Tumgik
thedailyauthor · 4 years
Text
২০২০ সালে তাকেও কেড়ে নিল
কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, “আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত, দিয়েগো আর্মান্দো মারাদোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।”
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা একক নৈপুণ্যে দেশকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ফুটবল কীর্তির বাইরেও যিনি ছিলেন বর্ণময় চরিত্রের অধিকারী।
পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পরও নানা বিতর্কের জন্ম দিয়ে প্রায় সবসময়ই ছিলেন খবরের শিরোনাম হয়ে।
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
চলেই গেলেন তিনি!
কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা যান তিনি।
মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল ৮৫ । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ দুপুর ১২ টা ১৫ মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় । কয়েকদিন আগে তিনি কোরোনায় আক্রান্ত হন । পরে কোরোনা থেকে মুক্ত হয়ে ওঠেন । ৬ অক্টোবর তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।
গতকাল হাসপাতালের তরফে জানানো হয়, "এনকেফেলোপ‍্যাথির কারণে প্রায় ৪০ দিন ধরে আমাদের কোনও চেষ্টা কাজে আসছে না । অ্যান্টিভাইরাল থেরাপি, স্টেরয়েড প্লাজ়মাফেরেসিস সহ সব ধরনের চেষ্টা আমরা করেছি । সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসায় সাড়া দিচ্ছে না তাঁর শরীর ।"
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
আমার কমেন্ট বক্স ।
লেখক: থিংকার সিফাত ।
দীর্ঘদিন ধরে ফেসবুক চালাচ্ছি। প্রায় ২ বছর হবে। এর মাঝে আমার প্রোফাইল পিকচারের বয়স ১ বছর হবে। খোলার সময় একবার একটা হাবা মার্কা পিকচার দিয়েছিলাম। আরেকবার দিয়েছি এই বছরের প্রথম দিকে। বছরটাও প্রায় শেষের দিকে। তাই ভাবলাম নিজের একটা স্টাইলিশ পিকচার আপলোড দিব। এবারের ছবিটা অসম্ভব সুন্দর করে তুলবো ঠিক করলাম। তাহলে রিএক্ট অনেক আসবে, অনেকের নজরে পড়লে কমেন্টও প্রচুর পরিমাণে আসবে। হতে পারে এই একটা মাত্র ছবির মাধ্যমেই সেলিব্রেটি হয়ে যাব। ফ্যান ফলোয়ারও বেড়ে যেতে পারে। আমার চিন্তাধারা অতি উচ্চ সীমার।
খুব সুন্দির করে, রঞ্জিত একটা কিভাবে তুলতে হয় তাঁর জন্য প্রাথমিক জ্ঞান প্রয়োজন। আমাদের এলাকার কুখ্যাত ফটোগ্রাফার হচ্ছে বিখ্যাত হাবিল কাকা। তাই আর দেরী না করে হাবিল কাকার কাছে দৌড়ে গেলাম। ওনাকে আমার মনের একান্ত ইচ্ছা বিস্তারিত বললাম। উনি আমার কথা শুনে গম্ভীরভাবে বললেন, “ছবিই শিল্প, ছবিতেই তুলি অসাধারণ গল্প।” “চমৎকার কাকা। আমি জানতাম এলাকার মধ্যে শুধু আমিই কবিতা লিখি। কিন্তু তুমি তো আমার থেকেও বড় চ্যাম্পিয়ন।” হাবিল কাকা বিরক্তি প্রকাশ করে বললেন, “কথা বলতে দেয় আগে। ছবি তুলার জন্য অনেকগুলো উপাদান লাগে। একটা ভালো ক্যামেরা লাগে যা আমার কাছে আছে। বাহারি ডিজাইনের শার্ট, প্যান্ট লাগে যা মার কাছে নেই। চুলের কাটিং হতে হবে উন্মাদ কাটিং! এটা বাজারের নতুন হেয়ার কাট। আগে গিয়ে এগুলোর ব্যবস্থা করে আয়।”
যেই বলা সেই কাজ করার জন্য চলে গেলাম। সেলুনে গিয়ে তথাকথিত উন্মাদ কাটিং দিলাম। চিপা বাজার থেকে ৮০ টাকার একটা শার্ট, ১২০ টাকার একটি হাঁটু ছেঁড়া প্যান্ট কিনলাম। আমি উচ্চমাত্রার চিন্তাধারায় নিম্ন খরচে বিশ্বাসী! এবার রেডি হয়ে হাবিল কাকার কাছে গেলাম। হাবিল কাকা তার কুখ্যাত হওয়া বিখ্যাত ক্যামেরা দিয়ে স্টাইলিশ কয়েকটি ছবি তুলে দিলেন। সেখান থেকে পছন্দ করে রাতের বেলায় একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড দিয়ে দিলাম। সকালে সেলিব্রেটি হয়ে যাব এই আশা নিয়ে ঘুমিয়ে পড়লাম। 
