#কেরালা ও পশ্চিমবঙ্গ
Explore tagged Tumblr posts
24x7newsbengal · 11 months ago
Link
0 notes
wing-news · 3 years ago
Text
বিশ্বব্যাপী করোনা মামলার রেকর্ড ভেঙে, ভারতের অনেক রাজ্যে ক্রমাগত বাড়ছে কেস
বিশ্বব্যাপী করোনা মামলার রেকর্ড ভেঙে, ভারতের অনেক রাজ্যে ক্রমাগত বাড়ছে কেস
কোভিড 19 ওমিক্রন কেস: দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের গতি বাড়ছে। যার জেরে সমস্ত রাজ্যে বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার নতুন রূপ ওমিক্রনের কারণে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরও বলা হয়েছে, ৪ জানুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে ২৫ লাখের বেশি মামলা নথিভুক্ত হয়েছে, যা এখন পর্যন্ত করোনার সর্বোচ্চ মামলা। কোন রাজ্যে সবচেয়ে সক্রিয়…
View On WordPress
0 notes
paathok · 4 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/132194
ভারতে করোনায় একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু
প্রতিদিনই মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় মৃত্যুর মারা গেছেন ৪ হাজার ৯০ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট ২ লাখ ৭০হাজার মানুষের মৃত্যু হলো। আর দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮২২ জন মানুষ। আগের কয়েক দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। এর আগে ৬ মে সর্বোচ্চ সংক্রমণ ছিল ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন। ১০ দিনের ব্যবধানে দৈনিক সংক্রমণ কিছুটা নিন্মমুখী।
সংক্রমণ ঠেকাতে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ১৭ মে ��র্যন্ত লকডাউন ও কারফিউ ঘোষণা করা হয়েছে। এ বছরের জানুয়ারি মাসে ভারতে সবচেয়ে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে অনেক রাজ্যে টিকা নিয়ে সংকট দেখা দেয়। ফলে টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলতে শুরু করে।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় সংক্রমণ ও মৃত্যুর হারে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। তাদের হিসাব মতে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬ জন।
ভারতে এত সংক্রমণের জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। এছাড়া সংক্রমণ বৃদ্ধির মধ্যেও নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হচ্ছে। অক্সিজেন, জরুরি ওষুধ, হাসপাতালে শয্যার অভাবসহ নানা গুরুতর সংকটে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কার কথা বিজ্ঞানীরা আগে জানালেও তাতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে মোদি সরকারের বিরুদ্ধে।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার পরিস্থিতিও উদ্বেগজনক।
এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের করোনা সংকটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা জরুরি চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে। বিদেশি সহায়তা ভারতে পৌঁছাচ্ছে।
0 notes
deshdarpon · 4 years ago
Text
পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসাম। এসব রাজ্যে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল ভোট হবে এবং ফল ঘোষণা হবে ২ মে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোয়া ভোট গ্রহণ ও ফল ঘোষণার এই তারিখ জানান। তিনি জানান, এসব রাজ্যে পাঁচ রাজ্যের মধ্যে পুদুচেরি, কেরল ও তামিলনাড়ুতে এক দফায় ভোট গ্রহণ করা হবে। আসাম ৩ এবং পশ্চিমবঙ্গে…
Tumblr media
View On WordPress
0 notes
infinityworldnews · 4 years ago
Text
কেরালা থেকে পশ্চিমবঙ্গ থেকে ১১ জন আল কায়েদা কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ
কেরালা থেকে পশ্চিমবঙ্গ থেকে ১১ জন আল কায়েদা কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ
নয়াদিল্লি: জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করা আল কায়েদার ১১ জন সন্ত্রাসীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এনআইএ-র একজন মুখপাত্র বলেছেন যে সংস্থাটি পশ্চিমবঙ্গ ও কেরালার আল কায়েদার ১১ জন সদস্যের বিরুদ্ধে বিশেষ এনআইএ আদালতে চার্জশিট দাখিল করেছে- মুর্শিদ হাসান ওরফে সফিক, মোশাররফ হোসেন, মইনুল মণ্ডল, লিয়া ইয়ান আহমেদ ওরফে লিওন, নাজমাস…
Tumblr media
View On WordPress
0 notes
sentoornetwork · 5 years ago
Text
'সিএএ বাধা দেওয়ার ক্ষমতা নেই রাজ্যের'
New Post has been published on https://sentoornetwork.com/states-have-no-power-to-block-caa/
'সিএএ বাধা দেওয়ার ক্ষমতা নেই রাজ্যের'
বিশেষ সংবাদদাতা : নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতরাতে সই করার পর সেটি সিএএ হিসাবে গণ্য হয়েছে। এই আইন কয়েকটি রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে পণ করেছে পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যিই কি তাঁরা বাধা দিতে পারেন? আইন কি বলে? সংবিধানে এ বিষয়ে অধিকার কার ওপর বর্তেছে। জানা গেছে,এই আইন রূপায়ণে বাধা দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। সম্পূর্ণত এটি কেন্দ্রের এক্তিয়ারভুক্ত বিষয়। বিরোধী দলের কয়েকটি রাজ্য সরকার সিএএ কার্যকরে বাধা দেবে বলে ঘোষণা করায় প্রশ্ন উঠেছে অনেকবর মনে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এ বিষয়ে জানা গেছে, নাগরিকত্ব দেওয়ার অধিকার একমাত্র কেন্দ্রের। সংবিধানের ৭ম শিডিউল অনুযায়ী কেন্দ্র এ বিষয়ে আইন প্রণয়নের অধিকারী। কাদের নাগরিকত্ব দেওয়া হবে সেটাও ঠিক করে কেন্দ্র। