#গাছের যত্ন
Explore tagged Tumblr posts
Text
চন্দ্রপ্রভা বা হলুদ টেকোমা গাছের সম্পূর্ন পরিচর্যা
চন্দ্রপ্রভা হল একটি বহুবর্ষজীবী ফুলের উদ্ভিদ যা লতানো বা ঝোঁপের ন্যায়ও হতে পারে (Trumpet vine) পরিবার Bignoniaceae থেকে অত্যন্ত আকর্ষণীয় এবং উজ্জ্বল রঙের ফুলের জন্য পরিচিত। টেকোমা গাছগুলি তাদের ট্রাম্পেট আকৃতির, রঙিন ফুল এবং সবুজ পাতার জন্য বিখ্যাত। ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে গ্রীষ্মকাল থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোঁটে, গাছের ডালের প্রতিটি আগাতে গুচ্ছ…
View On WordPress
0 notes
Text
লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে। আর এখন বলেন জীবন এত তিতা কেন?
দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখেনা, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয়না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেননা?
আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপর��্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।
আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্যতো হওয়ারই কথা!
যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা,আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।
আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।
দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এতো নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্টও তাই। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ
0 notes
Text
ভালোবাসলেই হয় না; ভালোবেসে যেতে হয়। প্রথমদিকের উপচে পড়া ভালোবাসা না , প্রতিদিন ভালোবেসে না গেলে ভালোবাসা একদিন সত্যি সত্যি মরে যায়। তখনই আমাদের অবচেতন মন বিকল্প কারো সন্ধান করে এবং একসময় হয়ত পেয়েও যায়।
সে যখন জিজ্ঞাসা করে , তুমি আমাকে ভালোবাসো কিনা, সে মুখস্ত নামতার মত বলে দেয়, অনেক ভালোবাসি। হৃদয় থেকে আসে নি; এটি আসলে মস্তিস্কের প্রোগ্রামিং করা জবাব।
ভালোবাসা অনেকটা গাছের মত। শুধু ভালবাসলেই হয় না, প্রতিদিন এর যত্ন নিতে হয়। একটা গাছের চারা রোপণ করলেই হয় না, প্রতিদিন নিয়ম করে জল না দিলে একদিন গাছটি যেমন মরে যাবে ; মানুষের ক্ষেত্রেও তাই।
তাহলে বৃদ্ধরা ? তারা তো একে অন্যকে ভালোবেসেই এতটা বছর আগলে রেখেছে, কিন্তু তারা তো যৌবনকালের মত পাগলামি করে বেড়ায় না। কতকাল হয়ে গেল তারা সমুদ্রের পাড়ে হাত ধরে আকাশ দেখে নি !
এইসব প্রশ্নের উত্তর জানতে হলেও গাছের দিকে তাকাতে হয়। গাছটি যখন অনেক বড় হয়ে যায় তখন আর প্রতিদিন জল দেবার দরকার পড়ে না। তার শিকড় মাটির এত গভীরে পৌঁছে যায় যে সে নিজ থেকেই মাটি থেকে জল নিতে শিখে ফেলে।
ভালোবাসলেই হয় না, ভালোবেসে যেতে হয়। ভালোবাসার প্রশস্ত শিকড় যখন হৃদপিণ্ডে গিয়ে পৌঁছাবে , তখন তোমাকে আর ভালোবেসে যেতে হবে না; হৃদয়ের পিঞ্জিরা থেকে আপনা আপনিই বের হয়ে আসবে শুদ্ধতম ভালোবাসা ।
0 notes
Text
একাকি আর কতোটা জীবন?
