#doyaldelowerchishti
Explore tagged Tumblr posts
tajmahalgemsworld · 3 months ago
Text
অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এই চার রাশি
চিনে নিন এই চার রাশিকে, অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা - শাস্ত্র মতে, কেউ সঞ্চয়ী তো কেউ অধিক খরচ করেন। রয়েছে সকলের স্বভাবেও তফাত। কেউ শান্ত তো কেউ উদ্ধত।
অধিক ব্যয় করেন এই চার রাশি
কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন। তেমনই কেউ অন্যকে সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। কেউ সব সময় পরিবারের কথা ভাবেন, তো কেউ শুধু নিজের কথা ভেবে খান্ত থাকেন। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। কোন খাতে কত খরচ করা উচিত তা ঠিক রাখতে পারেন না এরা।
মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। এরা বাস্তবাদী হলেও অর্থ খরচের ব্যাপারে এরা কিছু ঠিক করতে পারেন না। চিনে নিন এই রাশির ছেলে মেয়েদের। এরা ��প্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে।
কুম্ভ রাশি দাম না দেখেই জিনিস কিনে ফেলেন এরা। অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এরা কোন খাতে কত খরচ করতে হয় তা ঠিক করে উঠতে পারেন না। শপিং করতে এরা খুবই ভালোবাসেন। তবে, অধিকাংশ সময় এরা অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ করেন। কোনটা বেশি প্রয়োজন তা ঠিক করে উঠতে পারেন না।
সিংহ রাশি জেদি স্বভাবের হয়ে থাকেন। আর শপিং-এর সময়ও এই জেদের বসে ভুল জিনিস কিনে থাকেন। কোন খাতে কত খরচ করবেন তা ঠিক করতে পারেন না এরা। যা প্রয়োজন নয়, তা বহু অর্ধ ব্যয় করে কিনে ফেলেন। রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা সব সময় সেরা জিনিস কিনতে চান। আর এই করতে গিয়েই ভুল করে ফেলেন এরা। চিনে নিন এই চার রাশিকে, অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
সম্পর্কে OCD-তে ভোগেন এরা, সম্পর্ক নিয়ে সারাক্ষণ অধিক সচেতন হন।
ক্রমে বেড়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার-এর সমস্যা। এটি একপ্রকার অসুস্থতা যা মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। সম্পর্কের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দেয়। অনেকেই আছেন যারা সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন। সঙ্গীর প্রতি যত্নশীল মানসিকতা প্রকাশের নামে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন। সম্পর্ক নিয়ে অধিক সচেতন হন এই চার রাশি
কিংবা সারাক্ষণ বিচ্ছেদের ভয় পান। এই মানসিক জটিলতার ব্যখ্যা রয়েছে শাস্ত্রে। আজ রইল চার রাশির কথা। সম্পর্কে OCD-তে ভোগেন এরা, সম্পর্ক নিয়ে সারাক্ষণ অধিক সচেতন হন। দেখে নিন তালিকায় কে কে আছেন।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
এই তিন রাশির ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর, এরা সহজেই বিপদের আঁচ করতে পারেন- বুঝতে পারেন অন্যের মনের কথা 𝐕𝐢𝐝𝐞𝐨
সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি- এটি এমনই একটি শক্তি যা সবার থাকে না। এই শক্তির মাধ্যমে অনেকেই আগে থেকেই আঁচ করতে পারেন তাঁদের জীবনে একটি কিছু ঘটতে চলেছে। সেই ঘটনা ভাল কি মন্দ তারও আঁচ করতে পারেন তাঁরা। জ্যোতিষশাস্ত্রে মোট ১২টি রাশির উল্লেখ রয়েছে।
প্রতিটি রাশিচক্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে, বিভিন্ন রাশির জাতকরা অন্য রাশির চিহ্নগুলির থেকে কোনও না কোনওভাবে বিশেষ। এই ১২টি রাশির জাকত বা জাতিকাদের মধ্যে কয়েক জনের ষষ্ঠইন্দ্রিয় প্রখর হয়। আর এই ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি দিয়েই তারা অনেক সময় আগে থেকেই সমস্ত কিছু আঁচ করতে পারেন। বা অন্যের মনের গোপন কথা জেনে যেতে পারেন। এই রাশির জাকতরা হলেন,
