখানোর চেষ্টা করেছেন ১৯৭১ সালে পাকিস্তানী আর্মি এদেশের মানুষের লুঙ্গি চেক করে দেখতো মুসলমানি/খৎনা হয়েছে কিনা। যদি দেখা যেতো মুসলামানি হয়নি, তাহলে ধরে নেয়া হতো তারা হিন্দু।
অথচ ছবিটি বলছে ভিন্ন কথা!
ছবিটি তুলেছেন ভারতের বিখ্যাত ফটোগ্রাফার কিশোর পারেখ। তিনি কোন অ্যাসাইনমেন্ট ছাড়াই স্বেচ্ছায় বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধের ছবি তুলেছিলেন। মাত্র ৮ দিনে তার তোলা ৬৭টি ছবি মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল হয়ে আছে।
ছবিগুলো নিয়ে তার ফটো এ্যালবাম প্রকাশিত হয় ‘Bangladesh: A Brutal Birth’ নামে।
বইয়ের ২২ পৃষ্ঠায় তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন : Indian troops grimly round up villagers suspected to be pakistani spies. They peer into Lungis in search of weapons.
অর্থাৎ ভারতের সৈন্যরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীর লুঙ্গি চেক করছে। তারা আশঙ্কা করেছিলো গ্রামবাসীর মধ্যে পাকিস্তানের গুপ্তচর আছে। তাদের লুঙ্গির নিচে অস্ত্র আছে কিনা দেখার জন্য তারা এভাবে চেক করে। দৃশ্যটি ধারণ করেছিলেন ভারতের ফটোগ্রাফার কিশোর পারেখ। তিনি বলছেন এক কথা, গত কয়েক বছর ধরে এই ছবি নিয়ে আমরা দেখেছিলাম ভিন্ন প্রচারণা!
এরকম অনেক মিথ্যা ইতিহাস, চেপে রাখা ইতিহাস উঠে এসেছে গার্ডিয়ান প্রকাশিতব্য ইতিহাসের ছিন্নপত্র তৃতীয় খণ্ডে’

#deen#islamicgifts#islamicpost#islamiccenter#islamicart#bukuislami#islamicknowledge#booklover#read#islamicbookshop
0 notes
Text
0 notes
Link
0 notes
Text





6 টা বছর পেরিয়ে গেছে, মনে হয় সেদিন যেনো বসে ছিলাম, সট���েক সেক্টর ফাইভ - এ বাস স্ট্যান্ড এর সামনে !
কি দারুন মুহুর্ত ছিলো আর সাথে ছিলো ফটোগ্রাফার Nantu Jana এর হাতের ম্যাজিক ❣️
♦️28•10•2018 ( সটলেক সেক্টর ফাইভ )
#jonakiderthikana #jonakitheband #raterjonakikunalrjk #jonakirsobderjk #gobhirratejonakirsathe #rjkshorts #RJKStory #memes
0 notes
Text
ফাতিমা, 13 অক্টোবর, 1917
______________________________________________________________ ______________________________________________________________ ভার্জিন মেরি দ্রষ্টাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 13 অক্টোবর, 1917 তারিখে তার শেষ আবির্ভাবের সময় একটি অলৌকিক ঘটনা ঘটবে, কারণ আবির্ভাব সম্পর্কে ব্যাপক সংশয় ছিল। কোভা দা ইরিয়াতে সংবাদপত্রের সাংবাদিক এবং ফটোগ্রাফার সহ 70,000 জন লোকের আনুমানিক ভিড়ের আগে “সূর্যের অলৌকিক…
View On WordPress
0 notes
Text

১৮৬৮ সালের ২ আগষ্ট বাংলাদেশ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন ভারত উপমহাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিরালাল সেন।
বাংলা ভূখণ্ডের প্রথম প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্রকার এর পাশাপাশি তিনি ফটোগ্রাফার ও ছিলেন। খুবই স্বল্প জীবন প্রান দশায় আমরা তাকে হারাই মাত্র ৪৯ বছর বয়সী এই প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা ১৯১৭ সালে কোলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ হিরালাল সেন এর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে জানাই গভীর শ্রদ্ধা ও ভালবাসা 🎥