শফিউল বারী রাসেল
একা থেকে এতোদিন খেলেছি শুধুই একা
ঢেকে অভিমানের চাদরে,
তনুর তিমিরে আঘাত করে পরাজিত প্রেম
পারিজাতহীন কঠিন পাথরে।
পাইনি আমি ভর দুপুর পাইনি উদাস মধুপুর
অপ্রাপ্তির ক্লান্তি সারাটা ক্ষন,
রাত কা��ে নির্মম ক্লেদে, এ খেলা আর কতোকাল,
চলবে বলো আর কতো জীবন।
আভিলাষী মন আমার ভরা চন্দ্রে না-পাক ঠাঁই
অবহেলায় মন পুড়ে হোক ছাই,
হোক না মিথ্যে প্রবোধ কিংবা মিথ্যা প্রতিশ্রুতি
তবুও কিছুটা প্রেম আমি চাই।
আর কতোদিন বিলাবো ভাষাহীন তরুর ছায়া
করবো রক্ত-তিলকে প্রনাম,
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারনা
না আজন্মের জমানো কুনাম।
এতো ভুল এতো অবক্ষয় বুকের জমিনে
জমতে জমতে পাহাড় হয়ে যায়,
যে পাহাড়ে চিল শকুনের দারুণ আনাগোনা
দ্বিধার ঠোঁটে প্রেমের গায় ঠোকরায়।
ভালবাসার বুননে বেঁধেছিলাম তার ওই মন
বোঝেনি সে আমার আবেদন,
প্রতারণার সন্ত্রাসে কাঁদে আমার দুটি চোখ
বুকের ভিতর হয় রক্ত ক্ষরণ।
তাই স্বপ্নের গায়ে এখন একশত দশ ডিগ্রি জ্বর
ইচ্ছে খুশি শয্যায় কাতরায়,
পাখিরা আর গায় না গান শাখে আর ফোটেনা ফুল
লাল জমে না আর কৃষ্ণচূড়ায়।
কতোটা গ্লানি নিয়ে আজ নিশ্চুপ হয়ে থাকি
আমি জানি আর সেও জানে,
ইথারে ভেসে বেড়ায় আর্তনাদের গোংগানি
কাব্যের ছন্দে অথবা গানে।
বিরহের পা'য় চুমু খেয়ে বলি এই কী জীবন
না, অভিশাপের ভান্ড নির্ঘাত,
এই কী আমার মাধুরী অধর ছুঁয়ে থাকা সেই
সুখেরই সুতনু সুনীল রাত!
আপোষের ঢেঁকি গিলে পাপোষ হতে চেয়েছি
ভেবেছে আমার দূর্বলতা,
তাই ফুলের মতো এই মন পদতলে পিষেছে
করলো আমার সাথে শত্রুতা।
সে না বললেও আমি খুব ভালো করেই জানি
কোন জমিনের গাছেতে ঝুলছে,
মাটি খুঁড়ে কে নিচ্ছে সেই আগুন গাছের যত্ন
মাংসেরই শস্য ঘরে তুলেছে!
যে চায়নি কভু আকাশ চেয়েছে তার নীলিমা
তাকেই সে ভেবেছে যোগ্য তার,
আর যে চাইলো তার বিশ্ব তাকেই করলো খুব নিঃস্ব
তুললো অবিশ্বাসের হাতিয়ার।
তার বিষ নিঃশ্বাসের শিখা ছুঁয়েছে আমার হৃদে
দাও দাও করে পুড়ছে তা আজতক,
পরাজিত করেছে আমায় তার চিতার চাবুক
সে এক পাষাণ মোহীনি ঘাতক।
তবুও মুখর হৃদয় তাকে পাওয়ার প্রত্যাশায়
শোভন বাহু বাড়ায় তার পানে,
মেঘে ঢাকা বৈশাখি তান্ডব উপেক্ষা করে
অচানক একটা মায়ার টানে।
��র কতোদিন কতোকাল ভাষাহীন নির্বাক চোখে
প্রতিক্ষার প্রহর করবো গণন,
মুখ থুবড়ে পড়ে রবো নীল অভিমানে পুড়ে
একাকি আর কতোটা জীবন?
