#Anupam Roy second wife
Explore tagged Tumblr posts
newsnuki · 10 months ago
Text
অনুপম রায় করতে চলেছে দ্বিতীয় বিয়ে এক গায়িকার সাথে, কে সেই গায়িকা জেনেনিন?  
‘আমাকে আমার মতো থাকতে দাও,’ কিন্তু আর কত দিন একলা কাটাবেন, গীতিকার ও সুরকার অনুপম রায়। প্রাথমিকভাবে অনুপম রায়কে আমরা বাংলা চলচ্চিত্রে গায়ক ও সুরকার হিসেবে চিনি। তিনি তার প্রাণবন্ত সংগীত এবং অর্থবহ গানের মাধ্যমে সকল শ্রোতার মন জয় করেছেন।
‘একবার বল’, ‘বেঁচে থাকার গান,’ ‘তুমি অন্য কারোর সঙ্গে বাঁধো ঘর,’ ইত্যাদি অনুপম রায়ের কিছু সেরা গান, যেগুলির জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন এবং লক্ষ লক্ষ ভক্তদের কাছে রক ও পপ গানের মিশ্রন পৌঁছে দিয়েছে। 
Tumblr media
গানের জগতে যতই সেরা হোকনা কেন তিনি প্রেম এবং দাম্পত্য জীবনে তিনি সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছেন। অনুপমের প্রথম স্ত্রী ছিলেন পিয়া চক্রবর্তী। কিন্তু এখন সে প্রাক্তন। ২০২১ সালে বিচ্ছেদ কাগজে সই করেছ���লন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। 
বিচ্ছেদের পর পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন অভিনায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিন্তু এই দৌড়ে অনুপম পিছিয়ে নেই, সুত্রানুসারে জানাগেছে  অনুপম ডেট করছে এক সংগীতশিল্পীকে। সোশাল মিডিয়াই অনুপম প্রস্মিতা জুটি চলছে ট্রেন্ডিং-এ। 
Also, do watch this related video down below 
youtube
কিন্তু কে এই প্রস্মিতা পাল? আর এই খবর টা কি আদেউ সত্যি নাকি ভুয়ো খবর। যদি সত্যি হয় তাহলে কি পদক্ষেপ নেবেন এই সম্পর্ক নিয়ে অনুপম রায় এবং প্রস্মিতা পাল জানতে হলে ক্লিক করুন Anupam Roy second wife
0 notes