yessoad
yessoad
Untitled
5 posts
Don't wanna be here? Send us removal request.
yessoad · 4 years ago
Text
The depreciation of modern city
সময়ের সাথে সাথে প্রতিটা মানুষের মাইন্ড মেন্টালিটি পরিবর্তন হতে থাকে ঠিক তেমনি ছোট বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে আমূল পরিবর্তন দেখা যায়,আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দেখা যায় এরা কেউ কেউ বেয়াদব কারো চাহিদা থাকে আকাশচুম্বী কেউ কাজে-কর্মে লিমিট ক্রস করে ফেলে কিন্তু একবার ভেবে দেখুন তো এই সব নেগেটিভিটি হওয়ার পেছনে এসব ছেলেমেয়েরাই কি প্রত্যক্ষভাবে দায়ী? না এরা দায়ী নয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের পিতামাতা পরিবার এবং চারপাশের মানুষ দায়ী..
শিশুরা হচ্ছে কাদামাটি, কাদামাটি আপনি ঠিক যেভাবে যেই আকার দিবেন জিনিসটা ঠিক ওই ভাবেই তৈরি হবে। শিশুরাও ঠিক তেমন ছোটবেলা থেকে ঠিক যেভাবে মানুষ করবেন ওই ভাবেই তারা মানুষ হবে তবে হ্যাঁ এর ব্যতিক্রমও আছে। ছোটবেলায় বিটিভিতে একটা বিজ্ঞাপন দেখতাম "শিশুদেরকে হ্যাঁ বলুন" আপনাদের কাছে কি মনে হয় এই বিজ্ঞাপনের যৌক্তিকতা কথায়? বড় হওয়ার পর এখন বুঝতে পারি শিশুদের প্রতিটা কথায় হ্যাঁ বলার কারণে আজকে আমরা সমাজে নানা রকম চিত্র-বিচিত্র দেখতে পাচ্ছি ছোটবেলায় শিশুদের যদি তাদের বাবা-মা এবং পরিবার না বলতে শিখত, দামি জিনিস চাওয়ার সাথে সাথে না করত, কার সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দিত তাহলে সমাজের কিছুটা হলেও পরিবর্তন হয়ত আসত।
আমার মা ছোটবেলায় কারো বাসায় গেলে শিখায় পড়ায় নিয়ে যেতো কিছু ধরবা না, আমি না বলা পর্যন্ত খাবারে হাত দিবা না, সবাই একসাথে বড়রা গল্প করলে আম্মুর চোখের ইশারায় উঠে যেতে হতো, বান্ধবীদের বাসায় পর্যন্ত যেতে দিত না, স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো তখন খুব বিরক্ত লাগত। কিন্তু আজ অন্যের ছেলেমেয়েদের চলাফেরা আর নিজের চলাফেরা দেখে গর্ববোধ হয় যে আমি এমন একজন মা পেয়েছি আমার মার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ।
এই সমাজের সবার সাথে তাল মিলিয়ে চলার মতো মানুষ আমি হতে পারিনি সবাই আনস্মার্ট, অসামাজিক বলতো তারপরও আমি খুশি ওদের মতো উচ্ছৃঙ্খল বেয়াদব হয়নি। আমার মত এমন অনেকেই আছেন যাদের অনেক কথা শুনতে হয়েছে সমাজে চলার যোগ্যতা নিয়ে কিন্তু একবার ভাবুনতো রং ঢং করে চলার নামই কি আধুনিকতার ছোঁয়া আর আধুনিক সমাজ? যেখানে রেপ, ছিনতাই, খুন হচ্ছে এসব কারা করে যারা পরিবারের প্রশ্রয় আধুনিকতার ছোঁয়ায় আধুনিক সমাজে চলার যোগ্য তাহলে বলবো আমি ধন্য আধুনিকতা আমাকে ছুঁতে পারেনি।
0 notes
yessoad · 4 years ago
Text
Dhaka City in an instant
ঢাকার নামকরণের নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে।কথায় আছে, সেনদের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে কাছাকাছি জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা  ঐ  জঙ্গল এলাকায় একটি মন্দ���র প্রতিষ্ঠা করেন। দেবীর বিগ্রহ ঢাকা  অবস্থায়  পাওয়া গিয়েছিলো, তাই রাজা, মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই  নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার আরোও অনেক ঐতিহাসিকের মনে করেন, সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী থেকে ঢাকা নাম হয়ে যায়। উল্লেখ্য যে, মোঘলরা ঢাকার নাম জাহাঙ্গীরনগরও রেখেছিলেন ১৬ জুলাই ১৬১০ সালে। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম অপরিবর্তত ছিলো।