0 notes
Link
0 notes
Video
youtube
আপনি কি জানেন আমের বাম্পার ফলন বলতে কী বুঝায় ? আমের গুটি আসার পর বা মটরদানা হলে বা মার্বেল সাইজ হলে গুটি ঝরে যাওয়ায় নিয়ে আপনি কি চিন্তিত ? আমের গুটির যত্ন অথবা আমের গুটির পরিচর্যা বা আম গাছের পরিচর্যা প্রসংগে ভিডিওতে সহজভাবে বলা হয়েছে। আম গাছের পরিচর্যা কিভাবে করবেন তার উপর চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ============================= #আমের_সাইজ_বড়_করার_কৌশল #আমের_গুটি_ঝরা #আম_মার্বেল_সাইজ_হলে #আমের_আকৃতি_মটরদানা_হলে #আমের_বাম্পার_ফলন #MangoFruitDrop ============================= অরো ভিডিও দেখার জন্য সাবসক্রাইব করতে পারেন : https://is.gd/f1SP9r ============================= মজার ভিডিও দেখতে ক্লিক করুন: আমের গুটি ঝরার ৪টি কারণ ও প্রতিকার https://youtu.be/RaoQXhxGJ5I আম গাছে সার দেয়ার সঠিক পদ্ধতি (৪টি পয়েন্ট)! https://youtu.be/RkaOCuRRRps আম গাছের পরিচর্যা (কতবার স্প্রে) https://youtu.be/xrJuKa5n6-w বাংলাদেশে লিচুতে গান্ধিপোকা (নতুন সমস্যা)! https://youtu.be/m2Wv3IvEhj0 আম গাছে দৈহিক ও মুকুলে বিকৃতি নিয়ন্ত্রণ https://youtu.be/9eWxe9B8UUw এই গাছে আম হবে না-কেন https://youtu.be/SQtlKgWDhM8 নারিকেল দুধ কিভাবে তৈরি করা হয় ? আপনি কি আগে দেখেছেন ? https://youtu.be/hJvwkCQeq_Y রোবট দিয়ে ধানের চারা রোপন (Wow!)। কিন্তু প্লেন দিয়ে….... https://youtu.be/0Yjfg2gqdTM ফ্যাক্টরিতে কিভাবে আনারস প্রসেস করা হয় (সিক্রেটস)। দেখলে অবাক হবেন। https://youtu.be/LNR6dUwghts ============================= Krishi Secrets is a Most Uncommon Krishi channel which upload the most surprising things in the world. If like, you may subscribe and stay tuned for the latest. ============================= ক্রিয়েটিভ ও ইন্টারেস্টিং আইডিয়া থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ============================= Join Us With Twitter : https://twitter.com/KrishiSecrets Instagram : https://ift.tt/RrJV5At LinkedIn : https://ift.tt/lc6nEZG Tumblr : https://ift.tt/rbdPVXS ============================= For copyright issues, you are cordially requested to contact us at: [email protected] We will try to solve the problem within very short time. ============================= Disclaimer: This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. by Krishi Secrets
0 notes
Text
এ্যাডেনিয়াম গাছের রোগ ও বিভিন্ন সমস্যা
এ্যাডেনিয়াম গাছের রোগ ও বিভিন্ন সমস্যা