#হিরালাল_সেন #fastfilmmaker #india
#filmmaker #hiralal_sen
0 notes
Text
0 notes
Text
ফটোগ্রাফি কোর্স
জনাব রফিকুল ইসলাম একজন প্রথিতযশা ফটোগ্রাফার। তবে তিনি পরিচিত বেশী ফটোগ্রাফি বিষ���ক বেশ কিছু বই এর লেখক হিসেবে। তার নিজের একটি ফটোগ্রাফি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান আছে, যার নাম প্রিজম। আপনি ইচ্ছে করলে এখানে বেসিক এবং অন্যান্য ফটোগ্রাফি কোর্স করতে পারেন। তাঁর লেখা বই কিনতে পারেন রকমারি থেকে।জনাব রফিকুল ইসলামের একটি ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলের ভিডিও দেখেও অনেক কিছু শিখতে পারবেন। চ্যানেলটি পাবেন…

View On WordPress
#আলোকচিত্র#আলোকচিত্রী#ইউটিউব#ইউটিউব ভিডিও#ফটোগ্রাফার#ফটোগ্রাফি#ফটোগ্রাফি কোর্স#বই#ভিডিও#রফিকুল ইসলাম
0 notes
Text
মোবাইল ফটোগ্রাফী - এস.কে পাপ্পু
মোবাইল ফটোগ্রাফী – এস.কে পাপ্পু
ছবিটি তুলেছেন রাজশাহীর তানোর উপজেলার ফটোগ্রাফার এস কে পাপ্পু দাস।

View On WordPress
0 notes
Text
এটি ফটোগ্রাফার আশীষ সুলখের জন্য পরিমাণের চেয়ে গুণমানের বিষয়ে
এটি ফটোগ্রাফার আশীষ সুলখের জন্য পরিমাণের চেয়ে গুণমানের বিষয়ে
ভ্রমণ ফটোগ্রাফার আশীষ সুলখের জন্য, “কম নিখুঁত, বেশি মানুষ” হল বেঁচে থাকার কথা। একটি খোলাখুলি টেট-এ-টেটে, তিনি আমাদের তার যাত্রা এবং কীভাবে একটি পছন্দের শ্যুটিং গন্তব্য বাছাই করা তার বাচ্চাদের মধ্যে বাছাই করার কথা বলে। প্রশ্ন: ফটোগ্রাফির জগতে আপনার যাত্রা ট্রেস করুন। আপনার ক্যারিয়ারের শুরু বিন্দু কি ছিল? আপনি আজকের সুন্দর ফটোগ্রাফার হওয়ার জন্য কীভাবে এটির কাছে গেলেন?উত্তর: যতদূর ফটোগ্রাফির শুরু…

View On WordPress
0 notes
Text
নববধূর কাছে গিয়ে ছবি তোলায় বরের মার খেলেন ফটোগ্রাফার!
নববধূর কাছে গিয়ে ছবি তোলায় বরের মার খেলেন ফটোগ্রাফার!
নববধূর কাছে গিয়ে ছবি তোলায় বরের মার খেলেন ফটোগ্রাফার! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি সম্প্রতি ভারতে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ক্যামেরাম্যান। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। এরপর ছবি তুলতে তুলতেই হঠাৎ করে কনের অনেকটা কাছে চলে যান ওই ক্যামেরাম্যান। যার কিছুক্ষণ…

View On WordPress
0 notes
Text
Ontim's Photography - Dinajpur Store
দিনাজপুরে পেশাদার ফটোগ্রাফার ফিরোজ ওন্টিমের ফটোগ্রাফি সার্ভিস। বিশেষ মুহূর্তগুলোকে অসাধারণ ফটোগ্রাফিতে রূপান্তরিত করতে এখনই যোগাযোগ করুন: ০১৭২৮৮**** # Dinajpur Store #Ontim's #ফটোগ্রাফি সার্ভিস
1 note
·
View note
Link
0 notes
Link
বর্তমানে অনলাইনে পড়ালেখার পাশাপাশি আয় করার সুযোগ বাড়ছে। হাতে হাতে স্মার্টফোন, ডি.এস.এল.আর ক্যামেরার পাশাপাশি স্মার্টফোন কিনতে গেলেই ক্যামেরা কেমন তা জানা চাই আগে। ফেসবুক ইনস্টাগ্রামে শখের ছবিয়ালদের দেখা মেলে খুব। কেমন হয় যদি শখের বসে তোলা ছবি গুলো থেকে আসে বাড়তি অনলাইন আয়?
