#কালো টাকা
Explore tagged Tumblr posts
Link
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চ
0 notes
Text
ভালো এবং মন্দ,, ভালো মানুষ-ও বুঝে,, খারাপ মানুষ-ও বুঝে,, খারাপ মানুষ বুঝে খারাপ কাজের লাভ খোঁজে, খারাপ কাজের মূল্য/দাম কম হয়,, ধর্ষণে কোন পয়সা দিতে হয় না,, পুরোটাই লাভ হয়,, তেমনি চুরি, ডাকাতি যতরকম অপরাধ,, সবকিছুতেই পুরোটাই লাভ হয়,, অপরাধে যোগ দেওয়া উকিল,, তারও কাজ ছাড়া অতিরিক্ত টাকা/পয়সা পায়,, সঙ্গে যা পায় তা-তো বিনামূল্যে উপহার বলে, যেমন উকিলের বাড়িতে হয় ধর্ষণ (অপ্রাপ্তবয়স্ক মেয়েদের, ছেলেদের শারীরিক সম্পর্ক) পরকীয়া নোংরামি, ইত্যাদি,, কোন কিছুরই সংবিধান নাই,, পুরোটাই ফ্রি অর্থাৎ বিনামূল্যে চলে, তাই চোরেরও খুব ভালো লাগে,, স্টেশনের কুলি মালিকের ব্যাগ নিয়ে চলে যায় উকিলের বাড়িতে গোসল খাওয়া-দাওয়া করতে প্রায়ই বলে ফ্রেশ ফ্রেশ হতে,, মালিকের ব্যাগের জিনিসপত্র উকিলের বাড়িতে তল্লাশি হয় কাগজের লিস্ট হয়, পরে পেটের দেয় তা বিক্রি করে খায়, তাই খাওয়ার সময় চুপচাপ খেতে হয় উকিল পরামর্শ দেয়। এভাবেই উকিল যখন পারেনা বলে স্বীকার করে,, তখন সেইসব কেস অত্যন্ত সংবেদনশীল বিধায় লর্ডের কাছে চলে যায়। সবাই বলে সংবিধানশীল কেস বিধায়, ভিকটিমের প্রার্থনা হয়, জজের চামড়া সাদা না কালো লর্ড যেন নিজ চোঁখে দেখে নেয়।
রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রীয় বিচার চলিতে��ে, সমগ্র পৃথিবীর রাষ্ট্রীয় বিচারের সফলতার ইতিহাসে, রাষ্ট্র বাংলাদেশের ঐতিহাসিক রাষ্ট্রীয় বিচারের সফলতার ইতিহাস হয়েছে।
রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রীয় বিচারের সভ্যতায় রাষ্ট্র বাংলাদেশ চলতে থাকবে, অথবা নাও চলতে পারে। সভ্যতার রক্ষণশীলতার উদাহরণ রয়ে যাবে।
আন্তর্জাতিকভাবে রাষ্ট্র বাংলাদেশকে জংলি বলা হয়ে থাকে, এবং তা মিথ্যে কথা হলেও সেটাই বলা হয়ে থাকে। সমগ্র আন্তর্জাতিক কূটনীতিটাই রাষ্ট্র বাংলাদেশকে জংলি বলে মূল্যায়ন করে কূটনীতি করিতেছে।
রাষ্ট্র বাংলাদেশের অর্জন সভ্যতা এবং সেটা ইতিহাস হয়েছে, সমগ্র পৃথিবীর সভ্যতার ইতিহাস বজায় রাখার ক্ষেত্রে।
#রাষ্ট্রবাংলাদেশ 🇧🇩 #Royal #Lord
0 notes
Text
আজিজ-বেনজীরদের জন্যই কালো টাকা সাদা করার সুযোগ: মির্জা ফখরুল http://dlvr.it/T82fqB
0 notes
Text
পুরুষ তুমি মানুষ যে নও
শফিউল বারী রাসেল
পুরুষের কাছে খুব দামি আমার সুশ্রী দেহ
এই মনেরই কানাকড়ি মূল্য দেয় না কেহ।
দেহের মূল্য পাঁচ'শ টাকা এটাই নাকি মেলা
কষ্টে আমার জীবন যায় যায় তবু করে খেলা।
ইচ্ছেমতো ভাঙে আমায় করে যায় নোংরামি
যাবার সময় যাচ্ছে বলে নষ্টা মেয়ে আমি।
রাতে আমি লক্ষী সোনা দিনের বেলায় ছি ছি
ক্ষনিকেরই আপন করে নেয় যে মিছেমিছি।
যে পুরুষদের খুশির জন্য প্রেম নগরী গড়ি
পেটের ক্ষুধায় অনিচ্ছাতেও করি জড়াজড়ি।
সেই পুরুষরাই অগোচরে আমার নিন্দা করে
রাতে ক'রে ভন্ডামি দিনে সাধুর ভান ধরে।
আমাতে ওই পুরুষত্ব উজাড় করতে যেনো
পুরুষ আর থাকে না মানুষ অন্ধকারে কেনো?