এই পর্বে আমরা রোগবালাই এর কারন নিয়ে আলোচনা করবো। এখানে শুধু সমস্যার উপর আলোচনা হচ্ছে। কারন, মূল কারন টা স��াক্ত করা গেলে সেটার প্রতিকার খুব সহজ। তাই প্রতিকারের বিস্তারিত আলোচনা এখানে করা হবে না। তবে গাইডলাইন পাওয়া যাবে। তাহলে শুরু করি আমাদের আজকের পর্ব। পোকামাকড় এর কারনে পাতা হলুদ হলে পাতার উপর নিচে দাগ থাকে। এছাড়াও এই হলুদ রংটা, বয়ষ্ক হলুদ রঙে চেয়ে উজ্জ্বল হয়। এডেনিয়াম যে সব পোকামাকড় দিয়ে…
View On WordPress
0 notes
Text
একটি সবুজ ছাদ বাগানে আমন্ত্রণ
সময় যত যাচ্ছে সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। তবে সবচেয়ে বেশি যা হারিয়ে যাচ্ছে তা হল সবুজের সমারোহ। এখন আর চোখ মেললেই আগের মত সবুজ দেখা যায় না। কলকারখানা আর দালানকোঠার ভিড়ে হারিয়ে যাচ্ছে সবুজ প্রান্তর, ফসলি জমি, ঘাসে ঢাকা মাঠ, পথের ধারে জন্মে থাকা নাম না জানা অসংখ্য লতাপাতা।
এমনি যখন অবস্থা তখন সবুজ মনেতে প্রাণের সবুজের জন্য হাহাকার লেগেছে। কেউ কেউ সবুজের সন্ধানে, সবুজের লালনে প্রয়াসী হয়েছে। কেউ আবার সবুজের জন্য ঠিকানা খুঁজে নিয়েছে বাসার ছাদে। GREEN ROOF GARDEN তেমনি একটি প্রয়াস। শুধু নিজে সবুজে ডুবে থাকলেই তো হবে না, অন্য সবুজ মনগুলোকেও যে সবুজের সৌন্দর্য বিলিয়ে দিতে হবে। তাই তো এখানে নানা তথ্যবহুল ভিডিও আর আলোচনায় সবুজের জন্য বিশেষ পরিচর্যা জ্ঞান, সবুজের জন্য ভালোবাসা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
ছাদ বাগানিদের জন্য সময়-উপযোগী দারুণ একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ইউটিউব চ্যানেলটি। বাগানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, মাটি প্রস্তুতি, রান্নাঘরের আবর্জনা দিয়েই সহজে জৈব সার তৈরি (যেমনঃ কলার খোসা থেকে সার, পেঁয়াজের খোসা থেকে সার) বিভিন্ন ফুল ও ফলের গাছের আলাদা যত্ন, কি সার কখন কি পরিমাণে প্রয়োগ করতে হবে, বাগানে সফল হবার বিভিন্ন টিপস সহ অসংখ্য প্রয়োজনীয় বিষয়ে সহজ ভাষায় তথ্যভিত্তিক ও বিস্তারিত আলোচনা, নিত্যনতুন সমাচার বাগানিদের জন্য উপকারেই আসবে বটে।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি GREEN ROOF GARDEN চ্যানেল থেকে একবার ঘুরে আসার জন্য। ভালো লাগবে আশা করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবুজ উদ্যোক্তাকে উৎসাহ দিতে ভুলবেন না অবশ্যই। ছাদ বাগান নিয়ে কিছু জানার থাকলে প্রশ্ন করে জেনে নিতে পারেন সেখানে। দিতে পারেন পরামর্শও।
GREEN ROOF GARDEN সবুজ ছাদ বাগানে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।
এছাড়া তথ্যের জন্য চ্যানেলটির ওয়েবসাইটেও সময় নিয়ে দেখে আসতে পারেন।
#GREEN ROOF GARDEN (সবুজ ছাদ বাগান)#গাছের পরিচর্যা#সবুজের জন্য ভালোবাসা#সবুজের জন্য পরিচর্যা#ছাদ বাগান#বাগানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি#মাটি প্রস্তুতি#রান্নাঘরের আবর্জনা দিয়ে জৈব সার#ফুল ও ফল গাছের যত্ন#সার
0 notes
Text
টবে বাগান বিলাস ফুল গাছের পরিচর্যা করা শিখুন
