#মহা শিবরাত্রি কবে
Explore tagged Tumblr posts
Text
মহা শিবরাত্রি কবে এবং কেন পালন করা হয়?
বাবা ভলেনাথ এর ভক্তদের রাত যেটি শিবরাত্রি বা মহাশিবরাত্রি নামে পরিচিত। ভক্তরা এখন থেকেই পঞ্জিকা খুলে বসে পড়েছে মহা শিবরাত্রি কবে আসছে তার সময় ও দিনক্ষণ জানার জন্য। হিন্দু ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হল মহা শিবরাত্রি যেটি শিব দেবতার অর্চনায় পালিত হয়।
শিবরাত্রি বা শিবের রাত সাধারণত মাঘের কৃষ্ণ চতুর্দশী তারিখে বা ফাল্গুনের শুরুতে অনুষ্ঠিত হয়। এই উৎসবে শিবলিঙ্গের কাছে শ্রদ্ধা প্রকাশ করা হয় তাকে দুধে স্নান করিয়ে। এই দিনে শিবের কাছে প্রার্থনা ও উপাসনা করেন ঘরের মহিলারা, তাদের বিশ্বাস ভলেবাবা তাদের স্বামী বা ঘরের কর্তাকে রক্ষা করবেন সকল বিপদ থেকে।
Also, do watch this related video down below
youtube
যদি আপনিও এই বছর শিবরাত্রি পালন করবেন ভেবে থাকেন তাহলে জানতে হবে কবে পড়েছে এইবছরের শিবরাত্রি। শিব রাত্রির সময়তালিকা এবং কোন কোন আচার মানবেন শিবরাত্রিতে তা জানতে এখুনি ক্লিক করুন শিবরাত্রি ২০২৪ সময়সূচি
0 notes
Text
মহা শিবরাত্রি কি ও এই দিনটির সারমর্ম উন্মোচন
মহা শিবরাত্রি, একটি হিন্দু উত্সব যা ভগবান মহাদেব বা শিবকে উৎসর্গ করে পালন করা হয়। ভক্তরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহা শিবরাত্রি পালন করেন। যেমন ব্রত রাখা, উপোষ করা, শিবলিঙ্গের মাথায় জল ��ালা ইত্যাদি। উপোষ হল স্ব-শৃঙ্খলা, শুদ্ধিকরণ এবং ��গবান শিবের প্রতি ভক্তির প্রতীক।মন্দিরগুলিতে শিবকে উত্সর্গীকৃত "ওম নমঃ শিবায়" ধ্বনি অনুরণিত হয়।এই উৎসবটি কেবল একটি ধর্মীয় প্রথা নয়, এটি অন্ধকারের উপর আলোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের জয়ের প্রতীক। ২০২৪ এ শিবরাত্রি কবে পালিত হবে, এই দিন পালন করার পেছনে কি কাহিনী রয়েছে এবং অন্য কি কি রীতি পালন করা হয় তা জানতে ক্লিক করুন shivratri 2024 date
#২০২৪ এ শিবরাত্রি কবে#shivratri 2024 date#shivratri 2024 date and time#shivratri 2024 bengali#শিবরাত্রি ২০২৪ সময়সূচি#শিবরাত্রি 2024 বাংলা তারিখ
0 notes
Photo
সালমান খান বলিউডের এই অভিনেত্রীকে বিয়ে করছেন ? বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বিবাহযোগ্য পুরুষ সালমান খান, তা নিয়ে কোনো দ্বিমত নেই। সালমানের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। ‘কপিল শর্মা শো’ থেকে হিন্দি ছবির চিত্রনাট্যেও উঠে আসে বলিউডের ভাইজানের বিয়ের প্রসঙ্গ। এমনকি কলেজের ক্যানটিন থেকে গভীর রাতে বেডরুমেও আলোচ্য বিষয়, কবে সাল্লু মিয়া বিয়ে করবেন। কে হবেন সেই ভাগ্যবতী? এবার মনে হয় সেই দিন আর দূরে নেই, যেদিন সালমানের মুখ থেকে শোনা যাবে ‘কবুল, কবুল, কবুল’। আর তেমন ইঙ্গিত দিয়েছেন সালমান খানের মা সালমা খান। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে পাত্রীর নাম। পাত্রী সালমানের রোমানিয়ান গার্লফ্রেন্ড ইউলিয়া ভাঞ্চুর। সম্প্রতি মহা শিবরাত্রি উপলক্ষে পানভেলে সালমান খানের খামারবাড়ির পাশে এক মন্দিরে পূজার আয়োজন করা হয়। মন্দিরে সালমা খানের সঙ্গে ইউলিয়াকে দেখা গেছে। পানভেলের এই মন্দিরে দুজন একসঙ্গে পূজা দেন। এমনকি ইউলিয়াকে দিয়ে সালমা খান আরতি করিয়েছেন। এ সময় ইউলিয়ার সঙ্গে ছিলেন না সালমান। বলিউডের ভাইজান এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘রেস থ্রি’র শুটিং নিয়ে। সাল্লু মিয়ার এই রোমানিয়ান গার্লফ্রেন্ড খান খানদানের সঙ্গে শিবরাত্রি উদ্যাপন করেন। সালমানের পরিবারের সঙ্গে ইউলিয়া গ্রামে গিয়ে সেখানে গরিবদের মাঝে খাবার আর জামা-কাপড় বিতরণ করেন। তাতে প্রমাণিত হচ্ছে, এই রোমানিয়ান সুন্দরীকে সালমানের মা পরিবারের সদস্য হিসাবে মেনে নিয়েছেন। ইউলিয়া সম্প্রতি অভিনেতা-সঞ্চালক মনীশ পালের সঙ্গে তাঁর গান প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন। সালমানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি এ সময় কিছুই বলেননি। তবে সালমানের প্রসঙ্গে ইউলিয়া বলেন, ‘সালমানকে খুব সম্মান করি। আমি নিজেও জানি না, জীবন আমাকে কোন পথে নিয়ে যাবে। আর এটাও জরুরি নয় যে আপনি যা ভাববেন, আপনার সঙ্গে তা-ই হবে।’ ইউলিয়া আরও বলেন, ‘তিন বছর আগে কিছু পরিকল্পনা করেছিলাম, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। সবকিছু আমাদের হাতে নেই। আমি মনে করি না, যাকে আপনি ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন। আমি নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম রোমানিয়ায়। ভারতে আমি নিজের আলাদা পরিচয় তৈরি করতে চাই।’ এদিকে সালমান খান বলিউডে এরই মধ্যে ইউলিয়ার ক্যারিয়ার তৈরির চেষ্টা শুরু করেছেন। আর রোমানিয়ার এই সুন্দরী যে খান খানদানের একজন হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। সালমানের পরিবারের সঙ্গেই থাকেন ইউলিয়া। খান পরিবারের সব উৎসবে দেখা যাচ্ছে তাঁকে। এসব অনুষ্ঠানে ইউলিয়াকে ভারতীয় পোশাকে বেশি দেখা যায়। তাহলে কি বলিউডের এই অভিনেত্রীকে বিয়ে করছেন সালমান? । অভিজ্ঞদের মতে, সালমান-ইউলিয়ায় চার হাত এক হওয়ার বিষয়ে ইঙ্গিত দিচ্ছে এই সবই।
0 notes
Text
মহা শিবরাত্রি কবে এবং কেন পালন করা হয়?
বাবা ভলেনাথ এর ভক্তদের রাত যেটি শিবরাত্রি বা মহাশিবরাত্রি নামে পরিচিত। ভক্তরা এখন থেকেই পঞ্জিকা খুলে বসে পড়েছে মহা শিবরাত্রি কবে আসছে তার সময় ও দিনক্ষণ জানার জন্য। হিন্দু ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হল মহা শিবরাত্রি যেটি শিব দেবতার অর্চনায় পালিত হয়।
শিবরাত্রি বা শিবের রাত সাধারণত মাঘের কৃষ্ণ চতুর্দশী তারিখে বা ফাল্গুনের শুরুতে অনুষ্ঠিত হয়। এই উৎসবে শিবলিঙ্গের কাছে শ্রদ্ধা প্রকাশ করা হয় তাকে দুধে স্নান করিয়ে। এই দিনে শিবের কাছে প্রার্থনা ও উপাসনা করেন ঘরের মহিলারা, তাদের বিশ্বাস ভলেবাবা তাদের স্বামী বা ঘরের কর্তাকে রক্ষা করবেন সকল বিপদ থেকে।
Also, do watch this related video down below
youtube
যদি আপনিও এই বছর শিবরাত্রি পালন করবেন ভেবে থাকেন তাহলে জানতে হবে কবে পড়েছে এইবছরের শিবরাত্রি। শিব রাত্রির সময়তালিকা এবং কোন কোন আচার মানবেন শিবরাত্রিতে তা জানতে এখুনি ক্লিক করুন শিবরাত্রি ২০২৪ সময়সূচি
0 notes