রোজ রাতেতে আয়েশ করে করছে পুরুষ লীলা
দিনের বেলায় বলছে গিয়ে নষ্টা মেয়ে শীলা।
আবার ভদ্রতার মুখোশে দিব্যি ঘুরে বেড়ায়
এই সমাজকে ভুল বুঝিয়ে উল্টো থুথু ছিটায়।
দেহের ভাঁজে হাত বুলিয়ে খেলাঘরে চুমি
পুতুল ভেবে নিত্য ভাঙছে অবারিত ভূমি।
যে পুরুষদের খুশির জন্য বলি দেই সতিত্ব
যাদের চাওয়ায় বিলিয়ে দেই আমারই নারীত্ব।
খুঁজে পায়রে যার দেহেতে এমন ভোগের প্রসাদ
নষ্টা মেয়ে বলে তারেই দেয় ওরা অপবাদ।
পুরুষ তুমি মানুষ যে নও ভীষণ মুখোশধারী
দিনেতে এক রাতে আরেক কামেরই কারবারি।
রাতের বেলায় রানী ভাবো দিনে ঘৃণা ঢালো
সব পুরুষের হৃদয়ই কি হয়রে কুৎসিত কালো।
পুরুষ সমাজ জানতে চাই আজ কোন রুচিতে ডাকো
কেমন করে মিথ্যা দিয়ে সত্যি তোমরা ঢাকো?
1 note
·
View note
Link
0 notes
Text
টেকো স্বামী = অসন্তুষ্ট পরিবার? আমি সমাধানের একটি উপায় খুঁজে পেয়েছি!
সবাইকে অভিবাদন!
আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে আমি আমার স্বামীকে টেকো হওয়া থেকে রক্ষা করেছিলাম এবং আমার ছোট চুলের কাট বড় করেছিলাম!
আমার স্বামী যখন যুবক ছিল, তার আশ্চর্যজনক ঘন চুল ছিল, যা নিয়ে সবাই ঈর্ষা করতো। যেখানে একই বয়সের অন্যান্য ভদ্রলোকের ছোট চুলের কাট ছিল, সেখানে হাসানের লম্বা চুলের ঝুঁটি ছিল। অনুদেহী অ্যাথলেটিক শরীরের সাথে তাল মিলিয়ে, তাকে খুব দুর্দান্ত দেখাত! মোট কথা, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম...
আমি কী বুঝাতে চাইছি তার প্রমাণস্বরুপ এখানে আমার স্বামীর 22-বছর-বয়সী একটি ছবি আছে। আপনারা কিভাবে তাকে দেখেন, সম্মানিত আপারা?
কিন্তু 30 এরপরে, হাসান দ্রুতই টেকো হয়ে যেতে শুরু করে। আপনারা জানেন, বয়স, মানসিক চাপ, প্রাপ্তবয়স্কদের জীবনের সমস্ত জ��নিস... সকালে বালিশে তার অনেকগুলি চুল থাকতো! যখন সে প্রায় 35 বছর বয়সী ছিল, তখন তার মাথার উপরে লক্ষণীয় টাকের চিহ্ন ছিল।
আপনারা কী মনে করেন সে অন্তত ন্যূনতম দুঃখবোধ করতো? না, সে দুঃখবোধ করতো না! এমনকি সে চুল কাটাতেও চাইত না - সে বিশ্বাস করত যে এটি যেমন ছিল তা ঠিকই ছিল। টাকের উপর কিছু লম্বা চুল আঁচড়িয়ে সে কাজে চলে যেত! বাস্তবে তাকে খুবই কুৎসিত দেখাতো।
যাইহোক, সে একটি মুদি দোকানের বিক্রয়কর্মী, সে একজন সামনের সারির লোক! আপনারা কী এরকম একজন কুৎসিত লোকের থেকে কিছু কিনবেন?
