#রজত শর্মা
Explore tagged Tumblr posts
24x7newsbengal · 2 years ago
Link
0 notes
bengalbytes · 3 years ago
Text
কল্যাণ সিংয়ের নামে আলিগড় বিমানবন্দরের নাম, বিজেপি নেতাদের দাবি
কল্যাণ সিংয়ের নামে আলিগড় বিমানবন্দরের নাম, বিজেপি নেতাদের দাবি
ছবির সূত্র: পিটিআই লখনউয়ের বিধান ভবনের পাশ দিয়ে সিনিয়র বিজেপি নেতা এবং প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিংহের মৃতদেহ বহনকারী সেনাবাহিনীর একটি গাড়ি। কল্যাণ সিংহ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং বিজেপি নেতা শনিবার রাতে দীর্ঘ অসুস্থতার পর লখনৌতে 89 বছর বয়সে মারা যান। যোগী আদিত্যনাথের নেতৃত্বে ইউপি সরকার গতকাল BJP দিনের রাষ্ট্রীয় শোক এবং ২ August আগস্ট (সোমবার) প্রবীণ প্রবীণ বিজেপি নেতার…
Tumblr media
View On WordPress
0 notes
sentoornetwork · 5 years ago
Text
শুধুই রবীন্দ্রনাথকে নিয়ে
New Post has been published on https://sentoornetwork.com/tagore-international-art-and-literature-festival-2019-bhopal/
শুধুই রবীন্দ্রনাথকে নিয়ে
টেগোর ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল উদযাপিত হল গত ৪-১০ নভেম্বর ২০১৯। সেখানে উপস্থিত ছিলেন সাহিত্যিক কাবেরী রায়চৌধুরী। তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি ও টেগোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্টস অ্যান্ড কালচারের যৌথ উদ্যোগে আয়োজিত টেগোর ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল উদযাপিত হল গত ৪-১০ নভেম্বর ২০১৯। আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক মানের অনুষ্ঠান; যেখানে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব থেকে বিশিষ্ট সাহিত্যিক, কবি, শিল্পী, চিত্রাভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী আমন্ত্রিত ছিলেন। প্রায় ৬০টি বিভাগে ভাগ করা হয়েছিল সমস্ত অনুষ্ঠানকে, যেখানে একইসঙ্গে সাহিত্য, শিক্ষা, সিনেমা, নাটক, সঙ্গীত, সাংবাদিকতা, ও পরিবেশ নিয়ে মনোজ্ঞ আলোচনা ও বিনোদনমূলক অনুষ্ঠান পালিত হয়। আমন্ত্রিত ছিলাম আমিও। একটি বিশেষ বিভাগ ‘লেখক সে মিলিয়ে’-তে! বিশিষ্ট লেখকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আরেকজন বিশিষ্ট ব্যক্তি, যে-আলোচনা থেকে উঠে এসেছিল লেখকের দর্শন, তাঁর লেখা, তাঁর চিন্তন। বিশিষ্ট সাহিত্যিক চিত্র মুদগল, মমতা কালিয়া, মুকেশ বর্মা, ঊর্মিলা শিরিষ,, বিনোদ শাহি, জিতেন্দ্র গুপ্তা, কাবেরী রায়চৌধুরী ও লিপিকা সাহা বিশেষ এই বিভাগে আমন্ত্রিত বক্তা ছিলেন। বিশিষ্ট কবি ও গায়ক এরশাদ কামিল তাঁর ইংক ব্যান্ড নিয়ে সহস্রাধিক শ্রোতাকে মুগ্ধ করে রাখেন এক ঘণ্টা! উপস্থিত ছিলেন কবি কুমার অনুপম (সাহিত্য অকাদমি, দিল্লি), প্রাঞ্জল ধর, নাসিরা শর্মা, দিনকর কুমার, সুমন কেশরি, বিনোদ তিওয়ারি, মন্দাক্রান্তা সেন, লীলাধর মন্ডলয়ি, মৃদুলা গর্গ, রজত কাপুর, আশুতোষ রানা, সচ্চিদানন্দ যোষি, পণ্ডিত উমাকান্ত – রমাকান্ত গুন্ডেচা, কিশোয়ার দেশাই, উষা গাঙ্গুলি, অনামিকা, ঋতুরাজ, অশোক ভৌমিক প্রমুখ। প্রকৃতপক্ষে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এত বড় মাপের একটি অনুষ্ঠান সাত দিন ধরে যে করা যায় তা আরেকবার ভাবায়। সঙ্কীর্ণতার যাবতীয় অন্ধকার মুক্ত হয়ে প্রকৃতপক্ষেই এটি আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পেরেছিল যা উদাহরণ হয়ে থাকল। রবি ঠাকুর মানেই বৃহত্তর চিন্তা। মুক্তমনা দর্শন! রবীন্দ্রনাথের ভাবনা দর্শন যদি সত্যই কোনও জাতি গ্রহণ করতে পারে তাহলে তার ক্রমবর্ধমান উন্নতি বোধহয় অনিবার্য। রবীন্দ্রনাথকে আক্ষরিক