#আবসন
Explore tagged Tumblr posts
few-favorite-things · 5 years ago
Text
আবাসনে আত্মঘাতী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ|A man committed suicide in Tollygunj police to reveal the reason | kolkata
আবাসনে আত্মঘাতী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ|A man committed suicide in Tollygunj police to reveal the reason | kolkata
Tumblr media
এই আবাসনেই থাকতেন জগদীশ প্রসাদ আগারওয়াল। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে দশটা নাগাদ ওই আবাসনের একটি ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
কলকাতা: টালিগঞ্জের শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে একটি বহুতল থেকে এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ১৭১ নম্বর শ্যামাপ্রসাদ মুখার্জী রোডের একটি আবাসনের দোতলায় ঘটনাটি ঘটে। পুলিশ…
View On WordPress
0 notes
all-24news-blog · 5 years ago
Text
কোচিতে বিস্ফোরণে ভেঙে পড়ল ১৮ তলা আবাসন, দেখুন ভিডিয়ো
কোচিতে বিস্ফোরণে ভেঙে পড়ল ১৮ তলা আবাসন, দেখুন ভিডিয়ো
নিজস্ব প্রতিবেদন: কয়েক সেকেন্ডেই মাটির সঙ্গে মিশে গেল বিশাল আবাসন। কেরলের কোচির মারাডুতে  পরিবেশ রক্ষায় ৪টি আবাসনের প্রথমটি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলল কেরল সরকার।
আরও পড়ুন-কর্তৃপক্ষের গাফিলতি, দুর্গাপুরের কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু দিনমজুরের
কেরলের এই উপকুলবর্তি শহরের মারাডুতে ৩৫০ফ্ল্যাটে রয়েছে ২৪০ পরিবার।  মোট চারটি টাওয়ারে রয়েছে ওইসব পরিবার। উপকুলবর্তি এলাকায় আবাসন নীতি না মানায়…
View On WordPress
0 notes
paathok · 5 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/102043
বৃহস্পতিবার থেকে রেডিসন ব্লুতে শুরু হচ্ছে ৪ দিনের রিহ্যাব ফেয়ার
.
বন্দর নগরীতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী আবাসান মেলা (রিহ্যাব ফেয়ার-২০২০)। আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার থেকে রবিবার) পাচঁ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে অনুষ্ঠিত হবে এ ফেয়ার।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম ক্লাবের অডিটরিয়ম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপি (ভোলা-৩), চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ.জ.ম নাসির উদ্দিন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।
সংবাদ সন্মোলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, ইঞ্জিনিয়ার দিদারুল হক, মাহবুব সোবাহান জালাল তানভির প্রমূখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের মেলায় ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।
মেলার প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০ ও ১০০ টাকা । ৫০ টাকায় টিকিট কেটে একবার এবং ১০০ টাকায় টিকিট কেটে দর্শনার্থীরা চারবার মেলায় প্রবেশ করতে পারবেন।
টিকিট বিক্রির টাকা দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে জানান তিনি।
এবারের মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক, নির্মাণ সামগ্রী এবং কয়েকটি সহায়ক প্রতিষ্ঠানের মোট ৭৩টি স্টল থাকবে।
মেলা উপলক্ষে স্কুল ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে বিষয় ভিক্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কৈয়ুম বলেন, নীতিনির্ধারনী সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্যে দিয়ে গেলেও ইদানিং এ অবস্থা থেকে বের হয়ে আসছে। বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের পাঁচ শতাংশ সুদে গৃহঋণ চালুর কারণে আবসন খাত স্থবিরতা কাটিয়ে বের হয়ে আসছে।
এদিকে আবাসন নিবন্ধন ব্যয় দুই শতাংশ কমানো হলেও আরও চার শতাংশ ব্যয় কমানোর জন্য রিহ্যাবের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এক কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকা গৃহঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন আবাসন খাতের জন্য ইতিবাচক বলেও মনে করেন এ আবাসন ব্যায়সায়ী নেতা।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ১২টি, কাতারে দুইটি এবং যুক্তরাজ্যে, রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
0 notes
dailynobobarta · 5 years ago
Text
মশা যেন ভোট না খেয়ে ফেলে : প্রধানমন্ত্রী
New Post has been published on https://is.gd/yJ4cVI
মশা যেন ভোট না খেয়ে ফেলে : প্রধানমন্ত্রী
