#পার্সোনাল লোন
Explore tagged Tumblr posts
shongjogyou · 2 years ago
Text
পার্সোনাল লোন কি এবং কিভাবে নিবেন?
পার্সোনাল লোন কি এবং কিভাবে নিবেন?
প্রয়োজনীয় কাজে পারসোনাল লোন একটি অন্যতম উপায়। হোমলোন কিংবা গাড়ি ক্রয় লোনের বাইরেও পারসোনাল লোনের যথেস্ট চাহিদা রয়েছে। ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়া তুলনামূলক সহজ। তবে পার্সোনাল লোন-এর রেট অফ ইন্টারেস্ট বেশি। ব্যাংকগুলো পার্সোনাল লোন প্রদান করে সহজ শর্তে। পার্সোনাল লোন আপনি যে কোন উদ্দেশ্যে বা প্রয়োজনে নিতে পারবেন। যেমন –বিদেশে ভ্রমন বা জরুরি চিকিৎসার জন্য, বিবাহ খরচ ব্যয় করার জন্য বা…
Tumblr media
View On WordPress
0 notes
biborun · 6 months ago
Text
সোনালী ব্যাংক পার্সোনাল লোন ফরম ২০২৪ । Sonali Bank Personal Loan Form 2024
সোনালী ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে অনেক জানতে চান ? সোনালী ব্যাংক আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ সুদের বিনিময়ে আপনাকে ঋণ প্রদান করে। এখান থেকে বিভিন্ন ধরনের ঋণের সুবিধা পাবেন। কিন্তু এই সুবিধা পেতে হলে আপনাকে তাদের কিছু শর্ত বা পার্সোনাল লোন ফরম ফিলাপ করতে হবে। যা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে অনেকটাই আলাদা। আপনারা এই সঠিক তথ্য জানতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোথাও সঠিক তথ্য মেলেনি। তাহলে আমি বলব আপনি এবার সঠিক জায়গায় এসেছেন। কারন,
আপনাদের সুবিধার্থে আজকের আর্টিকেলে আমরা পার্সোনাল লোন কি, সোনালী ব্যাংক পার্সোনাল লোন ফরম, সোনালী ব্যাংক পার্সোনাল লোন নিতে কি কি লাগে, কোন কোন ক্ষেত্রে পার্সোনাল লোন নেওয়া যায়, সোনালী ব্যাংক পার্সোনাল লোন সময় কত, সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের পরিমাণ কত, পার্সোনাল লোনের জন্য EMI নিয়ম কি ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশাকরি, আর্টিকেলটি মনোযোগ সহ পরলে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক:
0 notes
alaminmiatanga · 8 months ago
Link
সোনালী ব্যাংক ব্যক্তিগত লোনের কাগজপত্র – Documents for sonali Bank Personal Loan – লোন কাগজপত্র ২০২৩পার্সোনাল লোনের আবেদন ফরম – পার্সোনাল ঋণ প্রকল্পের আওতায় ঋণের আবেদন ফরম সোনালী ব্যাংকের শাখা হতে সংগ্রহ করতে হবে। যেখানে নাম ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, চাকুজীবীদের ক্ষেত্রে চাকুরী সংক্রান্ত তথ্যাদি, ব্যবসায়ী ও অন্যান্যদের ক্ষেত্রে পেশার বিবরণ ও মাসিক আয় ইত্যাদি উল্লেখ করতে হয়। সোনালী ব্যাংকের প্রতি আবেদন পত্র।
0 notes
loandarkar · 3 years ago
Text
পিএনবি পার্সোনাল লোন অফার ১৫ লক্ষ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যক্তিগত ঋণ কিভাবে নিবেন
পিএনবি পার্সোনাল লোন অফার ১৫ লক্ষ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যক্তিগত ঋণ কিভাবে নিবেন
