#চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান
Explore tagged Tumblr posts
Text
চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা, ভোক্তা অধিদপ্তরের অভিযান...
চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা, ভোক্তা অধিদপ্তরের অভিযান…
চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চিত্রঃ চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লিজা এবং জেলা…
View On WordPress
0 notes
Text
চট্টগ্রামে গোডাউনে মিললো ১৫ টন তেল
চট্টগ্রামে গোডাউনে মিললো ১৫ টন তেল
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে এক গোডাউনে মিলেছে ১৫ টন বোতলজাত সয়াবিন তেল। সোমবার (৯ মে) দুপুর ১২টায় বাজারের মেসার্স সিরাজ স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির গোডাউনে মজুত এসব তেলের সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নতুন দর নির্ধারণের আগেই এসব তেল মজুত করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে এসব তেল খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ভোক্তাদের কাছে…
View On WordPress
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/150050
দুদিন ধরে বন্ধ এস আলমের ভোজ্যতেলের কারখানা
সারাদেশে ভোজ্যতেলে দাম বৃদ্ধি এবং সংকটের চললেও চট্টগ্রামে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এস আলম কারখানা গত দুইদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
সারা দেশে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে এস আলমের কারখানা পরিদর্শন করেতে গিয়ে এ তথ্য জানতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার এস আলম গ্রুপের ভেজিটে��ল অয়েল লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
.
সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, এস আলম গ্রুপের ভেজিটেবল অয়েল লিমিটেড কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দেখা গেছে, দুইদিন ধরে তাদের তেল উৎপাদন বন্ধ। তবে তাদের পর্যাপ্ত তেল আছে। কি পরিমাণ আছে তা এখনো জানায়নি তারা। তাদের মেশিনারিজ সমস্যার কারণে আজকেসহ দুইদিন ধরে কারখানা বন্ধ আছে বলে জানিয়েছে।
অভিযানের সময় সয়াবিন তেলের পাঁচ লিটারের একটি বোতলের গায়ে বাড়তি দাম লেখা দেখতে পেয়েছেন জানিয়ে ফয়েজুল্লাহ বলেন, ওই বোতলের মোড়কে ৮৩৫ টাকা লেখা ছিল। কিন্তু সরকারি হিসেবে হওয়ার কথা ৭৯৫ টাকা। কারখানার লোকজন বলেছে, আগের হিসেবে মোড়কে এ দাম লেখা ছিল। সেসব বোতল বাজারে যায়নি। প্রাথমিকভাবে বিষয়টি দেখতে পাওয়ায় তাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
চট্টগ্রামে সয়াবিন তেলের কোনো ‘ঘাটতি নেই’ দাবি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়েজুল্লাহ বলেন, সররবরাহও এখন ঠিক আছে। এছাড়া জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে এস আলম এডিবল অয়েল মিলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, মেশনারি মেরামতের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
0 notes
Photo
New Post has been published on https://paathok.news/117462
চট্টগ্রামে ভয়ঙ্কর প্রতারক পারভীন র্যাবের হাতে আটক
.
চট্টগ্রামে র্যাবের হাতে আটক হয়েছে ভয়ঙ্কর এক প্রতারক নারী। গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ডিটি
পারভীন আক্তার (৫০) নামে এ নারী কখনো ম্যাজিস্ট্রেট, কখনোবা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, কখনো ক্যাব সভাপতি, কখনো মানবাধিকারকর্মী, কখনো সাংবাদিক, কখনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, কখনো দেশি বিদেশি নিয়োগকারী সংস্থার মহাব্যবস্থাপক, কখনো আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী, কখনো পরিবেশবিদ বলে পরিচয় দিয়ে নানা রকম সুবিধা ও ধান্ধা��াজি করতো।
গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ডিটি রোড এলাকায় অবস্থিত ঢাকা ভবনের (ইউনিয়ন ব্যাংক ভবন) ১০ম তলায় অবস্থিত “স্বীকৃতি” নামক ভুয়া সংস্থার অফিসে অ��িযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
.
