#মে দিবস
Explore tagged Tumblr posts
Text
মে দিবস! জানেনই না হোটেলকর্মী আক্তার
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : মে দিবস— শ্রমিকের দিন, সবার ছুটি দিন। কিন্তু মে দিবসেও ছুটি নেই কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের গোপালনগর গ্রামের বিদেশ ফেরত আক্তার হোসেনের (৪৫)। আক্তার হোসেনের মতোই কাজে ব্যস্ত হেলাল, হাসান, আলম ও শিশু মিয়াসহ আরো কয়েক জন। খাতায় কলমে এদের সবার পরিচয় হোটেল কর্মী হিসাবে। সারা বছরে এরা মানুষকে খাবার পরিবেশন আর থালা, বাটি গ্লাস আর হোটেল পরিষ্কার করতেই…
View On WordPress
0 notes
Text
2 notes
·
View notes
Text
৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি || পর্ব ৫
৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি || পর্ব ৫
সময় : ৩ ঘণ্টা সপ্তম শ্রেণি পূর্ণমান : ১০০ ক বিভাগ : নৈর্ব্যক্তিক (২৫ নম্বর) বহুনির্বাচনি প্রশ্ন : (সঠিক উত্তরটি খাতায় লেখ) ১ × ১৫ = ১৫ ১. যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে? (ক) তিনটি (খ) দুইটি (গ) পাঁচটি (ঘ) চারটি ২. কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্ড কী হিসেবে ব্যবহৃত হয়? (ক) বিট (খ) সংখ্যা (গ) বাইট (ঘ) ক্যারেক্টার ৩. বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে? (ক) ব্যাস (খ) ব্যাসার্ধ (গ) জ্যা (ঘ) চাপ ৪. কোন শতকে π এর আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়াড় ���সে? (ক) উনিশ (খ) বিশ (গ) একুশ (ঘ) আঠারো ৫. (3x + 12) এর উৎপাদকগুলো কী কী? i. 3 ii. x + 3 iii. x + 4 নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ৬. দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর কী বলা হয়? (ক) গসাগু (খ) লসাগু (গ) সাধারণ গুণিতক (ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক ৭. চতুর্ভুজের বাহু কয়টি? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি ৮. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি হলে, ক্ষেত্রফল কত বর্গসেমি? (ক) 84 (খ) 108 (গ) 216 (ঘ) 432 ৯. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? (ক) (খ) ১৬ ২ (গ) (ঘ) নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : তাজিন ডং পাহাড়ের উচ্চতা 1280 মি. যা কেওকারাডং পাহাড়ের উচ্চতা অপেক্ষা 295 মি. বেশি। ১০. কেওকারাডং পাহাড়ের উচ্চতা x মি. হলে প্রদত্ত সমস্যাটির সমীকরণে প্রকাশিত রূপ নিচের কোনটি? i. x + 295 = 1280 ii. x = 1280 - 295 iii. x + 1280 = 295 নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ৭ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি || পর্ব ৫ ১১. কেওকারাডং পাহাড়ের উচ্চতা কত? (ক) 980 মি. (খ)1575 মি. (গ) 985 মি. (ঘ) 990 মি. ১২. 4y - 3y(y) = 9 সমীকরণটির আদর্শরূপ নিচের কোনটি? (ক) 3y2 + 4y - 9 = 0 (খ) - 3y2 - 4y + 9 = 0 (গ) 3y2 - 4y - 9 = 0 (ঘ) 3y2 - 4y + 9 = 0 ১৩. ‘বাংলাদেশের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি.’ এটি কোন ধরনের তথ্য? (ক) গুণগত (খ) বিচ্ছিন্ন (গ) অবিচ্ছিন্ন (ঘ) বর্ণনামূলক ১৪. অবিচ্ছিন্ন তথ্য সর্বদা হয়ে থাকে -------- (ক) পূর্ণসংখ্যা (খ) ভগ্নাংশ সংখ্যা (গ) জটিল সংখ্যা (ঘ) পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা উভয়ই ১৫. আয়তলেখের স্তম্ভলেখের উচ্চতা বা দৈর্ঘ্য কী নির্দেশ করে? (ক) শ্রেণিব্যাপ্তি (খ) গণসংখ্যা (গ) শ্রেণি সংখ্যা (ঘ) পরিসর এককথায় উত্তর দাও : ১ × ১০ = ১০ ১৬. কার্ড সংখ্যা ৫ হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব? ১৭. বৃত্তের উপরস্থ যেকোনো বিন্দু যে বিন্দু হতে সমদূরবর্তী তাকে কী বলে? ১৮. পাই দিবস কত তারিখে পালন করা হয়? ১৯. আয়তক্ষেত্রের প্রস্থ 14xy একক এবং ক্ষেত্রফল বর্গ একক হলে, দৈর্ঘ্য কত? ২০. একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 5 সেমি হলে এর পরিসীমার অর্ধেক কত সেমি? ২১.