পিএনবি পার্সোনাল লোন: বন্ধুরা, এই পোস্টটিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিভাবে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন পাওয়া যায়, কি কি সুবিধা অসুবিধা রয়েছ্‌ কতদিনের জন্য লোন পাওয়া সম্ভব,রেট অফ ইন্টারেস্ট কত, কিভাবে আবদন করবেন- এসব বিভিন্ন তথ্য এই পোষ্টটিতে শেয়ার করা হলো। সমস্ত বিষয়গুলি পরিষ্কার ভাবে জানার জন্য সম্পূর্ন পোস্ট ভালোভাবে পড়ুন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণগ্রহীতাকে তাদের ব্যক্তিগত…
Tumblr media
View On WordPress
1 note · View note
simplycash1 · 2 years ago
Link
আপনার আপৎকালীন প্রয়োজন মেটাবার জন্য অনলাইনে ১.৫ লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিন! SimplyCash মোবাইল অ্যাপ অনলাইনে কয়েক মিনিটের মধ্যে পেপারলেস পদ্ধতিতে পার্সোনাল লোন পাবার একটি উপায়। পরিশোধের সময়সীমা নমণীয় হওয়ায় ইএমআই দেবার জন্য কোন অতিরিক্ত চাপ নেই। আপনার বহুবিধ আর্থিক প্রয়োজন মেটাতে আজই SimplyCash ইনস্টল করুন।
0 notes
gazipur-kotha · 2 years ago
Link
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) সহযোগিতায় ডিজিটাল পার্সোনাল লোন চালুর মাধ্যমে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য ল্যাপটপ কেনা সহজ করেছে ব্র্যাক ব্যাংক।
0 notes
bhawalerkontho · 2 years ago
Link
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) সহযোগিতায় ডিজিটাল পার্সোনাল লোন চালুর মাধ্যমে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য ল্যাপটপ কেনা সহজ করেছে ব্র্যাক ব্যাংক।
0 notes
airinakter7days · 4 years ago
Link
Government Job Circular, Private Job, BD Job Circular, Recent Govt Job Circular, Bangladesh Government Job, BD Govt Job Circular, New Job Circular সরকারী বেসরকারী চাকরিজীবীগণ নিজের প্রয়োজনে যে কোন ব্যাংক হতে নিতে পারেন পার্সোনাল লোন বা ব্যাক্তিগত লোন এক সপ্তাহের মধ্যেই !
0 notes
shongjogyou · 2 years ago
Text
সঠিক আর্থিক সার্ভিস নির্বাচনে করনীয়
আর্থিক সার্ভিস পেতে হলে গ্রাহককে প্রথমেই আর্থিক সার্ভিস নির্বাচনে যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে যতক্ষন না পর্যন্ত গ্রাহক অবগত থাকেন কোন ধরনের আর্থিক সার্ভিস গ্রাহকের দরকার। এক্ষেত্রে মনে রাখা ভালো, সঠিক আর্থিক সার্ভিস যেমন আয়বর্ধকে সহায়তা করে অন্যদিকে, ভুল আর্থিক সার্ভিস আয় নিরোধোক হিসেবে কাজ করবে। আর্থিক সার্ভিস পেতে বিড়ম্বনা লেখায় আর্থিক সার্ভিস নির্বাচনের বি��্রান্তির ব্যাপারে বিস্তারিত বলা হয় নি। আর্থিক সার্ভিস নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরী। যেমন,
কোন ধরনের আর্থিক সার্ভিসটি দরকার? প্রশ্নটির উত্তর নিজেই দিতে পারবেন যদি আপনি অবগত থাকেন কোন আর্থিক সার্ভিসটি আপনার জন্য যথাপোযুক্ত হবে। ধরা যাক, আপনার ঋণ দরকার। যদি ব্যবসা বাড়াতে আর্থিক সার্ভিস প্রয়োজন পড়ে তাহলে ব্যবসায় ঋণ অথবা উদ্যোক্তা ঋণ আপনার জন্য, অন্যদিকে নিজেস্ব প্রয়োজনে আছে পার্সোনাল লোন, বাড়ি নির্মান বা ক্রয়ের জন্য হোম লোন, গাড়ি ক্রয় করার জন্য কার লোন ইত্যাদি। এক্ষেত্রে বিভিন্ন খাতের ঋনের সুদের হার, ঋণ পরিশোধের সময়কাল ইত্যাদির ভিন্নতা হতে পারে।