এখন, চিন্তা করুন তার সাথে বিছানায় কী রকম মনে হবে। আমি তার প্রতি আকর্ষণ প্রায়ই হারিয়ে ফেলেছিলাম, যেকোনো অজুহাতে সেক্স এড়িয়ে চলতাম। আর যখন কারো সাথে দেখা করার বা একটি ক্যাফেতে যাওয়ার কথা আসত… আমি পোশাক পরতাম, ম্যানিকিউর করতাম, আমার চুলের স্টাইল করা হতো। আর হাসান? হাসানের চুল আঁচড়ানো বিহীন, লম্বা তৈলাক্ত টাট্টু লেজ এবং মাথার পিছনে একটি টাকের চিহ্ন ছিল। লজ্জাকর! বিবাহবিচ্ছেদে আমাকে প্ররোচিত করার জন্য এটিই যথেষ্ট ছিল, তবে আপনার দুটি বাচ্চা থাকলে এটি করা কঠিন।
আমি অশ্রুসিক্ত নয়নে হাসানকে একজন এন্ডোক্রিনোলজিস্ট বা ট্রাইকোলজিস্টের সাথে দেখা করতে বলেছিলাম। কে জানে, হয়তো কিছু হরমোন বা ভিটামিনের অভাব আছে… সর্বোপরি, সে বারডক অয়েল কিনতে পারত বা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারত… কিন্তু আমার স্বামী শুধু বিরক্তিকর শত্রুর মতো আমাকে ঝাঁঝরা ক��ে দিয়েছে – ঐটা অপ্রয়োজনীয় জিনিস, ঐটা পুরুষদের জন্য নয়… একদিন, আমি তাকে হেয়ার ট্রান্���প্লান্ট করার পরামর্শ দিলাম। টাকা নষ্ট করা। আমাদের কিছু পেতে হবে! কিন্তু হাসান শুধু তার মাথায় আঙুলের চক্কর দিয়েছিল।
তারপর আমি গোপনে কাজ করার সিদ্ধান্ত নিলাম। আমি ইন্টারনেটে পর্যালোচনাগুলো পড়েছি এবং সবচেয়ে কার্যকর অ্যান্টি-হেয়ার লস শ্যাম্পু খুঁজে পেয়েছি এবং এটি একটি বোতলে ঢেলে দিয়েছি যেটিতে আগে থেকেই সাধারণ শ্যাম্পু ছিল।
শ্যাম্পুটির নাম Hair Surge । আমি এটি একজন উৎপাদনকারীর কাছ থেকে কিনেছিলাম। ডেলিভারিতে কোনো সমস্যা হয়নি – যথাসময়ে এটি ডেলিভারি দিয়েছিল।
উপাদানগুলোর তালিকায় বলা হয়েছে যে এই শ্যাম্পুতে স পালমেটো এবং পেপারমিন্ট তেল রয়েছে - চুল বৃদ্ধির সক্রিয়কারী হিসাবে সবচেয়ে কার্যকর। আমি ভয় পেয়েছিলাম এটি গন্ধযুক্ত হবে এবং আমার স্বামী অনুমান করবে কী হয়েছে। কিন্তু গন্ধ বেশ নিরপেক্ষ এবং মানানসই। তেল এবং হাইড্রোলেটগুলির জন্য ধন্যবাদ, কোনো অপ্রীতিকর গন্ধ নেই।
