Tumgik
#১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?
shafinit22 · 8 months
Text
প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন কত? ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন কত ?
# জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও ভাতদি নিম্নে উল্লেখ করা হলোঃ প্রাইমারি স্কুলের শিক্ষকদের ১৩ তম গ্রেডের পে স্কেল কত ?
# ১৩ তম গ্রেডের পে স্কেল: ১১০০০-১১৫৫০-১২১৩০-১২৭৪০-১৩৩৮০-১৪০৫০১৪৭৬০-১৫৫০০-১৬২৮০-১৭১০০-১৭৯৬০-১৮৮৬০-১৮১০-২০৮১০-২১৮৬০-২২৯৬০-২৪১১০-২৫৩২০-২৬৫৯০
# প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন : ১৩ তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির পারম্ভিক বেতন ১১,০০০/- টাকা এবং বেতন স্কেলের শেষ ধাপ ২৬,৫৯০/- টাকা । প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরির শুরুতে মুল বেতন ১১,০০০/- টাকা। মুল বেতনের অর্থনৈতিক কোড-৩১১১২০১
১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বাড়ি ভাড়া কত ?
# ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বাড়ি ভাড়া ৪৯৫০/- টাকা ও অর্থনৈতিক কোড-৩১১১৩১০
# ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের চিকিৎসা ভাতা কত ?
# ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের চিকিৎসা ভাতা বা মেডিকেল ভাতা ১৫০০/- টাকা এবং মেডিকেল ভাতার অর্থনৈতিক কোড-৩১১১৩১১
১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের টিফিন ভাতা কত ?
# ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের টিফিন ভাতা ২০০/- টাকা এবং অর্থনৈতিক কোড-৩১১১৩১৪  ।
১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের যাতায়াত ভাতা কত ?
# ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের যাতায়াত ভাতা ৩০০/- টাকা এবং যাতায়াত ভাতার অর্থনৈতিক কোড-৩১১১৩০২ ।
# ১৩তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষকদের মোট বেতন ভাতাদি= (১১,০০০+৪৯৫০+১৫০০+২০০+৩০০)=১৭,৯৫০/- টাকা।
 # যাতায়াত ভাতা এবং যাতায়াত ভাতার  অর্থনৈতিক কোড-৩১১১৩০২
(১) জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১১ নং হইতে ২০ নং গ্রেডের বেসামরিক কর্মচারীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় কর্মস্থল হইলে তিনি ১ জুলাই ২০১৬ তারিখ হইতে মাসিক ৩০০ (তিন শত) টাকা হারে যাতায়াতভাতা প্রাপ্য হইবেন।
শিক্ষা সহায়ক ভাতা নীতিমালা ?
 # শিক্ষা সহায়কভাতা এবং শিক্ষা ভাতার অর্থনৈতিক কোড ৩১১১৩০৬
(১) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০ (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ২ (দুই) সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ১০০০ (এক হাজার) টাকা শিক্ষা সহায়কভাতা প্রদেয় হইবে, তবে, স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী হইলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করিয়া ভাতার পরিমাণ নির্ধারণ করিতে হইবে।
 (২) বয়সের সাটিফিকেট দাখিল সাপেক্ষে ২১ (একুশ) বৎসর পর্যন্ত বয়সী সন্তানেরা শিক্ষা সহায়কভাতা প্রাপ্য হইবেন।
(৩) শিক্ষা সহায়কভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১৪/১০/২০১৫ খ্রি. তারিখের ০৭.১৭৩.০৩১.০২.০০.০৩০.২০১০-৭৯ নং স্মারক অনুসরণ করিতে হইবে।
0 notes