যোগ্যতা এবং সময়কাল! আর্থিক সার্ভিস গ্রহনের ক্ষেত্রে ব্যাংক বা যে কোন আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট যোগ্যতা এবং কিছু শর্ত পূরণ করতে হয়। তা ছাড়া সার্ভিস গ্রহন করা অনেকক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায়। যেমন,
গ্রাহকের আয়,
আয়ের উৎস,
ঋণ পরিশোধ করার ক্ষমতা,
যথাযথ গ্যারান্টার বা জামানতকারী,
সম্পদের পরিমাণ
এসব ছাড়াও আরও কিছু শর্তাবলির উপরে নির্ভর করে থাকে আর্থিক সার্ভিসটি পাবার ক্ষেত্রে। এক্ষেত্রে গ্রাহকের সামর্থ অনুযায়ী বিবেচনা করে আর্থিক সার্ভিসটি গ্রহন করা উচিত। তা না হলে গ্রাহকের কাছে আর্থিক সেবাটি বোঝা হয়ে দাঁড়াবে। এছাড়াও আর্থিক সার্ভিসের সময়েকাল ভেদে সার্ভিসের ভিন্নতা হতে পারে। ঋনের ক্ষেত্রে সময়কাল নির্বাচন করা গুরুত্বপূর্ন একটি বিষয়। ঋনের সময়েকালের উপরে গ্রাহকের প্রবৃদ্ধি নির্ভর করে থাকে।
নথিপত্র(ডকুমেন্টস) সংগ্রহ আর্থিক সার্ভিসের ভিন্নতার হিসেবে ডকুমেন্টস সংগ্রহ এবং এসকল কাগজপত্রের ভিন্নতা দেখা যায়। তাই কোন ধরনের আর্থিক সার্ভিসে কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এ ব্যাপারে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা ভালো। প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেবার পরে একটি নির্দিষ্ট কার্যদিবস পরে গ্রাহকগণ আর্থিক সার্ভিসটি পেয়ে থাকেন। এর মধ্যে এইসকল ডকুমেন্টস কয়েক ধাপে ভ্যারিফিকেশন করা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টসের অভাবে কিংবা নির্দিষ্ট কার্যদিবসের শেষেও আর্থিক সার্ভিসটি পেতে বিলম্বনা হয়ে থাকে।
উপরোক্ত সমস্যার একটি নতুন সমাধান হচ্ছে “সংযোগইউ (SHONGJOGyou)”। সংযোগইউ হচ্ছে অনলাইন ই-ফিন্যান্স সার্ভিস প্লাটফর্ম যার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ঋণ সহ যে কোন আর্থিক সার্ভিস সম্পর্কিত সকল তথ্য জানা ও গ্রহন করা যাবে। সংযোগইউর মাধ্যমে ঋণ বা যে কোন আর্থিক সার্ভিস গ্রহণের ক্ষেত্রে গ্রাহক সঠিক আর্থিক সার্ভিসসমূহ যাচাই এবং তুলনা করতে পারবে। ফলে সঠিক আর্থিক সার্ভিস গ্রহন করা যাবে আরও সহজে। আপনার এলাকার ��কল আর্থিক সার্ভিসের ব্যাপারে জানতে আজই রেজিস্ট্রেশন করুন আমাদের ওয়েবসাইটে এবং খুঁজে নিন আপনার সক্ষমতা অনুযায়ী উপযুক্ত আর্থিক সার্ভিসটি।
Tumblr media
0 notes
monaz · 4 years ago
Text
👗 আজকে আনস্টিচ জয়পুরী ও সুতি লোন এবং ডিজিটাল প্রিন্টের সফট কাপড়ের কিছু কালেকশন নিয়ে হাজির হলাম। থ্রি পিস গুলোর কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর। সব বয়সীদেরকে মানাবে।
👗খুবই রিজনেবল প্রাইজে প্রিয়জনকে গিফট দেয়ার জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য দারুণ।
👍বিঃদ্রঃ কিনতে আগ্রহীরা ইনবক্স করুন অথবা কমেন্টে জানান। কিন্তু অযথা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না।