এটা কাজ করেছিল! হাসান প্রায় এক মাস ধরে চুল ধোয়ার জন্য এই শ্যাম্পু ব্যবহার করে এবং কিছুই সন্দেহ করেনি। আর তারপরে সে লক্ষ্য করল যে তার মাথায় টাকের পরিবর্তে নরম লোম হয়েছে। কয়েক সপ্তাহ পরে, নরম লোমগুলো স্বাভাবিক কালো চুলে পরিণত হয়। যখন চুল খাঁড়া হয়ে কুঁকড়ে যেতে শুরু করে, তখন হাসান অবশেষে তার মন ঠিক করে ফেলে এবং পুরুষদের চুলের একটি স্ট্যান্ডার্ড কাট পায়। তাকে অন্য কেউ মনে হচ্ছিল! এছাড়াও, নতুন বেড়ে ওঠা চুলের নীচে টাকের চিহ্নগুলো তে��ন স্পষ্ট দেখায় না।
একদিন, যখন সকালের নাস্তা করছিলাম, তখন হাসান আমাকে জিজ্ঞেস করল:
তখনই আমি আমার "শ্যাম্পু কৌশল" সম্পর্কে স্বীকার করেছিলাম।
আমার স্বামী আমার সাথে কোনো তর্ক করেনি। উল্টো সে ছোট বাচ্চার মতো উল্লসিত হয়ে উঠেছিল! সে আমাকে আরো কয়েক বোতল অর্ডার করতে বলল। কে জানে, হয়তো অলৌকিক কিছু ঘটবে এবং তার চুল আবার কাঁধ পর্যন্ত পৌঁছে যাবে।
কিন্তু হাসান তখনও তা থেকে অনেক দূরে ছিল। প্রায় 4 মাস Hair Surge পরীক্ষা করার পর, আমার স্বামী স্টাইল করে চুল ফেরানো (মুখ থেকে ঘাড়ে) শুরু করে। আপনাদের মেনে নিতে হবে যে সে সুদর্শন! তাকে আগের তুলনায় অনেক সুন্দর দেখাচ্ছে। কী আনন্দ, আমার প্রেমময় জীবন রক্ষা পেয়েছে।
মাঝে মাঝে, আমিও সেই শ্যাম্পু ব্যবহার করি। এটি চুল ভালোভাবে পরিষ্কার করে, এটি খুব ফে��াযুক্ত এবং এর সুগন্ধ আশ্চর্যজনক! চুলের গুণাগুণ ভালোর দিকে পরিবর্তিত হয়েছে: এখন, আমার চুল মসৃণ, নরম এবং রোদে সুন্দরভাবে চকচক করে। কিন্তু মূল বিষয় হলো মাসে দুবার রং করালেও আমার চুল পড়ে না বা ভেঙ্গে যায় না। আমার চিরুনিতে প্রায় কোনো চুলই নেই।
এভাবেই 3 মাসের মধ্যে আমার চুল এত লম্বা হয়েছে।
আপনি দেখতে পাচ্ছেন, শ্যাম্পুটি সর্বজনীন এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্যই উপযুক্ত। আপনি যদি সময়ের আগে সাহসী পথে চলতে চান, তবে এটি আপনার জন্য! এটি সাশ্রয়ী, বিশেষ করে যখন একটি বিশেষ অফার থাকে আপনি যদি তখন এটি কিনেন- আপনি 50% বাঁচাতে পারেন। যাইহোক, এটি চুল ট্রান্সপ্লান্টের চেয়ে সস্তা। Hair Surge থাকলে, আপনার আর ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে না!