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েকে, নেতৃত্ব দিতে পছন্দ করেন এরা, দেখে নিন তালিকা
বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন এই ১২ রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের মধ্যে সকলের মানসিকতা, ধ্যান ধারণা রয়েছে ভিন্ন। এই কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন।
Full Video
তেমনই কেউ অন্যকে সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। আমাদের সকলেন মানসিকতা ভিন্ন। তেমনই স্বভাবেও রয়েছে তফাত। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা নেতৃত্ব দিতে পছন্দ করেন। এরা যে কোনও বিষয় এগিয়ে যান। নতুন কাজে উদ্যোগ নেন এরা। দেখে নিন তালিকা।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
Lucky Girls: এই ৪ রাশির মেয়েরা যে কোনও পেশাতেই সফল হন
Personality Prediction by Zodiac Sign: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির মানুষের স্বভাবের বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলি ব্যাখ্যা করা হয়েছে। এই সব ব্যাখ্যা থেকে ধারণা পাওয়া যায় যে, একজন মানুষ কী ধরনের জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ কী হতে পারে।
Watch Video
জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যার ভিত্তিতে নির্দিষ্ট রাশির ছেলে এবং মেয়েদের ভাগ্য��ান হিসাবে উল্লেখ করা হয়েছে। আজ এমনই ৪ রাশির মেয়েদের বিষয়ে জেনে নেওয়া যাক যাঁরা বিয়ের আগে বা পরে রাজরানির মতো জীবন কাটায় এবং সর্বত্র নিজেদের আধিপত্য, প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, এঁরা যে কোনও পেশাতেই উন্নতি করে।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
চিনে নিন এই চার রাশিকে, এদের ভুলে নষ্ট হয় সন্তানের ভবিষ্যত, দেখে নিন তালিকায় কে আছেন
বাচ্চার ভবিষ্যত সুন্দর করতে চান সব মা-বাবারাই সকলেই চান, তার বাচ্চা যেন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পায়। সে কারণে সাধ্যের বাইরে গিয়ে বাচ্চার জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করেন অনেক মা-বাবা। বাচ্চার ভবিষ্যত সুন্দর করার দায়িত্ব থাকে মা-বাবার কাঁধে। এই দায়িত্ব অধিকাংশ সঠিকভাবে পালন করেন। আবার কেউ কেউ পারেন না। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির মা-বাবাদের ভুলে সন্তানের ভবিষ্যত নষ্ট হয়ে যায়। দেখে নিন তালিকা।
𝐕𝐢𝐝𝐞𝐨
বৃষ রাশি রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা বিলাসবহুল জীবনযাপনে আনন্দ পান। এরা সন্তানকে সব সময় আরাম ও ঐশ্বর্যের মধ্যে বড় করতে চান। এর খারাপ প্রভাব পড়ে বাচ্চার ওপর। এরা সব সময় দামি জিনিস বাচ্চাকে উপহার দেয়। তার প্রয়োজনের কথা মাথায় রাখেন না। এই কারণে বাচ্চার ভবিষ্যত নষ্ট হয়ে যায়।
Tumblr media
কর্কট রাশি বাচ্চাদের নিয়ে অতিরিক্ত কিছু করার প্রবণতা থাকে এদের। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা আবেগপ্রবণ স্বভাবের মানুষ। সে কারণে বাচ্চার প্রতি এদের মাত্রাতিরিক্ত টান থাকে। যা বাচ্চার ক্ষতি করে। এরা বাচ্চার সঙ্গে সীমানা নির্ধারণে ভুল করে ফেলেন অধিকাংশ সময়।
সিংহ রাশি রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির ছেলে মেয়েরা দামি জিনিস���র প্রতি আকৃষ্ট হন। এরা সব সময় আরামদায়ক জীবনযাপন করতে চান। আর সন্তানকেও সেই শিক্ষাই দেন। এরা সন্তানের জীবনের সকল সুখ বজায় রাখার চেষ্টা করেন। প্রয়োজনের আগে সব কিছু পেয়ে যাওয়ায় সন্তানের ভবিষ্যত নষ্ট হয়ে যায়।
