#শিবরাজ সরকার
Explore tagged Tumblr posts
current24news · 2 years ago
Text
এমপি সরকার তীর্থযাত্রা প্রকল্পের অধীনে বয়স্ক নাগরিকদের বিমানে নিয়ে যাবে, বলেছেন সিএম শিবরাজ সিং চৌহান
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার বলেছেন যে মার্চ থেকে একটি সরকারি প্রকল্পের অংশ হিসাবে রাজ্যের প্রবীণ নাগরিকদের তীর্থযাত্রার অনবোর্ড ফ্লাইটে পাঠানো হবে। তিনি সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে এবং চম্বল বিভাগের ‘বিকাশ যাত্রা’ চালু করতে ভিন্ডে বক্তব্য রাখছিলেন। “সন্ত রবিদাসের জন্মস্থানও এই সরকারি তীর্থযাত্রা প্রকল্পে অন্তর্ভুক্ত হবে, যা মুখ্যমন্ত্রী তীর্থ-দর্শন যোজনা নামে পরিচিত।…
Tumblr media
View On WordPress
0 notes
wing-news · 3 years ago
Text
মহুয়া থেকে তৈরি মদ 'হেরিটেজ লিকার' নামে বিক্রি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শিবরাজের
মহুয়া থেকে তৈরি মদ ‘হেরিটেজ লিকার’ নামে বিক্রি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী শিবরাজের
মধ্যপ্রদেশের খবর: মহুয়া থেকে তৈরি মদকে বৈধ করতে মধ্যপ্রদেশে নতুন আবগারি নীতি তৈরি হচ্ছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, এই মদ দোকানে হেরিটেজ লিকার হিসেবে বিক্রি করা হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্ডলায় বলেছেন, "আসছে নতুন আবগারি নীতি। যদি কোন ভাই-বোন মহুয়া থেকে ঐতিহ্যবাহী মদ তৈরি করে, তাহলে তা বেআইনি হবে না। হেরিটেজ মদের নামে মদের দোকানেও বিক্রি…
View On WordPress
0 notes
kabirbd · 4 years ago
Text
শিবরাজ সিং চৌহান মন্ত্রিপরিষদ সম্প্রসারণের একাদশ দিনের পরে জেএম সিন্ধিয়া | মধ্য প্রদেশ: শিবরাজ সিং চৌহান সরকারে বিতরণ করা মন্ত্রীরা, জানেন কী পেয়েছেন
শিবরাজ সিং চৌহান মন্ত্রিপরিষদ সম্প্রসারণের একাদশ দিনের পরে জেএম সিন্ধিয়া | মধ্য প্রদেশ: শিবরাজ সিং চৌহান সরকারে বিতরণ করা মন্ত্রীরা, জানেন কী পেয়েছেন
বৈভব, ভোপাল: সোমবার রাজস্থানের কংগ্রেস সরকার নিয়ে সংকটের মধ্যে মধ্য প্রদেশ শিবরাজ সিং চৌহান বিভাগগুলিকে সরকারে ভাগ করা হয়েছে। বিজেপির যশোধার রাজে সিন্ধিয়াকে ক্রীড়া ও যুব কল্যাণ, কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন ও কর্ম প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। একই সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোষ্ঠীরও বিশেষ যত্ন নেওয়া হয়েছে।
সিএম শিবরাজ সিং চৌহান সাধারণ প্রশাসন, জনসংযোগ, নর্মদা উপত্যকা…
View On WordPress
0 notes
