#sonu sood stopped from entering bandra terminal
Explore tagged Tumblr posts
few-favorite-things · 5 years ago
Photo
Tumblr media
Sonu Sood: বান্দ্রা স্টেশনে ঢুকতে বাধা সোনু সুদকে! দেখা করতে পারলেন না পরিযায়ী শ্রমিকদের সঙ্গে… এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনে পরিযায়ীদের যে কোনও সমস্যার সমাধানে 18001213711-এর টোল ফ্রি নম্বর চালু করেছেন সোনু সুদ। তিনি জানান, এই গোটা পর্বের জন্যে একটি টিম গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে তাঁরা কাজ করে চলেছেন। এবার সেই সোনু সুদকেই বান্দ্রা টার্মি��ালে ঢুকতে বাধা দিল পুলিশ। দেখা করতে দেওয়া হল না পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। নির্মল নগর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর শশীকান্ত ভান্ডারে জানিয়েছেন সোনু সুদকে স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। সোমবার রাতে স্টেশনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করতে গেলে বাধা দেওয়া হয় সোনুকে। এই সব পরিযায়ী শ্রমিকের সোমবার রাতে বান্দ্রা টার্মিনাস থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তর প্রদেশ রওনা হওয়ার কথা ছিল। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত সোনু সুদ কোনও এফআইআর দায়ের করেননি। …
0 notes