#প্রধান প্রধান তাগুত কারা?
Explore tagged Tumblr posts
Photo
তাগুতকে অস্বীকার করা তাওহীদের অন্যতম প্রধান রুকন
#Tagut #তাগুত’ শব্দটি এসেছে আরবি ‘তুগইয়ান’থেকে। এর অর্থ সীমা লঙ্ঘন।, আল্লাহকে ছাড়া যে ব্যক্তি, বস্তু বা জীবের উপাসনা করা হয়, তা-ই ‘তাগুত’। ঈমানের পথ পরিহার করে কুফরের দিকে ধাবিত হওয়ার নাম ‘তাগুত’। মহান আল্লাহ ছাড়া অন্য কোনো জীব বা পদার্থকে প্রভু হিসেবে মেনে নেওয়া কিংবা উপাসনা করার নাম ‘তাগুত’। আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও ‘তাগুত’ বর্জন করো। অতঃপর ... মিথ্যারোপকারীদের কী পরিণতি হয়েছিল। [সুরা : নাহল, আয়াত : ৩৬ মহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রত্যেক জাতির কাছেই প্রতিনিধি পাঠিয়েছেন। তাঁদের প্রতি বিশেষভাবে দুটি নির্দেশনা ছিল—এক. মহান আল্লাহর ইবাদত করা। দুই. ‘তাগুত’ বর্জন।https://www.youtube.com/watch?v=cYy0-o94Ey0
#Denying Taghut is one of the main pillars of Tauhid#তাগুতকে অস্বীকার করা তাওহীদের অন্যতম প্রধান রুকন#তাগুতকে অস্বীকার করা#তাগুতের পরিচয় ও প্রকারভেদ#প্রধান প্রধান তাগুত কারা?
0 notes
Link
'লা- ইলাহা ইল্লাল্লাহর প্রধান দাবি তাগুতকে বর্জন - লা- ইলাহা ইল্লাল্লাহ (لآ اِلَهَ اِلّا اللّهُ) এর প্রদান দাবি হচ্ছে তাগুতকে বর্জন করা, যা বাক্যটির প্রথম অংশেই বলা হয়েছে। তাগুত হচ্ছে ঐসব ব্যক্তি, যারা মানুষকে আল্লাহ ব্যতীত নিজেদের আনুগত্যের দিকে আহ্বান করে এবং আল্লাহর আইনের বিপরীতে নিজেরাই আইন তৈরি করে মানুষকে তা মেনে চলতে বাধ্য করে। "আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য ও ইবাদাত এবং আল্লাহর জন্য দ্বীনকে একনিষ্ঠ করার পরিবর্তে যাদের আনুগত্য ও ইবাদাত করা হয় অথবা আল্লাহর ইবাদাতের সঙ্গে যাদেরকে মাধ্যম হিসেবে অথবা আল্লাহর অংশীদার হিসেবে আনুগত্য করা হয় তারা সকলেই তাগুত। প্রধান প্রধান তাগুত ১। শয়তান : গাইরুল্লাহর ইবাদতের দিকে আহ্বানকারী শয়তান। ২। শাসক : আল্লাহর আইন পরিবর্তনকারী জালেম শাসক। ৩। বিচারক : আল্লাহর নাযিলকৃত বিধান বা আইন ছাড়া যে বিচার ফায়সালা করে। ৪। গণক : যাদুকর, জ্যোতিষী অথবা আল্লাহ ছাড়া যে ব্যক্তি ইলমে গায়েব। জানে বলে দাবী করে। ৫। পীর-ফকীর, দরবেশ, সন্ন্যাসী প্রবৃত্তি ও বাপদাদার অন্ধ অনুসরণ। https://www.youtube.com/watch?v=ZJoMFD1kwcQ
#Tagut#তাগুতের বৈশিষ্ট্য#Taghut#তাগুতের বৈশিষ্ট্য কি কি?#তাগুতের বৈশিষ্ট্য কি#তাগুতকে বর্জন তাওহীদের প্রধান রোকন#ঈমান আনার আগে তাগুতকে বর্জন করতে ��বে#'লা- ইলাহা ইল্লাল্লাহর প্রধান দাবি তাগুতকে বর্জন#প্রধান প্রধান তাগুত কারা?#characteristics of Taghut
0 notes
Link
লা- ইলাহা ইল্লাল্লাহ (لآ اِلَهَ اِلّا اللّهُ) এর প্রধান দাবি কী?
- লা- ইলাহা ইল্লাল্লাহ (لآ اِلَهَ اِلّا اللّهُ) এর প্রদান দাবি হচ্ছে তাগুতকে বর্জন করা, যা বাক্যটির প্রথম অংশেই বলা হয়েছে।
তাগুত কাকে বলে?