sentoornetwork · 5 years ago
Text
মধ্যপ্রদেশে পালাবদল, কমল নাথের ইস্তফা
New Post has been published on https://sentoornetwork.com/kamal-nath-resigns-in-mp/
মধ্যপ্রদেশে পালাবদল, কমল নাথের ইস্তফা
:
বিশেষ সংবাদদাতা : মধ্যপ্রদেশের ১০ ধরে যে রাজনৈতিক নাটক চলছিল তাতে যবনিকা পড়ল। কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমলনাথ শেষপর্যন্ত ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন। দুপুর ১টায় রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে যাবেন। বিজেপির ১৫ বছরের ক্ষমতাসীন থাকার পর তাঁর ১৫ মাসের সরকার পড়ে গেল এক ঝাঁক দলীয় বিধায়কের দলত্যাগের ফলে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগের পর রাজ্যে রাজনৈতিক সংকট দেখা দেয়। কমল নাথের বিদায়ে শেষ হল রিসর্ট পলিটিক্স। বিজেপি দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ফের ক্ষমতা দখলের জন্য উইংসের ধারে অপেক্ষমাণ রয়েছেন। এর আগে অধ্যক্ষ এনপি প্রজাপতি শেষপর্যন্ত ২৩ জন বিধায়কের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে ২২জন কংগ্রেস এবং একজন বিজেপি। এর ফলে কমল নাথ সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশে আজ বিকেল ৫টার মধ্যে আস্থাভোট নিতে হবে কমল নাথকে। তিনি আজ সকাল ১১টায় কমলনাথ ��লীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বৈঠকে বসার আগে জানান তাঁর কাছে ফরমুলা ন���্বর ফাইভ রয়েছে সরকার বাঁচানোর জন্য। বেঙ্গালুরু থেকে আজ দিগ্বিজয় সিং ফিরে এসে জানান কমল নাথ ইস্তফা দিতে পারেন। বেঙ্গালুরু থেকে বিদ্রোহী বিধায়করা ফিরে আসছেন। কংগ্রেসের বিধায়করাও ফিরে এসেছেন রাজস্থান থেকে। সুপ্রিম কোর্ট এবিষয়ে আগেই জানিয়েছে এ মুহূর্তে সরকারের শক্তি পরীক্ষা দেওয়া জরুরি। নাহলে বিধায়ক কেনাবেচা সম্ভাবনা প্রবল। এদিন শক্তির বিচারে ২৩০ আসনের মধ্যে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২০৫। ২৩ জনের ইস্তফা ও দুটি আসন খালি। সরকার গড়ার জন্য দরকার ১০৩ জনের সদস্যের সমর্থন। বিজেপির শক্তি এখন ১০৬, কংগ্রেসের ৯২। অন্য দল যেমন ৪ নির্দল, ২ বিএসপি ও ১ এসপির সমর্থনে সরকার গড়েন কমল নাথ। বিএসপি ও এসপি দলের সদস্যদের খোঁজ নেই। সাংবাদিক সম্মেলনে কমল নাথ বলেন, সরকার ফেলার জন্য বিজেপিকে দোষারোপ করে বলেন কংগ্রেসের লোভী ২২ বিধায়ককে অপহরণ করে রাখে। এটা মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা। ১১ ডিসেম্বরে ২০১৮ কংগ্রেস বেশি আসন পেয়ে ২৫ ডিসেম্বর মন্ত্রিসভা গঠন করি। ১৫ মাসে আমি দোষ কি করেছি?