ছবি সেল করার সাইট
ছবি সেল করার জন্য বিভিন্ন সাইট আছে। এই সাইটগুলোতে আপনি আপনার আইডি খুলে নিজের সবচেয়ে ভালো তোলা ছবি সেল ��রতে পারবেন। বিভিন্ন বড় বড় ফটোগ্রাফার এবং প্রতিষ্ঠান এই ছবি গুলো কিনে নেয় এবং খুব ভালো দামও দেয়। বিভিন্ন সাইটের মধ্যে iStock Photo, Art Storefronts, SmugMug Alamy, PhotoShelter, Zenfolio এই সাইটগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ছবি সেল করে উপার্জন করছে।
3 notes
·
View notes
Text
অনলাইন থেকে আয় করার ১২ টি উপায়
অনলাইনে আয় করা যায় এটা শুনেই অনেকের মনে কৌতূহল জাগে আমিও অনলাইনে আয় করবো, পরপরই অনেকে আবার এটা খোজার চেষ্টা করে কিভাবে ? এটার সমাধান কেউ পায় আবার অনেকে পায়না। আর যারা পায় তারা হাতে গোনা কিছু তথ্য পায়। হয়তো কেউ পায় ওনলাইনে টি -শার্ট ডিজাইন বানিয়ে আয় করা ,বা ব্যানার, লোগো , ভিজিটিং কার্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু সে এসবে তেমন আগ্রহ নেই তার আগ্রহ অন্য কোন বিষয়ে তাই সে অনলাইনে আয় করা যায় এটার আগ্রহ আর দেখায় না কিন্তু সে যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়েও আয় করা যায় তা হয়তো বা তা জানতে পারেনি তাই আজকে তাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে কি কি উপায়ে আয় করা যায়। আশা করি তুমি যে বিষয়ে আগ্রহ ও অভিজ্ঞতা আছে সে বিষয়টা জানলে অনলাইনে আয় করার যে আগ্রহ তা তরান্বিত হবে তো জেনে নেয়া যাক কি কি তুমি অনলাইনে আয় করতে পারবে।
১।ডিজাইন বানিয়ে অর্থ উপার্জন
তুমি যদি একজন ডিজাইনার হয়ে থাকো তবে তুমি বিভিন্ন ডিজাইন বানিয়ে অনায়াসেই শত শত ডলার কামিয়ে নিতে পারো এজন্য তোমাকে একটা ওয়েব সাইটে ডিজাইন পোস্ট করতে হবে। প্রথমে তুমি ফ্রি ওয়ার্ডপ্রেস এ একাউন্ট খুলে সেখানে তোমার ডিজাইন রেখে সেখান থেকে ফেসবুক শেয়ার , টুইটার শেয়ার, করে কাস্টমারদের নজরে এসে সেসব ডিজাইন বিক্রি করতে পার। এজন্য বেশ কাজ করতে হবে। যেমন প্রিন্টারেস্ট, গ্রাফিক্স বিভার, থিম ফরেস্ট ইত্যাদি সাইটে এ ডিজাইন গুলো শেয়ার করতে হবে।
২। তোমার তোলা ছবির মাধ্যমে অর্থ উপার্জন
যদি তুমি একজন ফটোগ্রাফার হয়ে থাকো, তবে তুমি তোমার তোলা আকর্ষনীয় ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারো। অনলাইনের ডিজাইনার্রা তাদের প্রজেক্টের জন্যে অনেক ছবি খুঁজে থাকেন, তুমি তাদের নিকট তোমার ছবিগুলো বিক্রি করতে পারো। তুমি তোমার ছবিগুলো আই-স্টক-ফটোস্ ওয়েবসাইটের মাধ্যমে বিক্রিও করতে পারো।এরপর কাস্টমাররা দেখবে তোমার সাথে কন্ট্রাক শুরু করে দেবে। এতে একটু সময় লাগবে। তবে যদি তুমি আসলেই অনলাইনে ইনকাম করতে চাও তবে একটু সবুরতো করতেই হবে তাইন��?