বাগান বিলাস একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ যা প্রায় সারা বছর ধরে একটি হালকা সৌন্দর্য তৈরি করে। বাগান বিলাস বাড়ির অভ্যন্তরে টবে বা বাইরের জমিতে জন্মাতে পারে। তবে আপনাকে এই গাছের বৃদ্ধির শর্তগুলি জানতে হবে যাতে বাগান বিলাস গাছটি সমৃদ্ধ হয় এবং স্বেচ্ছায় প্রচুর পরিমাণে ফুল ফোটে যার জন্য এটি বিখ্যাত। এটি এমন একটি গ্রীষ্মমণ্ডলীয় গাছ যেখানে শীতের তাপমাত্রা 30°F অবধি থাকে এমন অঞ্চলেও বৃদ্ধি পায়। উদ্ভিদটি সাধারণত বসন্ত, গ্রীষ্ম এবং শরৎকালে তিন মরশুমে প্রাণবন্ত ফুল ফোটে।
বাড়ির টবে বাগান বিলাস ফুল গাছ বাড়িয়ে তোলার জন্য কয়েকটি ধাপে গাইড
আপনার গাছটি এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা সরাসরি সূর্যের আলাে পাবে এবং আপনি এটি কোনও বারান্দায় বা দক্ষিণ মুখের জানালায় রাখতে পারেন যদি বাড়ির ভিতরে থাকে। উদ্ভিদটি ছােট ঘটে অথবা ঝুড়িতে ঝুলিয়ে রাখা যায়। এই উদ্ভিদটির বীজ থেকে, কাটিং ও লেয়ারিং করে চারা তৈরি করা যেতে পারে। বীজ থেকে গাছ বাড়িয়ে তোলা অপেক্ষায় ��াগান বিলাস গাছের কাটা টুকরা থেকে তৈরি গাছের চারা তৈরি করা সহজ। বাগান বিলাসের জাতগুলি টবে জন্মানাের জন্য উপযুক্ত।
টবে জন্মানাের উপযােগী কয়েকটি জাত
কয়েকশো প্রকারের বাগান বিলাসের জাত রয়েছে। গাছের আকার এবং ফুলের রঙের ভিত্তিতে জাত নির্বাচন করুন। • বামন বাগান বিলাসের জাতগুলি হল 'হেলেন জনসন' (তামা), 'ফ্যান্টাসি রেড' (বিভিন্ন ধরণের) এবং 'জেমস ওয়াকা��' (কমলা)। • আধা-বামন জাতের জন্য 'ভেরা ডিপ বেগুনি'। • বড় গুল্মগুলির জন্য 'হলুদ গ্লোরি' এবং 'জুয়ানিতা হ্যাটেন' (লাল)। • কমলা রঙের ফুলের জন্য "বাম্বিনাে বেবি সােফিয়া"। • গোলাপি রঙের ফুলের জন্য "রােজনকা" নির্বাচন করুন যা আপনি টবের আকার বজায় রাখতে ছাঁটাই করতে পারেন। • টবে জন্মানাের জন্য উপযুক্ত লাল জাতগুলির মধ্যে রয়েছে "লা জোলা" বা "ক্রিমসন জুয়েল"। •"রাস্পবেরি আইস" একটি ঝুলন্ত টবের জন্য উপযুক্ত একটি জাত। • বেগুনি যদি প্রিয় রঙ হয় তবে "ভেরা ডিপ বেগুনি" ভাল জাত।
বাগান বিলাস রোপনের জন্য টবের আকার
সবচেয়ে ছােট টব দিয়ে শুরু করুন তবে শিকড়গুলি যেন ভাল করে টব-আবদ্ধ থাকে। নতুন চারা লাগাতে 6 থেকে 9 ইঞ্চি টব নির্বাচন করুন। উদ্ভিদটি ধীরে ধীরে বড় হতে থাকলে বৃহৎ আকারের টবতে স্থানান্তর করুন। মনে রাখবেন, প্রথম 2-3 বছর টব পরিবর্তন করার প্রয়োজন হয় না।
বাগান বিলাসের বৃদ্ধির জন্য টবের প্রয়ােজনীয়তা
এই ফুল গাছটি প্লাস্টিক বা মাটির টবে জন্মাতে পারে। গাছের গোড়ায় ভালো সার সমৃদ্ধ মাটি থাকতে হবে। ভাল জল নিষ্কাশনের জন্য টবটির নীচের অংশে ভাঙা মাটির হাঁড়ি বা নুড়ি ব্যবহার করুন। প্রাথমিক অবস্থায় বাগান বিলাস গাছের বড় পাত্রের প্রয়ােজন হয় না। পরে আপনি যদি নীচ থেকে শিকড়গুলি বেরিয়ে আসতে দেখেন, তবে পুরাতন টব থেকে উদ্ভিদটি বের করুন এবং ছােট ছােট শিকড়গুলি ছাঁটাই করুন এবং একই টবে বা অন্য টবে পুনরায় রোপন করুন। পরবর্তীকালে গাছটি বড় হয়ে উঠলে বৃহত্তর আকারের পাত্রে স্থানান্তর করুন।