☘️ফটোগ্রাফিক আলোর কারণে বা আপনার মনিটর সেটিংসের কারণে পণ্যের রঙ কিছুটা আলাদা হতে পারে।
📝 পণ্য কুরিয়ার এর পর আপনাদেরকে মেমোর ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে মেসেঞ্জারে। ডেলিভারি নেওয়ার সময় প্রোডাক্ট চেক করে টাকা দিবেন।
কোনো সমস্যা থাকলে সাথে সাথেই আমাদের কল দিবেন। নতুবা
পরবর্তীতে প্রোডাক্ট চেঞ্জ অথবা রিটার্ন হবে না। আমাদের পেইজের লিঙ্কঃ http://fb.me/ZakiasDreams/
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
alaminmiatanga · 4 years ago
Link
সোনালী ব্যাংক হতে পার্সোনাল লোন এখন ১০ (দশ) লক্ষ টাকা নেয়া যাবে।
0 notes
loandarkar · 3 years ago
Text
এসবিআই মুদ্রা লোন কিভাবে পাওয়া যায় । প্রধানমন্ত্রী মুদ্রা লোন অনলাইন আবেদন। Mudra loan online apply।
এসবিআই মুদ্রা লোন কিভাবে পাওয়া যায় । প্রধানমন্ত্রী মুদ্রা লোন অনলাইন আবেদন। Mudra loan online apply।
এসবিআই মুদ্রা লোনঃ বন্ধুরা ব্যবসা করছেন বা নতুন ব্যাবসা শুরু করতে যাচ্��েন, হঠাৎ টাকার প্রয়োজন পড়েছে, চিন্তা করছেন কোথায় পাব। আর চিন্তার কারন নেই, মুদ্রা লোন এসে গিয়েছে। হাত বাড়ালেই টাকা, এমনকি বাড়িতে বসেই। এসবিআই মুদ্রা লোন হলো ছোট এবং মাঝারি মাপের ব্যবসায়ীদের জন্য একটি উল্লেখযোগ্য বিজনেস লোন যা ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক প্রদান করা হয় । Micro Units Development and Refinance Agency…
Tumblr media
View On WordPress
0 notes
few-favorite-things · 4 years ago
Photo
Tumblr media
ICICI Bank Video KYC: আরও ডিজিটাল গ্রাহক পরিষেবা, ‘ভিডিয়ো KYC’ ব্যবস্থা চালু করল এই ব্যাংক – icici bank launches video kyc facility for customers এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে বৃহস্পতিবার 'ভিডিয়ো KYC' পরিষেবা চালু করল আইসিআইসিআই ব্যাংক। প্রাথমিকভাবে নতুন সেভিংস বা স্যা��ারি অ্যাকাউন্ট খোলা এবং পার্সোনাল লোনের ক্ষেত্রে গ্রাহকরা এই 'ভিডিয়ো KYC'-র সুবিধা পাবেন। এ ছাড়া 'অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড'-এর আবেদনকারীদেরও 'ভিডিয়ো KYC' সুযোগ দেওয়া হবে জানিয়েছে বেসরকারি এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি। তবে খুব শীঘ্রই অন্যান্য ধরনের ক্রেডিট কার্ড, হোম লোন এবং অন্যান্য খুচরো পণ্যের ক্ষেত্রে ‘ভিডিয়ো KYC’ চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা।
0 notes
agambarta · 6 years ago
Text
স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
স্নাতক পাসে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘রিলেশনশিপ অফিসার’ পদে এই নিয়োগ দেও���়া হবে। সব যোগ্য প্রার্থী আবেদন করতে পারেন।
পদের নাম
রিলেশনশিপ অফিসার-পার্সোনাল লোন/ অটো লোন/ হোম লোন
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর…
View On WordPress
0 notes
shongjogyou · 2 years ago
Text
কিভাবে লোন পাবেন?