অর্থেই অনুধাবন করার ফলশ্রুতি এই মহাযজ্ঞ। রবীন্দ্রনাথ মানেই শুধু কবিতা নয়, গান নয়, রবীন্দ্রনাথ মানে অর্থনীতি , নাটক, রাজনীতি, দর্শন, গভীরতর ভাবনা চিন্তার আদানপ্রদান। যা এই মহাযজ্ঞ দেখিয়ে দিল এইভাবেও ভাবা যায়। সঙ্কীর্ণতার উর্ধ্বে উঠে এইভাবেও ভাবা যায়! রবি ঠাকুরের মাকে নিয়ে লেখা ভারতীয় সাহিত্যে প্রথম উপন্যাস, “ঠাকুরবাড়ির সারদা সুন্দরী” আদৃত হয়েছে বিশ্ব রঙ্গ মঞ্চে। হিন্দিতে অনূদিত উপন্যাস থেকে পাঠ ও আলোচনায় আমার সঙ্গে অংশ নিয়েছিলেন বিশিষ্ট অনুবাদক লিপিকা সাহা। মঞ্চে উপবিষ্ট শ্রোতামণ্ডলী মুগ্ধ হয়ে শোনেন সেই আলোচনা এবং আলোচনায় অংশগ্রহণ করেন তাঁরাও। মৃত্যুর ১৮০ বছর বাদে অবরুদ্ধ কণ্ঠস্বর সারদা সুন্দরীর এই ‘বিশ্ব রঙ্গ’ মঞ্চে প্রকাশ আন্তর্জাতিক হয়ে উঠল! সর্বোপরি যাঁর কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে এই অনুষ্ঠানের ইতিবৃত্ত, এই অনুষ্ঠানের প্রধান পুরোহিত বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক সন্তোষ চৌবে ( ডিরেক্ট��, টেগোর ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল), তাঁর এই পরিকল্পনা রবীন্দ্র ভাবনায় এক নতুন পথের দিশা উন্মুক্ত করে দিল। আগামী প্রজন্ম এই পথ ধরে হেঁটে যাবে হয়তো গাইতে গাইতে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির.. ‘Where the mind is without fear and the head is held high,where knowledge is free…’! একদিন আমরা সকলেই প্রকৃতই রবীন্দ্রনাথের প্রকৃত উচ্চ ভাবধারা আমরা অনুসরণ করব।
0 notes
khabarsamay · 7 years ago
Text
অনুষ্কা শর্মা অভিনীত পরি হোলির দিন মুক্তি পাবে
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করার পরে শ্যুটিং ফ্লোরে ফিরে এসেছেন অনুষ্কা শর্মা। শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমার শ্যুটিয়ে ��্যস্ত অনুষ্কা। এদিকে ইতিম��্যে অনুষ্কা শর্মা অভিনীত পরি সিনেমার মুক্তি দিন ঘোষণা করা হয়েছে। পরি সিনেমাটি মুক্তি পেতে চলেছে হোলির দিন ২ মার্চে। সিনেমাটিতে অনুষ্কা শর্মা ছাড়াও রয়েছে বাংলার পরমব্রত চ্যার্টাজি, রীতাভরি চক্রবর্তী। এছাড়াও অভিয়ন করেছেন রজত কাপুর।   Read the full article
0 notes
education24-bangla-blog · 7 years ago
Photo
Tumblr media
জাবি’র প্রত্নতত্ত্ব বিভাগে আন্তর্জাতিক সম্মেলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে ‘Early Medieval in Bengal : Transdiciplinary Perspectives in Archaeology with Special Reference to Bangladesh’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুলাই) সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে কনফারেন্স উদ্বোধন করতে গিয়ে বলেন, এই আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে শিক্ষক-গবেষক-শিক্ষার্থীরা আদি মধ্যযুগের বাংলার প্রত্নতাত্তিক আন্তসম্পর্কীয় নতুন জ্ঞানের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, খ্যাতিমান প্রত্নতত্তবিদ অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী, কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব আলতাফ হোসেন ও অতিরিক্ত সচিব ও প্রজেক্ট ডিরেক্টর গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত। কনফারেন্সে অধ্যাপক ড. ভৈরবি প্রসাদ সাহু (দিল্লী), অধ্যাপক ড. সুপ্রিয়া ভার্মা (দিল্লী), ড. রাউসুকি ফুরুই (টোকিও), ড. রজত সান্যাল (কলকাতা), ড. শর্মিলা সাহা (কলকাতা), ড. সুতপা সিনহা (কলকাতা), ড. তপন চক্রবর্তী (কলকাতা), ড. প্রীতি শর্মা (আসাম), ড. এ কে এম খুরশিদ আলম (ঢাকা), অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান (জাবি), অধ্যাপক ড. সীমা হক (জাবি), সাবিকুন নাহার (জাবি), আবির বিন কাউসার ও অধ্যাপক ড. স্বাধীন সেন প্রবন্ধ পাঠ করেন।
