#লাকী আখন্দ
Explore tagged Tumblr posts
Text
![Tumblr media](https://64.media.tumblr.com/03868cbde230918d68883f84bfed9e1e/f0f094fa41a015c8-73/s540x810/8a25b313635b89c60bf387ab6ac6b2fed21d65ce.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/8b2bd8667ada075f27c951eba5e4b0e8/f0f094fa41a015c8-07/s540x810/fd9cdf96f2ac0ff760cd91db17499d725093771e.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/7d99c0f47505d9ed7e37815ea16151b7/f0f094fa41a015c8-86/s540x810/7e593deb73b7e6e5f5270556c7e4d6aeea0d0cb3.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/75ddf7d3548b77edabe5e495ad187cb8/f0f094fa41a015c8-12/s540x810/06d8d06103fc91df74e9e38ebd6a608980c134e3.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/b96376d18fd1598a050acc2568c872fb/f0f094fa41a015c8-08/s540x810/766615e647c1cbeda61ad427fd895b5b18375c90.jpg)
![Tumblr media](https://64.media.tumblr.com/442220c6924c7ddf090441e5ee9d4438/f0f094fa41a015c8-23/s540x810/78a663e0c0f85606ed0628e7118cbe511fd3352a.jpg)
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
# লাকী আখন্দ # আবার এলো যে সন্ধ্যা # বাংলা গান # পতেঙ্গা সমুদ্র সৈকত # কাপ্তাই লেক # চট্টগ্রাম
3 notes
·
View notes
Text
আগে যদি জানতাম | Age Jodi Jantam Lyrics
আগে যদি জানতাম Age Jodi Jantam Lyrics লাকী আখন্দ আগে যদি জানতাম আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না ও মন রে… কিসের তরে রয়ে গেলি তুই বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাবো ভুলে আমি ঠিকই তো যেতাম পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে এই জ্বালা আর প্রাণে সহে না রে জানিনা কেনো যে আমায় একা ফেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না তোরই মতো কোনদিনও আমিও…
0 notes
Link
1 note
·
View note
Text
লাকী আখন্দের প্রয়াণের পাঁচ বছর
লাকী আখন্দের প্রয়াণের পাঁচ বছর
টপ নিউজ ডেস্কঃ ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’- নিজের গানেরই সুর ধরে প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ ২০১৭ সালের ২১ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। গানে গানে তিনি বলেছিলেন, ‘বিবাগী এ মন নিয়ে জন্ম আমার- যায় না বাঁধা আমাকে কোন পিছু-টানের মায়ায়’। তাই সত্যি হল, ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে করতে হাজারও ভক্তের মায়াকে পরাজিত করে ৬১ বছর বয়সে প্রয়াত হন বাংলা গানের এই জনপ্রিয়…
![Tumblr media](https://64.media.tumblr.com/be444d38522e5f9d8d950abd94f47990/6e11953b22227288-10/s540x810/b072b4923fb3c188c05d3110abf343046033345b.jpg)
View On WordPress
0 notes
Link
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অসংখ্য কালজয়ী গানের এই স্রস্টার প্রয়ালদি
0 notes
Text
লাকি আখন্দের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল
লাকি আখন্দের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল
বরেণ্য সঙ্গীতশিল্পী লাকী আখন্দের ৬৩তম জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল বানিয়েছে গুগল।
ডুডলে দেখা যায়, লাকী আখন্দ গিটার হাতে দাড়িয়ে আছেন। মাথায় রয়েছে তার বিখ্যাত ক্যাপ। ছবিটি দেখে মনে হয় গিটার হাতে যেন গ��নের জগতে ডুবে আছেন শিল্পী। তার ছবির দুই পাশে ছড়িয়ে আছে শাপলা ফুল।
লাকী আখন্দের ছবির উপর ক্লিক করলে তার সম্পর্কে জানাতে ইউজারদেরকে বিভিন্ন পেজে নিয়ে যাচ্ছে গুগল।
বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির…
View On WordPress
0 notes
Photo
![Tumblr media](https://64.media.tumblr.com/8e70b7c116c50328247c3c8a80f8458b/7f9309c71ae579fe-bf/s540x810/7c83af9714badeb31afd1eee1936a2ceb595d562.jpg)
New Post has been published on https://paathok.news/149077
.