ঢাকা সিটির নতুন দুই মেয়র ও কাউন্সিলরদের মশা নিয়ন্ত্রণে তৎপর হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মশার উপদ্রব কমাবেন। মশা যেন ভোট খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধের বিষয় তুলে ধরে তিনি বলেন, সামনে ডেঙ্গু সমস্যা। কাজেই এখন থেকেই মশা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। সেদিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কে ভোট দিয়েছে, আর কে দেয়নি, সেটা বিবেচনা করলে হবে না, সবার সুযোগ-সুবিধাই দেখতে হবে। আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটা কথা মনে রাখবেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণের কাছে আপনারা ওয়াদাবদ্ধ। তিনি বলেন, আপনার যে শপথ নিয়েছেন, সে শপথের কথা মনে রেখে যারা আপনাদের ভোট দিয়েছে অথবা দেয় নাই, অর্থাৎ স্থানীয় জনগণ, সবার সুযোগ-সুবিধার জন্য কাজ করতে হবে। করোনোভাইরাস সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মাঝেমধ্যে একেকটা ঝামেলা আসে। এখন যেমন করোনাভাইরাস দেখা দিয়েছে। এর থেকে কীভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি। এটা এখনো আমাদের দেশে আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেয়া, তাদের জন্য পোষাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করছি। পাশাপাশি যে নির্দেশনা দেয়া হচ্ছে সবাইকে তা মেনে চলতে হবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলে���, আমরা অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। কাজগুলো যাতে যথাযথভাবে হয়, সেদিকে দৃষ্টি দেবেন। বস্তিবাসীর জীবনমান উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছি। সেখানে বস্তিবাসীর জন্য আবসন ব্যবস্থা থাকবে। আমরা প্রকল্প করে দিয়েছি কেউ দিনের ভাড়া দিনে দিয়েও থাকতে পারবে, আবার কেউ চাইলে এক মাস পরে ভাড়া দেবে, সেভাবেও প্রকল্প করা আছে। তিনি আরো বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন স্ব স্ব দায়িত্ব পালন করবেন। সরকারের উন্নয়ন প্রকল্প যথা সময়ে বাস্তবায়নে সহযোগিতা করবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। তবে শপথ নিলেও আইনি জটিলতায় এখনই চেয়ারে বসতে পারছেন না মেয়ররা।
0 notes
few-favorite-things · 5 years ago
Photo
Tumblr media
lockdown: লকডাউনে ‘মাছে-ভাতে’ বাঙালির গল্প বলবে এই আবাসন – this series will tell the story of a love and bonding in this lockdown হাইলাইটস খেলাঘরের প্রেম নিয়েই আসছে ভালবাসা আবাসন। একটি ফ্ল্যাটবাড়িকে কেন্দ্র করেই এগোবে গল্প। আর সেই সঙ্গে গল্প জুড়ে থাকছে মাছ
0 notes
few-favorite-things · 5 years ago
Photo
Tumblr media
Leopard: high drama as leopard enters residential society in gujarat – VDO: গুজরাতের আবাসনে হঠাৎ লেপার্ড! তারপর?, Watch Video হঠাৎই আবাসিক এলাকায় লেপার্ডের দেখা। চাঞ্চল্যকর ঘটনা গুজরাতের দাহোড়ে। হইচই কাণ্ডের পর বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে লেপার্ডটিকে। আবাসিকদেরই একজনের তোলা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   26 May 2020, 2:55PM ISTViews: 0
0 notes
few-favorite-things · 5 years ago
Text
কাঁকুড়গাছির অভিজাত আবাসনে শাশুড়িকে 'খুন' করে আত্মঘাতী জামাই
কাঁকুড়গাছির অভিজাত আবাসনে শাশুড়িকে 'খুন' করে আত্মঘাতী জামাই
কাঁকুড়গাছির অভিজাত আবাসনে শাশুড়িকে ‘খুন’ করে আত্মঘাতী জামাই। তদন্ত করছে পুলিশ|
View On WordPress
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/38624
শেরশাহ সাংবাদিক হাউজিংকে আর্দশ সোসাইটি হিসাবে গড়ে তোলার ঘোষনা
Tumblr media
.
শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিকে চট্টগ্রামের একটি আদর্শ সোসাইটি হিসাবে গড়ে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নসহ মসজিদের উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি সোমবার রাতে শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি চট্টগ্রামের সাংবাদিকদের আবসন সমস্যা সমাধানে হাউজিং সোসাইটির সাথে কাজ করবেন বলেও জানান।।
এসময় মেয়র আলেম-উলেমাদের ইসলামের সঠিক ইতিহাস ও ব্যাখ্যা তুলে ধরে জঙ্গীবাদী কার্যক্রমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে।জঙ্গীবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করছে। আলেম সমাজকে ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে হবে।
শেরশাহ সাংবাদিক হাউজিং জামে মসজিদ কমিটির উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগরী গরবীবুল্লাহ শাহ মাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির আহবায়ক হাসান ফেরদ��স।
মিলাদুন্নবীর অনুষ্ঠান সঞ্চলনা করেন শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফী।
এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক হাউজিং সোসাইটির অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা সদস্য মহসীন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেসক্লাবের লাইব্রেরী সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ। প্রমুখ।
পরে এলাকার উন্নয়ন এবং দেশ-জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তবরুক বিতরণ করা হয়।
0 notes
paathok · 7 years ago
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/34810
ইজারা চুক্তি লংঘনের অভিযোগে তিন জনের প্লট বাতিল
Tumblr media Tumblr media
নগরীর শেরশাহ কলোনীস্থ চট্টগ্রাম সাংবাদিক হাউজিং এর কার্যালয়।
ইজারা চুক্তি লংঘনের অভিযোগে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারিটভ হাউজিং সোসাইটির শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় বরাদ্দ প্রাপ্ত সুখময় চক্রবতী, শতদল বড়য়া, বাবুল চৌধুরীর প্লট সাময়িক ভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লি.।