বাড়ির অভ্যন্তরে বাগান বিলাসের জন্য মাটি প্রস্তুতি
• গাছটি আর্দ্রতা ধরে রাখার মতো মাটি পছন্দ করে। • টবে গাছ লাগানোর আগে মাটি ভালভাবে শুকিয়ে নিতে হবে। মাটি শুকিয়ে যাওয়ার পরে ভালভাবে পচে যাওয়া কম্পােস্ট যুক্ত করুন। গাছটি 5.5 - 6.5 এর মাটির পিএইচ এ ভাল করে বৃদ্ধি পায়।
কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি
বংশবিস্তার পদ্ধতিগুলির সহজতম উপায় হল এটি কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা এবং এটি বছরের যে কোনও সময় করা যেতে পারে। কাটিং করার জন্য গাছ থেকে ডাল কেটে নেওয়ার সময় একটি সফটউডের সন্ধান করুন। এটি উদ্ভিদের একটি শাখা যা একেবারে নতুন নয় তবে এটি প্রতিষ্ঠিত এবং অত্যধিক শক্ত নয়। সাবধানে 4 থেকে 5 ইঞ্চি লম্বা দৈর্ঘ্যের সফটউডটি কেটে আনতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এতে যেন 4 থেকে 6 টি নােড থাকে। নােডগুলি হল সেই শাখার দাগ যেগুলি হয় ছােট ছােট শাখাগুলিকে অঙ্কুরিত করেছে যা শীঘ্রই অঙ্কুরিত হবে। আপনি যদি চান উদ্ভিদটির কাটা অংশটি হরমােনের মধ্যে ডোবাতে পারেন। কাটিং করা ডালটি থেকে পাতাগুলি ছেঁটে দিন। সার মিশ্রিত মাটি ও কোকোপিট সংমিশ্রণে একটি টবে এটি খাড়া করে গেঁথে দিন। এটি 1 বা 2 ইঞ্চি মাটির মধ্যে গাঁথা অবস্থায় থাকতে হবে। পাত্রটি খুব গরম রাখুন। জল স্প্রে করুন। তবে এটি যেন অত্যধিক ভিজা না।
লেয়ারিং পদ্ধতিতে চারা তৈরি
শেয়ারিং পদ্ধতি বাগান বিলাস চারা তৈরির জন্য একটি প্রক্রিয়া। বসন্তে যখন বাগান বিলাস গাছের ডালপালা বেড়ে ওঠে তখন কেবল একটি ক্রমবর্ধমান কাণ্ডকে বাঁকান। কান্ডটিকে মাটিতে সমাহিত করে শেষ মুকুলের অংশটি বাদে বাকি অংশটি মাটি চাপা দিতে হবে। কান্ড মাটিতে রাখার জন্য আপনি গোড়ার অংশটিতে একটি ছােট পাথর রাখতে পারেন। মাটি শুকিয়ে গেলে জল দিতে থাকতে হবে। শিকড়গুলি বিকাশ হয়েছে কিনা তা দেখতে 3 থেকে 4 মাস পরে পরীক্ষা করুন। আপনি অভিভাবক বাগান বিলাস গাছ থেকে কাণ্ডটি কাটাতে এবং এটি একটি নতুন স্থানে লাগাতে পারেন।
বীজ থেকে চারা তৈরি
গাছের বীজ থেকে চারা কম হয়। তবুও এই পদ্ধতিতে বাগান বিলাস চারা তৈরি করা হয়। শরৎকালে বাগান বিলাস ফুল গাছ এর মাঝখানে ক্ষুদ্র সাদা ফুলের ভিতরে বীজের ডঁটি তৈরি হয় যা থেকে বীজগুলি পাওয়া যায়। পড়ুনঃ আনারস চাষ পদ্ধতি
বাড়ির অভ্যন্তরে বাগান বিলাস ফুল গাছ রােপণ প্রক্রিয়া
• গাছ ও শেকর ভালোভাবে বৃদ্ধি হওয়ার উপযোগী এমন একটি টবেতে বাগান বিলাস ফুল গাছ লাগাতে হবে। যখন বাগান বিলাস গাছটি বড় হয়ে ওঠে তখন এটি বড় আকারের আকারের একটি টবে স্থানান্তর করে নিতে হবে। জৈব সার মিশ্রিত মাটি ব্যবহার করুন। কোকোপিট ব্যবহার করুন এটি আর্দ্রতা ধরে রাখে এবং মূল পচে যাওয়া থেকে রক্ষা করে। • আপনি যদি বাগানে বাগান বিলাসের টব রাখেন তবে সরাসরি মাটির উপরে টব রাখবেন না কারণ গাছের শিকড় জল নিকাশী গর্তের মাধ্যমে মাটির নিচে চলে