সকাল বেলা উঠে ফেসবুকে লগ ইন করলাম। ঢুকতেই নোটিফিকেশনের চাপে ফেসবুক জ্যাম হয়ে গেল। প্রোফাইল পিকচার চ্যাক করে দেখলাম ৫৩৬ টা রিএক্ট! এত রিএক্ট আমার সবগুলো পোস্ট একসাথ করলেও হবে না। এবার কমেন্ট বক্সে খেয়াল করলাম ১০০+ কমেন্ট।‘ নায়েস, ওয়াও, জোস, ওয়াও, অস্থির, চমৎকার, মন মাতানো ছবি, আগুন, ওহো কি লাগছে’ এসব কমেন্টে ৯০ টা কমেন্ট চলে গেল। সেলিব্রেটি সেলিব্রেটি ফিল হচ্ছিল তখন। মনের আশা সম্ভবত পূরণ হচ্ছিল। 
আরেকটু নিচে দেখি এলাকার সাইড নাপিত মানে প্রধান নাপিতের প্রতিদ্বন্দ্বী কমেন্ট করেছেন, “চুলের কাটিং একেবারে বেমানান হয়েছে। আমাদের সেলুনে বিশাল ডিসকাউন্টে আপনি ঝাকানাকা কাটিং দিতে পারবেন। আজই চলে আসুন।” 
এরপর দেখি কাপড় ব্যবসায়ী এমরান ভাইয়ের কমেন্ট, “আপনারা পাচ্ছেন ২০% ক্যাশব্যাকে নতুন নতুন ডিজাইনের চমৎকার শাড়ী। আর নয় দেরী, আসুন তাড়াতাড়ি।” আমার ফ্রেন্ডলিস্টের সব আন্টিরা ওনার কমেন্টের রিপ্লাইয়ে লেগে গিয়েছেন অথচ একজনেও আমার ছবিতে রিএক্ট লাইক কিছুই করেন নি। হতাশ হয়ে গেলাম আবার।
মুদি দোকানদার আকিজ মিয়াও কমেন্ট করেছেন, “কোন দোকানের মুদিমাল খাও মিয়া? আমার দোকানের জিনিস খাইলে ছবিটা আরও সুন্দর উঠতো।” রিপ্লাইয়ে লিখলাম, “আপনার দোকানেরই তো!” উনি রিপ্লাই দিলেন, “আরে কি বল! ছবিতে তোমাকে হিরু লাগছে।” 
এভাবে প্রতিটা ব্যবসায়ী কমেন্ট করে যাচ্ছেন। লাইব্রেরীওয়ালা লিখেছেন, “আমাদের দোকানের বই খাতা কেনায় আজ তোমাকে এত দারুণ লাগছে।” এবার আমার সেলিব্রেটি হওয়ার ইচ্ছাটাই মরে গেল। আমার কমেন্ট বক্স এখন এডভারটাইজ সেকশনে পরিণত হয় গিয়েছে। এখন ভাবছি ব্যবসা করবো! এরপর আমিও আমার ছবিতে এসব কমেন্ট করবো।
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
এসোসিয়েশন  অফ চিল্ড্রেন ওয়েলফার এর এই মাসের কর্মসূচি।
আফিফ হাসান আফিক(বিশেষ প্রতিনিধি)ঃ  এসোসিয়েশন অফ চিল্ড্রেন ওয়েলফার সংগটনটি পথশিশুদের সেবায় কাজ করে।প্রতিমাসেই সংগঠনটি পথশিশুদের সেবার উদ্দেশ্য বিভিন্ন ইভেন্ট করে।এই মাসেও সংগঠনটি তাদের ইভেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে।কিন্তু এইবারের ইভেন্ট  ছিলো আরেকটু ভিন্ন।এইবারে তারা ৩ টি ইভেন্ট সম্পন্ন করে। ১.একটি অসুস্থ ছেলের চিকিৎসা করায়। ২.এক বৃদ্ধ রিকশাওয়ালা বাবার রিকশা মেরামত করা হয়। ৩.শিশুদের জন্য খাবার সামগ্রী বিতরণ +শিশুদের স্বাক্ষরতা।  এসোসিয়েশন অফ চিল্ড্রেন ওয়েলফার এর ৩ টি ইভেন্ট এর মধ্যে মূল ইভেন্ট ছিলো পথশিশুদের স্বাক্ষরতা বৃদ্ধি। শিক্ষা জীবনের অন্যতম শক্তিশালী বিষয়। শিক্ষা আমাদের চারপাশের বিশ্বের বোঝাপড়া দেয় এবং আমাদের সেই জ্ঞানটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করার সুযোগ দেয়।
Tumblr media Tumblr media
জাতি, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে শিক্ষাই মানুষের পক্ষে বিভিন্ন স্তরের জীবনের অন্যান্য ব্যক্তির সাথে সমানভাবে দাঁড় করা সম্ভব করে। সামগ্রিকভাবে, শিক্ষা হ'ল একটি প্ল্যাটফর্ম যা সমস্ত প্রতিবন্ধকতাগুলি পরাভূত করা সম্ভব করে দেয় প্রায়।