ব্যাংক এর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে লোন অন্যতম। শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনেই ব্যাংক ঋণের প্রয়োজন হয় না, ব্যক্তিগত প্রায় সব কাজেই ব্যাংক ঋণের প্রয়োজন হয়। কিন্তু ব্যাংক লোন পাওয়ার প্রক্রিয়াটি একটু জটিল। যেকোনো ধরণের ভুল লোন পাওয়ার প্রক্রিয়াটিকে যেমন আরও জটিল করে দিতে পারে, তেমনি আপনার লোনের আবেদনটি প্রত্যাখ্যাতও হতে পারে।  আপনার  যদি লোন নেয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি কত টাকা ঋণ নিতে চাচ্ছেন, কত দিনের মধ্যে আপনার ঋণের টাকা দরকার এবং কত দিনে পরিশোধ করবেন বা মাসে সর্বোচ্চ কত বহন করতে পারবেন সে সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। ব্যাংক লোন পাওয়ার উপায় সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলে খুব সহজেই লোন পেতে পারেন। আমাদের আজকের নিবন্ধনে আমরা ব্যাংক লোন পাওয়ার উপায় গুলো নিয়ে আলোচনা করব।
ব্যাংক লোন পেতে করণীয়:
ব্যাংক লোন পেতে প্রথমেই যেটা করনিয় তা হলো, আপনি কি উদ্দেশ্যে লোন নিতে চাচ্ছেন। অর্থাৎ আপনি কোন ধরণের লোন কি উদ্দেশ্যে নিতে চান সেটি আপনাকে ঠিক করে নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে লোনগুলো পাবেন সেগুলো হলো-
পার্সোনাল লোন: ( যে কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য )
বিজনেস লোন: ( ব্যবসা-বাণিজ্যের জন্য )
হোম লোন: ( বাড়ি কেনার জন্য )
অটো লোন: ( গাড়ি কেনার জন্য )
প্রবাসী লোন: ( বিদেশে যাওয়ার জন্য )
এডুকেশন লোন বা স্টুডেন্ট লোন: ( পড়াশুনার জন্য )
কৃষি ঋণ।
কুইক লোন
এস-এমই লোন ( ক্ষুদ্র ও মাঝারী শিল্পের জন্য)
উপরে উল্লেখিত লোন গুলোর যেটি ই আপনি নিতে চান না কেন, সেটা নিতে পারবেন দুই ভাবে। একটি হলো দীর্ঘমেয়াদী লোন এবং স্বল্পমেয়াদী লোন । দীর্ঘমেয়াদী লোন এক বছরের অধিক সময়ের জন্য দেওয়া হয়। আর স্বল্পমেয়াদী লোন এক বছরের কম সময়ের জন্য দেয়া হয়।
কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নেবেন তা নির্ধারণ করুন:
আপনার প্রয়োজনীয় লোনটি কারা সবচেয়ে সহজ শর্তে দিচ্ছে সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। নিকটস্থ  কোন প্রতিষ্ঠান থেকে লোন নিবেন সেটি আপনাকে আগে থেকেই নির্বাচন করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়,  একটি ব্যাংক সব ধরণের লোন প্রদান করে না। আবার, যদি ��্রদান করেও সহজ শর্তে লোন পাওয়া সব গ্রাহকের জন্য সহজ হয় না। তবে এখন কিছু ব্যাংক বা নন ব্যাংক অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যেমন বিভিন্ন ধরনের NGO, ব্যবসায়ের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে। আবার অনেক ব্যাংকই পার্সোনাল লোন বা স্যালারি লোনের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে। লোন নেয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকই ভাল সেবা প্রদান করে থাকে । যদিও ব্যাংক ছাড়াও অন্য প্রতিষ্ঠানও লোন প্ৰদান করে থাকে। লোন নেয়ার পূর্বে অবশ্যই বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুদের হার এবং প্রোর্সসিং ফি সহ আনুষঙ্গিক খরচাদি কত হবে তা জেনে নিতে হবে। যে আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার এবং প্রসেসিং ফী কম সেই প্রতিষ্ঠানকেই লোন নেয়ার জন্য নির্বাচন করতে হবে। একটি বিষয় মাথায় রাখবেন, লোন যত দীর্ঘমেয়াদী হবে ততই আপনার জন্য সহজ এবং ভালো হবে।
লোন পাওয়ার শর্তগুলো জেনে নিন:
লোন পেতে গেলে আপনাকে অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের সকল শর্তসমূহ পূরণ করতে হবে। তাই আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার আগে তাদের কি কি শর্ত আছে তা জেনে নিতে হবে এবং সেগুলো আপনি পূরণ করতে পারবেন কি না সে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এক এক আর্থিক প্রতিষ্ঠান এক এক রকম শর্ত প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠানের শর্তগুলো পূরণ করতে পারবেন বলে মনে করেন সেই প্রতিষ্ঠানের কাছে লোনের জন্য আবেদন করুন।
 প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখুন:
প্রায় সব ব্যাংক লোনের ক্ষেত্রেই একই ধরনের কাগজপত্রের দরকার হয়। এটা অনেকটাই নির্ভর করে আপনি কি ধরনের লোন নিচ্ছেন এবং কোথা থেকে নিচ্ছেন তার উপর। ব্যাংক লোন পেতে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র সমুহ হলোঃ
স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম
সম্প্রতি তোলা ছবি
জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি
স্যালারি সার্টিফিকেট
ইনকাম ট্যাক্স রিটার্ন অনুলিপি
অফিস আইডি ফটোকপি (ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য)
চেক-বুক পেজ
ব্যাংক স্টেটমেন্ট
ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য)
যেকোনো ইউটিলিটি বিল এর কপি
এছাড়াও লোন নেওয়ার জন্য যিনি লোন নিচ্ছেন, তার পক্ষ থেকে একজন গেরান্টর এবং একজন নমিনী যুক্ত করতে হয়। গেরান্টর এবং নমিনীর ছবি, এনআইডি, অফিস আইডি, ইত্যাদি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। কোন কারণে যদি লোন গ্রহীতা লোন পরিশোধে ব্যর্থ হয়, তবে ব্যাংকের কাছে গেরান্টর জবাবদিহি করতে হয়। এছাড়া উইটনেস বা সাক্ষীর ও দরকার হয়।
আরো যেসব বিষয় খেয়াল রাখতে হবে:
কি পরিমাণ লোন পরিশোধ করবেন তা ক্রেডিট স্কোর এর উপর নির্ধারণ করা হয়। তাই লোন নেওয়ার সময় ক্রেডিট স্কোর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
লোন প্রক্রিয়ায় প্রযোজ্য প্রসেসিং চার্জ সম্পর্কে জেনে নিতে হবে।
লোন পরিশোধে দেরি হলে সাধারণত ৫ থেকে ১০ শতাংশ লেট পেমেন্ট চার্জ প্রযোজ্য হয়। তাই লোন নেওয়ার আগে লেট পেমেন্ট চার্জ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
লোন নেওয়ার আগে একটি নির্দিষ্ট অংক প্রি-পেমেন্ট চার্জ হিসেবে গৃহীত হতে পারে, যা সম্পর্কে জানা একান্ত জরুরি।
লোন নেওয়ার আগে অবশ্যই যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সে ব্যাংকের সুদের হার, মেয়াদকাল, মাসিক ইন্সটলমেন্ট ইত্যাদি তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
ব্যাংক লোনের প্রক্রিয়াটা একটু জটিল। তবে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে এই ব্যাংক লোনটি আপনার আর্থিক প্রয়োজনে অনেক বড় সঙ্গী হবে। আর তাই আপনার জন্য যেকোনো লোন পাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে ও হাতের মুঠোয় এনে দিতে কাজ করে যাচ্ছে সংযোগইউ ডট কম। যেকোন লোন সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন: shongjogyou.com এবং রেজিস্ট্রেশন করুন।
Tumblr media
0 notes
shongjogyou · 2 years ago
Text
পার্সোনাল লোন কি এবং কিভাবে নিবেন?
প্রয়োজনীয় কাজে পারসোনাল লোন একটি অন্যতম উপায়। হোমলোন কিংবা গাড়ি ক্রয় লোনের বাইরেও পারসোনাল লোনের যথেস্ট চাহিদা রয়েছে। ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়া তুলনামূলক সহজ। তবে পার্সোনাল লোন-এর রেট অফ ইন্টারেস্ট বেশি। ব্যাংকগুলো পার্সোনাল লোন প্রদান করে সহজ শর্তে। পার্সোনাল লোন আপনি যে কোন উদ্দেশ্যে বা প্রয়োজনে নিতে পারবেন। যেমন –বিদেশে ভ্রমন বা জরুরি চিকিৎসার জন্য, বিবাহ খরচ ব্যয় করার জন্য বা যে কোন জরুরি দরকারে পার্সোনাল লোন নিতে পারবেন। এই লোনের টাকা গ্রাহক তার ইচ্ছানুসারে ব্যবহার করতে পারবেন। 
Personal Loan কি?