0 notes
dailynobobarta · 6 years ago
Text
৬৯টি পদক জয়ী ভারতীয় অ্যাথলেটের হাতে ভিক্ষার বাটি
৬৯টি পদক জয়ী ভারতীয় অ্যাথলেটের হাতে ভিক্ষার বাটি
গলায় স্বর্ণের পদক আর হাতে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৬৯টি পদক জয়ী ভারতের এক অ্যাথলেট। নাম মনমোহন সিং লোধি। জি নিউজের খবর, কী বিচিত্র এই দেশ! একদিকে এশিয়ান গেমসে পদক জয়ীদের বীরের সম্মানে সম্মানিত করা হচ্ছে, আর অন্যদিকে না খেতে পেয়ে পথে বসে ৬৯টি পদক জয়ী অ্যাথলিট! কেউ দেখারও নেই।
খবরে বলা হয়, প্রতিশ্র��তি দিলেও কথা রাখেনি সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে…
View On WordPress
0 notes
wing-news · 3 years ago
Text
ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু, চার লাখ ক্ষতিপূরণ দিতে হবে শিবরাজ সরকারের
ভোপালের হাসপাতালে অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু, চার লাখ ক্ষতিপূরণ দিতে হবে শিবরাজ সরকারের
হাসপাতালে আগুন: মধ্যপ্রদেশের ভোপালে কমলা নেহেরু শিশু হাসপাতালের বিশেষ নবজাতক ইউনিট (SNCU) সোমবার রাতে আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটে. এই দুর্ঘটনায় অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। রাজ্য সরকার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্ব সারং জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে. তিনি ওয়ার্ডের ভেতরের অবস্থা ডেকে আনেন ‘ডিরাবনি‘ আপ হাসপাতালের তৃতীয়…
View On WordPress
0 notes
bartatv-blog · 6 years ago
Photo
Tumblr media
লাইনধরে বিধবাকে বিয়ের করছে তরুণরা সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। এর পর থেকে বিধবা বিয়ের ধুম পড়েছে রাজ্যে। এতে চরম বেকায়দায় শিবরাজ সিং চৌহানের সরকার। কারণ, তাদের হাতে কোনো পরিসংখ্যান নেই যে কতজন বিয়ে করেছে। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেয়া হবে। গত জুলাই মাসে দেশটির সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিয়ে উৎসাহ দিতে নীতি নির্ধারণের পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রর বদলে মধ্যপ্রদেশ সরকার আগে এই উদ্যো�� নেয়। এবং তার জন্য আর্থিক প্যাকেজ দেয়ার কথা ঘোষণা করে। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালেই আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। কিন্তু সরকারিভাবে খুব একটা বিধবা বিবাহে উৎসাহ দেয়ার ঘটনা চোখে পড়েনি। সংশ্লিষ্ট তহবিলে ২০ কোটি টাকা বরাদ্দও করেছে শিবরাজ সিং চৌহানের সরকার। ঘোষণা অনুযায়ী, ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই পাত্রর হাতে দুই লাখ টাকা তুলে দেবে সরকার। তবে এ প্রস্তাব রাজ্যের অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তারপর মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেলেই তিন মাসের মধ্যে এই প্রকল্প চালু হবে।
0 notes
shachisharma90 · 5 years ago
Text
মধ্যপ্রদেশকে ধ্বংস করছে কমলনাথ সরকার : শিবরাজ - S Newz
মধ্যপ্রদেশকে ধ্বংস করছে কমলনাথ সরকার। ভোপালে সাংবাদিক বৈঠকে কমলনাথ সরকারকে নিশানা করে এমনটাই বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করায মধ্যপ্রদেশে বিজেপি আরও শক্তিশালী হবে। মধ্যপ্রদেশে লু…
from Snewzin's Favorite Links from Diigo https://snewz.in/kamal-nath-led-government-destroyed-madhya-pradesh-shivraj-singh-chouhan/39059/
0 notes
sentoornetwork · 5 years ago
Text