বৃশ্চিক রাশি রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের ভুল আচরণের জন্য বাচ্চার ভবিষ্যত নষ্ট হয়ে যায়। এরা খুবই আবেগপ্রবণ হয়। এদের ভুল আচরণের কারণে কারণে সন্তানের ভবিষ্যত নষ্ট হয়ে যায়। এই রাশির ছেলে মেয়েরা বিলাবহুল জীবনযাপন করেন। সন্তানকেও এমন শিক্ষা দেন। ফলে, ছোট থেকে এমন শিক্ষার পাওয়ার জন্য এরা পরিশ্রম করতে চান না। ফলে, জীবনে সফল হতে এদের নানান সমস্যা হয়ে থাকে। শাস্ত্র মতে, এদের ভুলে নষ্ট হয় সন্তানের ভবিষ্যত।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
Tumblr media
চিনে নিন এই চার রাশিকে, অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা
শাস্ত্র মতে, কেউ সঞ্চয়ী তো কেউ অধিক খরচ করেন। রয়েছে সকলের স্বভাবেও তফাত। কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন। তেমনই কেউ অন্যকে সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। কেউ সব সময় পরিবারের কথা ভাবেন, তো কেউ শুধু নিজের কথা ভেবে খান্ত থাকেন। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। কোন খাতে কত খরচ করা উচিত তা ঠিক রাখতে পারেন না এরা। Watch Video
মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। এরা বাস্তবাদী হলেও অর্থ খরচের ব্যাপারে এরা কিছু ঠিক করতে পারেন না। চিনে নিন এই রাশির ছেলে মেয়েদের। এরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে।
Tumblr media
কুম্ভ রাশি দাম না দেখেই জিনিস কিনে ফেলেন এরা। অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এরা কোন খাতে কত খরচ করতে হয় তা ঠিক করে উঠতে পারেন না। শপিং করতে এরা খুবই ভালোবাসেন। তবে, অধিকাংশ সময় এরা অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ করেন। কোনটা বেশি প্রয়োজন তা ঠিক করে উঠতে পারেন না।
বৃষ রাশি রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করে থাকে। এরা ঠিক করে উঠতে পারেন না কোন জিনিস কিনতে কত ব্যয় করা উচিত। সে কারণে অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকেন এরা।
সিংহ রাশি জেদি স্বভাবের হয়ে থাকেন। আর শপিং-এর সময়ও এই জেদের বসে ভুল জিনিস কিনে থাকেন। কোন খাতে কত খরচ করবেন তা ঠিক করতে পারেন না এরা। যা প্রয়োজন নয়, তা বহু অর্ধ ব্যয় করে কিনে ফেলেন। রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা সব সময় সেরা জিনিস কিনতে চান। আর এই করতে গিয়েই ভুল করে ফেলেন এরা। চিনে নিন এই চার রাশিকে, অপ্রয়োজনীয় জিনিস কিনতে অধিক ব্যয় করেন এরা।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
Attention পেতে চান সব সময়, সম্পর্কে সব থেকে বেশি প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা
বৈদিক শাস্ত্রে রয়েছ ১২টি রাশির হদিশ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। মেষ থেকে মীন রাশির এই সকল রাশির অধিকর্তা আলাদা। সে কারণে এই সকর রাশির ছেলে মেয়েদের মানসিকতা ভিন্ন।
𝐕𝐢𝐝𝐞𝐨: প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা
কেউ শান্ত তো কেউ ধূর্ত, কেউ কঠিন মনের তো কেউ দুর্বল মনের মানুষ। আমাদের সকল রাশি আলাদা হওয়ায় সকলের মানসিকতা ভিন্ন। তেমনই সম্পর্কের ক্ষেত্রেও সকলের মানসিকতা আলাদা। কেউ সম্পর্কে সঙ্গীর কথা মনে করেন তো কেউ দুজনের স্বার্থ দেখেন, তেমনই এমন অনেকে আছেন যারা শুধু নিজেরটা ভাবেন। Attention পেতে চান সব সময়। সম্পর্কে সব থেকে বেশি প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা। মেষ রাশি
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
নিমিষেই আসল ডায়মন্ড চেনার উপায়
অতি প্রিয় এবং মূল্যবান একটি পাথর ডায়মন্ড। চকচক করলেই যেমন সোনা হয় না ঠিক তেমনই যে কোনও উজ্জ্বল-চকচকে পাথর মানেই কিন্তু হীরা নয়। তাই ডায়মন্ড কেনার সময় দুশ্চিন্তায় ভোগে ক্রেতারা। সাধারণ মানুষের সুবিধার্থে বিখ্যাত রত্নবিশেষজ্ঞ রেনি হির্চ জানিয়েছেন আসল হীরা চেনার কিছু কৌশল। এই কৌশলগুলি জানা থাকলে প্রতারিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।জেনে নিন তাহলে। 𝐕𝐢𝐝𝐞𝐨