বস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? ২২. একটি ঝুড়িতে আম ও লিচু আছে 60 টি। এর মধ্যে আম 36 টি থাকলে, লিচুর সংখ্যা কত? ২৩. সমীকরণে x এর সহগ কত? ২৪. তোমাদের শ্রেণিকক্ষের মোট শিক্ষার্থীদের সংখ্যা কোন ধরনের তথ্য? ২৫. কোনো অবিন্যস্ত উপাত্তে সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান 35 এবং শ্রেণি ��্যবধান 5 হলে, শ্রেণি সংখ্যা কত? খ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক (৭৫ নম্বর) ১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : ২ × ১৩ = ২৬ (ক) DAD কে কিভাবে বাইনারি কোডে লিখে প্রকাশ করা যায়? (খ) (০১১১১)২ সংখ্যাটিকে দশমিকে প্রকাশ কর। (গ) শামীম 1 মিনিটে 100 মিটার পথ যেতে পারে। শামীমদের স্কুলে বৃত্তাকার একটি খেলার মাঠ আছে। সে মাঠটির ব্যাস বরাবর 3 মিনিটে এপাশ থেকে ওপাশে যেতে পারে। খেলার মাঠটির পরিধি নির্ণয় করো। (ঘ) কোনো বৃত্তের ব্যাস 5 সেমি হলে বৃত্তটির পরিধি কত? (ঙ)
চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফলে কী পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো। (চ) এর গসাগু নির্ণয় করো। (ছ) একটি কেবিনেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2 মিটার, 1 মিটার এবং 3 মিটার। কেবিনেটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। (জ) একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেমি, প্রস্থ 19 সেমি এবং উচ্চতা 1.8 সেমি। বইটির আয়তন নির্ণয় করো। (ঝ) কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে? (ঞ) একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 24 বর্গ মি.। মেঝেটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। (ট) তথ্য কী? তথ্যের শ্রেণিবিন্যাস লেখ। (ঠ) ঢাকা শহরের মে মাসের তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) নিচে দেওয়া হলো : ২০, ১৮, ১৪, ২১, ১১, ১৪, ১২, ১০, ১৫, ১৮, ১২, ১৪, ১৬, ১৫, ১২, ১৪, ১৮, ২০, ২২, ৯, ১১, ১০, ১৪, ১২, ১৮, ২০, ২২, ২৫, ২২, ১৪, ২৫। প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো। (ড) বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার একটি ম্যাচে বাংলাদেশ দলের ৪ জন খেলোয়াড়ের রানসংখ্যা পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো :
৪ জন খেলোয়াড়ের রানসংখ্যা ২৭০ হলে, তামিম এবং মুশফিকের রানসংখ্যা কত? রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) : (১০টি থেকে ৭টি প্রশ্নের ��ত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন���র মান ৭) ৭ × ৭ = ৪৯ ২। ১৬ গ্রাম ১ম চিত্রে ১টি ১৬ গ্রামের ভর ও ২য় চিত্রে ৮ সে.মি. দৈর্ঘ্য দেখানো হয়েছে। (ক) ভর ব্যবহার করে দশমিক সংখ্যা ১২ কে বাইনারিতে রূপান্তর করো। ৩ (খ) দৈর্ঘ্য ব্যবহার করে দশমিক সংখ্যা ১১, ১৫ ও ১৮ কে বাইনারিতে প্রকাশ করো। ৪ ৩।
মিতু একটি বৃত্তক্ষেত্র কেটে নিয়ে তাকে সমান 64 টি অংশে বিভক্ত করে। এবার সে টুকরাগুলোকে সাজিয়ে চিত্রের মতো জ্যামিতিক আকৃতি পেল তা একটি আয়তরূপ। (ক) বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো। ৩ (খ) আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ৪ ৪।
চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে। বৃত্ত দুইটির ব্যাসার্ধ যথাক্রমে ৯ সেমি ও 4 সেমি। (ক) চিত্রের বৃত্ত দুটিকে সমকেন্দ্রিক বৃত্ত বলা হয় কেন? ১ (খ) 18. 84 পরিধিবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? ২ (গ) বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? ৪ ৫। এবং (ক) সাধারণ গুণনীয়ক বলতে কী বুঝ? ১ (খ) প্রথম দুইটি রাশির গসাগু নির্ণয় করো। ৩ (গ) রাশি তিনটির লসাগু নির্ণয় করো। ৩ ৬। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মি. এবং প্রস্থ 30 মি.। বাগানের ভিতরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 30 টাকা খরচ হয়। (ক) রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। ৩ (খ) রাস্তাবাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রয়োজনীয় খরচ নির্ণয় করো। ৪ ৭। একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 9 ও 7 সেমি। (ক) বাক্সটির আয়তন কত? ৩ (খ) বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? ৪ ৮। মিতু ও রিতুর কাছে মোট 160 টাকা আছে। মিতু অপেক্ষা রিতুর 40 টাকা কম আছে। (ক) প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। ২ (খ) কার কত টাকা আছে তা নির্ণয় করো। ২ (গ) ‘খ’ নং এ প্রাপ্ত সমাধানের শুদ্ধতা যাচাই করো। �� ৯। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। (ক) উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখ। ২ (খ) আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ২ (গ) আয়তক্ষেত্রেটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো? ৩ ১০। নিচের সারণিতে কয়েকটি পরিবারের বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেওয়া হলো : বয়স (বছরে) ১ - ১০ ১১ - ২০ ২১ - ৩০ ৩১ - ৪০ ৪১ - ৫০ ৫১ - ৬০ ৬১ - ৭০ ৭১ - ৮০ লোকসংখ্যা ৮ ১৫ ২২ ২৮ ১৮ ১২ ১০ ৫ (ক) গণসংখ্যা নিবেশন সারণিটির প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করো। ৩ (খ) গণসংখ্যা নিবেশন সারণিটির আয়তলেখ অঙ্কন করো। ৪ ১১। একটি লাইব্রেরির বিভিন্ন সংখ্যক পৃষ্ঠার বই নিম্নরূপ : ৮০, ৯০, ১০০, ১০২, ১০৫, ৭৫, ৮০, ৮৫, ৯৬, ১০৬, ১০৮, ৯০, ৯৫, ৭৫, ৭৫, ১০৮, ১০৮, ৮৫, ৯৬, ১০৮, ৯৮, ৯২, ১১০, ৯০, ৮৪, ৭৫, ১০৫, ৯৯, ৮০, ১০২। (ক) উপাত্তগুলোর শ্রেণিবিন্যাসকৃত গণসংখ্যা সারণি তৈরি কর। ৩ (খ) কোন শ্রেণিতে সবচেয়ে কম বই এবং সবচেয়ে বেশি বই আছে? ৪ Read the full article
#7thClassMathematicsAnnualExamFinalPreparationVideo#7thClassMathematicsAnnualExamPreparationEpisode5Plan#7thClassMathematicsEpisode5AnnualExamPreparationTips#7thClassMathematicsEpisode5FinalPreparationTipsforSuccess#7thClassMathematicsExamPreparationEpisode5BestStrategies#7thClassMathematicsExamPreparationEpisode5FinalStrategies#7thClassMathematicsFinalExamPreparationEpisode5#7thClassMathematicsFinalExamPreparationSolutionsEpisode5#৭মশ্রেণি��ণিতপরীক্ষাপ্রস্তুতিরকৌশল#৭মশ্রেণিগণিতপর্ব৫চুড়ান্তপ্রস্তুতিপ্রস্তুতিরজন্যটিপস#৭মশ্রেণিগণিতপর্ব৫বার্ষিকপরীক্ষাপ্রস্তুতিটিপস#৭মশ্রেণিগণিতবার্ষিকপরীক্ষাপ্রস্তুতি
0 notes
Text
[6/6, 12:01 pm] +91 82698 46748: কবীর প্রকট দিবস