0 notes
khelarghor-blog · 7 years ago
Photo
Tumblr media
মোহামেডানকে হারিয়ে শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখলো প্রাইম দোলেশ্বর খেলারঘরঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সব দলের বাকি মাত্র একটি করে ম্যাচ। সুপার লিগের ছয় দলের মধ্যে সমান ১৫ ম্যাচ খেলে ১২ জয় নিয়ে সবার উপরে গাজীগ্রুপ ক্রিকেটার্স। সমান ম্যাচে ১১ জয় নিয়ে এর পরের দুই স্থান আবাহনী লিমিটেড এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। গাজীগ্রুপের সাথে হেড টু হেডে পিছিয়ে থাকায় ইতোমধ্যেই শিরোপাস্বপ্ন শেষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের। তবে এখনো আশা টিকে রয়েছে প্রাইম দোলেশ্বরের। নিজেদের পনেরোতম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ��ৃতীয় স্থানে থাকা দোলেশ্বর শেষ ম্যাচ খেলবে টেবিলের শীর্ষে থাকা গাজীগ্রুপের বিপক্ষে। ওই ম্যাচে গাজীগ্রুপের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের জয় দুই দলের পয়েন্টই করে দিবে ২৪। এবং দুই দলের দুই দেখায় সমান একটি করে জয়ে হেড টু হেড হিসেবেও থাকবে সমতা। সেক্ষেত্রে রানরেটের বিবেচনায় নির্ধারিত হতে পারে এবারের ডিপিএল চ্যাম্পিয়নের নাম। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দোলেশ্বরের দেয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে মাত্র ১৬৭ রানেই অল আউট হয়ে যায় মোহামেডান।। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন বিপুল শর্মা। এছাড়া সাজেদুল ইসলাম ৩১ এবং শামসুর শুভ করেন ২৬ রান। দোলেশ্বরের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শরীফ উল্লাহ। এছাড়া দুইটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, রাহাতুল ফেরদৌস এবং ফরহাদ রেজা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অভিজ্ঞদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২৬৪ রানের সাস্থ্যবান সংগ্রহ দাঁড় করায় প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে ফিফটি করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং মার্শাল আইয়্যু। নাফীস ৭০ এবং মার্শাল করেন ৫০ রান। দুই রানের জন্য ফিফটি মিস করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া রজত ভাটিয়া ৩৭ এবং ফরহাদ রেজা করেন ২০ রান। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন সাজেদুল ইসলাম। একটি করে উইকেট নেন কামরুল রাব্বি, বিপুল শর্মা এবং জুবায়ের হোসেন। ম্যাচের সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন শাহরিয়ার নাফিস।
0 notes
24x7newsbengal · 2 years ago
Link
0 notes
bengalbytes · 3 years ago
Text
রাম জন্মভূমি আন্দোলনের নায়ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন ইউপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
রাম জন্মভূমি আন্দোলনের নায়ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন ইউপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
ছবির সূত্র: পিটিআই কল্যাণ সিং আমাদের মাঝে নেই, এটা খুবই কষ্টের বিষয়, বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেতা কল্যাণ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে তিনি রাম জন্মভূমি আন্দোলনের নায়ক। “কল্যাণ সিংয়ের মৃত্যুতে আমার সহ সারা দেশের কোটি কোটি মানুষ ব্যথিত। তিনি ছিলেন বিজেপির একজন সিনিয়র…
Tumblr media
View On WordPress
0 notes