নিমিষেই আসল ডায়মন্ড চেনার উপায় অতি প্রিয় এবং মূল্যবান একটি পাথর ডায়মন্ড। চকচক করলেই যেমন সোনা হয় না ঠিক তেমনই যে কোনও উজ্জ্বল-চকচকে পাথর মানেই কিন্তু হীরা নয়। তাই ডায়মন্ড কেনার সময় দুশ্চিন্তায় ভোগে ক্রেতারা। সাধারণ মানুষের সুবিধার্থে বিখ্যাত রত্নবিশেষজ্ঞ রেনি হির্চ জানিয়েছেন আসল হীরা চেনার কিছু কৌশল। এই কৌশলগুলি জানা থাকলে প্রতারিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।জেনে নিন তাহলে।
আলোর প্রতিফলন দেখা: হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রংয়ের আলোর ছটা দেখা যাবে যাকে বলা হয় 'ব্রিলিয়ান্স'। আর বাইরের দিকে প্রতিফলিত হবে রামধনুর রঙের যাকে বলা হয় 'ফায়ার'। কিন্তু নকল হীরার ক্ষেত্রে পাথরের ভেতরেই রামধনু রং দেখতে পাওয়া যাবে। মানুষের ��কটি ভুল ধারণা রয়েছে যে হীরা রামধনু রং প্রতিফলিত করে। কিন্তু খাঁটি হীরার প্রতিফলনে বেশির ভাগই ধূসর ভাব থাকে। শিরিষ কাগজ দিয়ে ঘষা: এটা খুব সহজ একটি পদ্ধতি। হীরা বিশ্বের সবচেয়ে শক্ত বস্তু। কোনও কিছু দিয়েই একে ঘষে মসৃণ করা যাবে না। কিন্তু যদি কৃত্রিম হীরা হয় তাহলে এতে শিরিষ কাগজ দিয়ে ঘষলেই তাতে দাগ পড়বে।
নিঃশ্বাসের পরীক্ষা: পাথরটিতে মুখের গরম বাতাস দিন। দেখবেন সেট��� ঝাপসা হয়ে পড়েছে । হীরাটি যদি নকল হয়, তবে খুব দ্রুত ঝাপসা ভাবটি চলে যাবে। কিন্তু আসল হীরার ঝাপসা ভাব কাটতে বেশ কিছুটা সময় লাগবে। কারণ আসল হীরা একেবারেই তাপ ধরে রাখে না তাই বাষ্প খুব দ্রুত উড়ে যাবে।
ম্যাগনিফায়িং গ্লাসের ভেতর দিয়ে দেখুন: এটি দিয়ে হীরা বা অন্যান্য পাথর পরীক্ষা করা হয়। ম্যাগনিফায়িং গ্লাসের মাধ্যমে যখন কয়েকটি হীরা দেখবেন তখন কয়েক ধরনের চেহারা দেখতে পারেন। কিছু পাবেন যেগুলো মোটেও নিখুঁতভাবে মসৃণ করা নয়। এগুলো দেখলে মনে হবে যে একেবারে প্রাকৃতিক অবস্থায় রাখা হয়েছে। এগুলোই আসল হীরা। কিন্তু ভুয়া হীরা একেবারে নিখুঁত ও মসৃণ হবে। দ্বিতীয়ত, সূক্ষ্মভাবে হীরার ধারগুলো দেখুন।ম্যাগনিফায়িং গ্লাসের মাধ্যমে যখন দেখবেন তখন এর ধারগুলো বেশ ধারালো বলেই মনে হবে। কিন্তু নকল হীরার ধারগুলো গোলাকার বা মসৃণ হয়।
হীরার প্রতিসরণের বৈশিষ্ট্য: হীরার এত চকচকে হওয়ার কারণ হল এর প্রতিসরণের বৈশিষ্ট্য। এই পাথরটি যে পরিমাণ আলো ধরে রাখতে পারে তা কাঁচ, কোয়ার্টজ বা ত্রিকোণাকৃতি জিরকোনিয়ামও করতে পারে না। একটি আসল হীরা যদি পত্রিকার ওপর রাখেন তবে এর ভেতরে পত্রিকার কালো রংয়ের লিখার কোনো প্রতিসরণ ঘটবে না। কিন্তু হীরা যদি নকল হয় সেক্ষেত্রে তার মধ্যে কালো লেখার কোনও অক্ষর দেখা যেতে পারে।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
এই চার রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা
কেউ গম্ভীর, কেউ শান্ত, কেউ মিষ্টিভাষী, কেউ উদ্ধত। তেমনই কারও রসবোধ বেশি তো কারও কম। কেউ গল্প করতে ভালোবাসেন তো কেউ সারা দিন নিজের মনে থাকেন। কেউ বেশি কথা বলেন তো কেউ মুখ রা কাটেন না। প্রত্যেকটি মানুষ একে অপরের থেকে আলাদা। শাস্ত্র মতে, এই তারতম্যের কারণ হল আমাদের রাশি। শাস্ত্র ১২টি রাশির উল্লেখ আছে। মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। See Video
সে কারণে এই সকল রাশির মানুষের মধ্যে আছে এমন তারতম্য। প্রতিটি মানুষের জন্মের সময় অনুসারে নির্ধারণ করা হয় তার রাশি। সেই অনুসারে বিচার করা হয় ব্যক্তির চরিত্র। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা। দেখে নিন তালিকায় আপনার পরিচিত কেউ আছেন কি না।
Tumblr media