যাবে। অতএব টবের নীচে একটি ইট বা পাথর টবের নিচে রাখুন। • বাগান বিলাসের শাখা ভালোভাবে বৃদ্ধি করা প্রয়ােজন। তার জন্য প্রতি মাসে তরল সার প্রয়োগ করাতে হবে। • আপনি আপনার ফুল গাছটি বাড়ির ভিতরে নিয়ে যেতে পারেন কারণ পুরাে সূর্য না পাওয়া গেলেও এই ফুল ফোটে। • ফুল ফোটার পরে গাছটিকে ছাঁটাই করতে পারেন বা এটি আপনার ইচ্ছা মতাে পাতলা করতে পারেন। • টব পরিবর্তন করতে হলে টব থেকে মাটি সহ বাগান বিলাস গাছটি বের করে আনুন এবং শেকরের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ত নিকাশী গর্ত সহ বৃহত আকারের টবে এটি আবার লাগান এবং আরো জৈব সার ব্যবহার করুন যাতে জল ভালভাবে নিষ্কাশিত হয় এবং আর্দ্রতা ধরে রাখে না।
কিভাবে এবং কখন বাগান বিলাস গাছে জল দেবেন
• খুব বেশি জল দিলে ফুলের জায়গায় খুব বেশি পাতা তৈরি হয়। • অতিরিক্ত জল দেওয়ার গাছ দুর্বল ও পচে যেতে পারে। • ফুল ফোটানাের জন্য গাছটি কয়েক ঘন্টার জন্য শুকনাে করে এবং তারপরে জল দিতে হবে।
বাড়ির অভ্যন্তরে গাছটির বৃদ্ধির জন্য সারের প্রয়ােজনীয়তা
গাছে ফুল রাখতে নিয়মিত হালকা সার দিন এবং প্রতি কয়েকমাস ছারা গাছটিতে ভালোভাবে সার প্রয়োগ করুন। খুব ঘন ঘন সার প্রয়ােগের ফলে উদ্ভিদটি বেশ জোরালাে ভাবে বৃদ্ধি করতে পারে।
বাগান বিলাস গাছের যত্ন
• গাছটির যত্ন করা খুব সহজ এমনকী এটি টবেও ভালোভাবে বৃদ্ধি হয়। • জল নিষ্কাশনের গর্ত দিয়ে জল বের হওয়া পর্যন্ত উদ্ভিদকে জল দিন এবং টবের মিশ্রণটি খানিকটা শুকনাে না হওয়া পর্যন্ত আবার জল দেবেন না। • ক্রমবর্ধমান প্রত্যেক মরসুমে ফুল ফোটানাের জন্য নিয়মিত সার প্রয়ােগ প্রয়ােজন। • আপনি প্রতি 7 থেকে 14 দিন পরে মিশ্রিত তরল সার ব্যবহার করতে পারেন।
গাছটির পােকামাকড় ও রােগ
এটি মােটামুটি সহজ যত্নের উদ্ভিদ, তবে কয়েকটি কীটপতঙ্গ কখনও কখনও দেখা যায়। আপনি যদি কোনো ক্ষতিগ্রস্থ পাতাগুলি দেখেন তবে তা সর্বদাই তুলে ফেলুন এবং গাছটির যে সমস্যা রয়েছে এমন লক্ষণগুলি সন্ধান করুন। পাতলা পাতা বা বর্ণহীন পাতা এফিডগুলি নির্দেশ করে। Read the full article
1 note
·
View note
Text
গোলাপি টগর গাছের যত্ন
টগর প্রজাতির ফুলের মধ্য গোলাপি টগর ��ন্যতম, এই প্রজাতির মধ্য কিছু আছে যা গুছকারে ফোঁটা আবার কিছু প্রজাতি আছে যেগুলি একক ভাবে ফোঁটে। টগর ফুল অনেক রঙের হয় যেমন- গোলাপি টগর, বেগুনি টগর, সাদা টগর প্রভৃতি। এই প্রতিবেদন থেকে আপনি পাঁচ-পাঁপড়ি বিশিষ্ট গোলাপি টগর গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যার বিবরণ জানতে পারবেন। অল্প স্থান এবং অল্প পরিচর্যাতে বাগানে সুন্দর ভাবে বেড়ে উঠতে সক্ষম গোলাপী টগর, এই…
View On WordPress
#Chabai Hutan#Kopsia Merah#Pink Gardenia#Pink Kopsia#Shrub Vinca#গোলাপি টগর#গোলাপি টগর গাছের যত্ন#红花蕊木
0 notes
Link
আমের ভাল ফলন নিশ্চিত করতে কী করবেন