কমল নাথকে কাল আস্থাভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের
New Post has been published on https://sentoornetwork.com/sc-wants-trust-vote-tomorrow-in-mp%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ad%e0%a7%8b/
কমল নাথকে কাল আস্থাভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের
  বিশেষ সংবাদদাতা : অবশেষে মধ্যপ্রদেশে রাজনৈতিক সংকট কাটার লক্ষণ দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। কমল নাথকে শুক্রবার বিকাল ৫টায় আস্থাভোট নিতে হবে বলে নির্দেশ দিল শীর্ষ আদালত। এ বিষয়ে বিজেপির আনা মামলায় বৃহস্পতিবার বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ লম্বা শুনানির পর এই রায় দেয়। তার আগে আদালত জানায়, যত বিলম্ব হবে ততই ঘোড়া কেনাবেচার সম্ভাবনা বাড়বে। মুখ্যমন্ত্রী কমল নাথের এখনও শক্তি পরীক্ষা দেওয়া উচিত। বিধানসভার অধ্যক্ষকে এ কথাই জানিয়েছে শীর্ষ আদালত। কমলনাথ আরও দু সপ্তাহ সময় চেয়েছেন। স্পিকারের পক্ষে আদালতে সওয়াল করেন অভিষেক মনু সিংভি এই সময় চান। আদালতের রায়কে সম্মান জানিয়ে জিতু পাটোয়ারি জানান তাঁরা এই রসয় মাথা পেতে নেবে। অধীর চৌধুরী বলেন সংখ্যা থাকলে কংগ্রেসই জিতবে। বিজেপির দলনেতা শিবরাজ সিং চৌহান বলেন সত্যমেব জয়তে। কংগ্রেস সরকার প্রতারণা করেছে।
0 notes
sentoornetwork · 5 years ago
Text
করোনাও বাঁচাতে পারবে না কমল নাথ সরকারকে
New Post has been published on https://sentoornetwork.com/kamal-nath-floor-test-today/
করোনাও বাঁচাতে পারবে না কমল নাথ সরকারকে
বিশেষ সংবাদদাতা : করোনা ভাইরাসও কমল নাথের সরকারকে বাঁচাতে পারল না। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে আজই তাঁকে বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হবে। কারণ রাজ্যপাল লালজি ট্যান্ডনের সামনে বিজেপির দলনেতা শিবরাজ সিং চৌহান গতকাল ১০৬ বিধায়ক নিয়ে প্যারেড করানোর পর কমল নাথকে চরমপত্র দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেন, বিধানসভায় শক্তি পরীক্ষা না দিলে তিনি বুঝবেন তাঁর সরকারের গরিষ্ঠতা নেই। এই অবস্থায় বিপাকে পড়েন কমল নাথ। অথচ সরকার বাঁচাতে স্পিকার এনপি প্রজাপতি ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনের জন্য বিধানসভা মুলতুবি করে দেন। এদিকে সুপ্রিম কোর্টে গুজরাতের কংগ্রেস সরকার আস্থা ভোটে যাচ্ছে না দেখে চৌহান যে আবেদন করেছেন আজ দুই সদস্যের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। সেখানেও বিপাকে পড়তে পারেন কমল নাথ। অগত্যা অাজই তাঁকে নামতে হচ্ছে শক্ত পরীক্ষায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী ২২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে।
ছবি সৌজন্যে: গুগল
0 notes
sentoornetwork · 5 years ago
Text
মধ্যপ্রদেশে অপারেশন 'রংপঞ্চমী', ঘোঁট বিজেপিতে
New Post has been published on https://sentoornetwork.com/rift-in-mp-bjp/
মধ্যপ্রদেশে অপারেশন 'রংপঞ্চমী', ঘোঁট বিজেপিতে