ধনু রাশি রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। তবে এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান। এরা সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন।
মিথুর রাশি সদা হাসি লেগে থাকে এদের মুখে। মিথুন হব রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা পার্টি, গেট টুগেদার কিংবা কোনও রকম অনুষ্ঠানে সকলের নজর কাড়েন। সকলকে হাসাতে ভালোবাসেন এরা। এদের ব্যক্তিত্বের প্রতি সকলে আকৃষ্ট হন।
কন্যা রাশি রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। এদের ব্যক্তিত্ব নজর কাড়ে সকলের। মজার মানুষ হন এৎা। সকলকে সব সময় আনন্দ দিতে চান। এদের উপস্থিতি সকলের মনে খুশি নিয়ে আসে।
মেষ রাশি স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। সে কারণে অনেকের অপছন্দের মানুষ হন। কিন্তু, সব সময় এই সমীকরণ এক হয় না। বহু মানুষের থেকে ভালোবাসা পান এরা। এই রাশির ছেলে মেয়েরা মজার মানুষ হন, সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে চান এরা। এদের রসবোধ অন্যদের তুলনায় বেশি। সে কারণে অনেকে দৃষ্টি কাড়েন মেষ রাশি।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
একটু ভুলে তছনছ হয়ে যেতে পারে আপনার জীবন, এই রত্ন তিনটি ধারণ করার আগে সাবধান
মাহাবিশ্বের ঘর্ণায়মান সমস্ত গ্রহ ও নক্ষত্র আমাদের জীবনকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র মতে সেইসব গ্রহণ নক্ষত্র আমাদের জীবন বা মনকে স্বাভাবিক ও সুস্থ রাখতে পারে। কখনও কখনও নক্ষত্র বা গ্রহ দোষ ডেকে আনতে পারে বড়সড় বিপদ। গ্রহ বা নক্ষত্রে দোষ কাটাতে আমরা একাধিক রত্নধারণ করি। কিন্তু আপনি কি জানেন , এমন দুটি রত্ন রয়েছে যা আপনার জীবনকে আরও ক্ষতবিক্ষত করতে পারে। তাই সেই দুটি রত্ন ধারণ করার আগে একটু সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। কারণ ভুল রত্ন ধারণ ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ। যা ধ্বংস করে দিতে পারে আপনার জীবনকে।
See Video
অনেক সময়ই আমরা নিজেদের ইচ্ছেমত রত্ন ধারণ করি। কোনও নির্দেশ বা পরামর্শ না নিয়েই ইচ্ছেমত হীরে চূনী পান্না কিনে নিয়ে পরে ফেলি। জানেন কি, এর ফল হতে পারে মারাত্মক। কারণ বেশ কয়েকটি রত্ন রয়েছে যেগুলি এতটাই শক্তিশালী যা শনি, বৃহস্পতি বা মঙ্গলের মত গ্রহকে নিয়ন্ত্রণে আনতে পারে। তাই এই সেই রত্নগুলি পরার আগে একটি সতর্ক হওয়ায় শ্রেয়। আসুন আমরা আজ দু-টি রত্ন নিয়ে আলোচনা করি। যেগুলি পরলে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে হতে পারে আমাদের।
নীলা- নীলকান্ত মণি। এটি শনির মূল রত্ন। এটি প্রধানত বায়ু উপাদান নিয়ন্ত্রণ করে। নীলাকে নীলমও বলা হয়। এর অন্যনাম শনিপ্রিয়া বা স্যাফায়ার। এটি কুরুন্দম গোষ্ঠীর পাথর। রুবির সঙ্গে এটি পাওয়া যায়। এই রত্নটি শনি কু-দৃষ্টি থেকে বা শনির রোষ থেকে বাঁচার জন্য পরা হয়। শনি যাদের হালকা তারাই এই রত্নটি পরতে পারেন। কিন্তু এটি পরার আগে অনেক বিচার বিবেচনা করার প্রয়োজন রয়েছে। সঠিক পরামর্শ না নিয়ে এই রত্ন ধারন করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। নীলার প্রভাব মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পড়তে দেখা যায়।
রাশিফল বা শনির উপাদানগুলি না জেনে নীলকান্ত মণি পরা কখনই উচিৎ নয়। নীলকান্তমণি পরার আগে ভালো করে পরীক্ষা করে নিতে হবে। লোহা বা রুপো দিয়ে এটি ধারণ করলে শুভফল পাওয়া যায়। ভুলেও সোনা দিয়ে নীলকান্ত মণি পরবেন না। শনিবার মধ্যরাতে নীলা পরার সঠিক সময়। বাঁ হাতে নীলকান্ত মণি পরতে হয়। সঙ্গে জলের উপাদনের একটি রত্ন পরা জরুরি। চারকোনা আকারের নীলকান্ত মণি পরা শুভ বলে মনে করা হয়। তবে পরার আগে শিব ও শনি দেবতাকে অবশ্যই নীলা অর্পণ করে তারপর ধারণ করবেন।