সেই ক্ষেত্রে, শেখার এবং জ্ঞান অর্জনের শক্তির উপলব্ধিতে এসোসিয়েশন অফ চিল্ড্রেন ওয়েলফার  প্রত্যেক মাসে একটা ইভেন্ট করার ধারাবাহিকতায় এবারের চেষ্টায় ছিল ‘শিশুদের জন্য স্বাক্ষরতা 'ইভেন্টটি। এসোসিয়েশন অফ চিল্ড্রেন ওয়েলফার এর এমন সুন্দর কর্মসূচি গুলো ভবিষ্যতে আরো বাস্তবায়িত হলে পথশিশুরাও সাধারণ মানুষের মতো বাচঁতে পারবে।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
করোনাকালীন এই দুঃসময়ে শিশুদের মানসিক অবস্থা।
আফিফ হাসান(বিশেষ প্রতিনিধি)ঃ করোনা ভাইরাস এই মহামারী থমকে দিয়েছে বর্তমান বিশ্বকে।থমকে গিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন।এই সংকটময়  সময়ে সকলের জীবনযাপনে বাধা সৃষ্টি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরাই এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা সবই বন্ধ হয়ে যাওয়ায় শিশুরা হয়ে পড়ছে অনলাইনমুখী।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখা হচ্ছে অনলাইনে।যার ফলে শিক্ষার্থীরা তাদের অধিকাংশ সময়ই অনলাইনে কাটাচ্ছে।আবার অবসর সময় বাইরে খেলাধুলা  করে কাটানোর পরিবর্তে  তাদের অবসর সময় কেটে যাচ্ছে অনলাইনে গেম খেলার মাধ্যমে ।
Tumblr media
এই থেকে শিক্ষার্থীদের মানসিক অবস্থা একঘেয়েমি হয়ে পড়ছে।তাছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখায়ও একপ্রকার বাধা সৃষ্টি হচ্ছে।স্কুলে যেতে না পারায় ঘরে বসে অনলাইনে ক্লাস করলেও শ্রেনীকক্ষে পাঠ অনুশীলন করা আর অনলাইনে করার পার্থক্য থেকে যায়।ফলে শিক্ষার্থীরা তাদের পড়ালেখায় ভালোভাবে অগ্রসর হতে পারছেনা।এই থেকেও শিক্ষার্থীদের এক মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। শিশুদের এমন সময়ে পরিবারের সকল সদস্যদের সহযোগিতার মাধ্যমে তারা তাদের এই একঘেয়েমি মনোভাব দূর করতে সচেষ্ট হবে। তাই শিক্ষার্থীদের অভিভাবকরা এই বিষয়ে সচেতন হয় যাতে তাদের মানসিক অবস্থা প্রফুল্ল থাকে।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
স্কিল ক্যাম্পে ডাক পাওয়া একমাত্র পেসারের করোনা পজিটিভ
মোঃ আবদুস সামী ভূঁইয়া(বিশেষ প্রতিনিধি)ঃ
স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে একমাত্র পেসার আবু জায়েদ রাহিই করোনা পজিটিভ। বাকি সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আবু জায়েদ রাহি। জাতীয় দলের ডানহাতি এই পেসারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Tumblr media
বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড পজিটিভ হয়েছেন। আইসোলেশনে থেকে নির্দেশনা মোতাবেক সে চিকিৎসা নেবে। নির্দিষ্ট সময়ে তার দ্বিতীয় পরীক্ষা করা হবে।' স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে একমাত্র রাহিই করোনা পজিটিভ। বাকি সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
১৯ বছর বয়সে ডিজিটাল মার্কেটিংয়ে সফল তিতুমীর কলেজের তুহিন
(বিশেষ প্রতিনিধি) ঃ করোনাভাইরাসের ফলে দেশে বর্তমানে একটি কঠিন সময় চলছে। এই মুহূর্তে তথ্য-প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি। সুষ্ঠু ব্যবহার জানলে আর সেটার বাস্তবায়ন করতে পারলে এক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্যলাভ সম্ভব। ১৯ বছর বয়সী মাইনুল ইসলাম তুহিন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর মধ্যেই ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় রেখেছেন সাফল্যের পদধূলি। তুহিন একাধারে ইনফ্লুয়েন্সার, উদ্যোক্তা এবং ব্লগার। ‘TuhinTube’ নামে নিজের একটি প্রতিষ্ঠান দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। মূলত ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরির কাজ করছে তার এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তিনি। তরুণ এই উদ্যোক্তা মনে করেন, ‘বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং বিশাল একটি সম্ভাবনার ক্ষেত্র’।
