love to read and write
Don't wanna be here? Send us removal request.
a-pretty-kettle-of-poetry · 3 years ago
Text
তুমি হচ্ছ আমার চার লাইনের কবিতা
তোমাকে নিয়ে যত আমার অভিমান
তোমাকে নিয়ে যত আমার আশা হতাশা
তোমাকে নিয়েই আমার সুর
তোমাকে নিয়েই ছন্দ।
তুমি হচ্ছ আমার রাতের কালো ঘন আকাশের এক ঝাঁক তারা।
এক ঝাঁক তারার মতো তুমি ছড়িয়ে আছো
আমার পুরো আকাশ জুড়ে।
এক ঝাঁক তারার মতো আঁধার রাতে
আশ্রয় হয়ে পাশে আছো তুমি।
তুমি হচ্ছ প্রখর রোদে চেয়ে থাকা সূর্যমুখী,
ঠিক হলুদ বর্ণের সূর্যমুখীর মতো একটু
আলো তে খুনসুটি করো তুমি।
তুমি হচ্ছ আমার ক্যানভাসে রং তুলি দিয়ে
ভেসে থাকা সন্ধ্যামালতী,
যাকে আমি দেখতে চাই আমার বসতবাড়ির
ছাদ বাগানে।
যার ছোঁয়���য় আমার ভাঙাচোরা বাড়ি হয়ে যাবে আবারও প্রাণবন্ত।
তুমি হচ্ছ আমার কল্পনার মূলভাব।
আমার কল্পনাগুলো তোমাকে ছাড়া অকল্পনীয়।
আমি জানি না তোমার চোখে আমার ছবি টা
কেমন।
আমি জানি না আমার ভাবনা গুলোর পরিণতি কি।
আমি জানি না আমি দু-চোখ বন্ধ করলে
যা অনুভব করতে পারি সে টি আসলে কি।
তবে আমি নিশ্চিত,
শুধু মাত্র
তুমি আমার চার লাইনের কবিতা।
.
.
.
০৪ সেপ্টেম্বর, ২০২১
.
.
.
#banglapoem#writing#poetess#poetry#poetofig#aesthetic#writersofbangladesh#instagramwritters#writerscommunity#writersofindia#love
0 notes
a-pretty-kettle-of-poetry · 3 years ago
Text
0 notes
a-pretty-kettle-of-poetry · 3 years ago
Text
আজ যেই মানুষটি তোমার কাছে
গোলাপের কাঁটার মতো অতি অপ্রিয়
একসময় সেই মানুষটি ছিল তোমার কাছে
গোলাপের পাপড়ির মতো অতি প্রিয়, অতি অমূল্য।
যার সাথে আজ তোমার হয় না কোনো কথোপকথন, এক সময় সেই মানুষটির সাথে কথা শুরু হলে
রাত গড়িয়ে ভোর হয়ে যেত,
চাঁদ গড়িয়ে সূর্য হয়ে যেত।
জানালার বাহিরে বসে থাকা চড়ুই পাখি
প্রতিটি দিন ভোরের জানান দিতে হাজির হতো।
ভাবতাম বন্ধুত্বের বুঝি কোন ইতি নেই
ভাবতাম বন্ধুত্ব কখনো ম্লান হতে পারে না।
তবে এই মুহূর্তে বুঝতে পারছি,
সত্যিই বড্ড বেকুব ছিলাম আমি।
কল্পনার আড়ালে
লুকিয়ে থাকা কঠোর বাস্তবতা কেন যেন
আগে কখনো দেখতে পারিনি আমি।
তবে আজ সবটা পানির ন্যা��় স্বচ্ছ,
সবটা নীল আকাশের ন্যায় পরিষ্কার।
সম্পর্ক গুলো সুন্দর ভাবেই আগলে
রেখেছো তুমি।
যারা পাশে থাকার তারা আছে
তোমার পাশে, তোমার সাথে।
দিন শেষে শুধুমাত্র তোমার আমার
বন্ধুত্ব টুকু, তোমার আমার
আপনত্ব টুকুই হয়ে গেল ম্লান,
হয়ে গেল অসমাপ্ত।
আজ মেঘের দিকে তাকিয়ে
মনে মনে বলতে থাকি
"শেষটা এতোটা কষ্টকর না হলেও পারতো"
"শেষটা যদি আরেকটু সুন্দর হতো।"
#banglawriting#poetess#poetsofbd#poetscommunity#poetic#aesthetic#love#friendship#poetsofig#poetryoftheday#youandme
1 note · View note