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এই আইন লাগু করতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় এই আইন জারি করতে দেবে না বলে ঠিক করেছে। কংগ্রেস, তৃণমূল ও বামেরা আপত্তি করেছে। কংগ্রেস ও তৃণমূল এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন, সংসদে বিল পাশ হলেও তিনি বিরোধিতা করবেন। আইন করা হলেও আমার রাজ্য থেকে একটা লোককেও তাড়াতে দেব না। কেউ ডি��েনশন ক্যাম্পেও থাকবে না। অসাংবিধানিক আইন করে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা সফল হতে দেবেন না। তিনি শেষপর্যন্ত লড়ে যাবেন। বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার চেষ্টা চলছে। কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, অসাংবিধানিক আইন প্রয়োগের ক্ষেত্রকে তিনি রুখে দেবেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একই সুরে বলেন, অসাংবিধানিক আইন এনে সমাজে বিভেদ তৈরির চেষ্টা চলছে। তিনি রুখে দেবেন পাঞ্জাবে। ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের জন্য এই বিল পাশ হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম মেঘালয় ও ত্রিপুরায় অশান্তি ছড়িয়েছে। আজ উত্তপ্ত হয়ে ওঠে শিলং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কংগ্রেস আঞ্চলিক দলগুলোকে উস্কানি দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
0 notes
wing-news · 3 years ago
Text
দিল্লি, গুজরাটে হালকা বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়ার পূর্বাভাস পড়ুন
দিল্লি, গুজরাটে হালকা বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়ার পূর্বাভাস পড়ুন
ভারত বর্ষা আপডেট: মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টি কমে যাওয়ার পর, 29 আগস্ট থেকে এর কার্যক্রম আবারও তীব্র হতে পারে। আন্দামান ও নিকোবর, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কেরালা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, উপ-হিমালয় অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহারের কিছু অংশ, অরুণাচল প্রদেশ, ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশ। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা…
View On WordPress
0 notes
ektibd · 6 years ago
Text
বন্যার্তদের পাশে আল্লুঅর্জুন
বিনোদন ডেস্কঃ চলতি বর্ষা মৌসুমে ভারতের সাত রাজ্য অতি বৃষ্টি ও বন্যায় প্লাবিত হয়েছে। কেরালা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, আসাম, নাগাল্যান্ডে সম্প্রতি কমপক্ষে ৭৭৪ জন নিহত হয়েছেন এবং অনেক লোক আহত, বাস্তুচ্যুত হয়েছেন। এই বিপদসংকূল সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি শোবিজ অঙ্গনের লোকজনও এগিয়ে এসেছেন।
সম্প্রতি ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী বিজয়, কমল হাসান, কার্তিসহ অনেকে অর্থনৈতিকভাবে…
View On WordPress
0 notes
sentoornetwork · 5 years ago
Text
সিএবি, এনআরসির প্রতিবাদে আন্দোলনে ন‍ামছেন মমতা
New Post has been published on https://sentoornetwork.com/mamata-calls-for-mass-agitation-against-cab-nrc/
সিএবি, এনআরসির প্রতিবাদে আন্দোলনে ন‍ামছেন মমতা
  বিশেষ সংবাদদাতা : ভয় পাওয়ার কিছু নেই। কেউ কিছু হারাবেন না। নিশ্চিন্তে থাকুন। নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি দুটো একই জিনিস। বাংলায় হতে দেবো না। দীঘা থেকে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনআরসি নিয়ে তিনি অাগে থেকেই প্রতিবাদী ছিলেন, এবার তার সঙ্গে জুড়ল সিএবি বা নাগরিক সংশোধনী বিল। সংসদে পাশ হওয়ার পর যা এখন আইনে পরিণতি পেয়েছে গতকাল রাতে রাষ্ট্রপতি সই করায়। পশ্চিমবঙ্গ ছাড়াও পাঞ্জাব ও কেরালা এই আইন বলবৎ করবে না বলেছে। তিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমরিন্দর সিং ও পিনারাই বিজয়ন আপত্তি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দিয়েছেন। রবিবার থেকে বুধবার চারদিন শহর ও গ্রামে মিছিলের ডাক দেওয়া হয়েছে। দিঘায় এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের সঙ্গে বলেন, ওরা সাম্প্রদায়িকতা নিয়ে খেলছে। প্রথমে এনআরসি, সিএবি নিয়ে ধর্মের ভিত্তিতে বিভাজন আনার চেষ্টা করছে। অসমে অত্যাচার চলছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অবনতি হচ্ছে। মমতার অভিযোগ অর্থনীতি ধুঁকছে। চাকরি বাকরি নেই। কর্মসংস্থানের ব্যবস্থা না করে সাম্প্রদায়িকতা টেনে এনে অশান্তি ডেকে আনছে। সীমান্ত এলাকায় মাঝেমধ্যে সমস্যা হয় ঠিকই কিন্তু পরে থিতিয়ে যায়। বাংলায় এই অাইন বলবৎ করতে দেবেন না বলে জানিয়ে দেন। তিনি প্রথম দুদিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বলেন রবিবার আম্বেদকরের মূর্তির নিচে সমাবেশ করা হবে। সোমবার গান্ধিমূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবে মিছিল। গ্রামের বিভিন্ন ব্লকে মিছিল করবে তৃণমূল। এই প্রতিবাদী মিছিলে সকলকে ��োগ দেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে অংশ নিতে বলেন। পরবর্তী দুদিনের কর্মসূচি পরে জানানো হবে বলে তিনি জানান। বিজেপি নেতা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এদিন জানান, সিএবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েও কিছুই করতে পারবেন না। কারণ এই আইনের অধিকার রয়েছে কেন্দ্রের হাতে। রাজ্য সরকার কিছুই করার নেই।
0 notes