র্যাব-৭ জানায়, পারভীন আক্তার ওই সংস্থার প্রধান। এর আগে কয়েকজন ভুক্তভোগী গ্রাহক ও কর্মচারী র্যাব-৭ এ সংস্থাটি ও তার প্রধানের প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ করে। নিম্ন আয়ের এসব ভুক্তভোগী জানান যে, তারা সংস্থাপ্রধান ও তার নিয়োগ করা বিভিন্ন কর্মচারীর মিষ্টি কথায় ভুলে ও বিভিন্ন সুযোগসুবিধার আশায় দৈনিক/সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে সংস্থাটিতে সঞ্চয় করেন। কিন্তু সঞ্চয়ের সীমা শেষ হয়ে গেলেও পারভীন আক্তার তাদেরকে মূল টাকা বা লাভ দিতে অস্বীকৃতি জানান। পারভীন আক্তারের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তার কর্মচারীরা চাকরি ছেড়ে দিতে চাইলেও তাদেরকে চুরির মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাকরি করতে বাধ্য করতেন। এছাড়াও তিনি প্রত্যেক কর্মচারীর কাছ থেকে জামানত হিসেবে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করতেন। কিন্তু সেগুলো আর ফেরত দিতেন না।
র্যাব-৭ এর আভিযানিক দল ওই অফিস এবং তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সঞ্চয় ও ঋণ পাসবই, পূরণ করা চেক, স্বাক্ষর করা ফাঁকা চেক, বিভিন্ন ব্যাংকের চেক বই ও জমা বই, চুক্তিনামা, স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প, ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা আদায়ের রশিদ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার সিল, স্বীকৃতি নামক সংস্থার ডেবিট ও ক্রেডিট ভাউচার বই, ফিক্সড ডিপোজিট রশিদ বই, অনুদান আদায়ের রশিদ বই, ক্যাশ পজিশন বই, প্যাড, বিদেশগমনের লিফলেট, বাংলাদেশ সরকারের মনোগ্রাম সম্বলিত ভিজিটিং কার্ড, নিয়োগপত্র, লেজার বই, অঙ্গীকারনামা বই, মাসিক চাঁদা আদায়ের রশিদ, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বই, হিসাব খোলার বই, সাপ্তাহিক টপশিট, মাসিক সঞ্চয় আবেদন বই, প্রকল্প প্রস্তাব, আইডি কার্ড, ৪টি পাসপোর্ট, গ্রেপ্তারকৃত আসামীর একটি ভুয়া এনআইডি কার্ডসহ আরো বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করে।
.
গ্রেপ্তারকৃত পারভিন বিভিন্ন ভুয়া ও অবাস্তব প্রকল্প এবং সচেতনতা কার্যক্রম দেখিয়ে বিভিন্ন সরকারি অধিদপ্তর/মন্ত্রণালয়ে অনুদানের আবেদন করে থাকে। এছাড়াও সে ভূতুড়ে কার্যক্রম দেখিয়ে কিছুদিন আগে একটি মন্ত্রণালয়ে ৬,৩৫,২৯,৪০০ টাকার একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়েছিল। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এবং ��োর্টে ১০টিরও বেশি প্রতারণা মামলা আছে। ২০১৪ সালে তার প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে সমবায় অধিদপ্তর স্বীকৃতি সংস্থাটির লাইসেন্স বাতিল করে। সে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে লাইসেন্সের আবেদন করলেও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য লাইসেন্স অনুমোদিত হয়নি। এরপরেও সে তার প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো। গ্রেপ্তারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন পরিচয়ে তার প্রতারণামূলক কর্মকাণ্ড যেমন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় আদায়, ভুয়া মোবাইল কোর্ট পরিচালনা, হুমকি প্রদান করে চাঁদা আদায়, আইনি সহায়তা দেয়া, চাকরি দেয়া বা বিদেশ পাঠানোর নাম করে টাকা আদায় ইত্যাদি কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।
এই কর্মকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব-৭।
0 notes