#শেখ আব্দুল খালেকের কবিতা
Explore tagged Tumblr posts
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- সাগরের ঢেউ
শেখ আব্দুল খালেকের কবিতা- সাগরের ঢেউ
সাগরের ঢেউ শেখ আব্দুল খালেক
সাগরের বুকে কত যে ঢেউ ধেয়ে আসে সব কূলে, হৃদয় পটে রেখ সে স্মৃতি যেও না কভু ভুলে।।
সাগর বুকে ঢেউয়ের মাঝে কত যে রঙিন স্বপন, কেউ তো জানে না কেবল দেখে সময় করে যাপন কত যে স্বপন ঝরে তীরে বলে না তো ঢেউ খুলে।।
সাগর বক্ষে জমা সে বেদন লুকায়ে ঢেউয়ের মাঝে, আওলা সমীরে সে ব্যাথার সুর কানে এসে মোর বাজে।
পাথার মাঝে কত যে ঊর্মি তীরে এসে ফিরে যায় সে খবর তুমি জান কি কভু ভেবে দেখ নিরালায় ক…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- কামনা
শেখ আব্দুল খালেকের কবিতা- কামনা
কামনা শেখ আব্দুল খালেক
মনের আঁধার দাও ঘুচায়ে দাও হে প্রভু আজ আমায়, তোমার আলোয় দাও ভাসায়ে দাও আমাকে এই ধরায়।।
হৃদয়ে আছে যত অহমিকা আছে যত মোর বৈরী ভাব দূর করে দাও স্বচ্ছ করে আছে যত মোর মনস্তাপ।
মাফ করে দাও প্রভু তুমি দূর করে দাও সব ক্ষমায় মনের আঁধার দাও ঘুচায়ে দাও হে প্রভু আজ আমায়।।
সফলতা দাও গো এনে ছোট বড় সব কাজে, তোমার কামনা করো গো পূর্ণ সকল কাজে মোর মাঝে।
তোমারই শক্তি যাচি হে প্রভু কর্ম করি সেই…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- হৃদয় কর ভাস্বর
হৃদয় কর ভাস্বর শেখ আব্দুল খালেক
মাফ করে দাও ওগো প্রভু দূর করে দাও অন্ধকার, দাও খুলে দাও ওগো মহান তোমার নুরের শুভ্র দ্বার।।
আমরা পাপী আমরা তাপী ভুলে গেছি আজ সরল পথ… আলোর পথে চালাও প্রভু ভাল করে দাও ভবিষ্যৎ…… স্বার্থের মোহ দাও ঘুচায়ে দূর কর হে অহঙ্কার।।
তৃষ্ণা ক্ষুধা দাও ঘুচায়ে দূর করে দাও অশ্রু জল, বিবেক মোদের দাও ফিরায়ে শান্ত কর ধরণীতল।
ভ্রান্ত পথে চলতে গিয়ে ভুলেছি হায় তোমার ডর….. দাও ফিরায়ে…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- তোমার স্মৃতি
শেখ আব্দুল খালেকের কবিতা- তোমার স্মৃতি
তোমার স্মৃতি
শেখ আব্দুল খালেক।
এমন সোনার ভুবনে মাগো স্বপনে নিলয় আঁকি, শ্যামল গাঁয়ের সবুজ মাঠে সমীরে শুয়ে থাকি।।
স্বর্গীয় সুধা লাগে যেন মনে কি করে তোমায় ভুলি, অন্ন যোগাও তৃষ্ণা মেটাও হৃদয় দিয়েছ খুলি।
নদী ফুল ফলে মিষ্টি জলে দিয়েছ ভরায়ে মন, তোমার তুলনা হয় না মাগো মনে পড়ে প্রতিক্ষণ।
জারি সারি আর পল্লী গীতি ভাটিয়ালী গান যত, মধুর সুরে আসে ভেসে যখন লাগে সুধার মত।
তোমার অঙ্গে কাদা মাটি জলে করি যে অনেক…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- ঝড়ের শেষে
শেখ আব্দুল খালেকের কবিতা- ঝড়ের শেষে
ঝড়ের শেষে শেখ আব্দুল খালেক
আলোর খোঁজে ছুটছে সবে ছুটছে আশা নিয়ে, সাগর মাঝে জীবন তরী চলছে পাড়ি দিয়ে।
আঁধার রাতে কূল হারায়ে ডুবছে বহু তরী, চলছে তবু পাথার মাঝে মাঝি হালটি ধরি।
আঁধার মাঝে চলছে সবে কাঁদছে ব্যথা নিয়ে, স্বার্থের তরে স্বপন দেখায় অলীক আশা দিয়ে।
আকাশ যখন মেঘে ঢাকে সূর্য তখন কাঁদে, এই নিখিলে আলো সে দেয় মনের অনেক সাধে।
ঝঞ্ঝা যদি আসে আসুক সাহস রাখিস বুকে, ঝড়ের শেষে থাকবে না মেঘ কাঁদিস না কেউ…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- আশার বাতি
শেখ আব্দুল খালেকের কবিতা- আশার বাতি
আশার বাতি শেখ আব্দুল খালেক
আশার বাতি জ্বলছে বুকে সব হৃদয়ে সব সময়, আশা পুরুণ করতে যেয়ে মরছে বহু এই ধরায়।
কেউ বা পাচ্ছে জীবন সাথী ভবের মাঝে অনেক ধন, দালান কোঠা রাজ প্রাসাদ পাচ্ছে আবার নেতার মন।
কেউ হারায়ে জীবন সাথী কেঁদে বেড়ায় সব সময়, কেউ বা দেখি টাকার শোকে পাগল হয়ে ঘুরে বেড়ায়।
আশার বাতি রঙিন বাতি দেখায় বহু সুখ স্বপন , সেই স্বপনে এই ধরাতে মানুষ করে গ্রহে গমন।
গোলাপ জবা শিউলি গেন্দা মনের সুখে দুলছে…
View On WordPress
0 notes
Text
শেখ আব্দুল খালেকের কবিতা- আমি কি যাব অতীত ভুলে
আমি কি যাব অতীত ভুলে শেখ আব্দুল খালেক
আমি কি যাব অতীত ভুলে স্মৃতি কথা কয়, মানুষ হয়ে মানুষের কথা কখনো ভুলার নয়।।
যেথায় নদী সাগরের কূলে অসহায় মানুষের বাস …… বানের স্রোতে নিয়ে যায় ভেসে নিয়তির পরিহাস…… আর্ত বেদনায় ভারী হয় বাতাস তীলে তীলে হয় ক্ষয়।।
আমি কি যাব স্মৃতি ভুলে অতীতের ইতিহাস, সাগর নদীর কূলে ছিল যত মানুষের বসবাস।
কত যে মানুষের চোখের নীর মিশেছে সাগর জলে…… কত যে জীবন চলে গেছে হায় সাগর নদীর…
View On WordPress
0 notes