ব্যক্তিগত লোন হল এক ধরনের অনিরাপদ ঋণ এবং আপনার বর্তমান আর্থিক চাহিদা মেটাতে আপনাকে সহায়তা করে। ব্যক্তিগত লোন নেয়ার সময় সাধারণত কোন সুরক্ষা বা জামানত গ্রহনের প্রয়োজন হয় না এবং ঋণ প্রদানকারী আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ি তহবিল ব্যবহার করার নমনীয়তা সরবরাহ করে। একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজের জন্য কোন ইমার্জেন্সী বা কোন কাজের জন্য যে লোন নেওয়া হয় তাকেই ব্যক্তিগত ঋণ বা (Personal Loan) বলে। 
পরিবারের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে আর্থিক সমস্যা দেখা দিলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে আমরা পার্সোনাল লোন নিতে পারি । ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক যে কোন প্রয়োজন মেটাতে ব্যাংকসমূহ পার্সোনাল লোন দিয়ে থাকে। এই লোন নিতে পারবে যে কোন উদ্যোক্তা এবং খরচ ও করতে পারবে তার ইচ্ছা অনুযায়ী। পার্সোনাল লোনের সুদের হার অন্যান্য ঋণের তুলনায় একটু বেশি পরিলক্ষিত হয়। সুদের হার বেশি হওয়ার কারনে অধিকাংশ ক্ষেত্রেই গ্যারান্টার ছাড়াই প্রথমবার ঋণ দেওয়া হয়। ব্যাংকগুলো ১১%-১৬% হারে সুদের মাধ্যমে পার্সোনাল লোন দিয়ে থাকে। সুতরাং সুদের হারের ব্যপারে সম্পূর্ণ অবগত হয়ে তবেই ঋণের জন্য আবেদন করা উচিত। 
Personal Loan কারা দিচ্ছে?
সরকারি ও বেসরকারি ব্যাংক সমূহ (সিটি ব্যাংক, এবি ব্যাংক, ব্রাক ব্যাংক, আইসিআইসি আই ইত্যাদি) পার্সোনাল লোন দিয়ে থাকে। অধিকাংশ ব্যাংক সর্বনিম্ন ১০.৭৫% হারে ব্যক্তিগত ঋণ ও পার্সোনাল লোন দিয়ে থাকে। যদিও ব্যক্তিগত ঋণের পরিমাণ প্রত্যেকের ক্ষেত্রে এক নয় অর্থাৎ শর্তসাপেক���ষে পরিবর্তনশীল।ব্যক্তির বার্ষিক আয়ের উপর নির্ভর করে। সর্বনিম্ন ৫০,০০০টাকা এবং সর্বোচ্চ ২০,০০,০০০ টাকা (প্রায়) পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর মেয়াদী পার্সোনাল লোন পাওয়া সম্ভব। লোন দেবার পূর্বে ব্যাংক গ্রাহকের লোন পরিশোধ করার যোগ্যতা যাচাই করে নিয়ে লোন দেয়ার ব্যবস্থা নিয়ে থাকে। সুতরাং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন অনেক বিচার বিবেচনা করে ব্যক্তিগত লোন প্রদান করে। নিয়মিত ও স্থায়ী বা সরকারী চাকুরিজীবীরা অন্যদের চেয়ে তাড়াতাড়ি লোন পায়। ব্যবসায়ী বা আত্মকর্মসংস্থানকারী ব্যক্তিদের কমপক্ষে ৩০,০০০টাকা আয় থাকতে হবে। চাকরিজীবিদের ক্ষেত্রে সর্বনিম্ন ২৫০০০ টাকা আয় থাকতে হবে। 
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে ব্যক্তিগত ঋণের সুদহার প্রায় ১৩ শতাংশের মধ্যে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক এশিয়ায় সুদের হার ১০ থেকে ১৩ শতাংশ, এক্সিমে ১৩ থেকে ১৬ শতাংশ, আইএফআইসিতে ১৩ থেকে ১৬ শতাংশ, মার্কেন্টাইলে ১০ থেকে ১৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্টে ১১ থেকে ১৪ শতাংশ, ওয়ান ব্যাংকে ১১ থেকে ১৫ শতাংশ, প্রাইমে সাড়ে ১০ থেকে সাড়ে ১৩ শতাংশ, সিটি ব্যাংকে ১৩ শতাংশ,ব্র্যাক ও ঢাকা ব্যাংকে ১১ থেকে ১৪ শতাংশ, ডাচ্–বাংলা ও ইউসিবিএল সাড়ে ১০ থেকে সাড়ে ১৩ শতাংশ, ইস্টার্নে ১০ থেকে সাড়ে ১১ শতাংশ ।
Personal Loan কারা নিচ্ছে?
পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী ব্যক্তির আয় থাকতে হবে। মাসিক কিংবা বার্ষিক আয় না থাকলে কোন ব্যক্তি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবে না। বাংলাদেশে পার্সোনাল লোনের আবেদনের  জন্য নূন্যতম বয়স ২১ বছর। আর সর্বোচ্চ বয়স ৬০ বছর পর্যন্ত লোনের জন্য আবেদন করতে পারবে। সরকারি, বেসরকারি কিংবা MNC তে যারা কাজ করে সে সকল ব্যক্তিদের জন্য ব্যক্তিগত ঋণের পদ্ধতি তুলনামূলক ভাবে সহজ হয়। পার্সোনাল লোনের জন্য আবেদন করা ব্যক্তির মাসিক কিংবা বার্ষিক নির্দিষ্ট পরিমানের আয় থাকতে হবে। আবেদনকারীর ক্রেডিট স্কোর পার্সোনাল লোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত বেসরকারি ব্যাংক সমূহের ক্ষেত্রে। 
Personal Loan পাবার  Eligibility /যোগ্যতাঃ
১. সরকারি জাতীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ (ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট) থাকতে হবে।  ২. চাকরিজীবীদের ক্ষেত্রে আইডি থাকতে হবে।  ৩. পূর্বে যদি কোন ঋণ থাকে তবে EMI তথ্য রয়েছে এমন ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে।  ৪. শেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ক্লিয়ার থাকতে হবে।  ৫. চাকরিজীবীদের ক্ষেত্রে সেলারি স্লিপ ক্লিয়ার রাখতে হবে।  ৬. উপযুক্ত ��ামিনদার /গ্যারান্টার থাকতে হবে।  ৭. গ্রাহকের সই করা আবেদনপত্র থাকতে হবে।  ৮.  আবেদনকারী ও গ্যারান্টারের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। ৯. ইউটিলিটি বিলের কাগজ ফযেমন (গ্যাস বিল,টেলিফোন বিল,বিদ্যুৎ বিল,ওয়াসা বিল) ইত্যাদি থাকতে হবে।  ১০. অন্যান্য ইনকাম সম্পর্কিত ডকুমেন্ট (যদি থাকে) থাকতে হবে। ১১. ই- টিন কপি থাকতে হবে। ১২. চাকরিজীবীদের সেলারি একাউন্ট থাকতে হবে।  ১৩. চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগপত্র থাকতে হবে। ১৪. চাকরিজীবীদের ক্ষেত্রে পে স্লিপ থাকতে হবে।  ১৫. পেশাজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্র থাকতে হবে। ১৬. বাড়ির মালিকের ক্ষেত্রে বাড়ির মালিকানার দলিলপত্র থাকতে হবে। ১৭. বাড়ির মালিকের ক্ষেত্রে ভাড়া প্রাপ্তির রশিদ কিংবা ভাড়াটিয়ার সাথে চুক্তিপত্র থাকতে হবে। ১৮. ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স হালনাগাদ থাকতে হবে। ১৯. ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়িক সকল হিসাব যথাযথভাবে দেখাতে হবে। ২০. আবেদনকারী ও গ্যারান্টারের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সঠিক ও নির্ভূল হতে হবে।  ২১. অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও জামানত (প্রযোজ্য ক্ষেত্রে) থাকতে হবে।
উপরের তালিকাভুক্ত প্রায় সকল দরকারী তথ্য এবং উপাত্ত ব্যাংকে দেওয়ার মাধ্যমে পারসোনাল লোনের জন্য আবেদন করা যাবে। নিকটস্থ কোন ব্যাংকে পারসোনাল লোন পাওয়া যাচ্ছে এ সকল তথ্য জানতে ভিসিট করুন সংযোগইউ (SHONGJOGyou) ওয়েবসাইটে। এতে করে ঘরে বসেই আপনার নিকটস্থ সকল ব্যাংকের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য জানতে সহায়তা করবে। যেকোন লোন সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন: shongjogyou.com এবং রেজিস্ট্রেশন করুন।
Tumblr media
0 notes