#রুমা দেবীর জীবন কাহিনী
Explore tagged Tumblr posts
newsnuki · 9 months ago
Text
কোনো ফ্যাশান ডিগ্রী ছাড়া কিভাবে এত বড় পোশাকের ব্র্যান্ড বানালেন রুমা দেবী? 
রাজস্থান যেটিকে আমরা ভারতবাসীরা মরুভুমির দেশ বলেথাকি, সেটি তার মরুভুমি ছাড়াও আশ্চর্য টেক্সটাইল এবং হস্তশিল্পের জন্য পরিচিত। রাজস্থানের ছোটো ছোটো গ্রামে শিল্পীরা বাঁধেজ, সাঙ্গানারী, লেহারিয়া, ডাবু প্রিন্টিং, বাগরু প্রিন্টিং, ইত্যাদি পদ্ধতিতে দারুন দারুন পোশাক এবং অলংকার নিরমান করে। 
Tumblr media
এইরাকমি একটি ছোটো গ্রাম থেকে উঠে এসেছেন হস্তশিল্পী রুমা দেবী। ইনি কোনো বড় সংস্থান থেকে ফ্যাশান নিয়ে পড়াশোনা করেননি এবং না আছে কোনো ডিগ্রী আর না আছে কোনো বিশেষ প্রশিক্ষণ। তবুও রাজস্থানের বর্মের গ্রামের মেয়ে রুমা দেবী তার হাতের জাদু দিয়ে এমন সব পোশাক ও নকশা তৈরি করেছেন যেটিকে সম্মান দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে আমন্ত্রন আসছে তার কাছে। 
Also, do watch this related video down below 
youtube
হস্তশিল্পী রুমা দেবীর জীবন কাহিনী ছিলনা আর পাঁচটা ফ্যাশান ডিজাইনার এর মতন। তার জীবনের লড়াই সম্পর্কে জানতে ও রুমা দেবীর পোশাকের ব্র্যান্ড তৈরী করার জীবন সংগ্রাম জানতে এখুনি ক্লিক করুন ruma devi barmer rajasthan
0 notes