প্রখ্যাত গীতিকার জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ সাফি চৌধুরী একথা জানিয়েছেন।
কাওসার আহমেদ চৌধুরী কোভিড, নিউমোনিয়া, কিডনির সমস্যা, রক্তের সংক্রমণসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গত ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কাওসার আহমেদ চৌধুরীর রক্তে হিমোগ্লোবিন বিপজ্জনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে। পরবর্তীতে রক্ত দেওয়া হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
তাঁর লেখা গান গেয়েছেন যাঁরা : কাওসার আহমেদ চৌধুরীর লেখা অসংখ্য গান গেয়েছে ফিডব্যাক, এলআরবি, মাইলসের মতো ব্যান্ডগুলো। এ ছাড়া সামিনা চৌধুরী, লাকী আখন্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীরাও তাঁর লেখা গান তুলে নিয়েছেন নিজেদের কণ্ঠে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী।
জনপ্রিয় গান: কাওসার আহমেদের লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, তার লেখা জনপ্রিয় গানসমূহের মধ্যে রয়েছে, এই রুপালি গিটার ফেলে, আমায় ডেকো না ফেরানো যাবে না, যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, কবিতা পড়ার প্রহর এসেছে, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল, মৌসুমি কারে ভালোবাসো তুমি, এলোমেলো বাতাস ইত্যাদি।
জন্ম ও কর্মজীবন: কাওসার আহমেদ ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১১ বছর বয়সে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি গান লেখা শুরু করেন। কর্মজীবনের প্রথমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে গান লেখা ও জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু টিভি নাটক রচনা এবং পরিচালনা করেছেন।
উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করেছেন।
জানা গেছে, কাওসার আহমেদের জানাজা বুধবার ৯টায় ধানমন্ডি ১২/এ রোডস্থ মসজিদ উত তাকওয়ায় অনুষ্ঠিত হবে । এরপর আজিমপুর কবরস্থানে দাফন হবে।
0 notes
Text
আজম খানের মৃত্যুবার্ষিকী আজ
আজ পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান এই পপ সম্রাট। বাংলাদেশে পপগানের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। তাইতো দেশের সবাই একবাক্যে তাকে এ দেশের পপসংগীতের ‘গুরু’ হিসেবে বরণ করে নিয়েছেন।
আজম খান পপশিল্পী হিসেবেই নন, স্বাধীনতাযুদ্ধের অন্যতম একজন বীরযোদ্ধাও ছিলেন। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭২ সালে লাকী আখন্দ ও হ্যাপি আখন্দ দুই ভাইকে নিয়ে ‘উচ্চারণ’ নামের…
View On WordPress
0 notes
Text
‘দুজন মানুষই নাই হয়ে গেলেন’
টিবিটি ফিচারঃ বন্ধুর সঙ্গে একটি অবিস্মরণীয় সন্ধ্যা। বন্ধু তুমি ভালো হয়ে যাবে। আমরা সবাই আছি তোমার পাশে।’-গেল বছরে ফুসফুসে ক্যানসার আক্রান্ত বন্ধু ও মেধাবী শিল্পী লাকী আখন্দকে উদ্দেশ্য করে এভাবেই কথাগুলো বলছিলেন সদ্য প্রয়াত ঢাকা উত্তরের মেয়র ও গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চলতি বছরের এপ্রিলের ২১ তারিখে মারা যান লাকী আখন্দ। তারচেয়েও দুঃখজনক, যে বন্ধুটি দুর্দিনে পাশে…
View On WordPress
0 notes
Text
পুরো মেক্সিকো সোফিয়ার জীবিত বের হওয়ার অপেক্ষায় ছিল!
পুরো মেক্সিকো সোফিয়ার জীবিত বের হওয়ার অপেক্ষায় ছিল!
পুরো মেক্সিকো সোফিয়ার জীবিত বের হওয়ার অপেক্ষায় ছিল!
৭.১ মাত্রার ভূমিকম্পে নড়ে গেছে পুরো মেক্সিকো। প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। এখনো চলছে উদ্ধার কার্যক্রম। ধ্বংসস্তুপে আটকে থাকাদের মধ্যে ছিলেন ফ্রিদা সোফিয়া নামের এক কিশোরীও। তাকে বের করতেও কতই না ঘাম ঝরেছে উদ্ধার কর্মীদের।
৩২ ঘণ্টা পরও চলেছে সেই উদ্ধার কার্যক্রম। পুরো মেক্সিকো তার জীবিত বের হওয়ার অপেক্ষায় ছিল। ফ্রিদাও নাকি উদ্ধারকর্মীদের…
View On WordPress
0 notes
Photo
![Tumblr media](https://64.media.tumblr.com/12ed0274c4f0a7dc511e63684443b2c8/tumblr_otu5ere2Qr1v58z40o1_540.jpg)
লাকী আখন্দ আর নেই বিডিলাইভ রিপোর্ট: বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। (ইন্না......রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে মাম্মিন্তি। টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী। গত কিছুদিন ভালোই ছিলেন। তবে আজ শুক্রবার দুপুর নাগান তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন তিনি। ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
0 notes
Quote
#vipBD ... কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক লাকী আখন্দ .....
0 notes
Link
via Poriborton RSS feed http://ift.tt/eA8V8J
0 notes
Text
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লাকী আখন্দ
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লাকী আখন্দ
মুক্তিযোদ্ধা ও কিংবদন্তী শিল্পী লাকী আখন্দকে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। ২২ এপ্রিল শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, শায়েদ ছাড়া আরও অনেকে।
এর আগে সকাল ১০টায় লাকী আখন্দের নিজস্ব বাসভবন সংলগ্ন আরমানিটোলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে…
View On WordPress
0 notes
Text
New Post on BDTodays.com
মরদেহ নেয়া হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
বিডিটুডেস প্রতিবেদক :কেন্দ্রীয় শহীদ মিনারে সবস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তী সংগীত শিল্পী লাকী আখন্দ। বেলা সাড়ে ১১টায় শিল্পীকে গার্ড অব অনার দেয়ার পর সবস্তরের মানুষের শ্রদ্ধার জন্য শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর জানাজা শেষে মিরপুর...
বিস্তারিত এখানেঃ http://bdtodays.com/news/87656
0 notes