0 notes
yessoad · 4 years ago
Text
In short our country
দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূ-রাজনৈতিক ভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মায়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।
দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ধ্রুপদী যুগে বাংলাদেশ অঞ্চলটিতে বঙ্গ, পুণ্ড্র, গৌড়, গঙ্গাঋদ্ধি, সমতট ও হরিকেল নামক জনপদ গড়ে উঠেছিল। মৌর্য যুগে মৌর্য সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল অঞ্চলটি। জনপদগুলো নৌ-শক্তি ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। মধ্য প্রাচ্য, রোমান সাম্রাজ্যে মসলিন ও সিল্ক রপ্তানি করতো জনপদগুলো। প্রথম সহস্রাব্দিতে বাংলাদেশ অঞ্চলকে কেন্দ্র করে পাল সাম্রাজ্য, চন্দ্র রাজবংশ, সেন রাজবংশ গড়ে উঠেছিল। বখতিয়ার খলজীর গৌড় জয়ের পরে ও দিল্লি সালতানাত আমলে এ অঞ্চলে ইসলাম ছড়িয়ে ��রে। ইউরোপীয়রা শাহী বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য দেশ হিসেবে গণ্য করতো।
মুঘল আমলে বিশ্বের মোট উৎপাদনের (জিডিপির) ১২ শতাংশ উৎপন্ন হতো সুবাহ বাংলায়, যা সে সময় সমগ্র পশ্চিম ইউরোপের জিডিপির চেয়ে বেশি ছিল।১৭৬৫ থেকে ১৯৪৭ পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডটি প্রেসিডেন্সি বাংলার অংশ ছিল। ১৯৪৭-এর ভারত ভাগের পর বাংলাদেশ অঞ্চল পূর্ব বাংলা (১৯৪৭–১৯৫৬; পূর্ব পাকিস্তান, ১৯৫৬–১৯৭১) নামে নবগঠিত পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ হলে পশ্চিম পাকিস্তানের বিবিধ রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ভারতের সহায়তায় গণতান্ত্রিক ও সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ; এছাড়াও প্রলম্বিত রাজনৈতিক অস্থিতিশীলতা ও পুনঃপৌনিক সামরিক অভ্যুত্থান এদেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা বারংবার ব্যাহত করেছে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯১ খ্রিষ্টাব্দে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে যার ধারাবাহিকতা আজ অবধি বিদ্যমান। সকল প্রতিকূলতা সত্ত্বেও গত দুই দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রগতি ও সমৃদ্ধি সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।
এত কিছুর পরও বাংলাদেশের সৌন্দর্য কোন কমতি নেই। আমাদের আছে গুরে বেরানোর মত অনেক জায়গা যেমন    
ঢাকা , সোনারগাঁ জাতীয়,  স্মৃতিসৌধ, আহসান মঞ্জি,  ললালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন, জাতীয় চিড়িয়াখানা, জাতীয় বোটানিক্যাল গার্ডেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ, নিঝুম দ্বীপ, কুমিল্লা, রাঙামাটি, সিলেট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জাফলং, শ্রীমঙ্গল ,সুনামগঞ্জ, বগুড়া, উত্তরবঙ্গম, হাস্থানগড়, পাহাড়পুর, পুঠিয়াশত, গাম্বুজ মসজিদ, বরিশাল, কুয়াকাটা, বান্দরবান, সাজেক ভ্যালি .
https://job4bangla.blogspot.com/2021/09/our%20country.html
2 notes · View notes
yessoad · 5 years ago
Photo
Tumblr media
1 note · View note
yessoad · 5 years ago
Photo
Tumblr media
We love flower.😍😍😍 https://www.instagram.com/p/CII-a4ejRJb/?igshid=1jicdt47wbqgb
2 notes · View notes