Tumblr media
মাইনুল ইসলাম তুহিন বলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। কিন্তু অজ্ঞতা নিয়ে বারবার শুধু অসফলতার দিকেই আসতে হয়। এর জন্য সবার প্রথমে দক্ষতা বাড়াতে হবে। তুহিন বলেন, এরপর অনুসন্ধান করতে হবে প্রতিনিয়ত চোখ-কান খোলা রেখে। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার। কি ধরনের কনটেন্ট পছন্দ করছে লাখো মানুষ সেদিকে খেয়াল রাখতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কনটেন্ট তৈরি ভীষণ গুরুত্বপূর্ণ। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তিনি বিশ্বাস করেন সফলতার কোন শর্টকাট পথ নেই। মানুষ নিজের সততা, একাগ্রতা, কাজ এবং পরিশ্রম দিয়ে সফল হয়ে উঠে। যেখানে মানুষের কাজের কোনো সত্যতা নেই সেখানে কাজের প্রকৃত সম্মান পাওয়া যায় না। প্রকৃত সফলতা পাওয়া যায় না। তাই প্রতিটি মানুষের সততা ঠিক রেখে কাজ করা উচিত। তুহিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, এগিয়ে যেতে হবে বহুদূর। আমরা যে অবস্থায় থাকি না কেন সকলেরই একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমি সে অনুযায়ী কাজ করছি।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
মোদির বিরুদ্ধে মানহানিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
(বিশেষ প্রতিনিধি) ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর ভিডিও হোয়াটস্অ্যাপে পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশের মির্জাপুরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ওই যুবক একটি ভিডিও পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর ও কুরুচিকর’ মন্তব্য করেন। মির্জাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনু খান। তাঁর বিরুদ্ধে রবিবার রাতে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তাঁর নিজের বাড়ি থেকে সোনুকে পুলিশ গ্রেফতার করেছে।
Tumblr media
যে মোবাইল ফোনটি ব্যবহার করে সোনু হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটি পোস্ট করেছিলেন, সেই ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর জন্য প্রচার, মানহানি, আমজনতাকে বিভ্রান্ত করতে প্রচার-সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে সোনুর বিরুদ্ধে। এছাড়াও তথ্যপ্রযুক্তি আইনেও মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। সূত্র: এবিপি আনন্দ
1 note · View note
thedailyauthor · 4 years
Text
ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে সেমিনার অন ফার্স্ট এইড এবং ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত
(বিশেষ প্রতিনিধি) ঃ ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শহরের ডাক্তার পাড়াস্থ লায়ন্স ক্লাব অফিসে ‘সেমিনার অন ফার্স্ট এইড’ প্রোগ্রাম আয়োজন করা হয়। লিওদের প্রাথমিক চিকিৎসায় সচেতনতার জন্য উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
Tumblr media Tumblr media
