#ভারতের অস্ট্রেলিয়া সফর
Explore tagged Tumblr posts
Text
কোহলিদের অস্ট্রেলিয়া সফরের দিন ঘোষণা, ৩ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়েই শুরু সিরিজ | coronavirus-latest-news
File Photo চার টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হচ্ছে ৩ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়েই ৷
#মেলবোর্ন:করোনার জেরে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ আদৌ হবে কী না, তা নিয়ে ভারতীয় বোর্ডের চেয়েও বেশি চিন্তায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কারণ নিজেদের দেশে টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে বেশি দুশ্চিন্তা কোহলিদের…
View On WordPress
#৩#Border-Gavaskar series dates announced Coronavirus In Australia#coronavirus#Coronaviruslatestnews#IND vs AUS#India vs Australia Test Series#Lock down#অসটরলয#করোনা ভাইরাস#কহলদর#ঘষণ#টসট#ডসমবর#দন#দয়ই#বরসবন#ভারত-অস্ট্রেলিয়া#ভারতের অস্ট্রেলিয়া সফর#লক ডাউন#শর#সফরর#সরজ
0 notes
Text
অস্ট্রেলিয়া যা পারেনি, ভারত তা দেখাচ্ছেঃইনজামাম
প্রভাত বার্তা ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফর করবে ভারতীয় ক্রিকেট দল। এদিকে আগামী জুলাইতে ওয়ানডে এবং টি- টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারতের আরেকটি দল। যেটা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ঘটনা। ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে। এরপরও দুটি দল গড়তে পারেনি তারা।…
View On WordPress
0 notes
Text
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চূড়ান্ত সময়সূচী
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চূড়ান্ত সময়সূচী
শ্রীলঙ্কা সফর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে কোহলির দল। আর তাই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর শেয়ে ভারতে উড়াল দিচ্ছে পূণাঙ্গ সিরিজ খেলতে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অজিরা। স্মিথদের বিপক্ষে সিরিজ শেষ করেই নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ খেলতে মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। স্পোর্টস…
View On WordPress
0 notes
Text
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত সময়সূচী ঘোষণা করল ভারত
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত সময়সূচী ঘোষণা করল ভারত
মাত্র কয়েক দিন আগে শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। পক্ষান্তরে দুই টেস্ট সিরিজের বাংলাদেশ সফর গতকাল শেষ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু কোন দলেরই বিশ্রাম নেই। বাংলাদেশ দলের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর শেষ করেই ভারতে উড়াল দিচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
৫০ ওভার ফর্মেট শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে…
View On WordPress
0 notes
Photo
খেলতে এলো অস্ট্রেলিয়া আহসান শামীমঃ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০১৫ সালে বাংলাদেশ সফর বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের 'গ্রিন সিগন্যালেই' বাংলাদেশ সফরে আসছে অজিরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই বকেয়া সিরিজটা চলতি বছর খেলতে রাজি হয়। আর এই রাজি হওয়ায়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইংলিশ ক্রিকেটারা অজি ক্রিকেটা কর্মকর্তা হাওয়ার্ড এমনটাই জানালেন গনমাধ্যমে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম যে এটি সঠিক ছিলো কিনা। ইংলিশ ক্রিকেটারা আর আগত অফিসিয়ালরা তাদের আশস্থ করেছিলেন।' সব শঙ্কা দূর করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মিথ বাহিনীর নেতৃত্বে ৩৪ জনের বহর নিয়ে বাংলাদেশে পা রাখতে যাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। সফরে অস্ট্রেলিয়া দুটো টেস্টের পাশাপাশি দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে। বিমান বন্দরে কোনও ধরনের সংবাদ সম্মেলনে অংশ নেবে না অজিরা । আগামী শনিবার নির্ধারিত সময়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলেও আগামী ২২ ও ২৩ আগস্ট দুইদিনের একটা প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ২২ গজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। যদিও আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনার কথা । বৃষ্টিতে ভেস্তে যেতে পারে একমাত্র প্রস্তুতি ম্যাচটা। প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও এর তিনদিন পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচটাঅনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৪ সেপ্টেম্বর , ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অজি দলে খেলোয়াড়া হলেন : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিওন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোষাকে খেললেও ব্যাটসম্যান হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ২০১৩ সাল পর্যন্ত তাঁর ব্যাট থেকে মোট রান ছিল ৯৭০। ২০১৩ সালের পর ৩৮ টেস্টে প্রতিনিয়ত রান এসেছে তার ব্যাট থেকে। ৩৮ টেস্টে ১৮ শতক হাঁকানোর পাশাপাশি ৭৩.৮১ গড়ে স্মিথের ব্যাট থেকে এসেছে ৪২৮১ রান। সম্প্রতি ভারতের মাটিতে স্মিথের ব্যাট জ্বলে উঠলেও বাংলাদেশের কন্ডিশনে স্মিথ কিভাবে নিজেকে মেলে ধরবেন সেটা সময়ই বলে দিবে। অবশ্য বাংলাদেশের বিপক্ষে স্মিথ ব্যর্থ হলে বিপাকে পড়বে অনভিজ্ঞ অজি ব্যাটিং লাইন আপ। ছবিঃ গুগল