#hair surge#animated movies#pixar#walt disney#brother bea#lady and the tramp#toy story#disney#disney animation#disney pixar#aladdin
0 notes
Text
বাটন মোবাইল ফোন
২.Walton Olvio MM30
এই লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে ওয়ালটন ব্র্যান্ডের Walton Olvio MM30 বাটন মোবাইল ফোনটি। এই ফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। মোবাইল ফোনটিতে GSM টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং 900 / 1800 MHz এর 2G Network রয়েছে।
এই মোবাইল ফোনটি বর্তমানে মার্কেটে নীল কালার ও কালো কালারের পাবেন। এর ডিসপ্লে প্যানেলে রয়েছে 240 x 320 pixels রেজুলেশনের 2.4 inches QVGA ডিসপ্লে। এছাড়াও আরো রয়েছে Lithium Ion 1800 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
এছাড়া আরো রয়েছে ডিজিটাল ক্যামেরা, সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট, এফএম রেডিও, ২.০ মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, 3.5mm jack ইত্যাদি। Walton Olvio MM30 মোবাইল ফোনটির দাম বর্তমানে ১২০০ টাকা।
Walton Olvio MM30 এর ফিচারসঃ
Lithium Ion 1800 mAh ব্যাটারি
১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট
মাইক্রো ইউএসবি
ব্লুটুথ
2.4 inches QVGA ডিসপ্লে
900 / 1800 MHz এর 2G Network
GSM টেকনোলজি
আরো জানতে পারেনঃ সবচেয়ে ছোট বাটন মোবাইল ফোন���
৩.Itel it2171
এই লিস্টের তৃতীয় নাম্বারে রয়েছে আইটেল ব্র্যান্ডের Itel it2171 মোবাইল ফোনটি। ২০১৯ সালে এই মোবাইল ফোনটি লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম ১১৯০ টাকা। প্লাস্টিক বডি যুক্ত এই মোবাইল ফোনটি বর্তমানে Sky Blue & Black কালারে পাওয়া যাচ্ছে।
এই মোবাইল ফোনটিতে 900 / 1800 MHz এর 2G Network সিস্টেমের পাশাপাশি, 1.77 inch TFT 120×160 Pixels রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। এবং আরো রয়েছে 0.03 MP ব্যাক ক্যামেরা ও Lithium Ion 1000 mAh পাওয়ার ফুল ব্যাটারি।
Itel it2171 মোবাইল ফোনটিতে আরো রয়েছে এলইডি ফ্ল্যাশ, ব্লুটুথ, সর্বোচ্চ ১২৮ জিবি মেমোরি সাপোর্ট, 1 MHz Processor, মাইক্রো ইউএসবি, অটো কল রেকর্ড, এফ এম রেডিও সহ আরো অনেক ধরনের ফিচার রয়েছে।
0 notes
Text
পার্লারে গিয়ে টাকা ধ্বংস কেন? চুলের ক্ষতি না করে বাড়িতেই এভাবে করুন কালার
চুলে রঙ করার প্রবণতা এখন অনেকটাই বেড়েছে৷ লাল, নীল, সোনালি থেকে সাদা, নানা রঙে চুলকে রাঙিয়ে তুলছে নতুন প্রজন্ম৷ আবার অল্প বয়সে চুলে পাক ধরার বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যাও এখন বেড়েছে৷ ফলে পাল্লা দিয়ে বাড়ছে চুলে রঙ করার প্রবণতাও৷ সাদা চুলকে কালো করাই হোক বা কালো চুলে অন্য রঙের ছোঁয়া দেওয়াই হোক, চুলে রঙ করা হাল ফ্যাশনের স্টাইল স্টেটমেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে৷ Source link
View On WordPress
#Diy hair color#Hair#Hair Color#Hair color for indian women#homemade hair color#চুলে রঙ#পা��া চুল#সাদা চুল
0 notes
Text
৪০ মণনের পাগলা রাজা’র দাম ১৭ লাখ