হীরা- মূল্যবান রত্নগুলির অন্যতম হীরা। এটি কঠিন রত্ন হিসেবে বিবেচিত হয়। সাধারণ সৌন্দর্য বৃদ্ধির জন্য হীরা পরে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে হীরা সবার পরা উচিৎ নয়। শুক্র গ্রহের রত্ন হিসেবে এটি বিবেচিত হয়। এই রত্ন পরিধান অনেকেই সৌন্দর্য, সুখ আর সমৃদ্ধি পেতে পারে। তবে এই রত্নের কুপ্রভাব সরাসরি সংসারে ও বিবাহিত জীবনে পড়তে পারে। শুক্র গ্রহের উপকার পেতে ও জীবনে গ্ল্যামার বাড়াতে হীরা একটি উপযুক্ত রত্ন।
পরামর্শ ছাড়া শুধুমাত্র ফ্যাশানের জন্য কখনই হীরা পরবেন না। ডায়াবেটিস ও হাইব্লাড প্রেসারের রোগীদের হীরা পরা উচিৎ নয়। এটি ২১ থেকে ৫০ বছর বয়সীরাই পরতে পারেন। বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তাহলে হীরা একদমই পরবেন না। হীরা সমস্যা আরও বাড়়িয়ে দিতে পারে। হীরা যত সাদা হবে ততই শুভ ফল দেবে। তবে ভাঙা হীরা থেকে সর্বদা সাবধান থাকুন। দূরত্ব বজায় রাখুন। হীরা পরলে আপনি দুর্ঘটনার মুখোমুখি হতে পারেষ হীরার সঙ্গে প্রবাল বা গোমেদ কখনই পরবেন না।
পান্না- নবরত্নের অন্যতম হল পন্না। এটি বুধ গ্রহের জন্য পরা হয়। ব্যবসা শিক্ষা আর যোগাযোগ ব্যবস্থার উন্নিতর জন্য পান্না পরা হয়। পান্না আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু যাদের শ্বাস কষ্টের সমস্যা রয়েছে তারা ভুলেও পান্না পরবেন না। হিতে বিপরীত হতে পারে। কিন্তু যাদের প্রয়োজন নেই তারা যদি পান্না পরেন তাহলে জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
আপনার ভ্রু-র আকৃতি বলে দেবে আপনার স্বভাব কেমন, জেনে নিন কে কেমন মানুষ
নতুন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হলে কিংবা পরিচিত মানুষ কেমন তা জানতে ইচ্ছে হয় সকলেরই। কার মনে কী চলছে, তা জানতে উদগ্রীব থাকেন সকলে। এই কারণে বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে চলি আমরা। তার কথা বলা ভঙ্গি, হাঁটা-চলা সবই পর্যবেক্ষণ করি। এবার কে কেমন জানতে তাঁর ভুরু দেখুন। মানুষ স্বভাব বোঝা যায় তার ভ্রু দেখুন। রইল ১০ ধরনের মানুষের খোঁজ।
সরু আই ভ্রু হয় অনেকে। দেখে মনে হয় যেন কাজল পেনসিল দিয়ে আঁকা হয়���ছে। জানা যায়, যাদের এমন সরু ��ুরু হয় তাদের আত্মবিশ্বাস নাকি কম থাকে। তাই আপনি যদি এমন ভ্রু-র অধিকারী হন, তাহলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দিন। যে কোনও কাজে নিজের ওপর আস্থা রাখুন। দেখবেন সব কাজে সফল হবেন।
তির্যক ভ্রু হয় অনেকেরই। শাস্ত্র মতে, যাদের তির্যক ভুরু তাদের কোণা যত কঠিন তত সে আবেগ প্রবণ। এমন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে সতর্ক থাকুন। এরা অল্পেতে আঘাত পেয়ে যায়। সে কারণে এদের মন নিয়ে খেলা করবেন না। এতে নিজেই পরে সমস্যায় পড়বেন।
ইংরেজি এস আকৃতির ভুরু হয় অনেকের। এমন আকৃতির ভ্রু ওয়ালা মানুষদের থেকে সাবধান। এরা কিন্তু বড্ড বেশি চুজিং হয়। এমন কোনও মেয়ে প্রেম পড়লে হুট করে তাকে প্রস্তাব দিয়ে বসবেন না। প্রত্যাখ্যান পেতে পারেন। তাই এস আকৃতির ভ্রু আছে এমন মেয়ের সম্পর্কে পুরো পুরি জেনে নিন। তবেই সম্পর্কে জড়ান।
জোড়া ভুরু থাকে অনেকেরই। শাস্ত্র মতে, জোড়া ভুরু যাদের থাকে, তারা উদ্যোগী স্বভাবের মানুষ। এরা নতুন নতুন কাজ করতে ভালোবাসে। সব কাজে এদের উদ্যোগ থাকে। এরা একেবারেই বিশ্রাম দিতে চায় না। চতুর ও সংযমী হন এরা। ফলে চট করে ঠকাতে পারবেন না এমন ভ্রু অধিকারী কিংবা অধিকারিণীকে।
যদি আপনার সঙ্গীর দুটো ভ্রু-র মধ্যে থাকে অনেক খানি দূরত্ব, তাহলে বুঝবেন সে বেশিই আবেগপ্রবণ। এরা অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এদের সহজে কেউ ভুল বুঝিয়ে দেয়। এমন মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে সাবধান। এদের কাছে কিছু লুকাবেন না। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দুজনের মধ্যে।