0 notes
Photo
র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে রবিন্দ্র জাদেজা আহসান শামীমঃ টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে এখন ভারতের রবিন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৭০ রানের অপরাজিত ইনিংসের পর সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফর্মেন্স দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এর ফলে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন জাদেজা। বর্তমান জাদেজার রেটিং পয়েন্ট ৪৩৮। দুই নম্বরে নেমে আসা সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১ । পার্থক্য ৭ পয়েন্টের । যদিও বিশ্ব ক্রিকেটে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি এর আগে দুবার বিশ্ব অলরাউন্ডারের খেতাব হারিয়েও নিজের যোগ্যতায় আবারও সেই আসন দখল করেছেন। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তিন নম্বরে আছেন আরেক ভারতীয় রবি আশ্বিন। ৪১৮ রেটিং পয়েন্ট নিয়ে । এদিকে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের মইন আলি। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফ আর বল হাতে পাঁচ উইকেট শিকার করে চতুর্থ টেষ্ট অলরাউন্ডার মইন আলির ৪০৯ পয়েন্ট । পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এদিকে বাংলাদেশ সফরের আগেই টেষ্ট ক্রিকেটে তৃতীয় স্থানে থাকা অজিদের জন্য দূঃসংবাদ টেষ্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে যাওয়া । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয়ায় ১০৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। অপরদিকে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নেমে গেছে অজিরা। ইংলিশদের কাছে সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১০। আর সদ্য লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয়া ভারত ১২৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সবার শীর্ষে। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে। টাইগারদের পয়েন্ট বর্তমানে ৬৯। চলতি মাসের ১৮ তারিখে ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছে অষ্ট্রেলিয়া । ক্রিকেট বিশ্বের নজর বাংলাদেশ বিপেক্ষে অষ্ট্রেলিয়ার দুই টেষ্ট । টেষ্ট ড্র বা হেরে গেলে অষ্ট্রেলিয়ার জন্য পয়েন্ট টেবিলে বড় ধাক্কা হয়ে আসতে পারে। 'অভিজ্ঞ' হাথুরুসিংহেই হতে পারেন অস্ট্রেলিয়া বধের মূল অস্ত্র এমনটাই মনে করছেন অনেকে। যদিও হাতুড়াসিংহকে ভাবচ্ছে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের মানসিকতার বিষয়টা নিয়ে। 'তিন স্পিনার ও দুই পেসারে অজিবধের স্বপ্ন এখন বাংলাদেশের । অষ্ট্রেলিয়া দলের এশিয়া উপমহাদেশে পারফরমেন্স এতোটা ভালো নয়। গত ১০ বছরে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে তারা ২২ টেস্ট খেলেছে, জিতেছে মাত্র দুটাতে। আর ড্র করেছে ৫টা আর হার ১৫টাকে । গত পাঁচ বছরে পারফরমেন্স অনুযায়ী এশিয়ায় অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি ১১ ম্যাচে ৫১.৪৭ গড়ে করেছেন ১০৮১ রান।২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত এশিয়ায় টানা তিনটা টেষ্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া দল। ২০১৩ সালের ফেব্রুয়ারি- মার্চে ভারতের বিপক্ষে, ২০১৪ সালের ���ক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৬ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ধবল ধোলাই হয়েছিল তারা। এসব পরিসংখ্যান আর অভিজ্ঞতা থেকে, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করছেন বাংলাদেশ সিরিজ খুব একটা সহজ হবে না স্টিভেন স্মিথের দলের জন্য। বাংলাদেশ সফর নিয়ে চ্যাপেল বলেন,‘সিরিজটা কঠিন হবে আর আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়া দলও এটা জানে। কন্ডিশনের কারণে অস্ট্রেলিয়া দল কঠিন সমস্যায় পড়বে এবং বাংলাদেশ দলও গত ১২-১৮ মাস ধরে বেশ উন্নতি করেছে।’ ছবিঃ গুগল
0 notes
Text
��ুখকর, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া দল
সুখকর, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া দল
আগস্টে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু সিরিজটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনও কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।