বিশেষ সংবাদদাতা : মধ্যপ্রদেশে ১৫ মাসের কমল নাথ সরকারকে টালমাটাল করে দেওয়া অপারেশন ‘রংপঞ্চমী’ সফল হওয়ায় বিজেপি মহলে খুশির হাওয়া। দোলের দিন রাজ্যের কংগ্রেস সরকার ফেলার ষড়যন্ত্র সফল করার জন্যই এই নামকরণ।কিন্তু এই অপারেশনের পিছনে কলকাঠিনাড়া রাজ্যের দুই বিজেপি নেতা নরোত্তম শর্মা ও শিবরাজ সিং চৌহানের সমর্থকদের মধ্যে বিরোধ বাধে। বিজেপি সরকার গড়লে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ঘোঁট বাধে। কারণ শর্মা অনেকদিন থেকে ছক কষার কাজ শুরু করেন বলে রাজনৈতিক মহলের খবর। শর্মার অনুগামীরাও নেতার হয়ে কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়ে চৌহানের সমর্থকদের সঙ্গে। যদিও সরকার ফেলার পিছনে দুই নেতা কংগ্রেসের অন্তর্কলহকে দোষারোপ করেন। এই সব দেখে কংগ্রেস থেকে দলত্যাগী বিধায়কদের একাংশ হতাশ হয়ে পড়েন। বেঙ্গালুরুতে দলছুট ১৯ জন বিধায়জের মধ্যে ১০জন বিজেপিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হয়ে কেন্দ্রে মন্ত্রী হবেন এই আশা নিয়ে তাঁরা সোমবার বেঙ্গালুরু চলে যান। আজ জ্যোতিরাদিত্য দিল্লিতে বিজেপি সভাপতির উপস্থিতিতে দল বদল করেন। কমল নাথ সরকার আস্থাভোটে জিতবেন বলে দাবি করলেও তাঁর হাতে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা নেই। বিজেপির ক্ষমতা দখল এখন শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেসের দিগ্বিজয় সিং সংকটের জন্য বিজেপি নেতাদের দোষ না দিলেও দ্বন্দ্ব মেটানোর ফরমুলার আভাস দিয়ে বলেছেন, চৌহানকে মুখ্যমন্ত্রী ও শর্মাকে উপমুখ্যমন্ত্রী করে সমস্যা মেটানোর পথে এগিয়েছে বিজেপি।
আরও খবর পড়ুন :  ��ংগ্রেসে থেকে কাজ করতে না পেরে বিজেপিতে, বললেন জ্যোতিরাদিত্য
0 notes
sentoornetwork · 5 years ago
Text
মধ্যপ্রদেশে সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস, চলছে রিসর্ট রাজনীতি
New Post has been published on https://sentoornetwork.com/mp-politicts-take-center-stage/
মধ্যপ্রদেশে সরকার বাঁচাতে মরিয়া কংগ্রেস, চলছে রিসর্ট রাজনীতি
বিশেষ সংবাদদাতা : মধ্যপ্রদেশ নিয়ে দেশের রাজনীতি সরগরম। মুখ্যমন্ত্রী কমল নাথের এখনও আশা সরকার পড়বে না। বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে ফিরিয়ে আনতে কংগ্রেস নেতৃত্ব দুই নেতাকে বেঙ্গালুরু পাঠায়। ক্ষমতা বদলের ডামাডোল থেকে বাঁচাতে দু দলই সতর্ক পদক্ষেপ নিয়েছে। টাকার টোপ দিয়ে দলবদলের সম্ভাবনা আটকাতে কমল নাথ শিবির বিধানসভায় শক্তি পরীক্ষা দেওয়ার আগে ৯১জন কংগ্রেস বিধায়ককে রাজস্থানের হোটেল পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে বিজেপি তাদের ১০৮ জন বিধায়ককে হরিয়ানার ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে রেখেছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী যে ২১ জন বিধায়ক পদত্যাগ করেছেন তাঁদের পদত্যাগপত্র গৃহীত হলে কমল নাথের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। রাজ্যের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অবশ্য বলেছেন তাঁদের কাছে বিধানসভায় শক্তিপরীক্ষার চেয়েও এখন রাজ্যসভার ভোট গুরুত্বপূর্ণ। দুই শিবিরে এখন মাথা গুনতির হিসেব কষা চলছে। জ্যোতিরাদিত্য আজ বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। এরপর তাঁকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে জ্যোতিরাদিত্যের ক্ষোভের কারণ সম্পর্কে তাঁর এক আত্মীয় জানিয়েছেন যে গত এক মাস ধরে তিনি সোনিয়া ও রাহুলের সঙ্গে দেখা করার চেষ্টা করে কিছু কথা বলতে চেয়ে ব্যর্থ হন। উপরন্তু তাঁকে রাজ্যসভায় পাঠানো নিয়ে বাগড়া দিয়েছেন কমল নাথ। অভিযোগ মধ্যপ্রদেশের রাজনীতিতে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল পরিকল্পিত ভাবে। বিজেপি এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছিল কিছু দিন থেকে। অন্যদিকে সমঝোতার পথ খুঁজতে এক ব্যবসায়ীর বাড়িতে কমল নাথ, দিগ্বিজয় সিং ও জ্যোতিরাদিত্যের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ায় বিজেপি তৎপর হয়। এ মাসে বিজেপি সভাপতি জেপি নাড্ডার ছেলের বিয়েতে অমিত শাহ ঘনিষ্ঠ নেতাদের নিয়ে পাকা সিদ্ধান্ত নেন। তার আগে সলতে পাকানো শুরু করেন শিবরাজ সিং চৌহান ও অমিত শাহ। সব কিছুই চুপিসারে করার পিছনে চাণক্য অমিতের ভূমিকা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা চলছে বেশি।