আজ ২২শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ফেনীর লায়ন্স অফিসে উক্ত সেমিনারের উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাব ও লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী'র প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া। ক্লাব প্রেসিডেন্ট লিও তাসিন সোবহানের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও ফারহান ফুয়াদ আহমেদ, ট্রেজারার লিও আকরাম খান জিহাদ এবং প্রোগ্রাম চেয়ারম্যান লিও তাসনিমুল ইসলাম আবীর সহ লিও নেতৃবৃন্দ। সেমিনারে প্রাথমিক চিকিৎসা ও সুস্বাস্থ্য গঠন প্রক্রিয়াসহ আরো কিছু বিষয়ে লিওদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপূর্বে ক্লাবের ২০২০-২১ লিওবর্ষের ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷
1 note · View note
thedailyauthor · 4 years
Text
আইপিএল নিয়ে জুয়া বন্ধে তৎপর কুড়িগ্রাম পুলিশ
(বিশেষ প্রতিনিধি) ঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হওয়ায় ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দের বন্যা। ক্রিকেটপ্রেমী বিভিন্ন বয়সের ও শ্রেণি পেশার মানুষ খেলা দেখার জন্য ভিড় জমাচ্ছেন শহর ও গ্রামের হাট-বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানে। এরই সুবাদে একটি শ্রেণি মেতে উঠেছে আইপিএলের চার-ছক্কার জুয়ায়। বলের উইকেটে ও ব্যাটের রানে সর্বস্বান্ত হচ্ছেন ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীরা। জুয়ার সেই রথকে থামাতে জড়িত থাকার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ।
Tumblr media
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের সন্তোষ চন্দ্র শীলের ছেলে প্রদীপ চন্দ্র ভোলা (৩২), একই গ্রামের মৃত কার্তিক চন্দ্র মোহন্তের ছেলে তপন কুমার মোহন্ত (৩৬), হাতিবান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২), দেবীপুর (পণ্ডিত পাড়া) গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাজমুল হক লাবু (২৩), একই গ্রামের শহীদ আলীর ছেলে মুসা মিয়া (২৪) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২০)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের ২নং আসামি তপন কুমার মোহন্তের ঘরে আইপিএল জুয়ায় লিপ্ত থাকার সময় উল্লিখিত আসামিদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন ও টিভি জব্দ করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রওশন কবির। ওসি জানান, আইপিএলকে কেন্দ্র করে বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে জুয়া চলে। সেই জুয়া বন্ধ করতে আমরা এ অভিযান শুরু করেছি। আমরা এ অভিযান অব্যাহত রাখব। অভিযানের বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খাঁন কুড়িগ্রাম পুলিশ সুপারের ফেসবুক পেজে জেলাবাসীকে সতর্ক করে জানিয়েছেন, সন্ধ্যার পর বিভিন্ন বাজারের টিভিতে আইপিএল দেখানো ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। আপনার সন্তানদের সন্ধ্যার পর বাসায় অবস্থান নিশ্চিত করুন, জুয়া ও নেশার কবল থেকে রক্ষা করুন। মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সকল তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
চিরকুট লিখে ঢাবি ছাত্রের আত্মহত্যা