রোগ ও পোকামাকড়ের সঠিক যত্ন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে প্রথম ক্ষতিটি আংশিকভাবে সমাধান করা যায় এবং দ্বিতীয় ক্ষতি প্রায় সম্পূর্ণ সমাধান করা যায় ।আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি পন্থা অবলম্বন করলে আপনারা আমের ভালো ফলন পাবেন। এবং আমের কোন কোন রোগ হলে কোন কোন ওষুধ স্প্রে করতে হবে বা আমের রোগ গুলো কি কি সেগুলো হলে আপনারা আম বাগানের যত্ন নেবেন কিভাবে সেই সব বিষয়ে। আম গাছের ফলমূল ক্ষমতা এবং ফলন বাড়ানোর জন্য নিম্নলিখিত যত্নগুলি অপরিহার্য।
2 notes
·
View notes
Text
ঘরোয়া গাছের যত্ন -আত্তি। - চটপট - এসো নিজে করি
ঘরোয়া গাছের যত্ন -আত্তি।
শহরের চারপাশেই কেমন যেনো একটা গুমোট ভাব। প্রকৃতির স্পর্শ এখানে তেমন একটা পাওয়া যায় না। তবু মন একটুখানি সবুজের ছোঁয়া খুঁজে। যা দুর করে দেবে চারপাশে গুঙরে উঠা সব অবসাদকে! হ্যা, বলছিলাম সবুজেরই কথা, শহরের এই দালান-কোঠার ভীড়ে সবুজের ছোঁয়া দিতে পারে ইনডোর প্লান্টস বা ঘরোয়া কিছু বৃক্ষ। তবে এক্ষেত্রে...
আরও পড়ুন
0 notes
Text
গরমে চারা গাছের যত্ন গরমে গাছের যত্ন টাটকা টোটকা
গরমে চারা গাছের যত্ন গরমে গাছের যত্ন টাটকা টোটকা
তীব্র তাপদাহে গাছের চারা শুকিয়ে মারা যায়। প্রচন্ড এই তাপে গাছের চারার বৃদ্ধি ব্যাহত হয়ে পড়ছে। দীর্ঘ সময় ধরে সূর্যের আলো চারা গাছের উপরে পড়লে গাছ ক্ষতিগ্রস্থ হয় ও মাটির উর্বরতা নষ্ট হয়। বারান্দার গাছ ও টব অনেকটা সীমার মাঝেই থাকে। এখানে আলো, বাতাস, মাটি ও পানি সব কিছু সীমাবদ্ধ থাকে। তাই অতিরিক্ত গরমে কিছু কিছু গাছের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। চারাগাছে প্রয়োজনীয় পরিমাণ সারা দিতে হবে। সঠিকভাবে…
View On WordPress
0 notes
Text
পতিত জমিতে বৃক্ষরোপণের আহ্বান! আরএমপি কমিশনার
পতিত জমিতে বৃক্ষরোপণের আহ্বান! আরএমপি কমিশনার
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে আরএমপির পবা থানার মনদহাটী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় আরএমপি। ‘বৃক্ষমেলা…
View On WordPress
#আরএমপি কমিশনার#নিউজ রাজশাহী#পতিত জমিতে#পবা মদনহাটী#বৃক্ষরোপণের আহ্বান#রাজশাহীর খবর#রাজশাহীর পবা উপজেলা
0 notes
Text
শিক্ষার্থীদের কাছে গাছ লাগানোর আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষার্থীদের কাছে গাছ লাগানোর আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
নিউজনাউ ডেস্ক: আমাদের নতুন শিক্ষাক্রমে যুক্ত করার চে��্টা করছি যে শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগাবে, গাছের যত্ন নেবে, গাছ সম্পর্কে জানবে ও জার্নাল লিখবে। এখন আর তোমাদের বই পড়ে গাছ সম্পর্কে জানতে হবে না। পড়ালেখার পাশাপাশি গাছ লাগিয়ে হাতেকলমে শিক্ষা নেবে। এভাবে গাছের যত্ন নেওয়া শিখে নিজের ও পরিবারেরও যত্ন নেবে। এর মাধ্যমেই পৃথিবীটা সুন্দর হবে। শনিবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি…
View On WordPress
0 notes