৩।পেড রিভিউ-এর মাধ্যমে আয় রোজগার
সার্ভে বা জরিপ একটা পুরাতন পদ্ধতি আর আমার মনে হয় তোমার এ বিষয়ে ধারনা আছে। “সার্ভে” সাইটে তুমি গিয়ে নিবন্ধিত হবে আর সার্ভে বা জরিপ আসার অপেক্ষা করবে; সার্ভে ফর্ম পূরণ করে তোমার মতামত জানাবে, ব্যস তোমার কাজ শেষ! প্রতিটি সার্ভের জন্যে তুমি টাকা পাবে। এখানে, এমন কিছু ব্যবস্থাও আছে যেখানে, ইমেইল পড়ার ও জবাব দেওয়ারও কাজ থাকে। সার্ভে সাইট হিসেবে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে-সার্ভে সেভী।
৪।নিবন্ধ লিখে আয় রোজগার
এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পাঠকদের লেখায় আপডেট হতে থাকে। কোন কোন সাইটে তারা লেখকদের সাথে মুনাফা ভাগ করে নেয়। তুমি এখানে বিভিন্ন নিবন্ধ লিখতে পারো আর তোমার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, তুমি ততো বেশি টাকা লভ্যাংশও ভাগ করে নিতে পার।
৫।পিটিসি বা পেড-টু-ক্লিক এ আয় রোজগার
পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে তুমি ওয়েবসাইট(শুধুমাত্র স্পনসরড্ সাইটগুলো)ব্রাউজ করার জন্যে টাকা পাবে। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। সত্যকথা বলতে কি, এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে। এরা তোমার একেক ইউনিট এডের পেছনে তোমার ব্যয়ের তুলনায় খুবই কম টাকা দেয়। একটা জনপ্রিয় পিটিসি সাইট যারা ভালো অর্থ প্রদানও করে থাকে সেটি হচ্ছে- বাকস্.টু। তবে সাবধানের সাথে কাজ করতে হবে। কারন অনেক সাইট আছে যেখানে কাজ করেও টাকা পাওয়া জায়না। সো বি কেয়ার ফুল।
৬।এফাইলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে অর্থ উপার্জন
এটি একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে কোন পন্যের প্রচার করবে আর যখন পন্য বিক্রি হবে, তখন তুমি এর থেকে কমিশন পাবে। এখানে অনেক আধুনিক আর ভালো পন্য আছে যেগুলো বিক্রি করা যায় আর মানুষ কিনতেও আগ্রহী; তুমি একজন এফাইলিয়েট হয়েও কাজ করতে পারো। তুমি “ক্লিক ব্যাংক”-এর মাধ্যমে একজন এফাইলিয়েট হয়ে পন্য বিক্রয় করতে পারো।
৭।ব্যানার এডস্ বা “ব্যানার” জাতীয় বিজ্ঞাপন বিক্রি করে অর্থ উপার্জন
যদি তোমার একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা তোমার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে দ্বিধাবোধ করবে না। একেই বলে, ব্যানার এডস্ অথবা সরাসরি ইনকামের সুযোগ। তোমার ওয়েবসাইটের জনপ্রিয়তা যতো বেশি হবে তোমার পাঠক সংখ্যা বাড়বে ততো বেশি হবে আর তোমার আয়ও বাড়তে থাকবে।
📷
৮।টুইটার বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন
বিজ্ঞাপনদাতাগণ ��র্তমানে তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো “টুইটার” বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, তোমার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই। এমন অনেক কোম্পানী রয়েছে, যারা টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাক��� যেমন- মেগ-এ-পাই।
৯।গুগল এডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন
গুগল এডসেন্সে অর্থ উপার্জনের জন্যে তোমার একটা সচল ওয়েবসাইট অথবা ব্লগ প্রয়োজন। তুমি নিশ্চয়ই দেখেছো এমন বিলবোর্ড বা পোস্টার যেখানে তারা(জনৈক অসাধু ব্যবসায়ীরা) দাবি করে যে, তুমি এখান ১০ থেকে ২০ ডলার দৈনিক আয় করতে পারবে- এটা সম্পূর্ণ মিথ্যা কথা! গুগল এডসেন্স থেকে ইনকাম হয় তখন যখন, কেউ গুগলের সেসব এডে ক্লিক করে। কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে তোমাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। কিন্তু, তোমাকে সেসব নকল এডসেন্স শেখার জায়গায় এই সেখানো হয় যে, কিভাবে চুরির লেখা দিয়ে একটা নকল ওয়েবসাইট বানাতে হয়, এটাতো আসল নয় কারণ এটা একটা ধোঁকাবাজি।
১০।তোমার মতামত প্রকাশের জন্যে টাকা পাবে