এফ কে সিয়াম(বিশেষ প্রতিনিধি) ঃ করোনাকালে অকালেই ঝরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রের প্রাণ। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কামরুল বাহার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। কামরুল বিশ্ববিদ্যালয়ের ত্রিপোলি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি অমর একুশে হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বলে জানা গেছে। কামরুল জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়ে যোগদান করেন। তার পরিবার এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
Tumblr media
জানা গেছে, ওই ছাত্র আত্মহত্যার আগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মোবাইলও বন্ধ রাখেন। তবে মৃত্যুর আগে সর্বশেষ বন্ধুদের সঙ্গে তার যোগাযোগ ছিল। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা পরিবারের সদস্যরা জানাতে পারেননি। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। তার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। সে সম্প্রতি ব্যাংকে চাকরিও পেয়েছিল। ’তিনি বলেন, ‘কোন শিক্ষার্থী যদি সমস্যায় পড়ে তাহলে সে আমাদের সঙ্গে, বিভাগের শিক্ষকের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে। সামাজিক সমস্যা তো থাকবেই। তাই বলে, এভাবে চলে যেতে হবে? আমার শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে, কেউ যদি সমস্যায় পড়ে তাহলে তা যেন প্রকাশ করে। এ ধরনের পথ যাতে কেউ না বেছে নেয়।’ এর আগে গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমাম হোসেন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
ধানক্ষেতে পড়ে ছিল হাবিপ্রবি ছাত্র, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু
এফ কে সিয়াম(বিশেষ প্রতিনিধি) ঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭তম ব্যাচের সুমন রায় সিধু নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। সিধু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। তার বন্ধুরা জানিয়েছেন, সিধু আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোন তথ্য পাওয়া যায়নি।
Tumblr media
তবে অনেকেই বলছেন, সিধু একসাথে পাঁচটি গ্যাসের ট্যাবলেট খেয়ে ধানক্ষেতে দীর্ঘক্ষণ পড়েছিলেন। এরপর তাকে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। শফিউল আজম অপু নামে তার এক বন্ধু লিখেছেন, ‘ডিপার্টমেন্টে স্যার যখন সুইসাইড পড়াচ্ছিলেন, তখন তুই বেশি টপিকটা নিয়ে কোশ্চেন করেছিলি! শেষ পর্যন্ত নিজেই চুজ করে নিলি সেই অন্ধকার পথ! কিসের এতো দুঃখ ছিলো রে ভাই? দুঃখ কি ভাগাভাগি করা যেতো না!’ আরো লিখেছেন, ‘লকডাউনের আগে হলের ছাদে এতো প্ল্যান শেয়ার করেছিলি! কই এমন অদ্ভুত চিন্তার কথাতো বুঝতেই দিসনি! ভালো থাকিস! সুমন রায় সিধু, 1709492।’ রায়হান হাসান নামে আর এক শিক্ষার্থী জানান, ‘সুইসাইডের সঠিক কারণ জানি না, একদম মানতে পারছি না। গতবছর বাবা মারা গেলো, ভাইয়ের বাড়িতেও গিয়েছিলাম আমরা আগে। হাসিখুশি একটা মানুষ ছিলেন। দেখলেই কথা বলতেন।’ উল্লেখ্য, আর্থিক সংকটের কারণে গত বছর চিকিৎসার অভাবে তার ক্যান্সারে আক্রান্ত বাবা মারা যান বলে জানা গেছে। বাবা মারা যাওয়ার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন।
1 note · View note
thedailyauthor · 4 years
Text
আফগান অলরাউন্ডার রশিদ খানের জম্মদিন আজ