শাস্ত্র মতে, যাদের দৃঢ় ভ্রু, তারা ভবিষ্যতে সম্মান পান। এরা যে কোনও কাজে সকলের নজরে আসেন। এরা সৌভাগ্যবান হয়ে থাকেন। সে কারণেই সব কাজে সম্মান পান। এমনকি, খ্যাতির শীর্ষে সব সময় থাকেন এই ধরনের মানুষ। এরা অল্প পরিশ্রমেই সফল হন। তাই আপনারও ভ্রু যদি দৃঢ় হয়, তাহলে সব কাজে সম্মান পাবেন।
ছোট মাপের ভ্রু হয় অনেকে। শাস্ত্র মতে, ছোট ভ্রু হলে এরা রাগী হন। অল্পতেই এদের মাথা গরম হয়ে যায়। নিজের ওপর মোটেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এদের থেকে সাবধান। এদের বুঝে শুনে চলুন। এরা মনের দিক থেকে ভালো মানুষ হয়ে থাকেন। তবে, এরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না।
ভি শেপের ভ্রু হয় অনেকের। শাস্ত্র মতে, এরা সরল মনের মানুষ হন। এই ধরনের মানুষকে সব ব্যাপারে বিশ্বাস করতে পারেন। এরা কাউকে ঠকায় না। মনের এক মুখে এক এমন নন এরা। এদের সঙ্গে সম্পর্কেও জড়াতে পারেন। এরা সম্পর্কের প্রতি যত্নবান হন।
হালকা ভ্রু হয় অনেকের। ভুরুর লোক ছাড়া ছাড়া থাকে। শাস্ত্র মতে, এরা আদর্শ ও সিদ্ধান্তে অটুট প্রকৃতির মানুষ হন। এদের সিদ্ধান্ত বদল করা খুব কঠিন। এমন মানুষকে অনেকে জেদী ভেবে ভুল করেন। এবার থেকে ভ্রু দেখে বুঝে নিন কে কমন স্বভাবের। সেই বুঝে তার সঙ্গে মেলা মেশা করুন।
হালকা রঙের ভ্রু হয় অনেকে। চুলের থেকে ভ্রু-র রঙ হালকা হলে এদের থেকে সাবধান। শাস্ত্র মতে, এরা কৃ��ন স্বভাব মানুষ হন। কোনও ক্ষেত্রে মোটেই খরচ করতে চান না। এদের থেকে টাকা বের করা বেশ কঠিন।
0 notes
tajmahalgemsworld · 3 months ago
Text
https://rb.gy/trm4ox
Attention পেতে চান সব সময়, সম্পর্কে সব থেকে বেশি প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা
বৈদিক শাস্ত্রে রয়েছ ১২টি রাশির হদিশ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। মেষ থেকে মীন রাশির এই সকল রাশির অধিকর্তা আলাদা। সে কারণে এই সকর রাশির ছেলে মেয়েদের মানসিকতা ভিন্ন। কেউ শান্ত তো কেউ ধূর্ত, কেউ কঠিন মনের তো কেউ দুর্বল মনের মানুষ। আমাদের সকল রাশি আলাদা হওয়ায় সকলের মানসিকতা ভিন্ন। তেমনই সম্পর্কের ক্ষেত্রেও সকলের মানসিকতা আলাদা। কেউ সম্পর্কে সঙ্গীর কথা মনে করেন তো কেউ দুজনের স্বার্থ দেখেন, তেমনই এমন অনেকে আছেন যারা শুধু নিজেরটা ভাবেন। Attention পেতে চান সব সময়। সম্পর্কে সব থেকে বেশি প্রাধান্য চান এই চার রাশির ছেলে মেয়েরা।
Tumblr media
মেষ রাশি রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। সম্পর্কে এদের গুরুত্ব দেওয়া হোক এটাই চেয়ে থাকেন এরা। কর্কট রাশি রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। সম্পর্কে নিজের স্বার্থটাই দেখেন এরা। সব সময় চান এদের গুরুত্ব দেওয়া হোক। সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করতে নানান অছিলা করে থাকেন এই রাশির ছেলে মেয়েরা। 
সিংহ রাশি রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে এরা নিজের স্বার্থের কথা চিন্তা করেন। সঙ্গীর  Attention চান এরা। সব সময় চান সঙ্গী এদের প্রশংসা করুক। gfcvf আরো পড়ুন
0 notes
tajmahalgemsworld · 4 months ago
Text
নাকের গঠন থেকে জানা যায় কোন মানুষ কেমন চরিত্রের, জেনে নিন সেই রহস্য #astrology
নাকের গঠন থেকে জানা যায় কোন মানুষ কেমন চরিত্রের, জেনে নিন সেই রহস্য #astrology
0 notes
tajmahalgemsworld · 4 months ago
Text
আপনার ভ্রু-র আকৃতি বলে দেবে আপনার স্বভাব কেমন, জেনে নিন কে কেমন মানুষ