পরমাত্মা কবীর জীর প্রকট হওয়ার লীলার উপর চিহ্নিত করে গরীব দাস জী মহারাজের নিন্ম বাণী অবশ্যই পড়ুন।
গরীব, সেবক হোয় করি উতরে, ইস পৃথিবীকে মাহি।
জীব উধারণ জগত গুরু, বার বার বলি জাহি।।
कबीर प्रकट दिवस
परमात्मा कबीर जी के प्रकट होने की लीला पर मोहर लगाती गरीबदास जी महाराज की निम्न वाणी जरूर पढ़ें ।
गरीब, सेवक होय करि ऊतरे, इस पृथ्वी के मांहि ।
जीव उधारण जगत गुरु, बार बार बलि जांहि ।।
[6/6, 12:01 pm] +91 82698 46748: কলিযুগে, 1398 সালে (বিক্রমী সংবত 1455), জ্যৈষ্ঠ (মে-জুন) মাসের পূর্ণিমা তিথিতে সকাল-সকাল (ব্রহ্ম- মুহূর্তে), পূর্ণ পরমাত্মা কবির সাহেব সতলোক থেকে এক শিশু রূপে প্রকট হন আর ভারতের পবিত্র ভূমির উপর পবিত্র শহরে কাশীতে (বনারস) লহরতারা সরোবরে একটি প্রস্ফুটিত পদ্ম ফুলের উপর দেখা যায়। যেখান থেকে "নীরু আর নীমা " নামের এক নিঃসন্তান দম্পতি ওনাকে তুলে ঘরে নিয়ে যায়। সর্বোচ্চ ঈশ্বরের এই বিশেষতার উল্লেখ ঋগ্বেদেও আছে।
कलयुग में, वर्ष 1398 (विक्रमी संवत 1455) को जेठ (मई-जून) के महीने की पूर्णिमा के दिन (पूर्णिमा), सुबह-सुबह (ब्रह्म-मुहूर्त) में पूर्ण परमात्मा कबीर साहेब सतलोक से एक शिशु के रूप में अवतरित हुए और भारत की पवित्र धरती पर पवित्र शहर काशी (बनारस) में लहर तारा तालाब में एक परिपक्व कमल के फूल पर दिखाई दिए। जहां से “नीरू और नीमा” नाम के एक निःसंतान बुनकर जोड़ीे उन्हें उठा कर घर ले गए। सर्वोच्च ईश्वर की इस विशेषता का उल्लेख ऋग्वेद में भी है।
0 notes
Text
বিদ্রোহী কাজী নজরুল ইসলাম (মে ২৫, ১৮৯৯ – আগস্ট ২৭, ১৯৭৬), (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ - ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ)
বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহা প্রয়াণ দিবস আজ। তাঁর লেখা অসংখ্য গান, কবিতা, উপন্যাস, আমাদের প্রতিদিনের প্রেরনা।
বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং আমাদের জাতীয় কবি। মহা প্রয়াণ দিবসে কবির প্রতি বিনম্র শ্রেদ্ধা ও ভালোবাসা
0 notes
Text
নিকলীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের নেতৃত্বে শুক্রবার (১৭ মে ২০২৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে উপজেলা আওয়ামী যুবলীগ। সাবেক ছাত্রলীগ নেতা ও নিকলী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক পদপ্রার্থী কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম…
View On WordPress
0 notes
Text
আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএ���) -এর সহযোগিতায় এবং “উন্নয়ন” সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় রবিবার (১২ মে) সকাল ১০টায় উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশাশুনির বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে মা দিবস পালিত…
View On WordPress
0 notes
Link
বিশ্বের সকল মাকে উৎসর্গ করা দিন আজ, ‘বিশ্ব মা দিবস’।
0 notes
Text
আজ মে দিবস! শ্রমিকদের এই বিশেষ দিনে ডিজিটাল মার্কেটিং সল্যুশন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শ্রমিকের প্রতি মন থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।
