Tumgik
#জাজাকাল্লাহ খাইর
khutbahs · 5 years
Link
কুরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স | Quranic Language Course | EP 1 | Professor Mokhter Ahmad
Learn and Teach Quran
কুরআন শিখুন এবং শেখান
0 notes
khutbahs · 4 years
Link
সূরা মূলক বুঝে ও আমল করে আল্লাহ্‌ তায়ালার সার্বভৌম কর্তৃত্ব জানুন ও সতর্ক হোন।
#সূরা_মুলক অর্থ #সার্বভৌম_কর্তৃত্ব। এই সুরার শুরু এভাবে ‘#পূণ্যময়_তিনি,_যাঁর_হাতে_রাজত্ব’। আর আল্লাহ্ সুবাহানা তাআলা হচ্ছেন সর্বময় সাম্রাজ্য, মালিকানা ও কর্তৃত্বের অধিকারী।‘
মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘কোরআনে একটি #ত্রিশ_আয়াতের সূরা আছে। এই সূরা হাশরের দিন তাঁর নিয়মিত পাঠকারীদের জন্য সুপারিশ করে তাদের সমস্ত গোনাহ মাফ করিয়ে দিবে। এটি সূরা মূলক।’ সূরা আল-মূলক পবিত্র কোরআনের ৬৭ তম সূরা।
৬৭।সূরা আল-মুলক -মক্কায় অবতীর্ণ (আয়াতঃ৩০)। আবেগময় সুমধুর কণ্ঠে কলিজা ঠাণ্ডা করা  অসাধারণ কুরআন তিলাওয়াত। আসসালামু আলাইকুম, প্রিয় শ্রোতা। আলহামদুলিল্লাহ্, আমরা আরেকটি আল-কুরআন  তেলাওয়াত উপস্থিত করতে পেরে আনন্দিত! সকল প্রশংসা আল্লাহ্র [سبحانه و تعالى]। আল কুরআনের তিলাওয়াত পৃথিবীর সব চেয়ে সুন্দর সাহিত্য , সঙ্গীত এবং গজলের তুলনায় অনেক উত্তম। কুরআনের হৃদয়গ্রাহী তিলাওয়াত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন: কোরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। সূরাটি  তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে। সূরাটি হচ্ছে সুরা মুলক-৬৭ সুনানে আবু দাউদ, ১৪০০। আর যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। (সুরা আরাফ : আয়াত ২০৪) ভিডিওতে  ইমাম ফয়সাল মোহাম্মদ আবেগময় সুমধুর কণ্ঠে কলিজা ঠাণ্ডা করা  অসাধারণ তিলাওয়াত সূরা আল-মুলক-আমাদেরকে উপহার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেমন কুরআন পড়তেন আর সাথে সাহাবীদের কাছ থেকেও কুরআন শুনতেন। কুরআন শোনা এবং পড়া উভয়টিই সওয়াবের বিষয়। একবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন, হে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন যার ওপর কোরআন নাজিল হয় তাকে আমি কোরান পড়াশোনাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আরেক বার আব্দুল্লাহ আশ'আরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, এর পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর তিলাওয়াত শুনলেন এবং তারপর চলে গেলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াতে নির্দেশ দিলে, আব্দুল্লাহ আশ'আরী রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত দাড়িয়ে দাড়িয়ে শুনলেন, এ থেকে বুঝা যায় কোরআন পড়া যেমন সওয়াবের কাজ শোনাও তেমন সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। এই ভিডিওটি আপনি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন: https://www.youtube.com/channel/UCpP5... আপনার প্রচেষ্টায় কুরআন পৌঁছে যাবে কোটি মানুষের কাছে। আর আপনি এই পুরো সৎকর্মের অংশীদার হবেন। দুনিয়া ও আখেরাতে আপনার কল্যান হোক। আমিন।জাজাকাল্লাহ খাইর । তাবারাকাল্লাহ । আল্লাহ সর্বজ্ঞ । জাজাকাল্লাহ খাইর । তাবারাকাল্লাহ । আল্লাহ সর্বজ্ঞ ।
0 notes