#Khaja Salimullah
Explore tagged Tumblr posts
srkshaju · 1 year ago
Text
আমরা কি আসলেই অকৃতজ্ঞ জাতি?
Tumblr media
বঙ্গভঙ্গ রদের ঘটনায় খাজা সলিমুল্লাহ খুব ব্যাথিত হন। এ বঙ্গের চাষাভুষার দল যদি আরেকটু শিক্ষিত, আরেকটু বুঝদার হত তবে এ অন্যায় ঠেকানো যেত।
অতঃপর তিনি এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন- স্বপ্ন দেখতে লাগলেন। ইংরেজদের বোঝালেন তার জমিদারিতে এক দাগে ৬০০ একর জমি আছে। সেটা তিনি নিঃশর্তে লিখে দিবেন। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জমির উপর প্রতিষ্ঠিত।
এই প্রকল্পও যেন বাতিল হয়, কলিকাতার প্রভাবশালী দাদা বাবু'রা বড়লাটের অফিসে এক প্রকার পাহাড়া বসালেন।
দাবি কি? তাদের দাবি এ বিশ্ববিদ্যালয় হবে কলিকাতায়।
খাজা সলিমুল্লাহ জনমত সংগ্রহের উদ্দেশ্যে কুমিল্লা আসলে একটি হিন্দু বাড়ি থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি প্রানে বেচেঁ যান কিন্তু জনসভা ভন্ডুল হয়ে যায়।
ঢাকায় ফিরে তিনি বড়লাটের সাথে দেখা করে জানতে পারেন জমি দিলেও বিশ্ববিদ্যালয় হচ্ছে না। সলিমুল্লাহ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে হাতের বেত দিয়ে বড়লাটের টেবিলে বাড়ি মেরে প্রতিবাদ জানান।
এই প্রতিবাদই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। বড়লাটের হুকুমে তার দেহরক্ষীরা খাজা সলিমুল্লাহ কে মাত্র ৪৪ বছর বয়সে গুলি করে হত্যা করেন এবং সেই লাশের কফিন কখনোই খুলতে দেয়া হয়নি।
সেই খুনের ত্রিশ বছর পর নবাব সলিমুলাহর জমিতেই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, বিচারালয় সহ কত কত প্রতিষ্ঠান। অথচ কোথাও তিনি নেই। একটা সভ্য জাতির স্বপ্ন দেখা মহান এ কালজয়ী পুরুষের জন্ম- মৃত্যু বা���্ষিকী গুলো চলে যায় নিঃশব্দে।
এ দেশের ছেলেমেয়েরা তার নামই জানে না। চাঁদপুরের এক কোনে অপরিচিত একটা গ্রামে জন্ম নেয়া এমন স্বপ্নবাজ একজন তরুন আরেকজন সলিমুল্লার জন্ম প্রত্যাশা করে,অবিরাম স্বপ্ন দেখে একটা পজিটিভ বাংলাদেশের।
সবচেয়ে মজার বিষয় হলো, যার দানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো তাকে তারা একটি বার মনে করার প্রয়োজন বোধ করে না। কিন্তু যিনি (রবীন্দ্রনাথ) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সবচেয়ে বেশি বিরোধীতা করেছেন দিনরাত তার বন্দনা পূজা করাই সেই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলতা - বিজ্ঞানমনষ্কতার প্রমান…….!
গত ১৬ জানুয়ারী ছিলো উনার মৃত্যুবার্ষিকী। আল্লাহ উনার ভালো কাজের উত্তম প্রতিদান দান করুন। আমিন।।
0 notes