ছবি সৌজন্যে: গুগল
আরও খবর পড়ুন : মধ্যপ্রদেশের পর সকলের নজর এখন রাজস্থানে
0 notes
sentoornetwork · 5 years ago
Text
অন্তর্দ্বন্দ্বের জেরে পতনের মুখে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার
New Post has been published on https://sentoornetwork.com/kamalnath-govt-in-mp-in-crisis/
অন্তর্দ্বন্দ্বের জেরে পতনের মুখে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার
বিশেষ সংবাদদাতা : মধ্যপ্রদেশে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়েছে। কমলনাথের কংগ্রেস সরকার যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে। কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে বিরোধ তুঙ্গে ওঠায় সঙ্কট ঘনীভূত হয়েছে।রাজনৈতিক মহলের খবর যে সিন্ধিয়া বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁকে রাজ্যসভার সদস্য করা হবে। তাঁর অনুগত ছয় মন্ত্রী সহ ১৭ কংগ্রেস বিধায়ক চার্টার্ড বিমানে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছেন। গতকাল রাজনৈতিক সঙ্কটের মধ্যে মুখ্যমন্ত্রী কমল নাথ দিল্লিতে তড়িঘড়ি ছুটে গিয়ে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন মুশকিল আসানের খোঁজে। দলের অন্তর্বর্তী সভানেত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে বলেন তিনি দলনেত্রীর নির্দেশ মেনে চলবেন। কিন্তু চলার পথ পাওয়া কঠিন বুঝে ভোপালে ফিরে সতীর্থদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেন। সঙ্কট সমাধানে কংগ্রেসের আরেক মাথা দিগ্বিজয় সিং সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে জানান যে সিন্ধিয়ার জ্বর হয়েছে। কথা বলার অবস্থায় নেই। কমলনাথ সঙ্কট বিজেপির দিকে আঙুল তুলে অভিযোগ করে বলেন, ক্ষমতা থেকে সরে গিয়ে ওরা ছটফট করছে। ওদের দুর্নীতি বাইরে প্রকাশ করা হবে। তাঁর সরকার সেকাজ করবে। যে কংগ্রেস বিধায়করা নিখোঁজ হয়ে যান বলে খবর বলে রটে সে বিষয়ে জানান, তাঁরা তীর্থে গিয়েছিল। সবাই ফিরে এসেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তাঁরা সবাই এখনও বেঙ্গালুরুতে রয়েছেন। রাজ্যে কংগ্রেস সরকার সঙ্কটের মধ্যে পড়ে। গত সপ্তাহে ১০ জন দ��ের বিধায়ক দিল্লির নয়ডায় হোটেলে গিয়ে ওঠেন। বিজেপি তাঁদের আটকে রাখে বলে অভিযোগ করে কংগ্রেস। পরে আটজন উদ্ধার করা হলেও দুজন নিখোঁজ রয়েছে এখনও। সিন্ধিয়ার সঙ্গে কমল নাথের বিরোধের কথা সবাই জানেন। কমল নাথের আচরণে দলের অনেক বিধায়কই অসন্তুষ্ট। ২৩০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের শক্তি ১১৪জন। দুটি আসন শূন্য। এরফলে শক্তি পরীক্ষা দিতে দরকার ১১৫ জনের সমর্থন। কংগ্রেসকে সরকার গড়ায় সমর্থন দিয়েছে ২ বিএসপি, ১ এসপি ও ৪ নির্দল। অন্যদিকে বিজেপির ১০৭ জন বিধায়ক। এই অবস্থায় মঙ্গলবার বিজেপি বিধান পরিষদীয় দল বৈঠকে বসছে রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করার জন্য। প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সি চৌহান জানান, এসব কংগ্রেসের ঘরোয়া সমস্যা। তবে রাজনৈতিক শিবিরের ধারণা, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে কর্নাটকের পর মধ্যপ্রদেশ হাতছাড়া হতে বসেছে।
0 notes