আজ মঙ্গলবার সকালে সমিতির রেজিষ্ট্রার্ড কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমিতির শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্প এর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, সমিতির কার্যক্রমে বাধা সৃষ্টি, অবৈধভাবে সমিতিকে বিভক্তি করনের চেষ্টাসহ সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সম্পাদক হাসান ফেরদৌস।
সভায় জানানো হয়, ১৯৮২ সালে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে ভূমি মন্ত্রণালয় পশ্চিম ষোলশহর মৌজার ১৬ একর জমি আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবসন গড়ে তোলার জন্য চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটিকে জেলা প্রশাসন ইজারা দেয়। ইজারা মেয়াদ শেষ হওয়ার পর ২০১৩ সালে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩০ বছরের জন্য আবারো ইজারা চুক্তি নবায়ন করেন।
১৯৮২ সালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউয়িন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সদস্য করা হয়। এসব সদস্যদের ৭ হাজার টাকা সেলামীর ভিত্তিত্বে রেজিষ্ট্রার্ড ইজারা চুক্তিমুলে সিডিএ’র অনুমোদিত নকশা অনুযায়ী সদস্যদের মধ্যে ৫কাঠা করে ১০৮টি প্লট বরাদ্দ দেয়া হয়।
সাংবাদিক হিসাবে বরাদ্দ পাওয়া এসব প্লটের অধিকাংশ ইজারা চুক্তি লংঘন করে বেআইনি ভাবে অসাংবাদিকদের কাছে বিক্রী করে দেন সমিতির কতিপয় সদস্য। এসব অসাংবাদিক প্লট মালিক এবং সমিতির কিছু সদস্য বেআইনি ভাবে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দফতর থেকে নিজেদের বিভিন্ন পত্রিকার মালিক দেখিয়ে ব্যবসায়ী সমিতির নাম দিয়ে একটি ভূঁই ফোড় সংগঠনের নামে নিবন্ধন গ্রহন করে। যা সম্পূর্ণ বেআইনি। পরস্প��� যোগসাজশের কতিপয় সমিতির সদস্য ও অসাংবাদিক মিলে সাংবাদিকদের আবসন সমস্যা সমাধানের জন্য সরকারের দেয়া কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি অবৈধ ভাবে আত্মসাতের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।
সভায় এ ধরনের অপতৎরতার বিরুদ্ধে সমিতি পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ এবং যারা সমিতির সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সমিতির সহ সভাপতি সমীর কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুর আলম মঞ্জু, মহসীন কাজী উপস্থিত ছিলেন।
সভায় আবাস��� বঞ্চিত সাংবাদিকদের জন্য তৃতীয় আবাসন প্রকল্পের কাজে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ৩০ নভেম্বরে মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় তিন প্লট কেলেংকারীর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্বিতীয় আবাসন প্রকল্প কল্পলোক মিডিয়ার টাওয়ার নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় সমিতির বর্তমান কর্যক্রম নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।-প্রেসবিজ্ঞপ্তি
0 notes
paathok · 8 years ago
Photo
Tumblr media
New Post has been published on http://paathok.news/18182
৪ দিনের বিক্রি হয়েছে ৪শ ৬০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট!
Tumblr media Tumblr media
.
শেষ হয়েছে ৪ দিনের ৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৭ (আবাসন মেলা)। শেষ দিনে শনিবার রাত পর্যন্ত ভীড় লেগেছিল পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হল।
৪ দিনের এ মেলায় এবার ৪শ ৬০ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
তিনি বলেন- দেশের আবাসন খাতের মন্দাভাব কাটিয়ে আবার আবসন শিল্পের সুদিন ফিরে আসছে। যার প্রত্যক্ষ প্রতিফলন এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। ফেয়ারের ৪ দিন ক্রেতা দর্শনর্থীর আগমন, বিশেষ করে গতকাল শুক্রবার এবং আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভীড় এবং ফেয়ারের প্রবেশ পথে দীর্ঘ লাইন সকলেই লক্ষ করা গেছে। ফেয়ারের এই ৪ দিনে প্রায় ১৫ হাজার ক্রেতা দর্শনার্থী মেলা প্রাঙ্গন ভিজিট করেছেন বলে তিনি জানান।
Tumblr media
শেষ দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন-রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
ফেয়ারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ ক্রেতাদের জন্য যে সকল অফার নিয়ে এসেছেন, ব্যাংক বন্ধ থাকার কারণে ফেয়ার শেষ হওয়ার পরেও আরও ৫ দিন কোম্পানীর নিজস্ব অফিসে সে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। মেলার শেষ দিনে শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব এর ডিরেক্টর ও চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান (১) মোহাম্মদ ওমর ফারুক, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস ও মিডিয়া কমিটির সদস্য জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য বুধবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় ৪ দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৭ (আবাসন মেলা)। “স্বপ্নীল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে ১০ম বারের মত রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উদ্বোধনের পর বেলা ২টা থেকে মেলা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত করা হয়। প্রতিদিন মেলা হোটেল রেডিসন ব্লু’র মেজবান হলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।
0 notes