- তাগুত হচ্ছে ঐসব ব্যক্তি, যারা মানুষকে আল্লাহ ব্যতীত নিজেদের আনুগত্যের দিকে আহ্বান করে এবং আল্লাহর আইনের বিপরীতে নিজেরাই আইন তৈরি করে মানুষকে তা মেনে চলতে বাধ্য করে।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, "তাগুত হচ্ছে ঐ সকল উপাস্য, নেতা-নেত্রী যাদের আনুগত্য করতে গিয়ে সীমালঙ্ঘন করা হয়। আল্লাহ এবং তাঁর রাসূলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার-ফায়সালা চাওয়া হয় অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করা হয়।
অথবা আল্লাহর পক্ষ থেকে কোন দলিল-প্রমাণ ছাড়া যাদের আনুগত্য করা হয়। অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গাইরুল্লাহর আকীদাহ ইবাদাত করা হয়। এরাই হলো পৃথিবীর বড় বড় তাগুত।তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য কর তবে অধিকাংশ মানুষকেই দেখতে পাবে যে, তারা আল্লাহর ইবাদাতের পরিবর্তে তাগুতের ইবাদাত করে। আল্লাহ এবং তাঁর রাসূলের কাছে (কুরআন ও সুন্নাহর কাছে) বিচারফায়সালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার-ফায়সালা নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য করে। আল্লাহর নির্দেশ অমান্য করে তাগুতের নির্দেশ পালন করে।" [১]মুহাম্মাদ হামেদ আল-ফী (রহ.) বলেন, তাগুত সম্পর্কে সালাফদের বিভিন্ন বক্তব্য থেকে যা জান�� যায় তার সারমর্ম হলো:"আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য ও ইবাদাত এবং আল্লাহর জন্য দ্বীনকে একনিষ্ঠ করার পরিবর্তে যাদের আনুগত্য ও ইবাদাত করা হয় অথবা আল্লাহর ইবাদাতের সঙ্গে যাদেরকে মাধ্যম হিসেবে অথবা আল্লাহর অংশীদার হিসেবে আনুগত্য করা হয় তারা সকলেই তাগুত।এ তাগুত জিন শয়তান, মানুষ শয়তান, গাছ, পাথর ইত্যাদি সবই হতে পারে। এমনিভাবে আল্লাহর আইন বাতিল করে মানবরচিত সকল আইন-কানুন অবশ্যই এই তাগুতের অন্তর্ভুক্ত।যেমন: আল্লাহর হুদুদ, হাদ্দল কিসাস (খুনের বদলে খুন), হাদুস সারিকা (চোরের হাত কাটার বিধান), হাদ্য যিনা (যিনা-ব্যভিচারের শাস্তি)। এমনিভাবে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করা। যেমন, সুদকে হালাল করে দেয়া, যিনা-ব্যভিচারকে হালাল করে দেয়া।মানবরচিত সকল আইন-কানুন যেমন তাগুত, তেমনিভাবে যারা এগুলো তৈরি করেছে, যারা এ সকল মানবরচিত আইনে বিচার-ফায়সালা করে সেসব বিচারক এবং যারা মানবরচিত আইনের বিচার-ফায়সালাকে বাস্তবায়ন করে সে সকল বাহিনী এবং যারা এই মানবরচিত সংবিধান পরিচালনায় সক্রিয়ভাবে জড়িত তারাও তাগুত।এমনিভাবে আল্লাহর নাযিলকৃত বিধানের পরিবর্তে যে সকল আইনের বই রচনা করা হয়েছে সে বইগুলো এবং যারা এগুলো রচনা করেছে চাই তারা জেনে-বুঝে রচনা করুক বা বুঝে করুক তারা সকলেই রাসূলুল্লাহ যে সত্য নিয়ে এসেছিলেন তা হতে লোকদেরকে ফিরিয়ে রাখার কারণে অর্থাৎ আল্লাহর ইবাদাত ও আনুগত্য থেকে ফিরিয়ে গায়রুল্লাহর ইবাদাত ও আনুগত্যের দিকে আহ্বান করার কারণে তাগুত বলে বিবেচিত। [২]
প্রধান প্রধান তাগুত কারা?
- বৈশিষ্ট্যের দিক দিয়ে তাগুতের সংখ্যা অনেক। তবে ইমাম মুহাম্মাদ ইবনে আবদুল ওয়াহহাব (রহ.) পাঁচ ধরনের তাগুতকে প্রধান তাগুত হিসেবে চিহ্নিত করেছেন, যা উলামাদের নিকট সবচেয়ে গ্রহণযোগ্য। সেগুলো হলো:১। শয়তান : গাইরুল্লাহর ইবাদতের দিকে আহ্বানকারী শয়তান।
২। শাসক : আল্লাহর আইন পরিবর্তনকারী জালেম শাসক।
৩। বিচারক : আল্লাহর নাযিলকৃত বিধান বা আইন ছাড়া যে বিচার ফায়সালা করে।
৪। গণক : যাদুকর, জ্যোতিষী অথবা আল্লাহ ছাড়া যে ব্যক্তি ইলমে গায়েব।
জানে বলে দাবী করে।
৫। পীর-ফকীর, দরবেশ, সন্ন্যাসী প্রবৃত্তি ও বাপদাদার অন্ধ অনুসরণ।▬▬▬▬●◈●▬▬▬▬১. এ'লামুল মুওক্কেঈন: ১/১৫০২. হাশিয়া ফাতহুল মুজিদ, পৃ: ২৮২বইঃ আকীদাহ: শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী। (Salafi/Ahle Hadith)
#Tagut#লা- ইলাহা ইল্লাল্লাহ (لآ اِلَهَ اِلّا اللّهُ) এর প্রধান দাবি কী?#তাগুত কাকে বলে?#প্রধান প্রধান তাগুত কারা?
0 notes