গায়ের রঙ কুচকুচে কালো। উচ্চতা ৬ ফুট, আর লম্বায় ১০ ফুট। ৫ বছর ধরে দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে তাকে। শখ করে নাম রাখা হয়েছে ‘পাবনার পাগলা রাজা’। ঈদকে সামনে রেখে ৪০ মণ ওজনের এই গরুর দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা। এই গরুর মালিক পাবনার ঈশ্বরদী উপজেলার সুলতানপুর গ্রামের রেজাউল করিম। ২০১১ সালে তিনি গরুর খামার শুরু করেন। তিন বছর আগে একবার ৩০ মণ ওজনের একটি বড় গরু তিনি বিক্রি করেছিলেন। রেজাউল করিম…
View On WordPress
0 notes
Text
বিদেশ থেকে ফিরে নতুন জাতের তরমুজ চাষে ভাগ্যবদল
হতাশা নিয়ে ওমান থেকে দেশে ফেরেন শামীম আহম্মেদ। এরপর কী করবেন ভেবে পাচ্ছিলেন না। কয়েক মাস বেকার থাকার পর ইউটিউবে বিভিন্ন ফসল চাষাবাদের ভিডিও দেখেন। কিছুদিন পর শুরু করেন হলুদ (গোল্ডেন ক্রাউন) ও কালো (ব্ল্যাক কুইন) জাতের তরমুজ চাষ। এই তরমুজ বিক্রি করে তিন মাসের ব্যবধানে খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। শামীম আহম্মেদ (৩০) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংলী গ্রামের…
View On WordPress
0 notes
Text
পুঁজিবাজারসহ কয়েকটি খাতে 'কালো টাকা' বৈধ করা যাবে
সত্যখবর ডেস্ক: জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনে ‘আয়কর আইন ২০২৩’ পাস হতে যাচ্ছে। নতুন আয়কর আইনে আবাসন ও পুঁজিবাজারসহ বেশ কয়েকটি শিল্প খাতে অপ্রদর্শিত অর্থ বা ‘কালো টাকা’ বিনিয়োগের সুযোগ থাকছে। যদিও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছিলেন, আগামী অর্থবছর কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না। চলতি অর্থবছরে এ সুযোগ থাকলেও আশানুরূপ সাড়া না পাওয়ায় এ সিদ্ধান্ত…
View On WordPress
0 notes
Link
বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো
0 notes
Text
হাট বাজার
============
মোঃ রহমত আলী
============
আদা কিনতে গাধা আমি,
তেলের বাজারে বেতাল,
পেঁয়াজের ঝাঁঝে চোখে পানি,
রসুন সহ দামে,গোস্ত দামী,
মরিচের ��র কষাকষি নানা-নানি,
কাটা ঘায়ে হলুদ লাগাই,
ওষুধ কেনা দুশকর তাই,
সবজির বাজারে আগাছা হাতাই,
চাল,গম,মসলা যেন সোনা-রূপা ভাই,
টাকা-পয়সার কোনো -মূল্যনাই,
লিচু কিনে শএর দরে,
গণনা করলে আশি-নব্বই মিলে,
গাছে পাকার আগেই ভরা ফল বাজার।
মাছের বিরাট আজও হাট,
কেনার সামর্থ্য কোথায় সবার,
সুগন্ধি সাবান বাপরে-বাপ,
সাধের-সাধ্য কার মাখবে আবার,
পুরাতন কাপড় নতুনের দাম,
বহুত ব্যবসায়ী তো লালেলাল,
চিনির অভাবে মিঠা ছাড়াই -চা পান,
গ্যাস-বিদ্যুৎ প্রায় মাসেই মূল্য সমন্বয়ে,
সিজন ছাড়াই তরকারি এখন,
পাই যে বারো মাস,আলু ভাই অমূল্য,
দেশি মুরগির ডিম উধাও,
বাজার করতে চোখ-মুখ কালো-লাল,
বেহাল-দশার খেলা রোজ হাট-বাজার,
পকেট ঝেড়ে ভরে না আর ব্যাগ আমার !
০৪.০৬.২০২৩
0 notes
Text
রেসিপিঃ কালো জাম ভর্তা!
গতকাল বাজার থেকে জাম কিনেছিলাম, ২০০ টাকা কেজি! হায়রে দুনিয়া, দ্রব্য মুল্য কোথায় আমাদের নিয়ে যাচ্ছে! বাসায় কেহ খায় না বলে ৫০ টাকার কিনেছিলাম এবং সন্ধ্যায় নিজেই ভর্তা বানিয়েছিলাম! আপনাদের দেখিয়ে দেয়ার লোভ হচ্ছে, ফলে ছবি তুলেছিলাম! জাম আমাদের দেশের একটা চমতকার ফল, গ্রীষ্মে প্রায় গ্রামেই এমন দুই একটা জাম গাছে জাম দেখা যায়! জাম খেতে খুব মজাদার, আমি পছন্দ করি। ধুয়ে জাম গুলো��ে হাত দিয়ে এক্টূ ফাটিয়ে…
View On WordPress
0 notes
Link
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ
0 notes
Link
0 notes