আফিফ হাসান (বিশেষ প্রতিনিধি)ঃ ১৯৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আফগান অলরাউন্ডার ও বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার রশিদ খান।আজ ২০ সেপ্টেম্বর তার জম্মদিন;শুভ জম্মদিন। তার পুরো নাম রশিদ খান আরমান।১৯৯৮ সালে ২০ শে সেপ্টেম্বর নানগারহর এলাকায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের এই উদীয়মান ক্রিকেটার।এই ডানহাতি ব্যাটসম্যান ২০১৫ সালে জিম্বাবুয়ে সাথে সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট  অঙ্গনে প্রবেশ করে।বর্তমানে  এই ডান-হাতি ব্যাটসম্যান ও ডান-হাতি লেগ ব্রেক বোলার বিশ্বের সেরা অলরাউন্ডার।
Tumblr media
তার ২২তম জম্মদিনের রইল ��ন্তরিক শুভেচ্ছা।শুভ জম্মদিন 'রশিদ খান।'
1 note · View note
thedailyauthor · 4 years
Text
সালমান শাহ্ ৪৯ তম জম্মদিন আজ
আফিফ হাসান(বিশেষ প্রতিনিধি) :
বাংলা সিনেমার নক্ষত্র সালমান শাহ্ এর জম্মদিন আজ। আজ ১৯ সেপ্টেম্বর তার ৪৯ তম জম্মদিন।
১৯৭১ সালের ১৯ শে সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে তার জম্ম।
বিশ্বের অধিকাংশ দেশেই এই কিংবদন্তীর নাম ছড়িয়ে যায়।সিনেমা জগতে তার অভিনয় এখনো বাংলার বর্তমান নায়কদের অনুকরণীয়। তার অকাল মৃত্যুর পর যত নায়ক এসেছেন সকলেরই একটি বক্তব্যঃ'সালমান শাহ্ই তাদের অনুপ্রেরণার উৎস।'
তার জীবনের আজ ৪৯ তম বছর কেটে গেলেও নেই মানুষটি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলার এই কিংবদন্তীর জীবনের সমাপ্তি ঘটে।
১৯ সেপ্টেম্বর আজ এই কিংবদন্তীর জম্মদিন।শুভ জম্মদিন - 'সালমান শাহ্।'
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
��াহ আহমদ শফী আর নেই।
মো.আব্দুস সামি ভূঞাঁ-(বিশেষ প্রতিনিধি)ঃ
হেফাজতে ইসলামের সর্বোচ্চ নেতা, চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক শাহ আহমদ শফী মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নেতা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি জানান।
ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন বলেন, “উন্নত চিকিৎসার জন্য আজ বিকালে হেলিকপ্টারে করে উনাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আজগর আলী হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।”
Tumblr media
0 notes
thedailyauthor · 4 years
Text
‘পৃথিবীতে কেউ কারো জন্য না’ লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা’
এফ কে সিয়াম(বিশেষ প্রতিনিধি) ঃ ফেসবুকে স্ট্যাটাস মো. মাহির আহম্মেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার আকসার চর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নায়েব মোল্যার ছেলে ও সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
Tumblr media
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাহিরের মা তাকে গরু গোয়াল ঘরে তোলার জন্য বলে। মাহির গরু ঘরে না উঠিয়ে বন্ধুদের সঙ্গে চলে যায়। কিছুক্ষণ পরে মাহির বাড়িতে এলে তার মা তাকে গালমন্দ করেন। মায়ের গালমন্দ সহ্য করতে না পেরে অভিমান করে স্থানীয় চুড়ারগাতি বাজার থেকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট কিনে খায়। খাওয়ার কিছুক্ষণ পরে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাবাকে কল করে ট্যাবলেট খাওয়ার কথা বলে কান্না করতে থাকে। পরে বাবা এবং এলাকাবাসী উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মাহির হোসেন মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছে- ‘পৃথিবীতে কেউ কারও জন্য না, দিন হলেই সবাই একা’। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
1 note · View note