শ্রমিকরা আমাদের সমাজের মেরুদণ্ড। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমেই সারা বিশ্বের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাদের অবদান ছাড়া আমাদের জীবনযাত্রার মান উন্নত করা অসম্ভব।
ডিজিটাল মার্কেটিং ��ল্যুশন প্রতিষ্ঠান সবসময় শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্বাস করে। আমরা কর্মীদের জন্য একটি উপযুক্ত ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের উন্নতিতে সহায়তা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।
এই শ্রমিক দিবসে আমরা সকল শ্রমিকের জীবনে সুখ, ও শান্তি কামনা করছি। তাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং তাদের সাথে দেশের উন্নয়নে কাজ করতে প্রস্তুত।
#শ্রমিকদিবস #শ্রমিক #শ্রদ্ধা #কৃতজ্ঞতা #ডিজিটালমার্কেটিংসল্যুশন
0 notes
Text
১লা মে - ২০২৪
----------
মে দিবস বা আন্তর্জাতিক শ্রম দিবস, বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী-মেহনতি মানুষের প্রতি জানাই মহান মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা...
"মহান মে দিবস অমর হউক"
শ্রমিকরাই জাতির অদৃশ্য মেরুদণ্ড, একটি দেশ ও জাতি কেবল শ্রমিকদের কারণেই শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে...
Md. Hasibur Rahman
0 notes
Text
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা । শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় ।avientech
0 notes
Text
ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে VS বেগম জিয়ার Win Win কূটনীতি।
#বিকল্পদেখান যারা দুচান সেসব বোতাতোতাদের জন্য উৎসর্গ পোষ্ট।
#wasimiftekhar
১৬ মে ১৯৭৪ঃ ইন্ডিয়া ও বাংলাদেশের ভেতর অতি গুরুত্বপূর্ণ একটা সন্ধি হয়। করিডোরের মাধ্যমে ছিটমহলে প্রবেশের চুক্তি।
চুক্তি অনুযায়ী ইন্ডিয়া বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ার ছিটমহলে ও বাংলাদেশ ইন্ডিয়ায় অবস্থিত বাংলাদেশের ভূখণ্ডে যাতায়াতের সুযোগ পাবে।
চুক্তির পরপর নভেম্বরে ইন্ডিয়া তাদের প্রাপ্য সারে এগারো বর্গ কিলোমিটারের দক্ষিণ বেরুবাড়ী এবং ৬.৮ বঃকিলোমিটারের ৪ টি ছিটমহল সহ ১৮.১৩ বর্গ কিলোমিটার আয়তনের দখল বুঝে নেয়।
প্রতিউত্তরে ইন্ডিয়ান সরকার বাংলাদেশের প্রাপ্য দহগ্রাম - আঙ্গরপোতা যাবার জন্য করিডোর হস্তান্তর করা থেকে বিরত থাকে। সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার অজুহাতে চুক্তির বরখেলাপ করা হয়।
৭ই অক্টোবর ১৯৮২ঃ দীর্ঘ ৮ বছর পর দহগ্রাম-আঙ্গরপোতা যাবার জন্য তিনবিঘা করিডোর লীজ প্রদানের জন্য ইন্ডিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা লীজ শর্তাবলী নিয়ে চুক্তি করে।
কিন্তু ওয়েষ্ট বেঙ্গলের ফরোয়ার্ড ব্লক নেতা নির্মল ব��সকে দিয়ে তারা কলকাতা হাইকোর্টে লীজ চুক্তির বিরুদ্ধে মামলা করে চুক্তিটি আবার ডিপ ফ্রীজে পাঠিয়ে দেয়।
৩ জুন ১৯৯০ঃ এ ইন্ডিয়ান সুপ্রিমকোর্ট এক ধরনের নো অবজেকশান জাড়ি করে। ফলে আইনি দোহাই দিয়ে চুক্তি বরখেলাপের পথ রুদ্ধ হয়।
২০ মার্চ ১৯৯১ঃ এ নির্বাচিত হয়ে কাজ শুরু করে বেগম জিয়ার বিএনপি সরকার। ইন্ডিয়ার কাছে পাওনা ছিটমহল উদ্ধারকে প্রায়রিটি লিষ্টে রাখে।