বেতন-ভাতা ইস্যুতে অজি খেলোয়াড়রা এখনও তাদের বোর্ডের সাথে কোন সমঝোতায়নি। যেকারণে স্মিথ-ম্যাক্সওয়েলরা হুমকি দিয়েছেন বাংলাদেশ সফর বয়কট করারও।
শুধু বাংলাদেশ সফরই নয়, ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ এবং চলতি বছরের শেষে…
View On WordPress
0 notes
Photo
আহসান শামীম:গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল নিরাপত্তা পর্যবেক্ষণ করেন। তাদের সবুজ সংকেতের পর ফের আলোচনা গড়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে। এসময় বাংলাদেশের পক্ষ থেকে পুর্ণাঙ্গ সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও শুধু টেস্ট সিরিজ খেলতে সম্মতি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পর এবছরের শুরুতে অস্ট্রেলিয়া টেষ্ট নয় বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে খেলার আগ্রহ প্রকাশ করে । বাংলাদেশ চেষ্টা চালিয়ে যায় টেষ্ট সিরিজের পাশাপাশি ওয়ানডে খেলার বিষয় অস্ট্রেলিয়াকে রাজী করানোর। অবশ্য সে প্রস্তাব টিম অস্ট্রেলিয়ার কাছ থেকে খুব সাড়া মেলেনি। অস্ট্রেলিয়া অবিচল থাকে টেষ্ট নয় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে বাংলাদেশের বিপক্ষে দুটো ওয়ান ডে খেলার । পুরো ব্যাপরটা নিয়ে বেশ জলঘোলার পর অবশেষে নিশ্চিত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, বহুল প্রত্যাশিত বাংলাদেশ সফরে অবশেষে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া।বিসিবির দেওয়া তথ্যমতে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সফরে দুটো টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ঈদুল আযহার আগে ও পরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটো।সাংবাদিকদের সাথে আলাপকালে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি, এফটিপি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। আমরা অন্য ফরম্যাট খেলার ব্যাপারেও আলোচনা করেছিলাম, তবে সফরে শুধু টেস্ট ম্যাচই থাকবে।’
0 notes
Photo
বাংলাদেশে টেস্ট নয় ওয়ান ডে খেলতে চায় অষ্ট্রেলিয়া আহসান শামীমঃ ‘টেস্ট না ওয়ানডে’ সিদ্ধান্তহীনতায় আটকে আছে বিসিবি ও সিএ। আর এই সিদ্ধান্তহীনতায় চাপ তৈরি করতে সামনে এসেছে নিরাপত্তা ইস্যু । নিরাপত্তা ইস্যুতে এখনো দোটানায় রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছেন,‘আমরা বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে এখনো আশাবাদী কিন্তু আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আমরা পরিস্থিতি বিবেচনা করে যাচ্ছি অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থার সঙ্গে । তাদের সিদ্ধান্তের উপর নিকট ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নির্ভর করবে।’ এফটিপি অনুযায়ী ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে সফর, সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের; কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তখন বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে গেল বছর জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর অক্টোবরেই বাংলাদেশ সফর করে ইংল্যান্ড। সেই সফরে বিসিবির নিরাপত্তা ব্যবস্থাপনা দেখে দারুণ সন্তুষ্ট ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। তখনই ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিনিধি পাঠায়। এরপরই চলতি বছরের জুলাই-আগস্টে বাংলাদেশ সফরের কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মুল বিষয় এই মূহুর্তে অষ্টেলিয়া বাংলাদেশের সাথে টেষ্ট খেলতে চাচ্ছে না। টেষ্ট এর বদলে ওয়ান ডে আর টি টুয়েন্টি খেলতে অগ্রহী । কিন্তু এখন টেস্ট নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চাচ্ছে বাংলাদেশ সফরে ওয়ানডে খেলার কারণ এ বছরের শেষ দিকে রয়েছে তাদের অ্যাশেজ সিরিজ। তার আগে অক্টোবরে ভারতের মাটিতে একটা ওয়ানডে সিরিজ খেলবে তারা। সেই সিরিজের প্রস্তুতির লক্ষ্যেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলতে চায় অসিরা। বিসিবি টেষ্ট খেলার বিষয় অনঢ় । আর সে কারনেই আবার নিরাপত্তার ইস্যু সামনে নিয়ে এসেছে ক্রিকেট অষ্টেলিয়া। আবশ্য বিসিবি ওয়ান ডে সিরিজে রাজী হলে ক্রিকেট অষ্টেলিয়ার কাছে তখন বাংলাদেশর নিরাপত্তা ইস্যুটা চাপা পরে যাবে ।
0 notes
Text
ইমরুলের শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা
ইমরুলের শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা
শ্রীলঙ্কা সফরে ইমরুল কায়েসের অন্তর্ভূক্তি নিয়ে সন্দিহান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তবে আভাস দিয়েছেন ওয়ানডে ও টি টোয়েন্টি দলে পরিবর্তনের।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া আগস্টের বাংলাদেশ সফর পরিবর্তনের অনুরোধ জানালেও তার সুযোগ নেই বলে জানান মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস।
আবারো ফিরে এলো ইনজুরি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছেন ইমরুল কায়েস। শ্রীলঙ্কা সফরের জন্য ফিট হতে…
View On WordPress
0 notes