নতুন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হলে কিংবা পরিচিত মানুষ কেমন তা জানতে ইচ্ছে হয় সকলেরই। কার মনে কী চলছে, তা জানতে উদগ্রীব থাকেন সকলে। এই কারণে বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটিকে সারাক্ষণ পর্যবেক্ষণ করে চলি আমরা। তার কথা বলা ভঙ্গি, হাঁটা-চলা সবই পর্যবেক্ষণ করি। এবার কে কেমন জানতে তাঁর ভুরু দেখুন। মানুষ স্বভাব বোঝা যায় তার ভ্রু দেখুন। রইল ১০ ধরনের মানুষের খোঁজ। Watch Video
Tumblr media
সরু আই ভ্রু হয় অনেকে। দেখে মনে হয় যেন কাজল পেনসিল দিয়ে আঁকা হয়েছে। জানা যায়, যাদের এমন সরু ভুরু হয় তাদের আত্মবিশ্বাস নাকি কম থাকে। তাই আপনি যদি এমন ভ্রু-র অধিকারী হন, তাহলে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দিন। যে কোনও কাজে নিজের ওপর আস্থা রাখুন। দেখবেন সব কাজে সফল হবেন। 
তির্যক ভ্রু হয় অনেকেরই। শাস্ত্র মতে, যাদের তির্যক ভুরু তাদের কোণা যত কঠিন তত সে আবেগ প্রবণ। এমন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালে সতর্ক থাকুন। এরা অল্পেতে আঘাত পেয়ে যায়। সে কারণে এদের মন নিয়ে খেলা করবেন না। এতে নিজেই পরে সমস্যায় পড়বেন। 
ইংরেজি এস আকৃতির ভুরু হয় অনেকের। এমন আকৃতির ভ্রু ওয়ালা মানুষদের থেকে সাবধান। এরা কিন্তু বড্ড বেশি চুজিং হয়। এমন কোনও মেয়ে প্রেম পড়লে হুট করে তাকে প্রস্তাব দিয়ে বসবেন না। প্রত্যাখ্যান পেতে পারেন। তাই এস আকৃতির ভ্রু আছে এমন মেয়ের সম্পর্কে পুরো পুরি জেনে নিন। তবেই সম্পর্কে জড়ান। 
জোড়া ভুরু থাকে অনেকেরই। শাস্ত্র মতে, জোড়া ভুরু যাদের থাকে, তারা উদ্যোগী স্বভাবের মানুষ। এরা নতুন নতুন কাজ করতে ভালোবাসে। সব কাজে এদের উদ্যোগ থাকে। এরা একেবারেই বিশ্রাম দিতে চায় না। চতুর ও সংযমী হন এরা। ফলে চট করে ঠকাতে পারবেন না এমন ভ্রু অধিকারী কিংবা অধিকারিণীকে। 
যদি আপনার সঙ্গীর দুটো ভ্রু-র মধ্যে থাকে অনেক খানি দূরত্ব, তাহলে বুঝবেন সে বেশিই আবেগপ্রবণ। এরা অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে ��েলেন। এদের সহজে কেউ ভুল বুঝিয়ে দেয়। এমন মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে সাবধান। এদের কাছে কিছু লুকাবেন না। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে দুজনের মধ্যে। 
শাস্ত্র মতে, যাদের দৃঢ় ভ্রু, তারা ভবিষ্যতে সম্মান পান। এরা যে কোনও কাজে সকলের নজরে আসেন। এরা সৌভাগ্যবান হয়ে থাকেন। সে কারণেই সব কাজে সম্মান পান। এমনকি, খ্যাতির শীর্ষে সব সময় থাকেন এই ধরনের মানুষ। এরা অল্প পরিশ্রমেই সফল হন। তাই আপনারও ভ্রু যদি দৃঢ় হয়, তাহলে সব কাজে সম্মান পাবেন। 
ছোট মাপের ভ্রু হয় অনেকে। শাস্ত্র মতে, ছোট ভ্রু হলে এরা রাগী হন। অল্পতেই এদের মাথা গরম হয়ে যায়। নিজের ওপর মোটেও নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এদের থেকে সাবধান। এদের বুঝে শুনে চলুন। এরা মনের দিক থেকে ভালো মানুষ হয়ে থাকেন। তবে, এরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। 
ভি শেপের ভ্রু হয় অনেকের। শাস্ত্র মতে, এরা সরল মনের মানুষ হন। এই ধরনের মানুষকে সব ব্যাপারে বিশ্বাস করতে পারেন। এরা কাউকে ঠকায় না। মনের এক মুখে এক এমন নন এরা। এদের সঙ্গে সম্পর্কেও জড়াতে পারেন। এরা সম্পর্কের প্রতি যত্নবান হন।   
হালকা ভ্রু হয় অনেকের। ভুরুর লোক ছাড়া ছাড়া থাকে। শাস্ত্র মতে, এরা আদর্শ ও সিদ্ধান্তে অটুট প্রকৃতির মানুষ হন। এদের সিদ্ধান্ত বদল করা খুব কঠিন। এমন মানুষকে অনেকে জেদী ভেবে ভুল করেন। এবার থেকে ভ্রু দেখে বুঝে নিন কে কমন স্বভাবের। সেই বুঝে তার সঙ্গে মেলা মেশা করুন। 
হালকা রঙের ভ্রু হয় অনেকে। চুলের থেকে ভ্রু-র রঙ হালকা হলে এদের থেকে সাবধান। শাস্ত্র মতে, এরা কৃপন স্বভাব মানুষ হন। কোনও ক্ষেত্রে মোটেই খরচ করতে চান না। এদের থেকে টাকা বের করা বেশ কঠিন। 
0 notes
tajmahalgemsworld · 4 months ago
Text
মিথ্যা কথা লেগে থাকে এদের মুখের গোড়ায়, সাবধান থাকুন এই চার রাশি থেকে Watch More
0 notes