হ্যাঁ, এটিই নতুন দিনের আয় রোজগার মাধ্যম, এখন তুমি টাকা নিয়ে যেকোন ওয়েবসাইট বা কোম্পানীর ব্যাপারে তোমার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলো তোমার ব্লগে। পেড রিভিউ সাইটগুলো কল্যাণে, এখন তারা(কোম্পানী বা ওয়েবসাইটগুলো) তোমাকে তাদের ব্র্যান্ড, পন্য বা ওয়েবসাইটের বিষয়ে লেখার জন্যে অর্থ পরিশোধ করবে। তোমার এই মতামত বা ব্লগ তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা। এরকম একটা জনপ্রিয় পেড্ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক।
১১।ইউটিউব থেকে টাকা উপার্জন
অনলাইনে ঘরে বসে আয় করার অনেক উপায় আছে। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে ঘরে বসেই খুব সহজে কিছু টাকা উপার্জন করতে পারবে। সম্প্রতি সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো YouTube এ ভিডিও আপলোড করে টাকা উপার্জন । তুমিও খুব সহজেই YouTube থেকে টাকা উপার্জন করতে পারবে। ইউটিউবে ভিডিও আপলোড করতে চাইলে তোমাকে যা করবে হবে তা হলো ভিডিও বানানো। ভিডিও তৈরীর জন্য ্তোমাকে দুটি উপায় অবলম্বন করতে হবে। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটারের সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও Editing এর মাধ্যমে ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড। তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, তোমার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালো মানের হতে হবে। কারও কোন ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে তুমি YouTube এর কাছে কপিরাইটের দায়ে ফেসে যেতে পারো।
📷
১২।ফ্রি-লেন্সিং বা অস্থায়ী কর্মী হিসেবে অর্থ উপার্জন
ঘরে বসে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। তোমার যদি ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন অথবা এড্মিনিস্ট্রেশন বা তদারকির কাজে দক্ষতা থাকে তাহলে, তুমি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারো।
এখন প্রশ্ন আসতে পারে যে আমি অনলাইনে কত টাকা আয় করতে পারবো?
এটা তোমার পরিশ্রম, দক্ষতা আর পদ্ধতির উপর নির্ভর করবে, তুমি চাইলে ৫০০০ থেকে ১০,০০০ টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আয় সম্পূর্ণ নির্ভর করে তোমার বিশ্বস্ততা ও পরিশ্রমের উপর। এখন, তুমি চাইলে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা বা উপরে ১,০০০০০ প্রতি মাসে উপার্জন করতে পারো।
অনলাইনে টাকা উপার্জন করে কিভাবে টাকা পাওয়া যাবে তার জন্য কিছু পথ বাতলে দিচ্ছি ।
১।চেকে টাকা পাওয়া
এটা একটা ব্যাংকের চেক যেটি তুমি যেকোন ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবে। এডসেন্স ও অন্যন্য সাইট এরকম চেকে টাকা পাঠিয়ে থাকে। এটা বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় মাধ্যম।
📷
২।পেপেল-এর মাধ্যমে টাকা পাওয়া
পেপেল টাকা পাওয়ার একটি জনপ্রিয় মাধ্যম, যেটি তোমাকে অনলাইনে টাকা পেতে সাহায্য করবে। অবশ্য, এখনও পেপেল বাংলাদেশে আসেনি কিন্তু শীঘ্রই আসবে। ৩।পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টারকার্ড
এটা বাংলাদেশে অনলাইনের টাকা পাওয়ার জন্যে নতুন একটা রাস্তা। তুমি অডেস্ক থেকে মাস্টারকার্ড পেয়ে সেই কার্ড থেকে টাকা উঠাতে পারো। পড়ে নাও-বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রাপ্তি।
৪।মানিবুকারস্ থেকে টাকা প্রাপ্তি
মানিবুকারস্ অনেকটা পেপেলের মতোই আর এটা তোমার ব্যাংক একাউন্টের মতনও। বাংলাদেশে এটা প্রচলিত আছে। মানিবুকারস্
৫।এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া
এটিও পেপেলের মতোই আর বাংলাদেশে প্রচলিত আছে। তুমি এর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উঠাতে পারো। এলার্টপে
৬।ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি
পেপেলের মতোই…ই-গোল্ড
16 sites to earn online through designing and selling online
How to sell graphic designs without bids and earn money
1 note
·
View note