২৬ মার্চ ১৯৯২ঃ ইন্ডিয়ার সাথে চূড়ান্ত বোঝাপড়া শেষে বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন নতুন চুক্তিতে উপনীত হয় দুদেশ। ১৯৭৪ সালের ব্যর্থ চুক্তির ১৮ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হয় ঐ এলাকার মানুষ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাঙ্ক্ষিত ও প্রতিক্ষিত তিনবিঘা করিডোর উদ্বোধন করে বীরদর্পে দহগ্রাম-আঙ্গরপোতা প্রবেশ করেন।
১৯৯২ এর এ চুক্তির ফলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ১ ঘণ্টা পরপর ১ ঘণ্টা সময়ের জন্য দহগ্রাম আঙগরপোতার লোকজন তিনবিঘা করিডোর পার হয়ে বাংলাদেশের মূল ভূখন্ডে যাতায়াতের সুযোগ পান।
আক্ষরিক অর্থে স্বাধীনতার ২১ বছর পর ১৯৯২ ২৬শে মার্চ দহগ্রাম আঙগরপোতা হাতে পাওয়া স্বাধীনতা পূর্ণতা পাবার প্রতীকী এক রুপ। প্রকৃত এক স্বাধীনতা দিবস।
যে ঘটনা উল্লেখ না করা রীতিমত অন্যায় হতে পারে তা হলো ২৬শে মার্চ ১৯৯২ দহগ্রাম-আঙগরপোতার মানুষের কাছে স্বাধীনতার দিন হলেও অনেক ইন্ডিয়ানদের কাছে ছিল সর্বনাশা দিন। চুক্তি বাতিল করে দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ইন্ডিয়ার বিদ্রোহী জনতা রাস্তায় নেমে আসেন। পুলিশ নির্বিচারে গুলি চালালে মারা যান ক্ষিতীন অধিকারী ও জিতেন রায় বর্মন।
এ দু'জন আমাদের চোখে মহান নাও হতে পারেন। তবে কোন না কোন ভাবে তো তাঁদের মৃত্যুও শহীদি মৃত্যু বটে।।
#corridor
#wasimiftekhar
0 notes
Text
ধূমপানের আসক্তি দূর করবে এই সহজ টিপস! দেখে নিন এক নজরে|| quit smoking easily with these easy steps doctor tips – News18 Bangla
তামাক ও তামাক জাতীয় নেশা মানুষের জীবনে অভিশাপের মতো। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। বিহারের পূর্ণিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্র-ছাত্রী ও অন্যদের উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। প্রধান অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেতা রবি সুধা চৌধুরী। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি তামাক সেবন না করার কথা বলেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক…
View On WordPress
0 notes
Text
রাজশাহীতে উদ্যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস
হৃদয় পারভেজ, স্টাফ রিপোর্টার রাজশাহী: আজ সোমবার (২৯ মে ২০২৩) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ দিবস উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে উদ্যাপিত হলো…
View On WordPress
0 notes
Link
আজ ২৮ মে, নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও
0 notes
Text
নদীর নিরাপত্তা নিয়ে সরকার কাজ করছে
সময় সংবাদ রিপোর্টঃ গত ৫২ বছরে দেশের নৌ পথে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ মারা গেছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এসব দুর্ঘটনার কারণ হিসেবে নৌ পরিবহন আইন ও নীতির প্রতি শ্রদ্ধা, সচেতনতা ও কর্ত��্যবোধের অভাবকে চিহ্নিত করা হয়েছে। এমন তথ্য তুলে ধরে নদী পথে দুর্ঘটনায় নিহতদের স্মরণে ২৩ মে কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন নদী, প্রাণ-প্রকৃতি ও সমুদ্র সম্পদ ভিত্তিক জাতীয় সংগঠন নোঙর…
View On WordPress
0 notes