#প্রমিতবাংলা
Explore tagged Tumblr posts
meritcareacademy · 2 months ago
Text
Tumblr media
প্রমিত বাংলা বানানের নিয়ম:
১। তৎসম শব্দসমূহ যথাযথ ও অপরিবর্তিত অবস্থায় থাকবে।
যেমন: কারণ, হরিণ।
২. যেসব তৎসম শব্দে ই/ঈ এবং উ/ঊ উভয় শুদ্ধ, সেসব শব্দে কেবল ই বা উ কার ব্যবহৃত হবে।
যেমন: কিংবদন্তি, হাতি, চিৎকার, পাণ্ডিত্য, পদবি।
৩. রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন: অর্জন, অর্থ, কর্দম, কর্তন, সূর্য।
৪. পদের শেষে বিসর্গ বসবে না।
যেমন: প্রথমত, সাধারণত। তবে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকলে বিসর্গ থাকবে।
যেমন: উঃ, বাঃ।
৫. তৎসম শব্দের বানানে ষ-ত্ব বিধির নিয়ম মানা আবশ্যক, কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধি মেনে চলার কোনো প্রয়োজনীয়তা নেই।
যেমন: শৌখিন, মসলা।
0 notes